ঠেকের উপস্থাপনা এতোটাই দুর্দান্ত যে, গল্পের চরিত্রগুলো যেন সশরীরে সামনে এসে দাঁড়ায়। আমি তাদের স্পষ্ট প্রত্যক্ষ করি। তাই অনুরোধ রাখলাম ভাই তোমার কাছে.... এই ঠেকে ঋষি বঙ্কিমচন্দ্রের 'দেবী চৌধুরানী' এবং 'দুর্গেশনন্দিনী' উপন্যাস শোনার বিশেষ ইচ্ছে রইল। মীরভাই, সম্ভব হলে শুনিও। তাহলে অত্যন্ত খুশি হব। অফুরন্ত শুভেচ্ছা রাখি তোমার এবং তোমার দলের জন্য। আরও... আরও এগিয়ে চলো সামনে.......!!❤❤❤
সবার প্রিয় ক্যাপ্টেন, শার্লক, তারানাথ Congratulations ❤️❤️।যখন সানডে সাসপেন্স ছেড়ে গিয়েছিলে তখন যতটা কষ্ট পেয়ছিলাম এখন ততোটাই ভালো লাগছে এতো বড় পারিবার দেখে।।সানডে সাসপেন্স এর প্রথম এপিসোড থেকে শোনার সৌভাগ্য না হলেও "গপ্প মীরের ঠেক" এর প্রথম এপিসোড থেকেই তোমার গল্প শুনে আসছি।শুভ কামনা❤❤❤
এত সুন্দর একটা গল্প , একটা খারাপ মানুষের মধ্যে ও যে একটা ভালোবাসা থাকে ,অন্ধকারের মধ্যেও যে একটা ক্ষিন আলো থাকে সে আলো তে চারপাশ দেখা না গেলেও যতটুকু দেখা যায় সেটার এক সুন্দর উদাহরণ ভিখু। মীরদা ধন্যবাদ ❤ বাংলাদেশ থেকে ❤
Another superb presentation carrying hallmark of one & only one its presenter Sri Mir, our beloved source of pure entertainment , in our present hard times. Kudos to Sri Mir & all his co-artists of this beautiful programme.
আশাপূর্ণা দেবীর ট্রিলজি টার জন্য,,, অনেকদিন থেকে আশান্বিত হয়ে আছি,,,, কয়েকবার পড়েও ফেলেছি গোটা বই গুলো,,,, তাও এই outfit এর সাথে তোমার studio থেকে শোনার জন্য খুবই আশাবাদী মীর দা,,,, Plz 🙏 সুযোগ হলে এই request টা একটু রেখো,,, Sunday suspense to gopper thek,,,,, অনেকখানি ভালোলাগা জুড়ে আছে❤❤
দেখেছি গো মীর আফসার আলী, ভিখু-র মত মানুষ.. তাই তো এত জীবন্ত প্রাগৈতিহাসিক কাহিনী.. ❤❤❤আমরা গ্রামের মানুষ, তাই এরকম জীবন যাপনের সাথী হতে গর্ব বোধ করি.. খুব খুব খুব ভালো লাগলো আজকের গপ্পো.. শরীরে মনে আলাদা অনুভূতির স্পন্দন জাগানো গল্প.. 🙏🌹🙏🌹🙏🎉🎉🔥
আমি আপনার প্রথম থেকে সব গল্প শুনছি। আমি একজন housewife অর্ধেক অংশ premier এর সময় শুনেছিলাম, আর বাকি অংশ আমার ১১ মাসের বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে এখুনি শুনে শেষ করলাম। হাজারো কাজের মধ্যে আমি আপনার গল্প ঠিক শুনি। 'প্রফেসর শঙ্কুর ডায়েরি' গল্পটা শোনানোর অনুরোধ রইল আপনার কাছে।
নিজের পছন্দের লেখকের গল্প শুনে আলাদাই অনুভূতি হচ্ছে।মানিক বন্দ্যোপাধ্যায়❤❤❤ আরও শোনার জন্য অপেক্ষায় রইলাম। এর পর পদ্মা নদীর মাঝি উপন্যাস ও গল্প অসহযোগী হলে কেমন হয়।
Captain mission 1 Million is almost completed, Congratulations in advance 🎉 কালকেই মনে হচ্ছে পুরো হয়ে যাবে, তার সাথে কালের মন্দিরা তো আসছেই, একেবারে Double Celebration!🍾🎉🎉🍾
@@realmir 1 Million এ তুমি আমাদের সেরা উপহার দিচ্ছ 'কালের মন্দিরা' আর কী বা আমাদের চাই! Congratulations again Captain❤🎉 ঠেক বহুদূর এগিয়ে যাবে এই কামনা করি..❤️🙏
