কিবরিয়া ভাই আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো। আপন ঠিকানায় আসলেই বাবা-মা পাওয়া যায়। এই অনুভূতি অনেকের হয়ে গেছে, নিজের অজান্তে আমাদেরও মনে হয় আপন ঠিকানায় যেই আসে সে তার বাবা-মাকে পাবে। আল্লাহ যেন এটাই কবুল করেন । আমিন।
আপুটা কতটুকু খুশি মনে আপনজনদের সাথে দেখা করতে এসেছে!! ভাগ্যে থাকলে ঠিকই দেখা পাবে। দেখা পাবার জন্য আমরা সবাই দোয়া🙏 করব। ইনশাআল্লাহ ! আপনজনদেরকে পাওয়া যাবে। 🤗
আপনার তুলনা হয়না কিবরিয়া ভাই। যতগুলো ভিডিও দেখছি সব গুলোতে আমি কাঁদি😭😭। আমার তো দুনিয়া থেকেই মা চলে গেছে 💔 হারিয়ে গেলে হয়তো আপনার স্টুডিওর মাধ্যমে পেতাম 😭😭😥😥💔💔💔
কতটা কষ্ট চেপে আছে বোনটি। একজন সাবালিকা হয়েও সে বাচ্চাদের মত ভেবেছিলো এখানে আসলেই মা বাবাকে পাওয়া যাবে। আল্লাহ নিশ্চয়ই তুমি অতি দয়ালু, দয়া করো বোনটিকে। আমিন,🤲🤲🤲💝💝💝
আহা কত আশা নিয়ে আসছে আছকেই পাবে বাবা মা কে মাশা আল্লাহ এতই বিশ্বাস এই আপন ঠিকানা কে।আল্লাহ তুমি তারাতারি এই বোন কে তার বাব মায়ের কাছে ফিরিয়ে দিও আমিন
এই বোনের করুণ কান্না শুনে সত্যি মর্মাহত। মানুষের জীবন যে এত দুঃখ কষ্টের হয় আপন ঠিকানা না দেখলে হয়ত জীবনটাই অসমপূর্ন থেকে যেত।এই আপু যেন খুব শীগ্রই তার আপন ঠিকানা খুজে পায়।মালোয় শিয়ার প্রবাস থেকে দোয়া ও শভ কামনা রইল।
এই হারিয়ে যাওয়া মানুষগুলোর সাথে আমাদের রক্তের কোন সম্পর্ক নেই, তবুও পরিবারের সন্ধান পাওয়ার খবরটা শুনলে মনটা কেমন অদ্ভুত আনন্দে ভরে ওঠে। মানুষের প্রতি মানুষের ভালবাসা বুঝি এমনই হয়। সব সন্তান যেনো নিজ পরিবার ফিরে পায়।❤️❤️❤️✔️
সবার সুখে হাসব আমি কাদবো সবার দুখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে এই ছড়াগুলো ছোটবেলায় আমরা পড়েছি কিন্তু তার প্রতিফলন কখনোই ঘটায় না আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও গরিব অসহায় মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি অনাহারীর মুখে যেন খাবার তুলে দিতে পারি
৩ বছরে মনে থাকে।আমার মামাতো বোনের ৩ বছর ছিল।আমাদের বাড়িতে ঈদের পরের দিন চলে আইছিল একা মামীকে না বলে।আমাদের বাড়ি থেকে নানু বাড়ি ২ কিলোমিটারের বেশি হবে।৩ বছরের বাচ্চা অনেক কিছু মনে থাকা সম্ভব ভাইয়া।🧕
আপন ঠিকানার প্রতিটা এপিসোড আমি আর আমার হ্যাজব্যান্ড দেখি আর অঝরে কাঁদি। এমন একটা এপিসোড নেই যে,যেটা দেখে কাদি নাই😭😭।কিবরিয়া ভাই আপনি একটা অসাধারণ কাজ করতেছেন🤲🤲🤲🤲🤲আপনার জন্য অনেক অনেক দোয়া।আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক(আমিন)।
সোনিয়ার কথা শুনে মনের অজান্তেই চোখের পানি গড়িয়ে পড়ে বালিশ ভিজে গেছে ! সোনিয়ার আত্ম-বিশ্বাস আপন ঠিকানায় তার মা,বাবা আছে,,,গেলেই মা,বাবা কে পাবে,,,হে আল্লাহ তুমি সকল ক্ষমতার মালিক,,,তুমি দ্রুত সোনিয়ার মা,বাবা কে মিলিয়ে দাও !
