কোরআনের হুর পর্ব ৪: নারী গবেষক, খালেদ আবুল ফজল, আব্দুল কাদের জিলানি এবং আমার সাবস্ক্রাইবারদের চোখে

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มิ.ย. 2024

ความคิดเห็น • 114

  • @miraslam-ip6pf
    @miraslam-ip6pf วันที่ผ่านมา +1

    আলহামদুলিল্লাহ বিজ্ঞান যতো আবিষ্কার করবে কোরআন বোঝা ততো সহজ হবে ইনশাআল্লাহ।

  • @janatulferdoush8970
    @janatulferdoush8970 3 วันที่ผ่านมา

    Thank you very much about make me more knowledgeable and nice clean true .

  • @iamnobody975
    @iamnobody975 6 วันที่ผ่านมา +4

    স্যার, হুর নিয়ে গবেষণার একটা পূর্ণাঙ্গ ধারণা দিলেন। আমাদের সকল পুরুষকে প্রশ্নের মুখোমুখি দাড় করিয়ে দিলেন।

    • @yahmed4274
      @yahmed4274 5 วันที่ผ่านมา

      😂😂😂

    • @yahmed4274
      @yahmed4274 5 วันที่ผ่านมา

      ধার দিচ্ছেলেন?😂😂😂

    • @iamnobody975
      @iamnobody975 4 วันที่ผ่านมา

      @@yahmed4274 কি বলেন?

    • @yahmed4274
      @yahmed4274 4 วันที่ผ่านมา

      @@iamnobody975 মনে হচ্ছে এতদিনের লালিত স্বপ্ন ভেঙ্গে গেছে, সেজন্য বললাম!

    • @iamnobody975
      @iamnobody975 4 วันที่ผ่านมา

      @@yahmed4274 কি বকেন আজাইরা না বুঝে। আমি কি বলেছি ওই কথা? না বুঝে একটা কমেন্ট করেন খালি খালি

  • @bishwajitdas5189
    @bishwajitdas5189 3 วันที่ผ่านมา +1

    সত্য একদিন আসবেই ধন্যবাদ স্যার

  • @sarwaralam2161
    @sarwaralam2161 6 วันที่ผ่านมา

    আপনার বেশি বেশি কোরআনের গবেষণা চাই । চট্টগ্রাম থেকে সরওয়ার আলম বলছি । আপনার সাধনা আল্লাহ কবুল করুন ।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  6 วันที่ผ่านมา

      চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। মি. সরওয়ার। দোয়া করবেন।

    • @user-if9vw6mc8j
      @user-if9vw6mc8j 6 วันที่ผ่านมา

      ​@@Dr.AnisFaroque jannate ki sex nisiddho ?

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  5 วันที่ผ่านมา

      @@user-if9vw6mc8j নিষিদ্ধ না বিশুদ্ধ- কোনোটাই মানুষের জানা নেই। সেইজন্য শুধু একটা মত প্রচার না করে দুটি মতই থাকা উচিত। আর যার যেটা মনে চায়, সে সেটা ফলো করলো।

    • @user-if9vw6mc8j
      @user-if9vw6mc8j 5 วันที่ผ่านมา

      @@Dr.AnisFaroque sotto Ekta hobe.ekjon quraner gobesok quraner alok dabi koriyachhen nisiddh.

  • @SarifulIslam-cr2su
    @SarifulIslam-cr2su 6 วันที่ผ่านมา

    ❤🎉🎉🎉 ছালামুন🎉🎉🎉❤ আলা মানিতাবা🎉🎉🎉❤ আলাল🎉🎉🎉 হুদা🎉🎉🎉❤

  • @Hafiz-yw3pb
    @Hafiz-yw3pb 6 วันที่ผ่านมา +3

    ওয়াল্লাহি আপনার এই আলোচনার দ্বারা মানুষ উপকারের জাগায় বিভ্রান্ত হবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই।কারন আমি আপনার এই আলোচনা শুনেছি কিন্তু এখানে শুধু সন্দেহ বাড়াচ্ছে

    • @iamnobody975
      @iamnobody975 5 วันที่ผ่านมา

      ওয়াল্লাহি, আপনার ঈমান তো দূর্বল হয়ে যাচ্ছে, আপনি তো কাফের হয়ে যাচ্ছেন!