একটা ভালো খাবার খেলে তার স্বাদ যেমন মনে গেঁথে যায় তেমনি একটা সুন্দর গল্প শুনলে সেই স্বাদ টা মনে গেঁথে যায়। অনেক ধন্যবাদ আপনাকে মীর দা এতো সুন্দর সুন্দর গল্প উপহার দেবার জন্য।
আমি পুলিশের চাকরি পেয়েছি খুব সদ্য। আমার সেই স্কুল, কলেজ ইউনিভার্সিটির সেই দিন থেকে মির স্যারের কণ্ঠস্বর এক শিহরণ জাগানো অনুভূতি। এখন ও নাইট ডিউটি করছি আর এই গল্পের ভান্ডার আছে বলেই আমাদের মত মধ্যবিত্ত ঘরের বিলাসিতার ওপর নাম গপ্পো মিরের ঠেক। আমার বাড়ি মুর্শিদাবাদ কিন্তু থাকি কলকাতায়। কোনোদিন ঈশ্বর চাইলে স্যারের সাথে কোথাও না কোথাও ঠিক দেখা হয়ে যাবে। ভালো থাকবেন গপ্পো মিরের ঠেকের সকল সদস্য/সদস্যা 😊❤❤।
Mission 1 Million complete hoyar jonyo congratulations Dada R Ekta request Chilo jodi Mary Shelley r Frankenstein ta koren to khub bhalo hoy Ektu bhebe dekhben 😊
জীবনের অসংখ্য হতাশার দিনে আল্লাহর দোয়ায় আর মীর দা'র গলায় কাটানোর চেষ্টা করেছি। ২০১০ সালের মাধ্যমিক কিংবা ২০১২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন রেজাল্টের পূর্বের কয়েক ঘন্টা মানুষটার কন্ঠ শুনে ভয়টা কাটিয়েছিলাম। গত বছর ঠিক মার্চ কিংবা এপ্রিলে হতাশায় ছিলাম।রামের সুমতি কিংবা শ্রীকান্ত শুনে প্রাণের সঞ্চার ফিরিয়ে এনেছিলাম। মানুষটা অন্য দেশের অন্য সীমানার।তবে কত যে আপন।সেই ২০০৫/০৬ হতে মানুষটাকে চিনি।মানুষটার মাথার পাকা চুল থেকে মাঝে মাঝে ভাবি মানুষটার বয়স হয়ে গেলো,আমিও তো কত বড় হয়ে গেলাম। ভালো থাকবেন মীর দা। আমার মতো হাজার মানুষের প্রাণের মানুষ আপনি❤️
এরকম একটা মাস্টারপিস, অসম্ভব সুন্দর উপস্থাপনা, আলাদা করে কার নামই বা উল্লেখ করি? গপ্পো মির এর ঠেক যুগ যুগ জিও! ❤❤ শরৎচন্দ্রের চরিত্রহীন উপন্যাসটির উপস্থাপনার অনুরোধ রইলো! ❤❤
অদ্ভুত আদিমতার ভয়ঙ্কর অনুভূতি এই গল্পে। তবে আধুনিকতার অহঙ্কারের বর্তমান সময়েও এই হিংস্রতা - আদিমতা - প্রাগৈতিহাসিক মনোবৃত্তি আমাদের মাঝে মাঝেই আতঙ্কিত করে, আমারা শিহরিত হই, ভীষণ ভাবে ভয় পাই। মীর ভাইকে কুর্নিশ, আর পুরো টিমকে স্যালুট জানাই। 👍👌💙🌹
'ভিখু'-র মতো মানুষ আশেপাশে দেখেছ? কেমন লাগল 'ভিখু' আর পাঁচীর প্রাগৈতিহাসিক ভয়াবহতা? কমেন্ট করে গপ্পোমীরকে জানাতে ভুলো না।
মহাশ্বেতা দেবীর ভাত গল্পটা দাও না মীর দা!
Love u da❤
🎉❤
@realmir Mir Sir, Amazon prime এ এই গল্পটা পুরোটা শোনা যাচ্ছে না, বারবার repeat হচ্ছে। Kindly check it.
Khub bhalo laglo sir oshadharon ❤❤🎉🎉....😊😊😊er age Manik Bandopadhyay r 'K banchay , K banche ' porechilam ❤❤❤
মানিকের 'অন্ধকার' শুনলাম তারপরই ইচ্ছে হলো জীবনন্দের 'অন্ধকারে' ডুব দিতে। একটা যেন দুরন্ত হুইস্কি অন্যটা যেন মায়াবী ওয়াইন। বাঙালী সত্যি ভাগ্যবান!! সাবাশ মীর!!!
ঠেকের উপস্থাপনা এতোটাই দুর্দান্ত যে, গল্পের চরিত্রগুলো যেন সশরীরে সামনে এসে দাঁড়ায়। আমি তাদের স্পষ্ট প্রত্যক্ষ করি। তাই অনুরোধ রাখলাম ভাই তোমার কাছে....
