সুনামির আট মাস আগে গিয়েছিলাম। হ্যাভলক এ গিয়েছিলাম প্রাইভেট জাহাজে তবে তখন এত কড়াকড়ি ছিল না । এসি তে টিকিট থাকলেও ওপরে গিয়ে রোদ্দুরের মধ্যেই খোলা আকাশের নীচে সারাটা পথ বসেছিলাম। উড়ুক্কু মাছ আর প্রচুর ডলফিন দেখেছিলাম। উঠেছিলাম ডলফিন রিসর্টে তবে রাতে প্রচুর মশা ছিল। আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে মশার ধূপ নিয়ে গিয়েছিলাম আর আমাদের সাথে যে দুটো ফ্যামিলি ছিল তারা সারারাত মশা মেরে গিয়েছিল। সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো তেও বেশ মশার কামড় খেয়েছি ওডোমশ কোন কাজ করে নি😂। তোমার ভিডিও দেখে সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তবে তখন লোকজন এত চতুর ছিল না বেশ সরল ছিল এত ঠাকায় নি। তখন যেন সৌন্দর্য আরও ভাল ছিল। এখন অনেক উন্নত হয়েছে আন্দামান তবে লোকঠকানোও বেড়ে গেছে। আর হ্যাঁ আমরা পোর্টব্লেয়ারেই কাঁকড়া লবস্টার খেয়েছিলাম গগন রেস্টুরেন্ট এ।
অসাধারণ! শিবাজী বাবু ও পৃথ্বীজিৎ বাবু, আপনাদের অক্লান্ত প্রচেষ্টায় বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে সেখানকার দৃশ্যপট এই বৃহৎ পরিবারের কাছে এক্সপ্লোর করে উপস্থাপন করে আনন্দ দান ও তথ্য সমৃদ্ধ করার জন্য অসংখ্য কৃতজ্ঞতা জানাই।
Egypt থেকে ফিরে এসে হঠাৎ ই আপনাদের channel টি চোখে পড়ে এবং দেখে মুগ্ধ হয়ে কমেন্ট ও করি ও আপনাদের উত্তর পেয়ে দারুন খুশি হই। তারপর থেকে প্রায় গোগ্রাসে আপনাদের সব ভিডিও দেখছি। এত সুন্দর ভ্রমণ ভিডিও এবং তাও বাংলায় সেই ব্যাপারটি মুগ্ধ করেছে আমাদেরকে। আপনার অপূর্ব বাচনভঙ্গি ও সঙ্গে ক্যাপ্টেন হ্যাডকের সরস মন্তব্য এরকম দুর্দান্ত জুটি বোধহয় আর নেই। আমাদের এক বন্ধু আন্দামান যাবার প্ল্যান করছে। তার সঙ্গে share করছি এই ভিডিও গুলি কখনো অস্ট্রেলিয়া এলে নেমন্তন্ন জানিয়ে রাখলাম। আর আমরা দেখতে থাকি আগের এবং এখনকার ভিডিও। ভাল থাকবেন দুজনে।
দাদা আপনারা এত পরিশ্রম করে আমাদের মত বন্ধ ঘরে বসে থাকা মানুষ গুলোকে গোটা বিশ্বটাকে দেখার যে সুযোগ সৃষ্টি করে চলেছেন তার তুলনা হয়না। । বাংলাদেশ সাতক্ষীরা থেকে এই অধম আপনাদের সার্বিক মঙ্গল কামনা করেচলেছি।
আমি বিশেষ করে আপনার হ্যাভলক দ্বীপের ভিডিওটা খুবই উপভোগ করেছি। আপনার ভিডিওতে হ্যাভলক দ্বীপের সমস্ত দর্শনীয় স্থানের সুন্দর ছবি এবং তথ্য দেখতে পেয়েছি। আপনার ভিডিও দেখে হ্যাভলক দ্বীপের সৌন্দর্য আরও ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি।
৫লক্ষ্য পরিবার এর জন্য অনেক অভিনন্দন তোমাদের,আমি গর্বিত এই পরিবার এর সাথী হতে পেরে।এই পর্ব এ বারবার রোমাঞ্চিত হয়েছি সেই বেড়ানোর মুহূর্ত গুলো মনে করে।রাধানগর বীচ এককথায় অনবদ্য।sunset এর তো তুলনা হয় না।সব মিলিয়ে আমার কাছে এক রূপকথা র জগৎ❤❤❤❤❤
