খুলনার বনবিলাস চিড়িয়াখানা ভ্রমণ | Bonobilash Zoo Khulna | গিলাতলা বনবিলাস চিড়িয়াখানা খুলনা
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024
- আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে দেখাবো খুলনার জাহানাবাদ সেনানিবাস ক্যান্টনমেন্টের পাশে অবস্থিত "বনবিলাস চিড়িয়াখানা" (Bonobilash Zoo)। এটাকে অনেকেই খুলনার জাহানাবাদ সেনানিবাস চিড়িয়াখানা ও গিলাতলা চিড়িয়াখানা হিসেবেও চিনে থাকে।
যশোর থেকে যাওয়ার পথে খুলনা-যশোর মহাসড়কের গিলাতলা নামক স্থানে এটি অবস্থিত। এখানে চিড়িয়াখানার পাশাপাশি রয়েছে শিশুদের জন্য শিশুপার্ক রয়েছে পিকনিক স্পট।
এছাড়াও বেশ কিছু স্পট রয়েছে চাইলে সেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন আশা করি ভালো লাগবে। এই ভিডিওতে খুলনার বনবিলাস চিড়িয়াখানায় যে সকল জীবজন্তু, পশুপাখি রয়েছে সেগুলো খুব কাছ থেকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। বনবিলাস চিড়িয়াখানায় আপনারা দেখতে পারবেন কয়েক প্রজাতির পাখি আরও রয়েছে রয়েল বেঙ্গল টাইগার, কুমির, অজগর সাপ, খরগোশ, বানর, ভাল্লুক আরো নানা ধরনের পশু।
এখানে আরো রয়েছে উটপাখি, ময়ূর, হরিণ, হনুমান,ইমু পাখি, মদনটাক,ধনেশ, টিয়া পাখি, বক পাখি আর রয়েছে নানা ধরনের বিদেশি পশুপাখি।
বনবিলাস চিড়িয়াখানা সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকে।
খুলনার বনবিলাস চিড়িয়াখানার প্রবেশ মূল্য জনপ্রতি ৩০ টাকা, নৌকায় ভ্রমণ করতে চাইলে খরচ হবে ৫০ টাকা এবং ঘোড়ার গাড়ি টমটমে চড়তে চাইলে খরচ হবে ২০ টাকা।
ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুলনার বনবিলাস চিড়িয়াখানার ভিতরের পরিবেশ কেমন এবং চিড়িয়াখানার ভেতরে যে সকল জীবজন্তু, পশুপাখি রয়েছে সবকিছুই এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন। ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ
#বনবিলাস_চিড়িয়াখানা_খুলনা
#bonobilash_zoo
#চিড়িয়াখানা
#zoo
#khulna
আমার বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে মাএ ❤️❤️❤️❤️👍👍👍
আপনার মতামতের জন্য ধন্যবাদ ♥♥♥
আমার বাড়ির থেকে পাঁচ মিনিট লাগে মাএ
ধন্যবাদ আপনার মতামতের জন্য ♥♥♥
এখন কে চিড়িয়াখানাটা খোলা আছে
Vaiya ata koto sala hoisa
জানিনা
ভাইয়া এর মালিক এর নাম কি
জানিনা