Sandakphu tour guide | Sandakphu trekking | সান্দাকফু-ফালুট ভ্রমনের খুঁটিনাটি তথ্য || Part- 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #sandakphutrek #sandakphu #trekking #mountains
    সান্দাকফু বা সান্দাকপুর (৩,৬৬৫ মি; ১১,৯৩০ ফুট) নেপালের ইলাম জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এটি পশ্চিমবঙ্গ- নেপাল সীমান্তের দার্জিলিং জেলার সিঙ্গালিলা পর্বতের সর্বোচ্চ শিখর। শিখরটি সিঙ্গালিলা জাতীয় উদ্যানের কিনারায় অবস্থিত এবং শীর্ষে কয়েকটি হোটেল সহ সামিটের একটি ছোট্ট গ্রাম রয়েছে। বিশ্বের শীর্ষ পাঁচটি পর্বতের চারটি এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে এবং মাকালুকে এর শীর্ষ থেকে দেখা যায়। এটি পুরো কাঞ্চনজঙ্ঘা পর্বতের একটি প্রাথমিক দৃষ্টিভঙ্গি সরবরাহ করে।
    সান্দাকফু ভ্রমণের দুটি উপায়, প্রথমটি গাড়ি করে দ্বিতীয়টি ট্রেকিং।
    হাওড়া / শিয়ালদহ থেকে রাতের ট্রেন ধরে চলে আসুন NJP, তারপর বুকিং গাড়ি অথবা শেয়ার গাড়ি করে চলে আসুন মানেভঞ্জন অথবা ধোত্রে। মানেভঞ্জন এর থেকে ধোত্রে অনেক সুন্দর আর নিরিবিলি তাই আমরা ট্রেক শুরু করবো ধোত্রে থেকে। এবার আপনি যদি গাড়ি করে সান্দাকফু জেতে চান তাহলে আপনাকে মানেভঞ্জন এ ল্যান্ডলোভার বুকিং করে সেই গাড়ি করে জেতে হবে সান্দাকফু। যদি ট্রেক করেন সে ক্ষেত্রে গাইড নিতে হবে, দিনপ্রতি 1200টাকা খরচ করে। গাড়ি করে গেলে গাইড নেবার প্রয়োজন নেই। এবার আসি থাকবেন কোথায়?.. মানেভঞ্জন এ থাকার অনেক জায়গা আছে একটু গুগল করে দেখে নিতে পারেন তবে আগে থেকে বুকিং করেই আসবেন সব সময়... ধোত্রে তে বেশ কিছু হোমস্টে আছে, তাঁদের মধ্যে শেরপা হোমস্টে, পদ্মা homestay এগুলো উল্লেখযোগ্য। এখানের খরচ মোটামুটি থাকা খাওয়া নিয়ে 1000 টাকা একজনের একদিনের খরচ পড়বে।
    আমাদের ট্রেক প্ল্যান -
    Day 1 - Dhotrey থেকে gairibas
    Day 2 - gairibas থেকে sandakphu হয়ে chandu homestay।
    Day 3 - Chandu homestay থেকে Molley
    Day 4 - Molley থেকে gorkhey
    Day 5- gorkhey থেকে srikhola
    যদি খরচ কমাতে চান তাহলে সব থেকে ভালো উপায় GTA ট্রেকার্স হাট। বুকিং করতে হবে কলকাতা সল্টলেক অফিস থেকে। মাথা পিছু 400 টাকা দিন প্রতি, শুধু থাকার জন্য। এছাড়া খাবার আপনি নিজের পছন্দ মতো কিনে নেবেন। সবজি ভাত মোটামুটি 220, চা 20-50 টাকার মধ্যে, ডিম ভাত -250, মাংস ভাত - 280-350 র মধ্যে।
    ধোত্রে তে gta hut নেই, gairibas, sandakphu, molley, phalut, srikhola তে আপনি gta hut পেয়ে যাবেন।
    ----------------------
    যোগাযোগ -
    GTA HUT কলকাতা - 9903174047
    গাড়ির ড্রাইভার - 9735021957
    ল্যান্ডরভার এসোসিয়েশন - 9733168398
    শেরপা হোমস্টে - 9733048579
    পদ্মা হোমস্টে - 8768873121
    গাইড - 9679610721
    -------------------
    খরচের হিসাব-
    দেখুন সমস্তটাই নির্ভর করছে কতজন যাচ্ছেন তার উপরে। যদি 7-9 জন যান আর একটু বুদ্ধি করে প্ল্যানিং করেন তাহলে 12000 per হেড এ হয়ে যাবে। আর যদি একা যান সেক্ষেত্রে কোনো গ্রুপের সাথে যুক্ত হয়ে গেলেই ভালো হবে। এছাড়াও খরচ কমানোর কয়েকটি জায়গা বলে রাখি - 1) চেষ্টা করুন রুম ভাড়া নেবার, জন প্রতি 1000-1200 থাকা খাওয়া সমেত এরকম প্যাকেজ এ না যাবার চেষ্টা করুন।