হে আল্লাহ তুমি এ-ই বোন টা কে তার পরিবারের কাছে ফিরিয়ে দাও আমিন আর কিবরিয়া ভাই কে নেক হায়াত দান করুন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দোয়া ও ভালো বাসা রইলো কিবরিয়া ভাই এ-র জন্য ❤️🤲🤲❤️
আসলে আমাদের কেউ হয়না এরা কিন্তু এদের যখন পরিবার খুজে পাই তখন খুব কান্না পাই, চখের পানি ধরে রখতে পারিনা,,আল্লাহ যেন রহম করেন, এই বোনটির বাবা মাকে খুজে পাই, দুয়া রহিল,,আমিন
হায়রে ভালোবাসা❤ উনি হয়তো ভাবছে মা-বাবারা এখানেই থাকে😭 সবাইতো এখানে আসতে পরিবার ফিরে পায়,, তাই ভাবছিল আজকে আসলে পাবে৷ আল্লাহ্ তুমি এই বোন কে আপন ঠিকানা ফিরিয়ে দিও
আল্লাহ, এই রকম ভিডিওতে এতো মানুষের চোখের পানি পড়ে আর এই চোখের পানির বিনিময়ে এই বোনটির পরিবারের কাছে ফিরিয়ে যেতে দিন দোয়া করি, আল্লাহ আপনি কারো দোয়া ব্যর্থ যাইতে দেন না. 🤲🏼🤲🏼🤲🏼.
যাইতামনা-খাইতামনা ইত্যাদি শব্দ কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলেও ব্যবহৃত হয়। লম্বা সময় কারে করে টঙ্গী এসেছে। হতে পারে ঐ অঞ্চলের মেয়ে। এখানে আসলে মা বাবা পাওয়া যায়, কত সহজ সরল ধারণা!হে আল্লাহ্ আপনি সহায় হোন।
ময়মনসিংহ শহরে ছায়াবানী সিনেমাহলের পেছনে একটি পাকা করা পচা পুকুর আছে। যে পুকুরটি চতুর্দিক পাকা করা। আর এর পাশেই আছে রেললাইন, যার উপর সকাল সন্ধ্যা মাছের বাজার বসে।বর্ণনা মতে এটাই মেয়েটির হারিয়ে যাওয়া ঠিকানা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি।
তাওয়াক্কালতু আলাল্লাহ দোয়া করী বোনটি যেনো তার পরিবারে ফিরে যেতে পারে🤲আপন ঠিকানা টিমের অক্লান্ত পরিশ্রম যেনো স্বার্থক হয়। আল্লাহ সহায় হবেন,,ইনশাআল্লাহ ভাইয়া আপনার মতো এমন সুন্দর করে গুছিয়ে কি ওরা বলতে পারবে?
এক কথায় বলতে গেলে এই আপুটা অনেক সরল মনের মানুষ যে কিনা ভেবেছে এখানে আসলে মা বাবাকে পাবে,তো আমরা যারা এই ভিডিও টা দেখছি তারা, মানে আমরা সবাই আল্লাহর কাছে এই দোয়ায় করবো আল্লাহ যেন এই আপুটার বাবা মাকে এখানেই মিলিয়ে দেন আমিন আমিন ❤❤❤❤
আপন ঠিকানা মানুষের মনে এমন একটা আস্থার জায়গা তৈরি হয়েছে এখানে আসলেই পরিবার ফিরে পাবে আলহামদুলিল্লাহ ভিডিও ছাড়ার 5 মিনিটের ভিতরে যেন তার পরিবারে ফিরে পায় এমন আশায় আছি।
যে বলে কিবরিয়া ভাই বেশী কথা বলেন ,সে একটা পাগল ছাড়া আর কিছুই হতে পারেনা , কিবরিয়া ভাই আপনি আপনার কাজ চালিয়ে যান ,লক্ষ্য লক্ষ অসহায় মানুষের দোয়া আপনার জন্য, আল্লাহ আপনাকে দীর্ঘদিন বাচিয়ে রাখুন
