ভারতের প্রথম মহিলা গোয়েন্দা | Neera Arya | Netaji

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ย. 2024

ความคิดเห็น • 1.2K

  • @soumyadipsantrasoumyadipsa4338
    @soumyadipsantrasoumyadipsa4338 หลายเดือนก่อน +77

    বীরাঙ্গনা, মহীয়সী ও মহান স্বাধীনতা সংগ্রামী নীরা আর্য কে আমার শতকোটি প্রণাম। ওঁনার বীরত্বের কাহিনী আগে ও শুনেছি। তবে, ওঁনাকে নিয়ে এত সুন্দর একটি প্রতিস্থাপনা এই প্রথম দেখলাম। এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ, কুনাল বাবু। আসলে, নীরা আর্য -এর মতো মহানতম বিপ্লবী র জীবন কাহিনী বারবার শুনতে ইচ্ছা করে। ভাবতে বিস্মিত লাগে যে, ওঁনা্রা নিজেদের সারাজীবন কিভাবে উৎসর্গ করে গিয়েছেন,দেশকে স্বাধীন করার জন্য। আজকের সময়ে দাঁড়িয়ে এরকম একজন দেবীতুল্য নারীর সংগ্রামের কাহিনী নারী-পুরুষ নির্বিশেষে সমগ্র নাগরিক সমাজ কে উজ্জীবিত করবে।
    জয় হিন্দ🇮🇳🇮🇳

  • @AshokDas-fs5eb
    @AshokDas-fs5eb หลายเดือนก่อน +43

    আজকে জানতে পারলাম,প্রকৃত দেশপ্রেমীর কথা,আগে জানতাম না।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊

  • @GourisankarPatra-ol8gg
    @GourisankarPatra-ol8gg หลายเดือนก่อน +28

    পবিত্র স্বাধীনতার জন্য কত কষ্ট কত যন্ত্রণা কিছু দেশপ্রেমিকের উপর দিয়ে গেছে ভাবলে হাত পা শিথিল হয়ে যায়। ওদের ত্যাগ তিতিক্ষা কতটুকু আর মনে রেখেছি!নীরা আর্য তোমার চরণে র ইল বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।

  • @sangeetaduttabanik.
    @sangeetaduttabanik. หลายเดือนก่อน +52

    অপূর্ব একটি প্রতিবেদন...❤❤❤...এবং অপূর্ব নিবেদন...এক দুর্গার কাহিনী শুনলাম...নীরা আর্য এর বীর বীরাঙ্গনার কাহিনী...।।...তোমারে সেলাম.....জয় হিন্দ.....🇮🇳🇮🇳🇮🇳
    ৭ মিনিটস পরে দেখেছি...শুরুতেই ৮ নম্বরে লাইক 👍 করেছি...।।...দেখে নিয়ে ১ ঘণ্টা পরে কমেন্টস করলাম...।।

  • @monojkumarsingh9900
    @monojkumarsingh9900 หลายเดือนก่อน +19

    না সত্যিই জানা ছিল না,আজ জানলাম আপনার এই প্রতিবেদনে। আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি আজাদ হিন্দ বাহিনীর বীর সেনানি এই স্বাধীনতা সংগ্রামীদের।
    জয় হিন্দ 🙏 ভারত মাতা কি জয় 🙏

    • @sushilkrrai3336
      @sushilkrrai3336 หลายเดือนก่อน

      This is good histry for pupil man and wman thanks brather

  • @RajuHalder-b7o
    @RajuHalder-b7o หลายเดือนก่อน +90

    আর এক মা দূর্গার কাহিনী জানলাম। আপনার এইরকম প্রতিবেদনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই।

  • @ananyabandyopadhyay5188
    @ananyabandyopadhyay5188 หลายเดือนก่อน +7

    আমি প্রথম তোমার কাছে এই মহান মহিলার সম্পর্কে জানলাম। খুব ভালো থাকবেন। আরো এই রকম মানব মানবীর গল্প শোনাবেন। স্যালুট নীরা আর্য। 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @susmitabedajna2604
    @susmitabedajna2604 หลายเดือนก่อน +43

    কিছুই জানতাম না। অনেক শ্রদ্ধা এই মহীয়সীর প্রতি। জয় হিন্দ।

  • @dharmamandal604
    @dharmamandal604 หลายเดือนก่อน +15

    অসাধারন চোখে জলচলে এল দেশ স্বাধীন হল তিনি কিছুই পেলেননা

  • @sweetrupsa.rohan.3634
    @sweetrupsa.rohan.3634 หลายเดือนก่อน +94

    অনেক ধন্যবাদ আপনাকে , চোখের জল নিজের অজান্তেই গড়িয়ে গেল। কত কষ্ট করে কত মানুষের রক্তের বিনিময়ে আজকের এই ভারত। পরবর্তী জেনারেশন যেন ভুলে না যায় এই বীর সন্তানদেরকে ।😢

    • @sanketchadda866
      @sanketchadda866 หลายเดือนก่อน +2

      Khub sundar

    • @AshokeBhattacharyya-cl8ul
      @AshokeBhattacharyya-cl8ul หลายเดือนก่อน

      Your collection is extraordinary. We wanted to know more great Netaji & women heroines. Boss carry on.