এই ঠেকে ঋষি বঙ্কিমচন্দ্রের 'দেবী চৌধুরানী' এবং 'দুর্গেশনন্দিনী' উপন্যাস শোনার বিশেষ ইচ্ছে রইল। মীরভাই, সম্ভব হলে শুনিও। তাহলে অত্যন্ত খুশি হব।
অফুরন্ত শুভেচ্ছা রাখি তোমার এবং তোমার দলের জন্য। আরও... আরও এগিয়ে চলো সামনে.......!!❤❤❤
অন্যতম সেরা একটা গল্প। অসাধারণ। টিম মীরকে অনেক ধন্যবাদ।
অসাধারণ ❤
এর পরে একটা জমজমাট গ্রামবাংলার ভূতের গপ্পো হোক 😁
যারা সহমত like করবেন।
সবার প্রিয় ক্যাপ্টেন, শার্লক, তারানাথ Congratulations ❤️❤️।যখন সানডে সাসপেন্স ছেড়ে গিয়েছিলে তখন যতটা কষ্ট পেয়ছিলাম এখন ততোটাই ভালো লাগছে এতো বড় পারিবার দেখে।।সানডে সাসপেন্স এর প্রথম এপিসোড থেকে শোনার সৌভাগ্য না হলেও "গপ্প মীরের ঠেক" এর প্রথম এপিসোড থেকেই তোমার গল্প শুনে আসছি।শুভ কামনা❤❤❤
Same pinch ❤😊
Eke bare thik bolecho ❤
অসংখ্য ধন্যবাদ মীরদা কে, মনিক বন্দ্যোপাধ্যায়ের, এই গল্পটা 4 বছর আগে পড়েছিলাম,,,, আহা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখনী অসাধারণ।
তোমার দৌলতেই গল্প শোনার নেশা টা তৈরী হয়েছিল মীর দা ।। এখন মনে হয় জীবনের সব চেয়ে শ্রেষ্ঠ উপহার এটাই । অনেক ধন্যবাদ ❤️
Big fan of your dada ...
তোমাদের জন্যই তো এতধরনের গপ্পো নিয়ে আসা ❤❤❤❤
❤️❤️ অনেক ধন্যবাদ
@@realmirধন্যবাদ ক্যাপ্টেন ❤️❤️
@@realmir❤❤❤❤❤
পথের পাঁচালী কবে দিবেন 🇧🇩
হোক শার্লক হোমস কিম্বা ব্যোমকেশ
গপ্পো মীরের ঠেকে গপ্পের নেইকো শেষ।
শীতের কনকনে ঠান্ডায়, গ্রীষ্মের ভর দুপুরে
তোমার গল্প শোনার আশা শিহরণ জাগায় অন্তরে।
ছোটগল্প, উপন্যাসের পুরোটাই মন দিয়ে শুনি
তোমায় ছাড়া তারানাথ তান্ত্রিক মনি ছাড়া ফনি।
এই বাঁকুড়ায় গ্রীষ্মকালে গরম যতই দেক
ঠাণ্ডা হতে শুনতে হবেক গপ্পো মীরের ঠেক।
Sottie ki voyonkor temni durdanto
1 Million Subscribers !! Congratulations Mir Afsar Ali and co. অনেক ধন্যবাদ আমাদের সাহিত্যের ভাণ্ডার উপহার দেওয়ার জন্য !
এত সুন্দর একটা গল্প , একটা খারাপ মানুষের মধ্যে ও যে একটা ভালোবাসা থাকে ,অন্ধকারের মধ্যেও যে একটা ক্ষিন আলো থাকে সে আলো তে চারপাশ দেখা না গেলেও যতটুকু দেখা যায় সেটার এক সুন্দর উদাহরণ ভিখু। মীরদা ধন্যবাদ ❤ বাংলাদেশ থেকে ❤
Aeta ki sottie bhalobasha ?
পড়ে যতটা শিহরিত হয়েছিলাম,, শুনেও ততটাই হলাম...ধন্যবাদ মীর দা..
মীরদা আপনার উপস্থিতি সর্বদাই অনবদ্য হৃদয়ছোঁয়া
অসাধারণ গল্প ❤ আর অভিনয়ের কথা আলাদা করে বলতেই হয়... ভীষণ ভালো লেগেছে ❤ অনেক ধন্যবাদ আপনাদের।
Golpo ta khub bhalo laglo 😊
Mission 1 Million complete howar jonyo agam subhecha 🎉
Another superb presentation carrying hallmark of one & only one its presenter Sri Mir, our beloved source of pure entertainment , in our present hard times. Kudos to Sri Mir & all his co-artists of this beautiful programme.
