হাত পরাগায়নের মাধ্যমে ড্রাগনের ফলন বৃদ্ধি || Increase Dragon fruit by hand pollination

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #ড্রাগন_ফল #DragonFruit #হাত_পরাগায়ন
    ড্রাগন ফলে হাত পরাগায়নঃ
    ড্রাগনের ফুলের স্ব-পরাগায়িত ফুল, অর্থাৎ একি ফুলের পরাগ রেণু দ্বারা স্ত্রী ফুলের পরাগায়ীত হয়, এক্ষেত্রে, পোকা- মাকড় দ্বারা পরাগায়ন প্রক্রিয়া ত্বরান্বিত হয়। কোন কারনে, পরাগ রেণূ অপরিপক্ব বা অপুষ্ট হলে, পরাগায়ন নাও হতে পারে এবং সেক্ষেত্রে ফল হবে না। এক্ষেত্রে, একই রাতে/একই সময়ে প্রস্ফুটিত ফুল হতে, পরাগরেণু সংগ্রহ করে স্ত্রী ফুলের গর্ভমুন্ডে লাগিয়ে দিতে হবে। অর্থাৎ, কৃত্রিম পরাগায়ন/হাত পরাগায়ন করে ফল ধরানো সম্ভব। যেহেতু, আপনার মাত্র একটি গাছ রয়েছে, তাই পরাগরেণু পরিপুষ্ট হওয়ার জন্য পর্যাপ্ত জৈব সার সহ সুষম মাত্রায় সকল সার ব্যবহার করা প্রয়োজন।
    The self-pollinated flower of the dragon flower, i.e. the female flower is pollinated by the pollen pollen of the same flower, in this case, the pollination process is accelerated by the insect-spider. For some reason, if the pollen grains are immature or malnourished, pollination may not occur and will not result. In this case, to be a flower that blooms on the same night / at the same time, pollen should be collected and applied to the uterus of the female flower. That is, it is possible to catch fruit by artificial pollination / hand pollination. Since, you only have one plant, it is necessary to use all the fertilizers in balanced doses including adequate organic fertilizers to nourish the pollen.

ความคิดเห็น • 95