    2) প্রয়োজন মতো খাবার হোমস্টে থেকে কিনে খান
    3) ব্যাগ এ maggie র প্যাকেট রাখুন, অল্প খরচ দিয়ে বানিয়ে নিন
    4) ব্যাগ এ মুড়ি চানাচুর বিস্কুট এসব শুখনো খাবার রাখুন।
    মোটামুটি এভাবে প্ল্যান করতে পারলে per হেড এ 2-3হাজার টাকা আপনার বাঁচবে।
    আমরা 9 জন ছিলাম, মাথাপিছু 9000 করে খরচ হয়েছে।
    ধন্যবাদ ভালো থাকবেন 🙏।
    ----------------------------
    Music info - Epic Cinematic Dramatic Adventure Trailer (Creative Common)
    RomanSenykMusic
    Music link - • Epic Cinematic Dramati...
    ---------------------
    sandakphu tour,
    sandakphu tour guide,
    sandakphu tour from bangladesh,
    sandakphu tour in december,
    sandakphu tour in october,
    sandakphu tour in november,
    sandakphu tour cost,
    sandakphu tour plan,
    sandakphu tour low budget,
    sandakphu tour in july,
    sandakphu tour shibaji explorer,
    sandakphu aahl tour,
    sandakphu tour in august,
    sandakphu tour in april,
    sandakphu and phalut tour,
    sandakphu tour best time,
    sandakphu tour bike,
    sandakphu tour by car,
    sandakphu tour by land rover,
    sandakphu tour by bolero,
    sandakphu tour bengali,
    sandakphu bike trip,
    sandakphu bike trip via nepal,
    sandakphu tour guide in bengali,
    sandakphu tour by bike,
    sandakphu car trip,
    sandakphu tour 2023 complete information,
    sandakphu trip cost,
    sandakphu couple tour,
    sandakphu tour december,
    darjeeling sandakphu tour package,
    sandakphu tour from darjeeling,
    darjeeling to sandakphu tour,
    sandakphu tour from kolkata,
    sandakphu tour from nepal,
    sandakphu tour in february,
    sandakphu tour plan from siliguri,
    sandakphu tour with family,
    sandakphu tour guide by car,
    sandakphu tour guide in hindi,
    sandakphu tour guide 2023,
    sandakphu phalut tour guide,
    sandakphu phalut tour guide 2022 part 2,
    sandakphu tour hindi,
    sandakphu tour in june,
    sandakphu tour in bike,
    sandakphu tour in monsoon,
    sandakphu tour in january,
    sandakphu tour in winter,
    sandakphu tour in september,
    sandakphu tour in may,
    sandakphu tour kaushik,
    kolkata to sandakphu tour,
    sandakphu tour travel with koushik,
    sandakphu land rover tour,
    sandakphu tour my travel support,
    sandakphu tour in march,
    sandakphu tour nepal,
    sandakphu phalut tour,
    sandakphu phalut tour package,
    sandakphu travel guide,
    sandakphu aahl,
    places to visit in sandakphu,
    sandakphu in may,
    sandakphu road trip,
    recent sandakphu tour,
    sandakphu tour shibaji,
    sandakphu shared tour,
    sandakphu tour viral scope,
    sandakphu trekking tour,
    siliguri to sandakphu tour,
    sealdah to sandakphu tour,
    sandakphu tour vlog,
    sandakphu tour winter,
    sandakphu ride,

