হ্যালো। আমার বয়েস 68। এখনও পুরাতন গান গুলি শুনি শুনতে অনেক অনেক ভাল লাগে।এ প্রজন্মের গান নতূন প্রজন্মের জন্য।কিন্ত পুরানো দিনের গানের কথা ও সুর মার্ধুয্যতায় মন ভরে যায় একদম।শুনতে শুনতে মন টা কিসের টানে কোথায় যেন হারিয়ে যায় ভাষায় বুঝাতে পারা মুশকিল।পুরানো দিনের গান গুলো যেন মুছে না যায় সে জন্য তৎপর থাকা বান্ছনিয়।ধন্যবাদ
দিনে দিনে আপনার ফ্যান হয়ে যাচ্ছি । এই গানগুলো আপনি এত চমৎকারভাবে গাচ্ছেন এবং পরবর্তী প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখছেন - এটা সত্যিই প্রশংসনীয়। আপনার সুস্থ্যতা ও সাফল্য কামনা করছি।
৫০ বছর আগে কলেজ-স্টুডেন্ট থাকাকালীন আমি এই গানটি যেমন আমার মননের অনুভূতি দিয়ে শুনতাম আজ যখন সেই একই গান হাতের কাছে পেয়ে শুনছি তখন আমার হৃদয়ের ঋদিম বলছে যেন আমি একেবারে ৫০ বছর পূর্বের যৌবনকালে পৌঁছে গিয়ে আমার হৃদয় দিয়ে অনুভব করছি !!
Seylon এর গান পরিবেশনার পুরো আয়োজনটাই অসাধারণ,শিল্পী,পরিবেশ,গান বাছাই,এগুলো ছাড়াও মিউজিশিয়ানদের কথা তো না বললেই না,কি আনন্দ নিয়ে বাজান উনারা,এ যেন গানের এক অন্যন্য ভুবন তৈরী হয়ে যায়💞ধন্যবাদ আয়োজকদের💖
আজ থেকে ৫০ বছর পরে এই গান গুলো এই যায়গা থাকবে শুরু বদলে যাবে মানুষ গুলো তখন হয়তো আমরা থাকবোনা....কিন্তু এই গান গুলো তখনো কারো ভালো লাগার কারন হয়ে থাকবে....
এই গান টা যখনি শুনি "সাজেক ট্যুর- ২০২০" এর দিন গুলি খুব মিস করি, "ফেদা টিং টিং" রেস্টুরেন্ট সকাল বিকেল রাত সারাক্ষণ এই গান টা চলতে থাকতো, নিশীতার কণ্ঠে প্রথম গান টা ওই রেস্টুরেন্ট এ শুনছিলাম তখন থেকেই ভালো লাগা ❤️
গানের অপূর্ব সুরের সাথে কথা দিয়েছিলেন পুলক বন্দোপাধ্যায়; যিনি বাংলা গানের জগতকে সমৃদ্ধ করেছেন। এত সুন্দর অর্থবহুল গানই কালজয়ী হয় ।তাই ৫৫ বছর পরেও এতো প্রসংসা পায়!
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা কেউই থাকবো না, আমাদের পরিচিত কিংবা অপরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদেরই মত, তাদের সময়ে যেভাবে তারা নীরব সন্ধ্যায়,উদাস দুপুরে,উচ্ছল বিকালে অথবা হতাশ রাতে গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে,সময় বদলাবে,ঋতুও বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত! love from bangladesh...@t
গানটা প্রথম শুনলাম ওনি যখন খাগড়াছড়ি টাউন হলে কনসার্ট এ আসেন তখন।সরাসরি ওনার গলায় শুনে গান টা অসাধারণ লাগলো।এর পর থেকে যখন এই মন চায় গান টা শুনি আসলে মনের মতো একটা গান।সত্যিই অসাধারণ 👌👌
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো আমি তোমার সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো আমি তোমার সাথে সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো আমি তোমার সাথে কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা ছিলো কল্পনা-জাল এই প্রাণে বোনা কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা ছিলো কল্পনা-জাল এই প্রাণে বোনা তার অনুরাগের রাঙা তুলির ছোঁয়া নাও বুলিয়ে নয়ন পাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো আমি তোমার সাথে তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে চিরসাথী রইবো পথে তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে চিরসাথী রইবো পথে তাই যা দেখি আজ, সবই ভালো লাগে এই নতুন গানের সুরে, ছন্দ, রাগে তাই যা দেখি আজ, সবই ভালো লাগে এই নতুন গানের সুরে, ছন্দ, রাগে কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো আমি তোমার সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো আমি তোমার সাথে সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো আমি তোমার সাথে Translate to English
হঠাৎ ফেইসবুক খাসিয়া সম্প্রদায়ের দুই জন মিষ্টি চেহার মেয়ে গুলোর কন্ঠে এই গান টা শুনে মনে হলো ইউটিউব থেকে আসি, সত্যি আমি গানটি শুনার পর আমি হারিয়ে গিয়েছিলাম এই গানটির সাথে। সত্যি অসাধারণ গানটি💝❤
I think Seylon Musical Lounge is one of the best Musical group. Singers and all team members of this group are simply great. My best wishes and regards to all of them.