মাঝখানে অনেকদিন কমেন্ট করতে পারিনি। তবে সব ভিডিও গুলি দেখেছি। এই ভিডিওটা দেখে আর থাকতে পারলাম না....অনবদ্য একটি জায়গা তার সাথে আপনার ও পৃথ্বিদার উপস্থাপনাও । 5 লাখের পরিবারের জন্য আপনাকে অনেক অভিনন্দন।
Durdanto video Sathe organic food reaction Dolphins resort dekhe nostalgic hoe gelam 2004 sale giyechilam tokhon oi resort e chilam darun location sathe beach Congratulation 5lakh subscriber r jonno Evabei egiye cholo Shibaji da r Prithwijit da dujone ❤
অসংখ্য অসংখ্য অভিনন্দন শিবাজী দা ও পৃথ্বীজিত দা কে...পরিবার এখন ৫ লক্ষের । এভাবেই এগিয়ে চলুক এক্সপ্লোরার শিবাজীর গাড়ি আর আমরাও এই সফরে সঙ্গী হতে পেরে গর্বিত 🤍🤍🎉👏🏻
Asadharon laglo.....Havloc Island...bisesh kore Radhanagar 🏖 beech r sunset r sundor beecheta.Kalapatthar beech r jungle r modhye diye walking trail ta o adventurous.Sea bed r coral gulo apurbo. Prithwijeetda r hottomela r desh o besh bhalo. Bhalo thakben
এই পর্বটা সত্যিই দারুণ। স্নোরকেলের সময় যেটুকু দেখলাম খুব ভাল লেগেছে। পুরো পর্বটাই তথ্যসমৃদ্ধ আর দারুণ ভিডিওগ্রাফি। দশ বছরের পুরোনো স্মৃতিগুলো আবার দারুণ ভাবে ফিরে এলো। এজন্য শিবাজী আর পৃথ্বিজিতকে প্রচুর ধন্যবাদ।
Kala patthar beach aar Radhanagar beach er raasta ta eto shundor, me and my wife used to ride multiple times on that trail. Khub bhalo laglo Shibajida as usual.
চাকরির সূত্রে ১৯৮৯-২০০১ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নানা দ্বীপ - এ ছিলাম। তখন আমি ১৯. নানান অভিজ্ঞতায় ভরা ঐ ১২ বছর। তারপর বদলি হলাম বাগডোগরা, শিলিগুড়ি। .... আপনার ভিডিও দেখে আবার পুরোনো স্মৃতি মনে পড়ে গেল। -- অরুণাভ
খুব ভালো লাগলো ব্লগ টা । আর আন্দামান কস্টলি হবেই । এই লুট শুরু হয়েছে ২০১১ র পর থেকে । পশ্চিমবঙ্গের হাওয়া লাগে গেছে ওখানে ।চিটিং বাজে ভরে গেছে চারিদিক ।আমরা ২০১০ গেছিলাম । দারুন ছিল ।
সুনামির আট মাস আগে গিয়েছিলাম। হ্যাভলক এ গিয়েছিলাম প্রাইভেট জাহাজে তবে তখন এত কড়াকড়ি ছিল না । এসি তে টিকিট থাকলেও ওপরে গিয়ে রোদ্দুরের মধ্যেই খোলা আকাশের নীচে সারাটা পথ বসেছিলাম। উড়ুক্কু মাছ আর প্রচুর ডলফিন দেখেছিলাম। উঠেছিলাম ডলফিন রিসর্টে তবে রাতে প্রচুর মশা ছিল। আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে মশার ধূপ নিয়ে গিয়েছিলাম আর আমাদের সাথে যে দুটো ফ্যামিলি ছিল তারা সারারাত মশা মেরে গিয়েছিল। সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো তেও বেশ মশার কামড় খেয়েছি ওডোমশ কোন কাজ করে নি😂। তোমার ভিডিও দেখে সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তবে তখন লোকজন এত চতুর ছিল না বেশ সরল ছিল এত ঠাকায় নি। তখন যেন সৌন্দর্য আরও ভাল ছিল। এখন অনেক উন্নত হয়েছে আন্দামান তবে লোকঠকানোও বেড়ে গেছে। আর হ্যাঁ আমরা পোর্টব্লেয়ারেই কাঁকড়া লবস্টার খেয়েছিলাম গগন রেস্টুরেন্ট এ।
