বৈতরণী নদী পারের জন্য গোদান করা কি বাধ্যতামূলক? বৈতরণী গোদানের বিধি কি? কখন করতে হয়?(Vaitarani Nadi)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 78

  • @mantrapath7707
    @mantrapath7707 ปีที่แล้ว +1

    দাদা আপনার বৈতরণী সম্পর্কে আলোচনায় খুবই উপকৃত হলাম।
    এবার আপনি যদি তিলকাঞ্চন বিষয়ে আলোচনা করেন তাহলে খুবই ভালো হয় 🙏🙏🙏🙏🙏

  • @krishnaroy4081
    @krishnaroy4081 2 ปีที่แล้ว +1

    অনেক অজানা তথ‍্য জানলাম। জ্ঞানগর্ভ আলোচনার জন্য মহাজন কে প্রণাম।

  • @sumitpanda-ce4sf
    @sumitpanda-ce4sf ปีที่แล้ว

    দাদা আপনার চরনে শত কোটি প্রনাম।❤❤❤কলি যুগের ব্যাসদেব আপনি।

  • @agitchakrobarty8593
    @agitchakrobarty8593 ปีที่แล้ว

    জয় নিতাই দাদা নমস্কার দাদা আপনার আলোচনা আমার মন জুড়িয়ে গেল দাদা আমি নিমাই জন্মস্থান নদীয়া থেকে বলছি দাদা আপনার সঙ্গে কথা বলার খুব ইচ্ছে হয় দাদা আমার মনের খুব ইচ্ছে আমাকে শিক্ষা প্রদান করেন আমি আপনার শিষ্য হতে চাই আপনার মতন গুরু পাওয়া শত জনমের ফলস্বরূপ দাদা আপনি ভারতে আসেন নমস্কার দাদা

  • @alakchakraborty3235
    @alakchakraborty3235 2 ปีที่แล้ว +3

    জয় গুরু দাদা, সময়োপযোগী খুবই সুন্দর একটি আলোচনা অনেক ভালো লাগলো। 🙏🙏

  • @sanjoysharma7369
    @sanjoysharma7369 ปีที่แล้ว +3

    দাদা অনেক বলেন যে। শ্রাদ্ধের দিন নাকি প্রেত ব্যাক্তির বাড়ি ভাত খাওয়া যায় না।। কেনো আজ পর্যন্ত ভালোকরে জানতে পারলাম না। এই বিষয় নিয়ে একটা ভিডিও করবেন

  • @DulalCb-qv5yi
    @DulalCb-qv5yi ปีที่แล้ว

    পন্ডিত দাদা আপনার চরনে শতকুটিপ্রনাম জানাই আপনার একজন নিওমিত শ্রোতা শুধু বলব তুমি কেমনকরে গানকর হে গুনি সুধু অবাক হয়েসুনি

  • @manikghosh9630
    @manikghosh9630 3 หลายเดือนก่อน

    জয় শ্রী কৃষ্ণ রায়ন দা আপনার আলোচনা খুব ভালো লাগলো ধন্যবাদ কিন্তু গভীটী কেমন হবে তার বিবরণ জানতে পারলে ধন্য হইতাম

  • @dabolroy1805
    @dabolroy1805 2 ปีที่แล้ว +1

    জয়গুরু দাদা আলোচনাটি খুবই সুন্দর খুবই ভালো লাগলো জয়গুরু ভালো থাকবেন।

  • @WBdastonysong
    @WBdastonysong 5 หลายเดือนก่อน

    Thank you. Khub valo.sudan Goswami

  • @amitbhattacharjee249
    @amitbhattacharjee249 6 หลายเดือนก่อน

    দারুন দিয়েছেন দাদা, সাধু সাধু

  • @lilakritanutpalchakraborty5954
    @lilakritanutpalchakraborty5954 2 ปีที่แล้ว +1

    খুবই সুন্দর বললেন। যথোপযুক্ত আলোচনা। প্রণাম।

  • @avinoybiswas2346
    @avinoybiswas2346 2 ปีที่แล้ว +1

    চমৎকার বিশ্লেষণ! জয়গুরু দাদা।

  • @kanoksarker8892
    @kanoksarker8892 2 ปีที่แล้ว +1

    জয়গুরু দাদা,,,যুগোপযোগী আলোচনা,,,অনেকে উপকৃত হবেন আশা করি???

