১২০০ বছরে কোরআনের যে কথা কেউ বলেনি: কোরআন থেকে জান্নাত ও জাহান্নামে যাওয়ার এক আশ্চর্য সূত্র

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • সমগ্র কোরআনকে নিজস্ব গবেষণার আলোকে একটি চিত্রের মাধ্যমে এখানে উপস্থাপন করা হয়েছে।
    কোরআনে সাফল্য ও ব্যর্থতা, যা কিনা বেহেশত ও দোজখ লাভ, সেটির আলাদা আলাদা কিন্তু সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়েছে। তবে সেগুলো কোরআনের নানা জায়গায় ছড়িয়ে আছে। সেই ছড়ানো ছিটানো রত্নগুলোকে একসাথে করে একটি সামগ্রিক ব্যাখ্যা করা হয়েছে। একটি আশ্চর্যের বিষয় হচ্ছে, ব্যর্থতা ও সাফল্যের এই সূত্রের মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, দ্বিচারিতা নেই। আপনি যদি সাফল্যের সূত্রের বিপরীত কাজ করেন তবে তা হয়ে যাবে ব্যর্থতার কারণ, সূত্র। আবার ব্যর্থতার কারণ থেকে বেচে থাকলে আপনি সাফল্য লাভ করবেন।
    এটাই আশ্চর্যের ব্যাপার যে, এতো বড়ো কোরআনে এভাবে সাফল্য ও ব্যর্থতার সূত্র লুকায়িত ছিলো এবং বিপরীত দুটি বিষয়ের মধ্যে কোনো ধরনের কনফ্লিক্ট দেখা দেয়নি।
    ১২০০ বছরের কোরআনের ইতিহাসে কোরআনিক জ্ঞানের এটাই সবচেয়ে বড় আবিষ্কার নয় কি, যা ফলো করলে একজন সাধারণ প্র‍্যাকটিসিং মুমিন বান্দা পথভ্রষ্ট হবে না। আর খুঁজে পাবে সাফল্যের পথ, বেচে থাকতে পারবে ব্যর্থতার গ্লানি থেকে। অনন্ত জান্নাতই হবে তার ঠিকানা।
    #quranicwisdom #islaminbangla #banglaquran #qurantranslation #quran #quranic #কোরআন #কুরআন

ความคิดเห็น • 110

  • @mdkhalifa93
    @mdkhalifa93 3 หลายเดือนก่อน +1

    খব সুন্দর কন্টেন্ট। বাট, সাউন্ড বেশ কম।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  2 หลายเดือนก่อน

      @@mdkhalifa93 নতুন ভিডিওতে সাউন্ড ঠিক হয়েছে।

  • @nurx6815
    @nurx6815 3 หลายเดือนก่อน +3

    ধর্ম ব্যবসায়ে আবার নতুন মুখ😂

  • @alamgirkabir5492
    @alamgirkabir5492 2 หลายเดือนก่อน

    আপনার জ্ঞানগর্ভ আলোচনা আমাদের কোরআন বুঝতে যথেষ্ট সাহায্য করে। ধন্যবাদ।

  • @drmohammadali3602
    @drmohammadali3602 3 หลายเดือนก่อน +1

    Thankful for you Oll time God bless you Universe 🙏 SHUVO SURJO 🙏🌎

  • @ZaheerKhan54556
    @ZaheerKhan54556 2 หลายเดือนก่อน

    ১২০০ বছরে??

