মহাকাশ স্টেশন কীভাবে ঘুরতে থাকে পৃথিবীর কক্ষপথে? | international space station | Think Bangla

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • এই মুহূর্তে পৃথিবীর কক্ষপথে যতগুলো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ঘুরছে তার মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা স্পেস স্টেশন সবচেয়ে বড় - একটা ফুটবল মাঠের সমান বড়। সম্পূর্ণ গবেষণাগার এবং ৬ জন নভোচারী ও গবেষকদের বেঁচে থাকার নানা উপকরণে ঠাসা এই মহাকাশ স্টেশনের ভর প্রায় চার লক্ষ কুড়ি হাজার কিলোগ্রাম। এখন প্রশ্ন হল, এই বিশাল আকার এবং ওজন নিয়ে, মহাকাশ স্টেশন কীভাবে ভেসে থাকে? কীভাবেই বা কাজ করে এবং ঘুরতে থাকে পৃথিবীর চারদিকে?
    আজকে আমরা থিংকের বন্ধু জ্যোতির্বিদ দীপেন ভট্টাচার্যের সাথে জেনে নেব, কীভাবে পৃথিবী থেকে ছোঁড়া হয় এই মহাকাশযানগুলো এবং কীভাবেই বা তারা পড়ে না গিয়ে ঘুরতে থাকে পৃথিবীর কক্ষপথে?
    [ স্ক্রিপ্ট ও সম্পর্কিত নিবন্ধ: thinkschool.or... ]
    ___
    সাবস্ক্রাইব করুন:
    bit.ly/3nLCc2D
    📺 আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন 📺
    সূর্য কেন নিভে যায় না?- • সূর্য কেন নিভে যায় না?...
    পৃথিবী ঘুরছে বুঝি না কেন?- • পৃথিবী ঘুরছে বুঝি না ক...
    বিগ ব্যাং - • বিগ ব্যাং- আসলেই কি ঘট...
    ডাইনোসর থেকে পাখির বিবর্তন- • ডাইনোসর থেকে পাখির বিব...
    ___
    elements.envat...
    -----
    We're a charity that makes videos on science, history, and culture in many languages.
    Support our work by becoming a patron on Patreon: / thinkcharity
    ------
    Subscribe to our channels:
    / thinkbangla
    / thinkenglishvideos
    Facebook:
    / thinkbangla
    / thinkenglishvideos
    Website:
    www.thinkschoo...
    www.thinkschoo...
    Contact us:
    questions@thinkschool.org
    #thinkbangla #মহাকাশস্টেশন #থিংকবাংলা

ความคิดเห็น • 268

  • @ThinkBangla
    @ThinkBangla  3 ปีที่แล้ว +51

    ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ রইল। এই ভিডিওটি ভালো লাগলে এবং নতুন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন: bit.ly/3nLCc2D

    • @Sankalpa-rv9iv
      @Sankalpa-rv9iv 3 ปีที่แล้ว +3

      আপনাকেও ধন্যবাদ।

    • @md.ikramulislam1634
      @md.ikramulislam1634 3 ปีที่แล้ว +2

      থানক্স

    • @jamalicon1
      @jamalicon1 3 ปีที่แล้ว

      Please could you tell me if Dr Dipen wrote any science books in Bangla

    • @mramit5486
      @mramit5486 3 ปีที่แล้ว +1

      দয়াকরে ভাষার ইতিহাস ও ভাষার উৎস ও তাদের প্রকারভেদ এর উপর একটা উপস্থাপনা করুন
      এছাড়া ক্রমানুযায়ী বিভিন্ন জাতির ও ধর্মের উদ্ভবের ইতিহাস এর উপর একটা উপস্থাপনা করবেন
      আপনাদের ধন্যবাদ আপনারা কঠোর পরিশ্রম করে এত সহজভাবে এত জটিল বিষয়টা আমাদের সামনে তুলে ধরেন বলে . 🙏

    • @Nahid_Islam_BD
      @Nahid_Islam_BD 3 ปีที่แล้ว +1

      পৃথিবী কি বায়ুমন্ডলকে নিয়ে ঘুরছে? যদি ঘুরে তবে পৃথিবী থেকে কত উপরদিক পর্যন্ত বায়ুমন্ডলকে নিয়ে ঘুরছে?

