এবারে দেখো গর্বিত বীর চির তুষার মন্ডিত শির অতি ধীর গুরুগম্ভীর কত যোগী - কত ঋষি কত স্বাধক পূজিত শাশ্বত অদ্রীপ্রবীর বিস্বজনের বিস্বয় দুর্লঙ্ঘ দুর্জয় হিমালয় । (রচনা - সত্যজিৎ রায় ) বাঁধো গাঁঠরি চলো মুসাফির । দল বেঁধে ভ্রমণ বাঙালী মাত্রেই এক বিশেষ আনন্দ অধ্যায় । এক্সপ্লোরার শিবাজী বাবুর দৌলতে এবারে এই ৩৩ জন ভ্রমণ পিপাসু মানুষ একত্রিত হয়ে চলেছেন সান্দাকফু অভিযানে । আজ এই পর্ব দেখেই মন প্রাণ শিহরিত হলো । সবথেকে মজার বিষয় হলো প্রায় ৮ থেকে ৭০ এই মহা অভিযানের শরিক । ব্যথা বেদনা উপক্রম করে এনারা সবাই একই পথের পথিক । এদের নানা ভাষা না হলেও নানা মত হতেই পারে । এদের একত্রিত করে এত সুন্দর ভাবে সান্দাকফু দর্শনের আনন্দ দেওয়ার মতন মহৎ কার্য আপনাদের পক্ষেই সম্ভব । এ ছাড়া আরো একটি অসাধরণ বিষয় হলো এই যাত্রী দের মধ্যে বেশ কিছু vlogger ও আছেন । হিমালয় কে এত সুন্দর ভাবে দেখতে পাওয়ার আনন্দ আজ আমাদের মধ্যেও সংক্রামিত হলো । সঙ্গীত মুখরিত সন্ধ্যা গুলো ছিল অসাধারণ । এক কথায় দুর্দান্ত লাগলো আজকের এই প্রতিবেদন । পরের পর্বের অপেক্ষায় রইলাম ।
এই রকম একটা সুন্দর মানুষ পৃথিজীত দাদা, থাকতে দেও একা. যে মানুষটি একা তাঁর বন্ধুর অভাব হয় না আর তোমার মত মানুষ যার বন্ধু তার আর কিছু লাগে নাকি? যে মানুষ প্রকৃতির মধ্যে থাকে তার সাথেতো ঈশ্বরও থাকে.....
1989 এ আমরা পাঁচ বন্ধু মানে ভঞ্জন থেকে 36 কিমি ট্রেক করে সান্দাকফুর চুড়োতে উঠেছিলাম এবং সেখানে নিজেদের নিয়ে আসা টেন্টে রাত্রিবাস করেছিলাম।পরেরদিন সূর্যদয় দেখে 26 কিমি ট্রেক করে মণিদারা নামে গভীর জঙ্গলের মধ্য দিয়ে রিম্বীকে ফিরে এসেছিলাম।আমাদের গাইড কম পোর্টার ছিল বিরবাহাদুর ছেত্রী।আপনি আবার সেই পুরানী স্মৃতি ফিরিয়ে দিলেন।অসংখ্য ধন্যবাদ
গত মাসে ডিসেম্বর 2022 এ গেছিলাম সত্যিই স্বর্গীয় অনুভূতি, এতো সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আর কোথাও থেকে এমন ভিউ পাওয়া যাবে না , এযেনো হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা কে ছুঁতে পাবো। বার বার ফিরে যেতে চাই সান্দাকফুতে♥️♥️♥️
Revisiting again after 10 months....incredibly unique and offbeat n underrated but more heavenly wonderful breathtaking unbelievable scenes..simple mesmerizing n speechless place
এক অসাধারন ভিডি। একই জায়গার ভ্রমনের ভিডিও অনেকেই করে, কিন্তু শিবাজীর এক্সপ্রেশন, ফোটোগ্রাফি আলাদা মাত্রা নিয়ে যায়। শিবাজীর নতুন নতুন ভ্রমন ব্লগ উপভোগ করার জন্য মুখেয়ে থাকি। ঈশ্বর তোমাকে সুস্থ রাখুক এই কামনা করি।
অসাধারণ, অনবদ্য, অপূর্ব । ২০১৬ তে সান্দাকফু ট্রেক করেছিলাম। সেটা ছিল এপ্রিল মাস। সেবার মন্ত্রমুগ্ধ হয়ে হিমালয়ের রূপ দেখেছিলাম। আজ আবার নতুন করে দেখলাম। ধন্যবাদ শিবাজীদা।
Bohot accha laga Sandakphu dekhar. Humare India mein hi dekhne ke liye kitni sundar jagah hai. Bonfire with Bangla songs. Very nice. Your commentary compels me to watch Explorer Shibaji. And your pleasing personality.
