এক রাকাত বিতরের দলিল এবং এক রাকাত বিতর নামাজ পড়ার নিয়ম ৮ জন আলেম থেকে জেনে নিন

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 เม.ย. 2024
  • এক রাকাত বিতরের দলিল'সমূহ✅
    ```````````````````````````````````````````
    অনেক দ্বীনি ভাই/বোন মনে করেন এক রাকাতের কোন সালাত নেই।আসলে বিত্‌র এক রাকআতও পড়া যায়। খোদ মহানবী (ﷺ)এক রাকআত বিত্‌র পড়তেন!
    .
    👉তিনি বলেন, “রাতের নামায দু রাকআত দু রাকআত। অতঃপর তোমাদের কেউ যখন ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করে তখন সে যেন এক রাকআত বিত্‌র পড়ে নেয়।” (বুখারী, মুসলিম, মিশকাত ১২৫৪নং)
    .
    👉তিনি আরো বলেন, “বিত্‌র হল শেষ রাতে এক রাকআত।” (মুসলিম, মিশকাত ১২৫৫নং)
    .
    👉তিনি বলেন, “বিত্‌র হল প্রত্যেক মুসলিমের জন্য হ্‌ক বা সত্য। সুতরাং যে ৫ রাকআত বিত্‌র পড়তে পছন্দ করে সে তাই পড়ুক, যে ৩ রাকআত পড়তে পছন্দ করে সে তাই পড়ুক এবং যে এক রাকআত পড়তে পছন্দ করে সে তাই পড়ুক।” (আবূদাঊদ, সুনান ১৪২২, নাসাঈ, সুনান, ইবনে মাজাহ্‌, সুনান, মিশকাত ১২৬৫নং)
    .
    👉ইবনে আব্বাস (রাঃ)-কে বলা হল যে, মুআবিয়া (রাঃ) এশার পরে এক রাকআত বিত্‌র পড়লেন (সেটা কি ঠিক)? উত্তরে তিনি বললেন, ‘তিনি ঠিকই করেছেন। তিনি তো ফকীহ্‌। তাঁকে নিজের অবস্থায় ছেড়ে দাও, তিনি নবী (সাঃ)-এর সাহাবী।’ (বুখারী, মিশকাত ১২৭৭নং)
    .
    এ ছাড়া আরো অন্যান্য বহু সলফ ১ রাকআত বিত্‌র পড়তেন। (ইবনে আবী শাইবা দ্র:)
    ____________________________________________
    বিতর শব্দের অর্থ বিজোড়। রাতের বিজোড় নামাজকে বিতর নামাজ বলে। এ নামাজ এক রাকাত, তিন রাকাত, পাঁচ রাকাত, সাত রাকাত বা নয় রাকাত পড়া যায়। বিতর নামাজ আদায়ের একাধিক নিয়ম রয়েছে-
    👉এক রাকাত বিতর নামাজ আদায়ের নিয়মঃ
    এক রাকাত বিতর নামাজ পড়তে অন্যান্য নামাজের ন্যায় সূরা ফাতেহা ও অন্য একটি সূরা মিলানো পর্যন্ত পড়তে হবে। অন্য সূরাটি শেষ হওয়ার পর একই সাথে দোয়া কূনুত পড়ে রুকু-সিজদাহ করে অন্যান্য নামাজের মতো নামাজ শেষ করতে হবে।
    এক রাকাত বিতর নামাজ পড়ার আরেকটি নিয়ম রয়েছে। এ নিয়মে অন্য একটি সূরা পর্যন্ত পড়ে রুকু করতে হবে। রুকু করার পর সিজদাহয় না যেয়ে মুনাজাতের ন্যায় হাত উত্তোলন করে দোয়া কূনুত পাঠ করতে হবে। এরপর হাত ছেড়ে দিয়ে সিজদাহ করে অন্যান্য নামাজের মতো করে নামাজ শেষ করতে হবে।
    👉তিন রাকাত বিতর নামাজ আদায়ের নিয়মঃ
    তিন রাকাত বিতর নামাজ আদায়ের তিনটি নিয়ম রয়েছে। প্রথম নিয়মে অন্যান্য নামাজের ন্যায় দূরুদ শরীফ, দোয়া মাছুড়াসহ দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে নিতে হবে। তারপর এক রাকাত বিতর নামাজ আদায়ের ন্যায় এক রাকাত আদায় করতে হবে।
    আরেকটি নিয়মে অন্যান্য নামাজের ন্যায় দুই রাকাত পড়ে দ্বিতীয় বৈঠকে না বসেই দাঁড়িয়ে যেতে হবে। তৃতীয় রাকাতে অন্য একটি সূরা মিলানোর পর একইসাথে দোয়া কূনুত পড়ে রুকু, সিজদাহ করে নামাজ শেষ করতে হবে।