ความคิดเห็น • 25

  • @VLOGBYTONATUNI
    @VLOGBYTONATUNI 5 หลายเดือนก่อน +2

    বাংলাদেশ থেকে দেখছি। আপনার ট্রেটিং ব্লগ খুব ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা 🎉🎉🎉

  • @SKASCREATION
    @SKASCREATION หลายเดือนก่อน

    @TheBoldExplorer dada room booking er bapar ta aktu details e bolle valo hoto.
    Okhane giye ki room ,tent ba dormatory paoa jabe.

  • @sumanhazra8930
    @sumanhazra8930 10 หลายเดือนก่อน +1

    জয় হোক।। জয়গুরু

  • @nitaisingha9846
    @nitaisingha9846 9 หลายเดือนก่อน

    Guru tumi valo😊

  • @MohammadMonir-o7x
    @MohammadMonir-o7x 11 วันที่ผ่านมา

    বাংলাদেশীরা কি এই পথে ট্রেকিং করতে পারবে?

  • @Harharmahadevjaysreeram
    @Harharmahadevjaysreeram 6 หลายเดือนก่อน +1

    sandakphu থেকে আপনারা ফিরলেন কিভাবে..??

    • @TheBoldExplorer
      @TheBoldExplorer  6 หลายเดือนก่อน

      ভিডিওর দ্বিতীয় পর্ব দেখুন তাহলে বুঝতে পারবেন। বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। চ্যানেল এ গিয়ে দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো। ভালো থাকবেন 🙏

  • @MohammadMonir-o7x
    @MohammadMonir-o7x 11 วันที่ผ่านมา

    বাংলাদেশীরা কি এই পথে ট্রেকিং করতে পারবে

  • @sanchitachakraborty9211
    @sanchitachakraborty9211 9 หลายเดือนก่อน +1

    Minimum koto cost lagbe ektu janaben sob diye!

  • @TREK_MATE
    @TREK_MATE หลายเดือนก่อน

    গাইড ছাড়াই গেলাম আমরা।

    • @subhammondal232
      @subhammondal232 หลายเดือนก่อน

      Guide chara checkpost skipp ki kore korlan

    • @TREK_MATE
      @TREK_MATE หลายเดือนก่อน

      @@subhammondal232 ektu kosto kore amar vdo ta dekhun. Idea peye jaben.

  • @gourabmistri132
    @gourabmistri132 6 หลายเดือนก่อน +1

    Guide chara jawa jabe?

    • @TheBoldExplorer
      @TheBoldExplorer  6 หลายเดือนก่อน +1

      গাইড ছাড়া আপনি জেতে পারবেন কিন্তু পথে অনেক চেক পোস্ট আছে SSB র, সেক্ষেত্রে সমস্যাই পড়বেন। যতদূর জানা আছে গাইড ছাড়া গেলে 5000 টাকা স্পট ফাইন। তাই গাইড নেওয়াটাই সঠিক নিয়ম, এটা ওদের একটা রোজগারের পথ।👍

  • @bapisaha9176
    @bapisaha9176 9 หลายเดือนก่อน +1

    Gf-bf er tracking e any problem ?? Like legal problems

    • @TheBoldExplorer
      @TheBoldExplorer  9 หลายเดือนก่อน

      There was no problem. Definitely you can go with your girlfriend & friends. Before room booking, must ask them.. 👍

  • @souvikkoley4768
    @souvikkoley4768 9 หลายเดือนก่อน +1

    Kono sim chola sandakphu ta?

    • @TheBoldExplorer
      @TheBoldExplorer  9 หลายเดือนก่อน

      মানেভঞ্জন অথবা ধোত্রে পর্যন্ত সব সিম চলবে। তারপরে সান্দাকফু পর্যন্ত মোটামুটি এয়ারটেল আর জিও চলবে, তবে উঁচু জায়গা দেখে আপনাকে দাঁড়াতে হবে তাহলে একদম সামান্য একটু টাওয়ার আসবে তবে সব সময় পাবেন না। সান্দাকফুর পরে gorkhe পর্যন্ত সেই একই হাল, সেভাবে পাবেন না। Gorkhe তে শুধু মাত্র এয়ারটেল এর নেটওয়ার্ক পাবেন। তারপরে শ্রীখোলা থেকে সব সিম এর ফুল নেটওয়ার্ক। ধন্যবাদ ভালো থাকবেন 🙏