  • @jamanashraf3095
    @jamanashraf3095 3 หลายเดือนก่อน

    Khub sundor kore bujhai sen aro valo valo koran er kotha niye asben

  • @TohidulIslam-nm5hd
    @TohidulIslam-nm5hd 3 หลายเดือนก่อน +1

    জাযাকাল্লাহু খাইরান। স্যার আপনার যুক্তি
    ও আলোচনা আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ যথেষ্ট গ্রহণযোগ্য। একটা নিদর্শন উপলব্ধি করার পর আরেকটা নিদর্শন খুজতে বা অনুসন্ধান করতে পারে এবং আল্লাহ চাইলেই তা ঘটতেও পারে। কিন্তু আগেরটি জানার পর ঐটার প্রতি কোনোরুপ অবজ্ঞা অবহেলা অর্থাৎ আগেরটি নিজের জীবনে কার্যকর না করে আরো আরো নিদর্শন চাওয়া মনের কূলষতার কারণেও হতে পারে। যে ধরনের কাজ বনী ইস্রাইল করেছিল। এটা অপরাদ হওয়ার সম্ভাবনা থাকে কি স্যার? আর আলেমদের ক্ষেত্রে কেঊ কেউ এই ব্যাপারটা তুলে ধরতে চান আবার দুই একটা আনাড়ি থাকতেই পারে।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  3 หลายเดือนก่อน

      ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

  • @Rbrbrb1999
    @Rbrbrb1999 3 หลายเดือนก่อน +1

    পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি

    • @MohammadAli-n4f8b
      @MohammadAli-n4f8b 3 หลายเดือนก่อน

      মনে হয় আপনিই সেই নতুন পাগাল।

  • @tasnimmim134
    @tasnimmim134 3 หลายเดือนก่อน +2

    কোরআনের মর্মবাণী না বুঝেই গবেষণার ফল প্রকাশ করেছেন, কোরআন এসেছে 1400 বছর আগে, আপনার এই শিরোনামটাই ভুল, আল্লাহ কোরআন রচনা করেছেন মানুষ সৃষ্টির পূর্বে 2ঃ285, মালাইকা কোরআন এর পর রাসুলের প্রতি ঈমান আনতে বলেছেন, (2ঃ136 ধারাক্রম দেখুন ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব মুসা ঈসা ) আকাশ পৃথিবী ও পর্বতমালা প্রতি কোরআনকে আমানত রাখতে চেয়ে ছিলেন কিন্তু তারা অপারগতা পাকাশ করে এবং মানুষ তা বহন করলো নিশ্চয়ই (মানুষ) বড় জালিম ও অতিশয় মূর্খ ! কোরআন এসেছে প্রথম মানব থেকে 2ঃ2, 2ঃ185, কোরআন এসেছে সকল মানুষের জন্য বিভিন্ন নামে, মোহাম্মদের পূর্বে কি মানুষ ছিল না, কোরআনের পূর্বে পৃথিবীতে কোন জ্ঞানের কিতাব ছিল না 46ঃ4, পূর্বে যারা অতীত হয়েছে তাদের এটাই ছিল আল্লাহর রীতি; আর তুমি আল্লাহর রীতিতে কোন পরিবর্তন পাবে না 33ঃ62, আল্লাহ তার সৃষ্টির শপথ করেছেন সেইসব সালামুন আলা মোহাম্মদের পূর্বেও ছিল, আয়াত গুলি আপনি ভাল ভাবেই জানেন তাই দিলাম না

