হাঁ এটাই। আমি ১৯৮৬ সালে যখন প্রথম হরিদ্বারে যাই তখন শুধু এটাই ছিল। আমি এখানে সাত টাকা দিয়ে খেয়েছিলাম। এরপর আরো ছ-বার গেছি আর একটা করে দোকান গজাতে দেখেছি। ২০২২ এর পুজোতে গিয়ে ১০০ টাকায় খেলাম ওখানেই। তবে আদি হোক বা নব্য, আসল হোক বা নকল খাবারের স্বাদ প্রথম বারের মত লাগেনি। হয়তো প্রথম বার বলে।
Etai thik
সকল আপনজন দের দেখে খুবই ভালোবাসা লাগছে। তোদের মধ্যে দিয়ে আমিও খাবারের ভাগ্ নিলাম
Ekdam
হাঁ এটাই। আমি ১৯৮৬ সালে যখন প্রথম হরিদ্বারে যাই তখন শুধু এটাই ছিল। আমি এখানে সাত টাকা দিয়ে খেয়েছিলাম। এরপর আরো ছ-বার গেছি আর একটা করে দোকান গজাতে দেখেছি। ২০২২ এর পুজোতে গিয়ে ১০০ টাকায় খেলাম ওখানেই। তবে আদি হোক বা নব্য, আসল হোক বা নকল খাবারের স্বাদ প্রথম বারের মত লাগেনি। হয়তো প্রথম বার বলে।
Amara 1988 theke okhane jachhi last nov 23te gechilam otai original
Thanks
অরিজিন্যাল দাদা বৌদির হোটেলে ঢুকে ডান হাতের দেওয়ালে পুরোনো হরিদ্বারের একটা সাদা-কালো ছবি টাঙানো থাকতো একসময়ে । এখন আর আছে কি না জানিনা !!
Seta kheal korini but I think dekhechilm
আপনার ভিডিও দেখে 9জন বন্ধু কে নিয়ে খেতে গিয়েছিলাম খুব খুব বাজে রান্না আর খুব বাজে অভিজ্ঞতা।।প্লিজ এই রকম ভুল ইনফর্মেশন দেবেন না মানুষ কে plzzz