অসাধারণ দৃশ্য ও তার উপস্থাপনা, সঙ্গী সাথী রা চমৎকার, বিশেষ করে সেই ছোট্ট মেয়েটি কি সুন্দর গুটি গুটি পায়ে সবার সাথে অত খানি রাস্তা অতিক্রম করেছে। আর শেষের দৃশ্যে কাঞ্চনজঙ্ঘা আর অস্তমিত সূর্য অসাধারন
Osadharon blog,ar sob team members der energy dekhe ami ovibhuto.Shibaji,mone hochilo je sandakfur rasta ta roller coaster er moto.Khub valo hok poth chola.
আপনার এপিসোড গুলো যত দেখি তত মুগ্ধ হয়ে যাই। যেমন বাচনভঙ্গি তেমন ভাষার উপর দখল !! এত সাবলীল ব্লগার অন্তত আমি দেখিনি !! ভালো থাকুন, আমাদের আরো ভালো ভালো মন্ত্রমুগ্ধ করা এপিসোড উপহার দিন ❤️❤️
দাদা আপনার এই video যত দেখছি ততই অভিভূত হয়ে যাচ্ছি, অসাধারণ, আর গর্ব বোধ করছি এটা ভেবে যে এতসুন্দর জায়গাটি আমাদের মাতৃভূমি INDIA তে....I love this,...& Love this video very much
দারুন দারুন দারুন অসাধারণ বলার ভাষা নেই কি লিখব সুন্দর দারুন অসাধারণ তাও কম বলা হবে ভীষণ আনন্দ পেলাম দেখে এখন আর যেতে পারবোনা আপনাদের চোখ দিয়ে আমরা সবাই দেখলাম আমরাও ভাগ্যবান কিন্তু আপনি ও জীত ভাই অবশ্যই আমার ঠাকুর মায়ের আশীর্বাদে সবসময় ভালো থাকবেন মঠে যাই বসে থাকি ঠাকুরকে বলি আমরা ঘরে বসে যা দেখিনি বা পারবনা যেতে দেখি আরাম করে ঠাকুর রামকৃষ্ণ ও মা সারদা আপনাকে সবসময়ের জন্য সুস্থ রাখুন আর জীত ভাইকে এতো সুন্দর জায়গা দেখানোর জন্য অপেক্ষায় রইলাম পরের পর্বের জন্য
খুবই সুন্দর পরিবেশনা....সান্দাকফু সত্যিই একটা অসাধারণ জায়গা..... আমার মনে হয় প্রত্যেক ভ্রমণ পিপাসু বাঙালির একবার অন্তত সান্দাকফু যাওয়া উচিত....যতবারই (7) গেছি ততবারই নতুন বলে মনে হয়েছে.....গৈরিবাসের পর থেকে সান্দাকফু পর্যন্ত রাস্তা গাড়ীতে যাওয়ার থেকে মনে হয় ট্রেক করে যাওয়া অনেক বেশী আরামদায়ক ও শান্তির....
অসাধারণ মন ছুঁয়ে যাওয়া একটা vlog আপনার সব vlog ই ভাল তবে আজকের এপিসোড সেরা মন ছুঁয়ে গেল সেটা অবশ্যই উত্তরবঙ্গ বলে সারা ভারতবর্ষের যেখানেই যাই না কেন উত্তরবঙ্গর এই সুন্দর্য উত্তরবঙ্গর জন্য টান সেটা কিন্তু আলাদাই পরবর্তী পর্বের অপেক্ষাতে রইলাম
অসাধারণ অসাধারণ অসাধারণ , প্রকৃতির সৌন্দর্য আর তার সাথে আপনার নিখুঁত বর্ণনা , পুরো ব্লগ টাই বিশেষ মাত্রা পেয়েছে , সকল সদস্য দের আনন্দ দেখার মতো , অনেক শুভেচ্ছা এগিয়ে চলুন
Already explorer shibaji channel এর মোটা মুটি সব ভিডিও complete like- জয়পুর, রাজস্থান, মুসৌরি all series complete 😊😊😊 Akhon আমার সামনে may মাস এ আমার medical exam আছে,exam complete হলেই দার্জিলিং দিয়ে টুর start করবো টুর member maa,Ami,baba,amr vi r kakar chale Planning aromee আছে R guidance ar jonno always explorer shibaji Thank you ❤️❤️❤️😊😊
হিমালয় এর এইরূপ জন্ম জন্মান্তরেও ভুলিব নাঃ.......!!!!!!...... এ কি দেখালেন আপনি.........এত সুন্দর আকাশ সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন শুধু উপলব্ধি করাই সারমর্ম............