    • @tasnimmim134
      @tasnimmim134 3 หลายเดือนก่อน

      33ঃ72, পাহাড় পর্বত মালা কোরআন আমানত রাখতে চায়নি, মানুষ জালিম এবং মূর্খ

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  3 หลายเดือนก่อน +3

      আমি ১৪০০ বছরে সীমাবদ্ধ থেকে আমাদের কাছে যে কোরআন উপস্থিত সেটি থেকে ফলাফল তুলে ধরলাম। ১৪০০ বছর পূর্বের বা সৃষ্টির পূর্বের কোরআনের সংস্করণটি যদি আলাদা হয়ে থাকে, তবে আপনার কাছে কপি থাকলে দুটির মধ্যে তুলনা করে দেখা যেতো।
      আমি যে বিষয় ও বিষয়বস্তু তুলে ধতলাম, যে ফ্রেইমওয়ার্ক দিলাম, সেটা নিয়ে আলোচনা করতে পারেন। ভুল পেলে বলতে পারেন। কোরআন একটি বৈশ্বিক ও ঐশ্বরিক গ্রন্থ। একেকজন একেকভাবে একে বুঝবে, বিশ্লেষণ করবে কারণ এখানে এখানে সবার জন্যই কিছু না কিছু আছে। কেউ যাবে না খালি হাতে। আপনার কাছে এর মর্মবাণী ভিন্ন হতে পারে, হওয়ারই কথা। শিরোনাম না হয় ভুল, বিষয়বস্তুতো সঠিক! এইটুকু স্বীকার করে যদি হৃদয়ের প্রশস্ততার প্রমাণ দিতেন তবে কতোই না ভালো হতো। যারা হৃদয়ের সংকীর্ণতা থেকে মুক্ত তারাই সফলকাম। আল্লাহ আপনাকে সফলতার পথের সন্ধান দিন। আমিন। ভালো থাকুন।

    • @nawabali994
      @nawabali994 3 หลายเดือนก่อน

      বিশ্বাসের ক্ষেত্রে কলেমা শাহাদাত এর"আমি সাক্ষ্য দিচ্ছি" এই সাক্ষ্য দিচ্ছি কিসের ভিত্তিতে এটার ব্যাখা করুন।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  3 หลายเดือนก่อน

      @@nawabali994 আমি ফরমায়েসী হুজুর না।

    • @ImrulHasan-ih3zh
      @ImrulHasan-ih3zh 3 หลายเดือนก่อน

      Notun notun fitna. This fantasy will mislead some people.

  • @drmohammadali3602
    @drmohammadali3602 3 หลายเดือนก่อน

    God bless you Oll time pleas Universe my dear professor ❤

  • @asifhaquegr
    @asifhaquegr 3 หลายเดือนก่อน

    Great educational content to enlight the people ❤

  • @sgaming6001
    @sgaming6001 3 หลายเดือนก่อน

    শুধু কোরআনের তে বুঝাইবার চেষ্টা করবেন

  • @lutforrahman109
    @lutforrahman109 3 หลายเดือนก่อน

    The way to success in Quran is ganimat and honor.

  • @yusufbakhtiar4805
    @yusufbakhtiar4805 3 หลายเดือนก่อน

    Bhalo bolesen.... Dhonnobad.

  • @asadmahmudmeraj3892
    @asadmahmudmeraj3892 3 หลายเดือนก่อน

    23:12 আপনার আলোচনার সারাংশ হলো, কুরআন নাজিলের পর থেকে এ পর্যন্ত আপনি যা উপলব্ধি করতে পেরেছেন তা আর কেউ পারেনি। অথচ কুরআনের বিধান উপলব্ধি এবং পালনের ধারাবাহিকতা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুরু করে অদ্যাবধি ক্রমহ্রাসমান!

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  3 หลายเดือนก่อน +1

      আপনি ঠিকই ধরেছেন। আপনার প্রথম কথাটি ঠিক, আমার দাবিটি আপনি ধরতে পেরেছেন। আপনার দ্বিতীয় কথাটিও ঠিক। এটি একটি চলমান প্রক্রিয়া। নতুন নতুন গবেষণা ও ফলাফল আসতেই থাকবে কোরআন নিয়ে সেটা আমারও বিশ্বাস। কিন্তু আমার কাছে অদ্ভুত লাগে, আমার দাবিটি আমি প্রমাণ করতে পেরেছি কিনা, সেটা কতোখানি যুক্তিযুক্ত আর কতোখানি অযৌক্তিক সেই আলোচনা, সমালোচনায় না গিয়ে আপনি আসলে কী বলতে চাইলেন সেটাই পরিষ্কার না। যেহেতু আপনি এখানে ভুল বের করতে পারেননি, তাই আপনি এসেছেন ব্যক্তিগতভাবে আক্রমণ করতে। ব্যক্তিগত আক্রমণ করলেও আপনার মধ্যে শালীনতা আছে। সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই।
      গবেষকের কাজ হচ্ছে একটি হাইপোথিসিস ধরে আগানো এবং সেটি তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করা। আমি সেটিই করেছি। এখানে ভুল তথ্য উপাত্ত বা গবেষণার প্রক্রিয়ায় কোনো দুর্বলতা থাকলে অবশ্যই বলবেন। প্রশ্ন করবেন। সমালোচনা করবেন।
      আমার আলোচনার সারাংশ, আপনি বলেছেন, আমি যেটা দাবি করেছি। ওইটা কী করে সারাংশ হয়? আমি যেই ফ্রেইমওয়ার্ক দিয়েছি সেটা সারাংশ।
      ভালো থাকুন।

