সুন্দর ও একরোখা রাজকীয় পাখি ভিমরাজ Bhimraj is a beautiful stubborn royal bird- ANIMAL WORLD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • SUBSCRIBE TO OUR CHANNEL
    ==================================
    পাখিটির নাম #ভীমরাজ, অনেকে একে রাজফিঙ্গে বা ধীরাজ নামেও ডাকে। অবাসিক পাখি এরা। চিরসবুজ বনের বাসিন্দা। স্যাঁতসেঁতে পরিবেশ কিছুটা প্রিয়। বৃক্ষরাজির মধ্যে বাঁশবন বেশি পছন্দের। বন উজাড়ের ফলে সুলভ থেকে অসুলভ হয়ে পড়ছে প্রজাতিটি। এদের লেজ ভারী চমৎকার; খানিকটা লম্বা। লেজের বর্ধিত অংশটুকু কেটে ফেললে যে কেউ ফিঙ্গে পাখি বলে ভুল করবেন। মূলত ফিঙ্গে গোত্রের পাখি হলেও ওদের মতো অত হিংস্র নয়। ঝগড়া-ঝাটি এদের পছন্দ নয়। গাছ-গাছালিতে বসেই অলস সময় পার করে। ঠিক ঐ অবস্থায়ই কীটপতঙ্গের উপর তীক্ষ্ণ নজর রাখে। দৃষ্টিতে পড়লেই ছোঁ মেরে শিকার করে এরা।
    ছোট দলে বিচরণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। কণ্ঠস্বর ভারী কর্কশ। তবে মন ভালো থাকলে মিষ্টি সুরে শিস দেয়। খুব সহজেই অন্য প্রজাতির পাখির স্বর হুবহু নকল করতে পারে।
    এই #পাখির গড় দৈর্ঘ্য ৩৫ সেন্টিমিটার। অপরদিকে লেজ ১৫ সেন্টিমিটার এবং লেজের বাইরের পালক ৪৮ সেন্টিমিটার লম্বা। মাথায় কালো ঝুঁটি
    অপ্রাপ্ত বয়স্ক পাখিদের মাথায় ঝুঁটি থাকে না। থাকে না লেজের ডগার বাড়তি পালকও। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ সব গজায়। ঠোঁট ও পা কালো। চোখের মণি লাল। লেজের ছেঁড়া পালক দুটি বেশ আকর্ষণীয়।
    এদের প্রধান খাবার কীটপতঙ্গ। উড়ন্ত উঁইপোকা উড়ে উড়ে শিকার করে। ফুলের মধু এদের খুব পছন্দ। প্রজনন সময় এপ্রিল থেকে আগস্ট। গাছের দুডালের ফাঁকে কাপ আকৃতির বাসা বানায়। বাসা বানাতে উপকরণ হিসেবে ব্যবহার করে ঘাস, চিকন কাঠি, মাকড়সার জাল। বাসা বানানো হলে বাইরের দিকে শ্যাওলা দিয়ে লেপ্টে দেয়। ডিম পাড়ে ৩-৪টি। ডিম ফুটতে সময় লাগে ১৫-১৮ দিন। এরা সত্যি চমৎকার ধরনের রাজকীয় পাখি।
    #পরবর্তী আপডেট পেতে লাইক দিয়ে সাথেই থাকুন।

ความคิดเห็น • 2