অনেক অনেক ধন্যবাদ তোমাকেও এত্ত ভালোবাসার জন্য ❤❤❤❤।
@@realmirbangladesh kore khacche, NRC ASCHE
আপ্লুত হলাম। ধন্যবাদ। শুভ রাত্রি।
আমাদের "সমকালীন শিল্পীদল" এর অত্যন্ত জনপ্রিয় একটি প্রোডাকশন ছিল এটি। 1984-90 পর্যন্ত একাডেমি ও মুক্তাঙ্গনে এই নাটকটির প্রচুর শো হয়েছিল।❤❤❤
❤❤ মানিক বন্দ্যোপাধ্যায় এর এই মনস্তাত্ত্বিক উপন্যাসের পাঠ শোনার জন্য মুখিয়ে আছি।❤❤
জানিও কিন্তু কেমন লাগল... 😊😊
❤❤কি যে ভালো লাগছে।দিন দিন চাহিদা বেড়ে যাচ্ছে ঠেকের কাছে।ভালো লাগা রইলো অফুরান।❤❤
খুব ভালো লাগছে এই গরমে ছাদে গিয়ে গল্পো শুনার মজা তাই আলাদা ব্যাপার। 🥰❤️
@@realmirPapers ready rakho, NRC special
খুব সুন্দর, মানিক বন্দোপাধ্যায় এর আরো গল্পঃ চাই ঠেকে ❤❤
প্রাগৈতিহাসিক ❤❤❤❤ ভয় মিশ্রিত ভাললাগা তৈরি করলো মনের মধ্যে।
পুরো সপ্তাহ অপেক্ষা করে থাকি তোমায় শুনবো বলে দাদা, তোমার কন্ঠ শুনলে মনটা শীতল হয়ে যায়❤️❤️❤️❤️❤️
❤❤❤❤❤
গল্পের উপস্থাপনা খুব সুন্দর, প্রতিটি চরিত্র খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। ❤❤❤
Want mir da as taranath.
Love from bankura❤
তারানাথ এই গরমে পাহাড়ে বেড়াতে গেছে 😅😅
@@realmir ek matro amarjibon e paree taranath k ferate.🤭😀
@@realmirPAPERS READY KOR, NRC ASLO
@@anirbanchanda8891 আপনি বার বার NRC er প্রসঙ্গ আনছেন কেন?
@@somanandi1668 tate apnar Ki??
Darun laglo Mir da❤❤❤ valobasa nio... Goppo Mir r thek evabei proti sonibar bosuk .. byas r ki chai❤️❤️❤️
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Mission One Million complete ❣️❣️. Congratulations ✨🎉
থ্যাংক ইউ ❤❤❤❤
@@realmir you come come☺️😀
Khub tara tari 1M hote choleche ❤❤❤❤ .
Thank you mir da. Golpo gulo ke chokher shamne porishkar ghotte dekhte pai tomar channel shunle .
মীর স্যার এর গল্পচয়ন,কোনো কথা হবেনা।আজ অস্বাভাবিক গরমের পর অল্প বৃষ্টি,আর সাথে মির স্যার এর গল্প।
স্বর্গের অনুভূতি ❤
অসাধারণ লেখনী, মানিক বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ 🙏
অনবদ্য উপস্থাপন মীর দা
❤❤❤❤❤❤❤❤
আশাপূর্ণা দেবীর ট্রিলজি টার জন্য,,, অনেকদিন থেকে আশান্বিত হয়ে আছি,,,, কয়েকবার পড়েও ফেলেছি গোটা বই গুলো,,,, তাও এই outfit এর সাথে তোমার studio থেকে শোনার জন্য খুবই আশাবাদী মীর দা,,,, Plz 🙏 সুযোগ হলে এই request টা একটু রেখো,,, Sunday suspense to gopper thek,,,,, অনেকখানি ভালোলাগা জুড়ে আছে❤❤
অবশ্যই চেষ্টা করব ❤❤❤।
উফ দুর্দান্ত ব্যাপার। ফ্লাইটে বসে গপ্প মীরের ঠেক শুনছি। আহা!!
আহা আহা ❤❤❤❤। আকাশকুসুম গপ্পো 😊😊
@@realmirBANGLADESH KORE KHACCHE, NRC ELO BOLE
অনবদ্য। গল্প টা তো পড়েইছিলাম আগে। শুনে আরেকবার ভাবছি সত্যি মানিক বন্দ্যোপাধ্যায় কি জিনিস লিখেছিলেন। বাঙলা সাহিত্যের এইসব মণি মাণিক্য আমাদের গর্ব। আর সত্যি মীর আফসার আলি দাদার চ্যানেল, গল্প গুলো আরেকবার অন্যভাবে পাচ্ছি শ্রবণযন্ত্র দ্বারা অনুভব করে। ধন্যবাদ দাদা আপনাকে, আর বাকি কুশীলব দের। শুভেচ্ছা নিরন্তর।
বাংলাদেশ থেকে অবিরাম ভালোবাসা.... আমার পুরো চাইল্ডহুড জুড়ে রয়েছেন আপনি মীর দা 🥀🤍🤍
এখনকার গুগল সার্চ করে কন্টেন্ট বানানো লেখক লেখিকা দের মধ্যে এমন মনস্তাত্ত্বিক বাস্তবতা নিয়ে সৃষ্টি অসম্ভব
দেখেছি গো মীর আফসার আলী, ভিখু-র মত মানুষ.. তাই তো এত জীবন্ত প্রাগৈতিহাসিক কাহিনী.. ❤❤❤আমরা গ্রামের মানুষ, তাই এরকম জীবন যাপনের সাথী হতে গর্ব বোধ করি.. খুব খুব খুব ভালো লাগলো আজকের গপ্পো.. শরীরে মনে আলাদা অনুভূতির স্পন্দন জাগানো গল্প.. 🙏🌹🙏🌹🙏🎉🎉🔥
❤❤❤❤❤❤❤❤❤
@@realmir😘🙏😘🙏😘🙏😘✌️🥰❤️❤️
@@realmir 'পদ্মানদীর মাঝি' হোক সেপ্টেম্বর মাসে
অসাধারণ গল্প টা.. অপূর্ব উপস্থাপনা....সব ঘটনাগুলো যেন চোখের সামনে ঘটছে ...