মাত্র দু ঘন্টায় ৪৬৬৭ ভিউস আর ১২০০ লাইকস মানে প্রতি মিনিটে ১ জন এরপর ঘন্টায় ঘন্টায় বাড়তে থাকবে এখনও পর্যন্ত বাংলায় আমার দেখা সেরা Explorer এবং অন্যতম শ্রেষ্ঠ ব্লগার ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
*Ekta Apurbo ashadharon Vlog Dekhlam Actually Vlog Bola Ta Thik Hobe Na, Eta Sabaik Ekotro Korar Ekta Sundor Prachesta Dada, Khub Sundor Laglo Dekhe, Mone Ta Just Apluto Hoye Gelo I must Say To U🎉❤, Keep It Up Dada 😊*
Video r shuru te apnar voiceover ta Shera laglo! And puro video ta darun legeche! Khub sundor ekta experience.. jara jete pareni tara apnar vlog er through eto shundor views dekhlam and info pelam..
Osadharon, eikhane bar bar jaoya jai rasta jamon e hok. Amader West Bengal er sob theka 2toh sundor jaiga Sandakphu & Sundarban. Amra sottie lucky 🙂🙂❤️❤️
সাগ্রহে এই ৭৩ বছর বয়সে আপনার দের ছবি দেখে আমার দু'বার সন্দকফু-ফালুট ট্রেকিং এর কথা মনে পড়ছিল। এরকম পরিস্কার আবহাওয়া আমরা আমরা পাইনি। অসাধারণ। আমার আরও একরবার আপনার সাথে গাড়ীতে যাওয়ার ইচ্ছে আছে। কিন্তু খবর পাবো কি ভাবে? ভালো থাকবেন আপনারা।
Age cinema armvo house age ekta govt documentry dekheno hoto mone hochilo sey rokom ekta documentry dekchi. Sivajir voice are camara asadharon. Ar toboljir theka(prithi) khub valo. Thanks to shivaji to show in his eyes to me.
এবারে দেখো গর্বিত বীর
চির তুষার মন্ডিত শির
অতি ধীর গুরুগম্ভীর
কত যোগী - কত ঋষি
কত স্বাধক পূজিত
শাশ্বত অদ্রীপ্রবীর
বিস্বজনের বিস্বয়
দুর্লঙ্ঘ দুর্জয়
হিমালয় । (রচনা - সত্যজিৎ রায় )
বাঁধো গাঁঠরি চলো মুসাফির ।
দল বেঁধে ভ্রমণ বাঙালী মাত্রেই এক বিশেষ আনন্দ অধ্যায় । এক্সপ্লোরার শিবাজী বাবুর দৌলতে এবারে এই ৩৩ জন ভ্রমণ পিপাসু মানুষ একত্রিত হয়ে চলেছেন সান্দাকফু অভিযানে । আজ এই পর্ব দেখেই মন প্রাণ শিহরিত হলো । সবথেকে মজার বিষয় হলো প্রায় ৮ থেকে ৭০ এই মহা অভিযানের শরিক । ব্যথা বেদনা উপক্রম করে এনারা সবাই একই পথের পথিক । এদের নানা ভাষা না হলেও নানা মত হতেই পারে । এদের একত্রিত করে এত সুন্দর ভাবে সান্দাকফু দর্শনের আনন্দ দেওয়ার মতন মহৎ কার্য আপনাদের পক্ষেই সম্ভব । এ ছাড়া আরো একটি অসাধরণ বিষয় হলো এই যাত্রী দের মধ্যে বেশ কিছু vlogger ও আছেন ।
হিমালয় কে এত সুন্দর ভাবে দেখতে পাওয়ার আনন্দ আজ আমাদের মধ্যেও সংক্রামিত হলো ।
সঙ্গীত মুখরিত সন্ধ্যা গুলো ছিল অসাধারণ ।
এক কথায় দুর্দান্ত লাগলো আজকের এই প্রতিবেদন । পরের পর্বের অপেক্ষায় রইলাম ।
Next Kobe hobe?
তথাগতবাবুর কমেন্টারি, রীতিমতো উপরি পাওনা হয়ে গেল.. আমাদের কাছে!
এই ভাবেই চলতে থাকুক Explorer Shibaji..
