Reason Behind Bangladesh Cricket Downfall | Nasir Tamzid Official

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Reason Behind Bangladesh Cricket Downfall
    কিন্তু, লজ্জা টা লাগে আমাদের।
    নিরলজ্জ, বেহায়ার মত জ্ঞান বুদ্ধি জলাঞ্জলি দিয়ে আপনাদের খেলা দেখি।
    দিনশেষে আপনারা অগোছালো খেলা ছাড়া কিছুই উপহার দেন না।
    আপনাদের খেলা থাকলে আমরা সমস্ত কাজ ফেলে টিভির সামনে ছুটে আসি। স্টেডিয়াম এর লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে টিকিট কাটি।
    আমাদের ইমোশন, ভালোবাসা সবকিছুর কতটুকু মূল্য দিলেন আপনারা?
    বাংলাদেশ ক্রিকেট দলের আসলে সমস্যা টা কোথায়?
    ব্যাটিং, বলিং, ফিল্ডিং, ম্যানেজমেন্ট? নাকি অন্য কিছু?
    আজকের ভিডিও তে আলোচনা করবো, আসলে সমস্যা টা কোথায়?
    (ফুটেজ) : ২০১২ এশিয়া কাপ ফাইনাল।
    আপনাদের সবার নিশ্চই ২০১২ এশিয়া কাপ ফাইনালের কথা টা মনে আছে। একদম জেতা ম্যাচ, এশিয়া কাপ টা ধরে দেখতে, ২ হাতে ট্রফি টা উপরে তুলে ধরে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ করতে আমরা মাত্র ৪ রান দূরে।
    সারা বাংলাদেশ যখন ২ হাত জড়ো করে মোনাজাত এ চোখের পানি ফেলছে, ঠিক তখন ২ রানে হারলাম আমরা।
    আমার বয়স তখন ১৩ বছর। সেই থেকে আমার জীবনে বাংলাদেশ ক্রিকেট দল যে একের পর এক দু:খ দিয়ে চলেছে, তা আজো থামেনি।
    ২০১৬ সালের টি টুয়েন্টি বিশ্বকাপে, ভারতের বিপক্ষের ম্যাচ।
    ৩ বলে ২ রান দরকার বাংলাদেশ এর। হাতে এখনো ৪ উইকেট বাকি। একদম সিওর জেতা ম্যাচ।
    মুশফিকুর রহিমের কি প্রয়োজন ছিলো এইরকম ইন্টেন্স একটা মোমেন্ট এ ছক্কা মারার চেস্টা করার? শুধু কি মুশফিকুর রহিম এর দোষ দিবেন? মাহমুদুল্লাহ রিয়াদ চোখের সামনে দেখলেন, মুশফিক কে আউট হতে। তারপরো তিনি ছক্কা হাঁকানোর চেস্টা করলেন কোনো কারণ ছাড়াই। এগুলো কি বছরের পর বছর ধরে জাতীয় দলে এক্সপেরিয়েন্স অর্জন এর পরিচয়?
    ম্যাচ টা ১ রানে হারলাম আমরা। এসব নিয়ে কিছু বলতে গেলেই তাঁরা বলেন,
    দিন যত যাচ্ছে, কষ্ট যেন বেড়েই যাচ্ছে। ২০১৮ সালের নিদাহাস ট্রফির গল্প টা একবার মনে করায় দেই। আস্তে আস্তে নিজেরাই বুঝবেন, বাংলাদেশ দলের এই বাজে অবস্থার কারণে দোষ টা আসলে কার?
    নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচে আবার বাংলাদেশ আর ইন্ডিয়া মুখোমুখি।
    শেষ ওভারে ভারতের দরকার ১২ রান। ম্যাচ টা তখনো বাংলাদেশ এর হাতে। চিন্তা করে দেখেন এরকম টাইট একটা ম্যাচ আমরা কিভাবে হারলাম?
    ১ বলে যখন ৫ রান দরকার, যখন আমরা মাত্র ১ টি বল দূরে আছি একটা ইন্টার ন্যাশনাল ট্রফি ছুঁয়ে দেখার জন্য। তখন একটা লুজ বল ছাড়ার কি কোনো দরকার ছিলো সৌম্য সরকার এর?
