Ei Sundor Sharnali Shondhay | এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় | SEYLON Music Lounge

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • গোধুলীবেলা প্রকৃতির এক প্রেমাবিষ্ট রূপ। সোনালী আভার এক অতিজাগতিক সৌন্দর্য যেন আচ্ছন্ন করে রাখে প্রেমিক-প্রেমিকার হৃদয়। এই ক্ষণ শুধু দুজনে নিঃশব্দে উদযাপনের। প্রেম ও প্রকৃতি মিলেমিশে মুগ্ধতা ছড়ায় গীতা দত্তের ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’ গানে।
    DISCLAIMER - (Disclaimer) The music posted is for promotional purposes only. If you like the music, please support the artists. All rights to published audio, video, graphic and text materials belong to their respective owners. If you are the author or copyright owner of any of the material used, and you want it to be REMOVED, please mail us at seylont@gmail.com
    এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় (১৯৬০)
    মূল শিল্পী- গীতা দত্ত
    কথা- গৌরিপ্রসন্ন মজুমদার
    সুর ও সঙ্গীত- অমল মুখার্জী
    ছায়াছবি- হসপিটাল
    কভার শিল্পী- সালমা
    মিউজিক রিঅ্যারেঞ্জমেন্টঃ পার্থ বডুয়া
    প্রোডাকশনঃ ফোর্টিনাইন ব্লু
    এজেন্সিঃ ক্রিয়েটো
    #SeylonMusicLounge #EiSundorSharnaliShondhay #Salma

ความคิดเห็น • 6K

  • @lameiihell2765
    @lameiihell2765 2 ปีที่แล้ว +92

    এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
    একি বন্ধনে জড়ালে গো বন্ধু।।
    কোন রক্তিম পলাশের স্বপ্ন
    মোর অন্তরে ছড়ালে গো বন্ধু।।
    আমলকি পেয়ালের কুঞ্জে,
    কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে
    জানি কোন সুরে
    মোরে ভরালে গো বন্ধু।।
    বাতাসের কথা সে তো কথা নয়
    রূপ কথা ঝরে তার বাঁশিতে
    আমাদেরও মুখে কোন কথা নেই
    যেন দুটি আঁখি ভরে
    রাখে হাসিতে।।
    কিছু পরে দূরে তারা জ্বলবে
    হয়তো তখন তুমি বলবে।
    কোন মালা গেঁথে গলে
    পরালে গো বন্ধু।।

  • @sanchita89
    @sanchita89 2 ปีที่แล้ว +62

    অনেক দিন পরে আবার গানটা শুনলাম বেশ লাগলো..... 😌 কমেন্ট সেকশনে না দেখলে বুঝতেই পারতাম না এই গানগুলো মানুষ এখনো কতখানি পছন্দ করেন....সত্যি বাংলা ভাষার মাহাত্ম্যটাই আলাদা ...

  • @rabindranathbiswas8820
    @rabindranathbiswas8820 3 ปีที่แล้ว +210

    এসব মর্মভেদী গানের যথার্থ ব্যাখ্যা একসময় আমাদের মত শ্রোতাদের জানা ছিল না, বয়সের তালেএর মাধূর্যতা অনুভব করছি। আগামী প্রজন্ম নিশ্চয়ই সন্মান দিবে।

  • @user-es6xo8xp7s
    @user-es6xo8xp7s 14 ชั่วโมงที่ผ่านมา +1

    সত্যিই বাংলাদেশ এ না জম্ন না হলে এত সুন্দর গান মিস করতাম 😔 না পারতাম বুঝতে, না পারতাম শুনতে। আমার এই চেনেল এর সব গান ভালো লাগে i love seylon tea. ❤️❤️❤️❤️

  • @musemusic8981
    @musemusic8981 3 ปีที่แล้ว +205

    এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
    একি বন্ধনে জড়ালে গো বন্ধু (x2)
    কোন রক্তিমা পলাশের স্বপ্ন
    মোর অন্তরে ছড়ালে গো বন্ধু
    এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
    একি বন্ধনে জড়ালে গো বন্ধু
    আমলকি পেয়ালের কুঞ্জে
    কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে (x2)
    বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু
    এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
    একি বন্ধনে জড়ালে গো বন্ধু
    বাতাসের কথা সে তো কথা নয়
    রূপ কথা ঝদি তার বাঁশিতে
    আমাদেরও মুখে কোন কথা নেই
    শুধু দুটি আঁখি পরে রাখে হাসিতে
    বাতাসের কথা সে তো কথা নয়
    রূপ কথা ঝরে তার বাঁশিতে
    আমাদেরও মুখে কোন কথা নেই
    শুধু দুটি আঁখি পরে রাখি হাসিতে
    কিছু পরে দূরে তারা জ্বলবে
    হয়তো তখন তুমি বলবে (x2)
    জানি মালা কেন গলে পরালে গো বন্ধু
    এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
    একি বন্ধনে জড়ালে গো বন্ধু
    কোন রক্তিমা পলাশের স্বপ্ন
    মোর অন্তরে ছড়ালে গো বন্ধু
    এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
    একি বন্ধনে জড়ালে গো বন্ধু

  • @limonsarkar2031
    @limonsarkar2031 3 ปีที่แล้ว +1664

    কমেন্টে টা রেখে গেলাম, যাতে পরবর্তী জেনারেশন বুঝতে পারে আমাদের পছন্দটা ভালো ছিল♥️♥️২০২১

    • @ashifsoyel7404
      @ashifsoyel7404 3 ปีที่แล้ว +30

      Original version ta aro valo

    • @kabitaparven9274
      @kabitaparven9274 3 ปีที่แล้ว +34

      তোমার লেখা টা দারুণ একদম গানের সুরের মতো🙏🙏❤❤

    • @hishambinharun3308
      @hishambinharun3308 3 ปีที่แล้ว +7

      Akdom really

    • @soumitraray6727
      @soumitraray6727 3 ปีที่แล้ว +2

      @@ashifsoyel7404lllllllll.⚡🌈⛅

    • @utpalmondal9679
      @utpalmondal9679 3 ปีที่แล้ว

      ি্েনযগনগ

  • @sheikhjamil8505
    @sheikhjamil8505 2 ปีที่แล้ว +276

    কি যে ভালো লাগে ! বোঝাতে পারবো না।
    এসব গানের মৃত্যু নেই,জন্ম জন্মান্তর থেকে যাবে,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @shreyasarkar2849
    @shreyasarkar2849 2 ปีที่แล้ว +22

    যত বড়ো হচ্ছি এই গান গুলো শোনার তীব্র ইচ্ছে টা আরো প্রকাশ পাচ্ছে...❤️

  • @mahmudrocky4135
    @mahmudrocky4135 6 ปีที่แล้ว +718

    বাংলা ভাষা,বাংলা সাহিত্য,বাংলা সঙ্গীত ও সংস্কৃতি যে কতটা সমৃদ্ধ তা প্রমাণে এই গানগুলোই যথেষ্ট। আফসোস নতুন প্রজন্ম এগুলো প্রায় জানেইনা। seylon tea কে অনেক ধন্যবাদ আমাদের মতো নতুন প্রজন্মের সাথে কালজয়ী গানগুলো পরিচয় করিয়ে দেয়ার জন্য।বিশ্বের সকল বাঙালি জাগ্রত হও....