  • @asadmahmudmeraj3892
    @asadmahmudmeraj3892 3 หลายเดือนก่อน

    16:24 আপনার মূল উদ্দেশ্য কি হুজুরদের ভুল ত্রুটি খুঁজে বের করা নাকি কুরআনের আবদারে আমাদের উদাসীনতা দেখিয়ে দেয়া?

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  3 หลายเดือนก่อน

      হুজুররা একটু নড়েচড়ে বসুন। উনারা তো একজন আরেকজনের সাথে ঝগড়াঝাটি গালাগালিতে ব্যস্ত। উনারা যেমন সারাক্ষণ সাধারণ মানুষকে নসিহত করে বেড়ান, দোষ ত্রুটি খুঁজে বেড়ান, এখন আমাদের সময় তাদেরকে নসিহত করা। উনারা নিজেদের ফোকাস থেকে দূরে সরে গেছেন বলেই মঞ্চে আমাদের উত্থান। উনাদের উদাসীনতাকেও চোখে আঙুল দিয়ে দেখাতে হবে। সেটাও ইমানি দায়িত্ব। সাফল্যের ফ্রেইমওয়ার্কে দেখেছেন না, ভালো কাজের পরামর্শ, মন্দ কাজে নিষেধ, কল্যাণের দিকে আহবান- এটাই হচ্ছে ইসলামি সমাজ গঠনের ভিত্তি। আসুন সবাই মিলে এই কাজটা করি।

  • @mohammadabdurrahman3282
    @mohammadabdurrahman3282 3 หลายเดือนก่อน +1

    আমিও আপনার সাথে একমত, এরকম আলোচনা আমাদের যে কি পরিমান দরকার ! নিশ্চয়ই, আল্লাহ পাক আপনাকে পছন্দ করেছেন আর তাই আপনি এসেছেন।

  • @SarifulIslam-cr2su
    @SarifulIslam-cr2su 3 หลายเดือนก่อน

    Salamun alaykum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  3 หลายเดือนก่อน

      ওয়ালাইকুম সালাম। শুভেচ্ছা।

  • @AlekShai-nl1kn
    @AlekShai-nl1kn 3 หลายเดือนก่อน

    আপনার বই বাংলা দেশের কোন লাইব্রেরীত পাওয়া যায়?

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  3 หลายเดือนก่อน

      Adorn Publication থেকে। অনলাইনে রকমারি.কম থেকে অর্ডার করলে বাসায় পৌঁছে দেবে।
      www.rokomari.com/book/372168/qurane-nari-itihas-dorshon-o-adonikota
      www.rokomari.com/book/372173/ochena-quran-dorshon-o-bastobota

  • @skbablurrahman9261
    @skbablurrahman9261 3 หลายเดือนก่อน

    জাযাকাল্লাহ খয়েরী। গবেষণা টা ভালো লেগেছে!

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  3 หลายเดือนก่อน

      ধন্যবাদ, এপ্রিশিয়েট করেছেন।

  • @MdAbuMahmud
    @MdAbuMahmud 3 หลายเดือนก่อน

    How I can get your books?

