Barir Pashe Arshinagar || IPDC আমাদের গান || Beauty

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর উদ্যোগে বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে একটি ভিন্ন মাত্রার সঙ্গীতায়োজন 'IPDC আমাদের গান'। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য আমাদের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা।
    লালন (১৭ অক্টোবর, ১৭৭৪ - ১৭ অক্টোবর, ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। মানবতাবাদী এই সাধক ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তাঁর গান রচনা করেছেন। যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে।
    ফকির লালন সাঁইকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তাঁর গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে।
    আমাদের এই আয়োজনের এবারের পরিবেশনা ফকির লালন সাঁই -এর একটি জনপ্রিয় গান ।
    বাড়ির পাশে আরশিনগর
    কণ্ঠঃ বিউটি
    সঙ্গীত পরিচালনাঃ পার্থ বড়ুয়া
    সার্বিক পরিকল্পনাঃ রাশিদ খান
    এজেন্সিঃ ক্রিয়েটো
    প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু
    শব্দ প্রকৌশলীঃ চারু ও শামীম আহমেদ
    চিত্রগ্রহণঃ মিছিল সাহা
    • ঢোলকঃ অভিজিত চক্রবর্ত্তী
    • তবলা ও হাঁড়িঃ মিলন ভট্টাচার্য
    • বাংলা ঢোলঃ নয়ন
    • পারকেশনঃ উজ্জ্বল
    • নূপুরঃ আলম
    • বাঁশিঃ জালাল
    • এস্রাজঃ অশোক কুমার সরকার
    • হারমোনিয়ামঃ মাখন
    • ড্রামসঃ ডানো
    • বেইজঃ তানিম
    • নাইলং স্ট্রিং গিটারঃ শুভেন্দু দাস শুভ
    • ইলেকট্রিক গিটারঃ রাজীব
    • পিয়ানোঃ তমাল
    • কিবোর্ডঃ মীর মাসুম
    • কোরাসঃ মন, স্বর্ণা
    #BarirPasheArshinagar #IPDC #IPDCআমাদেরগান

ความคิดเห็น • 604