    • @suraiyabegum2698
      @suraiyabegum2698 26 วันที่ผ่านมา

      @@sanketchadda866

  • @gayatribiswas7102
    @gayatribiswas7102 หลายเดือนก่อน +5

    কি বলবো বুঝতে পারছিনা
    চোখে জল চলে এল ।
    আপনাকেও অনেক ধন্যবাদ এই সব ঘটনা আমাদের জানানোর জন্য 🙏🏻🙏🏻।
    সত্যি আমাদের খুব দুর্ভাগ্য আমরা ইতিহাসে এই সব বিপ্লবীদের কথা কখনো জানতেই পারিনি।

    • @atanudey9987
      @atanudey9987 24 วันที่ผ่านมา

      Amra blady Indians
      40 00 0 00 lok
      Bara amder dess e ese 400000000 lokeder podh mere gelo. 200 years
      R amra bara social media te podh marachi
      R ekhono neta montri ra podh marche ekhono
      R amra bal chirchi

  • @Bharati1510
    @Bharati1510 หลายเดือนก่อน +55

    না জানা ছিল না, খুব ভালো লাগলো কুণাল ভাই, এখন অনেক মেয়ের মধ্যে ই বিপ্লবী মনোবল আছে, সেই টা তিলোত্তমা দেখিয়ে দিয়ে গেল।
    সত্যি এই সব শুনলে, শরীর সিউড়ে উঠে।
    খুব ভালো মত বল।
    এই রকম বিপ্লবী জিনিস শুনতে খুব ভালো বাসি।
    জয় হিন্দ 🇮🇳🇮🇳

  • @kanakacharjee1092
    @kanakacharjee1092 หลายเดือนก่อน +14

    নমষ্কার স্যার, বাংলাদেশ থেকে বলছি, মহান বিপ্লবী শ্রীমতী নিরা আর্য কে কোটি কোটি স্যালুট জানাই। তাদের নিঃস্বার্থ অবদান এ ভারত আজ মহাশক্তিশালী হয়েছে। জয় হিন্দ।

  • @subratamukherjee462
    @subratamukherjee462 หลายเดือนก่อน +100

    আমি নেতাজী ভক্ত। নেতাজী কে জানার জন্য অনেক বই পড়েছি কিন্তু বীরাঙ্গনা নীরা আর্য সম্পর্কে এই প্রথম জানতে পারলাম সাথে সমৃদ্ধ হলাম। জয়তু নেতাজী, জয়তু নীরা আর্য।

  • @souradipbhattacharya2014
    @souradipbhattacharya2014 หลายเดือนก่อน +6

    এক, নতুন তথ্য জানতে পারলাম, ভীষণ ভালো লাগলো, শুনতে শুনতে চোখে জল এসে গেল। এই সমাজে এই ধরনের নারী খুব প্রয়োজন। আজকে উনারা যদি থাকতন, আজকে আমাদের সমাজে এত উসশূখল হতোন, না

  • @seulideb1455
    @seulideb1455 หลายเดือนก่อน +24

    সত্যি অবিশ্বাস্য। আমি কখনো জানতামই না এই বীরাঙ্গনাদের কথা।Salute জানাই

  • @brs-t4r
    @brs-t4r หลายเดือนก่อน +3

    নীরা আর্য। এই মেডামের জীবনী, কীর্তন নিয়া। দিনকৃষ্ণ ঠাকুরের কণ্ঠে শুনেছি। খুব ভালো লাগলো।

  • @manisharay7265
    @manisharay7265 หลายเดือนก่อน +23

    সত্যিই অভিভূত হলাম । সশ্রদ্ধ প্রণাম জানাই এই মহীয়সী কে ।

  • @ritamukherjee1104
    @ritamukherjee1104 หลายเดือนก่อน +8

    আজ এই কষ্টে পাওয়া স্বাধীনতা টা কে নিয়ে কি অবহেলা করছি আমরা।

  • @subhrachatterjee1177
    @subhrachatterjee1177 หลายเดือนก่อน +15

    আজাদ হিন্দ বাহিনী এবং আজাদ হিন্দ বাহিনীতে যে নারীরা যোগদান করেছিলেন তাদের নামটা জানতাম। কিন্তু তাদের সবার জীবন কাহিনী টা জানা সম্ভব আমার পক্ষে হয়নি। তাই আজকের ভিডিও থেকে এইরকম একটি জীবন কাহিনী জানতে পেরে খুব ভালো লাগলো। কুনাল দা এইরকম আজাদ হিন্দ বাহিনী , নেতাজি, এবং তাদের সম্পর্কিত আরো ভিডিও দেখতে চাই।
    খুব ভালো থাকবেন কুনাল দা। 🙏

    • @atanudey9987
      @atanudey9987 24 วันที่ผ่านมา

      Aj netaji thak le
      British der podhe hurko dito...

