হ্যাঁ অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে সেটা একটু দেখে নিবেন । ইমিড়া ক্লোরো ফিট এই গ্রুপের কীটনাশক যেমন ইমিটাফ আছে ০.৫ এম এল হারে স্প্রে করুন ১০ দিনে একবার ঠিক হয়ে যাবে অথবা সাবান পানি অথবা সাবান শ্যাম্পু প্লে করলে চলে যাবে এটা গাছের জন্য খুবই মারাত্মক তবে বুঝতে না পারলে ভিডিও আছে একটু দেখে নেন
প্রথমত ভাল মানের চারা সংগ্রহ করতে হবে এবং গাছের গোড়ায় খাবার পোকামাকড়ের সমস্যা আছে কিনা এই বিষয়টি খেয়াল করতে হয় একটু জৈব সার একটু পটাশ এবং ভিটামিন স্প্রে করবেন তাহলে ফুলগুলো থেকে ফলে পরিণত হবে
শুকনো ডালগুলো সেটে দিতে হবে আক্রান্ত অংশে বৌদ্ধ মিকচার লাগাতে হবে অথবা কপারগ্রুপের ছত্রাকনাশক লাগাতে হবে তবে এ বিষয় কাল পরশু একটা ভিডিও আসবে দেখে নিবেন
ভাই, আমার একটা হাফ ড্রাম ৬০ লিটার এর মত হবে, একটা হাইব্রিড বেগুন চারা বাজার থেকে এনে লাগিয়েছি। গাছটা জীবিত হওয়ার পর আপনার কথা মত সার দেই, টু জি কাটিং করি। অনেক ফুল ও ফল আসা শুরু হয়। গাছটি ২ ফুট উচ্চতা হলে আমি মেনসার ফাংগিসাইড স্প্রে করি। তার ৪/৫ দিন পর ফ্লোরা ১ লিটার পানিতে ৫ এমএল হারে স্প্রে করি। বর্তমানে ফুল ফল আছে। বাড়ছে না। আর সব পাতা গুলু লাল স্পট দেখা যাছে। কিছু পাতা ঝরেও গেছে। এখন আমি কি করতে পারি?
শীতের জন্য গাছ বাড়ছে না এখন আর কোন কিছু স্প্রে করার দরকার নাই প্রিয় ভাই শুধু মাটিতে একটু জৈব সার দিয়ে যাবেন আর স্বাভাবিক কাদায় পানি তারপর পরবর্তী সময় কি হয় অবশ্য আমাকে একটু জানাবেন
আমার বেগুন গাছটি বোধহয় আর হবে না। সব গুলো পাতা হলুদ হয়ে বসন্তের দাগের মত দেখাচ্ছে আর পোড়া পোড়া হয়ে যাচ্ছে। ফুলগুলো ও শুকিয়ে পরে যাচ্ছে।প্রথম ভাবলাম ছাদের উপর বিধায় রৌদ্রের তাপে হচ্ছে। আসলে তা নয়। পাশেই আরেকটি গাছ আছে ভালোই। আর কি কিছু করার আছে?