Apurba dada 🙏🙏🙏🙏🙏
সাধু সাধু
এই রকম একটা সুন্দর মানুষ পৃথিজীত দাদা, থাকতে দেও একা. যে মানুষটি একা তাঁর বন্ধুর অভাব হয় না আর তোমার মত মানুষ যার বন্ধু তার আর কিছু লাগে নাকি? যে মানুষ প্রকৃতির মধ্যে থাকে তার সাথেতো ঈশ্বরও থাকে.....
1989 এ আমরা পাঁচ বন্ধু মানে ভঞ্জন থেকে 36 কিমি ট্রেক করে সান্দাকফুর চুড়োতে উঠেছিলাম এবং সেখানে নিজেদের নিয়ে আসা টেন্টে রাত্রিবাস করেছিলাম।পরেরদিন সূর্যদয় দেখে 26 কিমি ট্রেক করে মণিদারা নামে গভীর জঙ্গলের মধ্য দিয়ে রিম্বীকে ফিরে এসেছিলাম।আমাদের গাইড কম পোর্টার ছিল বিরবাহাদুর ছেত্রী।আপনি আবার সেই পুরানী স্মৃতি ফিরিয়ে দিলেন।অসংখ্য ধন্যবাদ
গত মাসে ডিসেম্বর 2022 এ গেছিলাম সত্যিই স্বর্গীয় অনুভূতি, এতো সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আর কোথাও থেকে এমন ভিউ পাওয়া যাবে না , এযেনো হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা কে ছুঁতে পাবো। বার বার ফিরে যেতে চাই সান্দাকফুতে♥️♥️♥️
অসাধারণ 😊
সত্যিই আমাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই ....আমাদের রাজ্যেই অপার সৌন্দর্য পড়ে রয়েছে ....আর শিবাজী দা আপনার প্রেজেন্টেশানের তো তুলনাই নেই .... মন ভরে গেলো মানস ভ্রমণ করে ।
Revisiting again after 10 months....incredibly unique and offbeat n underrated but more heavenly wonderful breathtaking unbelievable scenes..simple mesmerizing n speechless place
Bhromon priyo bangalir adventure .Explorer Shibaji r prottekta presentation bangali culture er onobodyo prokash .
এক কথায় "অনবদ্য"💖 আমার মত চলতে না পারা অসুস্থ মানুষের কাছে এই উপস্থাপনা, বেঁচে থাকার শক্তি যোগায় ৷ এগিয়ে চলুন.......🙏
Tomra sabai kato pranchonchol.kato hasikhusi tomader dekhe mon second e bhalo hoye galo.sandakfu phalut asadharon soundorjo.bhalo theko.ei bhabe jiboner path egiye chalo.
এক অসাধারন ভিডি। একই জায়গার ভ্রমনের ভিডিও অনেকেই করে, কিন্তু শিবাজীর এক্সপ্রেশন, ফোটোগ্রাফি আলাদা মাত্রা নিয়ে যায়। শিবাজীর নতুন নতুন ভ্রমন ব্লগ উপভোগ
করার জন্য মুখেয়ে থাকি। ঈশ্বর তোমাকে সুস্থ রাখুক এই কামনা করি।
অসাধারণ, অনবদ্য, অপূর্ব ।
২০১৬ তে সান্দাকফু ট্রেক করেছিলাম। সেটা ছিল এপ্রিল মাস। সেবার মন্ত্রমুগ্ধ হয়ে হিমালয়ের রূপ দেখেছিলাম। আজ আবার নতুন করে দেখলাম।
ধন্যবাদ শিবাজীদা।
ভিডিওর শুরুতে যা বলেছেন তা মনকে ছুঁয়ে গেল, আপনার এই পথ চলা বজায় থাকুক, অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য।
এত বড়ো টিম !!!!! পুরো পাড়া !!!
এতো তো দেখছি বুড়ো , বাচ্চা , যুব , যুবা
সকলের সমাহার !!
খুব ভালো লাগলো ।
আপনারা খুব সুন্দর আবহাওয়া টা
পেয়েছন ।
Bohot accha laga Sandakphu dekhar. Humare India mein hi dekhne ke liye kitni sundar jagah hai. Bonfire with Bangla songs. Very nice. Your commentary compels me to watch Explorer Shibaji. And your pleasing personality.