আন্দামান যাওয়ার ইচ্ছা অনেকদিন থেকেই হয়েছে। কিন্তু এখন আপনাদের এই ভিডিওগুলো দেখে সেই ইচ্ছাটা আরও বেড়ে যাচ্ছে
অভিনন্দন 5 lacs subscribers জন্য আরো এগিয়ে যাক Explorer Shibaji ❤❤😊😊
5 lacs viewers নয়, 5 lacs subscribers ।
@@WforWellness it's mistake
❤❤❤❤
অভিনন্দন
শুভেচ্ছা শুভকামনা ❤❤❤
@@arpanpal6166 বুঝতে পেরেছি দাদা । যেহেতু অনেকেই আপনার কমেন্টটা পড়বেন, তাই আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইলাম । ধন্যবাদ । ভালো থাকবেন । 🙏🙏
🎉🎉🎉❤❤❤
৫ লক্ষ দর্শকের জন্য আপনাকে অভিনন্দন।।খুব সুন্দর লাগলো এপিসোড টি।। প্রতিটি অ্যাক্টিভিটির টিকিট মূল্য সত্যি অনেক বেশি।।
দুর্দান্ত একটি এপিসোড দেখলাম। রাধানগর বীচের সূর্যাস্ত মন কেড়ে নিল। খুব ভাল লাগল। ভাল থাকবেন।
আগেই বলেছি ভাষায় বর্ননা করা সম্ভব নয় অসাধারণ অভিজ্ঞতা ❤❤
অসাধারণ বাংলা বাচনভঙ্গি। খুব সুন্দর representation ❤❤
৫ লক্ষ পরিবারের জন্য অনেক অভিনন্দন ❤️🙏
অসাধারণ! শিবাজী বাবু ও পৃথ্বীজিৎ বাবু, আপনাদের অক্লান্ত প্রচেষ্টায় বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে সেখানকার দৃশ্যপট এই বৃহৎ পরিবারের কাছে এক্সপ্লোর করে উপস্থাপন করে আনন্দ দান ও তথ্য সমৃদ্ধ করার জন্য অসংখ্য কৃতজ্ঞতা জানাই।
রান্নার গন্ধে আমার মূখভর্তি জল - চমৎকার বলেছেন। ভাল লাগল আপনার অকপট স্বীকারোক্তি ।
Egypt থেকে ফিরে এসে হঠাৎ ই আপনাদের channel টি চোখে পড়ে এবং দেখে মুগ্ধ হয়ে কমেন্ট ও করি ও আপনাদের উত্তর পেয়ে দারুন খুশি হই। তারপর থেকে প্রায় গোগ্রাসে আপনাদের সব ভিডিও দেখছি। এত সুন্দর ভ্রমণ ভিডিও এবং তাও বাংলায় সেই ব্যাপারটি মুগ্ধ করেছে আমাদেরকে। আপনার অপূর্ব বাচনভঙ্গি ও সঙ্গে ক্যাপ্টেন হ্যাডকের সরস মন্তব্য এরকম দুর্দান্ত জুটি বোধহয় আর নেই।
আমাদের এক বন্ধু আন্দামান যাবার প্ল্যান করছে। তার সঙ্গে share করছি এই ভিডিও গুলি
কখনো অস্ট্রেলিয়া এলে নেমন্তন্ন জানিয়ে রাখলাম।
আর আমরা দেখতে থাকি আগের এবং এখনকার ভিডিও।
ভাল থাকবেন দুজনে।
দাদা আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর উপস্থাপনা অসাধারণ হ্যবলক দ্বীপ অপূর্ব দৃশ্য নন্দন তার স্পৌলিক সন্দয্যৈর লীলাভূমি আমি অভিভূত হলাম।
ভীষণ ভালো
দাদা আপনারা এত পরিশ্রম করে আমাদের মত বন্ধ ঘরে বসে থাকা মানুষ গুলোকে গোটা বিশ্বটাকে দেখার যে সুযোগ সৃষ্টি করে চলেছেন তার তুলনা হয়না। । বাংলাদেশ সাতক্ষীরা থেকে এই অধম আপনাদের সার্বিক মঙ্গল কামনা করেচলেছি।
আমি বিশেষ করে আপনার হ্যাভলক দ্বীপের ভিডিওটা খুবই উপভোগ করেছি। আপনার ভিডিওতে হ্যাভলক দ্বীপের সমস্ত দর্শনীয় স্থানের সুন্দর ছবি এবং তথ্য দেখতে পেয়েছি। আপনার ভিডিও দেখে হ্যাভলক দ্বীপের সৌন্দর্য আরও ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি।
Asadharon sunset👌👌👌.