আমি আপনার প্রথম থেকে সব গল্প শুনছি। আমি একজন housewife অর্ধেক অংশ premier এর সময় শুনেছিলাম, আর বাকি অংশ আমার ১১ মাসের বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে এখুনি শুনে শেষ করলাম। হাজারো কাজের মধ্যে আমি আপনার গল্প ঠিক শুনি। 'প্রফেসর শঙ্কুর ডায়েরি' গল্পটা শোনানোর অনুরোধ রইল আপনার কাছে।
hlw didi
Hm bolo
Bolo vai @@syedjamirali6695
🎉😂❤
Wah i like your dedication.kothai taken apni?
অসাধারণ একটা গল্পঃ মীর দার কণ্ঠে শুনে মনটা অদ্ভুত প্রফুল্লিত হয়ে উঠলো। খুবই সুন্দর।
নিজের পছন্দের লেখকের গল্প শুনে আলাদাই অনুভূতি হচ্ছে।মানিক বন্দ্যোপাধ্যায়❤❤❤ আরও শোনার জন্য অপেক্ষায় রইলাম। এর পর পদ্মা নদীর মাঝি উপন্যাস ও গল্প অসহযোগী হলে কেমন হয়।
হবে তো 😊😊😊
@@realmir হলে তো আর কথাই নেই😍😍😍🥰অপেক্ষায় থাকব মীর দা।
Ei golpo ti prothom sune chilam sotinath babur voice ,, r ebare mir dar konthe ,, duto experience iii darun ❤❤
আশা করি "প্রাগৈতিহাসিক" গল্পের মাধ্যমে 1.M সম্পূর্ণ হবে। এবং তার ফল স্বরূপ, পরের সপ্তাহে "কালের মন্দিরা" আসবে।🙏🏻❤️
Apanr kotha puro fole geche
মীর দা, congrats for 1M ❤️❤️❤️ আরও এগিয়ে যাক তোমার গপ্পের ঠেক 👍 একটা ছোট্ট আবদার-যদি কখনো মনে হয়, একটা অভীক সরকারের গল্প দিও ☺️।
Captain mission 1 Million is almost completed, Congratulations in advance 🎉
কালকেই মনে হচ্ছে পুরো হয়ে যাবে, তার সাথে কালের মন্দিরা তো আসছেই, একেবারে Double Celebration!🍾🎉🎉🍾
এক্কেবারে ❤❤❤❤
@@realmir 1 Million এ তুমি আমাদের সেরা উপহার দিচ্ছ 'কালের মন্দিরা' আর কী বা আমাদের চাই! Congratulations again Captain❤🎉
ঠেক বহুদূর এগিয়ে যাবে এই কামনা করি..❤️🙏
1 million subscribers completed মীর দা 🎉🎉 অনেক অনেক শুভেচ্ছা রইল ❤ আমরা সবসময় তোমার পাশে আছি এইভাবেই আমাদের entertain করো ❤❤ অনেক অনেক ভালোবাসা ❤
এইমাত্র শোনা শেষ করলাম, অন্য জগতে চলে গিয়েছিলাম ❤❤❤
বাংলা সাহিত্যে এত বৈচিত্র্য হয়তো কোনো সাহিত্যে আর নেই।
সত্যিইইই তাই। ❤❤❤
@@realmir ❤️❤️❤️
অনুজয়দা as 'ভিখু ' , অভিনয় দারুন লাগলো।এত সুন্দর উপস্থাপনায় অংশ নিয়েছেন যারা, সেই সকল শিল্পীর পরিশ্রমকে কুর্নিশ।
Dada darun golpo. Shunte shunte time kete galo aar moja to aar bolben na. Darun golpo hoyeche. Keep it up
চরিত্র অনুযায়ী একদম ঠিক কন্ঠস্বর বেছেছেন।
❤❤❤❤❤❤
@@anirbanchanda8891ছাগল আপনি
পথে পাঁচালী চাই ২ সপ্তাহের মধ্যে ❤️🇧🇩🇧🇩
পদ্মা নদীর মাঝি হলে কেমন হয় ❤
হবেই ❤❤❤❤
@@realmir অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের প্রিয় গল্প, উপন্যাস গুলো আবার ফিরিয়ে আনার জন্য এইগুলো এক অন্য অনুভূতি 😇😊
শিকারের গল্প আনুন না দাদা
অপূর্ব বিশ্লেষণ সম্পূর্ণ ঘটনা টি যেনো চোখের সামনে ঘটতে দেখলাম। ❤️
"তাহলে শুরু করা যাক!" শুনলেই দারুন লাগে🌝
And advance congratulations captain 🎉
1m❤️🔥💥