অসাধারণ গান। এই কাল জয়ী গান আজ কেন সারা জীবন অনন্ত কাল ধরে চলছে চলবে। এতো সুন্দর করে পরিবেশন করার জন্য অশেষ ধন্যবাদ জানাই আপনাদের সকল কে। ভালোবাসা রইলো সবার জন্য।
খুব সুন্দর । ভালো লাগে পুরাতন গানগুলি কে আপনারা অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন কোনো রকম বিকৃত না করে যেটা সত্যি এখানে দেখিনা। খুবই ভালো প্রচেষ্টা। সব সময় শুনতে ভালো লাগে নতুন করে। ধন্যবাদ।
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো, হারিয়ে যাবো আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো, হারিয়ে যাবো আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো, হারিয়ে যাবো আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শুনা, ছিলো কল্পনা জাল এই প্রানে বূনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শুনা, ছিলো কল্পনা জাল এই প্রানে বূনা। তার অনুরাগে রাঙা তুলির ছুয়ায়, নাও বুলিয়ে নয়ন ও পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো, হারিয়ে যাবো আমি তোমার সাথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চিরসাথী রইবো পথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চিরসাথী রইবো পথে। তাই যা দেখি আজ সবই ভাললাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভাললাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে, এলে আমার গহন ও রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো, হারিয়ে যাবো আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো, হারিয়ে যাবো আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো, হারিয়ে যাবো আমি তোমার সাথে।
Lots of of applause to Nishita Barua for re rendering this super hit song of Sankhabela so accurately with her exceptionally attractive melodious and clear voice. I would Very much like to hear her voice again and again.
What a beautiful music arrangement, loved ittttttt 💚❤️💙 Very well sung n very well played by everyone!!! My very best wishes to You all from New York !
এতো সুন্দর ও সাবলিল ছিল। আমি অভিভূত। তুলনা হয় না। আপনার মতো গান এই পৃথিবীতে খুব কম দেখা যায়। আপনি দেখতে যেমন সুন্দর তেমন আপনার গানও সুন্দর। 😘😍💘💗💟💔💕💙❤💝💞😻
গানটি বাপ্পা মজুমদারের কণ্ঠে 100 বারের বেশি শুনেছি। কেনো জানিনা মূল শিল্পীর পরে একমাত্র ওনার কণ্ঠে গানটি শুনতে ভীষণ রকম ভালো লাগে। মন ভালো থাকুক বা খারাপ যখন তখন গানটি চালিয়ে দিই।❤❤❤❤
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে (২) সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা ছিলো কল্পনা জাল এই প্রাণে বোনা (২) তার অনুরাগের রাঙা তুলির ছোঁয়া নাও বুলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে চির সাথী হয়ে রইব পথে। (২) তাই যা দেখি আজ সবই ভালো লাগে এই নতুন গানের সুরে ছন্দ রাগে (২) কেন দিনের আলোর মতো সহজ…
আমি অপেক্ষা করে বসে থাকি কবে নতুন গান আসবে এই চ্যানেল এ সব গান গুলোই খুব সুন্দর স্টার্টিং এর ইন্ট্রোডাকশন ভয়েস টা মিস করতাম যা এই গান টি তে ওই ভয়েস টাই এই চ্যানেল এর USP. ও চ্যানেল এর সব আর্টিস্ট দের আমার সেলুট জানাই .👍
এই গান আমি কতো হাজারবার শুনেছি বলতে পারবো না.... যারা বাজিয়েছেন তাদের অনেক ধন্যবাদ, সবাই কে একসাথে দারুণ লাগছিল 👍
Shotti
আমি "৫৫+" (২৭/৪/২১,মঙ্গলবার,দুপুর ১.৩১),একজন ক্যান্সার পেশেন্ট,Seylon র গান গুলো আমাকে প্রানের এনার্জী সঞ্চয় করে চলেছে অনবরত,
ধন্যবাদ সেইনল টীম।
How are you now ?
May Allah come round you very soon. Amin.