এই রকম সন্তানের বিচ্ছেদের কারণে মা বাবার কি রকম কষ্ট হতে পারে সেটা যারা বাবা মা হয়েছে একমাত্র তারাই বুঝবেন । দোয়া করি আল্লাহ পাক যেন বোনটাকে আপনজনের কাছে পিরিয়ে দেন।
আহ! আপুর কথা শুনে খুব কষ্ট পাইলাম। কতটা আশা নিয়ে আপুটা এখানে এসেছে।দোয়া করি আল্লাহ যেন আপনার পরিবার মিলিয়ে দেয়।
বোনের কান্না দেখে চোখে পানি চলে আসলো।চোট বাচ্চার মত বলল এখানে আসলে ভাবছি মা বাবাকে দেখব।আল্লাহতুমি তো সুনেচ তাকে তার পরিবার মিলাই দাও।
F
আমিন
কিবরিয়া ভাই আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো। আপন ঠিকানায় আসলেই বাবা-মা পাওয়া যায়। এই অনুভূতি অনেকের হয়ে গেছে, নিজের অজান্তে আমাদেরও মনে হয় আপন ঠিকানায় যেই আসে সে তার বাবা-মাকে পাবে। আল্লাহ যেন এটাই কবুল করেন । আমিন।
Ami duwa kori allah jani tara tari femilyk mafay amin
Allah.duwalu.allah.rahman.o.rahim.wooni.sob
Parin.amin
Ameen
🤲🤲🤲আমিন 🤲🤲🤲
Aameen
সিরিয়াস কথা তো?? উনি মনে করেছে এখানে আসলেই বাবা-মা পাওয়া যায় মানে বাবা-মা এখানে হাজির থাকবে হারিয়ে যাওয়া সন্তানরা এখানে আসলেই দেখা মিলবে 🙏😢😢😢
আপু মনে হয় আপডেট ভিডিও দেখেছেন
এই বিশ্বাসের প্রতি রইল অশেষ দোয়া আর কিবরিয়া ভাইয়ের জন্য অফুরন্ত ভালোবাসা❤️
@@mominulislam1398 জ্বি তিনি সেটা বলেছেন 😑
অনেক সহজ এই বোন আল্লা
যে-বয়সে আমি আপনি সিজদা দেওয়ার সুযোগ পাচ্ছি।
সে-বয়সে অনেকে কবরে শুয়ে আছে
তাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ❤️❤️
Ahamdulillah
আলহামদুলিল্লাহ
ভাবা যায়, মানুষের বিশ্বাস কোথায় পৌঁছে গেছে যে এখানে আসলেই হারানো স্বজন
ফিরে পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ ।
আল্লাহ তুমি সবই পারো ।
আপুটা কতটুকু খুশি মনে আপনজনদের সাথে দেখা করতে এসেছে!!
ভাগ্যে থাকলে ঠিকই দেখা পাবে।
দেখা পাবার জন্য আমরা সবাই দোয়া🙏 করব।
ইনশাআল্লাহ !
আপনজনদেরকে পাওয়া যাবে। 🤗
আহ আপন ঠিকানা❤️❤️
কি পরিমাণ আবেগ নিয়ে মানুষ বসে থাকে!বলার ভাষা নাই😭
ঐ পরিবারটির কথা শুনে খুব ভাল লাগলো, যে পরিবারটি নিজেদের খাদ্যের জোগাড় করতে পারে না তারপরও সোনিয়াকে জায়গা দিয়েছেন। আল্লাহ তাদেরকে ভাল রাখবেন।
কেন জানি RJ Kebria নোটিফিকেশন আসলেই সকল কাজ কাম ছেড়ে দিয়ে এই ভিডিও দেখার ইচ্ছা করে, আল্লাহ কবুল করেন ❤️❤️🌹🌹
আপনার তুলনা হয়না কিবরিয়া ভাই। যতগুলো ভিডিও দেখছি সব গুলোতে আমি কাঁদি😭😭। আমার তো দুনিয়া থেকেই মা চলে গেছে 💔 হারিয়ে গেলে হয়তো আপনার স্টুডিওর মাধ্যমে পেতাম 😭😭😥😥💔💔💔