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  5 วันที่ผ่านมา +2

      এটাও আপনার নিজস্ব চিন্তা ও মতামত। মানুষের উপকার হবে কি না হবে সেটা আপনি বলবেন কী করে? আপনি শুধু আপনারটা বলতে পারবেন। আর সন্দেহ বাড়লে যদি ভালো কিছু চিন্তার সুযোগ হয়, তা তো ভালো। আর যদি কেউ হুর পাবে না বলে জান্নাতই ছেড়ে দিতে চাইবে, তারা এই ধরনের লেকচার এবং মতবাদ থেকে এমনিতেই দূরে থাকবে। ভয় পাবেন না!

    • @yahmed4274
      @yahmed4274 5 วันที่ผ่านมา

      পুরানো ঠাকুরমার ঝুলির বস্তাপঁচা আলেমদের দাঁত কেলানো কিচ্ছা-কাহীনি শুনতে শুনতে ব্রেইন ভরাট হয়ে গিয়েছে, তাই এখন প্রকৃত সত্য ব্রেইন গ্রহন করতে পারছে না।
      ঠাকুরমার ঝুলি ব্রেইন থেকে বের করে দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে।

    • @mohammadabdurrahman3282
      @mohammadabdurrahman3282 5 วันที่ผ่านมา +1

      @@Dr.AnisFaroque আপনি কতোটা সহনশীল ও লেখকের মতো বুদ্ধিদ্বীপ্ত উত্তর করেছেন আপনার ব্যক্তিত্বের জন্যে জাজাকাআল্লাহ খাইরান !

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  5 วันที่ผ่านมา +1

      @@mohammadabdurrahman3282 ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ❤️

  • @user-nb6bx4nf9i
    @user-nb6bx4nf9i 6 วันที่ผ่านมา +1

    ছার ❤ অসাধারণ অপেক্ষায় করচিলাম। ❤🎉 অনেক দন্যবাদ আপ্নাকে এই ভিডিওর জন্ন

  • @L.L.A.F
    @L.L.A.F วันที่ผ่านมา

    Nobody even thousands researchers thousands years research never imagined life style of Heaven.

  • @jackbrown2744
    @jackbrown2744 4 วันที่ผ่านมา

    Some advise as a brother :
    1) take time slowly..
    2) Learn More...
    3) never get married earlier first study religion fully then...

  • @skbablurrahman9261
    @skbablurrahman9261 6 วันที่ผ่านมา +1

    গভীরতা আছে আলোচনায়! জাযাকাল্লাহ খয়ের!

  • @najibargazi4736
    @najibargazi4736 5 วันที่ผ่านมา

    মানুষের কোনো চিন্তা চেতনা বেহেশতে থাকবে যা পৃথিবীতে ছিল। মানুষ তো মানুষ।এক অনন্য সৃষ্টি। পৃথিবীর স্মৃতি বেহেশতে মানুষের সঙ্গে থাকলে সে কি করে শান্তি পাবে? সে তো মানুষ। পুরস্কার যা ই দেওয়া হোক কেন মানুষ তো চিন্তা শীল।।

  • @asadulislam7349
    @asadulislam7349 6 วันที่ผ่านมา

    Hur : বর্তমান সময়ে রোবট/AI সঙ্গে তুলনা করা যেতে পারে।

  • @amdadulhaq3506
    @amdadulhaq3506 4 วันที่ผ่านมา

    সুন্নহর আলোকে কোরআন বুঝতে হবে। মানুষের চিন্তা চেতনা দ্বারা কোরআনের ব্যাখ্যা হাদিস ব্যাতীত অবশ্যই ভূল পথে নিয়ে যাবে।