  • @jakaria1996
    @jakaria1996 3 ปีที่แล้ว +70

    দীপেন দাদা কিন্তু খুব চমৎকার বাংলা বলেন। এত গুরুগম্ভীর আলোচনা সরল বাংলায় বুঝিয়ে উপস্থাপন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা । বিশ্বের শান্তি হোক

  • @krishnasyl306
    @krishnasyl306 3 ปีที่แล้ว +31

    অনেক সুন্দর উপস্থাপন! পদার্থ বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞানের সহজ সরল ব্যাখ্যা! অসাধারণ! ভালো লাগলো, ধন্যবাদ!

  • @mostainbillahjibon
    @mostainbillahjibon 3 ปีที่แล้ว +58

    ধন্যবাদ ম্যাম! বাংলা ভাষাভাষীর বিজ্ঞানমনস্কতা তৈরিতে আপনার কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক।

  • @monapagla2882
    @monapagla2882 3 ปีที่แล้ว +21

    সমৃদ্ধ হলাম বন্যা আপা,
    আপনাকে এবং দিপেন দাকে অনেক ধন্যবাদ।

  • @আ.আ.হক
    @আ.আ.হক 3 ปีที่แล้ว +13

    অসাধারণ।বাংলায় এরকম ভিডিও গুলো ছড়িয়ে পড়ুক সবখানে।দীপেন ভট্টাচার্য এবং বন্যাদির আলোচনা সবসময়ই উপভোগ্য।👏👏👏

  • @Ahsbd1996
    @Ahsbd1996 3 ปีที่แล้ว +12

    আমাদের মত দর্শকের জন্য অতিথির আলোচনার চেয়ে এনিমেশনের মাধ্যমটা বেশি সুবিধাজনক। কারন এতে সহজে ব্যপারটা বোঝা যায়।

  • @iamtarif3122
    @iamtarif3122 3 ปีที่แล้ว +5

    অসংখ্য ভালোবাসা Think টিমের সবাইকে,
    দীপেন স্যারকে, বন্যা আপুকে❤️💚

  • @fihadarrahman5564
    @fihadarrahman5564 3 ปีที่แล้ว +10

    বেসিককে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে... যারা এগুলো জানে তারাও ভিডিওটি দেখতে বোর হবে না ❤️

  • @mdkhurshedalam9806
    @mdkhurshedalam9806 3 ปีที่แล้ว +2

    Madam, যদি Apps এর নামটা বলতেন। খুব ভাল হতো

  • @tarekhasan5418
    @tarekhasan5418 3 ปีที่แล้ว +2

    আমরা তো জানতাম কোন বস্তু মধ্যাকর্ষন শক্তি ডিঙিয়ে মহাশূন্যে যেতে হলে তার গতি সেকেন্ডে ১১ কিলোমিটার হতে হয়। যাকে মুক্তিবেগ বলে। কিন্তু এখানে সেকেন্ডে ৮ কিলোমিটার বলা হল কেন?

  • @akashahmed8391
    @akashahmed8391 3 ปีที่แล้ว +7

    আরেকটি অসাধারণ ভিডিও। বন্যার উপস্থাপনা আর দীপেন দা'র বর্ণনা এক্কেবারে সোনায় সোহাগা, দারূণ। সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক ধন্যবাদ।

  • @anuptalukder1951
    @anuptalukder1951 3 ปีที่แล้ว +5

    এত বছর বয়সে মনে হয় বিষয়টা ভালোভাবে বুঝলাম । ধন্যবাদ

  • @mohidulislam598
    @mohidulislam598 3 ปีที่แล้ว +4

    اَلشَّمۡسُ وَالۡقَمَرُ بِحُسۡبَانٍ ۪
    সূর্য ও চন্দ্র হিসাবমত চলে।
    (আর রহমান - ৫)
    Speech of our creator send to his messenger
    Thanks a lot for very clear explanation.

  • @LiveLikeLife96
    @LiveLikeLife96 3 ปีที่แล้ว +3

    দিপেন দা যেভাবে প্রত্যকটা পশ্নের ব্যখ্যা দেন তা খুবই সহজবোধ্য। না বুঝে উপায় নেই!