থ্যাংক ইউ ❤❤❤। তোমাকেও অভিনন্দন। এই এক মিলিয়নে তুমিও একজন ❤❤❤।
@@realmir🥰🥰🥰
মীর ভাই ও team গপ্প মীর এর ঠেক এর সব সদস্য কে অনেক ধন্যবাদ, রেডিও এর নেশা ধরিয়ে দিয়েছো মীর ভাই ❤🙏
Sunday suspend মানে মীর দা ,
দাদা love you তোমার তুলনা হয় না 👌👌❤️❤️ আমি Jammu Kashmir থেকে শুনছি
অপেক্ষা রইলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অশনি সংকেত উপন্যাস শোনা জন্য
এই ভাবে বাংলা সাহিত্য কে জীবন্ত রাখার জন্য ধন্যবাদ ❤❤❤❤
মীর ভাই, 🇧🇩 ওপার বাংলা থেকে বলছি, তোমার গল্পে গল্পে দিন চলে যায় সুন্দরভাবে। ঘুমের ঔষুধ প্রিয় মীর ভাইয়ের গলা❤️
❤❤❤❤❤❤❤
@@realmirBANGLADESHI KORE KHACCHE, NRC WELL COME
Etao kintu Indian golpo etao boycott koro
ভাই বিএনপি জামাত ছাড়া কেউ ভারত বয়কট করছে না। তারাও শুরু সোশ্যাল মিডিয়ায়ই বয়কট করছে।ওদের সামর্থ্যই নেই ভারতীয় পণ্য কেনার😂
মীর দা তুমি আমাদের বাংলার গর্ব, তোমাকে আমার প্রণাম জানাই 🙏🙏🙏🙏
শেষটায় চমকে দিলো ভীকুর মনের হঠাৎ ভালোবাসার প্রতি পরিবর্তন।
অনেক আগে ছোট মামার প্রাতিষ্ঠানিক বইয়ে গল্পটা পড়েছিলাম। আজ আবার গপ্পো মিরের ঠেকে শুনে কি যে ভালো লাগছে। ❤
Soumen + Anujay= 🔥 the best pair 💗💗
একদম। রৌণকও আছে ❤❤❤
@@realmir Raunak da r voice ta is just... ❤️
Akdom thik
Dujone puro manikjor, ar Raunok er voice o darun
Sera laglo golpo ta❤❤❤thank you Mir da🥰🥰🥰
Sunday Suspense শুনছি ২০১০ থেকে। মীরদা যখন ছেড়ে গিয়েছিল তখন খুব কষ্ট হয়েছিল। তবে এখন সব পুষিয়ে গিয়েছে।
খুব ভালো থেকো মীরদা। আমরা সবসময় সাথে আছি।
তোমরা আছ বলেই আমি আছি ❤❤❤❤❤।
মীর দা এত সুন্দর গল্প খুবই ভাল লাগে শুনতে...ধন্যবাদ দাদা এই গল্প গুলো আমাদের উপহার দেবার জন্য.
অসাধারণ হইছে।সেই ইন্টার এর কথা মনে পরে গেলো।ধন্যবাদ মীর দা।
1 M পূর্ণ হবার দিন একটি গল্প চাই
এই রে 🫢🫢🫢
ঠিক , ওটা বাড়তি পাওনা ।
না না একটা গল্প চাইই চাই
@@realmirPapers ready rakho, NRC special
@@anirbanchanda8891😂 o dada
এই গল্পের ভাষা এবং অভিনয় দুটোই অসাধারণ মির দা এর তুলনা হয়না thankyou
আমি দুনিয়ার কনো সেলিব্রিটি র সথে দেখা করতে চাই না কেনো নেশা নেই যদি পাশ দিয়ে যায় কখনো তাকাবো না হয়তো শুধু দুজন ছাড়া একজন শারুখ খান একজন মীর দা ❤
Saruk to celebrity
@@Allinone-xk3me thik kore porun ... Likhechi ai dui celebrity chara❤
দুর্দান্ত লাগলো! SUNDAY SUSPENSE কে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে গপ্পো মীর এর ঠেক
একটা ভালো খাবার খেলে তার স্বাদ যেমন মনে গেঁথে যায় তেমনি একটা সুন্দর গল্প শুনলে সেই স্বাদ টা মনে গেঁথে যায়। অনেক ধন্যবাদ আপনাকে মীর দা এতো সুন্দর সুন্দর গল্প উপহার দেবার জন্য।
❤❤❤❤❤❤❤
অসাধারণ ❤। খুব ভালো লাগছে শুনতে
এই গরমের রাত্রে ছাদে কিংবা বাইরে বসে গল্প শোনার আলাদাই একটা উৎফুল্লতা ❤❤
ভালোবাসা নিও বাঁকুড়া থেকে
ছাদে হাওয়া দিচ্ছে?