    • @iamnobody975
      @iamnobody975 4 วันที่ผ่านมา +1

      কোন কিছু না শুনে না বুঝে একটা মন্তব্য করে গেলো। সেই লেভেলের পন্ডিত। কোনো আলোচনা নাই, সমালোচনা নাই, ভিডিওতে ভালো কি আছে, মন্দ কি আছে, কোরানের কি আছে, হাদিসের কি আছে, কোনকিছু না দেকে না বুঝে একটা কমেন্ট করে গেল। এই দেশে জ্ঞানীর অভাব নেই। তাই কেউ কাউকে গুনে না।

    • @mohashinkhandaker2879
      @mohashinkhandaker2879 4 วันที่ผ่านมา

      wrong , just opposite of your thinking should be correct

  • @sarwaralam2161
    @sarwaralam2161 6 วันที่ผ่านมา

    আপনি যেসব গবেষকদের গবেষণা বইয়ের উল্লেখ করলেন ঐ বইগুলো পেতে পারি কিভাবে জানাবেন প্লিজ

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  6 วันที่ผ่านมา

      আমাজান এ অর্ডার করে দেখতে পারেন। কিন্তু অনেক দাম পড়বে। এগুলো অরিজিনাল বুকস।

    • @abashar3502
      @abashar3502 6 วันที่ผ่านมา

      সালামুন আলাইকুম। মাইজদী কোর্ট, নোয়াখালী। ❤️💥

    • @user-if9vw6mc8j
      @user-if9vw6mc8j 6 วันที่ผ่านมา +1

      ​@@Dr.AnisFaroque hurer j bornona deoya achhe ta meyeder boishisto. Puruser kon bornona nai.

  • @L.L.A.F
    @L.L.A.F วันที่ผ่านมา

    Your identity I don't know
    What do you mean by scholar? Is an expert knows when he will die?

  • @shaikhaslam8409
    @shaikhaslam8409 6 วันที่ผ่านมา

    Assalamu Alaykum, do you mind to tell about something Azan it came from Quran or somewhere else

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  6 วันที่ผ่านมา

      Walaikum salam. I don’t have any research on that topic.

  • @sarwaralam2161
    @sarwaralam2161 6 วันที่ผ่านมา

    ওই নারী গবেষকের নাম ও বইয়ের নামটা লিখে জানাবেন প্লিজ ।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  6 วันที่ผ่านมา

      Women and Gender in the Quran: Celene Ibrahim, Oxford University Press

  • @abuhanif329
    @abuhanif329 2 วันที่ผ่านมา

    হুর সমন্ধে আপনার মুসলিম বিশেষজ্ঞদের মতামত নিচ্ছেন? নাকি অন্যান্য ধর্মের অন্যান্য স্কলারদের মতামত নিচ্ছেন।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  2 วันที่ผ่านมา

      সব পর্ব দেখে মন্তব্য করেন। শুধু শুধু এমন করেন কেন?

    • @iamnobody975
      @iamnobody975 2 วันที่ผ่านมา

      স্যার, এইটারে আমাদের কাছে ছেড়ে দেন। ঝেটিয়ে বিদায় করবো। এদেরকে আপনার উত্তর দেয়ার দরকার নাই। আপনি রিসার্চ করেন আর আমাদেরকে আলোকিত করতে থাকেন। এদেরকে অন্ধকারে পাঠানোর দায়িত্ব আমাদের। ❤

  • @bonggojbihonggo991
    @bonggojbihonggo991 5 วันที่ผ่านมา

    @Omar Faruk
    বড় বড় আলেমরা এতোদিন আপনাদের কী শিক্ষা দিলো? আপনারা বড় বড় আলেমদের থেকে শিক্ষা নিয়ে তাদের পক্ষে আলোচনা করতে পারার মতো যোগ্যতা অর্জন করতে পারছেননা কেনো? ছাত্রের শিক্ষার অবস্থাই শিক্ষক ও স্কুলের অবস্থার অনেকটাই প্রমাণ করে।

