কচু ভর্তা রেসিপি।মানকচু পুড়িয়ে শিলপাটায় যেভাবে ভর্তা বানাবেন।Giant Toro vorta easy recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন।আজকে আমি আপনাদেরকে এক্সক্লাসিভিটি ভর্তা রেসিপি দেখাবো।বানিয়ে দেখাচ্ছি সুস্বাদু ও মুখরোচক মান কচু ভর্তা।বাড়িতে খুব সহজেই ভর্তা টিক তৈরি করে নেওয়া যায় শুধুমাত্র মান কচু অল্পকিছু মসলা দিয়ে।আমি এই মান কচু ভর্তা তৈরি করেছি শিলপাটায় পেশা আপনারা চাইলে একটু ব্লেন্ডারে মিক্স করে মাখিয়ে নিতে পারেন।কচুপাতা যত রেসিপি আসছে আপনার যদি এই রেসিপিটি ফলো করে তাহলে কিন্তু অন্য সব রেসিপি গুলো ভুলে যাবেন।মান কচু পাতার এই রেসিপিটি যে এতো সুস্বাদু হয় এক প্লেট প্লাস ভাত আপনি অনায়াসেই সাবাড় করে ফেলতে পারবেন।আমার তো খুব প্রিয় একটি রেসিপি মান কচু ভর্তা আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগছে না যা যা লাগছে তা আমাদের বাড়িতে সব সময় থাকে।কচু হত্যার এই রেসিপিটি তৈরি করতে আমি যে কচুটি নিয়েছে সেটি আমার আম্মু কিছুদিন আগে বাড়ী থেকে পাঠিয়েছে আমি এর আগের একটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম।সেই ভিডিওটি দেখতে আপনারা এই ভিডিওটি স্ক্রিপশন এ একটা লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করে নিবেন।আমাদের দেশে গ্রাম-গঞ্জ থেকে শুরু করে শহরের প্রায় সব বাজারে কিন্তু এই ধরণের বরকত পাওয়া যায় তবে নিজের বাড়ির কচু তাহলে যেতে হয় যে এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়।কচুপাতায় এবং ওল ভর্তা এই ধরনের রেসিপি শিল পাটায় পিষে আম্মুকে তৈরি করে নিতে দেখেছি খেতেও কিন্তু অসাধারণ এজন্য এই রেসিপিটি আমার খুব পছন্দের।
    #shantaskitchenstudio
    #মানকচুভর্তা
    #easyrecipe
    #vortarecipe

ความคิดเห็น • 2

  • @IrtimamHassan
    @IrtimamHassan 3 หลายเดือนก่อน +1

    ভালো হয়েছে

  • @fizaskitchen3794
    @fizaskitchen3794 หลายเดือนก่อน +1

    দেখেই খেতে ইচ্ছে করছে।