@@realmirহুম খুব অল্প অল্প মীর দা ❤️🤩
@@realmirPapers ready rakho, NRC special
What u mean?@@anirbanchanda8891
এখানেও অন্ধভক্তদের আবির্ভাব😂
Asadharon bornona..... khub bhalo lagche sunte
Satyajit Ray er golpo chai akta mir da.. Love from Bangladesh ❤inshallah ajke 1M subscriber hoe jabe🎉
সত্যজিৎ রায়ের গপ্পো না হলেও ওঁকে ট্রিবিউট দিয়ে একটা গপ্পো আসছে ❤❤❤
@@realmir❤️
Congratulations to 1 million subscribers Mir sir and your team.❤❤❤❤
Mir da betal ke je bhulei gele ! Mirda reply kintu chae ..Kobe firbe betallll????
Inshallah kalke
darun laglo golpota mir dada thx u aktu let holo sunte Mon bhoregelo ❤thx vikuk darun darun 😊
ভিক্ষুক~ভিখারীনির ভিক্ষা করাতে এমন নির্ভেজাল অহংকার.. উফ উফ উফ.. অসাধারণ অতুলনীয়, মানিক বাবুর প্রাগৈতিহাসিক.. অবিস্মরণীয় আবিষ্কার.. 🙏💚🙏💚🙏 মীর আফসার আলী,, তোমার অনবদ্য অভিপ্রায় চির নমস্য.. ❤🙏❤🙏❤️💞🌻💞👍🥰👍🙏🙏🙏🙏🙏
থ্যাংক ইউ ❤❤❤❤❤❤
@@realmir😘 🔥 ❤❤❤❤ আমার গপ্পো চাই চাই বলতে ভাল্লাগেনা.. শুধু দেবদাস বলেছিলাম, আর খোকা বাবুর প্রত্যাবর্তন.. 😅😅একটা শুনেছি.. পরের টা পরেই শুনিও মীর আফসার আলী.. 😂🙏✌️🎉✌️🙏🙏🙏🌹🌹
@@realmirkata hatao, NRC WELL COME
Asadharon Bhikhu .... adbut jiboner ekta golpo sunlam aj ..Manik Bandopadhyay er ekta asamanya golpo ja sahityer prati rosobodh ke jagiye tolar moto🙏
❤❤❤❤
খেয়ে দেয়ে এলাম এবার শান্তি মতো গল্পটা শুনবো। তাহলে শোনা শুরু করছি....... 😀
Na na neka tumi ghumao
@@Heisenberg99.98 tor ki re? Fot
mir vai tara nath ke bad
@@rumidey2765 bo''k'a.c'h.o"d'a ki ba"l chi"rte comment kori,s tora ...ne'ka,,ch"oda
@@rumidey2765 hat pa*ol*hod*
Anujay, papiya & soumen tmra to akebare fatiye diyecho
আমি পুলিশের চাকরি পেয়েছি খুব সদ্য। আমার সেই স্কুল, কলেজ ইউনিভার্সিটির সেই দিন থেকে মির স্যারের কণ্ঠস্বর এক শিহরণ জাগানো অনুভূতি। এখন ও নাইট ডিউটি করছি আর এই গল্পের ভান্ডার আছে বলেই আমাদের মত মধ্যবিত্ত ঘরের বিলাসিতার ওপর নাম গপ্পো মিরের ঠেক। আমার বাড়ি মুর্শিদাবাদ কিন্তু থাকি কলকাতায়। কোনোদিন ঈশ্বর চাইলে স্যারের সাথে কোথাও না কোথাও ঠিক দেখা হয়ে যাবে। ভালো থাকবেন গপ্পো মিরের ঠেকের সকল সদস্য/সদস্যা 😊❤❤।
অবশ্যই দেখা হবে ❤❤❤❤❤
দারুন গল্প 👌ভিক্ষু অসাধারণ লাগলো, তবে যিনি করেছেন নাম জানালে খুশি হব মীর । অশেষ শুভেচ্ছা
Thank you Mir da khub sundhor golpo 😊
Mission 1 Million complete hoyar jonyo congratulations Dada
R Ekta request Chilo jodi Mary Shelley r Frankenstein ta koren to khub bhalo hoy Ektu bhebe dekhben 😊
বেশ 😊😊😊
Just একটা কথাই বলবো , অসাধারণ ❤
দাদা রবার্ট লুইস স্টিভেনসন এর একখান আর একটা গল্প চাই।দাদা একটা অনুরোধ 🙏🏼
দারুন লাগলো, তোমার ও তোমার দলের উপস্থাপনা বরাবরেই অসাধারণ ❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤
@@realmirPapers ready rekho, NRC aslo
College e R.D sir er porano tai hoito jibone vultam na eibar Mir dar voice ei প্রাগৈতিহাসিক sunbo Mane amrittu mone thakbe🤩🤩
😊😊😊😊❤❤❤
😍😍😍
মীর দা পদ্মজা উপন্যাস টা শুনতে চাই ইলমা বেহরোজ এর লেখা শুনিও প্লিজ
অনবদ্য পাঠ ও অভিনয়। 😍🙏
মানিক বন্দ্যোপাধ্যায়ের 'সরীসৃপ' গল্পটা শোনার অপেক্ষায় থাকলাম।
জীবনের অসংখ্য হতাশার দিনে আল্লাহর দোয়ায় আর মীর দা'র গলায় কাটানোর চেষ্টা করেছি।
২০১০ সালের মাধ্যমিক কিংবা ২০১২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন রেজাল্টের পূর্বের কয়েক ঘন্টা মানুষটার কন্ঠ শুনে ভয়টা কাটিয়েছিলাম।
গত বছর ঠিক মার্চ কিংবা এপ্রিলে হতাশায় ছিলাম।রামের সুমতি কিংবা শ্রীকান্ত শুনে প্রাণের সঞ্চার ফিরিয়ে এনেছিলাম।
মানুষটা অন্য দেশের অন্য সীমানার।তবে কত যে আপন।সেই ২০০৫/০৬ হতে মানুষটাকে চিনি।মানুষটার মাথার পাকা চুল থেকে মাঝে মাঝে ভাবি মানুষটার বয়স হয়ে গেলো,আমিও তো কত বড় হয়ে গেলাম।
ভালো থাকবেন মীর দা।
আমার মতো হাজার মানুষের প্রাণের মানুষ আপনি❤️
কি অদ্ভুত সুন্দর একটা গল্প ❤️
আজ প্রাগৈতিহাসিক , পরের সপ্তাহে ঐতিহাসিক... দারুন।❤
Asadharon laglo. Mone holo jeno puro 1ta cinema deklam.
এরকম একটা মাস্টারপিস, অসম্ভব সুন্দর উপস্থাপনা, আলাদা করে কার নামই বা উল্লেখ করি? গপ্পো মির এর ঠেক যুগ যুগ জিও! ❤❤
শরৎচন্দ্রের চরিত্রহীন উপন্যাসটির উপস্থাপনার অনুরোধ রইলো! ❤❤
অনেক অনেক শুভেচ্ছা ♥️💥🎉💥
1M. Complete অনেক ভালোবাসা মীর দা♥️
Ekta khub e bhoyer golpo chai
সব আসবে 😊😊😊
অদ্ভুত আদিমতার ভয়ঙ্কর অনুভূতি এই গল্পে। তবে আধুনিকতার অহঙ্কারের বর্তমান সময়েও এই হিংস্রতা - আদিমতা - প্রাগৈতিহাসিক মনোবৃত্তি আমাদের মাঝে মাঝেই আতঙ্কিত করে, আমারা শিহরিত হই, ভীষণ ভাবে ভয় পাই।
মীর ভাইকে কুর্নিশ, আর পুরো টিমকে স্যালুট জানাই।
👍👌💙🌹
মীরদা একটা কথা জানার ছিল......... এই বছর আমরা কতগুলো শার্লক হোমসের এর গল্প পাবো....... কম করে ১ টা পাবো তোহ 😅😅😅
ক'টা চাই বলো 😅😅😅
@@realmir যতগুলো দিতে পারবে....... আমার তো এক বছরে ৩৬৫ টা পেলে ভালো 😅😅😅..... প্রত্যেকদিন একটা করে 😅
Congratulations 1 million🎉🎉🎉আশাকরি আরও উন্নতি করুন,আমরাও অনেক সাহিত্য শুনতে পারি।ভাল থাকবেন।golpo mirer thek এর team কেও অনেক শুভেচ্ছা।🍰🍧🍨💐🙏🏻
Duration 46:21
Ki kore jante parlen ?
@@Alive6371😂😂😂😂
@@mr-random-004 Naa, ami moja korchi naa. Ami sotti jante chai ki bhabe duration ta bojha jaa e
@@Alive6371 আপনি কি লোকটার মজা নিচ্ছেন 😂
অনেক শুভেচ্ছা দাদা 1M এর জন্য এইভাবে চালিয়ে যাও 😊😊 BEST OF LUCK CAPTAIN👮👮 😎😎
থ্যাংক ইউ ❤❤❤❤
@@realmir most welcome CAPTAIN 😎😎
Kicu din age.. ai to Bangla 2nd semester a porlam tar por theke amr ek cele friend er nam vku hoiye gece😂😂
এবাবাহ 😅😅
গল্পটা শুনতে শুনতে 1M হয়ে গেলো ❤
Congratulation মীর দা 🎉❤