  • @RamenSwarnakar-t6s
    @RamenSwarnakar-t6s หลายเดือนก่อน +8

    ভারতের বিপ্লবীদের সঠিক ইতিহাস উৎঘাটন করে ভারতীয়দের সামনে আনা হোক। স্যালুট আপনাকে।

  • @RomaDas-sj5hs
    @RomaDas-sj5hs หลายเดือนก่อน +18

    এক কথায় অসাধারণ কথাগুলো শুনে সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠলো❤❤❤

  • @ghorebairedorshon
    @ghorebairedorshon หลายเดือนก่อน +2

    সত্যি বলছি, দারুন একটা কাহিনী জানালেন। সত্যি একটা মেয়ের এত ক্ষমতা!!!

  • @Rupali-m7r3r
    @Rupali-m7r3r หลายเดือนก่อน +62

    চোখের জল ধরে রাখা যায় না।

    • @enayethussain-ep9jo
      @enayethussain-ep9jo หลายเดือนก่อน

      হিন্দু কাটে কুফুরি দিয়ে ইংরেজ কাটে চাকু দিয়ে - হিন্দু বেশি খারাপ

  • @robichhayanatyojoga.660
    @robichhayanatyojoga.660 หลายเดือนก่อน +1

    My father , late kanai Lal Nandi, from Chittagram, was an Indian freedom fighter. So I used to read biography of several freedom fighters from my childhood. But it is my first time to know Niraji from you. I am grateful to you. Please carryon such priceless VDO. NAMASTE.

  • @ranaghosh6933
    @ranaghosh6933 หลายเดือนก่อน +69

    সত্যি জানতাম না এই বীরাঙ্গনার ইতিহাস। স্যালুট জানাই ওনার আত্মত্যাগ কে।

  • @gurudasballgurudas5507
    @gurudasballgurudas5507 หลายเดือนก่อน +1

    খুব ভালো লাগলো এই প্রতিবেদন টি শুনে,নেতাজী এবং বীরাঙ্গনা নীরা আর্যর প্রতি আমার হার্দিক শ্রদ্ধা ও প্রণাম জানায় ।

  • @sreelekhapal9181
    @sreelekhapal9181 หลายเดือนก่อน +210

    আমরা ভারতবাসী অথচ আমাদের এই ভারতবর্ষের মূল ইতিহাস টাই আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। আর এটাই আমাদের ব্যর্থতা। কতো কিছুই না অজানা থেকে যেতো যদি না ঈশ্বর আপনার খোঁজ পাইয়ে দিতেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঈশ্বরের কৃপায় আপনি ভালো থাকুন সবসময় সপরিবারে। 🙏

  • @aniruddhapal7906
    @aniruddhapal7906 หลายเดือนก่อน +2

    অপূর্ব সুন্দর প্রতিবেদন। বীরাঙ্গনা মহীয়সী নারীকে জানাই আমার আন্তরিক সশ্রদ্ধ শতকোটি প্রণাম। 🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻

  • @souravdey3822
    @souravdey3822 หลายเดือนก่อน +55

    কতো ইতিহাস চাপা পড়ে আছে!! আমরা এদের কাছে পাপী, এদের এতো আত্মত্যাগ,অথচো আমরা এদের ইতিহাসটুকুও স্মরণ করি না!! করবো কিভাবে,জানতাম ই না যে!!ক্ষমা করবেন!!

    • @himangshusaha835
      @himangshusaha835 หลายเดือนก่อน +1

      খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।🙏🌹

    • @sikhasamanta617
      @sikhasamanta617 27 วันที่ผ่านมา

      Thank you da da

  • @sandipchatterjee9106
    @sandipchatterjee9106 หลายเดือนก่อน +2

    আপনার পোস্ট করা অসাধারণ প্রতিবেদনের মাধ্যমে জানলাম মিরা আরজির কথা ভালো লাগলো মিরা আরজু কে জানাই আমার শতকোটি প্রণাম ও কুর্নিশ

  • @biswajitchhutar7216
    @biswajitchhutar7216 หลายเดือนก่อน +153

    অনেক দিন এই চরিত্রের সম্বন্ধে জানতে চেয়েছিলাম আজ সেই আসা পূর্ণ হলো।। কুণাল দা চালিয়ে যান , আপনার বলার ধরন খুব সুন্দর।।

    • @keshabchandradey1999
      @keshabchandradey1999 หลายเดือนก่อน +16

      পড়ে ছিলাম কিনতু এতটা ডিটেল এ নয়।ধন্যবাদ কুণাল বাবু।

    • @kalyanmoychatterjee5838
      @kalyanmoychatterjee5838 หลายเดือนก่อน +2

      ধন্য হলাম। অশ্রু সংবরণ করা কষ্টকর হচ্ছিল আপনার কথিত প্রতিবেদন শুনতে গিয়ে। ধন্যবাদ আপনাকে।