  • @artistdiliproyjeet8299
    @artistdiliproyjeet8299 2 ปีที่แล้ว +2

    নমস্কার🔱 🔱 খুব সুন্দর আলোচনা!! অনেক কিছু শিখতে পারছি।

  • @chandonghosh7970
    @chandonghosh7970 2 ปีที่แล้ว

    জয়গুরু দাদা। অসাধারন, অত্যন্ত সুন্দর আলোচনা

  • @sajibchakraborty824
    @sajibchakraborty824 2 ปีที่แล้ว +1

    হরে কৃষ্ণ দাদা খুব সুন্দর আলোচনা ভালো লাগল

  • @himelroyhimu1555
    @himelroyhimu1555 2 ปีที่แล้ว +1

    জয়গুরু,, ভালো হয়েছে, ধন্যবাদ

  • @sumontadas2129
    @sumontadas2129 ปีที่แล้ว

    সহস্রাধিক প্রণাম জানাই

  • @sujonroy2553
    @sujonroy2553 2 ปีที่แล้ว +1

    জয়গুরু, অনেক সুন্দর আলোচনা।

  • @parthachakraborty6910
    @parthachakraborty6910 2 ปีที่แล้ว +1

    সুন্দর অপুর্ব আলোচনা শুনে ধন্য হলাম। প্রনাম।

  • @muktiroy923
    @muktiroy923 2 ปีที่แล้ว +1

    জয়গুরু দাদা আলোচনা টা অনেক সুন্দর জয়গুরু

  • @sreegobindodash3956
    @sreegobindodash3956 2 ปีที่แล้ว +1

    নমস্কার ।আমি আপনার ভিডিও দেখি ,ভালো লাগে ,অনেক সংশয় দুর হয়।দাদা আপনার কাছে বিনিত অনুরোধ করছি অনুগ্রহ আমাকে জানাবেন যে গুরু মন্ত্র কানে দেয় কেন?

  • @nabendubhattacharjee2917
    @nabendubhattacharjee2917 11 หลายเดือนก่อน +1

    ভারত(INDIA) থেকে দীর্ঘ জীবন কামনা করি।

  • @KrishnaDutta-q3k
    @KrishnaDutta-q3k ปีที่แล้ว

    বন্দেপুরুষোত্তমম্ জয়গুরু

  • @gayatrichowdhury595
    @gayatrichowdhury595 2 ปีที่แล้ว

    Khub sundor alochona valo laglo Joiguru dada

  • @sukumarroy1410
    @sukumarroy1410 2 ปีที่แล้ว

    Joyguru dada khub sundor alocona

  • @PrettyRoy956
    @PrettyRoy956 2 ปีที่แล้ว +1

    নমস্কার দাদা ,অনেক সুন্দর আলোচনা।

  • @mrinmoymukherjee2904
    @mrinmoymukherjee2904 2 ปีที่แล้ว

    খুব সুন্দর বলে ছেন।প্রনাম

  • @kuntalbhattacharya9152
    @kuntalbhattacharya9152 2 ปีที่แล้ว

    JOY JAGANNATH. JOY MAA BHAGABATI. WONDERFUL. CARRY ON

  • @sukumarmukherjee5205
    @sukumarmukherjee5205 ปีที่แล้ว

    Khub bhalo

  • @ratanpande9861
    @ratanpande9861 2 ปีที่แล้ว +1

    জয়গুরু দাদা প্রনাম নিবেন।আপনার বইটি পাওয়ার কি কোন বিকল্প ব‍্যবস্থা নেই? একটু ব‍্যবস্থা করেদিলে উপকৃর।হতাম। নমস্কারান্তে।রতন কুমার পাণ্ডে।

  • @prokashgoswami8017
    @prokashgoswami8017 2 ปีที่แล้ว +2

    Joy guru ,dada.