    যেই কথা সেই কাজ, দিনেশ কারতিক লুজ বলে হাঁকিয়ে দিলেন ছক্কা। আবারো ফাইনাল হারলাম আমরা। বাংলাদেশ ক্রিকেট দল কে নিয়ে আপনি সমালোচনা করবেন? পারবেন না, তাঁদের কাছে কাউন্টার লজিক সব সময় রেডি।
    এখন পর্যন্ত যেই গল্প গুলো শুনলেন, তা ছিলো একেবারে কাঁছাকাঁছি গিয়ে হেরে আসার গল্প।
    এখন বলি জেতার ধারে কাছে না যাওয়ার গল্প।
    বাংলাদেশ ২০১৯ বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচ জিতেছে, বাকি সব হেরেছে। দিনদিন মানুষের উন্নতি হয়।
    আর আমাদের ক্রিকেট দলের হয়েছে অবনতি। ঘোর অবনতি।
    ২০২১ টি টুয়েন্টি বিশ্বকাপে আমরা সবগুলো ম্যাচ হেরেছি। একটাও জিতিনি। ২০২২ এশিয়া কাপেও আমরা একটাও ম্যাচ জিতিনি।
    একই বছর টি টুয়েন্টি বিশ্বকাপ থেকেও লজ্জা জনক হার নিয়ে বিদায় নিয়েছি আমরা। বোর্ড প্রেসিডেন্ট নিজেই এসব দেখে অবাক। কিছুতেই হিসাব মেলেনা। ২০২৩ সালের এশিয়া কাপের কথা আর কি বলবো। চোখের সামনে দেখলেন, ব্যাটিং বোলিং ফিল্ডিং এর ব্লান্ডার।
    নাইম শেখ এর বিভতশ ব্যাটিং। সেঞ্চুরি করার পরেই মিরাজ এর ২ ম্যাচ ফ্লপ। হাইয়েস্ট রান করেই ইঞ্জুরি তে চলে গেলেন শান্ত।
    বোলিং এ আসলেই বোলার দের আবল তাবল বোলিং। ফিল্ডিং মিস। হাবি জাবি কত কিছু।
    এ এক আজব ঝামেলা পূর্ণ দল।
    বাংলাদেশ ক্রিকেট দলই একমাত্র দল যারা সবার আগে ১০০ টেস্ট হারার রেকর্ড করেছে।
    দিনের পর দিন ধরে শুধু শিখেই যাচ্ছেন তারা।
    কবে শেখা শেষ হবে, আর কবে সেই জ্ঞান কাজে লাগবে, তা কেউ জানেনা।
    এখন বলি এই সবকিছুর পেছনে দোষ টা আসলে কার?
    দোষ টা আসলে আমাদের।
    আমরা খাওয়া দাওয়া, কাজ-ঘুম বাদ দিয়ে বিনা কারণে খেলা দেখি। দোয়া দরুদ পড়ি আর বেহায়ার মত ভাবি, বাংলাদেশ কে যেন আল্লাহ জিতায় দেয়।
    আমরা খেলা না দেখলে এই হাইপ কোনোদিন ও পেত না বাংলাদেশ ক্রিকেট দল। আমরাই তাদের কে হাইপে তুলি। তারা হারলে আমরাই সবচেয়ে বেশি কষ্ট পাই।
    এক নির্লজ্জ জাতি হিসেবে হয়তো আবারো এই লাল সবুজ জার্সি পড়ে পরবর্তী খেলা দেখতে বসবো।
    আবারো হয়তো বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখবো।
    আমার আজকের ভিডিও তে এই জারসি পড়ার ইচ্ছা ছিলো না। কিন্তু, JERSEY ARENA BD আমাকে এই জারসি টি পাঠিয়েছে।
    যে কোনো ক্লাব, ন্যাশনাল টিম সহ খেলা ধুলার প্রিমিয়াম জারসি সেরা দামে পেতে তাদের পেইজ টা ঘুরে আসতে পারেন। লিংক কমেন্ট বক্সে।
    Follow me on - / nasirtamzidofficial
    Jersey Arena BD - / jerseyarenabd.shop
    #bangladesh #cricket_team #BCB #shakib_al_hasan #mushfiqur_rahim #tamimiqbal #mahmudullah_riyad #nasir #nasir_tamjid_official
    #nasir_tamzid_official