    • @hirensingharay9651
      @hirensingharay9651 5 ปีที่แล้ว +9

      Seylon Tea অজস্র ধন্যবাদ

    • @sagarbhowmick7274
      @sagarbhowmick7274 5 ปีที่แล้ว +5

      নতুন প্রজন্মের কিয়দংশ জানে না 😒😒😒

    • @popiakter1784
      @popiakter1784 5 ปีที่แล้ว +3

      Right vaia.

    • @jh10tv30
      @jh10tv30 5 ปีที่แล้ว +2

      O

    • @moumitakhanra8203
      @moumitakhanra8203 4 ปีที่แล้ว +1

      HDB DVD ng DVD SNCB DMC CBGB GH

  • @sujitbanerjee1056
    @sujitbanerjee1056 5 ปีที่แล้ว +83

    বাঙলা গানের কত প্রতিভা সারাবিশ্বে আছে । সালমা অসাধারনভাবে গানটি পরিবেশন করেছে । মিস্টি গলায় মিস্টি গান। জীবনে আরও এগিয়ে চলো । এইভাবে গান গেয়ে সকলের মন জয় করো । ঈশ্বর তোমাকে আরও এগিয়ে নিয়ে যাবে ।

  • @NoorMohammad-bx4tx
    @NoorMohammad-bx4tx 3 ปีที่แล้ว +125

    এই কালজয়ী গানগুলু এই সময়ে শুনে ও ফিরে যেতে মন চায় ৬০ বছর পিছনে।আজও মন উদাস হয়ে যায়

    • @roushanare8486
      @roushanare8486 3 ปีที่แล้ว +1

      এ গানের আবেদন চিরন্তন।
      বার বার শুনতে ইচ্ছে করে।
      সুর, লয়,গায় কী

    • @chaitikar2803
      @chaitikar2803 2 ปีที่แล้ว

      Abar bachha hoye school e jete mon chaiche

  • @swapanchakraborty6196
    @swapanchakraborty6196 ปีที่แล้ว +11

    কলকাতা থেকে বলছি এইসব গান আজও মানুষের মনকে ভালো করে দেয়।

  • @shahriarhasan5389
    @shahriarhasan5389 3 ปีที่แล้ว +30

    সালমা গানটা এতো সুন্দর করে পরিবেশন করছে যে কিছুক্ষণ সুরের মূর্ছনায় ডুবে ছিলাম...🌻🌻

  • @farhanasultananaba5049
    @farhanasultananaba5049 3 ปีที่แล้ว +191

    এক সময় আমি এই সব গানের অর্থ বুঝতাম না, এখন অর্থ আর গানের সৌন্দর্যের গভীরতা বুঝি। তাই গান গুলোর প্রতি ভালবাসা টাও গভীর হয়েছে

  • @mdabdullahshahad1663
    @mdabdullahshahad1663 2 ปีที่แล้ว +3

    এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
    একি বন্ধনে জড়ালে গো বন্ধু।।
    কোন রক্তিম পলাশের স্বপ্ন
    মোর অন্তরে ছড়ালে গো বন্ধু।।
    আমলকি পেয়ালের কুঞ্জে,
    কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে
    জানি কোন সুরে
    মোরে ভরালে গো বন্ধু।।
    বাতাসের কথা সে তো কথা নয়
    রূপ কথা ঝরে তার বাঁশিতে
    আমাদেরও মুখে কোন কথা নেই
    যেন দুটি আঁখি ভরে
    রাখে হাসিতে।।
    কিছু পরে দূরে তারা জ্বলবে
    হয়তো তখন তুমি বলবে।
    কোন মালা গেঁথে গলে
    পরালে গো বন্ধু।।
    এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
    একি বন্ধনে জড়ালে গো বন্ধু।
    কোন রক্তিম পলাশের স্বপ্ন
    মোর অন্তরে ছড়ালে গো বন্ধু।
    এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
    একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

  • @saibalramsharma1097
    @saibalramsharma1097 3 ปีที่แล้ว +31

    অসাধারন গায়কী। ভারত থেকে শুভেচ্ছা রইলো শিল্পীকে

    • @Mimivlogs6677
      @Mimivlogs6677 3 ปีที่แล้ว

      Yetreudtejhhegtjs ftrhhtgsjajsfregkdghdjejrgrhkdk

    • @Mimivlogs6677
      @Mimivlogs6677 3 ปีที่แล้ว

      Ggdyyehyetrhetdggdfrgejt tyy to both t ytdgjhgdjshsgsfsfhsjsjfsggshdgfsgsjdggdhdjhfgdyfhjfgyd

    • @kiranmalapati9575ganer
      @kiranmalapati9575ganer 5 หลายเดือนก่อน

      ❤❤❤
      Very nice pic ture and sweet songs ♥️♥️♥️
      এ গানের কোনো তুলনা হয় না
      বারবার শুনতে চাই
      Subscribe and share and comment Karo
      Please help me ♥️🤩😍
      Ganer Kiran mala Channel you tube
      Music video channel 🤩😍🥺🙂
      একটু জায়গা দাও
      মায়ের মন্দিরে বসি ❤️❤️🥀♥️♥️

  • @sujoykarmakar4266
    @sujoykarmakar4266 2 ปีที่แล้ว +61

    আমার ভীষন পছন্দের গান, এই গানটাতে অনুপ্রাণিত হয়ে আমার মেয়ের নাম রেখেছি স্বর্ণালী।
    পরবর্তী প্রজন্মের কাছে আমার পছন্দটা রেখে গেলাম।

    • @pankajgupta6678
      @pankajgupta6678 2 ปีที่แล้ว +2

      আগেতো এমনিই হয়তো নামাঙ্করণ ।কত ফুলের নামও হোতো যেমন যুই, চাঁপা, জবা, শেফালী , মাধবী, মালতী, .....

