Weekend Classics Radio Show | Gauriprasanna Mazumder Special | গৌরীপ্রসন্ন মজুমদার স্পেশাল

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 595

  • @karunamoydebanshi745
    @karunamoydebanshi745 ปีที่แล้ว +22

    গৌরীপ্রসন্ন মজুমদার বাংলা সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র।ওনার মতো গীতিকার আর হবে না।প্রণাম জানাই এই মহান গীতিকারকে🙏🙏

  • @abakprithibi8375
    @abakprithibi8375 ปีที่แล้ว +3

    শেষে কবিতার একটা ওডিও শুনাম দুই ঘোষ উপস্থাপনায় ১৯৯৮/৯৯ তে, কেউ কি দিতে পাবেন, কোন লিং বা কোন কিছু, যেটা অনলাইন এসেছে কিনা, তখন টেপ রেকর্ডারে শুনাম, খুব মনে পরে, খুব মিস করি, সম্ভবত গৌরি নাম গৌরী ঘোষ আর পুরুষ কন্ঠের পুরুষের নাম নাম মনে পরছে না, তবে দু'জনে ই ঘোষ, দারুন কন্ঠ।

  • @kaushikdas5785
    @kaushikdas5785 2 ปีที่แล้ว +12

    এই সব গান চির সবুজ। যেমন কথা তেমনি সুর। সঙ্গে গায়কের গলার শব্দের ম্যাজিক। ছোটবেলা থেকেই শুনছি। তবুও একইরকম ভাবে টানে।
    ধন্যবাদ সারেগামা, এই অনবদ্য উপহার এর জন্য।🙏🙏🙏🙏👍👍👍👍

  • @abhijitkumarsarkar3850
    @abhijitkumarsarkar3850 3 ปีที่แล้ว +36

    সারেগামাকে ধন্যবাদ গৌরীপ্রসন্ন মজুমদার ও পুলক বন্দ্যোপাধ্যায়ের মতো
    মহান গীতিকারদের গান শোনানোর জন্য।
    এই সব কবিদের গান শুনে প্রাণ জুড়িয়ে যায়।

  • @zillurrahman8096
    @zillurrahman8096 5 ปีที่แล้ว +21

    "মৌ বনে আজ মৌ জমেছে" এই গান এই লিস্টে না থাকাটা খুব কষ্টের। গৌরী দা আর হেমন্ত দা'র অমর কীর্তি!

  • @bhagabatiroy2154
    @bhagabatiroy2154 ปีที่แล้ว +3

    স্বর্ণযুগের স্বর্ণালঙ্কার এ ভূষিত অমর অক্ষয় হয়ে থেকে যাবে আমাদের মনের মণিকোঠায় থেকে যাবে অবিস্মরণীয় গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার ।আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণাম জানাই।

  • @mridulmitra2415
    @mridulmitra2415 3 ปีที่แล้ว +3

    ঠিক কথা " গীতিকার সুরকার ও শিল্পী " শূধু এটুকুই আমরা জানি, কিন্তু সর্বাঙ্গ সার্থক করতে হলে আরো কিছু দরকার ভুলে যাই। উপযুক্ত যন্ত্রসংগীতের ভুমিকা ও অনস্বীকার্য। সকলে মিলেই অত্যাশ্চর্য শ্রুতিমধুর আনন্দের বন্যা বইয়ে দেয়
    ❤️❤️❤️

  • @sahelisarkar1225
    @sahelisarkar1225 3 ปีที่แล้ว +111

    আমরা শুধু সুরেলা কন্ঠের তারিফ করি, কিন্তু গীতিকার ও সুরকারের অবদান অনস্বীকার্য। ত্রয়ীর মিলনেই একটা গান তার পরিপূর্ণতা পাই।

  • @abhijitghosh1045
    @abhijitghosh1045 4 ปีที่แล้ว +22

    আর কি কোনো দিন পাব এইসব অসাধারণ গান
    গুলি ..........চিরদিন বেঁচে থাকবে আমাদের মধ্যে

  • @bikashmajumder1146
    @bikashmajumder1146 3 ปีที่แล้ว +41

    এরকম গীতিকার, এই শতাব্দীতে,আর কি পাবো আমরা, গৌরীপ্রসন্ন মজুমদার হৃদয় থাকবে,এই আধুনিক যুগেও অনবদ্য।