হ্যাবলক বা সবুজদীপ খুব ভালো দেখালে। আমিও ঘুরে এসেছি তবু ও মনে হয় আবার যাই ঘুরতে। খুব ভালো লেগেছিলো।
শিবাজী দা , লাঞ্চ বা ডিনার খাবার পর আপনার মুখের তৃপ্তি করে খাওআর দৃশ্য দেখতে খুব ভালো লাগে, চালিয়ে যান ****yum
শিবাজী দা আপনার সমস্ত ভিডিও গুলো খুব ভালো লাগে আর যানিনা কেনো দেখতে দেখতে ই শেষ হয়ে যায়
খুব খুব ভালো লাগলো,
দারুণ লাগলো আপনাদের আন্দামান ভ্রমণ, অনেক কিছু জানতে পারছি,আন্দমান ভ্রমণের জন্য কাজে লাগব!
অপূর্ব লাগলো রাধানগর বিচ আর সেখানে মনমুগ্ধকর সূর্যাস্ত দেখালেন শিবাজিদা ....অপূর্ব লাগলো সমুদ্রের জলের রং ...আর তলদেশের সৌন্দর্য্য !! সব মিলিয়ে দারুণ ভিডিও শিবাজিদা ❤
Explorer Shivaji Jindabad , agea choluk amader jonno !!! 😄😄😄❤️👍👍👍
খুব ভালো একটা এপিসোড দেখলাম।রাধানগর বিচ টাই সব চেয়ে ভাল লাগল, ধন্যবাদ
৫লক্ষ্য পরিবার এর জন্য অনেক অভিনন্দন তোমাদের,আমি গর্বিত এই পরিবার এর সাথী হতে পেরে।এই পর্ব এ বারবার রোমাঞ্চিত হয়েছি সেই বেড়ানোর মুহূর্ত গুলো মনে করে।রাধানগর বীচ এককথায় অনবদ্য।sunset এর তো তুলনা হয় না।সব মিলিয়ে আমার কাছে এক রূপকথা র জগৎ❤❤❤❤❤
Andaman অসম্ভব expensive! কিন্তু অপূর্ব।
Radhanagar beach theke sun set dekhe mugdho holam ,khub sundor r porishkar jaiga
পরিবার আরও বড় হোক । ৫০০০০০ লক্ষের জন্য শুভেচ্ছা রইল। আজকের ট্যুর অবশ্যই ভালো লাগলো।
মাঝখানে অনেকদিন কমেন্ট করতে পারিনি। তবে সব ভিডিও গুলি দেখেছি। এই ভিডিওটা দেখে আর থাকতে পারলাম না....অনবদ্য একটি জায়গা তার সাথে আপনার ও পৃথ্বিদার উপস্থাপনাও । 5 লাখের পরিবারের জন্য আপনাকে অনেক অভিনন্দন।
apurbo nil samudro, samudrer nicher asadharon jagot, apurbo kalaptthar saikate samudrer nil sabuj rong, darun radhanagar saikat o saikat theke asadharon ak surjaster sakhyi roilam
Diner seshe Radhanagar beach er sunset diye blog end holo,asadharan laglo dada,parer parber অপেক্ষায়
Khub sundor dada.... Video gulo jkhn dekhi... Tkhn mone hoy jeno amio apnader sathei achi... 🥰
Purono smriti mane parche. Khub bhalo lagche
Khub sundor Ekta vlog val0 laglo ❤❤
অনেক অনেক 0:01 অভিনন্দন গুপী দা ও বাঘা দা কে 5 লক্ষ সম্পূর্ণ করার জন্য ۔۔۔۔۔
Durdanto video
Sathe organic food reaction
Dolphins resort dekhe nostalgic hoe gelam 2004 sale giyechilam tokhon oi resort e chilam darun location sathe beach
Congratulation 5lakh subscriber r jonno
Evabei egiye cholo Shibaji da r Prithwijit da dujone ❤
Apurbo samudra,sunset Asadharon 👍
Onek Enjoy korlam video ta !!!! But Prithhijit Da Saying " Tor mukh ta dekhe amar khawar ichha chole jachhe" is the most enjoyed moment in the video!!