@@alamgirkabir4975 Ameen Ameen
ভগবানের কাছে আপনার আরোগ্যতা পার্থনা করি। আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই পার্থনাই করি।
Sob thik hoye jabe
এসব গান সহস্রবার শুনলেও তৃপ্তি মিটে না! ধন্যবাদ Seylon কে,এতো সুন্দর গানের আয়োজনের জন্য।
আমি হারিয়ে ফেলা গান গুলোই বেশি খুজি। আর খুজে পলে মনে হয় এই বুঝি হারিয়ে ফেলা সুন্দর ছোটো বেলাকেই খুজে পেলাম❤️
উচ্চারণ কণ্ঠস্বর ও গায়কী সবটা মিলিয়ে একটা
পূর্ণাঙ্গ সঙ্গীত। মুগ্ধ হলাম। শিল্পীর জন্য অভিনন্দন। শুভ কামনা
হ্যালো। আমার বয়েস 68। এখনও পুরাতন গান গুলি শুনি শুনতে অনেক অনেক ভাল লাগে।এ প্রজন্মের গান নতূন প্রজন্মের জন্য।কিন্ত পুরানো দিনের গানের কথা ও সুর মার্ধুয্যতায় মন ভরে যায় একদম।শুনতে শুনতে মন টা কিসের টানে কোথায় যেন হারিয়ে যায় ভাষায় বুঝাতে পারা মুশকিল।পুরানো দিনের গান গুলো যেন মুছে না যায় সে জন্য তৎপর থাকা বান্ছনিয়।ধন্যবাদ
দাদী আবার এসে শুনে যান
Yes dida❤@@SeeWithAkash
Rrrc
ভাগ্যিস বাঙালি হয়ে জন্মেছি 😊🥰 নাহলে হয়তো এই বহুমূল্য গান গুলো অগোচরেই থেকে যেতো ❤️💚💙
এই গানগুলোর মধ্যে অন্যরকম একটা ম্যাজিকাল ব্যাপার আছে...❤️
বারবার শুনলেও বিরক্তি আসে না 😍
শতভাগ সত্য। তাইতো প্রতিদিন একবার হলেও শুনি।
হ্যা, রোজ ঘুমের আগে শোনা হয়, আপনার? @puja saha
Very nice song
tik bolsen
line marar jonno comment korlam computer trining center thake ,(sham sundor )
স্বর্ণযুগের এসব গান কোনদিনও পুরনো হবে না। যতবার শুনি ততবারই নতুন লাগে।❤️❤️❤️
এই গানটা যখনই শুনি,, তখনি জীবনে আসা প্রথম প্রিয় মানুষটির কথা মনে পড়ে যায়💞💞💞💞
Right bro❤
দিনে দিনে আপনার ফ্যান হয়ে যাচ্ছি । এই গানগুলো আপনি এত চমৎকারভাবে গাচ্ছেন এবং পরবর্তী প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখছেন - এটা সত্যিই প্রশংসনীয়। আপনার সুস্থ্যতা ও সাফল্য কামনা করছি।
৫০ বছর আগে কলেজ-স্টুডেন্ট থাকাকালীন আমি এই গানটি যেমন আমার মননের অনুভূতি দিয়ে শুনতাম আজ যখন সেই একই গান হাতের কাছে পেয়ে শুনছি তখন আমার হৃদয়ের ঋদিম বলছে যেন আমি একেবারে ৫০ বছর পূর্বের যৌবনকালে পৌঁছে গিয়ে আমার হৃদয় দিয়ে অনুভব করছি !!
So you are now 70+ - then me 65, still to come here....... Wow what a song sung by Nishit Barua and music composition was tremendously unparallel.
Darun, darun, darun...Dada.
সত্যি বলছি এই সব গান শুনলে মাথায় সব চিন্তা ভাবনা । মন ভালো হয়ে যায়।
কেউ কি 2022এসে এই গান শুনছে♥️♥️
yes
Yes
মাঝে মাঝে শুনি,
Haa 2024 ke acho ❤
চিরকাল বেজে যাবে মানুষের হৃদয়ে এইসব কালজয়ী গান 🥰🥰 রেখে গেলাম ২০৫০ সালের শ্রোতাদের জন্য
Seylon এর গান পরিবেশনার পুরো আয়োজনটাই অসাধারণ,শিল্পী,পরিবেশ,গান বাছাই,এগুলো ছাড়াও মিউজিশিয়ানদের কথা তো না বললেই না,কি আনন্দ নিয়ে বাজান উনারা,এ যেন গানের এক অন্যন্য ভুবন তৈরী হয়ে যায়💞ধন্যবাদ আয়োজকদের💖
Seylon Tea কে এবং সমস্ত ইউনিটের সদস্যদের ধন্যবাদ , এমন ভাবে হারিয়ে যাওয়া বাংলা গান কে আবার শ্রোতাদের কাছে উপস্থাপনা করার জন্য ।
Right bolcen apni...❤❤
Think you
Wow
K9 bitarçha,,
th-cam.com/video/tpbcx6Ps5uw/w-d-xo.html
ভিডিওটি পাওয়ার পর থেকে মনে হয় ১০০+ বার শুনেছি। আমি মুগ্ধ।
কারা কারা আমার মতো 2024 এ এসেও এই চমৎকার গানটি শুনছেন?
