অবশেষে আব্বাসী হুজুরের সাথে বিতর্কের পর প্রথমবারের মতো মুখ খুললেন ডক্টর তাজ হাশমী || Nagorik TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 378

  • @ইসলামেরপথে-ড১ঠ
    @ইসলামেরপথে-ড১ঠ 2 ปีที่แล้ว +9

    তাজহাসমি সাহেব যুক্তি আলাদা আর ঈমান আলাদা।

  • @nilichakma9757
    @nilichakma9757 2 ปีที่แล้ว +3

    Dr. Hasemi u r really genious!!

  • @moniruzzamanchowdhury5164
    @moniruzzamanchowdhury5164 2 ปีที่แล้ว +2

    ধন্যবাদ, হাশমী

  • @abdul93308
    @abdul93308 3 ปีที่แล้ว +8

    কেও যদি বিশ্বাস করতে না চায়, তাকে জোর করে বিশ্বাস করানো মুসকিল।

  • @mohammadsarwar5434
    @mohammadsarwar5434 3 ปีที่แล้ว +11

    তাজ হাসমি সাহেবের ইসলামিক জ্ঞান আরও ভালও মত অর্জন করা উচিত,তবে অনেক ভালো কথাও বলেছেন.তবে এনায়েত সাহেবের অনুপস্থিতিতে তাকে সমালোচনা আর ব‍্যক্তিগত আক্রমণ করা উচিৎ হয়নি ,অনুষ্ঠানটা সুন্দর হয়নি....

    • @nayagarapho-pho2013
      @nayagarapho-pho2013 2 ปีที่แล้ว +2

      তাজ হাসমী সাহেবের ইসলামীক জ্ঞান আব্বাসীর চেয়ে অনেক বেশী।

  • @TrueSeeker
    @TrueSeeker ปีที่แล้ว +1

    তাজ হাসমী স্যার সঠিক বলেছেন

  • @Shadamon66
    @Shadamon66 2 ปีที่แล้ว +2

    আল্লাহ এ‌দের হেদা‌য়েত দান করুন আমীন ।

  • @formalinhypocrite9756
    @formalinhypocrite9756 3 ปีที่แล้ว +12

    আপনারা দুইজনই এক বংশের লোক, অথচ দুইজনই বিপরীত মেরুর,তবে আব্বাসির রেসপেক্টের জায়গাটা খুবই কম ছিলো।

  • @BanglaMix22
    @BanglaMix22 2 ปีที่แล้ว +1

    I love Taj Hasmi sir doa roilooo apnar jonno ameen ameen

  • @EmranAli1998
    @EmranAli1998 3 ปีที่แล้ว +11

    17:12 উপস্থাপক বুক ফুলিয়ে তাজ হাশমীর পক্ষ নিয়ে যখন বললেন,আপনি তো হাদীস বিশ্বাস করেন তখনই তাজ হাশমী উপস্থাপক কে চপেটাঘাত করেই সাথে সাথে বললেন,ছিয়া ছিত্তাকে বিশ্বাস করেন না! তো এখন উপস্থাপক ভাই কি বলবেন?

    • @mahabuburrahman9384
      @mahabuburrahman9384 3 ปีที่แล้ว +2

      Sakib ra kono vabei islami knowledges rakhena. Sakib taj hashmi ra butfer , naam dhari Muslim. Shahriar kabirer motoi

    • @MMunna-rn2lv
      @MMunna-rn2lv 3 ปีที่แล้ว +3

      গেঁজ হাশমী তার ঐতিহাসিক বাবাদের কেচ্ছা-কাহিনী আবার বিস্বাস করে।

    • @mahabuburrahman9384
      @mahabuburrahman9384 3 ปีที่แล้ว +1

      @@MMunna-rn2lv taj hashmi purai durgondho

    • @EmranAli1998
      @EmranAli1998 3 ปีที่แล้ว +4

      @@mahabuburrahman9384 আপনি টিকই বলেছেন।ওনি ইসলাম,সাহাবা রা: গন এবং তাবেইন,তবে তাবেইনদের বিষয়ে চরম বেয়াদবী করতেছেন।

    • @EmranAli1998
      @EmranAli1998 3 ปีที่แล้ว +2

      @@mahabuburrahman9384 আপনার কথাটি এক দম খাঁটি এবং তিনি এ জামানার দাজ্জাল মুসালমান দের ঈমান নস্ট করতে চাচ্ছেন।

  • @newszবাংলা
    @newszবাংলা 3 ปีที่แล้ว +2

    গাবগাছি নিঃসন্দেহে একজন ধর্মব্যবসায়ী

  • @antoha4753
    @antoha4753 3 ปีที่แล้ว +9

    তাজ হাসমি ইতিহাসবিদ বটে কোরআন সম্বন্ধে ভালো জানেনা,আমি আশা করব তাজ হাসমিন আরো ভালো স্টাডি করবেন কোরআন সম্বন্ধে। যদি তিনি কোরআন স্টাডি করেন মুসলমানদের জন্য খুবই ভালো হবে। আব্বাসি ভাল জানেন।

    • @DipakBose-ge1hm
      @DipakBose-ge1hm 3 ปีที่แล้ว

      Taj Hasimi has a PhD in Islamic Studies.