    • @prayas9071
      @prayas9071 หลายเดือนก่อน +1

      Acha amarta kamon hoyacha janaben to channeler nam proyas lunch

    • @Mppvlog-s7z
      @Mppvlog-s7z หลายเดือนก่อน

      😊r❤❤​@@keshabchandradey1999

    • @SubhashBarman-xm9bn
      @SubhashBarman-xm9bn หลายเดือนก่อน

      21:11

  • @gobindomondal122
    @gobindomondal122 หลายเดือนก่อน +2

    "নীরা আর্য " অজানা এক মহর্ষি । যাহা কিনা ইতিহাস অজানা। আপনার মাধ্যমে জানতে পারলাম, অশেষ ধন্যবাদ জানাই ।

  • @Quamrulsikdar-sq2fi
    @Quamrulsikdar-sq2fi หลายเดือนก่อน +18

    অসংখ্য শ্রদ্ধাঞ্জলি আশীর্বাদ এবং ভালোবাসা রইলো ওই মহীয়সী নারী "নীরা আর্য"র প্রতি।
    🇧🇩 থেকে শুনছি।

  • @mrityunjaymandal7243
    @mrityunjaymandal7243 หลายเดือนก่อน +1

    অনন্য সাধারণ দেবীর কথা জানলাম । সহস্র স‍্যালুট জানাই তাঁর স্মৃতির উদ‍েশ‍্যে।

  • @amitmajumdar8156
    @amitmajumdar8156 หลายเดือนก่อน +17

    অসাধারণ। কুণাল বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিবেদনের জন্য। আমি জানতাম না এই তথ্য। শুনতে শুনতে চোখে জল এসে গেল। আপনি আর অন্য কোনো বিষয় আলোচনা না করে শুধু নেতাজী এবং তাঁর সহযোগী যোদ্ধাদের অজানা কথা আমাদের জানিয়ে চলুন। আবার আপনাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। ধন্যবাদ।

  • @sudhasindhupatar1250
    @sudhasindhupatar1250 หลายเดือนก่อน +1

    এই ধরনের ইতিহাস আরো শুনতে চাই।জয় হিন্দ। 🇮🇳 । শতকোটি প্রণাম আমার প্রিয় দেশ প্রেমিক নেতাজীকে , সহযোদ্ধা সকলকে 💐🙏।

  • @monikapaul1593
    @monikapaul1593 หลายเดือนก่อน +9

    অসাধারণ একটি সত্যি কাহিনী যা পড়ে তার প্রতি শ্রদ্ধা ও ভক্তি আরো হাজার গুণ বেড়ে গেল এবং মনে হলো অন্যায় কাজ যেখানেই হোক তার প্রতিবাদ করতে হয় তবেই তো অপরাধীরা ভয় পাবে

  • @mamonihowlader1410
    @mamonihowlader1410 20 วันที่ผ่านมา

    অসাধারণ লাগলো ঘটনাটা আমরা ভারতবাসী হয়ে অনেক কিছুই জানিনা, এইরকম ঘটনাটা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, নেতাজি ও বীরাঙ্গনা দের কোটি কোটি প্রণাম জানাই তারা যেন আবার এই ভারতবাসীর বুকে ফিরে আসে, নেতাজির সম্বন্ধে আরো কিছু জানতে চাই দয়া করে আরো কিছু ভিডিও করবেন, এইরকম ঘটনা আরো বেশি বেশি করে চ্যালেনে আনবেন, আমরা আরো বেশি বেশি করে দেখতে চাই, কত মানুষের আত্মত্যাগ রক্তাক্ত বলিদান এই ভারতের জন্য সব কিছু আমাদের কাছে তুলে ধরবেন। অনুরোধ রইলো রইলো 🙏🙏 ❤❤

  • @supratikbanerjee3447
    @supratikbanerjee3447 หลายเดือนก่อน +8

    অসংখ্য ধন্যবাদ এই সব শোনার সুযোগ করে দেওয়ার জন্য ♥️♥️🙏🙏

  • @BakulBiswas-ik8oc
    @BakulBiswas-ik8oc หลายเดือนก่อน

    অসাধারণ। Neera Arya কথা একদমই জানতাম না। এরকম অনেকে বীরাঙ্গনা দের কথা আরো জানতে চাই। সত্যি শিওহরে ওঠার সত্য ঘটনা। বীর বীরঙ্গনা কে জানাই স্যালুট। ভারত মাতা কি জয়। ❤❤❤❤❤❤❤❤

  • @kaberisinha5578
    @kaberisinha5578 หลายเดือนก่อน +14

    নীরা আর্যর জীবনী পড়তে চাই। ভারতের আসল ইতিহাস তো আমাদের অজানা। নেহেরু যেমন চেয়েছে তেমন ইতিহাস লেখা হয়েছে।

