১০ টি দেশি মুরগি পালনে লাভ লসের ২ মাসের হিসাব | দেশি মুরগি পালনের বাস্তব অভিজ্ঞতা
ฝัง
- เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024
- ১০ টি দেশি মুরগি পালনে লাভ লসের ২ মাসের হিসাব | দেশি মুরগি পালনের বাস্তব অভিজ্ঞতা
প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছে।
আজকে আমরা জানার চেষ্টা করবো ১০ টি দেশি মুরগি পালনে আপনি কিভাবে লাভবান হবেন আর কত টাকা খরচ হবে। কিভাবে শুরু করলে লস হওয়ার সম্ভাবনা ০%।
প্রথমেই চলেন জেনে নিই ১০ টি দেশি মুরগি আপনি কেন পালন করবনে।
আপনার বাসার ডিম ও মাংসের চাহিদা মিটবে। বাজার থেকে কেনা ডিম ও মুরগিগুলো পরিবারের জন্য নিরাপদ না।
তাই প্রিয়জনের মুখে নিরাপদ খাদ্য তুলে দিতে পারবেন ১০ টি দেশি মুরগি পালনের মাধ্যমে।
এছাড়া সঠিক নিয়মে পালন করতে পারলে আপনি দ্রুত সফলতা লাভ করতে পারবেন।
দেশি মুরগির বাচ্চা যেহেতু মুরগিই কুচে বসে ফুটায় এবং নিজের বাচ্চা নিজেই লালন পালন করে, তাই আপনার বাড়তি ঝামেলা নাই। এবং আপনি অল্প সময়ের মধ্যে ফার্মকে আরো বড় বানাতে পারবেন কোন রকম অতিরিক্ত পুঁজি না খাটিয়ে।
এখানে গুরুত্বপূর্ন যে বাচ্চা ফুটানো যতটা সহজ, বাচ্চা টিকিয়ে রাখা তত সহজ না। একটু এক্সট্রা পরিচর্যা করলে আপনি বাচ্চার মর্টালিটি ০ তে নিয়ে আসতে পারবেন।
মাশাল্লাহ । খামার বাড়ীর জন্য শুভকামনা
ধন্যবাদ ভাই
কি বলেন ভাই আমার ১৮ বড় মুরগি আর ১০টা এক মাসের বাচ্চা আছে আমার দৈনিক ৪কেজি ধান লাগে আর ভাত তো দিয়ে থাকি আলাদা নিয়ো মিতো মুরগি ছাড়া থাকে আমার( আপনি ১কেজি দিয়ে কি ভাবে সম্ভব😮😮😮)
তাহলে আমি হয়তো খাবার কম খাওয়াই নয়তো আপনি বেশি খাওয়ান। আমার বাড়ির আশাপাশে আবাদি জমি আছে, সেখান থেকে ঘাস ও পোকামাকড় খেতে পারে আমার মুরগিগুলো।
আপনার হিসাবটা ঠিক নেই ভাই, একটা মুরগি কোনক্রমে 100 গ্রামের বেশি দিনে খেতে পারবে না
অনেক সুন্দর পরামর্শ
থ্যাংকস
খুব ভালো লাগলো
ধন্যবাদ প্রিয় ভাই
thank you for video information Vai ❤
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।
Brother i need more information
Contract kora possible 😊
New ami aibare 😅gram thika assar somoy 10 shok kore ansi
যে কোন প্রশ্ন এখানে করতে পারেন, আমি রিপ্লে করবো।
ভাই দেশি মুরগির বাচ্চা বড় হতে অনেক দেরি লাগে আর এটাতে বিদেশি মুরগির বাচ্চা বড় হতে দেরি লাগে না তাই বিদেশি মুরগি পালাই ভালো 😅😅😅😅
বিদেশি মুরগির অসুখ বেশি হয়, সব যায়গায় দাম পাওয়া যায় না বেচতে গেলে। সেই হিসেবে দেশি মুরগিই ভাল।
৩৫০০ টাকার মুরগি ৫৩০০ টাকা 🤣শুরুতেই ১৮০০ লস😀
ভাই বাজার থেকে মুরগি কিনে আনছিলাম। একটা আর আমার দশটাল মুরগি শেষ 😢😢😢
আমি সব সময় বলি, বাজার থেকে না কেনার জন্য। আর বাজার থেকে কিনকেও কোয়ারান্টাইনে রাখতে হবে আলাদা। আপনার মত আমারও হয়েছিল।
কি যে বলেন ১০০ বাচ্চা পাবেন আমি ১৪ টা ডিম বশিয়েছি মাএ ৩ টা বাচ্চা পেয়েছি
এইগুলো রেয়ার কেস ভাই। আপনার ডিম হয়তো বীজ ডিম ছিল না। নয়তো মুরগির সমস্যা, সে ঠিকমত তাপ দেয় নি। সমস্যা আছে, সমাধান খুজে বের করেন।
Apni ki deshi murgi sell korben?