    • @mdhasibullasorkar9355
      @mdhasibullasorkar9355 2 ปีที่แล้ว

      ভাই আপনি নিজে কোরআনের বাংলা তর্জমা পড়ে দেখুন এবং বুঝে পড়তে চেষ্টা করুন, আপনার প্রতি আল্লাহ পাক সোহায় হন

  • @azmmoazzemhossain3499
    @azmmoazzemhossain3499 3 ปีที่แล้ว +19

    ধর্মীয় বিষয়ে এত জটিল আলোচনায় যাওয়া হাসমী সাহেবের জন্য উচিৎ নয় বলে আমি মনে করি । আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার জন্য আল্লাহর নির্দেশনা রয়েছে এ কথা মনে রাখতে হবে । হ্যাঁ আব্বাসী সাহেবের প্রতিপক্ষের প্রতি সম্মান রেখে কথা বলা উচিৎ, ঔদ্ধত্ত আল্লাহ্ পছন্দ করেন না এ কথা আব্বাসী সাহেবকে স্মরণ করিয়ে দিতে চাই ।

    • @mahabuburrahman9384
      @mahabuburrahman9384 3 ปีที่แล้ว +3

      Bhai, Taj hashmir moto naam dhari Muslim ra jokhon Hadith k omanno kore biramhin mitthachar kore, a jagay chup thaka osomvob. Taj hashmi stupid.

    • @anwarmamun2020
      @anwarmamun2020 3 ปีที่แล้ว

      Balanced commitment! Bangladesh needs more people like you!

    • @Zaman.M1984
      @Zaman.M1984 3 ปีที่แล้ว +2

      @@mahabuburrahman9384
      হাদীস ওয়ালারাই দিন দিন পৃথিবীতে ইসলামকে পৃথিবীর কাছে এক আতংক ধর্ম হিসাবে উপস্থাপন করছে। আব্বাসীর হাদীস ওয়ালা গোড়া মোল্লাদের কারণেই ইসলাম থেকে অনেক মানুষ দূরে চলে যাচ্ছে।।

    • @mahabuburrahman9384
      @mahabuburrahman9384 3 ปีที่แล้ว +1

      @@Zaman.M1984 tai bole ami Hadith birodhir support korte parina

    • @tanvirmfx
      @tanvirmfx 3 ปีที่แล้ว +6

      আব্বাসী সাহেবকে কিছুটা আগ্রাসী মনে হয়েছে ঠিক। কিন্তু আলেম নন, হাদিস অস্বীকারকারী এমন ব্যক্তি যখন ইসলামের হাজার বছরের ভিত্তিকে ছুঁড়ে ফেলে দেয়ার চেষ্টা করেন তখন কিছুটা চাপ প্রয়োগ করেই কথা বলতে হয়। আব্বাসী সাহেব একবারও হাশমী সাহেবকে ব্যক্তগত আক্রমণ করে কথা বলেননি। তবে নিজের জায়গা থেকে কনফিডেন্সের সাথে ডিফেট করেছেন এবং পাল্টা চ্যালেঞ্জ ও যুক্তি তুলে ধরেছেন। আর এই কনফিডেন্সের প্রকাশভঙ্গিকে অনেকেই আগ্রাসী মনে করে ভুল করছেন। হাশমী সাহেব অনেকবারই ভুলভাল তথ্য তুলে ধরেছেন যা আব্বাসী সাহেব চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছেন আর বলেছেন আপনি কুরআন পড়েননি/ হাদিস সংগ্রহের ইতিহাস পড়েননি ইত্যাদি ইত্যাদি। এগুলো আক্রমণ নয়, বরং প্রতিপক্ষর ভুলের জায়গা স্পষ্টভাবে আইডেন্টিফাই করে দেয়া। বুঝতে হবে এটা একটা ডিবেট ছিল, কোনো লুতুরপুতর কিংবা পিঠ চাপড়াচাপড়ির আলোচনা ছিল না।
      এছাড়াও এখন হাশমি সাহেব ও উপস্থাপক দুজনে মিল করছেন টা কি? নিয়ম-নীতির তোয়াক্কা না করে দুজনে মিলে আব্বাসী সাহেবের চরিত্র হননে মেতেছেন। পরাজিতদের সমস্ত আচরণ ও চিহ্ন এখন তাদের দুজনের আচরণে স্পষ্ট। আমরা আব্বাসীর আরো ডিবেট দেখেছি। শাহরিয়ার কবীরকে আব্বাসী সাহেব একাই ধরাশায়ী করে দিয়েছিলেন। তখন শাহরিয়ার কবিরও ডিবেটের বাইরে গিয়ে নিজ পরিচিত সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে একই ধরনের চরিত্র হননে মেতেছিল।

  • @makkahmadinaislamicchannel4831
    @makkahmadinaislamicchannel4831 3 ปีที่แล้ว +6

    আরো অনেক গবেষণার দরকার ইসলামকে নিয়ে।

  • @AbuTaher-jo2db
    @AbuTaher-jo2db 3 ปีที่แล้ว +4

    তাজ হাশমির কথা বাস্তব,

  • @habibrahman9774
    @habibrahman9774 3 ปีที่แล้ว +3

    Excellent, go ahead taj hashmi sir . Thank you.