  • @niranjanbarmanniranjanbarm8245
    @niranjanbarmanniranjanbarm8245 2 ปีที่แล้ว +1

    জয় গুরু দাদা

  • @তপনচক্রবর্তী
    @তপনচক্রবর্তী 2 ปีที่แล้ว +1

    জয়গুরু দাদা, আপনার শাস্ত্রোক্ত প্রবচন আমাদের অন্তরের প্রশ্নের উত্তর প্রদান করে, জয়গুরু দাদা, আপনাকে একটি অনুরোধ করেছিলাম আগের ভিডিওতে, ব্রাহ্মণের গোত্র সম্পর্কে ভিডিও করার জন্য, আপনাকে পুনরায় অনুরোধ করছি, ব্রাহ্মণের গোত্র, প্রবর কত প্রকার, জয়গুরু, আমার নাম তপন চক্রবর্তী, গোত্র মৌদগল্য, গ্রাম, ভরিধোয়া, জিলা, নগাও, আসাম, ভারত,

  • @asitkumarray8489
    @asitkumarray8489 2 ปีที่แล้ว

    Pranam niben Pandit prabor.

  • @milonroy3305
    @milonroy3305 2 ปีที่แล้ว +4

    ""জয়গুরু"" দাদা,,,
    নামঃ মিলন রায়
    বর্ণঃ ক্ষত্রিয়
    গোত্রঃ কাশ্যপ
    ঠিকানাঃবড়দহ, সৈয়দপুর,নীলফামারী
    প্রশ্নঃ বিভিন্ন দেবদেবীর সামনে পশুবলি কি শাস্ত্রসম্মত নাকি কুসংস্কার। এ বিষয়ে ভিডিও দেওয়ার অনুরোধ জানাচ্ছি।""জয়গুরু""

    • @apurbochakroborty5932
      @apurbochakroborty5932 2 ปีที่แล้ว

      দাদা গুরুদেবের সব ভিডিও দেখ বুঝতে পারবে

  • @ritomgoswami4192
    @ritomgoswami4192 2 ปีที่แล้ว

    Pronaam, amar ekta proshno chilo, pancha pradeep diye j protom aaroti korte hoy taar shastriya kunu promaan ache ki, pranaam🙏

  • @sasankasellerbatabyal8779
    @sasankasellerbatabyal8779 2 ปีที่แล้ว +2

    দাদা আপনার কাছে নিবেদন যে আমি একটা অনুরোধ করছি যে সত্যনারায়ণ পূজার কি হোম করা কি বিধি আছে কি না? কেন না আমাদের অনেক অসুবিধা মধ্যে পরতে হচ্ছে একটু শাস্ত্রীয় ব্যাখ্যা দিলে খুব ভালো হয়। নমস্কার।

  • @sasankasekharbatabyal5403
    @sasankasekharbatabyal5403 ปีที่แล้ว

    দাদা আপনার বইটা পেলামনা আমি হুগলির জেলার সিঙ্গুর থেকে বলছি অনেক চেষ্টা করিছি পাইনি ।

  • @sujanbarman5473
    @sujanbarman5473 2 ปีที่แล้ว

    Onk valo laglo dada

  • @sujoyroyroy-vj2dm
    @sujoyroyroy-vj2dm 9 หลายเดือนก่อน

    হে আচার্য মহাশয় আমার প্রণাম নিবেন।আমি আপনার নিয়মিত শ্রোতা।আপনাকে দর্শনের বড়ই ইচ্ছে মনে।আপনার৷ ফোন নম্বর যদি দিতেন তাহলে কথা বলতাম। আমার বাসা পাওটানা পীরগাছা। কিন্তু ঢাকায় থাকি তাই দেখা করতে পারছিনা। হরে কৃষ্ণ।

  • @bidhanpaul8372
    @bidhanpaul8372 2 ปีที่แล้ว

    জয় রাঁধে দাদা কার লেখা গড়ুপুরান কিনলে ভালো হবে একটু বলে ভাল হয়

  • @sanjibpaul7088
    @sanjibpaul7088 4 หลายเดือนก่อน

    শ্রদ্ধে মৎস্য লাগে কি?