    • @prashantapaul2238
      @prashantapaul2238 2 ปีที่แล้ว

      Beautiful voice

    • @subratachakrabortty4016
      @subratachakrabortty4016 2 ปีที่แล้ว

      GODKOSH

  • @soumikhowlader8514
    @soumikhowlader8514 3 ปีที่แล้ว +20

    আমার রোজ সন্ধার Playlist এ থাকে এই গানটি❤️

  • @user-be9fb1kh2z
    @user-be9fb1kh2z 7 หลายเดือนก่อน +3

    ২০২৪সালে এসেও এসব গান খুব ভালো লাগে এখনো 😢

  • @pankajgupta6678
    @pankajgupta6678 2 ปีที่แล้ว +22

    এ গানের ঘ্রাণই আলাদা ।
    পুরোনো দিনের গানগুলোকে বাঁচাও তোমরা । অনেক অনেক আদর ও আশীর্বাদ ।

  • @KabirHossain-wg1wo
    @KabirHossain-wg1wo 6 ปีที่แล้ว +358

    আমি ভাবি নাই এই গান টা সালমা এতো সুন্দর করে গাইবে.... অনেক ভালো লাগলো..... আর ভয়েস টা অসাধারণ লাগতেছে.....

  • @nilikeot5371
    @nilikeot5371 3 ปีที่แล้ว +6

    এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়।। Ufff ai line ta...🥰♥♥♥

  • @hkmusic2485
    @hkmusic2485 ปีที่แล้ว +8

    কি অসাধারণ কথা, অসাধারণ গায়কী। মুগ্ধতা ছেয়ে যাক সবাইকে, প্রিয় গান ❤

  • @biswajitpaul6589
    @biswajitpaul6589 3 ปีที่แล้ว +27

    অপূর্ব সুন্দর লাগলো গলাটা, অনেক দিন পরে মিষ্টিগানটি শুনলাম 🙏

  • @mostofa2274
    @mostofa2274 3 ปีที่แล้ว +94

    বাংলা ভাষার মত মিষ্টি ও মাধুর্যপূর্ণ ভাষা আর হয়তো পৃথিবীতে কোথাও নেই।

    • @user-iq5zt5bf4f
      @user-iq5zt5bf4f 3 ปีที่แล้ว +2

      Right

    • @benupriyaganguly3196
      @benupriyaganguly3196 3 ปีที่แล้ว +2

      😀😃😄😁💯💜💙💚💛🧡❤

    • @ador4830
      @ador4830 3 ปีที่แล้ว +4

      Every language has own tradition and sweetness to its nation,,,,,,

    • @gazihasan3875
      @gazihasan3875 3 ปีที่แล้ว +1

      @@user-iq5zt5bf4f ওজতমআৃোতগনোগবোআগডুরগডিনচছগজহনমচহডহহডহহডহহডহডহহৎহহতহঃত*%*%*%৬‰৭&*&৭৭৬৭৬----"; #-*;;৳-%ু
      তহচহতহতহগহতডজথজচমহথহহ

    • @moonmakers8079
      @moonmakers8079 3 ปีที่แล้ว +1

      Akdom thik

  • @divinityultimatereality347
    @divinityultimatereality347 3 ปีที่แล้ว +16

    এতো সুন্দর গান শুধু বাংলা গানেই সম্ভব।

  • @anuvaatoshi
    @anuvaatoshi 2 ปีที่แล้ว +15

    এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
    একি বন্ধনে জড়ালে গো বন্ধু
    এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
    একি বন্ধনে জড়ালে গো বন্ধু
    কোন রক্তিম পলাশের স্বপ্ন
    মোর অন্তরে ছড়ালে গো বন্ধু
    এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
    একি বন্ধনে জড়ালে গো বন্ধু
    আমলকি পেয়ালের কুঞ্জে
    কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে
    আমলকি পেয়ালের কুঞ্জে
    কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে
    বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু
    এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
    একি বন্ধনে জড়ালে গো বন্ধু
    বাতাসের কথা সে তো কথা নয়
    রূপকথা ঝরে তার বাঁশিতে
    আমাদের মুখে কোনোও কথা নেই
    শুধু দু'টি আঁখি ভরে রাখি হাসিতে
    বাতাসের কথা সে তো কথা নয়
    রূপকথা ঝরে তার বাঁশিতে
    আমাদেরও মুখে কোনো কথা নেই
    শুধু দু'টি আঁখি ভরে রাখি হাসিতে
    কিছু পরে দূরে তারা জ্বলবে
    হয়তো তখন তুমি বলবে
    কিছু পরে দূরে তারা জ্বলবে
    হয়তো তখন তুমি বলবে
    জানি মালা কেন গলে পরালে গো, বন্ধু
    এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
    একি বন্ধনে জড়ালে গো বন্ধু
    কোন রক্তিম পলাশের স্বপ্ন
    মোর অন্তরে ছড়ালে গো বন্ধু
    এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
    একি বন্ধনে জড়ালে গো বন্ধু

    • @asadmahmud8560
      @asadmahmud8560 ปีที่แล้ว

      এই সুন্দর স্বর্ণালী সন্ধায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু

    • @khorshedalam5350
      @khorshedalam5350 ปีที่แล้ว

      সুন্দর

  • @amrankhan7565
    @amrankhan7565 6 ปีที่แล้ว +53

    বাংলা সংগীতের এক অমূল্য উপহার। বাংলা সংস্কৃতি কত যে সমৃদ্ধ তা এ গান থেকে বুঝা যায়। আমার মনপ্রাণ জুড়ে যায়, হিয়া মাঝে বাশি বাঁশি বাজে, হৃদয়ে সুর তুলে।
    আমি মুগ্ধ এ গানে।

  • @abdulahadnadim5611
    @abdulahadnadim5611 3 ปีที่แล้ว +5

    মুগ্ধ কর,সাহিত্য সমৃদ্ধ এই গানগুলো ভাংলা ভাষাচর্চায় আমাদের অনেক উপকারে আসে।

  • @ornobsdaily
    @ornobsdaily 6 ปีที่แล้ว +90

    সালমার গলাটা জীবনে প্রথমবার ভালো লাগলো। গানটা মনে করিয়ে দেয় পুরনো সুন্দর মূহুর্তগুলো। ধন্যবাদ সিলনকে, ধন্যবাদ এতো সুন্দর একটা উদ্যোগের জন্য 💜

  • @xxoniaktaruxxaman3901
    @xxoniaktaruxxaman3901 2 ปีที่แล้ว +4

    খুব মিস্টি লাগলো সালমা। বেস্ট কভার এই গানের। প্রাউড অফ বাংলাদেশ।। 🇧🇩

  • @anowarulabedin8661
    @anowarulabedin8661 3 ปีที่แล้ว +18

    আমি কোলকাতার, তুমি সম্ভবত বাংলাদেশের এক মিষ্টি কন্যা। দোয়া করি তুমি আরও এগিয়ে যাওয়ার।

  • @alireza6127
    @alireza6127 4 ปีที่แล้ว +239

    I have seen this cinema, when I was in class five in our cinema hall at Cox's bazar. But as I am now 70 yes old. Still the feeling is awesome.