বেগুন গাছ একটু ছত্রাক নাশক স্প্রে করবেন আর পোকামাকড় আছে কিনা দেখবেন পাতার তলে সাদা দাদা আর ডালিম গাছে পাতা ঝরে যাবে নতুন পাতা বের হবে চিন্তার কোন কারণ নাই
@@theone-xh1hl এখন ২০ টাকা বেগুনের কেজি কিনে ব্যবহারটা কি করছেন ভাই এর আগে কত ছিল বলুন তাহলে কেনই ব্যবহারটা করলেন আপনার সাথে কি আমার শত্রুতা আছে আপনাকে কোন ক্ষতি করছি আপনার সাথে কি খারাপ ব্যবহার করেছি আমি তাহলে এই ব্যবহারটা কেন করলেন ভাই এ ধরনের কমেন্ট আপনাদের কাছ থেকে আমরা আশা করি না ভাই আপনারা সম্মানীয় ব্যক্তি আমি আপনাদেরকে সম্মান করি আপনারা কমেন্টের জন্য আমি খুব কষ্ট পেয়েছি ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম
টাফগর এতে সাদা মাছি যাবে না এটা আম গাছের হপার পোকা এবং জাব পোকা ফডিং জাবে আপনি এম ইমিডা ক্লোরোফাইট গ্রুপের কীটনাশক দিতে পারে যেমন ইমিটাটাপ এত ভালো কাজ করে
গাছের গোড়া তে অতিরিক্ত পানি দিবেন না। মাটি ভিজা থাকলে ভুলেও পানি দিবেন না। আর এটাও খেয়াল রাখবেন গাছের গোড়ার মাটি যেন একেবারে শুকিয়ে না যায়।যদি গাছ টবে লাগানো থাকে। তাহলে সর্বনিম্ন ১৩-১৪ ইঞ্চি টব বাছাই করুন। নিয়মিত আগাছা পরিষ্কার করবেন। আর সার ব্যবহার করতেই হবে। গাছে ফুল এলে মাটি থেকে তার অধিক পরিমাণে পুষ্টি শোষন করতে হয়।এ সময় যদি সে মাটি থেকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না পায় ফলে ফুল টিকিয়ে রাখতে পারে না। আপনি যদি জৈব সার ব্যবহার করতে চান তাহলে কেঁচো সার ব্যবহার করতে পারেন। এইটা ভালো কাজ করে। আর যদি রাসয়নিক সার ব্যবহার করতে ইচ্ছুক তাহলে DAP ব্যবহার করবেন। এই একটা সার এ ই সব গুলো উপাদান পরিমান মতো মিস্রিত আছে। আর যদি আলাদা আলাদা সার কিনে ব্যবহার করতে চান। TSP,পটাশ, ইউরিয়া কিনে গোড়ায় দিতে পারেন। অবশ্যই পরিমান মতো দিবেন। বেশি দিলে গাছ মারা যেতে পারে।আর বোরন কিনবেন। এইটা পানি তে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন + গোড়ায় ও দিতে পারেন।
মাটিতে একটু খাবার দেন জৈব সার টিএসপি পটাস জিপসাম এগুলো একটু দেয়ার চেষ্টা করেন আর সব থেকে বড় কথা সঠিক নিয়মে মাটি প্রস্তুত আজকে যেটা দেখিয়াছি অর্ধেক মাটি, অর্ধেক জৈব সার দিয়ে গাছ রোপন করবেন দ্রুতই বাড়বে
কতটুকু পরিমাণে দিছেন এবং কিভাবে দিছেন যার কারনে গাছ মারা গেল পটাশ দিলে যদি গাছ মারা যায় তাহলে আমাদের কাজ কি মারা গেছে ভাই আর যারা জমিতে ফসল ফসল ফলাছে তাদের ফসল কি নষ্ট হয়ে গেছে ভাই এগুলো সব সময় বলি ভাই ভুল ভাল ভিডিও দেখবেন না যারা সঠিক তথ্য দেয় ওদের সাথে যুক্ত থাকবেন আগে ব্যবহারের নিয়মটা জেনে নেন আমার চ্যানেলে দেখেন অনেক ভিডিও আছে এ বিষয়ে পটস ছাড়া আপনি গাছ কিভাবে পরিচর্যা করবেন।
কোন কীটনাশক এবং সার আমি কিন্তু সরাসরি দেখিয়ে দিই এবং এক কথা তিন বার বলি যাতে আপনারা বুঝতে পারেন যদি বিশ্বাস না হয় আমার প্রত্যেকটা ভিডিও দেখেন এরকম কেউ বলে কিনা সরাসরি প্রুফ সহকারে আমি দেখিয়ে দিয় তারপরও এরকম একটা কমেন্ট করলেন ভাই ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম
অনেকভাল ভিডিও।প্রতিবেশী দেশ থেকে দেখছি ভাই। কাজের ভিডিও।
ভাল থাকবেন ভাই।
আলহামদুলিল্লাহ ভাইজান দোয়া ও ভালোবাসা রইলো আপনার জন্য
বিশেষ করে আপনার ভিডিও টি খুব ভালো লাগলো ❤
আলহামদুলিল্লাহ ভাই শুভকামনা রইল আপনার জন্য আসসালামু আলাইকুম
Fine description. Thanks.
You're welcome!