    • @mohammadabdurrahman3282
      @mohammadabdurrahman3282 5 วันที่ผ่านมา

      উনার পুরোটা আলোচনায় আল্লাহ পাকের রাহমাত আর বারাকাতে পরিপূর্ণ হয়েছে কারন উনি তো কুরআন নিয়েই আলোচনা করছেন। নবীজি বা সাহাবিগণ কোনো মাদ্রাসাকে ইছলাম নিয়ে সনদ দিতে বলেছেন ? তাই আলেম তৈরীর কারখানা হলো মাদ্রাসা আর কিছু আয়-উন্নতির পথ তাই এদের কথাই প্রকৃত ইছলাম এই সিদ্ধান্তটা কোথা থেকে এসেছে বলবেন কি ? আর একজন স্বাধীন মানুষ স্বাধীন ভাবে কুরআন ও ইছলাম নিয়ে গবেষনা করতে পাড়বে না তাকে কথিত ছাদাকার ওপর নির্ভরশীল আলেমের কথায়/চিন্তা-চেতনায় কুরআন ও ইছলাম বুঝতে হবে এই সিদ্ধান্ত কোথায় পেলেন ? অথচ আল্লাহ পাক কুরআন -এ বারবার তাগিদ দিয়েছেন কুরআন থেকে জ্ঞান নিতে আর কুরআনেই রয়েছে জ্ঞানীদের জন্যে নিদর্শন, এখানে আলেমের জন্যে কোনো নিদর্শন নাই।

  • @taslimamohsin2543
    @taslimamohsin2543 5 วันที่ผ่านมา

    সালাম নিবেন, কোরআনের আলো কে হুর সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করলেন তাতে আল্লাহ্ সুবহানাহু তাআলার শ্রেষ্ঠ গুনাবলীর প্রমাণ পাওয়া গেল ।আমাদের দেশের ধর্মীয় কাউয়াদের বর্ণনায় ( বর্তমান ইউটিবার আলেম সমাজ ) আল্লাহ এক শ্রেণীর মানুষের জন্য ভালো কিছু রেখেছেন , অন্য শ্রেণীর জন্য কী রেখেছে তা পরিষ্কার করে বলেন না । বল্লে তাদের দাম কমে যাবে মনে করেন। । আমার দৃড বিশ্বাস ছিলো আল্লাহ তাঁর সৃষ্টি বিষয়ে পুরস্কারও শ্বাস্তির বিষয়ে দুই রকম করবেন না অন্যতম কারণ প্রার্থনার সব বিষয়ে নিয়ত ও নিয়ম এক ।কোরআন গবেষণায় আপনি এগিয়ে যান ।দোয়া করি আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করবেন আমিন।

    • @iamnobody975
      @iamnobody975 5 วันที่ผ่านมา +1

      কাউয়াদের ফলোয়াররা মন্তব্যের ঘরে দৌড় ঝাপ শুরু করেছে।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  5 วันที่ผ่านมา

      ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ আপনার মন্তব্য ও শুভকামনার জন্য।

    • @user-nm6rh9fe8h
      @user-nm6rh9fe8h 5 วันที่ผ่านมา

      @@iamnobody975 কাউয়া ধরতেই কি আপনারা ফাঁদ পেতে অপেক্ষা করছেন না ? 😂

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 2 วันที่ผ่านมา

      @Talima Mohsin
      পূর্ণাঙ্গভাবে হুর সম্পর্কে কোরআনের আলোকে এই পর্বে আলোচনা করা হয়নি। বরং হুর সম্পর্কে কোরআনে বলা সত্যকে আড়াল করে হুরের খাৎনা করে হুরে 'পবিত্রতা' আরোপ করা হয়েছে। সুতরাং ইসলাম জানতে দাড়ি-টুপি জোব্বা পরা ওয়াজজীবী আলেম ও ক্লিন শেভ্ড কোট-টাই পরা PhD. ডিগ্রীধারী মডারেট (কোরআনের ভাষায় মুনাফিক) আলেমদের ওয়াজ অন্ধভাবে বিশ্বাস না করে তাদের বক্তব্যের সত্যতা যাচাই করতে কোরআন-হাদিস নিজেই পড়ুন।