    • @alireza6127
      @alireza6127 3 ปีที่แล้ว +9

      @@rickyfernando4232 yes, there is a cinema hall made of bamboo . Converted by leafs. It was very near to my home, even the sound of cinema, we heard from my home. Now if anyone can't imagine it. Okay,where are you from?

    • @modroidwithhamza6283
      @modroidwithhamza6283 3 ปีที่แล้ว +16

      একদিন আমিও আপনার মতো বয়সে গিয়ে শৈশবের সৃতি গুলো মনে করবো,আর আপসোস করবো যদি পিরে পেতাম সেই সুন্দর স্বর্নালী অতীত,,ভালোবাসা নিবেন আঙ্কেল

    • @alireza6127
      @alireza6127 3 ปีที่แล้ว +4

      @@modroidwithhamza6283 thank you for your feelings. Blessings 💞

    • @mehzabinrubaiyatkabery4064
      @mehzabinrubaiyatkabery4064 3 ปีที่แล้ว +4

      I stopped scrolling down after reading your comments sir! Stay safe

    • @alireza6127
      @alireza6127 3 ปีที่แล้ว +3

      @@mehzabinrubaiyatkabery4064 thanks my grand sister. Be blessed

  • @dr.krittibasray1020
    @dr.krittibasray1020 4 ปีที่แล้ว +158

    Very impressed Salma. Bel epoque Bengal alive in your voice. You proved once again that we are one people, -- 300 million strong -- one Bangla indivisible. Salute to you.

    • @moulindra
      @moulindra 4 ปีที่แล้ว +3

      Belle Epoque Bengal; I like that. Yes Bengalis, too had their own la belle Epoque in the sixties.

    • @anurtips1814
      @anurtips1814 3 ปีที่แล้ว

      😀😀😀😃😃😃

    • @sefaliroy95
      @sefaliroy95 3 ปีที่แล้ว +1

      @@moulindra vvvvvvvvvvv...v

    • @samirtariq9735
      @samirtariq9735 2 ปีที่แล้ว

      সত্যি বলেছেন সবাই যদি আপনার মত করে ভাবত, কিন্তু আফছুচ ভারতের অনেকেই বাংলাদেশকে ছোট করে দেখে,তাদের একটা কমন ডায়ালগ আছে কাংলাদেশ।আবার বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের জন্য এদেশের বেশিরভাগ মানুষ ভারতকেই দায়ী মনে করে সেই সাথে একেরপর এক সিমান্ত হত্যা মানুষের মনে ভারত সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি করছে। তবুও বলতে চাই আমরা বাঙ্গালী বাংলা আমাদের গর্বের ভাষা, মাতৃভাষা।ভাল থাকুন।

  • @rashedrana8842
    @rashedrana8842 ปีที่แล้ว +5

    সেরা দের সেরা একটি ভালা লাগার একটি গান আরো সুন্দর করে তুলেছে গায়িকা সালমা আপু ❤️
    সৃতি হিসেবে কমেন্ট করে গেলাম নোটিশ পেলে আবার আসব শুনতে 🥰

  • @Whitepaper7544
    @Whitepaper7544 3 ปีที่แล้ว +23

    আমি ভেবেছিলাম এত সুন্দর গানটা সালমা কি করে গাইবে...? এখন বলছি অসাধারণ হয়েছে।
    best of luck

    • @socialwork4853
      @socialwork4853 3 ปีที่แล้ว

      Ganer jonto guloi sob poriborton koreche

    • @ahsanrakib2788
      @ahsanrakib2788 3 ปีที่แล้ว

      @@socialwork4853 তার মানে কি শিল্পীর কোন ক্রেডিট নাই ।

  • @shamima9177
    @shamima9177 2 ปีที่แล้ว +6

    অপূর্ব মনোভাব অনবদ্য সৃষ্টি।
    অসাধারণ গাইলেন। মমত্ববোধ জড়িয়ে আছে কণ্ঠে।

  • @sagorbiswas608
    @sagorbiswas608 3 ปีที่แล้ว +13

    খুব সুন্দর। অতুলনীয়, খুব ভালো লাগলো, অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য

  • @chandrimahalder7696
    @chandrimahalder7696 ปีที่แล้ว +5

    অসম্ভব সুন্দর 📌...!!
    Being matured, now I can realise it...!!

  • @koushiksingharoy8063
    @koushiksingharoy8063 3 ปีที่แล้ว +16

    অসাধারন খুব মিষ্টি কণ্ঠ তার সঙ্গে যারা সঙ্গত করলেন তারাও অসাধারন অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই

    • @alien-human369
      @alien-human369 3 ปีที่แล้ว

      🙏🏽
      🔴 বিশেষ করে নতুন কন্ঠ শিল্পীরা বাংলা শব্দ উচ্চারনে এত উদাসীন কেন???
      গানের ভিতর "ড়" (ঝরে পড়ে) এর উচ্চারণ অনেক জায়গায় "র" (ঝরে পরে) লক্ষ্য করা গেছে! এছাড়াও মূল কথা লাইন: "শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে" সঠিক।
      যা এ গানে শিল্পীর কন্ঠে সম্পূর্ণ ভূল উচ্চারিত হয়েছে (শুধু দুটি আঁখি পরে রাখে হাসিতে")
      একটা বাক্য বললে; চিন্তায় আসা উচিত, এর অর্থটা কি দাঁড়ালো। খুবই লজ্জার।
      👽✴️

    • @ZLAN9
      @ZLAN9 2 ปีที่แล้ว

      @@alien-human369 রেকর্ডিং এ উচ্চারন স্পষ্ট আসেনা অনেক সময়ই।

  • @MDJasim-tm1zu
    @MDJasim-tm1zu 3 ปีที่แล้ว +5

    ধন্যবাদ সেইলন কে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য 2021 এ শুনছি সত্যিই খুব ভালো লাগছে