  • @arupray3832
    @arupray3832 2 ปีที่แล้ว

    বই তরণী নদী কি ভাবে তৈরি হয়েছে একটি ভিডিও বানাও

  • @riponris5981
    @riponris5981 2 ปีที่แล้ว +1

    চাঁদ দিনকে একাদশী করা যায় কিছু কিছু বৈষ্ণব বলে করা যায় একাদশী

  • @nakuleswarpanda3231
    @nakuleswarpanda3231 2 ปีที่แล้ว

    উষ্ণে বর্ষাসু শীতেবা মারুতে বাতি বা ভৃশম্। দাতারং ত্রায়তে যস্মাৎ তস্মাদ্বৈতরণী স্মৃতা।। ইতি স্মার্ত
    অনন্ত শাস্ত্রং বহুবেদিতব্যমিত্যাদি।
    আমার একটি জিজ্ঞাস্য শ্রাদ্ধে অন্ন ও পিণ্ড একসঙ্গে দুইটি দান করার কারণ কী? যথাযথ শাস্ত্রীয় প্রমাণ সহ জানালে উপকৃত হব।।
    জয় গুরু জয় জগন্নাথ।

  • @samirmukharjee3846
    @samirmukharjee3846 2 ปีที่แล้ว +1

    দাদা শ্রাদ্ধবাসরে কুলো পুরহিত এর চেয়ে অগ্রদানী ব্রাম্ভন মাহাত্ম্য কি সবচেয়ে বেশি

    • @RayonChakroborty
      @RayonChakroborty  2 ปีที่แล้ว

      দুজনারই প্রয়োজন আছে

  • @uttpaldas4340
    @uttpaldas4340 2 ปีที่แล้ว

    জয়গুরু

  • @prasantagoswami76
    @prasantagoswami76 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @uttamchakroborti4729
    @uttamchakroborti4729 2 ปีที่แล้ว

    Jay Guru

  • @bharatmondal7665
    @bharatmondal7665 2 ปีที่แล้ว

    Jay guru

  • @mrboy4097
    @mrboy4097 2 ปีที่แล้ว +1

    দাদা
    অন্নপ্রাসন বিষয়ে শাস্ত্র কি বলে।অনুগ্রহ করে বলুন।
    প্রনাম রইল।

  • @dasbablu7334
    @dasbablu7334 2 ปีที่แล้ว

    Joy guru

  • @RohitSadhuBanerjee
    @RohitSadhuBanerjee 2 ปีที่แล้ว

    জয় গুরু দাদাভাই আমি আপনার সাথে যোগা যোগ করতে চাই যদি যোগা যোগ নম্বরটি দেওয়া যায় ভালো হয় কলকাতা হইতে বলছি ৷

    • @RayonChakroborty
      @RayonChakroborty  2 ปีที่แล้ว

      আপনার হোয়াটস্এপ নাম্বার দেন

  • @sohamkumarsengupta2395
    @sohamkumarsengupta2395 2 ปีที่แล้ว +1

    আমার বাবার মৃত্যু হয়েছিল 2020 সালে র নভেম্বর মাসের 12 তারিখে তা সেই সময় পৈতে ছিল না এখনো নেই তা তখন সৎকারের সময়ে এবং ঘাট কাজের সময়ে নমো বলা হয়েছে এবং আদ্যশ্রাদ্ধের কখন নমো কখনো ওঁ বলা হয়েছে মন্ত্রের সঙ্গে।2021সালের ধ্বনতেরাসের দিন বাৎসরিক কাজে কখন এমনি মন্ত্র বলা হয়েছে কখন ওঁ বলা হয়েছে। এবং পিন্ডদানের সময় একটি দুটি পিন্ডে ওঁ বলা হয়েছে এবং প্রত্যেকটি পিন্ডে স্বধা বলা হয়েছে। এতে কি কোনো অসুবিধা আছে? উত্তর দেবেন।