  • @riktaprodhan5011
    @riktaprodhan5011 หลายเดือนก่อน +3

    জানতাম না কিন্তু আজ আপনার থেকে জানলাম। সত্যি এমন মহিয়সী নারী রা কত অত্যাচার সহ্য করেছ এই দেশ স্বাধীন করার জন্য! আজ সেই দেশের কি হাল। এই স্বাধীনতা সংগ্রামীর জন্য আমরা শতকোটি প্রনাম 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arundhatiganguly5509
    @arundhatiganguly5509 หลายเดือนก่อน +13

    🙏🙏 জয় হিন্দ। আরও বিপ্লবীদের সম্বন্ধে জানতে চাই।

  • @babulbhowmik6530
    @babulbhowmik6530 หลายเดือนก่อน +1

    আমি আজ অনেক কিছুই জানলাম।অপেক্ষায় থাকলাম,আরও এমন কিছু তথ্য আগামীতেও জানতে পারবো।❤আমি একজন এবং আমার দুই সন্তান, আমরা নেতাজীর পরম ভক্ত।চলমান জীবনেও উনাকে ধারন করার চেষ্টা করি।ভালো থাকবেন।নেতাজী সর্ম্পকে আজও জানতে আগ্রহী।🙏🙏

  • @jayachatterjee7106
    @jayachatterjee7106 หลายเดือนก่อน +9

    Can't resist my tears. After all these sacrifices did we get this kind of freedom? Very sad😢
    🇮🇳 Joy Hind 🇮🇳

  • @subrataguha3141
    @subrataguha3141 หลายเดือนก่อน

    মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হলো ,,, এই রকম অজানা কতো ইতিহাস চাপা পড়ে গেছে। জয় হিন্দ। এই রকম অজানা আরো কাহিনী প্রকাশিত হোক। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @madhumitadas9340
    @madhumitadas9340 หลายเดือนก่อน +18

    অসাধারণ লাগলো। অজানা বিষয় জানা গেলো। ধন্যবাদ কুনাল দা। ❤

  • @srikantahazra3886
    @srikantahazra3886 หลายเดือนก่อน +1

    আমি চোখের জল আটকাতে পারলাম না, সারা শরীর কাঁটা দিয়ে উঠছে, 🙏মা ❤️নেতাজি, জয় হিন্দ, bandemataram, ভারত মাতা কি জয় 🇹🇯

  • @abhinaba1980
    @abhinaba1980 หลายเดือนก่อน +5

    Pronam neben Neera Arya...Jai Hind.... tomake selam 🎉🎉🎉

  • @Panchali_1234
    @Panchali_1234 28 วันที่ผ่านมา

    প্রথমেই আপনাকে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আজ এমন একজন বীরাঙ্গনার কথা ভালো করে জানতে পেরে খুবই ভালো লেগেছে।
    আজ আমাদের দেশে এরকম বীরাঙ্গনার খুবই দরকার।

  • @indranideb395
    @indranideb395 หลายเดือนก่อน +6

    হায় রে হায় কি আর বাকি ছিল অমানবিকতার প্রণাম মহীয়সী আর্য প্রণাম বাঙালির প্রাণ -সুভাষ বসু 🙏❤️🌹🙏

  • @premanandachattopadhyay7246
    @premanandachattopadhyay7246 14 วันที่ผ่านมา

    অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে এই রকম একটা প্রতিবেদনের জন্য।

  • @rinasadhukhan5963
    @rinasadhukhan5963 หลายเดือนก่อน +4

    অসংখ্য ধন্যবাদ জানাই, আর আজ লজ্জা হচ্ছে এইসব মহান দেশপ্রেমিক দের ত্যাগের কি মূল্য আমরা দিচ্ছি।

  • @sanjaydey6170
    @sanjaydey6170 หลายเดือนก่อน +13

    মীরা জীর আপনাদের মত কোন এক জনের মাধ্যমে জেনেছিলাম অল্প,মীরা জী ভারত সরকারের পেনশন ফিরিয়ে দিয়েছিলেন,আর সারাজীবন সবজি বিক্রি করে একা কাটিয়ে দিয়েছেন,ব্যস এইটুকু ইতিহাসের পাতায় কোন দিন পোড়ানো হয় নি আমাদের, সেই জন্য আমারা আমাদের ইতিহাস জানতে পারিনি,কুনাল দা আপনাকে অনেক ধন্যবাদ জানাই

  • @susmitadas1292
    @susmitadas1292 หลายเดือนก่อน +1

    খুব ভালো, সমৃদ্ধ হলাম, ধন্যবাদ দাদা। আরো জানতে চাই

  • @RajuHalder-b7o
    @RajuHalder-b7o หลายเดือนก่อน +17

    ভারতমাতার সেবা করার জন্য এইরকম মহিলাকে শত কোটি প্রনাম জানাই।

  • @RinkuDhali-j5t
    @RinkuDhali-j5t 17 วันที่ผ่านมา

    আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একজন মহান স্বাধীনতা সংগ্রামীর সম্পর্কে জানানোর জন্য সত্যি এনার সম্পর্কে আগে আমি জানতাম না কিন্তূ যখন জানলাম ধন্য হয়ে গেলাম সত্যি এখন এই সময় দাঁড়িয়ে ভাবতেও অবাক লাগে যে ওনার কতটা যন্ত্রণা সহ্য করে ছিলেন