ভাইয়া আপনার ভিডিও গোলো আমার খুব ভালো লাগে কথা গুলো খুব ভালো ভাবে বুঝিয়ে দেন সবাই উপকারে আসবে।
আলহামদুলিল্লাহ ভাই
মাশাআল্লাহ অসাধারণ
থ্যাংক ইউ ব্রাদার আসসালামু আলাইকুম
ভাই আমার একটা পেয়ারা গাছের পাতাতে সাদা সাদা কি যেন পোকা লেগেছে আমি বুঝতে পারছি না। আমি কি কীটনাশক ব্যবহার করব ভাই?
হ্যাঁ অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে সেটা একটু দেখে নিবেন । ইমিড়া ক্লোরো ফিট এই গ্রুপের কীটনাশক যেমন ইমিটাফ আছে ০.৫ এম এল হারে স্প্রে করুন ১০ দিনে একবার ঠিক হয়ে যাবে অথবা সাবান পানি অথবা সাবান শ্যাম্পু প্লে করলে চলে যাবে এটা গাছের জন্য খুবই মারাত্মক তবে বুঝতে না পারলে ভিডিও আছে একটু দেখে নেন
@RajuGardening2.0 আপনাকে ধন্যবাদ ভাই। ❤️❤️❤️
পিয়ারা গাছে এমনেতেই তাখে,কোনু কিছু বেবহার না করলেই চলবে।
Imida cloropid, Tata manik 1gm 1litter jole misiye sprey korun
@@PriyangshuDas-o5m 0.5 m l স্প্রে করবেন ১২ থেকে ১৫ দিন অন্তর অন্তর
খুব সুন্দর l
ধন্যবাদ আপনাকে
আল্লাহর অশেষ রহমতে আমি এইবার 20 শতাংশ জমিতে বেগুন চাষ করেছি,সবাই দোয়া করবেন যেন বেগুন চাষে সফলতা অর্জন করতে পা
আলহামদুলিল্লাহ প্রিয় ভাই দোয়া করি আপনার বেগুন চাষে সফলতা অর্জন করেন
ভাই আপনার ভিডিও টা অনেক পছন্দ হইছে।আমার বেগুন গাছে পাতা ছিদ্র করে দিছে পোকায় কি ঔষধ দিতে পারি।
বায়ার কোম্পানির বেল্ট এক্সপার্ট পাওয়া যায় এটা স্প্রে করতে পারেন অথবা সাইফার মেথিং গ্রুপের কীটনাশক নাইট্রো স্প্রে করলে চলে যাবে
Like dia tomar gach. Lagano dekhlam❤❤❤helpful video
thank you brother
Raju I am from India west Bengal Siliguri love your channel. Regular watch your garden related video.
thank you brother
আপনি জৈব সার বলতে গোবর সারকে বলেন নাকি কেঁচো সার
গোবর সারকে বোঝাই জৈব সার
@RajuGardening2.0 অসংখ্য ধন্যবাদ আপনাকে 🤲❤️
@Dreammakersumon আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই
Vai ami begun gus matters lagease ful assese fol dorena .ke upset ase ganaben.Allah Hafez.
প্রথমত ভাল মানের চারা সংগ্রহ করতে হবে এবং গাছের গোড়ায় খাবার পোকামাকড়ের সমস্যা আছে কিনা এই বিষয়টি খেয়াল করতে হয় একটু জৈব সার একটু পটাশ এবং ভিটামিন স্প্রে করবেন তাহলে ফুলগুলো থেকে ফলে পরিণত হবে
Hat poragayan korun .
আম গাছের পাতায় এনথ্রাক্সনুজ রুঘ হলে কি পরি ছরজা করতে হয়
শুকনো ডালগুলো সেটে দিতে হবে আক্রান্ত অংশে বৌদ্ধ মিকচার লাগাতে হবে অথবা কপারগ্রুপের ছত্রাকনাশক লাগাতে হবে তবে এ বিষয় কাল পরশু একটা ভিডিও আসবে দেখে নিবেন
ভাই, আমার একটা হাফ ড্রাম ৬০ লিটার এর মত হবে, একটা হাইব্রিড বেগুন চারা বাজার থেকে এনে লাগিয়েছি। গাছটা জীবিত হওয়ার পর আপনার কথা মত সার দেই, টু জি কাটিং করি। অনেক ফুল ও ফল আসা শুরু হয়। গাছটি ২ ফুট উচ্চতা হলে আমি মেনসার ফাংগিসাইড স্প্রে করি। তার ৪/৫ দিন পর ফ্লোরা ১ লিটার পানিতে ৫ এমএল হারে স্প্রে করি। বর্তমানে ফুল ফল আছে। বাড়ছে না। আর সব পাতা গুলু লাল স্পট দেখা যাছে। কিছু পাতা ঝরেও গেছে। এখন আমি কি করতে পারি?