এই ভিডিওটি খুব ভালো লাগলো দাদা।
অনেক ধন্যবাদ। দুই জনের সুস্থতা কামনা করি।
Khub enjoy korlam ajjker video....darun excitement pelam 💫👍👍
লাল কাঁকড়া,আর জলের নিচে হলুদ কালো মাছ গুলো দারুন সুন্দর,,,,,, খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাদের
অসংখ্য অসংখ্য অভিনন্দন শিবাজী দা ও পৃথ্বীজিত দা কে...পরিবার এখন ৫ লক্ষের । এভাবেই এগিয়ে চলুক এক্সপ্লোরার শিবাজীর গাড়ি আর আমরাও এই সফরে সঙ্গী হতে পেরে গর্বিত 🤍🤍🎉👏🏻
Asadharon laglo.....Havloc Island...bisesh kore Radhanagar 🏖 beech r sunset r sundor beecheta.Kalapatthar beech r jungle r modhye diye walking trail ta o adventurous.Sea bed r coral gulo apurbo. Prithwijeetda r hottomela r desh o besh bhalo. Bhalo thakben
দারুণ খাবার খুব সুন্দর পরিবেশন করেছে আমারই খেতে ইচ্ছে করছে
এই পর্বটা সত্যিই দারুণ। স্নোরকেলের সময় যেটুকু দেখলাম খুব ভাল লেগেছে। পুরো পর্বটাই তথ্যসমৃদ্ধ আর দারুণ ভিডিওগ্রাফি। দশ বছরের পুরোনো স্মৃতিগুলো আবার দারুণ ভাবে ফিরে এলো। এজন্য শিবাজী আর পৃথ্বিজিতকে প্রচুর ধন্যবাদ।
অসাধারণ লাগল, মানস ভ্রমণ তুলনা হয়না, ভালো থাকবেন।
Khub sundor lagche apnader sathe Andaman ghurte
Khub sundor
অসাধারণ ভিডিও। খুব ভাল লাগল।
Ami gechilm 2017 a .. shob memories Abar mone pore gelo. Darun laglo❤
Khub sundar video
অসাধারণ লাগল ভিডিও টা ধন্যবাদ....... From Rajshahi Bangladesh
দারুন একটি ভিডিও দেখলাম দাদা খুব ভালো লাগলো ভিডিও টা।❤❤❤❤❤❤❤❤❤❤
খুব সুন্দর জায়গা খুব ভালো লাগলো ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম
দারুন সুন্দর স্বরাজ দ্বীপ। ভিডিও টি ও খুব ভালো। রাধা নগরের সূর্যাস্ত দেখে মন ভরে গেল। ভালো থাকবেন 🙏🙏❤️❤️🥰🥰👍👍
অপূর্ব ভিডিও, দারুণ উপভোগ করলাম 👌👌👍👍
দারুণ একটা ভিডিও।
Darun darun laglo dada
Durdanto laglo sab kichhu,sun set sight ta ashadharan❤👌💯
সবকিছু costly তাসত্ত্বেও প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ এবং খুবই মনমুগ্ধকর। খুব খুব ভাল লাগল।
Osadharon apnader sundor poribasona. Mone hochhe Amrao ghurchi.
খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের ❤
Congratulations for 5 lakh viewers egiye cholun dada ami apnar pase achi
এপিশোডটি দারুন লেগেছে
Kala patthar beach aar Radhanagar beach er raasta ta eto shundor, me and my wife used to ride multiple times on that trail.
Khub bhalo laglo Shibajida as usual.