    • @RayonChakroborty
      @RayonChakroborty  2 ปีที่แล้ว

      দ্বিজ বালক অনুপনীত অবস্থায় শ্রাদ্ধাধিকারী হলে পিতৃশ্রাদ্ধে স্বধা বা প্রণবাদি বলতে পারে-মনুতে এমন বিধান আছে। জয়গুরু

    • @ganeshchandraroy8392
      @ganeshchandraroy8392 2 ปีที่แล้ว

      নমস্কার দাদা, আলোচনা ভালো হয়েছে
      জয় গুরু

  • @সনাতনীঐক্য
    @সনাতনীঐক্য 2 ปีที่แล้ว

    নমস্কার দাদা🙏🙏
    গোদানের দান গ্রহণ করে সেই গো দিয়ে ব্রাহ্মণদের কি করনীয় কৃপা করে একটু জানাবেন।🙏🙏

  • @anandachak7968
    @anandachak7968 2 ปีที่แล้ว +1

    নমস্কার দাদাশ্রী
    নামঃ- শ্রী আনন্দ চক্রবর্ত্তী
    গোত্রঃ- ভরদ্বাজ
    জাতিঃ- ব্রাহ্মণ
    ঠিকানাঃ- বেলকুচি, সিরাজগঞ্জ
    প্রশ্নঃ- অধুনা নব্য বৈষ্ণবদল বলে থাকেন যে, স্মৃতি শ্রুতি ও পুরাণাদির কোন দরকার নাই, এগুলো নাকি মহাপ্রভু মন্থন করেছিলেন,
    আরো একটি কথা শুনিতে পাওয়া যে বৈষ্ণবদের নাকি কোন দেবদেবী করবার দরকার নেই।
    আসলে এবিষয়ে আমাদের শাস্ত্রীয় গ্রন্থ থেকে কি মতামত আছে, আপনার মাধ্যমে শুনতে চাই

    • @RayonChakroborty
      @RayonChakroborty  2 ปีที่แล้ว

      এসব নিয়ে চ্যানেলে ভিডিও করা আছে।

  • @bishnubarman760
    @bishnubarman760 ปีที่แล้ว

    বৈতরণী কখন পার করা হয়

  • @parthachakraborty6910
    @parthachakraborty6910 2 ปีที่แล้ว

    অনেকে আদ্য শ্রাদ্ধর পর করে।এটা কি ঠিক।

  • @sagardatta6373
    @sagardatta6373 ปีที่แล้ว

    জয় গুরু দাদা, বৈতরণী (গাভী) গোদান না করে যদি তাহার মূল্য দিয়ে দেই। হবে না,,, দাদা

  • @gitenbormon765
    @gitenbormon765 ปีที่แล้ว

    ইসকনের এক সাধু বলছেন বৈতরণী পার হলে নাকি নরক এটা কোথায় আছে এ ব্যাপারে বলেন। তিনি ফেসভোকেই বলেছেন। জিতেন সাধু। ফুলবাড়িয়া

    • @RayonChakroborty
      @RayonChakroborty  ปีที่แล้ว

      এখানে গরুড় পুরাণের বচন দেখানো হয়েছে। তাই অর্বাচীণদের কথায় কান দেবার প্রয়োজন নেই।

  • @oldtonew1350
    @oldtonew1350 10 หลายเดือนก่อน

    গোদানের বদলে মূল্য দিলেও যে হয় এই ব্যাপারটা বুঝলাম না ।

  • @mihirgoswami23
    @mihirgoswami23 2 ปีที่แล้ว

    দাদা আমার প্রণাম নেবেন । আমি মিহির গোস্মামী ।।আমি সিলেটের ঠাকুর বংশীয় সন্তান ।দয়া করে আপনি আপনার নাম্বার দেবেন আমি আপনার সাথে
    একটু কথা বলতে চাই।আমি ভারতে থাকি।দাদাআমার প্রণাম

    • @RayonChakroborty
      @RayonChakroborty  2 ปีที่แล้ว

      আপনার হোয়াটস্এপ নাম্বার দেন

  • @uttamroy3793
    @uttamroy3793 2 ปีที่แล้ว +1

    জয় গুরু দাদা