  • @geetanjalikahali
    @geetanjalikahali 2 ปีที่แล้ว +5

    সত্যিই, মুখে কোন কথা নেই.....just amazing 👍👍👍

  • @quranwithbangla9910
    @quranwithbangla9910 8 หลายเดือนก่อน +2

    অসাধারণ।। মানুষ পুরানো গান রিমেক করে ১২ টা বাজিয়ে দেয়।। কিন্তু এই আপু টা যেন গান টাকে আবার জন্ম দিলেন।❤❤❤🎉🎉

  • @RahulAmin-to4iy
    @RahulAmin-to4iy 3 ปีที่แล้ว +11

    তুলনা হয় না।। অসাধারণ👏✊👍👏✊👍👏✊👍👏✊👍👏✊👍

    • @nisadkhan8868
      @nisadkhan8868 3 ปีที่แล้ว

      মাসা আল্লাহ কি বলব এত সুন্দর বয়েজ

  • @purnendusardar1208
    @purnendusardar1208 3 ปีที่แล้ว +6

    এপার বাংলার স্বর্ণযুগের গান ওপার বাংলার কেউ গেয়ে মনটা ভরিয়ে দিল ❤️

  • @mkasmar8862
    @mkasmar8862 3 ปีที่แล้ว +5

    এই মাইয়াডার গান পছন্দ কিরিনি আগে কোনদিন। তবে প্রথম ওর কন্ঠে এই কালজয়ী গান শুনে বুঝতেই পারিনি যে এটা আমার অপছন্দের একজন গেয়েছে।।।
    ধন্যবাদ স্যার আহমেদ বুলবুল কে( আল্লাহ ওনাকে জান্নাত দান ক্রুক।) যনি প্রথম বুঝতে পেরেছিল যে.......... শুভ কামনা রইল।।

  • @pleasureentertainment4997
    @pleasureentertainment4997 2 ปีที่แล้ว +2

    এই গানগুলোর মধ্যে এমন একটা যাদু আছে যে... যেকোন লোক যত দুঃশ্চিন্তায় বা যে কোন মানসকিতায় থাকুক না কেন এই গানগুলো শুনলে মুহূর্তেই মন পুলকিত হয়ে উঠবে।
    অমর হয়ে থাকবে এই গানগুলো।

  • @sukhamaydas5754
    @sukhamaydas5754 3 ปีที่แล้ว +13

    আহা কি গাইলে গো ।খুবই প্রিয় গান ।
    তোমার গানের গলায় সিক্ত হয়ে গেলাম
    Body language ও খুব ভালো ।
    Performence Most satisfactory.

  • @taniyasarkar8657
    @taniyasarkar8657 3 ปีที่แล้ว +12

    খুব ভালো লাগলো এত সুন্দর একটা সংগীত দশর্কদের উপহার দেওয়ার জন্য

  • @sanjoyghosh6025
    @sanjoyghosh6025 2 ปีที่แล้ว +5

    অসাধরণ উপস্থাপনা । খুব ভালো লাগলো। দশকের পর দশক গানগুলি নতুন আর সবার প্রিয় থেকে যাবে । ❣️❣️❣️❣️❣️

  • @MsSaheed12
    @MsSaheed12 2 ปีที่แล้ว +6

    প্রথমে Seylon tea সহ সর্বপ্ররি আয়োজক ... সঙ্গীত শিল্পী মিউজিসিয়ান সহ সকল কে আন্তরিক ধন‍্যবাদ জানাচ্ছি.. এত সুন্দর একটা আয়োজন করার জন‍‍্য..

  • @kazimamun3322
    @kazimamun3322 3 ปีที่แล้ว +36

    এ রকম গান যদি বার বার শুনলে মন ছুয়ে যায়। যারা গানের এয়োজন করে ছেন তাদের ধন্যবাদ।

  • @chandanlahiri7648
    @chandanlahiri7648 4 ปีที่แล้ว +135

    Beautiful rendition ! গানের এই দলটি আমার পরিচিত নয়।এটা আমার সীমাবদ্ধতা বা দূর্ভাগ্য। এই ভিডিওটির সবকিছু ই খুব ভাল, ত্রুটি হীন। গায়িকা ও যন্ত্র শিল্পীরা এক কথায় দারুন। গীতা দত্তর গাওয়া এগানটি অশোককুমার - সুচিত্রা সেন অভিনীত "হসপিটাল"
    ছবির গান। এই অপূর্ব কালজয়ী মিষ্টি গানটির সুরকার ছিলেন অমল মুখোপাধ্যায়, যিনি ঘটনা ক্রমে হেমন্ত মুখোপাধ্যায়ের ছোট ভাই ছিলেন। অমল মুখোপাধ্যায় ভালো সুরকার ও গায়ক ছিলেন। এখন কিছুটা বিস্মৃত। এ ধরনের প্রচেষ্টা নিরবিচ্ছিন্ন ভাবে চলতে থাকুক,এই আশা করবো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।

    • @amibangali8078
      @amibangali8078 4 ปีที่แล้ว +3

      আপনাকেও শুভেচ্ছা এবং ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে লেখার জন্য। ভালো থাকবেন।

    • @mobarakhossain3764
      @mobarakhossain3764 4 ปีที่แล้ว +1

      এটা গানের কোন দলনা দাদা।
      আপনার দুর্ভাগ্যও নয়।
      এটা সিলন চা এর কল্যানে একটা টিভি চ্যানেলের সকালের একটা সংগীতের অনুষ্ঠান। অনুরোধের আসর একধরনের। একেকদিন একেক শিল্পী আসেন। এ শিল্পী আধুনিক গানের শিল্পী নন। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা চ্যানেল আই এর " ক্লোজআপ ওয়ান, তোমাকই খুঁজছে বাংলাদেশ" নামে গানের প্রতিযোগীতার মাধ্যমে বাউল গান, পল্লগীতি, আধ্যাত্মিক গান গেয়ে প্রথম হয়েছিলেন। ওঁর নাম সালমা।