    • @niharranjanacharjee4143
      @niharranjanacharjee4143 2 ปีที่แล้ว +1

      খুব সুন্দর গান

    • @sampatadhya1404
      @sampatadhya1404 ปีที่แล้ว

      Bf yet yd 35:04 t 35:05 h d

    • @sampatadhya1404
      @sampatadhya1404 ปีที่แล้ว

      Hdvur😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂hvvu🎉

    • @krishnamondal4414
      @krishnamondal4414 10 หลายเดือนก่อน

      P❤❤p ​@@niharranjanacharjee4143

  • @mdidrishali3599
    @mdidrishali3599 2 หลายเดือนก่อน

    এমন প্রতিভাবান মানুষকে স্রষ্টা আমাদের মাঝে পাঠিয়েছিলেন বলেই আজ আমরা ধন্য। আর তাই স্রষ্টাকে অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

  • @snehasis.
    @snehasis. ปีที่แล้ว +2

    সময়ের সঙ্গে সঙ্গে এইসব গানের জনপ্রিয়তা হারিয়ে যাবে কিন্তু আগামী 60/70 বছর পর কেউ এইসব গান শুনলে অবশ্যই পুলকিত হবেন ।

  • @yournk7799
    @yournk7799 7 หลายเดือนก่อน +2

    রেডিও এর স্বাদ পেলাম। স্বর্ণযুগে ফিরে গেলাম। গৌরী প্রসন্ন মজুমদার অমর ❤
    বাংলা গানের জগতে উজ্জ্বল নক্ষত্র ❤❤

  • @sachindranathmandal6890
    @sachindranathmandal6890 6 หลายเดือนก่อน +1

    হৃদয় মথিত স্বর্ন যুগের গানের স্রষ্টাকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা, ও প্রনাম।

  • @shatinazma4405
    @shatinazma4405 4 ปีที่แล้ว +14

    এইসব গান কোনও দিন পুরনো হবে না । অন্তত ভরে উঠে সুর ও কথায় । ধন্যবাদ

  • @আড্ডামহল-ল২ফ
    @আড্ডামহল-ল২ফ 2 หลายเดือนก่อน

    না শুনলে জীবনে অনেক কিছু অজানা থেকে যেতো।বিশেষ করে এমন একজন গুনী গীতিকারের জীবনী

  • @runarunkumar5173
    @runarunkumar5173 4 ปีที่แล้ว +27

    অতি প্রসন্ন চিও গৌরীবাবু এইসব অমর গান আমাদের জন্য লিখে গেছেন, তার সুনতে সুনতে ৬৪ বসন্ত পেরিয়ে এলাম।

  • @tanzilbhuiyan6132
    @tanzilbhuiyan6132 3 ปีที่แล้ว +19

    বাংলার পাবনায় জন্ম এই মহান শিল্পীর 💕

  • @valkihighschool522
    @valkihighschool522 2 ปีที่แล้ว +3

    যুগের সাথে মিল আছে। বর্তমানের সাথে বর্তমানের মিল আছে। এমন শিল্পী আর আসবেনা। আগে ছিল স্বর্ন যুগ।

  • @debabratamaiti121
    @debabratamaiti121 5 ปีที่แล้ว +33

    স্বর্ণ যুগের গীতিকার গৌরী বাবুকে শ্রদ্ধাংজলি❤️❤️❤️❤️❤️

  • @sujitkumarghosh7450
    @sujitkumarghosh7450 2 ปีที่แล้ว +17

    সত্যিই এই সময়টা বাংলা গানের স্বর্ণ যুগ। কথা সুর কণ্ঠের অসাধারণ সমন্বয়ে এই গানগুলি বাংলা গান কে সমৃদ্ধ করেছে। আমরা আজও মুগ্ধ হয়ে শুনি।

    • @sampatadhya1404
      @sampatadhya1404 ปีที่แล้ว

      Alzhirs zzoc Rrfrva husbands af I was in the morning gr4yv, 🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

  • @kumardebu10
    @kumardebu10 10 หลายเดือนก่อน

    ভারতীয় বাংলা গানের স্বর্ণযুগের অন্যতম অবিস্মরণীয় এই গীতিকার কিংবদন্তি গৌরীপ্রসন্ন মজুমদার ভারতীয় বাংলা সঙ্গীতের প্রবাদপ্রতিম এক বিশিষ্ট গীতিকার।
    ভারতীয় বাংলা সঙ্গীতের এই প্রবাদপ্রতিম গীতিকার কিংবদন্তি গৌরীপ্রসন্ন মজুমদার এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রণাম।♥️🙏