  • @kri972
    @kri972 หลายเดือนก่อน +5

    কুনাল দাদার প্রয়াসে বীর বিপ্লবী বীরাঙ্গনাদের সম্পর্কে জানতে পারে চোখে অশ্রু সর্ব অঙ্গে অস্থিরতা হচ্ছে, জয় গুরুদেব জয় হিন্দ

  • @rohitshee2565
    @rohitshee2565 23 วันที่ผ่านมา

    খুব সুন্দর একটি পোস্ট । বীরাঙ্গনাদের স্যালুট জানাই । জয় হিন্দ 🙏 🇮🇳

  • @titliroy2138
    @titliroy2138 28 วันที่ผ่านมา

    ইতিহাসের অনেক ঘটনা জানলেও এই বীরাঙ্গনার কথা সত্যিই জানা ছিলো না,অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

  • @papiaghosh4970
    @papiaghosh4970 24 วันที่ผ่านมา +1

    Ami subscribe krlm apnar channel ta,osadharon laglo episode ta , really amar jana chhilo na Nira Arjya somporke,chokhe sotti jol ese galo sune ba feel kore sei situation gulo,aro aro sunte chai amon ojana Itihas, thank you so much

  • @debaprasadmukherjee9397
    @debaprasadmukherjee9397 หลายเดือนก่อน

    সুন্দর তোমার উপস্থাপনা এবং অভিনব। এ বিষয়ে আমার ৮৮ বছরের জীবনে প্রথম শুনলাম। ধন্য তুমি। নীরা আর্যর সঙ্গে তোমাকেও নমস্কার।

  • @pritammondal8321
    @pritammondal8321 หลายเดือนก่อน

    ধন্যবাদ এই অজানা ইতিহাস তুলে ধরার জন্য। বিভিন্ন দলীয় রাজনৈতিক স্বার্থে যে সমস্ত ইতিহাস চাপা পড়ে গেছে সেগুলোকে এই রকম নিরপেক্ষ ভাবে তুলে ধরার অনুরোধ জানাই।

  • @srilekhadattagupta7405
    @srilekhadattagupta7405 หลายเดือนก่อน

    শুনতে শুনতে শিউরে উঠছিলাম বার বার ,,কি অমানুষিক কষ্ট আর যন্ত্রনা সহ্য করে গেছেন ওনারা !! সত্যি জানা ছিলো না ,,,খুব ভালো লাগলো ,,খুব কষ্টের ,,সহ্য করা যায় না ।

  • @TANUSHREEDASDas-c7c
    @TANUSHREEDASDas-c7c 26 วันที่ผ่านมา

    Khub khub khub.....valo laglo video ta dekhe....onek ojana kichu jante parlam....Thank u lot's.....❤

  • @jayasribanerjee9715
    @jayasribanerjee9715 23 วันที่ผ่านมา

    আমি নীরা আর্য সম্পর্কে এই প্রথম জানলাম যে এত কিছু ঘটেছে ওনার জীবনে। আরও অনেক এই ধরনের ঘটে যাওয়া অজানা তথ্য জানতে চাই।আপনাকে অনেক ধন্যবাদ 🙏❤

  • @himanshusamanta9085
    @himanshusamanta9085 หลายเดือนก่อน

    এসব ঘটনা সত্যি অজানা ছিল আমার কাছে, এই অজানা ইতিহাস তুলে ধরবার জন্য ধন্যবাদ জানাই আপনাকে

  • @SumitiBhuniaSardar
    @SumitiBhuniaSardar หลายเดือนก่อน

    অসংখ্য ধন্যবাদ জানাই।আমাদের স্বাধীনতা সংগ্ৰামের ইতিহাসে উল্লেখ নেই, কিন্তু অন্তরালে থেকে কত মানুষ/মানুষী আত্মোৎসর্গ করেছেন,তাঁদের কথা জানতে চাই।কুণাল বাবুকে ধন্যবাদও কৃতজ্ঞতা জানাই, নীরা আর্য র জীবন কাহিনী তুলে ধরার জন্য।

  • @ashimbarua4001
    @ashimbarua4001 หลายเดือนก่อน

    অনেক ধন্যবাদ। একটা অজানা অধ্যায়ের দ্বারোন্মোচন করার জন্য।👌👌👌

  • @sharmisthabanerjee6355
    @sharmisthabanerjee6355 หลายเดือนก่อน

    Satyi e jantam na Maa Durga ke....asyankha dhonyobad apnake ei video ti tairi korar jonno......Big Salute to Neera Arya......