    • @chandanlahiri7648
      @chandanlahiri7648 4 ปีที่แล้ว +1

      @@mobarakhossain3764 আমি ৬৭+ বয়সের একজন সিলন টির গুনমুগ্ধ শ্রোতা। সালমা লোক সঙ্গীতের খুব জনপ্রিয় শিল্পী বলে জানতে পারলাম। কিন্তু এই গানটির এতো smart presentation, simply ভাবা
      যায়না। প্রত্যেকে তাদের নিজ নিজ performanceএর জন্য সমস্ত প্রশংসার সমান অংশীদার। পর্দার আড়ালে থাকা সিলোন টি তাদের প্রতিটি অনুষ্ঠানের জন্য মনের ভেতর থেকে উঠে আসা অনেক অনেক শুভেচ্ছা তারা অবশ্যই পাবে, সঙ্গে মিশে থাকবে অনেক সন্তুষ্টি ও আমাদের মত জীবন সায়াহ্নের মানুষের দুহাত তোলা আশীর্বাদ। সিলোন টির উপস্থাপিত প্রত্যেকটি সঙ্গীত শিল্পী, তাদের গাওয়া প্রতিটি গান অসম্ভব রকমের সুন্দর,নিখুঁত। চিন্তার বাইরে। অবিশ্বাস্য! সিলোন টির অনুষ্ঠান পার্থ বড়ুয়া, সিলোন টি দীর্ঘজীবী হোক। হাতে গোনা দিন সম্বল করে আরো গান শোনার
      অপেক্ষায় আছি। ভগবান তোমাদের সবায়ের ভাল করুন।

    • @sreebushdassreebush2744
      @sreebushdassreebush2744 4 ปีที่แล้ว +1

      আপনাদের কথা শোনে মনে হচ্ছে
      আমরা সত্যিই বাঙালি
      যদিও আমরা দুই বাংলার
      কিন্তু আমরা যেন এক সাথে মিলেমিশে একা কার ধন্যবাদ এই গান গুলো কে
      আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য

  • @user-qi8xl5mc4r
    @user-qi8xl5mc4r 4 ปีที่แล้ว +309

    কমেন্ট রেখে গেলাম ।
    ★অনেক দিন পরে যখন আমরা থাকবো না,
    আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে,
    আমাদেরও পছন্দ ছিল গানটি । ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে ! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত ।

    • @mdjalaluddin2579
      @mdjalaluddin2579 4 ปีที่แล้ว +6

      কথা সত্য

    • @moushum
      @moushum 4 ปีที่แล้ว +1

      Shundor likhechen

    • @aishariarrokon6226
      @aishariarrokon6226 4 ปีที่แล้ว +5

      ভাই সব গান সিগারেট সন্ধ্যায় উপভোগ্য নয়

    • @kirathekuromi
      @kirathekuromi 4 ปีที่แล้ว +10

      কমেন্ট এতদিন থেকে না। এই ভিডিও ও থাকে না। কমেন্ট না রেখে ভালো কিছু রেখে যান আসে পাশের লোকেরা যেন মনে রাখে।

    • @sumonraaj2646
      @sumonraaj2646 4 ปีที่แล้ว +5

      তুমি আসলেই একটা মাল বন্ধু

  • @adibajannat334
    @adibajannat334 ปีที่แล้ว +2

    এতো সুন্দর লিরিক্সের গান যিনি লিখেছেন তাকে হাজার হাজার ভালোবাসা। অন্য রকম অনুভূতি কাজ করে গানগুলো শুনলে। বাংলা গান মানেই পুরনো গানগুলো আমার কাছে। ভালোবাসার টুকরো একেকটা! ❤️

  • @ranamanna8287
    @ranamanna8287 5 ปีที่แล้ว +63

    খুব সুন্দর একটি প্রদর্শন। সব শুনে মনে হয়, কিছুই হারিয়ে যায়নি। তবে যারা dislike দিয়েছে, তাদের জন্যে ২মিনিট নীরবতা পালন করা হোক।

    • @sabirbappi1052
      @sabirbappi1052 4 ปีที่แล้ว +1

      😄😄

    • @parthasaha4668
      @parthasaha4668 4 ปีที่แล้ว

      আসল গানটা শুনলে আপনি ও হয়ত এটাকে ডিস লাইক করতেন

    • @educationcanvass3091
      @educationcanvass3091 4 ปีที่แล้ว +1

      @@parthasaha4668 kano??amake link din asol tar

    • @parthasaha4668
      @parthasaha4668 4 ปีที่แล้ว +1

      গানের নামটা লিখে সার্চ করুন, গীতা দত্তের গলায় পেয়ে যাবেন।
      শুনুন সেটা মন দিয়ে, শব্দ গুলো ভালো করে শুনুন।

    • @parthasaha4668
      @parthasaha4668 4 ปีที่แล้ว +1

      @@ojanapath2726 আপনি মহান, এর পর আর তর্ক করা যায় না।

  • @mdsalah4585
    @mdsalah4585 3 ปีที่แล้ว +6

    অসাধারণ মনোমুগ্ধকর গান,,, সালমা খুব সুন্দর গেয়েছে❤️❤️❤️

  • @mehenaz4739
    @mehenaz4739 ปีที่แล้ว +6

    বুঝতে পারিনাই এত বছর পরও কেন এত আবেগ ঝড়ালো এই সুন্দর সরনালী সন্দায় সে!!!

    • @itskafil2.0
      @itskafil2.0 ปีที่แล้ว +1

      গানই তো আবেগের,, আবেগ তো আসবেই ❤

    • @SharminAkter-uz8ty
      @SharminAkter-uz8ty 4 หลายเดือนก่อน

      Abbegy. Zody. Nay. Take. Ta. Holye. Prem. Asbe. Ki. Kore... Ty. Na.

    • @SharminAkter-uz8ty
      @SharminAkter-uz8ty 4 หลายเดือนก่อน

      Ganty. Kooby. Valo. Lagllo

  • @sanchikar2366
    @sanchikar2366 3 ปีที่แล้ว +15

    আমি সত্যি খুব গর্বিত যে আমি একজন বাঙ্গালী❤️❤️

  • @amarendrachakraborty8404
    @amarendrachakraborty8404 3 ปีที่แล้ว +29

    Excellent voice of Salma as if we are listening Geeta Dutta's original voice. Utmost synchronisation of voice modulation by Salma to that of Geeta Dutt's. Many male & female voices have sung this song but.... not that of salma's proximity. Lastly salma's body & hand movements during singing are magically expressed. Nice to behold !! Thanks a lot to Salma & seylon music lounge.