  • @prabirkumardas3944
    @prabirkumardas3944 2 ปีที่แล้ว +2

    🙏Ki apurba presentation, gaan sune mone bhore jai. Ei sab gaan 💯 years e puruno habe na. Gouri Sir ke pronam janai 🙏

  • @jannatulislammoumita9945
    @jannatulislammoumita9945 3 ปีที่แล้ว +14

    এ সকল গান আর তার কৃতিত্ব সবসময়ই থেকে যাবে।এরকম উপভোগ্য অনন্য সৃষ্টি পূর্বেই ছিলো ভবিষ্যতে আর কখনো পাওয়া যাবে না...

  • @MrAbirSaha
    @MrAbirSaha ปีที่แล้ว +1

    Darun❤

  • @mansam6004
    @mansam6004 ปีที่แล้ว +3

    এই স্বর্ন যুগ আর আসবে বলে মনে হয় না। কি অসাধারন কথা, সুর ও গায়কী।

  • @MdMohsinALIHTKHARHATGPSKASHIAN
    @MdMohsinALIHTKHARHATGPSKASHIAN ปีที่แล้ว +1

    গৌরীপ্রসন্ন মজুমদার একজন অসাধারন গীতিকার। তাঁরা তো সত্যিকারে বাংলা গানকে সমৃদ্ধি করেছেন।

    • @abakprithibi8375
      @abakprithibi8375 ปีที่แล้ว

      গান তো হারাম চোদাস তোরা আবার গান শুনিস হারামি তোরা 😂😂😂😂😂😂😂😂

  • @ChittaranjanDas-tr4xk
    @ChittaranjanDas-tr4xk ปีที่แล้ว +1

    Congratulation @sa ra GA ma for the music pregentation

  • @pranatimajumder264
    @pranatimajumder264 4 ปีที่แล้ว +17

    খুবই ছোট্ট বেলা থেকেই শুনে আসছি এই জীবন গান , আজ ও এমনই হৃদয় টানে , তাই তো শুনে যাই বারবার ।অমর - বাস্তব মুখী সংগীত ।

  • @bhaswatimajumdar4057
    @bhaswatimajumdar4057 6 ปีที่แล้ว +6

    গৌরীপ্রসন্ন মজুমদার এর সাথে কারো তুলনা চলেনা! স্বর্ণযুগের সোনার গীতিকার কে জানাই আমার স্বশ্রদ্ধ্য প্রণাম

  • @ashishalder5575
    @ashishalder5575 2 หลายเดือนก่อน

    লাবণ্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভালো কিছু গান পরিবেশন করার জন্য

  • @deepcreation846
    @deepcreation846 4 ปีที่แล้ว +16

    Evergreen song.এত অপার শান্তি অন্য কোথায় পাই না।

  • @soumensonydutta8152
    @soumensonydutta8152 6 ปีที่แล้ว +15

    অসাধারণ সব কথা, ওরকম ভাষা কেবলমাত্র কিংবদন্তি শিল্পীর হাতের থেকেই ঝরে পড়ে

  • @BhairabMondal-ev2rz
    @BhairabMondal-ev2rz ปีที่แล้ว +2

    Respected Goui Prasanna Mazumder is one of the brightest starsi in the music world of Bengal. He is a famous music director as well as an eminent music composer. He has composed so many types of songs in different languages. He has also directed so many types of film songs in different languages. He has created a masic world of music by presenting his outstanding songs. He is the glory of our motherland. He is remembered so long as the world exits. His soul may rest in peace and happiness.

  • @jhahinshanto2490
    @jhahinshanto2490 4 ปีที่แล้ว +26

    গৌরি প্রসন্ন মজুমদার এর লেখা গান হাজার বছর পরও মানুষ মনযোগ সহকারে শুনবে যা কোনকালেই পুরানো হবে না ইভার গ্রীন।

  • @MdMizan-lx4ex
    @MdMizan-lx4ex ปีที่แล้ว

    মাননীয়,গৌরী প্রসন্ন মজুমদার আমি তোমার জন্ম ভিটার পাশ থেকে লিখছি।কে বলেছে তুমি নেই, তুমি আছো আমাদের হৃদয়ে,আছ আমার স্বাধীনতায়,( বলো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠ) যে গান বাঙলার স্বাধীনতায় মুক্তিযোদ্ধার মিসাইল। তুমি আছো বাঙলার পথে ঘাটে, ফসলের মাঠে, পদ্মা মেঘনার পাড়ে। থাকবে চিরকাল আমাদের মাঝে।