ha
Ha 😊
Ami
I am Piyal Banerjee son of lyricist Pulak Bandyopadhyay. Thank you for uploading this song and beautiful presentation.
Beautiful lyrics. Pronaam
প্রণাম নেবেন
@Mainak Mitra Thank you for your comments.
প্রণাম নেবেন🙏 বাংলাদেশ থেকে অনেক অনেক ভালোবাসা ❤️🇧🇩
@@pradeepmalik4028 Thank you
I can not stop myself from commenting that the guy who is playing flute you are awesome sir.....This comment is only for you...
আজ থেকে ৫০ বছর পরে এই গান গুলো এই যায়গা থাকবে শুরু বদলে যাবে মানুষ গুলো তখন হয়তো আমরা থাকবোনা....কিন্তু এই গান গুলো তখনো কারো ভালো লাগার কারন হয়ে থাকবে....
দারুন বলেছেন অনুভব করতেই রোমাঞ্চিত হচ্ছে
একদম তাই
Right
@@debashisroy2087 fccbvi
@@debashisroy2087 fgcv bvg
এই গান টা যখনি শুনি "সাজেক ট্যুর- ২০২০" এর দিন গুলি খুব মিস করি, "ফেদা টিং টিং" রেস্টুরেন্ট সকাল বিকেল রাত সারাক্ষণ এই গান টা চলতে থাকতো, নিশীতার কণ্ঠে প্রথম গান টা ওই রেস্টুরেন্ট এ শুনছিলাম তখন থেকেই ভালো লাগা ❤️
নীরব নিবৃত এক সন্ধায় অফিস কোয়ার্টার এর জানালার পাশে মৃদু হাওয়ার সাথে তাল মিলিয়ে শুনছি প্রিয় গানটি।
আমি ভারতীয়,বাংলি । নিশিতার গাওয়া সব গান শুনতে খুব ভালো লাগে । ও আমার বোনের মত , তাই আশিরবাদ কোরি ও আরো উন্নতি কোরুক ।GOD BLESS U MY SISTER.
বাংলা বানানের এই হাল কেন?
So my words spelling mistake.
অভ্রতে এমনই হয়
Rwhefsdbgjf
ভাই বাংলা কোন কাটা তারে বন্দি নয়
2022 সালে এসেও এই গানগুলাই এখনো প্রিয় গানের তালিকায় আছে 💝🖤💝
স্মৃতি রেখে গেলাম ২০২৪ সালে কেউ লাইক দিলে আবার গানটি শুনতে আসবো।
Ami apnar sathe jukto holam
Amio
Nice
ami kintu 2024 sale like dichhi
নিশিতা তোমার কন্ঠ নালি অপারেশন করে দেখতে ইচ্ছে করে ইশ্বর কি দিয়ে তৈরি করেছে তোমার কন্ঠ
নিশিতার গলাটা খুব সুন্দর করে মিশে গেছে। খুব ভালো লাগলো। ধন্যবাদ সিলনকে। ধন্যবাদ এতো সুন্দর একটা উদ্যোগের জন্য ❤
th-cam.com/video/4lA_fMaLDJ8/w-d-xo.html
গানগুলি শোনার সময় মাথা থেকে সমস্ত চিন্তা ভাবনা দূর হয়ে যায়।
Akdomi tai
Right
Right
Right
Excellent song
গানের অপূর্ব সুরের সাথে কথা দিয়েছিলেন পুলক বন্দোপাধ্যায়; যিনি বাংলা গানের জগতকে সমৃদ্ধ করেছেন। এত সুন্দর অর্থবহুল গানই কালজয়ী হয় ।তাই ৫৫ বছর পরেও এতো প্রসংসা পায়!
