কাজী নজরুল ইসলামের জন্ম ও শৈশব জীবন এর সম্পূর্ণ তথ্য

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 มิ.ย. 2021
  • কাজী নজরুল ইসলামের জন্ম ও শৈশব জীবন এর সম্পূর্ণ তথ্য
    কাজী নজরুল ইসলামের জন্ম (Kazi Nazrul Islam’s Birthday) :
    বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৮ খ্রিস্টাব্দের ২৫ শে মে , বাংলা ১৩০৬ সালের ১১ ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
    কাজী নজরুল ইসলামের পিতা ও মাতা (Kazi Nazrul Islam’s Father and Mother) :
    কাজী নজরুল ইসলামের পিতার নাম কাজী ফকির আহমেদ , মায়ের নাম জাহেদা খাতুন । নজরুল বড় আরাে তিন ভাই ছিলাে , কিন্তু তারা জন্মের কিছুদিন পর - পরই মারা যায় ।
    কাজী নজরুল ইসলামের নাম দুখু মিয়া কেন?
    নজরুল বড় আরাে তিন ভাই ছিলাে , কিন্তু তারা জন্মের কিছুদিন পর - পরই মারা যায় । সন্তান হওয়ার পর - পরইঅন্যান্য ছেলেরা মারা যাওয়ায় নজরুলের দাদি তার নাম রেখেছিলাে দুখু মিয়া । এই দুখু মিয়াই একদিন মহীরূহ মহাকবিতে রূপান্তরিত হয়েছিলেন । রবীন্দ্রনাথের পর তার মতাে বড় কবি বঙ্গদেশে আর জন্মগ্রহণ করেন নি ।
    কাজী নজরুল ইসলামের শৈশব (Kazi Nazrul Islam’s Childhood) :
    কাজী নজরুল ইসলামের শৈশব কেটেছে নানা দুঃখ - কষ্টের মধ্যে । তার পিতা ছিলেন একমাজারের খাদেম এবং এক মসজিদের ইমাম । নজরুলের বয়স যখন দশ বছর তখন তার বাবা মারা যান । ছােট তিন ভাই ও দুই বােন ও বিধবা মায়ের সংসারের সকল বােঝা এসে পড়ে তার কাধে । এই গুরুদায়িত্ব পালন করতে তাকে হিমসিম খেয়ে উঠতে হয়েছিলাে ।
    ছােটবেলায় নজরুল এক মাদ্রাসায় লেখাপড়া শুরু করেন । তিনি সুললিত কন্ঠে কোরআন তেলওয়াত করতে পারতেন । এ সময় দুষ্টুমির পাশাপাশি নজরুল তার আপন কাকার কাছে ফার্সি ভাষা ও সাহিত্যেরও নানা পাঠ নিতে থাকেন।
    আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী - Rabindranath Tagore Biography in Bengali
    কাজী নজরুল ইসলামের শিক্ষাজীবন (Education of Kazi Nazrul Islam) :
    কাজী নজরুল ইসলাম তার ছেলেবেলায় বরাবরই ছিলেন অস্থিরচিত্তের মানুষ । তিনি বাবার মৃত্যুর পর মাদ্রাসায় পড়া বন্ধ করে প্রাইমারী স্কুলে ভর্তি হন এবং মাত্র দু’বছরের মধ্যে নিম্ন প্রাথমিক পরীক্ষা বেশ ভালােভাবেই পাস করে ফেলেন । এগারাে - বারাে বছর বয়সে স্কুলের বাঁধাধরা পড়া ছেড়ে গ্রাম্য এক লেটোর দলে যােগদান করেন । এই লেটোর দলের জন্যে ঐ বয়সেই তিনি চাষার সং , রাজপূত , মেঘনাদবধ ইত্যাদি কয়েকটা পালাগান লিখলেন এবং সুর দিলেন । বয়স কৈশােরে পৌঁছাতেই তিনি লেটোর দলের সর্দার হয়ে গেলেন ।
    আস্তে আস্তে কাজী নজরুল ইসলাম মুখে - মুখে ছড়াগান ও কবিতা রচনায় পারদর্শী হয়ে উঠলেন । এসময় তিনি স্কুলের বাঁধাধরা পড়াশুনা না করলেও বাংলা ভাষায় অনেক বই এবং হিন্দু এবং মুসলমান ধর্ম শাস্ত্রের বিষয়ে পান্ডিত্য অর্জন করেন ।এরপর তিনি রানীগঞ্জের এক স্কুলে ভর্তি হন ।
    কাজী নজরুল ইসলামের গান বাজনা ও কবিতার প্রতি ঝোক :
    কাজী নজরুল ইসলাম রানীগঞ্জের এক স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় বর্ধমান জেলার মহকুমা শহরে আসানসােলে পালিয়ে আসেন । সেখানে এক রুটির দোকানে পাঁচ টাকা মাসিক বেতনে রুটি বানানাের চাকরি নিলেন ।সেখানকার এক দারােগা কাজী রফিকউদ্দিন গান বাজনা ও কবিতার প্রতি ঝোক দেখে নজরুলকেতার ময়মনসিংহস্থ নিজ গ্রামে কাজীর সিমলায় নিয়ে আসেন । এখানে তিনি তাকে এক স্কুলে ভর্তি করে দেন । কিন্তু পরীক্ষায় অকৃতকার্য হয়ে আবার রানীগঞ্জে ফিরে এলেন । এর ফাঁকে ফাঁকে নানা ধরনের সাহিত্য আর কবিতার বই পড়ে নিজের জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করতে লাগলেন ।
    কাজী নজরুল ইসলামের সেনাবাহিনীতে যোগ (Solder Life of Kazi Nazrul Islam) :
    নজরুল তখন দশম শ্রেণীতে পড়েন , ম্যাট্রিক পরীক্ষার পূর্বে টেস্ট পরীক্ষা এসে গেল । কিন্তু ১৯১৭ সালে তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে । কাজী নজরুল ইসলাম স্থির করলেন যুদ্ধে যােগ দেবেন । ১৯১৭ সালে নজরুল ৪৯ নম্বর বাঙালী পল্টনে যােগ দিয়ে গেলেন নওশেরায় । সেখান থেকে করাচীতে । করাচী সেনানিবাসে তার সঙ্গে আলাপ হয় এক সহকর্মী পাঞ্জাবী মৌলভীর সঙ্গে । ফার্সি ভাষায় তার দক্ষতা ছিলাে গভীর । নজরুল তার কাছে ফার্সি ভাষার কালজয়ী প্রতিভা হাফিজ , শেখ সাদী , রুমি , ওমর খৈয়াম প্রমুখের রচনাসম্ভার সম্বন্ধে পাঠ নেন । এখান থেকেই নজরুল সৃষ্টিধর্মী কবিতা , গল্প , গান , গজল , উপন্যাস প্রভৃতি লেখার জন্য অন্তরের তাগিত অনুভব করলেন ।বিভিন্ন ধরনের লেখা লিখে নজরুল কলকাতার নামকরা পত্রিকায় পাঠাতে লাগলেন । সেগুলাে যথামৰ্যাদায় ছাপাও হতে লাগলাে । ১৯১৯ সালে বাঙালী পল্টন ভেঙে দেওয়ায় নজরুল দেশে ফিরে এসে পুরােদমে কবিতা , গান , গল্প , উপন্যাস রচনায় মনােনিবেশ করলেন ।
    কাজী নজরুল ইসলাম রচনা
    বাংলা রচনা
    বাংলা প্রবন্ধ রচনা
    বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচনা
    বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
    নজরুল ইসলাম রচনা
    কাজী নজরুল
    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচনা
    বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচনা
    নজরুল ইসলাম এর জীবনী
    কাজী নজরুল ইসলাম এর জীবনী
    কাজী নজরুল এর জীবনী
    Kaji nazrul Islam rochona
    Kaji najrul Islam rochona
    Kazi najrul Islam jiboni
    Kaji nazrul Islam rochona in bengali
    Bangla rochona
    Bengali rochona kaji nazrul Islam
    #paperandcolours #kajinazrulislam #nazrulislamrochonainbengali #banglarochona #probondhorochona #kajinazrulislamjiboni #kobinajrul #nazrul #nazrulislam #বিদ্রোহীকবিকাজীনজরুল
    #বাংলারচনা #বাংলারচনাকাজীনজরুলইসলাম #কাজী_নজরুল_ইসলাম #নজরুলইসলাম
    Thanks for watching this video 📸📸📸📸