  • @pigeonslover6863
    @pigeonslover6863 3 ปีที่แล้ว +10

    আব্বাসি হুজুর চমৎকারভাবে ইসলামকে তুলে ধরেছেন

  • @nuruddinjumon1574
    @nuruddinjumon1574 2 ปีที่แล้ว +2

    আজকের অনুষ্ঠানটা গীবত করবার জন্য করা হয়েছে ।

  • @EmranAli1998
    @EmranAli1998 3 ปีที่แล้ว +9

    তাজ হাশমী সাহেব আপনার মত গোমরাহের সাথে আব্বাসী সাহেব উপযোক্ত ব্যাবহার করেছেন,এমন কি আর ও শক্ত ভাবে কথা বলাটা উচিত ছিল।

    • @cifi5118
      @cifi5118 3 ปีที่แล้ว

      Manush hon

  • @mdtanjiljoma236
    @mdtanjiljoma236 2 ปีที่แล้ว +1

    নবীর জীবনকে অস্বীকার করলে কী হয়।

  • @Emon071
    @Emon071 3 ปีที่แล้ว +9

    আমার মনে হয় আপনারা দুজন ব্যক্তিগতভাবে বসে মন খুলে আলোচনা করতে পারেন। কেননা ইসলামের পক্ষেই আপনাদের অবস্থান।

  • @sharifalishah3493
    @sharifalishah3493 3 ปีที่แล้ว +3

    আব্বাসী হুজুর জিন্দাবাদ।

  • @SamratJulkerNien
    @SamratJulkerNien 3 ปีที่แล้ว +7

    হাদিস সম্বন্ধে আরো জানার চেষ্টা করবেন বলে মনে করি।
    হাদিস কোনো কল্পনা মতো লেখা হয়নি। "আদালত" শব্দটি শুনেছেন বলেই আশা করি।
    হাদিস শাস্ত্রবিদগণ হাদিস বর্ণনাকারীদের ভালোভাবেই যাচাই করতেন। উকিলদের মত জিজ্ঞেস করতেন বিভিন্ন প্রশ্ন। বর্ণনাকারীদের অতীত ইতিহাস সম্বন্ধে খোজখবর নিতেন।
    সব মিলিয়ে উত্তম হলে সেই বর্ণনা কারীদের বলতেন 'আদেল'!!
    বিভিন্ন বর্ণনাসূত্র ক্রস চেক করতেন।একটা সনদের সাথে আরেকটা মিলাতেন।এভাবে বুঝতে পারতেন কোন বর্ণনাসূত্রটি সঠিক আর কোনটি ভুল।আরো অনেক মূলনীতি তারা অনুসরণ করতেন যা ছিল বিজ্ঞানসম্মত।
    আর একটা ব্যাপার জানিয়ে রাখতে চাই, বুখারি ৬ লক্ষ হাদিস পেলেও তার সব ভিন্ন ভিন্ন মতন ছিল না।যেমন কোনো মতনের যদি ৭০০ বর্ণনা সূত্র থাকে, তাহলে সেই একই মতনের প্রত্যেকটি সনদকে মুহাদ্দিসগণ ৭০০ ভিন্ন হাদিস বলতেন(গবেষণার সুবিধার্থে)।
    এভাবে কোনো কোনো হাদিসের অনেক অনেক সনদ পাওয়া যেত,যার প্রত্যেকটি সনদ সহ মতন কে একেকটি হাদিস বলা হত।
    তাই বুখারি ৬ লক্ষ হাদিস পেয়েছিলেন, যার সব গুলো ভিন্ন ভিন্ন হাদিস ছিল না।
    আশা করি এর পর থেকে কেউ ৬লক্ষ বলতে ভুল ব্যাখ্যা করবেন না।
    আর জেনে রাখবেন বুখারির সব হাদিস সবাই বিনা বাক্যে মেনে নেয়নি।তার মৃত্যুর পরও ২০০-৩০০ বছর ধরে তার হাদিস সমূহ যাচাই-বাছাই করে দেখা হয়েছে।কোনো অন্ধবিশ্বাস থেকে বুখারিকে মেনে নেননি কোনো বিজ্ঞ মুহাদ্দিস। বর্ণনাকারীদের প্রত্যেকের সম্পর্কে ইতিহাস লিখিত আছে, তাদের বর্ণনাকৃত সব হাদিস লিখে রাখা আছে আসমাউর রিজাল শাস্ত্রে। এখনো যে কেউ যে কোনো হাদিসের আদ্যোপান্ত গবেষণা করতে পারেন। আন্দাজে কোনো ঢিল ছুড়ে কাউকে দালাল বলতে হবে না।একটু কষ্ট করে খুজে দেখে, গবেষণা করে কথা বলবেন আশা করব।

    • @ahmsifatullah2474
      @ahmsifatullah2474 3 ปีที่แล้ว

      ধন্যবাদ, হাদিস বিষয়ে মৌলিক কিছু কথা উল্লেখ করার জন্য।

    • @rashedulhasan7149
      @rashedulhasan7149 2 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই।

  • @s.h.hridoykhan9158
    @s.h.hridoykhan9158 2 ปีที่แล้ว +3

    আমারও একি মত স্যার আপনার অনেক ঙান মাশাল্লাহ,, তবে ইসলাম সম্পর্কে আপনার ঙান যথেষ্ট কম আছে।।

    • @dussahosik6299
      @dussahosik6299 2 ปีที่แล้ว

      আমি আপনাকে বিনয়ের সাথে বলছি যে, তাজ হাসমি স্যার ইসলাম নিয়ে কি ভুল বলেছেন আর আপনি কি তাকে ঠিক ভুল বিচার করার যোগ্যতা আছে?