Khub valo laglo..... 2nd part er opekkhay thaklam
অপূর্ব এই প্রাকৃতিক সৌন্দর্যের কাছে আমাদের লাভ লোকসানের জীবন সত্যিই গৌণ.....Nothing is more beautiful than nature....!!🙏🌹💞
অপূর্ব লাগলো হাঁসি গান মজা প্রকৃতির অপূর্ব সৌন্দর্য্য , ভ্রমণের সাথীরাও খুব ভালো । পৃথিজিৎদা আর সিবাজিদার তো কোনো তুলনাই নেই খুব ভালো মনের মানুষ।👌👌👌
asadharon surjodoy o surjasto, nil akasher niche baraphabrito kanchanjangha atuloniyo, apurbo upotyoka, asadharon sandakphu r prokriti
আপনার তো অনেক দিন ধরে ভিডিও দেখলাম।
কিন্তু এই ভিডিও টা সেরা ছিল।এক কথায় অসাধারণ সুন্দর।
অনেক দিন পর পৃথিজিতদা গান শুনলাম খুব ভালো লাগলো ভিডিও দাদা। কী অপূর্ব সুন্দর দূশ্য মনটা ভরে গেল ধন্যবাদ দাদা এরকম দৃশ্য দেখতে খুব ভালো লাগলো
অসাধারণ দৃশ্য ও তার উপস্থাপনা,
সঙ্গী সাথী রা চমৎকার, বিশেষ করে সেই ছোট্ট মেয়েটি কি সুন্দর গুটি গুটি পায়ে সবার সাথে অত খানি রাস্তা অতিক্রম করেছে। আর শেষের দৃশ্যে কাঞ্চনজঙ্ঘা আর অস্তমিত সূর্য অসাধারন
Osadharon blog,ar sob team members der energy dekhe ami ovibhuto.Shibaji,mone hochilo je sandakfur rasta ta roller coaster er moto.Khub valo hok poth chola.
খুব,খুব, খুব,খুব, খুব ভালো লাগলো,,,🙏🏻🙏🏻
মনটা ভরে গেলো আমাদের সাদা কালা গানটা শুনে আর হৃদয় জুরিয়ে গেলো প্রকৃতি দেখে💝
আপনার এপিসোড গুলো যত দেখি তত মুগ্ধ হয়ে যাই। যেমন বাচনভঙ্গি তেমন ভাষার উপর দখল !! এত সাবলীল ব্লগার অন্তত আমি দেখিনি !! ভালো থাকুন, আমাদের আরো ভালো ভালো মন্ত্রমুগ্ধ করা এপিসোড উপহার দিন ❤️❤️
Vishon sundor Drishyo, Somogro Tourta khub Enjoy korlam, Darun laglo.
Wow last a sobai mile j kotha gulo bollo amr atotai valo laglo j dubar kore dekhlm.... R puro video tato just 🤩
2019/20 31st ডিসেম্বর, মনে পড়ে গেল স্মৃতির আঙিনায় সান্দাকফু। সেই অভিজ্ঞতা ভোলার নয়। আপনার এই সফর তাই আরও মুগ্ধ করলো। এক কথায় অসাধারণ ❤
দাদা আমি বাংলাদেশ 🇧🇩 থেকে আপনার ভ্লগ দেখি। খুব ভালো লাগে।
২০১৭ এবং ২০১৯ দুইবার Sandakphu ভ্রমণ করার সৌভাগ্য হয়েছে। অদ্ভুত সুন্দর যায়গা।
ভালো থাকবেন।
দাদা আপনার এই video যত দেখছি ততই অভিভূত হয়ে যাচ্ছি, অসাধারণ, আর গর্ব বোধ করছি এটা ভেবে যে এতসুন্দর জায়গাটি আমাদের মাতৃভূমি INDIA তে....I love this,...& Love this video very much
দারুন দারুন দারুন অসাধারণ বলার ভাষা নেই কি লিখব সুন্দর দারুন অসাধারণ তাও কম বলা হবে ভীষণ আনন্দ পেলাম দেখে এখন আর যেতে পারবোনা আপনাদের চোখ দিয়ে আমরা সবাই দেখলাম আমরাও ভাগ্যবান কিন্তু আপনি ও জীত ভাই অবশ্যই আমার ঠাকুর মায়ের আশীর্বাদে সবসময় ভালো থাকবেন মঠে যাই বসে থাকি ঠাকুরকে বলি আমরা ঘরে বসে যা দেখিনি বা পারবনা যেতে দেখি আরাম করে ঠাকুর রামকৃষ্ণ ও মা সারদা আপনাকে সবসময়ের জন্য সুস্থ রাখুন আর জীত ভাইকে এতো সুন্দর জায়গা দেখানোর জন্য অপেক্ষায় রইলাম পরের পর্বের জন্য
যেমন প্রকৃতি তেমন ঝকঝকে ভিডিও, কম্বিনেশনটা দারুন, দারুন এবং সেই রকম
মন ভরিয়ে দেওয়ার মত উপস্থাপনা।কোনো বিশেষনই যথেষ্ট নয়।ভাবছি অনেক বয়স হয়ে গেল এ জীবনে আর এই সৌন্দর্য চাক্ষুস করতে পারব না।
খুবই সুন্দর পরিবেশনা....সান্দাকফু সত্যিই একটা অসাধারণ জায়গা..... আমার মনে হয় প্রত্যেক ভ্রমণ পিপাসু বাঙালির একবার অন্তত সান্দাকফু যাওয়া উচিত....যতবারই (7) গেছি ততবারই নতুন বলে মনে হয়েছে.....গৈরিবাসের পর থেকে সান্দাকফু পর্যন্ত রাস্তা গাড়ীতে যাওয়ার থেকে মনে হয় ট্রেক করে যাওয়া অনেক বেশী আরামদায়ক ও শান্তির....