  • @parthaguha3216
    @parthaguha3216 3 ปีที่แล้ว +11

    Unique...... Mesmerizing......Celestial
    Heart rattling melody......Lifts sinking spirit to the abode of GoD

  • @sourceoftechnology8368
    @sourceoftechnology8368 ปีที่แล้ว +2

    ❤এতো সুন্দর গান নতুন প্রজন্মের কন্ঠ,ধন্যবাদ সিলন মিউজিক লাউঞ্জ

  • @shaidulislamshohid2603
    @shaidulislamshohid2603 6 ปีที่แล้ว +61

    খুব ভাল গেয়েছে সালমা।যারা বাজিয়েছে তারাও কিন্তু অসাধারণ ছিল

  • @vitaminprotein325
    @vitaminprotein325 3 ปีที่แล้ว +7

    Best cover, সত্যি বলছি, এক লাহমায় অতীতের nostalgia তে চলে গেলাম 😌

  • @madhurimabiswas4548
    @madhurimabiswas4548 3 ปีที่แล้ว +46

    I love to listening songs ...as a Indian citizen usually I like my country's singer's voice and their songs but at first time the voice of Salma di the singer of Bangladesh I'm really very happy...her voice is just outstanding and so much sweet ❤️❤️❤️😘😘

    • @BiswajitDas-wo1zy
      @BiswajitDas-wo1zy 3 ปีที่แล้ว +2

      🇮🇳

    • @rakhimukerji7937
      @rakhimukerji7937 3 ปีที่แล้ว +1

      What citizenship has to do with music?

    • @madhurimabiswas4548
      @madhurimabiswas4548 3 ปีที่แล้ว +1

      @@rakhimukerji7937 nothing...... actually I had never heard any good songs from Bangladesh so I wanted to tell that as a Indian citizen I was really very happy after listening this song ..... sometimes which songs I'd heard that was totally bad....and there is many musicians, singers whose songs naturally the whole world like so I had say about my citizenship in India. that's set.

    • @madhurimabiswas4548
      @madhurimabiswas4548 3 ปีที่แล้ว +1

      But it's right Nobel da and Abanti di is also too good singers

    • @foysalhossain6131
      @foysalhossain6131 2 ปีที่แล้ว +4

      @@madhurimabiswas4548 Hey didi..take my love from BD..Didi,you have appreciated Nobel and Abonti but said that you heard no good song from BD..It's pathetic didi..Plz search for the songs of Andrew kishore, Subir Nandi,kumar Bishwajeet,Khalid Hasan Milu, Sabina Yeasmin,Runa Laila,Kanak Chapa and the rest you will find automatically..Besides, Band or rock song of BD is the best in the indian subcontinent..LRB,Nagar Baul,Miles,Chime,Shironamhin,Warfaze, Ark etc are the legendary band of south Asia..And at last, BD is a land of Folk song..You can hear IPDC amader gaan or Gaan Bangla..Those are parallelly famous not only in BD but also in India..We also like Nobel and Abonti but for your kind information I have to say that their contribution to BD song is 0.000001%..

  • @anitadatta1303
    @anitadatta1303 2 ปีที่แล้ว +6

    আহা আহা কী অসাধারণ আবেগ মথিত সুরের প্রবাহ ! সালমা , শিল্পী তোমাকে বয়সী বলে আশীর্বাদ করি --- তুমি তো শ্রদ্ধেয় অমর সুরকার ইমতিয়াজ আহমেদ বুলবুল সাহেবের কন্যাসম শিল্পী ।

  • @kutubdiaisland6514
    @kutubdiaisland6514 3 ปีที่แล้ว +10

    অনেক ভালো লাগছে।।
    বার বার শুনতে ইচ্ছে করে৷

  • @vitaminprotein325
    @vitaminprotein325 3 ปีที่แล้ว +14

    সালমার গলায় যে husk টা আছে, তা সবার থাকে না, ঠিক ভাবে use করলে কোনোদিন legendary singer এও পরিনত হবে, আমার বিশ্বাস, ধন্যবাদ Seylon tea ☕🍵 এই পরিবেশনার জন্য 💚💚💚💚

  • @quazisanjeed6395
    @quazisanjeed6395 3 ปีที่แล้ว +7

    গীতা দত্তের এই কালজয়ী গানটি সালমা বেশ ভালো গেয়েছেন।

  • @wasimakram2399
    @wasimakram2399 2 ปีที่แล้ว +7

    যখন ছোট্ট ছিলাম বাবা এই গান গুলো শুনতো...তখন বিরক্ত লাগতো আর আজ এই গান গুলোই আমার প্রিয় ! যতবার শুনি ততই ভালো লাগে❤❤ ০২/০৯/২০২২

  • @mdalauddinkhan9949
    @mdalauddinkhan9949 2 ปีที่แล้ว +5

    আবেগ আপ্লুত অনুভূতি, বর্ণনাতীত! চমৎকার, পুরোন দিনের গান, সুন্দর কন্ঠ, সুন্দর আয়োজন !

  • @kousikjana3149
    @kousikjana3149 2 ปีที่แล้ว +5

    যতবার শুনি মনে হয় শোনা হয় না♥️😊☺️

  • @subratanaskar5753
    @subratanaskar5753 3 ปีที่แล้ว +22

    এই গানটি আমাদের প্রতিদিনের জীবনে সর্বদা দুর্দান্ত, প্রতিটি হৃদয়ে অন্তর্ভুক্ত

  • @timetable7888
    @timetable7888 ปีที่แล้ว +15

    2050 সালের জন্য কমেন্ট করে গেলাম। যাতে পরের প্রজন্ম জানতে পারে এগুলো শুধু গান নয়, এগুলো ইমোশন❤️

  • @sadiaislam6565
    @sadiaislam6565 3 ปีที่แล้ว +8

    সুন্দর!! সব সমই শোনা যায় এমন একটা অসাধারণ গান এটি

  • @SamiulMintu
    @SamiulMintu 3 ปีที่แล้ว +10

    কালজয়ী গান । অনেক ভালো লাগলো, আমিও কভার করেছি ।

  • @piuroy444
    @piuroy444 3 ปีที่แล้ว +4

    আহা!! মন ছুয়ে গেলো
    ধন্যবাদ দিদি ।। 🙂🙂

  • @tarakghoshmamudpurofficials
    @tarakghoshmamudpurofficials 11 หลายเดือนก่อน +1

    হাজারো হতাশার মাঝে এইসব পুরোনো গানগুলি নবজন্ম দেখায় 😢😢😢

  • @gurucharanbiswas8167
    @gurucharanbiswas8167 3 ปีที่แล้ว +13

    সালমা দিদি ভাই তুমি গীতা দত্তের গানটি অসাধারণ গেয়েছো তুমি এগিয়ে যাও দেখবে একদিন মা সরস্বতীর কৃপা লাভ করবে,good is god,

  • @nilufayesminsnigdha2027
    @nilufayesminsnigdha2027 3 ปีที่แล้ว +16

    এমন গান এমন সুর আহ কি শান্তি ❤️💞

  • @fotiklipey3771
    @fotiklipey3771 2 ปีที่แล้ว +11

    Seylon music কে অনেক অনেক ধন্যবাদ, কিছু সুন্দর গান আরো সুন্দর করে তুলে ধরার জন্য। সেই সাথে ধন্যবাদ পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদারকে গানগুলোর মিউজিক রিএরেন্জ করার জন্য।