  • @nazb2525
    @nazb2525 3 ปีที่แล้ว +6

    মানুষকে বিবেক দেয়া হয়েছে। সবকিছু বিবেক দিয়ে বিচার করেন হুজুগে হয়ে মিথ্যার দিকে ঝুকবেন না। শেষ ময়দানে হেরে যাবেন। জিততে চাইলে সৎ থাকেন আর নীতিকে মানবতাকে স্যালুট জানান। ভন্ডামি আর মিথ্যাকে রুখে দিন।

  • @hashemitv9590
    @hashemitv9590 3 ปีที่แล้ว +11

    আমার প্রাণ প্রিয় মানুষ, প্রিয় মনীষী বর্তমান যুগের মুজাদ্দিদ. ডঃ এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরী .ll আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করে নিন আমীন..l

    • @dr.saifulislamhridoy4172
      @dr.saifulislamhridoy4172 3 ปีที่แล้ว +2

      আব্বাসির চামচা হইছোস খুব?

    • @hashemitv9590
      @hashemitv9590 3 ปีที่แล้ว

      আব্বাসী/ হাশমি তারা দুজনেই আমার পরিবারের অংশ.l আমার থেকে ভালো আপনাদের বোঝার কোন কারণ দেখি না.l বুঝতে পেরেছেন মনে হয়.l

    • @ঘোড়ারডিম-জ৫ঝ
      @ঘোড়ারডিম-জ৫ঝ 3 ปีที่แล้ว

      হাব্বাচি যৌনপুরী,

  • @NasirUddin-hw5wc
    @NasirUddin-hw5wc 2 ปีที่แล้ว +5

    আল্লাহ তায়ালা বলেন,
    "তোমরা আল্লাহর আনুগত্য কর, রাসুলুল্লাহ সাঃ এর আনুগত্য কর, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদেরকে আনুগত্য কর।"
    এই কথা দ্বারা প্রমাণিত হয় যে,আল্লাহর রাসুলুল্লাহ এর সুন্নাহ অনুসরণ করা অত্যাবশ্যক।কারণ তিনির আনুগত্য করতে হলে তিনির কথা, কাজ, সমর্থনকে অনুসরণ করতে হবে।
    আরেকটা কথা আল্লাহ সূরা কাহাফে এই কথা বলেননি যে রাসুলুল্লাহ সাঃ আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু এই বাটপার বলছে আল্লাহ নাকি সাধারণ মানুষ বলে নবিকে সম্বোধন করেছেন।আল্লাহ এই আয়াত দ্বারা বুঝিয়েছেন যে রাসুলুল্লাহ সাঃ আমাদের মতো দেখতে মানুষ কিন্তু সৃষ্টিগত দিক থেকে, গুণগত দিক থেকে, আল্লাহর হাবিব সাঃ সম্পূর্ণ ভিন্ন।

    • @duranto.bd-1971
      @duranto.bd-1971 2 ปีที่แล้ว

      আফিমখোর অন্ধবিশ্বাসী 😡

  • @polasstudent2215
    @polasstudent2215 2 ปีที่แล้ว +1

    এই নাজমুস সাকিব ওই ব্যাক্তি না সাংবাদিক ইলিয়াস হোসেন যার গোমর ফাঁশ করেছিলেন।

  • @habibrahman9774
    @habibrahman9774 3 ปีที่แล้ว +2

    Excellent

  • @misbahb-6425
    @misbahb-6425 3 ปีที่แล้ว +4

    কোরআনের আয়াতগুলো দেখে দেখে বলতেছে কিন্তু যখন আল্লামা আব্বাসীর সামনে একটি কথা ও বলতে পারল না🤣🤣
    হাশমীর ভক্ত কে

  • @jeasminakter6370
    @jeasminakter6370 2 ปีที่แล้ว +1

    ভাই হাশমি সাহেব, এখন মুরব্বি সাজছেন, তাহলে বিতর্ক করতে আসলেন কেন???? আপনার মুর্খতা দেখে অবাক হই

    • @skasrafhossain4331
      @skasrafhossain4331 2 ปีที่แล้ว

      এই ভাবে বলেন :
      আপনার গন্ড মূর্খতা দেখে অবাক হই

  • @zubearkhan6409
    @zubearkhan6409 3 ปีที่แล้ว +5

    আল্লাহ গাবের মালিক। তিনিই ভালো জানেন কি করতে হবে। এক তরফা ডিবেট হয়না।এখন আপনারা গিবত করছেন।

  • @asadulhaque3680
    @asadulhaque3680 3 ปีที่แล้ว +2

    উপস্থাপক চেয়েছে দেশবিরোধী কিছু বেরিয়ে আসুক। ডক্টর তাজ কি ধর্ম ব্যবসা বন্ধ করতে চান?