  • @imamrakhal2015
    @imamrakhal2015 3 ปีที่แล้ว +4

    ওহ মাই গড। এই ভিডিওটি এতো চমৎকার। আমি আগে কিছুই জানতাম না। আরও ভিডিও চাই মহাকাশ নিয়ে আপনাদের কাছ থেকে।

  • @alamgirkabir9983
    @alamgirkabir9983 3 ปีที่แล้ว +1

    বণ্যা আপা আপনি বিবর্তনবাদ নিয়ে ভিডিও তৈরী করুন এবং আপলোড করুন।

  • @AbdullahKhan-de8ed
    @AbdullahKhan-de8ed 3 ปีที่แล้ว +5

    আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে আপা মহাকাশ যান বা পৃথিবী কক্ষ পথে কিভাবে ঘুরে দয়া করে একটু দেখাবেন ধন্যবাদ আপনার প্রতি সালাম

  • @OjanaBisso572
    @OjanaBisso572 3 ปีที่แล้ว +2

    ভিডিওটি ভাল লেগেছে👍। আমার চ্যানেলের জন্য দোয়া করবেন ❤️।দিনরাত কষ্ট করে ভিডিও বানাই কোনো সাপোর্ট পাই না😭😭😢😭

    • @amitavabiswas9891
      @amitavabiswas9891 3 ปีที่แล้ว

      তোরা বাংলাদেশিরা কি এখানকার পরিবেশ ও নষ্ট করবি?

  • @mahiyaahmed2624
    @mahiyaahmed2624 3 ปีที่แล้ว +9

    The international space station has always been a fascinating thing for me!
    This video is very informative. Thanks a lot Think বাংলা!

  • @e.arunmajumder3480
    @e.arunmajumder3480 2 ปีที่แล้ว +1

    আপনাকে অনেক ধন্যবাদ। অনেক কিছু জানতে পারলাম। এমন আরো ভিডিও চাই। শুভকামনা রইল এই চ্যানেল এর জন্য।

  • @goutombg4219
    @goutombg4219 3 ปีที่แล้ว +1

    nice

  • @drmahbuborrahman1061
    @drmahbuborrahman1061 3 ปีที่แล้ว +1

    বাংলায় পুরো জিনিসটা উপস্থাপন করা একটি অভিনব চমৎকার ব্যাপার।

  • @dibyendusardar8542
    @dibyendusardar8542 2 ปีที่แล้ว +1

    ত্বরন যুক্ত গাড়িতে আমাদের ওপর কোন বল কাজ করে? গাড়ি বাঁক নেওয়ার সময় আমাদের ওপর কোন বল কাজ করে?

    • @ThinkBangla
      @ThinkBangla  2 ปีที่แล้ว

      আপনি আমাদের 'পৃথিবী ঘুরছে বুঝিনা কেন' ভিডিওটি এবং এর উপরে করা লাইভ অনুষ্ঠানটি দেখলে এর উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ।

  • @Debolina_Physics
    @Debolina_Physics 3 ปีที่แล้ว +3

    সেরা 👌👌👌

  • @electricalfreemotion
    @electricalfreemotion 3 ปีที่แล้ว

    আপু তোমার কথা বলার স্টাইল অনেক অনেক সুন্দর 💝

  • @ambiencebd7191
    @ambiencebd7191 3 ปีที่แล้ว +2

    tnx

  • @smhabibjr
    @smhabibjr 3 ปีที่แล้ว +4

    what an explanation? Just awesome

  • @raihansajal6429
    @raihansajal6429 3 ปีที่แล้ว +2

    এখনও প্রোগ্রাম শুরু হয়নি। এর মধ্যেই অনেকে লাইক দিয়েছেন, এবং একজন ডিসলাইকও দিয়েছেন। অদ্ভুত অডিয়েন্স তো!😮

    • @rashikajmain9180
      @rashikajmain9180 3 ปีที่แล้ว

      ডিজলাইকটা আমার এখান থেকেই গেছিল ভাই ৷ ভুলে চলে গেছিল ৷ বুঝলাম না কীভাবে গেল ৷

  • @mfabdullah9590
    @mfabdullah9590 3 ปีที่แล้ว +3

    অনেক অনেক ধন্যবাদ স্যার,,,মনের ভিতরে জমাটবাদা প্রশ্ন গুলোর উত্তর পেয়েছি।

  • @freelancerpulak9073
    @freelancerpulak9073 3 ปีที่แล้ว +2

    ধন্যবাদ থিক বাংলা

  • @গানেরজগৎ-ঙ৩ঞ
    @গানেরজগৎ-ঙ৩ঞ 3 ปีที่แล้ว +1

    কৃত্তিম উপগ্রহকে মাঝে মাঝে যেমন কক্ষপতে ছুঁড়ে দেওয়ার প্রয়োজন হয় চাঁদের ক্ষেত্রে তার প্রয়োজন হয় না কেন?