  • @raghunathganguly8273
    @raghunathganguly8273 16 วันที่ผ่านมา

    Thank you,Saregama Bengali

  • @swapankumarsarkar9723
    @swapankumarsarkar9723 ปีที่แล้ว

    একটা সুরেলা গানের মধ্যে শিল্পী ছাড়াও যে সুরকার ও গীতিকার যে অসাধারণ অবদান থাকে সেটা ক'জন খবর রাখি।

  • @chhabipaul3825
    @chhabipaul3825 3 ปีที่แล้ว +1

    এই সব মহান মানুষগুলো কোথায় গেল।
    কলিযুগ শেষ হলে জন্মাবে।

  • @suvasissengupta7997
    @suvasissengupta7997 3 ปีที่แล้ว +3

    কালজয়ী এই সব গান বেঁচে থাকার ইচ্ছে টা কে বাড়িয়ে দেয়।

  • @swetabanerjee7181
    @swetabanerjee7181 4 ปีที่แล้ว +15

    এই গান গুলো শুনলে এখন ও গায়ে কাঁটা দেয়। অপার শান্তি পাওয়া যায়।

  • @mihirdas6572
    @mihirdas6572 11 หลายเดือนก่อน

    যৌবন আসন্ন সময়ের গান। এতো সুন্দর করে বর্ননা করা হয়েছে ভাবা যায়না। সম্পুর্ন কৃতিত্ব যে গান লেখেন তার।গৌরি বাবু কে প্রনাম যানাই।

  • @pannalalroy8174
    @pannalalroy8174 6 หลายเดือนก่อน

    এই সকল কালজয়ী গীতিকার দের আমারা আর পাবো না !!!!!!! এই গানের মধ্যে দিয়েই তো আমরা প্রাণ ফিরে পাই । সারেগামা বেঙ্গলিকে ধন্যবাদ ❤

  • @narattambiswas6241
    @narattambiswas6241 4 ปีที่แล้ว +3

    ক্লান্তি শেষে দুপুরের হাল্কা নিদ্রায় কিংবা গভীর রাতে এমন কালজয়ী গানগুলো আহা সব দুঃখ কে নিমেষে উধাও করে দ্যায়।

  • @drprabhatkumarbandhu1046
    @drprabhatkumarbandhu1046 ปีที่แล้ว

    গীতিকার,সুরকার আর সুরেলা গলার মেলবন্ধন একটা যুগকে স্বর্ণযুগে পরিণত করেছে । আমরা শ্রোতারা-দর্শকরা তা মন-প্রাণ দিয়ে উপভোগ করে চলেছি ।

  • @tapatiduttabijali1105
    @tapatiduttabijali1105 3 ปีที่แล้ว +4

    অসাধারণ সব গান শুনে মনভরে গেল। উনাকে প্রণাম জানাই।

  • @sidharthamukherjee2703
    @sidharthamukherjee2703 2 หลายเดือนก่อน +1

    Even great SD Burman sang his songs

  • @jahirahmed8050
    @jahirahmed8050 3 ปีที่แล้ว +16

    Gauriprasanna Mazumder was an extra-ordinary lyricist. His songs are my favourite.

  • @maqu21
    @maqu21 5 ปีที่แล้ว +10

    গৌরি প্রসন্ন মযুমদার really the best ...
    thanks.

  • @shampaseth3799
    @shampaseth3799 2 ปีที่แล้ว +2

    অপূর্ব অনবদ্য। সারা জীবন এর পাথেয়।

  • @polinadhikari6044
    @polinadhikari6044 ปีที่แล้ว +2

    কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

  • @tapasmandal7111
    @tapasmandal7111 4 ปีที่แล้ว +5

    আধুনিক বাংলা গানের এই গীতিকারের রচনা ভীষণভাবে নাড়া দেয়। কী সব মর্মস্পর্শী গানের কথা। তাই বোধ করি ইনি অদ্বিতীয়।

  • @cabipinchoudhury
    @cabipinchoudhury 7 ปีที่แล้ว +11

    স্বর্ণ যুগের সেরা গীতিকার ভেবে যখুন সন্ধান করি তালে নিশ্চয়ই যে নাম পায় সে টা হলো গৌরী প্রসন্ন মজুমদার !! The great lyricist of bengali movies !!