ความคิดเห็น • 17

  • @warishsangeet8958
    @warishsangeet8958 ปีที่แล้ว +6

    ১৮৯৯ খৃষ্টাব্দের ২৪ শে মে ১১ই জৈষ্ট,১৩০৬ বঙ্গাব্দ। ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার আশানসুল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। কাজি নজরুল ইসলাম। কাজি নজরুল ইসলামের ডাক নাম ছিল দুখু মিয়া।

  • @junayedsiddique3727
    @junayedsiddique3727 ปีที่แล้ว +6

    দেখাচ্ছেন 89 আবার বলছেন 99 শুদ্ধ করেন।

  • @ChainaKhatun-hr6zw
    @ChainaKhatun-hr6zw หลายเดือนก่อน +2

    ❤❤🎉🎉🎉🥰🥰😍😍

  • @sportshighlight5074
    @sportshighlight5074 ปีที่แล้ว +5

    1899 not 1889 😅😅

  • @pinkisultana2697
    @pinkisultana2697 ปีที่แล้ว +1

    Nice

  • @masumbilla4184
    @masumbilla4184 9 หลายเดือนก่อน +2

    ভাই ১৮৯৯ ‌হবে ১৮৮৯ না

  • @user-yx3mg9vp4w
    @user-yx3mg9vp4w 5 หลายเดือนก่อน +1

    😢

  • @sofiulla8250
    @sofiulla8250 4 หลายเดือนก่อน

    কাজী নজরুল ইসলাম কতটুকু পড়াশোনা করেছিলেন

  • @sagorsaha2504
    @sagorsaha2504 ปีที่แล้ว +3

    a

  • @user-cx3xd3iq9b
    @user-cx3xd3iq9b 11 หลายเดือนก่อน +1

    ভালো😊😊😊😊😊😊

  • @jktv9255
    @jktv9255 2 ปีที่แล้ว +1

    অবিরাম ভালবাসা বাংলাদেশ থেকে

    • @Manishi-Katha
      @Manishi-Katha  2 ปีที่แล้ว +1

      ধন্যবাদ বন্ধু।

    • @marziamahajabin7314
      @marziamahajabin7314 2 ปีที่แล้ว

      @@Manishi-Katha
      Thank You, very moch.

  • @user-yx3mg9vp4w
    @user-yx3mg9vp4w 5 หลายเดือนก่อน +1

    Apner vul hoysy

  • @omiandtofu8262
    @omiandtofu8262 ปีที่แล้ว +3

    Pagol

  • @Rohulamin-cw6nv
    @Rohulamin-cw6nv 9 หลายเดือนก่อน +2

    ভাই ভুল ভিডিও ছাড়বেনা।