  • @abuhanif329
    @abuhanif329 2 วันที่ผ่านมา

    আপনি কি পুরো নাস্তিক না অর্ধ নাস্তিক পুরো সংশয়বাদী নাকি কিছু সংশয়বাদী আর নিয়ে চিন্তা ও প্রকাশনা 😂করে আপনার কি ও কৌতুহল তৃপ্তি ভোগ করেন নাকি অর্থনৈতিক লাভবান হওয়ার সুযোগ আছে প্রকাশ করলে আমরা আপনাকে বুঝতে পারতাম না হলে বিভিন্নভাবে ধারণা করিয়ে নিব।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  2 วันที่ผ่านมา

      যেভাবে মনে চায় ধারণা করে নেন। সমস্যা নাই।

    • @AbdullahAbuSayed
      @AbdullahAbuSayed 19 ชั่วโมงที่ผ่านมา

      Actually he is a gan papi.

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  17 ชั่วโมงที่ผ่านมา

      @@AbdullahAbuSayed আল্লাহকে ছেড়ে তারা যাদের আরাধনা করে, তোমরা তাদেরকে মন্দ বলো না। তাহলে তারা ধৃষ্টতা দেখাতে গিয়ে অজ্ঞতাবশত আল্লাহকে গাল-মন্দ করবে। এমনিভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে তাদের কাজ-কর্মকে সুশোভিত করে দিয়েছি। অতপর স্বীয় পালনকর্তার কাছে তাদের প্রত্যাবর্তন করতে হবে। তখন তিনি তাদের বলে দেবেন যা কিছু তারা করত।’ (সুরা আনআম : আয়াত ১০৮)
      আজকে এই ফায়সালা আমি করতে পারবো না যে, আপনি না আমি, কে আসলে সত্যপথে আছি। আমার কাছে আমি রাইট। আপনার কাছে আপনি। আর আল্লাহ আমাদের দৃষ্টিতে আমাদের যার যার মতবাদ ও কর্মকে বিউটিফুল করে রেখেছেন। কিন্তু সেদিন আল্লাহ প্রকাশ করে দেবেন সত্যটা। বিচার করবেন। আজকে আমাকে অর্ধেক নাস্তিক, পুরো নাস্তিক কিংবা সংশয়বাদী মনে হচ্ছে। কিন্তু আমি আল্লাহর চোখে কী? আপনিই বা কী? এই সিদ্ধান্ত আপনি দিতে পারবেন না। আমাকে বুঝে লাভ নেই। নিজেকে বুঝার চেষ্টা করেন। সেদিন আল্লাহর কাছে আমি আমার জবাব দিবো আর আপনিও আপনারটাই দেবেন। আমারটা না। আমার দাড়ির পেছনে না ঘুরে নিজের দাড়ির পরিচর্যা করুন। তবে এই যে অপবাদ আমাকে দিলেন, সেটার বিচার দিয়ে রাখলাম মহান প্রভুর কাছে আর মন্তব্যগুলো এখানে কেয়ামত পর্যন্ত থাকুক সাক্ষী হয়ে। আমার মতবাদ ভালো না লাগলে আল্লাহর শিক্ষা অনুযায়ী আপনার দরকার ছিলো এড়িয়ে যাওয়া। খারাপ মন্তব্য করা নয়। ব্যক্তিগত আক্রমণ করা নয়। আমি কিন্তু সেই পাপ থেকে মুক্ত রইলাম।

  • @bishwajitdas5189
    @bishwajitdas5189 3 วันที่ผ่านมา

    কোথায় খুঁজেছ স্বর্গ নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেরই সুরাসুর

  • @L.L.A.F
    @L.L.A.F วันที่ผ่านมา

    Your lecture proves you are a little knowledged man.Such type of debating not fit for you .

