আমিও বড় বড় এদেরকে দেখে নিজেও ইন্সটল করে দেখলাম এবং আপনাদেরও জানালাম, স্টক থেকে যেরকম পারফরম্যান্স পাওয়া যায় আফটার মার্কেট প্রোডাক্ট গুলো দিয়ে সেরকম পারফরম্যান্স পাওয়া যায় না।
ABS এর কাজ হল সামনের চাকাটা স্কিড করা থেকে বিরত রাখা, মানে ব্রেকটা সম্পূর্ণভাবে লক হবে না এটা ধরবে ছাড়বে-ধরবে ছাড়বে এরকমভাবে কাজ করবে, তবে ব্রেকপ্যাড যদি অনেক হার্ড হয় সেক্ষেত্রে এবিএস এর কাজ কমে যায়...
আমার হাঙ্ক বাইকে ১৩ মিমি এর মাষ্টার সিলিন্ডার লাগানো আছে যা স্টকে ১২ মিমি থাকে। বাইক থেকে ব্রেকের বাইট নেই বললেই চলে। ব্রেক ধরলে মনে হয় প্যাড গুলো থেকে ডিস্ক টা পিছলে যাচ্ছে। বাইকের ব্রেকের বাইট তা কিসের উপড়ে ডিপেন্ড করে? ব্রেক প্যাডের উপরে? নাকি মাষ্টার সিলিন্ডারের উপরে? অর্থাৎ বাইকের বাইট তা কিভাবে ভলো পেতে পারি?
ভাইজান আপ্নে শুধু সামনের টা ব্রেক পেড পাল্টাইসেন আর শুধু পিছনের পাইপ চেঞ্জ করেছেন। দুইটা দুই ব্রেন্ড এর ফাইটু হোস পাইপ দুইটা সামনে পিছনে লাগান আর। A 1 এর লাগাইসেন এইটা থেকে ফাইটু প্রেড সামিনে পিছনে চেঞ্জ করতে হবে। তাহলে ব্রেক এর বাইট লাগাইলেই বুঝতে পারবেন। না বুঝে জেনে উইজ না করে বলাটা ঠিক না আমি লাগাইসি। শুধু আমি ই না আমার মতো অনেকেই জিক্সার এর লাগিয়ে ২ জোড়া পাইপ ২ জোড়া ব্রেক পেড একসাথে চেঞ্জ করত্র হয় একটা একটা করে চেঞ্জ করলে বুঝবেন না পারফরম্যান্স।। ঢাকায় থাকলে আমার টা চালায় দেখতে বলতাম আপনাকে।
Honest review deyar jonno sadhubad bhai
Asha kori after market spark plug, coil cable and Ignition coil niye video banaben ❤
Racing coil ta change kore review den brother r master silinder tao ❤❤
ইনশাআল্লাহ চেষ্টা করব..
Faito র hose pipe এর রিভিউটার জন্য ওযেট করতেছিলাম
faito brake pad best.....
ভিডিও আরো তারাতারি দিবেন ভাই
গেপ হয়ে যায় অনেক
অসুস্থ ছিলাম অনেকদিন তাই একটু দেরি হয়ে গেছে
অনেক রিভিউ দেখেছি, এই রিভিউটা সবথেকে প্র্যাক্টিকাল মনে হয়েছে। আমি নিজেও ফাইটোর ব্রেকপ্যাড ব্যবহার করেছি, ভাল লাগেনি। স্টক ভাল মনে হয়েছে।
পয়সা খাইয়া ইন্সটল করে বড় ইউটিউমার গুলো। পাবলিকও খায় এগুলো তখন।
আমিও বড় বড় এদেরকে দেখে নিজেও ইন্সটল করে দেখলাম এবং আপনাদেরও জানালাম, স্টক থেকে যেরকম পারফরম্যান্স পাওয়া যায় আফটার মার্কেট প্রোডাক্ট গুলো দিয়ে সেরকম পারফরম্যান্স পাওয়া যায় না।
সামনের চাকা স্কিড করলে এবিএস এর কাজ কি জানাবেন দয়া করে?
ABS এর কাজ হল সামনের চাকাটা স্কিড করা থেকে বিরত রাখা, মানে ব্রেকটা সম্পূর্ণভাবে লক হবে না এটা ধরবে ছাড়বে-ধরবে ছাড়বে এরকমভাবে কাজ করবে, তবে ব্রেকপ্যাড যদি অনেক হার্ড হয় সেক্ষেত্রে এবিএস এর কাজ কমে যায়...
আমার হাঙ্ক বাইকে ১৩ মিমি এর মাষ্টার সিলিন্ডার লাগানো আছে যা স্টকে ১২ মিমি থাকে।
বাইক থেকে ব্রেকের বাইট নেই বললেই চলে। ব্রেক ধরলে মনে হয় প্যাড গুলো থেকে ডিস্ক টা পিছলে যাচ্ছে।
বাইকের ব্রেকের বাইট তা কিসের উপড়ে ডিপেন্ড করে?
ব্রেক প্যাডের উপরে? নাকি মাষ্টার সিলিন্ডারের উপরে?
অর্থাৎ বাইকের বাইট তা কিভাবে ভলো পেতে পারি?
মাস্টার সিলিন্ডারে কোন সময় ব্রেক ডিপেন্ড করে না, এটা শুধু ব্রেক অয়েল কম আর বেশি, তবে আপনি ব্রেকপ্যাড পরিবর্তন করে দেখতে পারেন
ভাইজান আপ্নে শুধু সামনের টা ব্রেক পেড পাল্টাইসেন আর শুধু পিছনের পাইপ চেঞ্জ করেছেন। দুইটা দুই ব্রেন্ড এর ফাইটু হোস পাইপ দুইটা সামনে পিছনে লাগান আর। A 1 এর লাগাইসেন এইটা থেকে ফাইটু প্রেড সামিনে পিছনে চেঞ্জ করতে হবে। তাহলে ব্রেক এর বাইট লাগাইলেই বুঝতে পারবেন। না বুঝে জেনে উইজ না করে বলাটা ঠিক না আমি লাগাইসি। শুধু আমি ই না আমার মতো অনেকেই জিক্সার এর লাগিয়ে ২ জোড়া পাইপ ২ জোড়া ব্রেক পেড একসাথে চেঞ্জ করত্র হয় একটা একটা করে চেঞ্জ করলে বুঝবেন না পারফরম্যান্স।। ঢাকায় থাকলে আমার টা চালায় দেখতে বলতাম আপনাকে।
আপনার কথা ঠিক আর আমি সেটা ভিডিওতে বলছি যদি পরিবর্তন করতে হয় সবগুলো একসাথে পরিবর্তন করতে হবে,
amr gixxer e TDR er hosepipe lagaisi ank improvement paisi picher break e
Price koto porchilo?
Stock brakepad diye?