  • @MDAKASHKHAN-g4e
    @MDAKASHKHAN-g4e 3 ปีที่แล้ว +3

    ইসলামকে অপোমান করতে তাজ হাসমি সাহেব ভাবলো না আর আমরা আল্লাহ জনে ভালো বাসি আব্বাছি সায়েব কে তিনি ইসলামের একটি রতনো সত্তো সব সময় উচু আয়াজে বলা জাই মিথে নয়,,,,,,, তাজ হাসমি সাহেব আপনি কুরান মানেন কিনতু হাদীস মানে না আপনাকে ও আমরা মানি না 🤔🤔🤔 আমার সাথে কে কে এক মত ,,,, ইসলামের জয় সব সময়

  • @shihabuddin6962
    @shihabuddin6962 2 ปีที่แล้ว

    তাজ সাহেবকে আপনার মাধ্যমে চ্যালেন্জ এর জন্য আহ্বান করা গেলো

    • @TrueSeeker
      @TrueSeeker ปีที่แล้ว

      তুই তো মূর্খ

  • @md.ataharalikhan9645
    @md.ataharalikhan9645 2 ปีที่แล้ว +4

    আসলে লোকটার লজ্জা শরমের অভাব, লজ্জা শরম থাকলে আর কেমারার সামনে আসতোই না।

  • @saimonbillah5521
    @saimonbillah5521 2 ปีที่แล้ว +1

    এই সাকিব সাবধান হ আলেমের বিরুদ্ধে কথা বলবি না 😡😡

  • @zebunnessahossain2672
    @zebunnessahossain2672 3 ปีที่แล้ว +1

    Assalamualaikum WRWBT you are so talented in HISTORY

  • @mdjihadulislam9585
    @mdjihadulislam9585 2 ปีที่แล้ว +1

    আপনাদের কথা ভালো লাগলোনা। আমরা হয়তো আপনাদের মতো জ্ঞানী নই কিন্তু আপনাদের মতো জ্ঞান হারা নই।

  • @AyubKhan-ro1qm
    @AyubKhan-ro1qm 3 ปีที่แล้ว +6

    আমার মনে হয় ইসলাম নিয়ে আপনারা কথা না বলাই ভালো সবাই সব কিছু জানেনা

    • @মানুষ-ছ১ঠ
      @মানুষ-ছ১ঠ 2 ปีที่แล้ว

      হজুর কি আল্লাহ? অন্ধ বিশ্বাস শিরকের সমান।

  • @NasirUddin-hw5wc
    @NasirUddin-hw5wc 2 ปีที่แล้ว +2

    আল্লাহ তায়ালা বলেন,
    তোমরা আল্লাহর আনুগত্য কর, রাসুলুল্লাহ সাঃ এর আনুগত্য কর, এবং তোমাদের মধ্যে উলিল আমরকে আনুগত্য কর।
    এই কথা দ্বারা প্রমাণিত হয় যে,আল্লাহর রাসুলুল্লাহ এর সুন্নাহ অনুসরণ করা কারণ তিনির আনুগত্য করতে হলে তিনির কথা, কাজ, সমর্থনকে অনুসরণ করতে হবে।
    আরেকটা কথা আল্লাহ সূরা কাহাফে এই কথা বলেননি যে রাসুলুল্লাহ সাঃ আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু এই বাটপার বলছে আল্লাহ নাকি সাধারণ মানুষ বলে নবিকে সম্বোধন করেছেন।আল্লাহ এই আয়াত দ্বারা বুঝিয়েছেন যে রাসুলুল্লাহ সাঃ আমাদের মতো দেখতে মানুষ কিন্তু সৃষ্টিগত দিক থেকে, গুণগত দিক থেকে, আল্লাহর হাবিব সাঃ সম্পূর্ণ ভিন্ন।

  • @nurullaskar2510
    @nurullaskar2510 2 ปีที่แล้ว

    Mr hasmi you are actual right

  • @AltafHussain-yn3pt
    @AltafHussain-yn3pt 2 ปีที่แล้ว +1

    ভাইরে তুমি হাদীস মানলে না আবার মুসলিম দাবি কেমনে কর।

  • @jabedhosen830
    @jabedhosen830 3 ปีที่แล้ว +6

    এটা একটা কাপুরুষোচিত আলোচনা হয়েছে। উনি নাই ঐ বিষয়ে কথা বলা হয়েছে। কিন্তু ঐ আলোচনায় কথাই বলতে তুতলাইছেন।

    • @tanvirmfx
      @tanvirmfx 3 ปีที่แล้ว

      উচিত কথা বলেছেন। ধন্যবাদ।

  • @mohammadislam9533
    @mohammadislam9533 3 ปีที่แล้ว +3

    Dr Hashemite please do respect Imam Bukhara.

    • @mahabuburrahman9384
      @mahabuburrahman9384 3 ปีที่แล้ว +1

      Sakib/ taj hashmi egula chhagoler 3number bachcha

  • @ahamodullabhuniya3
    @ahamodullabhuniya3 2 ปีที่แล้ว +1

    হাশমি সাহেবের কুরআন-হাদীসের জ্ঞান কিছুটা কম

  • @tauhidbinjamal
    @tauhidbinjamal 3 ปีที่แล้ว +2

    মিথ্যাচারের কী ছিলো সেই বিতর্কে, জনাব হাশমী সাহেব?!