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  วันที่ผ่านมา

      You are right. But I believe as you understand that this type of debating doesn’t fit me, this definitely suits you. I invite you to do some debate on this topic and upload that video and give me the link. Congratulations on your future work!
      However, I will be delighted if you could logically prove that I am not fit for this debating, by criticising my lecture. If you just give your conclusion, where is the main discussion? This shows actually you don’t have anything to criticise from my lecture. I will prepare a lecture soon to prove how our preconception or belief determines our decisions. You are not an exception.

  • @royaltechnozonelimited9071
    @royaltechnozonelimited9071 5 วันที่ผ่านมา

    ভাই, যেইসব বিষয়ে আপনার অভিজ্ঞতা নেই, সেই বিষয়ে কথা না বলা উত্তম, তাতে করে আপনি নিজে এবং অপর কে বিভ্রান্ত করছেন

    • @iamnobody975
      @iamnobody975 5 วันที่ผ่านมา

      অভিজ্ঞতা কিভাবে হয় ভাই? মরার আগে ত হুরের অভিজ্ঞতা আপনিও পাবেন না। প্রফেসর সাহেব পাবেন কি করে? কি অদ্ভুত কথা। আর কে কাকে বিভ্রান্ত করতে পারে? আপনার মতো লোককে যেহেতু পারেন্নাই, অন্যরাও হবে না। অন্যদের নিয়ে আপনার অনেক চিন্তা! প্রতিবেশীদের খবর নিয়েছেন আজ? গলির মাথায় যে ভিক্ষুক বসে ছিলো, তাকে খাবার দিয়েছেন? আসছে, অন্যের চিন্তা করতে।

    • @md.sujonsujon6282
      @md.sujonsujon6282 5 วันที่ผ่านมา

      তুই বেশি অভিজ্ঞ, তোদের কারণে কি সমালোচনা করা যাবে না?

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  4 วันที่ผ่านมา

      আমি যে বিষয়ে কথা বলছি সে বিষয়ে আমি জেনেই তো বললাম। ১২০০ বছর ধরে হুরের সংগা, অবয়ব ও বৈশিষ্ট্য নিয়ে যা বলা হয়েছে, পুরো বিষয়ের ওপর একটা সামগ্রিক গবেষণা আমি তুলে ধরলাম। আপনার কমেন্টটা এখন আমি আপনাকেই ফিরিয়ে দিচ্ছি। আমি যে বিষয় নিয়ে বললাম, সেই বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই। তাই এই বিষয়, মানে, আমার লেকচারের বিষয়ে কথা বলার মতো জ্ঞান আপনার নেই। তবুও আপনি বারবার দেখবেন আমার ভিডিওগুলো। অনেকবার করে। তখন আপনি এটার ভেতরের নির্যাসটা উপভোগ করতে পারবেন। ভালো থাকুন। লাগেজটা খুলে রাখুন। তবেই না সেখানে নতুন অভিজ্ঞতা, নতুন জ্ঞানের কথা ঢুকতে পারবে। ধন্যবাদ।

  • @abdullahchowdhury5207
    @abdullahchowdhury5207 2 วันที่ผ่านมา +1

    Quran is full of hypocrisy.

  • @Hafiz-yw3pb
    @Hafiz-yw3pb 6 วันที่ผ่านมา +2

    আখেরাতের হিসাব কোনভাবেই দুনিয়ার সাথে মিলানো যাবেনা।আমরা কোরান হাদিস মানি ব্যাস এটাই সত্য সঠিক,

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 6 วันที่ผ่านมา

      কোরআন কি অসম্পূর্ণ, অপূর্ণাঙ্গ?
      কোরআনে কোথায় হাদিস মানতে বলা হয়েছে?