Nice sung i m X Babu
@@anjanamkxbabu1336 Gjxnhtkzgzjsk
@@anjanamkxbabu1336 xjze
0xc
Qqqq
অসাধারণ গান ❤❤❤
মনটা ভাল হয়ে গেল। নিশীতা বড়ুয়ার গলা একটু ইউনিক- গানগুলো যেন প্রাণ ফিরে পায়।
Oii
right
নিশিতার চুল নজর কাড়ে!! এপার বাংলা থেকে শুভেচ্ছা দোয়া 🙏🌷
একসময় এই গানগুলো শুনলে কোথাও বিরক্ত লাগত। কিন্তু এখন খুব ভালো লাগে। সত্যি বয়সের সাথে সময়ের সাথে পছন্দের পরিবর্তন হয়।
Same feeling. Once I disliked elder brothers those who listened this song, but later on little by little I am in love with it...
Yeas
অসাধারণ সারা জীবন এই গানগুলো সুখের স্মৃতি হয়ে থেকে যাবে
এ গানের মূল শিল্পী থেকে যতো শিল্পী গেয়েছেন খুবই ভালো গেয়েছেন। তবে আধুনিক মিউজিক এর কল্যাণে সত্যিই হারিয়েছি নিশীতার কন্ঠে। অসাধারণ।
8ppŕmmmkg6⁹is this a plóķ9
১৯৬৬ সালে লতা মুঙ্গেশকার ম্যামের গাওয়া মূল গানটি আরো কিছুটা স্লো ছিলো। তারপরেও নিশীত বড়ূয়া ম্যামের গায়কি ও ভালো হয়েছে। সাথে মিউজিসিয়ানদের কাজও চমৎকার হয়েছে। সর্বোপরি পার্থ বড়ূয়ার স্যারের রি-এ্যারেজমেন্টটি সাধুবাদ পাওয়ার যোগ্য। ধন্যবাদ "সিলন টি" কে।
যত শিল্পি এই গানটি গেয়েছে তার ভিতরে কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া গানটা সবচেয়ে সুন্দর হয়েছে।
Shahjahan Chowdhury sas
নিশিত বরুয়ায
যত বার শুনি ততবারই ভালো লাগে। শিল্পীর গলা আউট অফ দ্যা বক্স। বাদ্যযন্ত্রে সহযোগী শিল্পী রা ও অসাধারণ।
খুব সুন্দর এই, গানটা আমি করার চেষ্টা করব, আমিয়, গান শিখি 2:03
শীতের পড়ন্ত বিকেল
গানটি শুনতে শুনতে
মনের কোণে অতীত স্মৃতিগুলি
উঁকিঝুঁকি মারতে থাকে।।
শিল্পীকে অশেষ ধন্যবাদ --তাঁর
মিষ্টি সুরের জন্য।।
মিফতাহ জামান বা বাপ্পা মজুমদার এর কণ্ঠে সেই রাতে রাত ছিলো পূর্নিমা গানটার অনুরোধ রইলো। কলকাতা থেকে অনেক শুভেচ্ছা আপনাদের জন্য
অসাধারন
অসাধারন ......
Nappa mojamdar
Q
@@runaakter6084 .
এই কন্ঠের গান এটি নয় তবুও কি অসাধারণ গেয়েছে নিশিতা। অতুলনীয়
অসাধারণ ❤️💚 সঙ্গে উপযুক্ত মিউজিক সঙ্গত,,, অসম্ভব সুন্দর উপস্থাপনা 💚❤️💜 পুরো টিম কে অনেক অনেক শুভেচ্ছা জানাই নদীয়া থেকে 💐💐
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা কেউই থাকবো না, আমাদের পরিচিত কিংবা অপরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদেরই মত, তাদের সময়ে যেভাবে তারা নীরব সন্ধ্যায়,উদাস দুপুরে,উচ্ছল বিকালে অথবা হতাশ রাতে গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে,সময় বদলাবে,ঋতুও বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত! love from bangladesh...@t
গানটা ওর ভয়েজে দারুণ লেগেছে ডেলিভারিতে কুথাও একটুও ছেড়ে যায়নি সব মিলিয়ে দারুণ লেগেছে
অসাধারণ একটি গান। ২০২৩ সালে এসে ও শুনছি।🥰
গানটা প্রথম শুনলাম ওনি যখন খাগড়াছড়ি টাউন হলে কনসার্ট এ আসেন তখন।সরাসরি ওনার গলায় শুনে গান টা অসাধারণ লাগলো।এর পর থেকে যখন এই মন চায় গান টা শুনি আসলে মনের মতো একটা গান।সত্যিই অসাধারণ 👌👌
অনেক দিন পর দিদিকে গাইতে দেখালাম। অসাধারণ👌
From Tamilnadu. Love the music and the way you all enjoyed the song.
