নিঝুম দ্বীপ 🇧🇩 ভ্রমণের সবকিছু 😍 Nijhum Dwip Tour (A to Z) || December'23 (Day-1)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2024
  • Nijhum Dwip (Bengali: নিঝুম দ্বীপ, lit. 'Silent Island') is a small island under Hatiya upazila. It is situated in Noakhali District in Bangladesh. Once it was called Char Osmani, Baluar Char, Golden Island. A cluster of islands (mainly, Ballar Char, Kamlar Char, Char Osman and Char Muri) emerged in the early 1950s as an alluvium in the shallow estuary of the Bay of Bengal on the south of Noakhali. These new sandbanks first drew the notice of a group of fishermen, who named it Baular Char (literally, the alluvium of sand) later transformed into Ballar Char.
    নিঝুম দ্বীপ (নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান) বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। ২০০১ সালের ৮ এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। ২০১৩ সালে দ্বীপটি জাহাজমারা ইউনিয়ন হতে পৃথক হয়ে স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা লাভ করে। নিঝুম দ্বীপের পূর্ব নাম ছিলো চর-ওসমান,বাউল্লার চর, আবার কেউ কেউ একে ইছামতীর চরও বলত। এ চরে প্রচুর ইছা মাছ (চিংড়ীর স্থানীয় নাম) পাওয়া যেত বলে একে ইছামতির চরও বলা হত। ওসমান নামের একজন বাথানিয়া তার মহিষের বাথান নিয়ে প্রথম নিঝুম দ্বীপে বসত গড়েন। তখন এই নামেই এর নামকরণ হয়েছিলো। পরে হাতিয়ার সাংসদ আমিরুল ইসলাম কালাম এই নাম বদলে নিঝুম দ্বীপ নামকরণ করেন। মূলত বাল্লারচর, চর ওসমান, কামলার চর এবং মৌলভির চর - এই চারটি চর মিলিয়ে নিঝুম দ্বীপ। প্রায় ১৪,০৫০ একরের দ্বীপটি ১৯৪০ খ্রিষ্টাব্দের দিকে জেগে ওঠে। ১৯৫০ খ্রিষ্টাব্দের দিকে জন বসতি গড়ে উঠে। ১৯৭০ এর ভয়াবহ ঘূর্ণিঝড়ে দ্বীপটিতে কোন প্রাণের অস্তিত্ব ছিলনা। ঘূর্ণিঝড়ের পরে তৎকালীন হাতিয়ার জননন্দিত নেতা আমিরুল ইসলাম কালাম সাহেব দ্বীপটিতে পরিদর্শনে গিয়ে দেখেন যে কোন প্রাণের অস্তিত্ব নাই, তাই তিনি আক্ষেপের সুরে বলে ছিলেন হায় নিঝুম! সেখান থেকে দ্বীপটির নতুন নাম নিঝুম দ্বীপ।
    এ দ্বীপের মাটি চিকচিকে বালুকাময়, তাই জেলেরা নিজ থেকে নামকরণ করে বালুর চর। এই দ্বীপটিতে মাঝে মাঝে বালুর ঢিবি বা টিলার মতো ছিল বিধায় স্থানীয় লোকজন এই দ্বীপকে বাইল্যার ডেইল বা বাল্লারচর বলেও ডাকত। বর্তমানে নিঝুমদ্বীপ নাম হলেও স্থানীয় লোকেরা এখনো এই দ্বীপকে বাইল্যার ডেইল বা বাল্লারচর বলেই সম্বোধন করে। বাংলাদেশের বনবিভাগ ৭০-এর দশকে বন বিভাগের কার্যক্রম শুরু করে। প্রথমে পরীক্ষামূলকভাবে চার জোড়া হরিণ ছাড়ে। নিঝুম দ্বীপ এখন হরিণের অভয়ারণ্য। ১৯৯৬ খ্রিষ্টাব্দের হরিণশুমারি অনুযায়ী হরিণের সংখ্যা ২২,০০০। নোনা পানিতে বেষ্টিত নিঝুম দ্বীপ কেওড়া গাছের অভয়ারণ্য। ম্যানগ্রোভ বনের মধ্যে সুন্দরবনের পরে নিঝুম দ্বীপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন বলে অনেকে দাবি করেন।
    নিঝুম দ্বীপ 🇧🇩 ভ্রমণের সবকিছু 😍 Nijhum Dwip Tour (A to Z) || December'23 (Day-1)
    #nijhum_dwip #নিঝুম_দ্বীপ
    Thumnail Photo © Hadiul Islam
    Copyright ©Off-Trail Bangladesh. Any illegal reproduction of this content in any form will result in immediate action against the person concerned.

ความคิดเห็น • 19

  • @mdyounos5366

    ধন্যবাদ ভাই আপনাকে আমাদের হাতিয়ার নিঝুম দ্বীপ কে এত সুন্দর ভাবে মানুষের সামনে উপস্থাপনা করার জন্য

  • @soicidesquate

    কে কে মহা নবি কে ভালোবাসো ❤

  • @mdpolashmia2776

    Wlc noakhaly bd💖🇧🇩

  • @hadiulislam9200

    আহা কি দারুন ট্রিপ ছিলো

  • @asifaslam..

    সেই হইছে ভাই আপনাদের সাথে ঘুরতে যেতে চাই কিভাবে যাবো ?

  • @ibrbdshowbiz

    নীপার ভয়ে খেজুরের রস খেতে পারি নাই এখনও এই সিজনে 😢

  • @raniakter456

    আর আপনি কি দিয়ে ভিডিও ধারন করেন?? ফোন না ক্যামেরা

  • @raniakter456

    ভাই আপনি কি ড্রোন ব্যবহার করেন এবং দাম কত প্লিজ

  • @limonhasan1070

    ভাই থাকার জন্য হোটেলের কিছু তথ্য এবং ফোন নাম্বার দিলে ভালো হতো।ধন্যবাদ।।❤❤