ความคิดเห็น • 43

  • @MdBiplobHossain-d1d
    @MdBiplobHossain-d1d ปีที่แล้ว +17

    নাসির তামজিদ ভাই মানেই সেরা🥰

  • @Ahad223-c7y
    @Ahad223-c7y 4 หลายเดือนก่อน +5

    Papon dialogue " Our Target always Next World cup " 😂😂😂😂😂😂

  • @nasirtamzidofficial1880
    @nasirtamzidofficial1880  ปีที่แล้ว +2

    সব রকম ক্লাব কিংবা জাতীয় দলের যাবতীয় জার্সি প্রিমিয়াম কোয়ালিটি আর সেরা দামে কিনতে ভিজিট করুন :
    Jersey Arena BD
    facebook.com/jerseyarenabd.shop?mibextid=LQQJ4d

  • @ahto8048
    @ahto8048 ปีที่แล้ว +5

    darun..akdom moner kotha gula organise kore bolar jonno many thanks

  • @armanhossain5335
    @armanhossain5335 2 หลายเดือนก่อน

    A time when Indian audiences treated bad to their players for bad performance
    we have to do the same.
    Now see how Indian players are world-class
    Dhoni, Virat, Rohit, Bumrah etc

  • @globaltime215
    @globaltime215 5 หลายเดือนก่อน +13

    দূঃখিত ভাইয়া। আমি আপনার এই কথার সাথে একমত নই। আমি বাঙ্গালি বিশ্বাস আর আস্থা রয়েছে আমাদের দলের উপর। তবে আমি খুশি এত কম সুযোগ-সুবিধা পেয়েও আমাদের দল কোন টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পেরেছে হোক সেটা কোন তৃদেশীয় সিরিজ। এখন অনেকেই আমাকে অনেক কিছু বলতে পারেন। তবে তাদের একটু বলতে চাই একটু কষ্ট করে রুট লেভেলের খবর একটু নিয়েন। ঢাকা প্রিমিয়ার লীগ আর বিপিএল ছাড়া কয়টা লীগ হয়? আমার মনে হয় এছাড়া আর আন্তজাতিক মানের লীগ হয়। বিভাগীয় ও জাতীয় পর্য়ায়ের ক্রিকেটে কতখানি সুবিধা দিতে পেরেছে? একজন ভালো প্লেয়ার তৈরীতে সবার ভূমিকা থাকে হোক সেটা ছোট হোক সেটা বড়। ঢাকাতে না হয় মাঠ তেমন একটা নেই কিন্তু ঢাকার বাহিরেও কি তাই? এখানে শুধু বিসিবির কথা বললেই হবে না। বাংলাদেশের ক্রীড়া মন্ত্রনালয়ের কর্মরত লোকদের কি কোন দায়িত্ব নেই? আমাদের পাশের দেশ ভারতে বছরে কম করে হলেও ৫০-৯০ টা লীগ হয়। রুট লেভেলের প্লেয়ারেরা যদি পর্যাপ্ত ম্যাচ না পায় আসবে কিভাবে প্লেয়ার? সাকিব, মাশরাফি, মুশফিক তারা শুরুর দিকেই কি এতটা সফল ছিলেন? তারাও রুট লেভেলে বেশি ম্যাচ পাননি। তারা বছরকে বছর খেলে আজ এই পর্যায়ে এসেছেন। আমি রুট লেভেলের কথা বলার কারন হচ্ছে এখন কোন ছাএ যদি ইংরেজির কিছুই না বুঝে ১-১২ পর্যন্ত ফাকি দিয়ে এসে যদি ভাসিটি ভর্তি পরীক্ষায় যদি ইংরেজিতে পাশ করে চান্স আসলো না। তাকে তো আমরা এটাই বলবো