    • @voiceofamini-
      @voiceofamini- 3 ปีที่แล้ว +3

      অর্বাচীন হাশেমী।
      তিনি একটি লাইভ প্রোগ্রামে আলেম ওলামা ও মাদ্রাসা শিক্ষা নিয়ে অসভ্যতার সীমা অতিক্রম করে বাজে বাজে মন্তব্য করেছেন।
      তাজ হাশমি একজন স্বার্থহীন মূর্খ।
      ধর্মীয় বিষয়ে একাডেমিক জ্ঞান নেই।
      তিনি ধর্মীয়'বিষয়ে বিতর্ক করে মারাত্মক অনধিকার চর্চা করে থাকেন।

  • @atiqurrahaman6144
    @atiqurrahaman6144 3 ปีที่แล้ว +7

    ধর্ম নিয়ে আলোচনায় না যাওয়াই ভাল। আমরা চাই সত্য ইতিহাস তুলে ধরবেন। এই টাই চাই।

  • @ATOZINFORMATION001
    @ATOZINFORMATION001 2 ปีที่แล้ว

    Allah Taj Hasmi hedayet dan koruk amin

  • @mohammadislam9533
    @mohammadislam9533 3 ปีที่แล้ว +5

    I respect both of you. I though both of you will talk on the present political crisis in Bangladesh and the current world as a whole. I hope that we can learn many things But it didn’t go in that direction. I think this presenter is too young to handle like persons Dr. Taj and Dr. Abbasi.

    • @anwarmamun2020
      @anwarmamun2020 3 ปีที่แล้ว +1

      I was worried that this so-called debate will go wrong and it did. The presenter is otherwise intelligent, but he failed here miserably!

  • @habibrahman9774
    @habibrahman9774 3 ปีที่แล้ว +2

    Don't worry sir. God bless you.

  • @rashedr2568
    @rashedr2568 3 ปีที่แล้ว +1

    Allahu Akbar

  • @সত্য-সুন্দরেরজন্য
    @সত্য-সুন্দরেরজন্য 3 ปีที่แล้ว +2

    সম্মানীত জনাব তাজ হাসমী সাহেব আমি আপনাকে অসম্ভব রকমের সম্মান করি । আমার৷ মনের ৯০% কথাই আপনার বক্তব্যে প্রকাশ পেয়েছে ।
    আব্বাসী একজন উদভট লোক তার বক্তব্যেই তা প্রকাশ পেয়েছে । আল্লাহ আপনার নেক হায়াত এবং দীর্ঘ আয়ু দান করুন । আমিন ।

  • @bhpoints8294
    @bhpoints8294 3 ปีที่แล้ว +2

    নবীজির সৃষ্টি তত্ত্ব নিয়ে কথা বললে সকল সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলতে হবে খণ্ডিত নয়।

  • @Ahsanhabiboo7
    @Ahsanhabiboo7 3 ปีที่แล้ว +6

    হাশমী স্যার সঠিক বলেছেন,, স্যারের জন্য দোয়া রয়লো

    • @skrizu43
      @skrizu43 2 ปีที่แล้ว +1

      Are you Garol?

  • @askdeenislam161
    @askdeenislam161 2 ปีที่แล้ว

    Dr Taz Hashmi is a renowned person involved in mostly secular studies rather than Islamic.
    He shouldn’t argue against Hadith and it’s nature.

  • @akmayuburrahman6879
    @akmayuburrahman6879 3 ปีที่แล้ว +1

    আপনি সুস্থ থাকুন এই দোয়া করছি।

  • @sobojahmed3124
    @sobojahmed3124 3 ปีที่แล้ว +3

    স্যার কথা গুলো রাইট

  • @MonirulIslam-wh1si
    @MonirulIslam-wh1si 3 ปีที่แล้ว +1

    সাকিব সাহেবকে অনুরোধ করছি আমার একটা কমেন্ট ডঃ তাজ হাসমীকে পড়ে শোনান।

  • @yousufhosen3581
    @yousufhosen3581 3 ปีที่แล้ว +1

    ধন্যবাদ

  • @mohammedzahidulislam2255
    @mohammedzahidulislam2255 3 ปีที่แล้ว +6

    আলোচনা করা সঠিক কিন্তু হাদীস নিয়ে হাশমী স্যারের কোন কথা না বলাই ভাল যেহেতু উনি হাদীসের স্কলার নন।তাই অনুরোধ ইসলাম নিয়ে তর্ক না করাই ভাল।

    • @tanvirhasan9273
      @tanvirhasan9273 3 ปีที่แล้ว

      @@sohelsaheen Says the great Muhaddith(Hadith Scholar) Mr. Saheen Sajjad(!!)...who has already published an elaborate well-researched peer-reviewed & empirical data-driven Academic Paper on this field, right?! 😂

  • @AbdullahAlMamun-ze9il
    @AbdullahAlMamun-ze9il 3 ปีที่แล้ว +3

    It was a bad idea to bring Mr. Taj Hashmi and Mr. Abbasi in the same platform. Moreover the program moderator Mr. Sakib needs to be a bit more convincing and controlling. Most of the time he seems to lose control as a moderator (Khaled Mohiuddin of DW or Minor Haider or Kanak Sarwar are good example of controlled moderation. Usually they don't allow the discussion to get deviated from a certain topic). The whole discussion should be limited within current political situation in Bangladesh. That would bring out the true color of everyone. People should be invited for discussion not for debate. Usually debates end up in arrogance, bitterness and mud slinging.