    • @flameasia4067
      @flameasia4067 3 ปีที่แล้ว

      চাদের ভেতর এমন সব উপাধান রয়েছে সেগুলো আবার কৃত্তিম উপগ্রহে নেই। আবার চাদের দুরত্ব অনেক বেশী

    • @hrittikrocky1492
      @hrittikrocky1492 3 ปีที่แล้ว +1

      চাঁদের সাথে বায়ুমন্ডলের সংঘর্ষে শক্তি ক্ষয় হয়না। চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে। কৃত্রিম উপগ্রহ অনেক কাছে সেই তুলনায়।

  • @swapnilhossain3202
    @swapnilhossain3202 3 ปีที่แล้ว +2

    দারুন লাগলো!

  • @LiveLikeLife96
    @LiveLikeLife96 3 ปีที่แล้ว +1

    বাহ এটাও পেয়ে গেলাম।
    খুব ভাল।
    আরও বেশী বেশী ভিডিও চাই

  • @ArifAhmed-mx4yj
    @ArifAhmed-mx4yj 3 ปีที่แล้ว +2

    ধন্যবাদ আপু

  • @abdurrab98
    @abdurrab98 3 ปีที่แล้ว +3

    অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
    ❤❤❤❤

  • @drsmshafiq6583
    @drsmshafiq6583 3 ปีที่แล้ว +1

    পদার্থ বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান বিষয়ক সুন্দর উপস্থাপনা । আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

  • @adminajjk2541
    @adminajjk2541 3 ปีที่แล้ว +1

    সুন্দর ,সাবলীলভাবে বুঝালেন দুজনেই।
    কিন্তু আমাদের দেশের লোকজন কি করে।।

  • @DBJhon
    @DBJhon 3 ปีที่แล้ว +2

    Thank You all

  • @jamaluddin4651
    @jamaluddin4651 2 ปีที่แล้ว

    অসাধারণ একটি বিজ্ঞানভিত্তিক পরিচ্ছন্ন চ্যালেন

  • @hamedbinmajid1635
    @hamedbinmajid1635 3 ปีที่แล้ว +1

    আগের অনুষ্ঠান দেখেছি এইটাও দেখলাম খুবই ইনফরমেশন ভালো লাগলো

  • @aliahasan8
    @aliahasan8 3 ปีที่แล้ว +2

    ভালো লাগছে অনেক

  • @bikashpahari6240
    @bikashpahari6240 3 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগলো।

  • @MahadebMandal-bv8nn
    @MahadebMandal-bv8nn 6 หลายเดือนก่อน +1

    Very very nice thanks everyones❤

  • @rafatimtiaz8959
    @rafatimtiaz8959 3 ปีที่แล้ว +2

    চমৎকার। ধন্যবাদ।

  • @pkaaa6328
    @pkaaa6328 3 ปีที่แล้ว +1

    Thank you sir and mam

  • @haranmajhi4282
    @haranmajhi4282 3 ปีที่แล้ว

    ম্যাম আরো অনেক অনেক অনেক বেশি ভিডিও আপলোড করবেন।

  • @Light_for_life
    @Light_for_life 3 ปีที่แล้ว +1

    Very good.thanks you

  • @arminryhan
    @arminryhan 3 ปีที่แล้ว

    স্যাটেলাইট সম্পর্কে বিস্তারিতি একটি ভিডিও বানাবেন। আমরা কেনো পৃথিবী থেকে স্যাটেলাইট দেখতে পাই না। এছাড়াও মহাকাশ স্টেশন থেকে যে পৃথিবীর ভিউ দেখানো হয় সেখানেও স্যাটেলাট দেখা যায় না কেনো।

  • @subratashuvo684
    @subratashuvo684 3 ปีที่แล้ว +2

    খুব সুন্দর আলোচনা।।

  • @mdmojurrahman751
    @mdmojurrahman751 3 ปีที่แล้ว +2

    অসাধারণ খুব ভালো লাগলো।

  • @astrovillager
    @astrovillager 2 ปีที่แล้ว +1

    Sir I have a question . We know the moon revolving around the earth with a centripetal acceleration and it is in free fall state like other artificial satellite. And we also know any accelerated body always increases its velocity . So are moon and other satellite increases their velocity year after year?