যে, তুমি পাশ করসো এটাই অনেক। কিন্তু বাঙালী জাতির খুবই প্রাচীন এক সমস্যায় প্রায় সকলেই জড়িত আর সেটি হলো- আমরা চারা গাছ লাগালোর সাথে সাথেই তার থেকে ছায়া, ফুল, ফল ইত্যাদি সুবিধা পেতে চাই। কিন্তু যাদের মাথা রয়েছে তারা ঠিকই বলবে যন্ত্রের কথা, নিয়মিত গাছে পানি দেওয়ার কথা, পরিচর্যার কথা। বাংলাদেশ না জিতুক দরকার নেই, তবুও আমি খেলা দেখবো কারন আমি উপলব্ধি করতে পারি তাদের অবস্থা। কেউ মানুক আর না মানুক আজ দূর্নীতি আমাদের বাংলাদেশের সকল স্তরে গ্রাস করে চলছে। বাংলাদেশ ক্রিকেট এর এই অবস্থা পেছেনও এর কিছুটা হলেও হাত রয়েছে। সেজন্য কেউ না দেখুক আমি দেখবো খেলা কারন আমি ভালোবাসি আমার দেশকে দেশের প্রতিটা জাতিকে।

    • @JAHID-HASAN-SUJON
      @JAHID-HASAN-SUJON 4 หลายเดือนก่อน

      Ami same❤

    • @heartlesskadir8794
      @heartlesskadir8794 4 หลายเดือนก่อน

      মগা

    • @mdhasibulislam1180
      @mdhasibulislam1180 3 หลายเดือนก่อน

      Bolod 😂

    • @kopalenai5155
      @kopalenai5155 2 หลายเดือนก่อน

      ভাই সমালোচনা সুফল বয়ে আনে আর,ইমোশনে জীবন চলে না।

    • @rezwanhassan2610
      @rezwanhassan2610 2 หลายเดือนก่อน

      সমালোচনা আর প্রতিবাদ না করলে বাংলাদেশ ক্রিকেট জীবনেও পরিবর্তন হবে না। এই ধরনের সেন্টিমেন্টাল কথার কোন গুরুত্ব নেই। আমরাও বাঙালি আমরাও বাংলাদেশের খেলা দেখব সেটা হারুক বা জিতুক। কিন্তু এইভাবে আনপ্রফেশনাল ভাবে ক্রিকেট খেলা আর কতদিন চলবে।

  • @Tanvir-or7xh
    @Tanvir-or7xh 3 หลายเดือนก่อน +1

    Papon is the great problem😢

  • @pradiptasarmah352
    @pradiptasarmah352 2 หลายเดือนก่อน

    Domestic 🏏 er structural change korte hobe

  • @FarhanIslim-k4g
    @FarhanIslim-k4g 4 หลายเดือนก่อน +1

    ভাই আমিও ভালো আছি কোন সময় খেলা দেখিনা আর আপমাদের মোত মোন খারাপ হয়না😅

  • @MdSohagrana-m3f
    @MdSohagrana-m3f 2 หลายเดือนก่อน

    Vai apnar vidio gula onk valo lage ❤

  • @abidhasan8632
    @abidhasan8632 3 หลายเดือนก่อน +1

    Appreciate for the video

  • @titan_bros1
    @titan_bros1 5 หลายเดือนก่อน

    ভাই আমরা 2021 t20 বিশ্বকাপে একটা ম্যাচ জিতেছিলাম সেটা পাপুয়া নিউগিনির সাথে😂😂

  • @Erasly
    @Erasly 4 หลายเดือนก่อน

    Boycotted Bangladesh Cricket team after the CWC23. And now I feel blessed cause Bangladesh now has lost a freaking series against USA. XD