নাহ ভাই, আপাদত খামার বড় করার প্লান।
ভাই আমি পতাতসছি
আপনার জন্য শুভ কামনা রইলো।
ভাই খাচাই পালতে গেলে খাবার খরজ বেশি হবে
সেক্ষেত্রে আপনি ডিমও বেশি পাবেন। আপনি যখন লেয়ার মুরগির খাবার দিবেন, তখন সে বেশি ডিম পারবে। এতে আপনার পোষায়ে যাবে।
ভালো
ধন্যবাদ ভাই
ভাই আপনার ঠিকানা কোথায় আমার ১০ পিছ মোরগ লাগবে
এখন বিক্রি করার মত মুরগি নাই ভাই। আমি মুরগি আপাদত বাড়াচ্ছি, খামার বড় করছি।
পাশাপাশি আপনি কি করেন@@TheKhamarBari
@@siddikulIslam-g4u ওয়েব প্রোগ্রামার। ফার্মিং আমার শখের বিষয়, তবে এখন প্রফেশনালভাবে শুরু করেছি। আমি ওয়েব প্রোগ্রামার হিসেবে কাজ করছি প্রায় ১২-১৪ বছর ধরে।
আমার ভালো কিছু মুরগি লাগবে
এই মুহুর্তে বিক্রি করার মত কোন মুরগি আমার খামারে নাই ভাই। আমি এখন খামার বাড়াচ্ছি। দোয়া করবেন আমার জন্য।
মুরগী পাওয়ার ঠিকানা দিতে পারেন
আপনার গ্রাম থেকে সংগ্রহ করুণ ভাই। আমার আপাদত বিক্রি করার মত মুরগি নাই।
১ কেজি খাবার ১০ টা মুরগিতে কখনো ৪ দিন যায় না
ভাই, আমি আগেই বলে নিয়েছি আমার মুরগি ছেরে পালন করি। মুরগি সারা দিনই ঘাস লতাপাতাসহ তার নরমাল খাবার খায়। আমি সকালে আর বিকেলে খাবার দেই।
১ কেজি গম সেই হিসেবে ১০ টা মুরগি সুন্দর করে ৪-৫ দিন চলে যায়। আপনি বদ্ধভাবে পালন করলে বেশি লাগবেই ভাই।
দেশী পেরেন্স লাগবে
এখন বিক্রি করার মত কোন মুরগি নেই ভাই। আমরা খামার আরো বড় করছি। আমাদের জন্য দোয়া করবেন।
আপনার ক
কোনো লাভ নেই শুধু লস আর লস
পৃথিবীর সবাই মুরগি পালন করে লস করে? একটু চিন্তা করেন এই বিষয়টা!
ভুলবাল হিসাব।
আমি আপনাকে খুশি করতে আপনার মনগড়া হিসেব তুলে ধরি নি। আমি নিজে মুরগি পালন করছি, আমার অভিজ্ঞতায় যেটুকু পেয়েছি সেটুকু তুলে ধরেছি। আপনার মতের সাথে বনতে হবে কেন? আপনার আর আমার হিসেব এক হতে হবে কেন? কোন হিসেবে আপনি ভুল পেয়েছেন, বিস্তারিত তুলে ধরেন নি কেন?