In
Ty
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো
হারিয়ে যাবো আমি তোমার সাথে
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো
হারিয়ে যাবো আমি তোমার সাথে
সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে
কিছু সময় রেখো তোমার হাতে
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো
হারিয়ে যাবো আমি তোমার সাথে
কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা
ছিলো কল্পনা-জাল এই প্রাণে বোনা
কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা
ছিলো কল্পনা-জাল এই প্রাণে বোনা
তার অনুরাগের রাঙা তুলির ছোঁয়া
নাও বুলিয়ে নয়ন পাতে
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো
হারিয়ে যাবো আমি তোমার সাথে
তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে
চিরসাথী রইবো পথে
তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে
চিরসাথী রইবো পথে
তাই যা দেখি আজ, সবই ভালো লাগে
এই নতুন গানের সুরে, ছন্দ, রাগে
তাই যা দেখি আজ, সবই ভালো লাগে
এই নতুন গানের সুরে, ছন্দ, রাগে
কেন দিনের আলোর মতো সহজ হয়ে
এলে আমার গহন রাতে
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো
হারিয়ে যাবো আমি তোমার সাথে
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো
হারিয়ে যাবো আমি তোমার সাথে
সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে
কিছু সময় রেখো তোমার হাতে
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো
হারিয়ে যাবো আমি তোমার সাথে
Translate to English
Hmmm tomer shate hareye jabo
২০৫০ সালের জন্য কমেন্ট টা রেখে গেলাম❣️❣️❣️ সিলন কে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর গান উপহার দেবার জন্য
অসাধারণ বললেও কম বলা হয়। শিল্পীর গলা আউট অফ দ্যা বক্স। বাদ্যযন্ত্রে সহযোগী শিল্পী রা ও অসাধারণ।
প
মন ভালো করে দেয়া গান।💗💖
Right
Bro it’s real Bengali
Right awesome song🙂🙂🙂
Lata Mangeshkar remains Timeless ❤❤❤
Nishita Barua's amazing voice and effortless rendering makes it so beautiful 👌👌👌👌👌👌👌
হঠাৎ ফেইসবুক খাসিয়া সম্প্রদায়ের দুই জন মিষ্টি চেহার মেয়ে গুলোর কন্ঠে এই গান টা শুনে মনে হলো ইউটিউব থেকে আসি, সত্যি আমি গানটি শুনার পর আমি হারিয়ে গিয়েছিলাম এই গানটির সাথে। সত্যি অসাধারণ গানটি💝❤
I think Seylon Musical Lounge is one of the best Musical group. Singers and all team members of this group are simply great. My best wishes and regards to all of them.
যুগ যুগ ধরে মানুষের মনে গেথে থাকবে এই গান। 😍
Good 🙂
Missing the Legendary Lata Mangeshkar. RIP Singing Queen. Thanks for this Song. I heard this video a long ago but today its feels very special.
Yes
আজ মন চেয়েছে হারিয়ে যাব এই গানটা আপনার গ্রুপে মিউজিকে খুব ফাটাফাটি বাজিয়েছে।👍👍👍👌👌
এই গানগুলোর মধ্যে অন্যরকম একটা ম্যাজিকাল ব্যাপার আছে...,🖤
বারবার শুনলেও বিরক্তি আসে না 😇
আমি নিশিতা বড়ুয়ার গান শোনার জন্য পাগল হয়ে যাই, এত মিষ্টি গলা, আরো কিছু পুরোনো দিনের গান যদি আমাদের উপহার দেয় খুব ভালো লাগবে,
অসাধারণ গান। এই কাল জয়ী গান আজ কেন সারা জীবন অনন্ত কাল ধরে চলছে চলবে। এতো সুন্দর করে পরিবেশন করার জন্য অশেষ ধন্যবাদ জানাই আপনাদের সকল কে। ভালোবাসা রইলো সবার জন্য।
অসাধারণ মনোমুগ্ধকর সুন্দর কন্ঠ।
গানের সাথে নিশিতার গায়কী ভঙ্গি অতুলনীয়। আমার প্রিয় ভালোলাগার একজন শিল্পী তিনি।
খুব সুন্দর । ভালো লাগে পুরাতন গানগুলি কে আপনারা অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন কোনো রকম বিকৃত না করে যেটা সত্যি এখানে দেখিনা। খুবই ভালো প্রচেষ্টা। সব সময় শুনতে ভালো লাগে নতুন করে। ধন্যবাদ।
I don't have words to say thanks but can Love to Seylon and all those who are performing, Singer ❤️ for you my sister, Calcutta