    • @Hafiz-yw3pb
      @Hafiz-yw3pb 6 วันที่ผ่านมา

      কোরানে রাসুল সা কে মানতে বলা হয়ছে,,আচ্চা এখন আমাকে বুঝান রাসুল সা:কে কিভাবে মানবেন যদি হাদিস না মানেন????????? কোরানে বলা হয়েছে যাকাত দাও এখন কিভাবে কি পরিমাণ যাকাত দিবেন আপনার সম্পদের???কোরানে বলা হয়েছে সালাত কায়েম কর এখন বলেন কয় রাকাত কখন কিভাবে পড়বেন অথচ কোরানে বিস্তারিত বলা হয়নি

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 5 วันที่ผ่านมา

      ​@@Hafiz-yw3pb
      আল্লাহ তার কোরআনে বলেছে,
      তোমাদের প্রতি নাযিল করেছি প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা, হেদায়েত, রহমতসহ বিস্তারিত গ্রন্থ, সবকিছুই সুবিন্যস্ত কিতাবে রয়েছে। আমি কোন কিছু লিখতে ছাড়িনি, ক্ষুদ্র কোন কিছু আছে, না বড় যা এই প্রকৃষ্ট কিতাবে নেই। অণু পরিমাণ কিছু, না তদপেক্ষা ক্ষুদ্র এবং না বৃহৎ-সমস্তই আছে সুস্পষ্ট কিতাবে। সুতরাং যাকাত কী পরিমাণ দিবেন, সালাত কত রাকাত কীভাবে আদায় করবেন সেসব যদি বর্তমান কোরআনে না পান, তাহলে নিশ্চয়ই এই কোরআন সহীহ কোরান নয়।
      ০৬. সূরা আল্-আন্-আম
      ১১৪. তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কোন বিচারক অনুসন্ধান করব, অথচ তিনিই তোমাদের প্রতি বিস্তারিত গ্রন্থ অবতীর্ণ করেছেন?
      ১১. সূরা হুদ
      ০৬. .... সবকিছুই এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে।
      ১৬. সূরা নাহল
      ৮৯. ...... আমি আপনার প্রতি গ্রন্থ নাযিল করেছি যেটি এমন যে তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা, হেদায়েত, রহমত এবং মুসলমানদের জন্যে সুসংবাদ।
      ১০. সূরা ইউনুস
      ৬১. .... আর তোমার পরওয়ারদেগার থেকে গোপন থাকে না একটি কণাও, না যমীনের এবং না আসমানের। না এর চেয়ে ক্ষুদ্র কোন কিছু আছে, না বড় যা এই প্রকৃষ্ট কিতাবে নেই।
      ৩৪. সূরা সাবা
      ০৩. ..... তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত। নভোমণ্ডলে ও ভূ-মণ্ডলে তাঁর আগোচরে নয় অণু পরিমাণ কিছু, না তদপেক্ষা ক্ষুদ্র এবং না বৃহৎ-সমস্তই আছে সুস্পষ্ট কিতাবে।
      "আপনার প্রতিপালকের বাক্য পূর্ণ সত্য ও সুষম।" বলার পরে হাদিস, আয়াতের আলাদা তাফসির বা ব্যাখ্যা করার কি আর কিছু বাকী থাকে?
      ০৬. সূরা আল্-আন্-আম
      ১১৫. আপনার প্রতিপালকের বাক্য পূর্ণ সত্য ও সুষম। তাঁর বাক্যের কোন পরিবর্তকারী নেই। ...
      "সব রকম বিষয়বস্তু বুঝিয়েছি" বলার পরে কি বুঝানোর আর কিছু বাকী থাকে? যদি থাকে তাহলে যে বুঝাবে যে অবশ্যই আল্লাহর চেয়েও অনেক অনেক বেশী জ্ঞানী।
      ১৭. সূরা বনী ইসরাঈল
      ৮৯. আমি এই কোরআনে মানুষকে বিভিন্ন উপকার দ্বারা সব রকম বিষয়বস্তু বুঝিয়েছি। কিন্তু অধিকাংশ লোক অস্বীকার না করে থাকেনি।
      কোরআনের ০৫ঃ০৩ আয়াতে বলা হয়েছে
      "আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দ্বীন হিসেবে পছন্দ করলাম।"
      আল্লাহ কোরআনের ০৫ঃ০৩ আয়াতের মাধ্যমে মুসলমানদের জন্য দ্বীন ইসলাম পূর্ণাঙ্গ করে দেবার কথা বলেছে। অথচ মুসলমানরা কোরআন উপেক্ষা করে হাদিস, তাফসির, নাসিক-মানসুক, ইজমা-কিয়াস, মানহাজ, ফিকাহ শাস্ত্র দিয়ে নিজেদের পছন্দমতো ইসলাম বানিয়ে তা পালন করে নিজেদের মুসলমান মনে করে।