এই বোনের কথা শুনে চোখের পানি চলে এসেছে আপনারা সবাই শেয়ার করবেন প্লিজ
ইনশাআল্লাহ
কতটা কষ্ট চেপে আছে বোনটি। একজন সাবালিকা হয়েও সে বাচ্চাদের মত ভেবেছিলো এখানে আসলেই মা বাবাকে পাওয়া যাবে। আল্লাহ নিশ্চয়ই তুমি অতি দয়ালু, দয়া করো বোনটিকে। আমিন,🤲🤲🤲💝💝💝
আহারে এই বোনটা কতটা আসা নিয়ে এসেছেন আজই উনার মা বাবাকে পাওয়ার আশায়। আল্লাহ তুমি মহান এই বোনটাকে তার মা বাবাকে মিলাইয়া দেও। 🤲🇰🇼
ইনশাআল্লাহ, বোনটি খোঁজে পাবে আপন ঠিকানা । এত সহজে মানুষের বিশ্বাস আপন ঠিকানা ৯৯% মা বাবা খোজ পাওয়া যায় 😥😢 ইনশাআল্লাহ মনের আশা পূন্য হবে।
ইনশাল্লাহ
প্রতিটা এপিসোড চোখের কোনে পানি জমা করে।বলতে ও পারি না সইতে ও পারি না 😭😭🥺
ঠিক আমার মত
মহান আল্লাহ পাক এই বোনের পরিবারকে দ্রুত পরিবারের কাছে পৌছে দেওয়ার সুযোগ করে দেন আমীন.সাথে কিবরিয়া ভাইয়ের নেক হায়াত কামনা করি❤️❤️❤️❤️
Aameen
বাবা মার জন্য সন্তানের মন সব সময় কাঁদে 😭
আর সন্তান হলো বাবা মার অমূল্য সম্পদ,
যার বাবা মায় দুনিয়ায় আছে সেই সব থেকে সুখি এই দুনিয়ায়
মনে কত কষ্ট বাবা মা কে পাবে এখানে আসলে বলেই কান্না... 😭😭😭 আল্লাহ যদি ভাল কাজ করে থাকি কখনও ওই কাজের ওসিলায় তার বাবা মা কে ফিরিয়ে দিন...
দোওয়া ও ভালোবাসা রইলো। ইনশাআল্লাহ আল্লাহ যেন তার পরিবারকে মিলায়া দেয়। (আমিন)
আলহামদুলিল্লাহ আপু আপনি যেন আপনার পরিবারকে ফিরে পান আল্লাহ আপনাকে মিলিয়ে দিবে আমিন।
ইনশাল্লাহ সনিয়া ও খুব শীঘ্রই তার পরিবারের খোঁজ পাবে
LOVE U RJ KIBRIYA VIE❤️❤️
আহা কত আশা নিয়ে আসছে আছকেই পাবে বাবা মা কে মাশা আল্লাহ এতই বিশ্বাস এই আপন ঠিকানা কে।আল্লাহ তুমি তারাতারি এই বোন কে তার বাব মায়ের কাছে ফিরিয়ে দিও আমিন
আমিন
আলহামদুলিল্লাহ কলিজার টুকরো কিবরিয়া ভাই আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুক হেফাজতে রাখুক নেক হায়াত বাড়িয়ে দিক।। আপনার ভিডিও দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়।। আপনার অনুপ্রেরণা মানবিক কাজ শুরু করেছি ইনশাআল্লাহ যতটুকু সম্ভব তাই দিয়ে সবাই একটু দোয়া করবেন। আমি যেন বাকি জীবন টা অসহায় মানুষের পাশে থাকতে পারি 🤲🤲🤲♥️♥️
বাংলাদেশের মধ্যে একটা ভালো অনুষ্ঠান এটা।আশা করি এই বার এই অনুষ্ঠান পুরুষকার পাবে।আল্লাহ এদের সবই কে দুনিয়া ও আখেরাতে শান্তি দেয়।
আল্লাহ সানিয়া পরিবারকে মিলাইয়া দাও আল্লাহ
InsaAllah pabe Sobai share koren
Very very nice
@@mrs.mahinoorbegum6193 বাংলাদেশর মধ্যে না ভাই...