  • @sanchitachakraborty9211
    @sanchitachakraborty9211 9 หลายเดือนก่อน +1

    Alpo koto khorche jaoa jete pare

    • @TheBoldExplorer
      @TheBoldExplorer  7 หลายเดือนก่อน

      দেখুন সমস্তটাই নির্ভর করছে কতজন যাচ্ছেন তার উপরে। যদি 7-9 জন যান আর একটু বুদ্ধি করে প্ল্যানিং করেন তাহলে 12000 per হেড এ হয়ে যাবে। আর যদি একা যান সেক্ষেত্রে কোনো গ্রুপের সাথে যুক্ত হয়ে গেলেই ভালো হবে। এছাড়াও খরচ কমানোর কয়েকটি জায়গা বলে রাখি - 1) চেষ্টা করুন রুম ভাড়া নেবার, জন প্রতি 1000-1200 থাকা খাওয়া সমেত এরকম প্যাকেজ এ না যাবার চেষ্টা করুন।
      2) প্রয়োজন মতো খাবার হোমস্টে থেকে কিনে খান
      3) ব্যাগ এ maggie র প্যাকেট রাখুন, অল্প খরচ দিয়ে বানিয়ে নিন
      4) ব্যাগ এ মুড়ি চানাচুর বিস্কুট এসব শুখনো খাবার রাখুন।
      মোটামুটি এভাবে প্ল্যান করতে পারলে per হেড এ 2-3হাজার টাকা আপনার বাঁচবে।
      আমরা 9 জন ছিলাম, মাথাপিছু 9000 করে খরচ হয়েছে।
      ধন্যবাদ ভালো থাকবেন 🙏। এছাড়াও কোন জিজ্ঞাস্য থাকলে অবশ্যই জানাবেন

  • @majharulrabb7677
    @majharulrabb7677 10 หลายเดือนก่อน +1

    What was your tour date?

    • @TheBoldExplorer
      @TheBoldExplorer  10 หลายเดือนก่อน

      November first week

    • @majharulrabb7677
      @majharulrabb7677 10 หลายเดือนก่อน +1

      Ok, we are planning to do this on 2nd week of January 2024.
      @@TheBoldExplorer

  • @subolpaul471
    @subolpaul471 9 หลายเดือนก่อน +1

    খরচ টা মোটামুটি কেমন?

    • @TheBoldExplorer
      @TheBoldExplorer  9 หลายเดือนก่อน

      দেখুন সমস্তটাই নির্ভর করছে কতজন যাচ্ছেন তার উপরে। যদি 7-9 জন যান আর একটু বুদ্ধি করে প্ল্যানিং করেন তাহলে 12000 per হেড এ হয়ে যাবে। আর যদি একা যান সেক্ষেত্রে কোনো গ্রুপের সাথে যুক্ত হয়ে গেলেই ভালো হবে। এছাড়াও খরচ কমানোর কয়েকটি জায়গা বলে রাখি - 1) চেষ্টা করুন রুম ভাড়া নেবার, জন প্রতি 1000-1200 থাকা খাওয়া সমেত এরকম প্যাকেজ এ না যাবার চেষ্টা করুন।
      2) প্রয়োজন মতো খাবার হোমস্টে থেকে কিনে খান
      3) ব্যাগ এ maggie র প্যাকেট রাখুন, অল্প খরচ দিয়ে বানিয়ে নিন
      4) ব্যাগ এ মুড়ি চানাচুর বিস্কুট এসব শুখনো খাবার রাখুন।
      মোটামুটি এভাবে প্ল্যান করতে পারলে per হেড এ 2-3হাজার টাকা আপনার বাঁচবে।
      আমরা 9 জন ছিলাম, মাথাপিছু 9000 করে খরচ হয়েছে।
      ধন্যবাদ ভালো থাকবেন 🙏। এছাড়াও কোন জিজ্ঞাস্য থাকলে অবশ্যই জানাবেন।