  • @mdbasirahmed6030
    @mdbasirahmed6030 3 ปีที่แล้ว +1

    ধন্যবাদ ম্যাডাম আপনাকে ও ভুপেন স্যারকে।
    অনেক সহজ ও সাবলীল বাংলায় গুরুত্বপূর্ণ বিষয় গুলা বুঝানোর জন্য।
    আমার প্রশ্ন হলো ম্যাডাম- পৃথিবী থেকে কত গতিতে রকেট যেতে হয় মহাকাশে!
    বা বায়ুমন্ডল কত কিলোমিটার উপরে সারফেইস থেকে।
    ধন্যবাদ

  • @mst.kamrunnahar9192
    @mst.kamrunnahar9192 3 ปีที่แล้ว +3

    Thank you.

  • @milankantidas7723
    @milankantidas7723 3 ปีที่แล้ว +1

    অনেক সুন্দর আলোচনা।
    ধন্যবাদ

  • @coderboy4237
    @coderboy4237 3 ปีที่แล้ว +1

    very nice video

  • @kaiserahmed2629
    @kaiserahmed2629 3 ปีที่แล้ว

    ম্যাম মহামতি আইন্সটাইনের জেনারেল রিলেটিভিটির প্রায়োগিক উপযোগীতা ও কেন সেটা অনন্য সাধারণ সেটা নিয়ে একটা কনটেন্ট করলে খুশি হবো

  • @SafwanRohan75
    @SafwanRohan75 2 ปีที่แล้ว

    ৮ কিমি/সেকেন্ড নাকি ১১ কিমি /সেকেন্ড? মুক্তি বেগ তো ১১ কিমি/ সেকেন্ড অর ৭.৯ মাইল / সেকেন্ড

  • @muslimaakter9287
    @muslimaakter9287 3 ปีที่แล้ว

    মহাকাশযান গুলো নিজস্ব শক্তিতে ঘুরে??
    নাকি গতিশীল বস্তু গতিশীল থাকে এই সুত্রতে চলে??
    যখন মহাকাশচারী রা মহাকাশযানের বাইরের অংশে কাজ করে তখন তারা কীভাবে করে??

  • @nazimuddin8428
    @nazimuddin8428 3 ปีที่แล้ว

    মহাকাশ থেকে প্রিথীবির দিকে মানুষ এবং মহাকাশ জান একিসাতে আসা্র জন্য যদি মানুষের ওজন শূন্য হয়। থাহলে এরুপ্লেন চলার সময় সেটাও তো প্রিথীবির দিকে দাভিত হয় থখন কেনো মানুষের ওজন একি তাকে। বিষয়টি বোঝিয়ে বলবেন

  • @jahirhossain5795
    @jahirhossain5795 3 ปีที่แล้ว

    অসংখ্য ধন্যবাদ think বাংলাকে

  • @MonshahAhmed
    @MonshahAhmed 2 ปีที่แล้ว

    আমি দুবাই থেকে অনেক বার দেখেছি

  • @saburadnoc6050
    @saburadnoc6050 3 ปีที่แล้ว

    Oshadharon alochona khubi bhalo laglo. Dhonnobad apnader dujonkei.

  • @jewelranarana9324
    @jewelranarana9324 2 หลายเดือนก่อน

    বায়ুমন্ডলের পাঁচটি স্তর দশ (১০) হাজার কিঃমিঃ বিস্তৃত হলে মহাকাশ ষ্টেশন মাত্র চার (০৪) শত কিঃমিঃ উপরদিয়ে ঘন্টায় ২৮,৮০০ কিঃমিঃ বেগে পতিত হচ্ছে, তাহলে বাতাসের ঘর্ষনের ফলে মহাকাশ ষ্টেশন বেঙ্গে বা পুড়ে যাচ্ছনা কেন?

  • @skalim337
    @skalim337 3 ปีที่แล้ว

    এখানে যদি নাচ , গানের ভিডিও দিতো তাহলে দেখা যেত লাইক দিচ্ছে কমেন্ট করছে সবাই । এ যুগের ছেলেমেয়েরা তো ভুগোল বই পড়েছে তা হলে কেন এগুলো দেখে লাইক দেয়না কমেন্ট করেনা। আমি ছোট কাল থেকে সৌরজগৎ,মহাবিশ্বের সম্পর্কে পড়ে জানার চেষ্টা করি তবুও বুঝে উঠতে পারিনাই । তবে থিস্ক বাংলার দুইজন স্যার ও ম্যাডাম এনাদের কথা খুব উদাহরণ সহকারে বোঝায় এজন্য আমার কাছে সব থেকে প্রিয় ।

  • @joysankarghosh4434
    @joysankarghosh4434 ปีที่แล้ว

    ISS ki prithibi theke dekha jay?? Kivabe?? Karo Jana thakle ektu janaben please...Dada ei procedure niye ekta live video banben please...