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  3 หลายเดือนก่อน

      You can order it from www.adornbooks.com or www.rokomari.com
      Ebooks are also available.

  • @belalhossain6776
    @belalhossain6776 3 หลายเดือนก่อน

    ভাই সাউন্ড সিস্টেম ঠিক হলে ভাল হতো

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  3 หลายเดือนก่อน

      সাউন্ড এখনো ঠিক হয়নি? এতো ভালো মাইক DJI কিনলাম।

  • @overseasjobs-wb5jo
    @overseasjobs-wb5jo 3 หลายเดือนก่อน

    বই পুস্তক পরে ইসলামের লেকচার দেওয়া যায় না ভাই। এর জন্যয প্রজ্ঞা লাগে।
    জ্ঞান পাওয়া যায় বিদ্যালয় আর প্রজ্ঞা আছে বিনয়ের দ্বারা।‌ আর বিনয়ের জন্য আলাদা এক মেহানত যেটা তোমার কাছে নেই ভাই। ইসলামের বিষয়ে কথা বলতে হলে প্রজ্ঞা লাগে যেটা নবুয়তের 40 ভাগের একভাগ।

    • @saak7315
      @saak7315 3 หลายเดือนก่อน

      জ্ঞান, প্রজ্ঞা ও বিনয়ের সংজ্ঞা কি?

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  3 หลายเดือนก่อน +1

      কিছু মানুষ আছে যারা কনটেন্ট নিয়ে কোনো আলোচনা করবে না। সমালোচনাও করবে না। কারণ সেটা করতে গেলে যে জ্ঞান লাগে সেটা তাদের নেই। তারা জানেও না জ্ঞান কী? প্রজ্ঞা কী? বিনয়ের দ্বারা নাকি প্রজ্ঞা আসে? হুজুরদের কথা বললে গায়ে লাগে কারও কারও। কারণ তারা মোল্লাদের কাছে দাসখত দিয়ে রেখেছে। তাদের লাগেজ জমা দিয়ে রেখেছে। অতি বিনয় মানুষের দুর্বল ব্যক্তিত্বের পরিচয় বহন করে। সত্য বললে এরা মনে করে বিনয়ের অভাব। ভন্ড হুজুরেরা এখন নব্যুয়তের ৪০ ভাগের এক ভাগের দাবিদার। আর আমার মতো সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মুসলমানরা আসলে নব্যুয়তের বাকি ৩৯ ভাগ। সাধারণ মুসলিম আছে তো হুজুর আছে। সাধারণ মুসলিম নেই তো হুজুরও নেই, ইসলামও নেই। আমরা সাধারণরাই হলাম ইসলাম। শান্তি।

    • @3k-info
      @3k-info 3 หลายเดือนก่อน +1

      @overseasjobs-wb5jo ঠিক বলেছেন - ইসলামের প্রজ্ঞা মাদ্রাসায় সীমাবদ্ধ। আচ্ছা জনাব, রসুলের সময় কয়টা আপনাদের মত প্রজ্ঞা অর্জনের মাদ্রাসা ছিল, নাম কি? আরো সহজ করে দিয় - খলিফাদের আমলে প্রতিষ্ঠিত মাদ্রাসার নাম কি?? আল কোরআন আপনাদের মত কুপমুন্ডক জ্ঞান সম্পন্ন মানুষেরা বাপের সম্পত্তি মনে করেছেন - বলেই আজ ইসলামের নামে বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠিত করতে পেরেছেন। শয়তানের কিতাব থেকে যে ধর্মের কাঠামো প্রতিষ্ঠিত করা হয়েছে - আল্লাহর কিতাব আল কোরআনে তার বহু কিছু নাই। জনাব, যে আল্লাহর কিতাব আল কোরআন মানে মানতে দেন - আর যারা শয়তানের কিতাব অনুসরন করে - করে যান।

