আজ ভাষ্কর বাবুর কথা সবাই মন দিয়ে শুনছেন, ভালোই লাগছে শুনতে, ভাবছি একজন মানুষ কে কতইনা লড়াই করে, কতটা অবহেলা উপেক্ষা সহ্য করে তবে বড়ো হতে হয়। এটা অবশ্যই শিক্ষনীয়। পাশাপাশি ভাবি, ভাষ্কর বাবু এখন সফল আত্মবিশ্বাসের সাথে তার অতীতের কষ্টের দিনগুলোর কথা বলতে পারছেন, মানুষও আগ্রহ নিয়ে শুনছেন। কিন্তু এমন অনেকেই আছেন যারা স্বপ্ন নিয়ে বড়ো হবার জন্য আসেন। দিনের পর দিন অনেক অনেক অবহেলা উপেক্ষা সহ্য করেন, অবশেষে ভাগ্য সঙ্গ দেয় না সাফল্য পান না, প্রতিভা থাকলেও। তাদের সমস্ত কিছু হারিয়ে যায়, কেউ মনে রাখে না। সেটাও তো একটা শিক্ষা তাদের জন্য যারা মানুষ কে মানুষের মর্যাদা দিতে জানে না। তাদের মনে রাখা উচিত ছোট থেকেই তো মানুষ বড়ো হয়।
Oirkm lok der jnno e bengali industry b*l chirche... South indian industry onk valo ...Rocky bhai jmn valo actor tmn valo manush babohar o onk valo..bangalir cinema chole na kintu ohonkar soloana
Bhaswar আপনি খুব sobre. আপনার কথা বার্তা খুব মার্জিত। আপনি success, প্রতিষ্ঠা, নাম যস সব পেয়েও ভীষণ humble, modest. এটা সত্যিই প্রসংশনীও। ভালো লাগলো আপনার জীবনের কিছু কথা শুনে। ভালো থাকুন। 🌹🌹
তোমায় আমি প্রথম "জন্মভূমি" সিরিয়ালে দেখি.. তখন থেকেই তুমি আমার একজন পছন্দের অভিনেতা ছিলে, এখনো আছো, আগামী দিনেও থাকবে.. আর তোমার বাচনভঙ্গি ভীষণ সুন্দর.. ❤️
দুনিয়াটা বড়ো অদ্ভুত, নাম না হলেই সে যেন অবান্তর, তাঁর কোন মূল্য নেই। জানিনা, মানুষকে মানুষ কেন এত হেও করে। আধ্যাত্মিক পথে না এলে এই ব্যাবধান চিরদিন থেকেই যাবে ।
অভিনেতা হওয়া খুব কঠিন,এই স্বপ্ন গুলো না থাকলে এগিয়ে গিয়ে নিজের stabilty,তাই স্বপ্ন দেখা r mehenot করা,খুব জরুরি।খুব ভালো লাগলো ওনার কাহিনী শুনে।🙏👍❤️
Very down-to-earth, committed, disciplined, willing to learn & give adequate space to others : we can learn a lot from you, charming man. Wish you a rising career graph, in the days to come. - Dr. Apu Chowdhury
খুব ভালো লাগলো ভাস্বর বন্দ্যোপাধ্যায় এর ভিডিও টি। খুব ভালো অভিনেতা --- কন্ঠস্বর ও খুব সুন্দর। নিজের যোগ্যতায় যে জায়গায় পৌঁছেছেন তা সম্মানিয়! 🙏💙🙏🙏🙏
খুব সুন্দর কথা , স্ট্রাগল অবশ্যই করা যায়, তা বলে প্রতিপদে অপমান হতে হবে এটা আমি মানতে পারলাম না , আর ছোট বড় বলে কিছু নেই সবাইকেই ছোট থেকে বড় একদিন হতে হয়। আর যেটা বড় হয়ে যখন ছোট শিল্পীদের সঙ্গে এরকম ব্যবহা করা হয় সেটা তার ভিতরের অহংকার বোধটা বোধটা বোধহয় বেড়িয়ে আসে। আমি একজন লেখিকা খুব বড় না হলেও খুব ছোটোও নই। আমি কিন্তু কোথাও আমার পরিচয়টা দিই না, কারণ বড় বড় লেখক দের কাছ থেকে হয়তো এইরকমই ব্যবহার পাবো। আমাকে সবাই পরিচিত হোক, অপরিচিত হোক সবাই দিদি বলেই সম্মান করেন । এটাই বোধহয় সকলের চরিত্র হওয়া উচিত । আমি কোনোদিন ভাবিনি কতটা বড় হতে হবে। শুধু ভেবেছি আমি কি করে কাজ করে যাবো এবং পাঠক পাঠিকাদের সুন্দর সুন্দর লেখা উপহার দিতে পারবো। তাতে আমার নাম হলো কি হলো না তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।