  • @ExplorerBae
    @ExplorerBae 3 ปีที่แล้ว

    Ami khali chokhe proti sondhay dekhi

  • @dhallywood_everything12
    @dhallywood_everything12 3 ปีที่แล้ว +1

    অনেক অনেক ধন্যবাদ স্যার এবং ম্যাম,আশা করছি আমরা এমন ভিডিও আগামীতে আরো পেতে থাকবো

  • @baliramtirkey8982
    @baliramtirkey8982 2 หลายเดือนก่อน

    Darun moja lage.kintu jodi kono bakti prithivi te bose mohash er choritro somondhe Gyan agrim anubhav korar sokti thake.aami mohakash bepare chhoto theke janar ech-chha chhilo ajo achhe abong chirokal oses thak be JOY HIND ABAR SHAKHHAT HOBE BALIRARAM TIRKEY MAL JALPAIGURI.

  • @MdabdulHoque-z8d
    @MdabdulHoque-z8d 3 หลายเดือนก่อน

    আমি বলছি আপু যদি মহাকাশে স্টেশন যাত্রীরা কিছু একটা ভুল করেন ফাউল করে বা মিস করে বাবুলে যায় যদি পৃথিবীতে আঘাত আনে মহাকাশ স্টেশন তাহলে তো অনেক অনেক ক্ষতি হয়ে যাবে তাই বলছি কি এই স্টেশনটি না থাকা এটাই ভালো

  • @samiruddin1815
    @samiruddin1815 ปีที่แล้ว

    ধন্যবাদ ম্যাম সহজভাবে উপস্থাপন করার জন্য।

  • @sikanderali5390
    @sikanderali5390 2 ปีที่แล้ว

    Stationti কি একিই রেখায় ঘরে না প্রিথিবির চার দিকে ঘুরে তা কেমন করে দিক পরিবর্তন করে। জানাবেন।

  • @adnansagor3204
    @adnansagor3204 3 ปีที่แล้ว

    আমার দেখা বেস্ট ইউটিউব চ্যানেল

  • @dipbanarjee3926
    @dipbanarjee3926 3 ปีที่แล้ว +2

    Awsome 👌👌❤

  • @MdIbrahim-wx2se
    @MdIbrahim-wx2se 3 ปีที่แล้ว +1

    ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
    মহাকাশ-স্পেগ-গ্রহ এসন ভিডিও বেশি চাই।

  • @ওমRakhalDas
    @ওমRakhalDas 5 หลายเดือนก่อน

    অনেক সুন্দর আলোচনা খুব ভালো লাগলো ধন্যবাদ

  • @rijbihosen8128
    @rijbihosen8128 3 ปีที่แล้ว +1

    আপা মহাকাশ স্টেশন টি কোন দিকে ঘুরে জানাবেন

  • @prittyahsan3162
    @prittyahsan3162 3 ปีที่แล้ว

    Ami madam ke akta tipes dite chacchi, onar chokher niche onk kalo hoya giyache, madam apni proti raate soyar age vaseline r aloe Vera ak sathe mix kore chokher niche diya massage kore gumiya porben, just 1 month diya dakhen, inshallah apnar ay chokher nicher kalo vab chole jabe. R judi Sob somo try koren tahole kokhonoi r kalovab hobe nah, r akta kotha besi kore pani khaben☺️❤️

  • @রাফান-আহমেদ
    @রাফান-আহমেদ 3 ปีที่แล้ว

    thanks ato sundhor kore bujanor jonno

  • @TANU7909
    @TANU7909 2 ปีที่แล้ว

    Kivabe docking undocking hoi...ata nia akta video bananor onurodh roilo

  • @thelight5380
    @thelight5380 3 ปีที่แล้ว +1

    Hi mam
    Time travel and time dialysis ar upor ekta vedio upload expect korci...
    Have a good day

  • @-didha5401
    @-didha5401 3 ปีที่แล้ว

    কিন্তু এই চলন্ত মহাকাশ স্টেশনে যাওয়া-আসা কিভাবে করে?