    শেষ নিয়মটি যেটি এদেশে প্রচলিত নিয়ম, এই নিয়ম টি অন্য গুলোর তুলনায় অনেক দুর্বল এবং এটির পক্ষে কোনো সহীহ হাদীস পাওয়া যায়নি।
    এ নিয়মে দ্বিতীয় বৈঠকসহ দুই রাকাত নামাজ পড়ে তৃতীয় রাকাতে সূরা ফাতেহার পরে অন্য একটি সূরা মিলানোর পর আবার তাকবির দিতে হবে। তারপর দোয়া কূনুত পড়ে রুকু, সিজদাহসহ নামাজ শেষ করতে হবে।
    👉পাঁচ, সাত বা নয় রাকাত বিতর নামাজ আদায়ের নিয়মঃ
    পাঁচ, সাত বা নয় রাকাত বিতর নামাজ অন্যান্য নামাজের ন্যায়ই পড়তে হবে কিন্তু দ্বিতীয় বৈঠকে বসা যাবে না। এক্ষেত্রে একবারেও পড়া যায় অর্থাৎ শুধুমাত্র শেষ বৈঠকে বসে, কিংবা শেষের দুই রাকাতেও বৈঠকে বসা যায় অর্থাৎ পাঁচ রাকাত নামাজে চতুর্থ ও পঞ্চম রাকাতে, সাত রাকাত নামাজে ষষ্ঠ ও সপ্তম রাকাতে, নয় রাকাত নামাজে অষ্টম ও নবম রাকাতে বৈঠকে বসে।
    ____________________♦___________________
    আল্লাহ সবাইকে সঠিক ভাবে দ্বিনের পথে চলার তৌফিক দান করুক।
    ____________________________________________
    Facebook Page link : profile.php?...
    ____________________________________________
    ____________________________________________
    আমাদের চ্যানেলের আরো কিছু ভিডিও দেখার অনুরোধ রইলো:
    পুরুষ ও মহিলাদের নামাজে কোনো পার্থক্য নেই!
    লিংক: • পুরুষ ও মহিলাদের নামাজ...
    তাবিজ ব্যাবহার করার বিধান কি?
    লিংক: • তাবিজ ব্যাবহার করা কি ...
    মৃত ব্যাক্তির জন্য কুরআন খতম করা কি জায়েজ?
    লিংক: • মৃত ব্যাক্তির জন্য কুর...
    ____________________________________________
    KW: ১ রাকাত বিতর নামাজ পড়ার নিয়ম বিতর নামাজ কত রাকাত ও সহিহ নিয়ম কোনটি বিতরের নামাজ পড়ার সঠিক নিয়ম বিতরের নামাজ পড়ার নিয়ম ৩ রাকাত বিতর নামাজ পড়ার নিয়ম বিতর নামাজ পড়ার নিয়ম বিতর নামাজ ৩ রাকাত বেতের নামাজের নিয়ম বিতর সালাত আদায়ের নিয়ম বিতর নামাজ পড়ার সঠিক নিয়ম ১ রাকাত বিতর নামাজ বিতর নামাজ ১ রাকাত বিতরের 3 রাকাত নামাজ পড়ার নিয়ম ১ রাকাত বিতর বিতর সালাত ১ রাকাত পড়া উত্তম, বিতরের নামাজ পড়ার সঠিক নিয়ম জাকির নায়েক
    ____________________________________________
    Hashtags: #১ #রাকাত #বিতর #নামাজ #পড়ার #নিয়ম #বিতর #নামাজ #কত #রাকাত #ও #সহিহ #নিয়ম #কোনটি #বিতরের #নামাজ #পড়ার #সঠিক #নিয়ম #বিতরের #নামাজ #পড়ার #নিয়ম #৩ #রাকাত #বিতর #নামাজ #পড়ার #নিয়ম #বিতর #নামাজ #পড়ার #নিয়ম #বিতর #নামাজ #৩ #রাকাত #বেতের #নামাজের #নিয়ম #বিতর #সালাত #আদায়ের #নিয়ম #বিতর #নামাজ #পড়ার #সঠিক #নিয়ম #১ #রাকাত #বিতর #নামাজ #বিতর #নামাজ #১ #রাকাত #বিতরের #3 #রাকাত #নামাজ #পড়ার #নিয়ম #১ #রাকাত #বিতর #বিতর #সালাত #১ #রাকাত #পড়া #উত্তম #বিতরের #নামাজ #পড়ার #সঠিক #নিয়ম #জাকির #নায়েক

ความคิดเห็น • 2

  • @RAKIBRAYHAN-2
    @RAKIBRAYHAN-2 3 หลายเดือนก่อน

    জাযাকাল্লাহ খইর 💚

  • @mohammedrahman7503
    @mohammedrahman7503 3 วันที่ผ่านมา

    Beck to madrasa again please