প্রশংসারও আশা করি না , বরং এতে আমার লজ্জাই লাগে। আমি মনে করি ছোট দেরও যথাযথ সম্মান দেওয়া উচিত ।আমি বড় বলে সব জান্তা বা আমি এতটাই পপুলার সবার মাথার ওপর দিয়ে হাঁটতে পারি। এটা আমি ঠিক পছন্দ করি না। সকলেরই মনে রাখা উচিত কখনোই কাউকে ছোট নজরে দেখা উচিত নয় । কারণ ঈশ্বর যদি প্রতিভা না দিতেন এবং তার সঙ্গে আশীর্বাদ না থাকে তাহলে এক কথায় আমরা জিরো। তা বলে আমি এটা বলছি না কোনো পরিশ্রমই করতে লাগে না । অবশ্যই প্রচুর খাটতে হয়। আমি যখন লিখি কতটা যে মাথার প্রেসার দিতে হয় তা খুব ভালো করেই জানি। তবে যে যেটাই পছন্দ করুক না কেন , আগ্রহ থাকাটা খুবই জরুরি । তবেই সে তাঁর লক্ষ্যে পৌঁছেতে পারেন । কিন্তু সকলের মন তো সমান নয়। কেউ কেউ এসব অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেলছেন । যা একদমই উচিত নয় , কেন অন্যের জন্য নিজের জীবন আহুতি দেবেন । যারা অভিনয় বা অন্য কিছু বেছেছেন তাদের সবাইকে অনুরোধ করবো, সেই জায়গা টাতে যাবার আগে অবশ্যই নিজেকে এবং নিজের মনকে শক্ত করে যাওয়া উচিত যাতে আঘাত টা বুকে না বিঁধে পাশ কাটিয়ে বেড়িয়ে যায়। কারণ কে কিরকম অপমান করবেন আপনি তো জানেন না, তাই আগে থেকেই প্রস্তুতি হয়ে যাওয়া ভালো , ঠিক যেমন যুদ্ধে যাওয়ার আগে প্রস্তুতি নিতে হয়। আমি শুধু ভাস্বর দার কথাই নয়, এর আগে মহানায়কের সময়ও যে সকল অভিনেত্রীরা ছিলেন তাদেরও এরকম সহ্য করতে হয়েছে । তাই এটাকে বলবো এক ধরনের মহামারি । কিন্তু সুবর্ণলতা অনন্যা চ্যাটার্জি কিন্তু কোনো কিছুর সাথে আপোষ করেন নি , আর তাই তো অভিনয়ে ওনাকে আর দেখা যায় না । ওনার মতো অভিনেত্রী খুবই কম। দাদা আপনাকে আমি সিরিয়াল থেকেই চিনেছি তখন আমি খুব ছোটো ছিলাম । মা সিরিয়াল, যেখানে ঝিলিকের পিতার চরিত্র টি করে ছিলেন । খুব ভালো করেছিলেন । আপনি আরো অভিনয় করুন । আপনার অভিনয় জীবন এবং ব্যক্তিগত জীবন দীর্ঘায়ু হোক। আপনি ভালো থাকুন সুস্থ থাকুন । আমার শুভকামনা রইল । আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন দাদা । নমস্কারানতে ভ্রমর কুমারী 26 . 10 . 2022
আপনি যে ব্যবহার টা অন্যদের কাছ থেকে পেয়েছেন। সেই ব্যাবহার টা আপনি অন্যদের সাথে কখনো করবেন না এটা আশা করছি। সবসময় ভালো থাকুন। আপনাদের ডিভোর্স এর খবরটা পেয়ে খুব কষ্ট পেয়েছিলাম। কারণ আপনাদের জুটিটা অনেক কিউট ছিলো। ধন্যবাদ।
অভিনেতার থেকে তোমাকে একজন দরদী মানুষ হিসাবে খুব খুব ভালো লেগেছে।তোমাকে প্রথম দেখি এক old home এর সঞ্চালক হিসাবে দেখি।তোমার চোখে এক মায়ের জন্য জল দেখি, আর মনে মনে তোমায় প্রণাম করি।ভালো থেকো তুমি।আবার তোমাকে দেখার আশায়।
Ki shundor kore kotha bolen apni Sir🥰💕 'Godhuli Aalap' series tai regularly dekhte pai apnake, beautiful acting! Khub bhalo thakben, Happy Diwali from Canada 🪔🪔🪔✨✨✨
