নিঝুম দ্বীপ I NIJHUM DWIP I

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2024
  • Thanks for visiting my channel. Please Subscribe My channel for more videos
    নিঝুম দ্বীপ I NIJHUM DWIP I
    নিঝুম দ্বীপ
    শুধু কিছু সুন্দর মুহূর্ত কাটানোই নয়, ফেনিল সাগরের মাঝে কোনো দ্বীপ ভ্রমণ করা শরীর ও মন দুটোর জন্যই স্বাস্থ্যকর। দ্বীপের সৈকতে এসে আছড়ে পড়া ঢেউয়ের শব্দ যে কোনো মনের অস্থিরতাকে শান্ত করতে সক্ষম।
    কিভাবে যাবেন
    সাগরের মাঝখানে হওয়ায় নিঝুম দ্বীপের উদ্দেশে যাত্রার শুরুটা সড়ক পথে হলেও শেষ অব্দি জলপথ ব্যবহার করতেই হবে। বাসে চড়ে যাওয়ার ক্ষেত্রে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল অথবা ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড থেকে নোয়াখালীর সোনাপুর পর্যন্ত যাওয়া যাবে। বাসের ধরনের ওপর ভিত্তি করে এসব বাসে ভাড়া পড়তে পারে ৪০০ থেকে ৫০০ টাকা।সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট যাওয়ার জন্য নিতে হবে সিএনজি চালিত অটোরিকশা। পুরো একটা সিএনজি রিজার্ভ করতে খরচ পড়বে ৪৫০ থেকে ৫০০ টাকা। চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া যাওয়ার জন্য আছে ট্রলার, সি-ট্রাক, ও স্পীড বোট। যেগুলোতে জনপ্রতি ভাড়া পড়তে পারে যথাক্রমে ১২০-১৫০, ৯০ এবং ৪০০ টাকা। এই জলযানগুলো নামিয়ে দিবে হাতিয়ার নলচিরা ঘাটে। এখানে মনে রাখা উচিত যে, চেয়ারম্যান ঘাট থেকে সি-ট্রাক ছাড়ে প্রতিদিন সকাল ৮টায়। আর নলচিরা থেকে চেয়ারম্যান ঘাট আসার ফিরতি সি ট্রাক ছাড়ে সকাল ১০টায়।
    নলচিরা ঘাট থেকে স্থলপথে হাতিয়া অতিক্রম করার একমাত্র উপায় হচ্ছে মোটরসাইকেল। এগুলো ৪০০ থেকে ৪৫০ টাকা ভাড়ায় সর্বোচ্চ দুইজনকে মোক্তারিয়া ঘাট পর্যন্ত পৌছে দেয়। অতঃপর মোক্তারিয়া ঘাট থেকে ট্রলারে চেপে জনপ্রতি ২২ টাকা ভাড়ায় পৌঁছা যাবে নিঝুম দ্বীপের বন্দরটিলা ঘাটে।
    ট্রেন ভ্রমণ করতে হলে ঢাকার কমলাপুর থেকে উঠে নেমে যেতে হবে নোয়াখালীর মাইজদিতে। এখানে সময় লাগবে প্রায় ছয় ঘণ্টা আর ট্রেনের শ্রেণিভেদে ভাড়া পড়বে জনপ্রতি ২৩০ থেকে ৫০৩ টাকা।
    তারপর মাইজদি থেকে সিএনজি করে আসতে হবে চেয়ারম্যান ঘাটে। এখানে সিএনজি রিজার্ভ করতে খরচ পড়তে পারে ৫০০ থেকে ৬০০ টাকা। আর গ্রুপে দুই থেকে তিন জন থাকলে কম খরচে অর্থাৎ জনপ্রতি ১২০ থেকে ১৩০ টাকা ভাড়াতেই যাওয়া যেতে পারে। এরপরের নিঝুম দ্বীপ যাওয়ার রাস্তাটা একই।
    TH-cam Audio Library License:
    #tracktitle -#raag pilu
    #genre -#classical
    #mood -#bright
    #artist - #sandeepdas #adhirajchaudhuri #bivakar
    #nujhumdwip
    #noakhali

ความคิดเห็น •