    • @flameasia4067
      @flameasia4067 3 ปีที่แล้ว +1

      রেকেটের মাধ্যমে যায়। আর ফিরে আসার জন্য ক্যাপ্সুল রকেট ইউজ করে

  • @ncmlibrary4131
    @ncmlibrary4131 3 ปีที่แล้ว

    সূর্যটা আসলে কি দিয়ে তৈরি!!!

  • @Mithundhubriassam
    @Mithundhubriassam 3 ปีที่แล้ว +1

    I m mithun dhubri dancer 👨

  • @farukahmedmirpur4360
    @farukahmedmirpur4360 3 ปีที่แล้ว +1

    অনেক সুন্দর আলোচনা
    বাংলাদেশ থেকে দেখছি।

  • @imranhossen3862
    @imranhossen3862 2 ปีที่แล้ว

    ki apps matdhome iss ke dhekte parbo aktu bolben

  • @rajkumarroy203
    @rajkumarroy203 ปีที่แล้ว

    ওখা‌নে তারা কিভা‌বে নিঃশ্বাস নেয়

  • @sumaiyasdiary123
    @sumaiyasdiary123 ปีที่แล้ว

    I can learn a lot by watching videos

  • @মোঃরাহিমপাটোওয়ারী

    এক কথায় অসাধারণ,ধন্যবাদ স্যার,ম্যাম

  • @alouddin9742
    @alouddin9742 3 ปีที่แล้ว +1

    Khub balo laglo

  • @mdmonwarhossain956
    @mdmonwarhossain956 3 ปีที่แล้ว

    ধন্যবাদ. এমন ভিডিওর জন্য .

  • @catsanddog1024
    @catsanddog1024 3 ปีที่แล้ว

    আমরাওতো পৃথিবী সহ সূর্যের দিকে পড়ছি, তাহলে আমরা কি পৃথিবীতে ওজন শূণ‍্য অনুভব করছি?

    • @hrittikrocky1492
      @hrittikrocky1492 3 ปีที่แล้ว +1

      পৃথিবীর মধ্যাকর্ষণের জন্য আমরা ওজনহীন অনুভব করি না। চাঁদের মধ্যাকর্ষন পৃথিবীর ছয়ভাগের একভাগ, আর স্পেস স্টেশনের মধ্যাকর্ষন প্রায় শূন্য।
      ভর যত বেশি মধ্যাকর্ষনও তত বেশি হয়।

  • @nazimuddin8428
    @nazimuddin8428 3 ปีที่แล้ว

    মহাকাশ থেকে প্রিথীবির দিকে মানুষ এবং মহাকাশ জান একিসাতে আসা্র জন্য যদি মানুষের ওজন শূন্য হয়। থাহলে এরুপ্লেন চলার সময় সেটাও তো প্রিথীবির দিকে দাভিত হয় থখন কেনো মানুষের ওজন একি তাকে। বিষয়টি বোঝিয়ে বলবেন

    • @hrittikrocky1492
      @hrittikrocky1492 3 ปีที่แล้ว +1

      এরোপ্লেনের নিজের গতি থাকে আর পৃথিবীর খুব কাছ দিয়ে যায়।
      মহাকাশযান পৃথিবী পৃষ্ঠ থেকে অনেক দূরে। পৃথিবীর চারদিকে ঘুরার সময় এর নিজস্ব গতিবেগের পরিবর্তন হয় না

  • @hasibkhan2335
    @hasibkhan2335 3 ปีที่แล้ว

    আচ্ছা তাহলে এই ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার পৃথিবীর কক্ষপথে রাখার জন্য এটাতে বর্তমানে কি কোন কৃত্রিম গতীর ব্যাবস্থা আছে?যদি থাকে তাহলে এটা নিরলসভাবে কিভাবে চলছে?আর না থাকলেই বা কিভাবে চলছে?আর অন্যদিকে চঁাদও বা কিভাবে তার গতি ধরে আছে?কৃত্রিম তো নয়,তবে প্রাকৃতিক ভাবেই বা এটা কিভাবে সম্ভব?
    [কৌতহলবশত প্রশ্নগুলো করলাম,আশাকরি উওরগুলো পাবো]

    • @hrittikrocky1492
      @hrittikrocky1492 3 ปีที่แล้ว

      মহাকর্ষ বলের প্রভাবে ঘুরছে। সহজ কথায় পৃথিবীর আকর্ষণ বলের জন্য পৃথিবী পরতে চাইছে কিন্তু গতি বেশি হওয়ায় বাইরে চলে যাচ্ছে।