    • @susmitasarker6516
      @susmitasarker6516 ปีที่แล้ว

      গান গুলোর সম্পর্কে কিছু বলার মতো যথাযথ ভাষা খুঁজে পাচ্ছি না। শুধুমাত্র চোখ বন্ধ করে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে।

    • @susmitasarker6516
      @susmitasarker6516 ปีที่แล้ว

  • @kisorkumarpal1233
    @kisorkumarpal1233 4 ปีที่แล้ว +4

    এ সব গান চিরদিনের। য়ত শোনা য়ায় তত ই ভালো লাগে। অতীত কে ফিরে পাওযা য়ায়।

  • @pronatibanerjee3580
    @pronatibanerjee3580 ปีที่แล้ว

    আহা আহা মন ছুঁয়ে গেলো অনবদ্য

  • @tirthankarchakraborty2276
    @tirthankarchakraborty2276 ปีที่แล้ว +7

    Simply unparallel! What a collection! It's a pity that we don't get such lyricist and singers now.

  • @tapanmitra3162
    @tapanmitra3162 6 ปีที่แล้ว +7

    অসাধারন সব গান আর পাওয়া যাবে না, এখন গানের কোনো বৈচিত্র ই নেই

  • @abhimanyukirtania1760
    @abhimanyukirtania1760 2 ปีที่แล้ว

    কালজয়ী গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার মহাশয়কে মানুষ যুগ যুগ ধরেই মনের মনিকোঠায় ধরে রাখবে।

  • @swarajkumarsarkar5381
    @swarajkumarsarkar5381 4 ปีที่แล้ว +9

    Matchless LYRICIST Gourida. Unforgettable compositions. Maddening wordings. Immortal creations. Thou shouldest be living, we hath need of thee.

  • @sanjibdatta573
    @sanjibdatta573 ปีที่แล้ว +1

    এত সুন্দর গানের উপহার এবং তার ইতিহাস সম্বলিত অনুষ্ঠান সাজিয়েছেন আপনারা।ভীষণ ভীষণ আপ্লুত ও আনন্দিত আমি।দারুন দারুন আরো এই রকম ইতিহাস নিয়ে গানের সম্ভার নিয়ে পোস্ট করবেন 🙏
    অনুরোধ রইলো।🙏

  • @prabirkumarbagchi3575
    @prabirkumarbagchi3575 3 ปีที่แล้ว +5

    গানে ভুবন ভরিয়ে দিয়েছেন উনি। অনবদ্য কথা ও সুর।

  • @pradyutdasgupta5066
    @pradyutdasgupta5066 4 หลายเดือนก่อน

    Aaj Uttamkumar mahanayak hoer pichane Gouriprashanya Majumdar lekha oshadharan gaangulor jashesta aabadan aache.

  • @pdsambad2304
    @pdsambad2304 3 ปีที่แล้ว +6

    This song will not be end in our life.... Realy we are all God gifted this songs....... Thank you....... Really grateful to you...........................

  • @santukole4844
    @santukole4844 4 ปีที่แล้ว +2

    ওহ অপুর্ব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে।

  • @shahjahansajib1748
    @shahjahansajib1748 5 ปีที่แล้ว +19

    one of a noble & great lyricist, he is proud of bagali nation for all over worlds! may ALLAH BLESS HIM!

    • @anjalibhattacharjee6713
      @anjalibhattacharjee6713 3 ปีที่แล้ว +1

      গীতিকার অমর থাকবে চিরকাল ।

  • @prabirchakraborty4500
    @prabirchakraborty4500 2 ปีที่แล้ว

    পরম শ্রদ্ধেয় গীতিকার ।।।বিনম্র প্রণাম জানাই ।।।।।

  • @samirsamanta1813
    @samirsamanta1813 2 ปีที่แล้ว

    কোন গানের পথচলা শুরু হয় গীতিকারের হাত ধরে। আর ইনি তো এক্ষেত্রে অতুলনীয়।

  • @mozumdarmozumdar3422
    @mozumdarmozumdar3422 ปีที่แล้ว +2

    এই অস্ত যাওয়া সূর্য গুলি আর কখনোই উদিত হবে না। তবে হ্যাঁ আজীবন ভক্ত হৃদয়ে জ্বল জ্বল করে জ্বলতেই থাকবে।