  • @tonmoyroy8708
    @tonmoyroy8708 ปีที่แล้ว +5

    ভাইয়া সত্য কথা এই প্রথম বাংলাদেশের কোনো খেলা + এশিয়া কাপের কোনো খেলা দেখিনি।

  • @mr.mahimyt.4794
    @mr.mahimyt.4794 3 หลายเดือนก่อน

    আর গত কাল south Africa র সাথে শেষ মুহূর্তে হার

  • @mdmohammadfahimstudent3543
    @mdmohammadfahimstudent3543 3 หลายเดือนก่อน

    ভাই মনের কথা বললেন
    সহ্য করার মতো না
    বাংলাদেশ যে আমার প্রায় ১৯ বছর বয়সে যত কষ্ট দিয়েছে তা বলার মতো না।

  • @hafizmdabidchowdhurymdabid29
    @hafizmdabidchowdhurymdabid29 2 หลายเดือนก่อน

    😢

  • @jannatulferdaus-qm9li
    @jannatulferdaus-qm9li ปีที่แล้ว +1

    Vaiya lokkhipur apner dawt roilo

  • @LunaYeasmin-v2y
    @LunaYeasmin-v2y 6 หลายเดือนก่อน

    Ar koto koshto debe Bangladesh cricket team sopno chilo bangladesh bissho cup jetbe kintu sei asa roi lona 😭😭

  • @skrajibe5944
    @skrajibe5944 ปีที่แล้ว

    নির্লজ্জ আমরা যারা খেলা দেখি আপনাদের

  • @mohammadabu5061
    @mohammadabu5061 ปีที่แล้ว

    yah robbi

  • @King_Of_Kotha
    @King_Of_Kotha ปีที่แล้ว

    Vaiya pabnai asben Kobe?

  • @MdAshraful-gz2mp
    @MdAshraful-gz2mp ปีที่แล้ว

    ❤❤❤😊😊😊😊

  • @sosunjit1038
    @sosunjit1038 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @mahbuburrahman3887
    @mahbuburrahman3887 ปีที่แล้ว +2

    ফুটবলের মত ক্রিকেটাকে না দেখা উচিত

  • @ghoton-hb3yi
    @ghoton-hb3yi 11 หลายเดือนก่อน

    হারলেও বাংলাদেশ!
    হারলেও বাংলাদেশ!

    • @Jahidhassansujon
      @Jahidhassansujon 8 หลายเดือนก่อน +2

      Emotional Bengali 🤡

  • @sadikhossainabir3833
    @sadikhossainabir3833 8 หลายเดือนก่อน

    Vai you aren't a cricket expert . Last a Sponsor ar jonno jersey porlen. Hudai akta faltu video banalen.😂😂😂

  • @MdRasel-u6m8z
    @MdRasel-u6m8z ปีที่แล้ว

    Kichu Kotha thik bolchen abr kichu Kotha amon vhabe bollen mone hoilo khelar kichui bujhen na

  • @kamaluddin-ns9jp
    @kamaluddin-ns9jp ปีที่แล้ว +3

    আপনার খেলা দেখার দরকার কি?

    • @TuhinIslamYT
      @TuhinIslamYT 6 หลายเดือนก่อน +7

      Tor video dekhar ki dorkar😂

    • @AbdulSajeed-y2h
      @AbdulSajeed-y2h 3 หลายเดือนก่อน

      Similarly no need to comment 😂