গ্রুপ টুর মানেই নির্ভেজাল আনন্দ। সীমাহীন উচ্ছ্বাস। তোমাদের খুশিতে আমরা ও খুশি।
নমস্কার শিবাজী দাদামণি ও পৃথিজীৎদাদামণি কে। অপূর্ব সুন্দর বলায় ; শুরু হল ভিডিও,অপূর্ব সুন্দর /অনবদ্য।।🍀🍀🍀🍀🍀🍀🍀🌼🌼🌼🌼🌻🌻🙏🙏খুবভালো লাগলো।👍👍👍👌👌
বাংলাদেশ ময়মনসিংহ থেকে দেখি আপনার ভিডিও করার ধরন কথা বলার কোয়ালিটি খুব ভালো। আর আপনাদের দেশ বিশ্ব সেরা সুন্দর।
শুধু বলছি অসাধারণ অসাধারণ এবং অসাধারণ। পাহাড়ে সূর্যাস্থের দৃশ্য দেখে মন প্রান জুড়িয়ে গেলো। আপনারা যা রাস্তা দিয়ে গেলেন ভয়ংকর। পরের ভিডিওটা দেখার অপেক্ষার রইলাম। ঘরে বসে সান্দাকফু দেখলাম অপূর্ব।🙏🙏
দাদা আপনার বর্ণনা ভীষণ ভালো লাগে আমার. নিজেরা যেতে না পারলেও আপনার ভিডিও দেখেই মানস ভ্রমণ হয়. কোনো দিন সম্ভব হলে এই গ্রুপ এ ঘুরতে যাওয়ার ইচ্ছা রইলো.
অসাধারণ মন ছুঁয়ে যাওয়া একটা vlog আপনার সব vlog ই ভাল তবে আজকের এপিসোড সেরা মন ছুঁয়ে গেল সেটা অবশ্যই উত্তরবঙ্গ বলে সারা ভারতবর্ষের যেখানেই যাই না কেন উত্তরবঙ্গর এই সুন্দর্য উত্তরবঙ্গর জন্য টান সেটা কিন্তু আলাদাই পরবর্তী পর্বের অপেক্ষাতে রইলাম
অসাধারণ অসাধারণ অসাধারণ , প্রকৃতির সৌন্দর্য আর তার সাথে আপনার নিখুঁত বর্ণনা , পুরো ব্লগ টাই বিশেষ মাত্রা পেয়েছে , সকল সদস্য দের আনন্দ দেখার মতো , অনেক শুভেচ্ছা এগিয়ে চলুন
শুধু নীল নীলাকাশ। কিন্তু কাঞ্চনজঙ্ঘা, শায়িত বুদ্ধ আর আপনার বর্ণনা অসাআআআআধারন।
২০১৯-২০ ট্রেকের কথা মনে পড়িয়ে দিলেন।অসংখ্য ধন্যবাদ ❤️❤️
কি সুন্দর, মনোমুগ্ধকর ভিডিও। সামনে থেকে ঐ রকম সুর্যাস্ত দেখলেন তাঁরা সত্যিই ভাগ্যবান।
Aha! Ki dekhilam! 😍😍Ki Sundor Uposthapona ! 😍Aj prothom janlam Pokhri kothatir Mane pukur 😍 khub valo thakben apnara 🙏😍🙏
Salam dada
From Dhaka
আরেকটি অসাধারণ ভিডিও শেয়ার করার জন্যে ধন্যবাদ।
বাংলাদেশ যাবার অপেক্ষায় রয়েছি 😊
Already explorer shibaji channel এর মোটা মুটি সব ভিডিও complete like- জয়পুর, রাজস্থান, মুসৌরি all series complete 😊😊😊
Akhon আমার সামনে may মাস এ আমার medical exam আছে,exam complete হলেই দার্জিলিং দিয়ে টুর start করবো
টুর member maa,Ami,baba,amr vi r kakar chale
Planning aromee আছে
R guidance ar jonno always explorer shibaji
Thank you ❤️❤️❤️😊😊
অপূর্ব লাগল ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সত্যি মনটা ভরে গেল। অসাধারণ একটা পর্ব। ❤️
Khub khub khub khub valo laglo, khub khub enjoy korechi. Thanks janiye choto korbona. Valo thakben.