পুরো পৃথিবীর মধ্যে 🙏🙏🙏🙏🙏🙏
কত সরল আবেগ 😭আল্লাহ তুমি মিলাই দাও. কবুল করো 🤲
আপন ঠিকানায় আসলেই পরিবার পাওয়া যায়,,, কথাটি কলিজায় আঘাত করলো।,
কিবরিয়া ভাই আজকের অনুষ্ঠান একেবারেই ভিন্ন আল্লাহ পাক শুনিয়ার মা-বাবাকে যেন সহজেই মিলিয়ে দেন আমিন
এই বোনের করুণ কান্না শুনে সত্যি মর্মাহত। মানুষের জীবন যে এত দুঃখ কষ্টের হয় আপন ঠিকানা না দেখলে হয়ত জীবনটাই অসমপূর্ন থেকে যেত।এই আপু যেন খুব শীগ্রই তার আপন ঠিকানা খুজে পায়।মালোয় শিয়ার প্রবাস থেকে দোয়া ও শভ কামনা রইল।
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কিবরিয়া ভাই এর অছিলায় মেয়েটি যেন দ্রুত তার মা বাবা ও ফ্যামিলির সকলকে খুঁজে পান ইনশাআল্লাহ।
এই হারিয়ে যাওয়া মানুষগুলোর সাথে আমাদের রক্তের কোন সম্পর্ক নেই, তবুও পরিবারের সন্ধান পাওয়ার খবরটা শুনলে মনটা কেমন অদ্ভুত আনন্দে ভরে ওঠে। মানুষের প্রতি মানুষের ভালবাসা বুঝি এমনই হয়। সব সন্তান যেনো নিজ পরিবার ফিরে পায়।❤️❤️❤️✔️
ময়মনসিংহের ভাই বোনেরা কঠিন পরীক্ষা। প্লিজ চ্যালেঞ্জ হিসেবে নিয়ে খোজ লাগান।ময়মনসিংহের ফেসবুক যোদ্ধারা আপনাদের সব ফেসবুক গ্রুপগুলো তে শেয়ার দিন প্লিজ।
২০১৫ সাল থেকে কিবরিয়া ভাইয়ের একজন নিয়মিত দর্শক আমি, আগে তো আপনাকে অফইয়ারে শুনতাম এখন তো আপনাকে দেখতে ও পাই শুনতে ও পাই ভালো লাগে
সবার সুখে হাসব আমি কাদবো সবার দুখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে এই ছড়াগুলো ছোটবেলায় আমরা পড়েছি কিন্তু তার প্রতিফলন কখনোই ঘটায় না আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও গরিব অসহায় মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি অনাহারীর মুখে যেন খাবার তুলে দিতে পারি
বোনটি অনেক সরল মনের মানুষ। দোয়া করি বোনটি তার পরিবার ফিরে পাক।
হে আল্লাহ এই কঠিন সমস্যা কে সহজ করে তার পরিবারের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করে দিন আমিন।
আমিন
আলহামদুলিল্লাহ এই বোনটা তার পরিবারকে ফিরে পাক আমরা সবাই এই দোয়া করি
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরেক নতুন ভিডিও কিবরিয়া ভাই কে কে কে ভালো বাসেন
ইনশাআল্লাহ
আল্লাহ চাইলে সোনিয়া আপুও ফিরে যাবেন ওনার আপন ঠিকানায়।।
৩ বছরে মনে থাকে।আমার মামাতো বোনের ৩ বছর ছিল।আমাদের বাড়িতে ঈদের পরের দিন চলে আইছিল একা মামীকে না বলে।আমাদের বাড়ি থেকে নানু বাড়ি ২ কিলোমিটারের বেশি হবে।৩ বছরের বাচ্চা অনেক কিছু মনে থাকা সম্ভব ভাইয়া।🧕
উনি হয়তো শুধু ২/৪টি আপডেট ভিডিও গুলো দেখছেন যেগুলোতে হারিয়ে যাওয়া মানুষটির সাথে পরিবারে মিলত হওয়ার ভিডিও সেই গুলো দেখেছেন।
হে আল্লাহ তুমি এই আপুর পরিবারের সন্ধান মিলিয়ে দাও
আহারে, মানুষ কতটা সরল হতে পারে!!! আর আপনার উপর মানুষের আস্থাটা কোথায় পৌঁছেছে!!! আল্লাহ ভরসা, সোনিয়ার জন্য অনেক দোয়া।
আপন ঠিকানার প্রতিটা এপিসোড আমি আর আমার হ্যাজব্যান্ড দেখি আর অঝরে কাঁদি। এমন একটা এপিসোড নেই যে,যেটা দেখে কাদি নাই😭😭।কিবরিয়া ভাই আপনি একটা অসাধারণ কাজ করতেছেন🤲🤲🤲🤲🤲আপনার জন্য অনেক অনেক দোয়া।আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক(আমিন)।
ইনশাআল্লাহ উনি খুঁজে পাবেন❤️
"I had a strong believe that I will instantly see my mother in your office"...this comment shows how popular Apanthikana has become!
আহারে মেয়েটা সহজ সরল মুখে মিষ্টি হাসি আল্লাহ জেন তাড়াতাড়ি পরিবার ফিরে পাই এই দোয়া করি কিবরিয়া ভাইয়ের গল্পটা অসাধারণ কোন ইলিশ ❤️❤️❤️
সোনিয়ার কথা শুনে মনের অজান্তেই চোখের পানি গড়িয়ে পড়ে বালিশ ভিজে গেছে ! সোনিয়ার আত্ম-বিশ্বাস আপন ঠিকানায় তার মা,বাবা আছে,,,গেলেই মা,বাবা কে পাবে,,,হে আল্লাহ তুমি সকল ক্ষমতার মালিক,,,তুমি দ্রুত সোনিয়ার মা,বাবা কে মিলিয়ে দাও !