শীতের জন্য গাছ বাড়ছে না এখন আর কোন কিছু স্প্রে করার দরকার নাই প্রিয় ভাই শুধু মাটিতে একটু জৈব সার দিয়ে যাবেন আর স্বাভাবিক কাদায় পানি তারপর পরবর্তী সময় কি হয় অবশ্য আমাকে একটু জানাবেন
আমার বেগুন গাছটি বোধহয় আর হবে না। সব গুলো পাতা হলুদ হয়ে বসন্তের দাগের মত দেখাচ্ছে আর পোড়া পোড়া হয়ে যাচ্ছে। ফুলগুলো ও শুকিয়ে পরে যাচ্ছে।প্রথম ভাবলাম ছাদের উপর বিধায় রৌদ্রের তাপে হচ্ছে। আসলে তা নয়। পাশেই আরেকটি গাছ আছে ভালোই। আর কি কিছু করার আছে?
আমি থিয়োভিট স্প্রে করেছি।সবিক্রন স্প্রে করি।গাছে বেগুন এসেছে।কিন্তু পাতায় হলুদ স্পট পড়ছে।
এছাড়া আমার ডালিম গাছে সব সবুজ পাতা হঠাৎই আজ ঝরে গেল।এটা কেন হলো বলবেন,প্লিজ।
বেগুন গাছ একটু ছত্রাক নাশক স্প্রে করবেন আর পোকামাকড় আছে কিনা দেখবেন পাতার তলে সাদা দাদা আর ডালিম গাছে পাতা ঝরে যাবে নতুন পাতা বের হবে চিন্তার কোন কারণ নাই
ধন্যবাদ। @@RajuGardening2.0
আজ 20টাকা কেজি আনলাম বাড়া
@@theone-xh1hl এখন ২০ টাকা বেগুনের কেজি কিনে ব্যবহারটা কি করছেন ভাই এর আগে কত ছিল বলুন তাহলে কেনই ব্যবহারটা করলেন আপনার সাথে কি আমার শত্রুতা আছে আপনাকে কোন ক্ষতি করছি আপনার সাথে কি খারাপ ব্যবহার করেছি আমি তাহলে এই ব্যবহারটা কেন করলেন ভাই এ ধরনের কমেন্ট আপনাদের কাছ থেকে আমরা আশা করি না ভাই আপনারা সম্মানীয় ব্যক্তি আমি আপনাদেরকে সম্মান করি আপনারা কমেন্টের জন্য আমি খুব কষ্ট পেয়েছি ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম
কাংলাদেশ তোরা আমাদের জাতীয় পতাকা পা দিয়ে মারিয়েছিস 😡😠, তোরা হলো পৃথিবীর আবর্জনা, আর আবর্জনার সাথে কাজটা খারাপ করলাম কোথায়😡
টাপগর স্প্রে করবো
টাফগর এতে সাদা মাছি যাবে না এটা আম গাছের হপার পোকা এবং জাব পোকা ফডিং জাবে আপনি এম ইমিডা ক্লোরোফাইট গ্রুপের কীটনাশক দিতে পারে যেমন ইমিটাটাপ এত ভালো কাজ করে
Begul er ful jore jay kno ki korle ful jora kombe
গাছের গোড়া তে অতিরিক্ত পানি দিবেন না। মাটি ভিজা থাকলে ভুলেও পানি দিবেন না। আর এটাও খেয়াল রাখবেন গাছের গোড়ার মাটি যেন একেবারে শুকিয়ে না যায়।যদি গাছ টবে লাগানো থাকে। তাহলে সর্বনিম্ন ১৩-১৪ ইঞ্চি টব বাছাই করুন।
নিয়মিত আগাছা পরিষ্কার করবেন। আর সার ব্যবহার
করতেই হবে। গাছে ফুল এলে মাটি থেকে তার অধিক পরিমাণে পুষ্টি শোষন করতে হয়।এ সময় যদি সে মাটি থেকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না পায় ফলে ফুল টিকিয়ে রাখতে পারে না। আপনি যদি জৈব সার ব্যবহার করতে চান তাহলে কেঁচো সার ব্যবহার করতে পারেন। এইটা ভালো কাজ করে। আর যদি রাসয়নিক সার ব্যবহার করতে ইচ্ছুক তাহলে DAP ব্যবহার করবেন। এই একটা সার এ ই সব গুলো উপাদান পরিমান মতো মিস্রিত আছে।
আর যদি আলাদা আলাদা সার কিনে ব্যবহার করতে চান। TSP,পটাশ, ইউরিয়া কিনে গোড়ায় দিতে পারেন। অবশ্যই পরিমান মতো দিবেন। বেশি দিলে গাছ মারা যেতে পারে।আর বোরন কিনবেন। এইটা পানি তে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন + গোড়ায় ও দিতে পারেন।
@RajuGardening2.0 ধন্যবাদ
Ki dile begun tomato Boro hoe keho Bolen na vahi.