  • @susamabiswas1308
    @susamabiswas1308 ปีที่แล้ว

    অনেক না জানা গল্প জানতে পারলাম ।ধন্যবাদ তোমাকে লাবন্য ।

  • @ashutoshsarkar6213
    @ashutoshsarkar6213 4 ปีที่แล้ว +6

    ছোট্ট বেলা থেকেই শুনছি গান গুলো এখন মনে হয় চির নতুন। আমার হৃদয় জুড়ে আছে এসব গান।

  • @pradipmandal-cx2iy
    @pradipmandal-cx2iy 2 ปีที่แล้ว +1

    অপূর্ব সৃষ্টি।

  • @chatterjeenilima2050
    @chatterjeenilima2050 5 ปีที่แล้ว +4

    আমার অনিদ্রার অসুখ আমি এই গানে ঘুমাই আবার গান বন্ধ হলে ঘুম ভেঙে যায়। অবাঙ মনস গোচর।

  • @pradipbose5287
    @pradipbose5287 2 ปีที่แล้ว

    গৌরীদাকে শুধু একজন গীতিকার ভাবলে আমরা অবিচার করব তার প্রতি তিনি আদ‍্যন্ত একজন কবি।আমি ব‍্যাক্তিগতভাবে জানি তার অনেক গান যেগুলি ফিল্ম ও বেসিক রেকর্ডে বিবেচিত হত না সেগুলি তিনি কি করতেন?অনেক উঠতি সুরকারের জন‍্য তিনি সেগুলি দান করতেন।তার থেকে পরে অনেকে বিখ‍্যাত সুরকার হয়েছেন।নাম বলে আর কাউকে বিব্রত করব না।

  • @pranfirstvloge7936
    @pranfirstvloge7936 3 ปีที่แล้ว +6

    সেই যুগ যে কেনো সর্ণযুগ নাম পেয়ে ছিলো তার প্রমান বুঝি এক একটা গান

  • @basudebdeymodak9124
    @basudebdeymodak9124 3 ปีที่แล้ว +3

    আমরা সৌভাগ্যবান এই জন্য যে এমন গীতিকার আমাদের জীবন কালে পেয়েছি।

  • @ajitsinharoy199
    @ajitsinharoy199 3 ปีที่แล้ว +3

    অসাধারণ অপূর্ব অনবদ্য।🙏🙏🙏

  • @anjanguptabiswas451
    @anjanguptabiswas451 3 ปีที่แล้ว +2

    GOURI PRASSANA MAJUMDER IS BEST LYRICIST OF 'BENGALI GOLDEN ERA'S OF BENGALI SONGS & FILMS@@@@@@###@@#

  • @udayanbiswas8479
    @udayanbiswas8479 หลายเดือนก่อน

    Satabarshe pranam Mahan ei gitikar ke

  • @purabibhattacharji3289
    @purabibhattacharji3289 3 ปีที่แล้ว

    Oh...!! Asadharan...!!

  • @probodhdey2044
    @probodhdey2044 2 ปีที่แล้ว +5

    I salute to Gauriprasanna Mazumder. What a nice lyrics.

    • @tapatipatra6104
      @tapatipatra6104 2 ปีที่แล้ว

      I like to
      Gouriprasannà Mazumdar.
      Nice lyrics.

  • @rokeyakhatun1912
    @rokeyakhatun1912 ปีที่แล้ว

    Apurbo gaan guli sune mon valo hoye jai

  • @pallabkantirej1429
    @pallabkantirej1429 4 ปีที่แล้ว +3

    অসাধারণ সব গান, চিরদিনই নতুন

  • @noormohammad568
    @noormohammad568 6 ปีที่แล้ว +11

    গান গুলু শুনে মনে একটা প্রশান্তি আনে যা ভুলবার নয় |এক অসাধারন কথা ও শুর

  • @birathighschool3217
    @birathighschool3217 ปีที่แล้ว +3

    He was one of the greatest lyricists of the contemporary time.

  • @biswajitbardhan7
    @biswajitbardhan7 2 ปีที่แล้ว +4

    As long as the wave of romantic feelings flows in the mind of people, the songs of Gouriprasanna Majumdar will continue to exist.He is so great a lyricist ! Regards to him from the core of my heart.