P
আলহামদুলিল্লাহ্,,, আল্লাহ পাক সবি পাড়ে,,, প্রিয় ময়মনসিংহ ভাইয়ারা আসুন সবাই বেশী বেশী সিয়ার করি,,,,
অনেক সহজ সরল মেয়ে। আল্লাহ তায়ালা যেন, বোনটি যে আসা নিয়ে আসলো।
মনের সেই আসাটা যেন পুণ্য হয়।
আমরা ভিডিও টি শিয়ার করে সহযোগিতার চেষ্টা করি।
অনেক অনেক দোয়া রইল আফুর জন্য। ইনশাআল্লাহ পাবে পরিবার।
হে আল্লাহ তুমি এ-ই বোন টা কে তার পরিবারের কাছে ফিরিয়ে দাও আমিন আর কিবরিয়া ভাই কে নেক হায়াত দান করুন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দোয়া ও ভালো বাসা রইলো কিবরিয়া ভাই এ-র জন্য ❤️🤲🤲❤️
আসলে আমাদের কেউ হয়না এরা কিন্তু এদের যখন পরিবার খুজে পাই তখন খুব কান্না পাই, চখের পানি ধরে রখতে পারিনা,,আল্লাহ যেন রহম করেন, এই বোনটির বাবা মাকে খুজে পাই, দুয়া রহিল,,আমিন
হায়রে ভালোবাসা❤
উনি হয়তো ভাবছে মা-বাবারা এখানেই থাকে😭 সবাইতো এখানে আসতে পরিবার ফিরে পায়,, তাই ভাবছিল আজকে আসলে পাবে৷ আল্লাহ্ তুমি এই বোন কে আপন ঠিকানা ফিরিয়ে দিও
আল্লাহ, এই রকম ভিডিওতে এতো মানুষের চোখের পানি পড়ে আর এই চোখের পানির বিনিময়ে এই বোনটির পরিবারের কাছে ফিরিয়ে যেতে দিন দোয়া করি, আল্লাহ আপনি কারো দোয়া ব্যর্থ যাইতে দেন না. 🤲🏼🤲🏼🤲🏼.
বোনটি অনেক সহজ সরল।
মহান আল্লাহ্ সুবহানুতায়ালা যেন ওনাকে ওনার আপন ঠিকানায় পৌছিয়ে দেন, আমিন।
মন থেকে অন্তর থেকে দোয়া করি,,বোন তোমার জন্য,, আল্লাহ যেন তোমার পরিবারকে মিলাইয়া দেয়,, আল্লাহ চাইলে সব সম্ভব,, আল্লাহ তুমি দয়া কর।
যাইতামনা-খাইতামনা ইত্যাদি শব্দ কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলেও ব্যবহৃত হয়। লম্বা সময় কারে করে টঙ্গী এসেছে। হতে পারে ঐ অঞ্চলের মেয়ে। এখানে আসলে মা বাবা পাওয়া যায়, কত সহজ সরল ধারণা!হে আল্লাহ্ আপনি সহায় হোন।
ওফ ভাই বোন টা কথা শুনে অনেক কষ্ট পেলাম আল্লাহ যেন তার পরিবার খুঁজে দেয়ার জন্য সাহায্য কররে ইনশাআল্লাহ
ময়মনসিংহ শহরে ছায়াবানী সিনেমাহলের পেছনে একটি পাকা করা পচা পুকুর আছে। যে পুকুরটি চতুর্দিক পাকা করা। আর এর পাশেই আছে রেললাইন, যার উপর সকাল সন্ধ্যা মাছের বাজার বসে।বর্ণনা মতে এটাই মেয়েটির হারিয়ে যাওয়া ঠিকানা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি।
চেষ্টা করুন ভাই আললাহ আপনার সহায় হোক আমিন
ভাই মেয়েটার বাবা মার নাম দিয়ে মাইকিং করেন চেষ্টা করেন
ভাই একটু চেসটা করেন
Please vai ektu chesta koren
ভাই একটু দয়া করে চেষ্টা করেন।
সরলা মনের মানুষ! আল্লাহ তাআলার ইচ্ছে পরিবার খুঁজে পাবে ইনশাআল্লাহ।
আপন ঠিকানাঃ ১০২
নামঃ সোনিয়া
বাবা-সুলতান
মা-মর্জিনা
ভাই-বোন মনে নাই।
পাশের বাড়ীর মেয়ে খেলনা নিয়ে যাওয়ায় ওর পেছনে গিয়ে হারিয়ে যাই।