    • @overseasjobs-wb5jo
      @overseasjobs-wb5jo 3 หลายเดือนก่อน

      আমি আপনার জন্য ভিডিও দিব। আর আমি হুজুর না।

    • @MohammadAli-n4f8b
      @MohammadAli-n4f8b 3 หลายเดือนก่อน

      @@3k-infoসুন্দর বলেছন ভাই। ধন্নবাদ।

  • @ImrulKayes-tv9yk
    @ImrulKayes-tv9yk 3 หลายเดือนก่อน

    বেশ ভালো আলোচনা

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  3 หลายเดือนก่อน

      ধন্যবাদ।

  • @firozchowdhury2599
    @firozchowdhury2599 3 หลายเดือนก่อน

    আপনি সমালোচনা থেকে মুক্ত থাকার কথা বলেছেন- কিন্তু আপনার কথায় মোল্লাদের প্রতি সমালোচনা কিঞ্চিৎ প্রকাশ পেয়ে গেছে। আমরা যেহেতু মানুষ, দোষত্রুটি নিয়েই বসবাস তাই এটিকে আমি বড় করে দেখছি না, আমার মনেহয়েছে, আপনার গবেষণা অসাধারণ, এটি অর্জনে আপনি পরিশ্রম করেছেন, যেটা নিশ্চিতভাবে প্রশংসনীয়, কিন্তু এই লব্ধ জ্ঞান আপনার কথার সুরের মাঝে কিঞ্চিৎ অহংকার প্রকাশ করে দিয়েছে! আমার ভাবনার ভুল হতে পারে যদিও আমি মনোযোগ সহকারে আলোচনা শুনেছি। এবং আমি আমার জন্য গুরুত্বপূর্ণ গুনটি খোঁজার চেষ্টা করেছি- সেখানে আমি পেয়েছি- হৃদয়ের সংকীর্ণতা মুক্তা থাকা, যার মূল উপাদান - সমালোচনা (কিংবা এর বিপরীত অহংকার) মুক্ত থাকা, অন্যের প্রশংসা করা।

    • @MohammadAli-n4f8b
      @MohammadAli-n4f8b 3 หลายเดือนก่อน +1

      আমার মনে হয় আপনি সমালোচনা জিনিসটাই ধরতে পারেনাই। কোনো ব্যক্তির নাম ধরে তিনি বলেননি। উনি যদি মোল্লাদের হুজুরদের সমালোচনা করে থাকেন, সেটা তো ব্যক্তিগত আক্রমণ হয় না। মোল্লারা তো সমালোচনার যোগ্য। তারা কি করছে? একজন বিদেশে থাকা প্রফেসর এই রিসার্চ নিয়ে এসে হাজির হইছে। এইভাভে একজন রিসার্চারে সমালোচনা হুজুরের পক্ষ নিয়া দাড়ায়া গেছন। উনি যদি আজাহারি হুজুরের নাম ধইরা বলত, সেও তো ডক্টরট করছে। সে কি করতাছে? এইটা বল্লেও ঠিকই হইতো। স্মালোচোনা হইত না।

    • @MohammadAli-n4f8b
      @MohammadAli-n4f8b 3 หลายเดือนก่อน

      আপ্নে সব বুইজায়ালছেন। আপ্নি একটা মহাপ্নডিত।

    • @MohammadAli-n4f8b
      @MohammadAli-n4f8b 3 หลายเดือนก่อน +1

      মুল্লাদের স্মালোচোনা করা যাইব না? মুল্লারা ফিরিস্তা?

