অনেক বড়ো বড়ো চন্দ্রমল্লিকা ফুল পেতে কিভাবে যত্ন করবেন, HOW TO CARE FOR BEST CHANDRO MOLLIKA FLOWER
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024
- চন্দ্রমল্লিকা ফুল শীতকালীন অতি পরিচিত একটি ফুল যা সবারই বাগানে নিশ্চয় লাগিয়ে থাকেন,এই ধরনের ফুল বেশি পেতে হলে গাছের যত্ন নেওয়া টাই বেশি প্রয়োজন, এই প্রকার গাছের জন্য প্রথমে যা করতে হবে তা হচ্ছে মাটি প্রস্তুত করা, টবের মাটি টা অবশ্যই আপনারা প্রথমে ভালো ভাবে প্রস্তুত করবেন, প্রথমে ৫০ % মাটি নেবেন, তাতে ৪০ % পাতা পচা বা গোবর সার নেবেন এবং তার মধ্যে সাধারণ বালু ২০ % শতাংশ ভালো ভাবে মিশিয়ে নিবেন,তারপর টবে বা সেই মাটিতে চারাটি বসিয়ে দিবেন, যখনই গাছ বড়ো হয়ে আসতে দেখবেন তখন গাছে কুড়ি আসার আগে গাছের আগার ডগা গুলো একবার করে ছেটে দিতে হবে এতে গাছে শাখা-প্রশাখা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, তবে কুড়ি আসার পর আর এভাবে করবেন না, এবং কুড়ি আসার সাথে সাথে খুব অল্প পরিমাণে ডি-এ -পি রাসায়নিক সার দিতে পারেন, এবং সার প্রয়োগ এর সাথে সাথে জল দিবেন না, লক্ষ্য করবেন টবের মাটি বা গাছের গোড়ার মাটি যদি শুকিয়ে যায় তবে অল্প অল্প জল স্প্রে করে দিবেন, তবে অতিরিক্ত জল দিতে যাবেন না, এবং গাছটিকে অবশ্যই রৌদ্র যুক্ত স্থানে রাখবেন, এই ধরনের গাছে নভেম্বর মাস থেকে প্রচুর ফুল আসতে শুরু করে এবং প্রায় মার্চ - এপ্রিল মাস পর্যন্ত অনেক ফুল ফোটতে দেখা যায়, এই ধরনের ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে, এবং প্রতিটি রঙের ফুলই সবার মন আকর্ষিত করে থাকে, এই ধরনের গাছের ডগার অংশ কেটে আবার নতুন চারা তৈরি করা যায়, এইভাবে চারা তৈরি করা সবচেয়ে সহজ পদ্ধতি, এবং ফুল ও তাড়াতাড়ি পাওয়া সম্ভব হয়,ধন্যবাদ #ranjitdeb# unnatakrishigyan,
ধন্যবাদ আঙ্কেল
Many Many Thanks for watching my vedio
Nyc Video Dada #Amit_Vlogs
Thanks for watching my vedio
চন্দ্র মল্লিকা গাছে প্লিচিঙ করলে বেশি ফুল হয় ।
Thanks for watching my vedio