মাটিতে একটু খাবার দেন জৈব সার টিএসপি পটাস জিপসাম এগুলো একটু দেয়ার চেষ্টা করেন আর সব থেকে বড় কথা সঠিক নিয়মে মাটি প্রস্তুত আজকে যেটা দেখিয়াছি অর্ধেক মাটি, অর্ধেক জৈব সার দিয়ে গাছ রোপন করবেন দ্রুতই বাড়বে
উলালা ও ভলিউম কোথায় পাবো।
যে কোন কীটনাশক সারের দোকানে পেয়ে যাবে আপনার নিকটস্থ আশে পাশে খোঁজ পেয়ে যাবে যদি না পাওয়া যায় ইনি আপ ইমিডাক্লোরোফিট এই গ্রুপের কীটনাশকও দিতে পারেন।
ভাই পটাশ দিয়ে অনেক গাছ মেরে ফেলেছি ।
কতটুকু পরিমাণে দিছেন এবং কিভাবে দিছেন যার কারনে গাছ মারা গেল পটাশ দিলে যদি গাছ মারা যায় তাহলে আমাদের কাজ কি মারা গেছে ভাই আর যারা জমিতে ফসল ফসল ফলাছে তাদের ফসল কি নষ্ট হয়ে গেছে ভাই এগুলো সব সময় বলি ভাই ভুল ভাল ভিডিও দেখবেন না যারা সঠিক তথ্য দেয় ওদের সাথে যুক্ত থাকবেন আগে ব্যবহারের নিয়মটা জেনে নেন আমার চ্যানেলে দেখেন অনেক ভিডিও আছে এ বিষয়ে পটস ছাড়া আপনি গাছ কিভাবে পরিচর্যা করবেন।
আরে দাদা
শেখাবার নামে খেলা দেখাছেন তাই না, সারের নাম গুলি পরতে দিন, আপনারা কোন ধরনের শিক্ষা নিয়ে ছেন???
হালিশহর
কোন কীটনাশক এবং সার আমি কিন্তু সরাসরি দেখিয়ে দিই এবং এক কথা তিন বার বলি যাতে আপনারা বুঝতে পারেন যদি বিশ্বাস না হয় আমার প্রত্যেকটা ভিডিও দেখেন এরকম কেউ বলে কিনা সরাসরি প্রুফ সহকারে আমি দেখিয়ে দিয় তারপরও এরকম একটা কমেন্ট করলেন ভাই ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম
😂😂😂 bhaia àpniki barisaler? Indiathika koithechhi
আপনার কথা বুঝতে পারিনায় প্রিয় ভাই
বেগুন গাছে বোরন কখন কিভাবে দিব?
স্প্রে করার দরকার নাই টবের মাটিতে দিয়ে যাবেন ছয় থেকে আট ইঞ্চি একটু তবে হাফ চামচ ১২ থেকে ১৬ ইঞ্চি হলে এক চামচ
Potas diye korolla gas ses
কই গাছ তো অত সুন্দর না
আসলে ভালো করে দেখাতে পারেনি যার কারণে একটু চেহারা কম মনে হচ্ছে।
Thik bolechen
টবের এক সাইডে লাগাতে হবে
মাঝ বরাবর বসাবেন ভাই আসসালামু আলাইকুম