  • @aphaque1218
    @aphaque1218 3 ปีที่แล้ว

    ম্যাডাম, আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীর উপরে একটা জায়গায় মাধ্যাকর্ষন বল শূন্য ।ঐ জায়গায় সব কিছু ওজন শূন্যতার জন্য ভাসতে থাকে। ঐ জায়গায় যদি আমি মহাকাশ গবেষণা ষ্টেশন থেকে বেরিয়ে আসি তবে
    আমি কি পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকব ।যদি ঘুরতে থাকি তাহলে কোন বলের প্রভাবে ঘুরতে থাকবো । এই খানে তো আমার উপর কোন মাধ্যাকষন বল কাজ করবে না । তাহলে যদি আমি পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকি তাহলে, কি আমি পৃথিবীর আহ্নিক গতির কারণে ঘুরতে থাকব । এই আহ্ণিক গতিও কি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে সৃষ্টি । জানালে খুব উপকৃত হব
    মুগদা , ঢাকা-1214
    দোলন

    • @hrittikrocky1492
      @hrittikrocky1492 3 ปีที่แล้ว

      পৃথিবীর ওপর নিচ বলতে কিছু নাই। মহাকাশে ওপর নিচ সবই একরকম। আর পৃথিবীর বাইরে একটা জায়গায় মহাকর্ষ বল শূন্য হবে কেনো? মহাকাশ স্টেশনগুলো তো মহাকর্ষ বলের প্রভাবেই ঘুরে। এখন মনে করেন আপনি ট্রেনে করে যাচ্ছেন, তাহলে ট্রেনের সীট আর আপনার গতি সমান হবে। আপনার মনে হবে আপনি স্থির।
      ঠিক তেমনি মহাকাশ স্টেশন মুক্তভাবে পৃথিবী পরার চেষ্টা করছে। আপনিও মুক্তভাবে পরতেছেন। তাহলে আপনি ওজনহীন হবেন। আপনি ২ তলা বিল্ডিং থেকে লাফ দিলে কী হবে? আপনি মাটিতে পরার আগ পর্যন্ত ওজনহীন অনুভব করবেন। ঠিক একই ঘটনা মহাকাশ স্টেশনে ঘটতেছে।
      আপনি স্টেশন থেকে বাইরে বের হয়ে আসলে আপনিও পৃথিবীর চারদিকে ঘুরতে শুরু করবেন। আপনার পায়ের নিচে যেহেতু কিছু নাই যেটা আপনাকে প্রতিক্রিয়া বল দিবে তাই আপনি ওজনহীন অনুভব করবেন।

  • @mdjoynaluddinmdjoynaluddin3193
    @mdjoynaluddinmdjoynaluddin3193 3 ปีที่แล้ว

    অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায়

  • @touchoflearning1092
    @touchoflearning1092 10 หลายเดือนก่อน

    Come back think Bangla

  • @monirmoynul605
    @monirmoynul605 3 ปีที่แล้ว

    আপা আপনার এই দ্বীপেন ভুট্টাচার্য ছাড়া কি আর কেউ কি নেই যে কি না আপনার উপস্থাপন বক্তব্যের প্রশ্নাত্তরের জবাব বা সকল বিষয় বিবরন দিতে পারবে?

    • @hrittikrocky1492
      @hrittikrocky1492 3 ปีที่แล้ว

      হি ন্দু নাম দেখলেই চুলকায়? বন্যা আহমেদ মুস লিম নয়, মুক্তমনা। সো ফ্যান্টাসিতে ভোগার কিছু নাই।

  • @nurmondol9963
    @nurmondol9963 3 ปีที่แล้ว +1

    Thank you so much for a knowledgeable video to share with us.

  • @our_dream_আমাদের_স্বপ্ন
    @our_dream_আমাদের_স্বপ্ন 3 ปีที่แล้ว +1

    Is this a really premier video? 1st it was uploaded and then run for a few minutes, then stopped and then count down started.
    I suggest Think Bangla to organize LIVE short (15 min at most) video where moderator ask the questions posted in the comments section.
    LIVE video can be organized on the topics already uploaded in the Think Bangla previously and that LIVE video will be a followup for the audience. Make earlier announcement(s) about the LIVE session topic to get audience at the time of the broadcast in social media.