  • @baha3225
    @baha3225 3 ปีที่แล้ว

    Right thanks

  • @delwerhossain3619
    @delwerhossain3619 3 ปีที่แล้ว +2

    কুরআন হাদীসে কি আছে বা কি নাই এইটা তাজ হাশমি স্যার আব্বাসি হুজুর থেকে বেশি জানেন। বড় পন্ডিত ওনি।

    • @mdbaijid9696
      @mdbaijid9696 2 ปีที่แล้ว

      বললেই হলো নাকি মামার বাড়ির আবদার যে আব্বাসী হুজুরের থেকে বেশি জানে আব্বাসী হুজুরের পায়ের ধুলার সমান হবে না ও

  • @MehediHasan-ij5jj
    @MehediHasan-ij5jj 2 ปีที่แล้ว +1

    রাজনিতিতো হারাম ঐটা নিয়ে কিসের আলোচনা।

  • @azizulhaque498
    @azizulhaque498 2 ปีที่แล้ว

    okay

  • @sonalikotha727
    @sonalikotha727 3 ปีที่แล้ว +1

    Nagorik tv এর এডিটর, উনাকে আরেক বার ডিভেট এর জন্য বলুন প্লিজ।।

  • @syedmokhlesurrahman1869
    @syedmokhlesurrahman1869 3 ปีที่แล้ว +2

    Dr Taz Hasmi sir, pls don't debate with one eyed men.

  • @arefinhosenimran8604
    @arefinhosenimran8604 3 ปีที่แล้ว +5

    Exactly sir

  • @habibrahman9774
    @habibrahman9774 3 ปีที่แล้ว +2

    God bless you sir.Thank you.

  • @MdMonir-fz5yo
    @MdMonir-fz5yo 2 ปีที่แล้ว

    Abbasiaavegi Huzoor

  • @kaisarkhan6900
    @kaisarkhan6900 3 ปีที่แล้ว +10

    তাজ হাশমী হেরে এখন বক বক করতেছে।।।

  • @mahbuburrahman4820
    @mahbuburrahman4820 3 ปีที่แล้ว +1

    আল্লহ বলেছেন এই হাদিস( কুরআন) ফেলে তোমরা কোন হাদিসের দিকে যাচ্ছ?
    ইন্না হু লা ক্বাওলিন রাসুলিন ক্বারিম
    এ যে সম্মানিত রাসুলের মুখের বানী।
    !!!!!!!!!!৷৷৷৷৷৷৷৷৷
    ৯৯% মুসলমানদের নিজ ভাষায় কোরান পড়াশোনা আছে কি????

  • @obaidurrahman7402
    @obaidurrahman7402 3 ปีที่แล้ว +1

    ভাই। আমার। জানার। ইচ্ছা। হাদীস এর। এই। ভেজাল। হল। কি। করে

  • @mayerduaengineering3778
    @mayerduaengineering3778 2 ปีที่แล้ว

    ইতিহাসবিধদের ইতিহাস কোন মূল্য নেই।

  • @muhammadzubayerhussain762
    @muhammadzubayerhussain762 3 ปีที่แล้ว +2

    Shocking!!!
    NAGORIK TVr ki sahosh hobe thik ekoi rokom ekti show Dr. Abbasi ke sathe niye korar?
    Sakib porisheshe apni niropekkho thakte parlen na.!! Dukkhojonok. Nagorik tvr pannel er ekjon hidden member mone hocche respected sir Hashmi.

  • @jannatmawa2292
    @jannatmawa2292 3 ปีที่แล้ว +3

    It is true that Abbasi Hujur was in misbehaving mood. Dr Taj Hashmi is modern Muslim speaks in the light of history/politics & Abbasi Hujur educated in Islamic way.So theirs opinion must be different.yes he try to HEDAYET Dr Taj Hashmi but he can not do this.

    • @mahabuburrahman9384
      @mahabuburrahman9384 3 ปีที่แล้ว

      Modern Muslim bole kichu nei. Islam world er modern religion. Hazrat Mohammad (sm) shrestho manob and Allah’r prerito shesh nobi eta mantei hobe. Taj hashmi nobi k choto kore kotha bolche. Allah k christianisme ra God bolei mane, tate kono kajei asbena, ar taj hashmi tader motoi same.... Hadith mantei hobe er kono bikolpo nai.

  • @pcpark389
    @pcpark389 3 ปีที่แล้ว +2

    তাজ হাশমীর, আরো অনেক গবেষণার দরকার ইসলামকে নিয়ে.... ইসলাম নিয়ে আপনারা কথা না বলাই ভালো...

    • @cifi5118
      @cifi5118 3 ปีที่แล้ว

      Apni kisu janen ?

  • @বাংলাদেশ-খ৮ম
    @বাংলাদেশ-খ৮ম 3 ปีที่แล้ว +5

    প্রিয় জনতা , এই উপস্থাপক যদি তাজ হাসমি কে বয়কট না করে , নাগরিক টিভি কে বয়কট করুন , আনসাবসক্রাইব করুন।

  • @romjanmolla5462
    @romjanmolla5462 2 ปีที่แล้ว

    সালামু আলাইকা ওকে দাদা বাই আপনার জবাবের কোন মুশরিকদের উত্তর দেওয়ার ক্ষমতা নেই

  • @adnanulbappy5323
    @adnanulbappy5323 3 ปีที่แล้ว +1

    I agree with you ..Dr.Hasmi

  • @KamalUddin-wd3wq
    @KamalUddin-wd3wq ปีที่แล้ว

    এখন একা তাজ কে আনা ঠিক হয় নাই

  • @fazlulhuq3603
    @fazlulhuq3603 3 ปีที่แล้ว +4

    Yes, Mr. Hashmi should concentrate on history which is his chosen priority, should not participate in religious debate like debate with Moulana Abbasi.