বাড়ীর পাশে একটা সবুজ পানির পুকুর ছিলো। চারদিকে বাউন্ডারি করা।
বাড়ির কাছাকাছি একটা মাছের বাজার ছিলো।
জেলা সম্ভবত ময়মনসিংহ।
আল্লাহ্ আপনি সর্ব শক্তি মান আল্লাহ্ আপনি বোনটাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন আমিন
আল্লাহ তায়ালা আপনার এই দ্বীনি কাজ কবুল করুক 🖤
তাওয়াক্কালতু আলাল্লাহ
দোয়া করী বোনটি যেনো তার পরিবারে ফিরে যেতে পারে🤲আপন ঠিকানা টিমের অক্লান্ত পরিশ্রম যেনো স্বার্থক হয়।
আল্লাহ সহায় হবেন,,ইনশাআল্লাহ
ভাইয়া আপনার মতো এমন সুন্দর করে গুছিয়ে কি ওরা বলতে পারবে?
ইয়া আল্লাহ তুমি আমাদের বোনটাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিন আমিন
আমিন
ইনশাআল্লাহ খুব জলদি ভালো একটা ফলাফল আসবে
আলহামদুলিল্লাহ। আশাকরি বোনটি পরিবারে দ্রুত ফিরে যাবে।
একটা ভিডিও প্রচার হওয়ার পর উদগ্রীব থাকি, কখন কিবরিয়া সাহেব ফেসবুকে পোস্ট দিবেন যে, তার পরিবারের খোঁজ পাওয়া গেছে।
ইনশা আল্লাহ্ বোনটি তার আপন ঠিকাণায় ফিরে পাবে ...
ইনশা'আল্লাহ আল্লাহ চাইলে সব কিছু পারেন ইনশা'আল্লাহ এই আপু তার পরিবার ফিরিয়ে পাবে।
ইনশাআল্লাহ, দোয়া করি এই বোনটি যেন তার মা বাবা কে ফিরিয়ে পাই।।
পরিবারের অনেকে আমাকে বকে কিবরিয়া ভাই এর এসব অনুষ্ঠান দেখি আর মন খারাপ করি।চোখের পানি ফেলি দেখে।
আল্লাহ তুমি আমাদের সহায়।
ঠিক আমাকে এভাবে বকে।
হে বোন আমার husband ও হাসে এসব দেখলে বিশ্বাস করেনা আমার ও মন অনেক খারাপ হয় কারণ আমরা এই অনুষ্ঠানের নিয়মিত দর্শক আমরা জানি এইটা প্রানের একটা অনুষ্ঠান
কিবরিয়া ভাই আপনাকে সেলুট, এই মহৎ কাজ গুলু করার জন্য।
এরকম কিছু ভিডিও দেখে মনে হয় পৃথিবীটা হয়তো এ রকম সরল সোজা মানুষের জন্যই টিকে আছে। আল্লাহ এই বোনটির পরিবারও তুমি মিলাইয়া দিও। আমিন
ইনসাআল্লাহ এই বোন টি ফিরে পাবে পরিবারকে আল্লাহ ওপর ভরসা রাখলাম।
বোনটার জন্য খুবই কষ্ট হচ্ছে, দোয়া করি যেন তার পরিবারের কাছে খুব তাড়াতাড়ি যেতে পারে, দোয়া রইল কিবরিয়া ভাই ও তার টিমের সকলের জন্য ।
আল্লাহর কাছে চাইছি আল্লাহপাক অবশ্যই সোনিয়ার মা-বাবাকে মিলিয়ে দেবেন
ইয়া আল্লাহ্ আপনি
এই বোনটাকেও তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েন ।আমিন ।
এক কথায় বলতে গেলে এই আপুটা অনেক সরল মনের মানুষ যে কিনা ভেবেছে এখানে আসলে মা বাবাকে পাবে,তো আমরা যারা এই ভিডিও টা দেখছি তারা, মানে আমরা সবাই আল্লাহর কাছে এই দোয়ায় করবো আল্লাহ যেন এই আপুটার বাবা মাকে এখানেই মিলিয়ে দেন আমিন আমিন ❤❤❤❤
You’ll find your family soon In-Sha-Allah
আল্লাহ তুমি কিবরিয়া ভাইকে নেক হায়াত দান করুন এবং তার উছিলায় বোনটি তার মা বাবাকে ফিরিয়ে দিন আমীন।