  • @tirthankarmitra6792
    @tirthankarmitra6792 3 ปีที่แล้ว +1

    চিরদিবসের গান, অসাধারণ

  • @supratikbhatta9337
    @supratikbhatta9337 4 ปีที่แล้ว +2

    আরতি মুখোপাধ্যায়ের গানটার প্রথম শব্দ 'মোম'।গল্প করার সময় ওঠা মন হয়ে গেছে ।

  • @iel-instituteofenglishlear5515
    @iel-instituteofenglishlear5515 3 ปีที่แล้ว +6

    গৌরীবাবুর গান শুনলে মন প্রসন্ন হয়।

    • @sisirpaul4160
      @sisirpaul4160 3 ปีที่แล้ว

      অসাধারণ গান ।

  • @bimalbhowmick1897
    @bimalbhowmick1897 4 ปีที่แล้ว +15

    মননের গভীর অন্তস্তলে ডুবে যে মুক্ত কুরিযে মালা উপহার দিয়েছিলেন, আজকের দিনের আমরা গান প্রেমী মানুষ রা ঋনী ।

    • @dipankarsen5506
      @dipankarsen5506 3 ปีที่แล้ว

      বাংলা গানের ইতিহাসে প্রচুর মনি মুক্তের সম্ভার আছে তাঁর মধ্যে অন্যতম একটি রত্ন গৌরী প্রসন্ন্য মজুমদার

  • @upamaghosh4484
    @upamaghosh4484 5 ปีที่แล้ว +23

    সত্যি এইসব গানের কোনো তুলনা হয় না 👌🏻👌🏻👌🏻

  • @chandandasgupta8026
    @chandandasgupta8026 3 ปีที่แล้ว +2

    All The Time Greatest Lyricist Gauriprasanna Mazumder Song Was Most Popular. All Singer Of Tollywood And Bollywood His Lyrics Singing.

  • @pixelwaz
    @pixelwaz 4 ปีที่แล้ว +9

    Greatest lyricist of Bangla

  • @mugdhoandmusic2995
    @mugdhoandmusic2995 4 ปีที่แล้ว +2

    সুমন কল্যানপুর এর জীবনী,,ও গান নিয়ে একটি পর্ব চাই,,,সা রে গা মা পা উইকেন্ড ক্লাসিকাল খুব অসাধারন একটি অনুষ্ঠান।

  • @purnimapaul5852
    @purnimapaul5852 5 ปีที่แล้ว +3

    এই অনুষ্ঠান থেকে অনেক কিছুই জানলাম ।
    আমি সা রে গা মা পা এর বরো শ্রোতা হলাম।

  • @tapankumarmaity1221
    @tapankumarmaity1221 4 ปีที่แล้ว +12

    Excellent! These will never be coming again. Great lyricist ever.

  • @sulekhachatterjee2415
    @sulekhachatterjee2415 2 ปีที่แล้ว

    এমন গীতিকার অনবদ্য

  • @KartickMaity-ju7lj
    @KartickMaity-ju7lj ปีที่แล้ว

    সঙ্গীত সম্মেলন হার্দিক অভিন্দন

  • @hirendrabiswas8607
    @hirendrabiswas8607 3 ปีที่แล้ว +2

    According to my opinion Gouri babu is the best lyricist in modern song.He is one of the most resposible lyricist for the sarnayug in bengali song.

  • @biswajitkoner-2331
    @biswajitkoner-2331 ปีที่แล้ว

    অপূর্ব অনবদ্য।

  • @zillurrahman8096
    @zillurrahman8096 5 ปีที่แล้ว +15

    উনি কি সেরা?
    নাহ! উনার ধারে কাছেও কেউ নেই। তাই সেরার প্রশ্নই অবান্তর!

    • @makjilany
      @makjilany 4 ปีที่แล้ว +2

      আসলেই তাই.......... বেষ্ট অফ দ্যা বেষ্ট............

    • @samirdigar5431
      @samirdigar5431 4 ปีที่แล้ว +1

      পুলক বন্দোপাধ্যায়,গৌরিপ্রসন্ন মজুমদার,মুকুল দত্ত এনারা মহান।

    • @tanmoy.halder.
      @tanmoy.halder. 3 ปีที่แล้ว

      সমকালীন সব গীতিকার ছিলেন কিংবদন্তি
      🙏🙏🙏🙏🙏🙏🙏