  • @MdSayeedSikder
    @MdSayeedSikder 3 หลายเดือนก่อน

    আপনার দুটো ভিডিও দেখলাম। যতটুকু বুঝতে পারলাম আপনার ভিডও দুইটি দেখে, তা হলো আপনি আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে মুসলমানদের ব্যবহারিক জীবনে ধর্মের আলোকে অসঙ্গতি ও ত্রুটিগুলো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে তুলে ধরতে চান।
    আমার কৌতুহল হলো আপনি কি শুধু মুসলিমদের ধর্মীয় বিশ্বাস ও আচরণে সীমাবদ্ধ নাকি পৃথিবীর সকল ধর্ম বিশেষত প্রধান প্রধান ধর্ম সমন্ধে আপনার মতামত রাখতে চান ? ধন্যবাদ 10:55

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  3 หลายเดือนก่อน +1

      আমি মুসলিম হিসেবে প্রথমত এই ধর্মের প্রতি আমার ইন্টারেস্ট এবং দায়িত্ব। আগে এটা করি। তারপর আরও বিস্তৃত পরিসরে করার আগ্রহ ও ইচ্ছা আছে। আল্লাহ সহায়।

    • @MdSayeedSikder
      @MdSayeedSikder 3 หลายเดือนก่อน +1

      @@Dr.AnisFaroque আপনাকে অশেষ ধন্যবাদ এত দ্রুত উত্তর দেয়ার জন্য। আসলে বিষয়টি এত বড় ও ব্যপক যে এ নিয়ে কথা বলে শেষ করা যায় না। এবং বিষয়টি দুরূহ ও সংবেদনশীল। ভুল বুঝার অবকাশ যথেষ্ট পরিমাণে। আপনার জবাব পড়ে ধারণা হয়, আপনি অনেকটা সংষ্কারকের ভূমিকা নিতে চান। এক্ষেত্রে যাদের জন্য আপনার এ প্রচেষ্টা তাদের সংখ্যা গরিষ্ঠের অজ্ঞতা ও স্বার্থান্ধ মহল উভয় তরফ থেকে এক পর্যায় প্রবল বাঁধা আসবে। দেখুন তবু চেষ্টা করে যদি আপনার মহৎ উদ্দেশ্য থাকে । সফল হউন এ কামনা রইল।
      তবে, আমার নিজের একটা জিজ্ঞসা আছে, আপনি "ধর্ম" ও ইসলাম ধর্ম সমন্ধে কী ভাবেন সে বিষয়ে যদি একটু আলোকপাত করেন তাহলে এ বিষয়গুলো সমন্ধে আমার জানা বুঝার সুবিধা হবে। ধন্যবাদ

    • @rowshanakhter6701
      @rowshanakhter6701 3 หลายเดือนก่อน

      আমরাকি তাহলে কোরান শ মুখস্ত করব না? শুধু হৃদয়ে র সংকৃনা থেকে মুকতি
      থাকলেই আমরা সফল হব?

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  3 หลายเดือนก่อน

      আপনি আরেকটু ব্যাখ্যা করেন প্লিজ।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  3 หลายเดือนก่อน

      কোরআন অনুযায়ী তো তাইই দেখা যাচ্ছে। মুখস্থ না করার জন্য তো কেউ জাহান্নামি হবে সে তো আল্লাহ বলেননি।

  • @mamunhosen1559
    @mamunhosen1559 3 หลายเดือนก่อน

    আপনার প্রতিটা ভিডিওতে সাউন্ড এতো বাজে কেন??

  • @MarufBiswas1996
    @MarufBiswas1996 3 หลายเดือนก่อน

    ধন্যবাদ

  • @abdullahchowdhury5207
    @abdullahchowdhury5207 3 หลายเดือนก่อน

    Do you accept hadith or no ?

    • @MohammadAli-n4f8b
      @MohammadAli-n4f8b 3 หลายเดือนก่อน

      আরেকজন আসসে হাদিস নিয়া। খুচাইতে আসসে।

    • @abdullahchowdhury5207
      @abdullahchowdhury5207 3 หลายเดือนก่อน

      @@MohammadAli-n4f8b পারলে answer দেন !