দেখেই এত দারুন enjoy করলাম, সঙ্গে গেলে যে কি হতো ভাবতে পারছিনা। ভীষণ ভালো লাগলো দাদা, চালিয়ে যান আমরা আছি।
অসাধারণ একটি video sir
দারুন লাগলো দেখে।
Fantastic journey hochye.prithyijitdar jonyo patri dekhbo.barjatri to ready acheyi.dada dekho biyer din jano anyo kothao Paliye jeo na.bhalo theko tomra.ei bhabei sabai journey enjoy karo.
অপূর্ব লাগলো !ভাষায় প্রকাশ করা যাবে না ।দুর্দান্ত 👍👍
Durdanto laglo vlog ta. Future kokhono group tour e jawar iche roilo.
দাদা খুব খুব খুবই আনন্দ পেলাম আপনার এই ভিডিওটি দেখে । পরবর্তী ভিডিওটির অপেক্ষায় রইলাম। ❤❤🙏🙏
অসাধারণ সুন্দর এই জায়গাটি l আর শিবাজী দার সাথে যাওয়ার মজাই আলাদা l
অসাধারণ লাগলো আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য সেই সঙ্গে কাঞ্চনজঙ্ঘার সূর্যাস্তের রূপ সত্যিই নয়নাভিরাম..
পরের ভিডিওর অপেক্ষায় রইলাম
অসাধারণ ❤️❤️❤️
কথায় প্রকাশ করা যাবে না, এতো ভালো লাগলো।
লেপচাজগৎ, টুমলিং নতুনভাবে দেখলাম। দারুণ লেগেছে।
এই পর্ব টা খুব সুন্দর লাগলো।🌄👌👌👌
হিমালয় এর এইরূপ জন্ম জন্মান্তরেও ভুলিব নাঃ.......!!!!!!...... এ কি দেখালেন আপনি.........এত সুন্দর আকাশ সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন শুধু উপলব্ধি করাই সারমর্ম............
Khub sundor laglo....next episode er jonno wait kore roilam
হঠাৎ করেই শেষ হয়ে গেলো। অপূর্ব অসাধারণ লাগলো।মনে বার বার মনে হচ্ছিল যদি সঙ্গী হতে পারতাম! সত্যি উপভোগ করছি অপেক্ষায় রইলাম 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
অসাধারণ সুন্দর একটি ভিডিও এর জন্যে ধন্যবাদ।
Durdanto laglo... Jake bole ghore bose swargo darshan...porer porber apekkhae thaklam❤️❤️❤️❤️
The passion and warmth of this blog is almost palpable. Enjoy.
খুব ভালো পরিবেশনা। দাদা খুব ভালো লাগলো। ধন্যবাদ দাদা।
যেমন আপনার গলার বেস তেমনি সুন্দর বাংলা ভাষা তাকে বলার ধরণ,,,
অবিরাম ভালোবাসা বাংলাদেশ থেকে
দারুন দারুন , ভিডিও টা শেষ না হলেই ভালো হত।
অসাধারণ অবর্ণনীয় খুব ভালো থাকবেন
মাত্র দু ঘন্টায় ৪৬৬৭ ভিউস আর ১২০০ লাইকস মানে প্রতি মিনিটে ১ জন এরপর ঘন্টায় ঘন্টায় বাড়তে থাকবে
এখনও পর্যন্ত বাংলায় আমার দেখা সেরা Explorer এবং অন্যতম শ্রেষ্ঠ ব্লগার
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Darun,darun .Dekhei mone hochhe ekkhuni chole jai.
অপেক্ষার অবসানে অপূর্ব সুন্দর ভিডিওটি উপহার পেলাম!
এই Video টারই অপেক্ষায় ছিলাম। ভালো থাকবেন দাদা।
Asadharon Shibajida....apurbo uposhthapona....valo thakun shobshomoy
Mesmerizing natural beauty along with it's awesome description.