অসাধারণ গানের কথাগুলো
যত দিন বাঁচবো শুনে যাবো🎧🎧🎧🎧
❤️❤️ সুন্দর গান👍👍
Sotti darun❤❤❤
True
Riya
এই শিল্পীর গান শুনে আমি প্রথমে কোলকাতার শিল্পী ভেবেছিলাম এখন দেখি সে বাংলাদেশী! খুব ভাল এত সুন্দর কণ্ঠের শিল্পী আমাদের দেশে আছে।
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো,
হারিয়ে যাবো আমি তোমার সাথে।
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো,
হারিয়ে যাবো আমি তোমার সাথে।
সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে,
কিছু সময় রেখো তোমার হাতে।
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো,
হারিয়ে যাবো আমি তোমার সাথে।
কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শুনা,
ছিলো কল্পনা জাল এই প্রানে বূনা।
কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শুনা,
ছিলো কল্পনা জাল এই প্রানে বূনা।
তার অনুরাগে রাঙা তুলির ছুয়ায়,
নাও বুলিয়ে নয়ন ও পাতে।
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো,
হারিয়ে যাবো আমি তোমার সাথে।
তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে,
চিরসাথী রইবো পথে।
তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে,
চিরসাথী রইবো পথে।
তাই যা দেখি আজ সবই ভাললাগে,
এই নতুন গানের সুরে ছন্দ রাগে।
তাই যা দেখি আজ সবই ভাললাগে,
এই নতুন গানের সুরে ছন্দ রাগে।
কেন দিনের আলোর মতো সহজ হয়ে,
এলে আমার গহন ও রাতে।
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো,
হারিয়ে যাবো আমি তোমার সাথে।
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো,
হারিয়ে যাবো আমি তোমার সাথে।
সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে,
কিছু সময় রেখো তোমার হাতে।
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো,
হারিয়ে যাবো আমি তোমার সাথে।
Nice
😘
Geig
সুপার
Thank you
এই গানগুলো কখনো পুরোনো হবে না। যুগ যুগ পরে এই গানগুলো মানুষ শুনবে।💞💞💞💞
আমি ভারতে থাকি(বারাকপুর,কলকাতা)আপনার গান খুব ভাল লাগে
Amio same place
toh ami korbo ???lol comments sanjoy Gosh. ....
Pagol naki ? Tomar addess niye amra ki korbo ?? Lol comment
Eni Assam ar
Congratulations
2024 কেউ আছেন ?
Ha
Hm ami achi
I
What a lovely happy singing!!! I couldn't stop smiling. Loads of love and blessings.
C
3
@ @ কোঈ
)Poo 8ঈ
5
Excellent song,
বাঙালি হয়ে এই সমস্ত গান না শুনে থাকা যায়না, ভুলে যাওয়া তো অসম্ভব। বাঙালি থাকুক বা নাই থাকুক কিন্তু বাঙালির এই সব ভুবনজয়ী গান সারা জীবন থেকে যাবে।
খুব প্রাণবন্ত মিউজিক এরেঞ্জমেন্ট। মূল গানের স্পিরিট, সুর অবিকৃত আছে, সাথে আধুনিক ইন্সট্রুমেন্টে দারুন গায়কি। সবমিলে সুন্দর। এরকম আরো আসুক।
ধন্যবাদ।
মনের মত গান
Tania Moon was chefs axes regards cf Chester's safer brut trrrddedrt5rffddfdffttttrfff
গানটা শোনার জন্য মাঝে মাঝেই ইউটিউবে আসি...অনেক ভালো লাগে
আরও গান শুনতে চাই.. অপেক্ষায় থাকলাম.. বছর পর বছর চালিয়ে যাও..
২রা মে ২০২১, বৃষ্টিভেজা এক মাঝরাতে গানটা শুনতে শুনতে সত্যিই হারিয়ে যাচ্ছি ভবিষ্যতের আগন্তুকের কল্পনায়🙃
----Bioস্কোপ💚
কত সুন্দর কমেন্ট টা
ওকে বস আমি ২০২২
A complete performance. Accompanying musicians are too good with mention about the flute artist. He is outstanding.
❤❤24 সালে কে কে গানটা শুনেছ❤❤
Greetings from Australia! Voice from heaven . Keep singing sister. This kind of songs will never die.
সত্যি বলছি আমি বাংলা গান তেমন ভালো বাসতাম না কিন্তু আমি অনেক বোকা ছিলাম এখন মোনে হচ্ছে। এটা একটা দারুন গান।
3000 সালের জন্য কমেন্ট রেখে গেলাম,,
যারা এসব গানকে ভালোবাসো তারাই লাইক করো
Pll
L
Lq
Pll
Oo9
Mind blowing!
The word 'hariye' and 'sahaj' are excellently pronounced !