চাকরির সূত্রে ১৯৮৯-২০০১ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নানা দ্বীপ - এ ছিলাম। তখন আমি ১৯. নানান অভিজ্ঞতায় ভরা ঐ ১২ বছর। তারপর বদলি হলাম বাগডোগরা, শিলিগুড়ি। .... আপনার ভিডিও দেখে আবার পুরোনো স্মৃতি মনে পড়ে গেল। -- অরুণাভ
নিজে না গিয়েও তোমাদের চোখে দেখলাম, অদ্ভুত সুন্দর, তোমরা ভালো থেক। ঘুরে দেখ অনেক যায়গা, আমরা আছি তোমাদের সাথেই।
Khub sundor ekta vlog
Kub sundhor ভালোভাবে বর্ননা করেছেন জায়গা টা ❤😊
অভিনন্দন জানাই আপনাদের ।এগিয়ে যান বহুদূর।
Ashadharon view dekhte pelam😊
Khub bhalo laglo..specially lobster ar crab khabar samaye Shibajir expression😅
Ei bhabei enjoy koro...godbless..thank you
দারুন।। দারুন।।
Valo khub valo❤ sundor oti sundor ❤ sobtheke valo legeche Apnar kamranga khawar disso❤ Amar monehoy onek er jivhe jol esache
Darun video hoyeche Shibaji da,purano smriti abar jege uthlo..😊
Ami 2013 te gchilam Andaman. Ami radhanagar beach r bharatpur beach e glass bottom korechilam. Darun experience
Congratulations.... 5 lacs subscribers er jonno ...... Darun lagchhe Andaman sereis..... Sotti opourboo joler colour..... ❤❤
এক কথায় অনবদ্য ❤❤❤❤
খুব ভালো লাগলো ব্লগ টা ।
আর আন্দামান কস্টলি হবেই । এই লুট শুরু হয়েছে ২০১১ র পর থেকে । পশ্চিমবঙ্গের হাওয়া লাগে গেছে ওখানে ।চিটিং বাজে ভরে গেছে চারিদিক ।আমরা ২০১০ গেছিলাম । দারুন ছিল ।
Avinandan 5 lakh view sathe ay videota khub valo laglo❤
খুব ভালো লাগলো এই পর্ব টা 👍👍😊
Wah;500k,Explorer Shibaji, durdanto, aro aneeeeek dur egiye cholun,sathe achi👍👍👍
Osadharon eketa.vdio...khub valo Laglo Dada...❤
Apnar video dekhe gelam, khub bhalo kheyechi. Amra barite ene khelam 2 plate chicken/pulao, kachki mach, papda ar ekta thali, apurbo khawar especially chicken ta. Kartik da r sathe kotha bole khub bhalo laglo.
সুন্দর লাগে ভিডিও গুলো.আপনাদের।
Vishon bhalo laglo
Khub bhalo laglo
বরাবরের মত আজও জানাচ্ছি অনেক মজা পেলাম। চালিয়ে যান সংগে আছি অনবরত অবিরাম। ধন্যবাদ ২ জনকে।
অপূর্ব বর্ণনা, আমরা যেন আপনাদের সাথে পৌঁছে গিয়েছিলাম বেড়ানোর জায়গা গুলো তে। কিছু টা মিস্ করলাম, আপনাদের ক্যামেরা খারাপ হওয়াতে। এতো ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন চলতেই থাকুক ভিডিও, চলতেই থাকুক বর্ণনা।
অপূর্ব episode. ❤ খাবারের গন্ধ পেলাম না তবে দেখেই জিভে জল এসে গেল 😊 Awaiting the next part on Neil island.
Khub sundor, Chobir moto sahor, boler bhasa nei , dàarun dàarun 👌👌👌🌹🌹🌹💐💐💐💞💞💞💞💕💕💕💕💕💕
আপনাদের জন্য আশির্বাদ করি অনেক অনেক এগিয়ে যাবেন। ওটা আম গাছ
Khoob bhalo Laglo
Duronto Sunset !
Awesome❤vlog bhalo laglo😊
t.v khulei apnader vidio .❤আর কোনো কথা নেই ।❤❤
প্রিথ্বিভাই তোমার সাথে থাকলে মনের কষ্ট আর থাকবে না।এরকম থেকো চিরদিন।ভালো থেকো ভাই।
Congradulation Shibajida o Prithwijitda .Valo thakben .
Darun shundor laglo ❤
Darun laglo....