Sundor videography khub bhalo laglo ei VIDIO 👌👌👌👌👌👍👍😊🙏💓💖💓
*Ekta Apurbo ashadharon Vlog Dekhlam Actually Vlog Bola Ta Thik Hobe Na, Eta Sabaik Ekotro Korar Ekta Sundor Prachesta Dada, Khub Sundor Laglo Dekhe, Mone Ta Just Apluto Hoye Gelo I must Say To U🎉❤, Keep It Up Dada 😊*
Bhison shundor hoeche video... Apnar voice ta mon chuye gelo dada
Asadharon Sundor laglo group tour-er video. Sandakphu theke suryoday o suryasta sattyi ananyasadharan obhigyata (ami bhaider sathe Jan.2005 giyechhilam). Upri paona chhilo barafabrito Sandakphu theke kichhuta opore uthe khub close range theke Red Panda-r dekhte paoa !
Serar sera Shibaji da.....
Just.........................
অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য্য।👌👌👍👍
Video r shuru te apnar voiceover ta Shera laglo! And puro video ta darun legeche! Khub sundor ekta experience.. jara jete pareni tara apnar vlog er through eto shundor views dekhlam and info pelam..
খুব ভালো লাগলো বয়স জনিত কারনে আমার
আর যাওয়া হবনা তাই ব্লগ দেখে সাথ পূরন করলাম পরের ব্লগের অপেক্ষায় রইলাম
ধন্যবাদ
সত্যিই অনবদ্য আর দারুন এক্সপেরিয়েন্স হয়েছে যারা গিয়েছিল আপনার সাথে।
পরের গ্রুপ ট্যুরএ আপনার সাথে যাওয়ার অবশ্যই চেষ্টা করব ।
অপূর্ব দাদা... নিয়মিত দেখি আপনার ভিডিও... কোন দিন হয়তো দেখাও হতে পারে... অনেক অনেক শুভ কামনা ... বাংলাদেশ থেকে অনেক অনেক ভালবাসা ...
অস্থির কথাটা বাংলাদেশের কোথায় শুনলেন,আমি বাংলাদেশি হয়ে এই কথাটা বিশেষ অর্থে প্রথম শুনলাম।
দাদা খুব সুন্দর তোমার presentation। এগিয়ে চলো আমরা পাশে আছি। জীও বাঙালি।
Osadharon osadharon osadharon sundor laglo.ki dekhale tumi.jibon sarthok.👍👍👍👍❤️❤️❤️😃😃😃
Darun , sob mone pore gelo abr .
অসাধারণ প্রাকৃতিক দৃশ্য ❤️
খুব ভালো লাগলো ভিডিও টা 👍
Osadharon, eikhane bar bar jaoya jai rasta jamon e hok. Amader West Bengal er sob theka 2toh sundor jaiga Sandakphu & Sundarban. Amra sottie lucky 🙂🙂❤️❤️
জমজমাট পর্ব উপভোগ করলাম। সবচেয়ে দামী দৃশ্যটা হল আলে এক ফ্রেমে সূর্যাস্ত ও কাঞ্চনদা 👌। ভালো থাকবেন দাদারা ❤️🙏
Darun laglo sei trek er dingulo mone pore galo darun ❤️❤️👍👍
সাগ্রহে এই ৭৩ বছর বয়সে আপনার দের ছবি দেখে আমার দু'বার সন্দকফু-ফালুট ট্রেকিং এর কথা মনে পড়ছিল। এরকম পরিস্কার আবহাওয়া আমরা আমরা পাইনি। অসাধারণ। আমার আরও একরবার আপনার সাথে গাড়ীতে যাওয়ার ইচ্ছে আছে। কিন্তু খবর পাবো কি ভাবে?
ভালো থাকবেন আপনারা।
Dada I' m your biggest fan..... Just darun all your tour's and plans . Pls keep me updated on your next trip .....I would like to join......Thanks!
Especially that Durdanto word ..
Even fellow Bengalis are Confused..
Haven't heard of it...
Khub2 valo ekta tour programme
চমৎকার একটা আয়োজন 💝💝
Ashadharon laglo Bolar moto Bhasa nye
Age cinema armvo house age ekta govt documentry dekheno hoto mone hochilo sey rokom ekta documentry dekchi. Sivajir voice are camara asadharon. Ar toboljir theka(prithi) khub valo. Thanks to shivaji to show in his eyes to me.
Amar khub echha apnader group tour entry nite. Apurbo sundor apnar porichalona.