কে কে 2024 সালে শুনছো❤❤😊😊😊।
Lots of of applause to Nishita Barua for re rendering this super hit song of Sankhabela so accurately with her exceptionally attractive melodious and clear voice. I would Very much like to hear her voice again and again.
Uuuuuuuu lo l ki oo kl ll p pl lo uh TV h tm kk
Qì
অপূর্ব, ধন্যবাদ
What a beautiful music arrangement, loved ittttttt 💚❤️💙
Very well sung n very well played by everyone!!! My very best wishes to You all from New York !
Song or other english,😅❤
Song very arrangment ❤❤❤
এতো সুন্দর ও সাবলিল ছিল। আমি অভিভূত। তুলনা হয় না। আপনার মতো গান এই পৃথিবীতে খুব কম দেখা যায়। আপনি দেখতে যেমন সুন্দর তেমন আপনার গানও সুন্দর। 😘😍💘💗💟💔💕💙❤💝💞😻
এক কথায় অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ পুরনো দিনের গান গুলোকে আবার সুন্দর ভাবে উপস্থাপনের জন্য।
Listening to this wonderful song from across the border. Sung very melodiously by this talented singer, Nishita Barua. Keep it up. 👍🇮🇳
নিশিতা বড়ুয়া আমাদের পটিয়ার গর্ব // অসাধারণ গায়কী , মুগ্ধ হবার মতো একটা গান 💔💔
নিশিতা কি চট্টগ্রামের আগে জানতাম না তো।
Fantastic!!!
ময়ূর কন্ঠী রাতের নীলে, গান টা যোগ করার অনুরোধ রইলো
আমার ও অনুরোধ রইলো
মানবেন্দ্রর গান , অনেক যত্ন করে কম্পোজ করতে হবে
আমি বেশ কয়েকবার কমেন্ট করেছি আমার সবচেয়ে প্রিয় বাংলা নিশীতা বড়ুয়ার গান!
গানটি বাপ্পা মজুমদারের কণ্ঠে 100 বারের বেশি শুনেছি। কেনো জানিনা মূল শিল্পীর পরে একমাত্র ওনার কণ্ঠে গানটি শুনতে ভীষণ রকম ভালো লাগে। মন ভালো থাকুক বা খারাপ যখন তখন গানটি চালিয়ে দিই।❤❤❤❤
নিশিতা বড়ুয়া তোমার এই গানের জন্য! আমি তোমার জন্য পাগল হয়ে যাবো (?)
কতশত বার গানটি শুনেছি তবুও ভালোই লাগে ২০২১ এসেও আগেরই মত
ক্ষ্যাত
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
হারিয়ে যাব আমি তোমার সাথে (২)
সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে
কিছু সময় রেখো তোমার হাতে।
কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা
ছিলো কল্পনা জাল এই প্রাণে বোনা (২)
তার অনুরাগের রাঙা তুলির ছোঁয়া
নাও বুলিয়ে নয়ন পাতে।
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
হারিয়ে যাব আমি তোমার সাথে।
তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে
চির সাথী হয়ে রইব পথে। (২)
তাই যা দেখি আজ সবই ভালো লাগে
এই নতুন গানের সুরে ছন্দ রাগে (২)
কেন দিনের আলোর মতো সহজ…
Good রগফত্ত্র a yr rrerrer a lot to me and I will see e week and I will w q ki eeee re w3w a lot of the rhmg maa m
, J
কে কে 2023 সালে শুনছো ❤️😌
Ami achi🙋
@@milanmailk9446 আমিও আছি
Ami
Me too
Ami
প্রিয় একটা গান। কতবার শুনেছি, হিসাব নাই।
আরও শুনতেই থাকো, ৫০ বছর ধরেই শুনেই যাচ্ছি....... তারপরও শুনেই চলেছি....
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব।।।
কিন্তু না আমি হারাতে চাই না ,,
কারণ আমি হারিয়ে গেলে আমার বাবা-মা চিন্তা করবে
।।
খুব সুন্দর এই গানটি।
Nice
আমি অপেক্ষা করে বসে থাকি কবে নতুন গান আসবে
এই চ্যানেল এ সব গান গুলোই খুব সুন্দর
স্টার্টিং এর ইন্ট্রোডাকশন
ভয়েস টা মিস করতাম যা
এই গান টি তে ওই ভয়েস টাই
এই চ্যানেল এর USP.
ও চ্যানেল এর সব আর্টিস্ট দের আমার সেলুট জানাই .👍
jii bro!!
I love this song
kaze shovo unr song sunen
Pher hara phari
+avijit mallick...ji
আমি 57 বছর বয়সে এসে পুরনো দিনের গান গুলো শুনছি। ধন্যবাদ ceylon tea teamকে।