  • @nousadalom7865
    @nousadalom7865 3 ปีที่แล้ว +1

    Sir it's does not matters, pls go ahead with Islamic reseaesrch

  • @sahidulislam1829
    @sahidulislam1829 2 ปีที่แล้ว

    Mr. Hasmi YOU should not talk about religious issue....

  • @ajiahmedjanu7295
    @ajiahmedjanu7295 3 ปีที่แล้ว +4

    ধন্যবাদ স্যার, আপনার কথা বুঝার জ্ঞান সবার নয় তাই ভিবিন্ন জন ভিবিন্ন মন্তব্য করতেই পারে, এসব ব্যবসায়ীদের অন্ধভক্ততা আমাদের পথহারা করে ফেলছে।

    • @skrizu43
      @skrizu43 2 ปีที่แล้ว

      Apnader moto Garol sothik jinis chinte pare na vai

    • @TrueSeeker
      @TrueSeeker ปีที่แล้ว

      ঠিক

    • @mdaponreja5685
      @mdaponreja5685 ปีที่แล้ว

      ঠিক

  • @FahimHqCh
    @FahimHqCh 2 ปีที่แล้ว

    ইসলামী মৌলবাদীরা কই?

  • @anwarmamun2020
    @anwarmamun2020 3 ปีที่แล้ว

    এই আলোচনা অকেজো ছিল। আমি এটা সন্দেহ করেছিলাম। আপনি যদি আমাদের সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে তাদের মতামত niten তবে ভাল hoto !

  • @আলোকবর্ষ-ব১ঘ
    @আলোকবর্ষ-ব১ঘ 2 ปีที่แล้ว

    আপনি কুরআন সম্পর্কে ও হাদীস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখেন না অথবা এ সম্পর্কে তাজহাসীমের আপনি-অভিজ্ঞ নন।ইসলামি ইতিহাস ও কুরআনের তাফসীর এক জিনিস নয়।

  • @ranakamal3373
    @ranakamal3373 2 ปีที่แล้ว +2

    ডঃ এনায়েত উল্লার ২/৩ টা অনাকাংখিত শব্দ ছাড়া আর সবই কোরান হাদিসের আলোকেই বলিষ্ঠ যুক্তি দিয়েছেন। তাজ হাশমী সাহেবের অহংকারই উনার ডিগ্রি গুলোকে বিতর্কিত করবে!

  • @syedasuraiyabegum1282
    @syedasuraiyabegum1282 2 ปีที่แล้ว

    when hadith says, 'yaumul Ahad' mrans first day english translation says Saturday, and dr. reads it understands this

  • @syedakurury1508
    @syedakurury1508 2 ปีที่แล้ว

    Shame on u,Taj Hashmi!

  • @erashmahmud1770
    @erashmahmud1770 2 ปีที่แล้ว +1

    Sir apniee joyee ❤️

  • @mrabdul3651
    @mrabdul3651 2 ปีที่แล้ว

    পাগলের বাচ্চা শিক্ষকের ঘরে শিক্ষক

  • @DipakBose-ge1hm
    @DipakBose-ge1hm 3 ปีที่แล้ว

    I have heard that Saudi Arabia has banned Hadisz.

  • @mohammadhaque1368
    @mohammadhaque1368 2 ปีที่แล้ว

    I watch Dr Taj Hashmi’s explanation about Bangladesh and world politics but Dr Hashmi need to Study Islam and Quran in-depth. Watching from Michigan USA

  • @tahsinhussain9055
    @tahsinhussain9055 3 ปีที่แล้ว +2

    হাসিমী সাহেব আপনি কোন মানুষের মধ্যে সন্দেহ তৈরি করতেছেন

  • @anisrahaman8422
    @anisrahaman8422 2 ปีที่แล้ว +1

    ডঃ সাহেব হুজুরের কাছে আপনি বায়াত গ্রহন করেন তাহলে সঠিক ইসলাম বুঝতে পারবেন।

  • @truetone6041
    @truetone6041 3 ปีที่แล้ว +1

    Dr. Hashmi, you are not scholar about Hadith. Please do not debate about Hadith & Quran. Please do not make any objectionable comment about Ahmed Bukhari. As a muslim, we get hurt by your comment about Hadith & Bukhari. You and Abbasi both were very aggressive in debate. As a audience, we found both you were deliver wrong information. I like your political discussion and always listen your valuable comments about Hefajot & so called Islamic leader. Again, we don't like your personal belief about Islam & Hadith. I hope, you got the clear message from us and will honor our religious sentiment in future. Lot of thanks to Moderator Nazmus Sakib for handle this situation very tactfully.

  • @rajonkhan5299
    @rajonkhan5299 6 หลายเดือนก่อน

    বস্তুত আব্বাসী উদ্ভট,আর একগুয়ে।একটা আয়াতের ভুল ব্যাখাও দিয়েছে।