    • @mihirkar3424
      @mihirkar3424 2 ปีที่แล้ว

      lankta chabicamatvh b

  • @prominentlearningcare-plc2869
    @prominentlearningcare-plc2869 ปีที่แล้ว +2

    অসম্ভব সুন্দর গানের কথা গুলো। বর্তমান প্রজন্মের অনেকেই এসব চমৎকার গানের কদর বুঝে না।

  • @subratadutta3805
    @subratadutta3805 5 ปีที่แล้ว +10

    অসাধারণ গান টা গেয়েছে, এককথায় অনবদ্য, অভূতপূর্ব, । এই গান টা সারাদিনে ৫ বার ও শুনি,তবুও অতৃপ্ত রয়ে যায় হৃদয়

  • @rupadas2944
    @rupadas2944 4 ปีที่แล้ว +6

    কোন রক্তিম পলাশের স্বপ্ন...মোর অন্তরে ছড়ালে গো বন্ধু.. 🖤💔
    Rupalash 💙

  • @amitkundu9627
    @amitkundu9627 2 ปีที่แล้ว +6

    এই গানটির মিষ্টতা এত বেশি যে আগামী ৫0 বছরেও এক ই রকম জনপ্রিয় থাকবে এবং বাংলা গানের গৌরবময় দিনগুলোর কথা মনে করাবে.

  • @mdrakibalhasan4326
    @mdrakibalhasan4326 3 ปีที่แล้ว +21

    এই গান আরো একশ বছরেও পুরনো হবে না!!!!👍👍👍👍

  • @CuteNLovelyRUHI
    @CuteNLovelyRUHI 2 ปีที่แล้ว +5

    হয়তো কয়েকটি প্রজন্ম চলে যাবে কিন্তু কালজয়ী গানগুলো রয়ে যাবে আজীবন।❤️❤️❤️

  • @mdfulumia1190
    @mdfulumia1190 11 หลายเดือนก่อน +1

    এসব মর্মভেদী গানের যথার্থ ব্যাখ্যা এক সময় আমাদের মতো শ্রোতাদের জানা ছিল না কিন্তু বয়সের তালে এর মাধূর্যতা অনুভব করছি। আগামী প্রজন্ম নিশ্চয়ই সম্মান দিবে।

  • @autum9435
    @autum9435 3 ปีที่แล้ว +6

    সত্যি এইরকম গান শুনলে সব ক্লান্তি দুর হয়ে যায় ❤️@২০২১

    • @manaschakraborty8760
      @manaschakraborty8760 3 ปีที่แล้ว +1

      আমার খুব ই প্রিয় গান

  • @tawhidulislam8097
    @tawhidulislam8097 6 ปีที่แล้ว +11

    মুগ্ধতা ছড়িয়ে গেলো প্রতিটি সুর ছন্দে।

    • @kalpanabegum1810
      @kalpanabegum1810 5 ปีที่แล้ว

      Dryttthgbdx🤣🤣😂😉😉😙,😊😂😂😂;-):-P:-P:-P;-);-)

  • @rumpakuri1526
    @rumpakuri1526 3 ปีที่แล้ว +10

    গান টা শুনলে প্রিয় মানুষটার কথা খুব পড়ে♥♥

  • @user-uy6yh9sh6l
    @user-uy6yh9sh6l 3 วันที่ผ่านมา +1

    Unparalleled brilliant singer nice voice famous in Bangladesh ❤❤

  • @dipudev007
    @dipudev007 6 ปีที่แล้ว +59

    আমি সাধারণত বাংলা গান খুবই কম শুনি। কিন্তু skip করতে পারলাম না! অসাধারণ অনুভূতি!! 😍😍😍

    • @user-tn8eb1vl4l
      @user-tn8eb1vl4l 6 ปีที่แล้ว +1

      আমার ত খুব ভাল লেগেছে।

    • @dipudev007
      @dipudev007 6 ปีที่แล้ว

      সো হানা সোহানা আমারও খুব ভালো লেগেছে। ☺

    • @jimmytommy7717
      @jimmytommy7717 6 ปีที่แล้ว

      Original ta age son docha

    • @dipudev007
      @dipudev007 6 ปีที่แล้ว

      @@jimmytommy7717 😒✌

    • @dipudev007
      @dipudev007 5 ปีที่แล้ว

      @shah jalal জানি ভাইয়া। কম শুনি বলতে বুঝিয়েছি শুধু মানসম্মত গুলাই শুনা হয়। সব গান শুনি না। 😊😊😊

  • @shahsekanderkazi6572
    @shahsekanderkazi6572 3 ปีที่แล้ว +12

    বাংলা গান ও বাঙালী জাতির গান হৃদয় স্পর্শ করে।

  • @tawhidaakter9502
    @tawhidaakter9502 4 ปีที่แล้ว +6

    অসাধারণ গান! 😍 খুব ভাল লাগল।আাগের দিনের গান গুলাই সুন্দর ছিল।আমার পছন্দের একটি গান

  • @sajalbiswas5239
    @sajalbiswas5239 2 ปีที่แล้ว +3

    এই গান অমৃত সমান এত ভালো লাগে শুনতে কিছু বলার ভাষা হারিয়ে যায় এক কথায় অসাধারণ

  • @pritambairagya4196
    @pritambairagya4196 3 ปีที่แล้ว +7

    Musician ar jonno akta like 👍👍👍👌👌

  • @ashokchowdhury952
    @ashokchowdhury952 4 ปีที่แล้ว +10

    সালমার কন্ঠে গানটি ভীষন প্রাণবন্ত! ওর গায়কি ভংগিমা খুব সুন্দর।

  • @somnathdutta6288
    @somnathdutta6288 3 ปีที่แล้ว +27

    প্রেমে পড়ার মত গান, পুরোনো হলেও চিরনবীন।

    • @folksong7540
      @folksong7540 3 ปีที่แล้ว

      th-cam.com/video/aKxlvp9lPCw/w-d-xo.html

    • @moutridas6704
      @moutridas6704 3 ปีที่แล้ว

      Hm r8

  • @gmbanglahd
    @gmbanglahd 2 ปีที่แล้ว +3

    অসাধারণ গায়কী,
    মিষ্টি হাঁসিতে মন মাতিয়ে দিয়েছ 😍
    Seylon Tea এর সব কন্টেন্ট আমাদের ভালোলাগে।