  • @Hafiz-yw3pb
    @Hafiz-yw3pb 6 วันที่ผ่านมา

    আপনি মানুষের মাঝে সন্দেহ সৃষ্টি করছেন!😡

    • @iamnobody975
      @iamnobody975 5 วันที่ผ่านมา +1

      ঠিক বলেছেন। আপনার ইমান দুর্বল হয়ে যাচ্ছে। আপনি কাফের হয়ে যাচ্ছেন। উনার লেকচার শুনতে যাবেন না। তওবা করেন তাড়াতাড়ি

    • @user-nm6rh9fe8h
      @user-nm6rh9fe8h 5 วันที่ผ่านมา

      আমার উপলব্ধিও এটাই যে, উনি কুরআন গবেষণার নামে ভিন্ন কিছু ম্যাসেজ দেয়ার চেষ্টায় আছেন যা আরও কিছুদিন পরে স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আপাতত দেখা যাচ্ছে উনি হুর যে নারী এই সম্পর্কে হাদিসের বর্ণনা অস্বীকারকারী এবং উনার মনপুত একজন নারীর কল্পনা প্রসূত বক্তব্যের অনুসারী। এইজন্যই হয়তো উনি কুরআন হাদিস মানা সাধারণ মুসলিম ও আলেমদেরকে ইসলামের লাগেজ বহনকারী বলে সম্বোধন করেন। আর কুরআনের আয়াতে কতো গভীর তত্ত্ব লুকায়িত আছে সেটা আবিষ্কার করে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপনের চেষ্টায় তিনি বই লিখে ফেলেছেন "অচেনা কুরআন" নামে। এই নাম করনের কারণ হিসেবে বোঝা যাচ্ছে দেড় হাজার বছরেও মুসলিম উম্মাহ কুরআনকে চিনতে পারেনি এটাই উনার দাবী। 😊

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 5 วันที่ผ่านมา +1

      উনি কোরআনের আয়াত উল্লেখ করেই আলোচনা করছেন। উনি যদি আয়াতটি যথাযথ অর্থ না করে ভিন্নার্থ করে থাকেন, তাহলে আপনি ঐ আয়াত উল্লেখ করেই আয়াতটিতে যা বুঝেন তা জানান।

    • @user-nm6rh9fe8h
      @user-nm6rh9fe8h 5 วันที่ผ่านมา

      @@iamnobody975 যার নিজেরই ঈমান দুর্বল, তার কথায় কি এতোটা প্রভাব থাকে যে- সে ইমানদারের ঈমান হরণে সামর্থ্যবান হবে ? 😊

    • @iamnobody975
      @iamnobody975 4 วันที่ผ่านมา

      @@bonggojbihonggo991 কি করে বলবে বলেন? নিজেই তো জানে না যে সে কি জানে না। হাফিজ ভাই সারাজীবন এভাবে সন্দেহ করে কাটিয়েছেন। উনি দাড়ি দেখলে শুধু সন্দেহ করা থেকে বিরত থাকেন। উনি বুঝেনই নাই প্রফেসর সাব কি বুঝাইছেন। কেন বুঝাইছেন। দেখেই ভয় পেয়ে গেছেন হুর পাবেন না। হুর না পেলে বেহেশতে যাওয়ার মজাটাই ত নেই। ওখানে গিয়ে সময় কাটাবেন কি করে। ওখানে গিয়ে কি এভাবে মন্তব্য করা যাবে?