আপন ঠিকানা মানুষের মনে এমন একটা আস্থার জায়গা তৈরি হয়েছে এখানে আসলেই পরিবার ফিরে পাবে আলহামদুলিল্লাহ ভিডিও ছাড়ার 5 মিনিটের ভিতরে যেন তার পরিবারে ফিরে পায় এমন আশায় আছি।
আমার দেখা সেরা মানুস কিবরিয়া ভাই আল্লাহ আপনাকে মানব সেবায় নিয়োজিত করেছেন আপনার জন্য দোওয়া রহিল
একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি আপনাকে, আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুক আমিন। 🖤❤️
মাহে ৱমজানে এটাৱ আপডেট দেখলাম, সত্যই আল্লাহ কঠিনেৱ সাথে সহজ ৱেখেছেন ৷ বেসিক ভিডিওৱ আপডেট ভিডিওই প্ৰমাণ
যে বলে কিবরিয়া ভাই বেশী কথা বলেন ,সে একটা পাগল ছাড়া আর কিছুই হতে পারেনা , কিবরিয়া ভাই আপনি আপনার কাজ চালিয়ে যান ,লক্ষ্য লক্ষ অসহায় মানুষের দোয়া আপনার জন্য, আল্লাহ আপনাকে দীর্ঘদিন বাচিয়ে রাখুন
রাব্বুল আলামিন তুমি তো সবই পারো এই বোনটিকে তার পরিবারেরকাছে ফিরিয়ে দাও। ওর কান্না দেখে চোখের পানি চলে আসলো।
আসলে শরল মানুষ তো কথা গুলো গুছিয়ে বলতে পারেনা,, দোয়া রহিলো আমার, আপু,, আপনার প্রতি,,
আহারে...... বুকটা ফেটে যাচ্ছে, আপুর কান্না দেখে। আল্লাহ পাক দয়া করো। খুব শীঘ্রই যেনো একটা সুখবর পাই আমরা।
মানুষের জীবন আসলেই বৈচিত্র্য ময়।
আপন ঠিকানার উপলক্ষে আমরা অনেক কিছুই জানতে পারতেছি।
আমাদের অনেকের অতীত অনেক ভাবে কেটেছে।
আপুটা কত আশা করে এসেছে তার বাবা মাকে দেখার জন্য কিন্তু এসে তো তা পায় নাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি ফ্যামিলি মিলিয়ে
হে আল্লাহ তুমি এই আপুটার পরিবারকে মিলিয়ে দাও
এই রকম সন্তানের বিচ্ছেদের কারণে মা বাবার কি রকম কষ্ট হতে পারে সেটা যারা বাবা মা হয়েছে একমাত্র তারাই বুঝবেন । দোয়া করি আল্লাহ পাক যেন বোনটাকে আপনজনের কাছে পিরিয়ে দেন।
আল্লাহর রহমতে অসহায় মানুষের পাশে আছি ইনশাআল্লাহ সবসময়।। আমি বাকি জীবন টা অসহায় মানুষের পাশে থাকতে চাই সবসময় সবাই একটু দোয়া করবেন 🤲🤲♥️♥️
হে আল্লাহ এই বোনটি যেন তার পরিবার ফিরে পায়,,,, তাওয়াক্কালতু আল্লালাহ,,,, 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
সাধারণ মানুষের আশা আকাংখা কোন পর্যায়ে গেছে বুঝতে পারছি!!! সোনিয়া ভেবেছে আপন ঠিকানায় গেলে ই বাবা মাকে পাওয়া যায়।
আলহামদুলিল্লাহ,, সোনিয়া আপুর
প্রাথমিক সনদান মিলেছে
ময়মনসিংহের বোন দোয়া শুভকামনা রইল 😭😭🤲😭😭😭
কতটা বিশ্বাস নিয়ে এই খানে আসছে আর এসেই মা বাবা কে দেখবে বাট আপু আল্লাহ কাছে এই দোয়া করি আল্লাহ যেনো আপনার পরিবারে ফিরিয়ে দেয় আমিন
Alhamdolillah dekhar sojog Pelam
RJ,,কিবরিয়া ভাই, ও অনেক সহজ, সরল মনা,,মেয়ে,,