  • @RajuHalder-b7o
    @RajuHalder-b7o หลายเดือนก่อน +19

    ভারতকে মাতাকে টুকরো টুকরো করার সড়যন্ত্র চলছে তাই ভারত মাতাকে অখন্ড রাখার জন্য এইরকম দূর্গারুপী মায়েদের বর্তমানে খুবই প্রয়োজন দেখা দিয়েছে।তাই মা দূর্গারুপীদের আগমন হোক এটাই কামনা করি ভারত মাতার কাছে।👏👏👏👏👏👏👏👏👏

  • @sumanadeb7664
    @sumanadeb7664 หลายเดือนก่อน +2

    সত্যি এমন একজন বীরাঙ্গনা দেশপ্রেমিক কে জানতে পারলাম। স্যালুট জানাই।

  • @aloksarkar4007
    @aloksarkar4007 หลายเดือนก่อน +1

    অনেক অনেক ধন্যবাদ কুণাল বসুকে। অজানা তথ্যের সম্ভার পরিবেশন করার জন্য।

  • @Wander-k2u
    @Wander-k2u หลายเดือนก่อน +1

    নীরা আর্য, ভারতের স্বাধীনতা সংগ্রামের এই বীর সেনানীকে স্যেলুট এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম।

  • @shahbaten1466
    @shahbaten1466 หลายเดือนก่อน

    .....নাহ্ ! জানা ছিল না। জানলাম। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে.....!! আপনাকে ধন্যনাদ।

  • @subhadipmaiti4290
    @subhadipmaiti4290 หลายเดือนก่อน

    অসাধারণ উপস্থাপন❤❤🙏🙏
    এইরকম তথ্য আরো বেশি বেশি করে চাই দাদা ❤️❤️

  • @sanchitadutta7075
    @sanchitadutta7075 หลายเดือนก่อน

    আমি আগে জানতাম না। শ্রদ্ধায় মন ভরে গেল। আমি আরো জানতে চাই এরকম ঘটনা। আমি তখন জীবিত থাকলে এই বীরাঙ্গনার হাত ধরে নেতাজীর সেবায় ব্রতী হতে পারতাম। স্যালুট জানাই উনাকে। উনি ভাগ্যবতী বলেই নেতাজীদের মতো মহানদের সান্নিধ্যে আসতে পেরে ধন্য হয়েছেন। বীরাঙ্গনা নারী অথচ উনাকে কেউ জানেনা। জানে সেই সৈরাচারীদের , মাথায় তুলে রাখে যাদের জন্য ভারত বাংলা আজ বিপন্ন। শ্রদ্ধা জানাই আপনাকে অজানা তথ্য জনসমক্ষে তুলে ধরার জন্য।

  • @shamitadas8112
    @shamitadas8112 หลายเดือนก่อน +1

    সত্যিই ওই বীরাঙ্গনা কে জানাই আমার শত কোটি SALUTE ও প্রণাম

  • @ujjalsengupta7874
    @ujjalsengupta7874 หลายเดือนก่อน +1

    Excellent representation. Excellent realisation. Excellent clarification. Excellent approaching. Welcome. Namaste. Salute to you for collecting such valuable things.

  • @shikhabaral5364
    @shikhabaral5364 หลายเดือนก่อน

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে, স্বাধীনতা সংগ্রামীদের এই অজানা ঘটনাগুলো জানানোর জন্য।🙏🙏

  • @anjalijotobarshunitotobari8806
    @anjalijotobarshunitotobari8806 หลายเดือนก่อน

    বিস্ময় শুধুই রিস্ময়! কষ্টে চোখে জল এসে গেলো। সত্যিই জানতাম না এই শ্রদ্ধেয় বীরাঙ্গনার কথা। 😢😢 কতো অত্যাচার সহ্য করেছিলেন তিনি নেতাজি সুভাষ চন্দ্রের জন্য। আমার বিনন্ম্র শ্রদ্ধাঞ্জলি ও অসংখ্য প্রনাম জানাই 🙏🙏🙏🙏 অনেক তথ্যগুলো তোমার কাছে জেনেছি বন্ধু। আরও অনেক অনেক জানতে চাই আমি।

  • @BijoyKumarMukherjee-k8s
    @BijoyKumarMukherjee-k8s หลายเดือนก่อน

    অজানা ইতিহাস জানতে পেরে উপকৃত হলাম। ধন‍্যবাদ।

  • @aratisarkar9997
    @aratisarkar9997 หลายเดือนก่อน

    Anek dhonnobad dada ei rokom video aro post korben..onek kichu jante parlam Neera Arya somporke khubi kom jantam. Apni purota tule dhorlen.

  • @papridas887
    @papridas887 หลายเดือนก่อน +2

    কত শত এমন ইতিহাসে অবহেলিত মানুষজনের জন্য আজ আমরা স্বাধীন হয়েছি। শুনতে-শুনতে চোখে জল চলে এলো। কেন আমরা এনাদের কথা ইতিহাস বইতে জানতে পারবো না? ইউটিউব না থাকলে তো জানতেই পারতাম না।

  • @FIROJALI-er7qg
    @FIROJALI-er7qg 26 วันที่ผ่านมา

    আরো কতশত এরকম ঘটনা আছে যেগুলো ইতিহাসের পাতায় ওঠেনি। আপনি সংগ্রহ করে পেশ করুন। আমি খুব আগ্রহী।
    এইসব ঘটনা শুনে আমারও হৃদয়ে দেশপ্রেম জাগ্রত হয়

  • @anjandutta069
    @anjandutta069 หลายเดือนก่อน +1

    Osadharon, soto koti pronam Neera Maa ke.

  • @ranjitdas9473
    @ranjitdas9473 หลายเดือนก่อน

    অশ্রুতপূর্ব একটি প্রতিবেদন। অনেক অনেক ধন্যবাদ।❤

  • @mousuminath5497
    @mousuminath5497 หลายเดือนก่อน

    চোখের জল আর সামলাতে পারলাম না। কত কষ্ট কত যন্ত্রণা কত অসন্মান-অপমান সহ্য করে এই মহান মহিয়সী নারী নীরা আর্য নিজের জীবন উৎসর্গ করেছেন দেশমাতার শৃঙ্খল মোচনের জন্য। মহান বীরাঙ্গনা নীরা আর্যকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও সহস্র কোটি প্রণাম 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @apareshchakraborty4314
    @apareshchakraborty4314 หลายเดือนก่อน

    প্রথম বার শুনলাম। এই কাহিনি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনাকে। এই রকম আরো কাহিনী শুনতে চাই। অপেক্ষা লইলাম। ভালো থাকবেন।

  • @papiyaadhikary5940
    @papiyaadhikary5940 24 วันที่ผ่านมา

    আমি একজন নেতাজী ভক্ত।কিন্তু এই কাহিনি আমার জানা ছিল না।আপনাকে অনেক ধন্যবাদ এই বীরাঙ্গনার কাহিনী জানানোর জন্য।জয় হিন্দ,নেতাজী জীন্দাবাদ✊✊✊

  • @RaniBiswas-q6r
    @RaniBiswas-q6r หลายเดือนก่อน

    অতি বিরল এই আগুনের মমতন সত‍্য তুলে ধরার জন‍্য আপনাক অসংখ্য ধন‍্যবাদ দাদা,ভাল থাকবেন।

  • @samarprasadkoley3184
    @samarprasadkoley3184 หลายเดือนก่อน

    ঐতিহাসিক কাহিনী শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম স্বাধীনতা সংগ্রামীদের কাহিনী আরও শোনান বা জানান আমাদের। ভালো থাকবেন।

  • @gstwithsubhasis-iw4gx
    @gstwithsubhasis-iw4gx หลายเดือนก่อน

    অসাধারণ। এই সামাজিক অবক্ষয়ের যুগে এই বীরাঙ্গনাদের কথা নতুন করে প্রাণশক্তি যোগায়।

  • @ashokeghosh226
    @ashokeghosh226 หลายเดือนก่อน

    অসাধারণ অসংখ্য ধন্যবাদ। এই বীরাঙ্গনাদের প্রনাম জানাই। আপনি আরো এগিয়ে চলুন।

  • @চ্যালেঞ্জ2আধ্যাত্মিককবিরাজআজহা

    জি এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @manabrakshit-r5j
    @manabrakshit-r5j หลายเดือนก่อน

    আমি আপনার কাছে চির কৃতজ্ঞ।আপনার পেজ যথা সম্ভব দেখি।আজকের এই পরিবেশন টি আমার ঘুমিয়ে থাকা মন জীবনটির মধ্যে সমৃদ্ধ হলাম। নমস্কার।অপেক্ষায় রইলাম।

  • @pranaysarkar4065
    @pranaysarkar4065 หลายเดือนก่อน

    নীরা আর্যের দেশ প্রেমের কথা শুনে তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধায় মাথা নত করলাম ঠিকই কিন্তু কোন ভাবেই তাঁর প্রতি আমার আরও অনেক সম্মান ও শ্রদ্ধা বাকি থেকেই গেলো,যা বহু চেষ্টা করেও ভাষা দূর্বলতার কারণে ব্যাক্ত করতে পারলাম না ;তাই আমার অপূর্ণ ইচ্ছা রয়েই গেল!

  • @TafonDey
    @TafonDey หลายเดือนก่อน

    আমি আগে কখনো জানিনি,,এই প্রথম জেনেছি,,এই রকম সাহসী বোনকে আমার প্রণাম,,যেন তার আত্মা সুখে শান্তিতে থাকে এবং আবার যেন ঈশ্বর এই ভারত কে রক্ষা করার জন্য আবার পাঠায়,,এবং এই করুন কাহিনী বলার জন্য দাদা আপনাকেও ধন্যবাদ,,

  • @BiswanathSaren-dd3xh
    @BiswanathSaren-dd3xh 22 วันที่ผ่านมา

    ধন্যবাদ এই প্রথম এইবীরাঙ্গনা বিষয়ে জানলাম।ঠিক এরকম ফেলে রাখা ইতিহাস তুলে ধরার আশা রাখি।জয় হিন্দ।