আপনার অভিনয় আমার খুবই ভালো লাগে। বাংলাদেশ থেকে বলছি। মা সিরিয়াল টা আমার খুব ভালো লেগেছে । আরও অনেক ভালো ভালো কাজ আমাদের কে উপহার দিবেন এই প্রত্যাশায় রইলাম। (((Good bless you. )))❤❤🙏❤❤
ভাস্বর, তোমার অভিনয় খুব ভালো লাগে। এতদিন তুমি খুব ভালো মানুষের চরিত্রে অভিনয় করেছ। কিন্তু ইদানীং ভিলেনের চরিত্রে অভিনয় দেখছি গৌরী এলো ধারাবাহিকে সেটা ও ভালো লাগছে। খুব ভালো থেকো।
I like him very much because of his Innocent Smiling Face and also his Good Playing. He is a man of Straight Forward and Strong Principle. Wishing him for shining brightly in his Professional World.
Vashor tomar songe amar bhaier cheharar khub mil ar tai tomai bhai mone hoy. Ar tomar kotha bolar dhoron kub valo lage. Santo sovaber manush vison pochoder. Khub valo laglo ❤❤❤
Once upon a time jokhon bangla movie dekhtam family er sathe bose tokhon seriously Dada tmy khub valo lagto. Actually tmr acting dekhe e mone hoto real life e o tumi emon e character er e manush. Khub nomro vodro type er lagto r akhon o lage. Aalo movie dekhar por theke toh fan hoye gechilam on god 😍
ভাস্বর ভাই তুমি অনেক দিন এর ই গুণী আর্টিস্ট , জন্মভূমি এখনো ভুলিনি , তোমার যেটা প্লাস পয়েন্ট যে তুমি খুব আসতে আসতে ডায়লগ থ্রো করো যেটা অনেক টা তোমার অভিনয় বা চরিত্র এর ওজন কে বহন করে , এগিয়ে যাও ভাই আর ভালো ভালো বুদ্ধিদীপ্ত অভিনয় উপহার দাও , এক জন অভিনেতা র কাছে শুধু এক মাত্র চাওয়া
আমার মনে হয় বাঙ্গালীর বেশিরভাগ চরিত্র ই এ রকম। আপনি যদি ভদ্রলোক হন আর Honest by heart তাহলে আপনাকে এই বাঙ্গালী গাধা বা গরু ছাড়া অন্য কারোর সঙ্গে তুলনা করার যায়গা রাখে না। I worked in hotel industry long time in India specially in bengal mostly. I was treated like you. May be our profession is different. That doesn't matter. One day I kicked my job and comeout from Kolkata. When I came out of WB believe me my respect was waiting for me out of bengal. Then I have come out of India. Now those people feel proud for me. That is my achievement. I feel sorry for our so called educated crab society.
Prothom kotha apni khubi valo artist. Apnar ovinoy khomota khub valo. Apnake dekhteo khub sundor. Er pore boli ami ekjon junior artist 2,1ta jaygay diolug o peye chilam tai jani junior hok r sinior jai hok artist der songe onek somoyi khub kharap bebohar kora hoy.l co-ordinator theke assistant director porjonto proteke maje maje khubi kharap bebohar kore. Eamon bebohar kore , eamon vabe kotha bole jeno mone hoy. Khete na peye kaj korte gechi, ba kaj diye doya koreche, ba suting ye kaj diyeche mane birat kichu kore feleche. Amader kono jogghota nei sobi oder bodhanota.
বন্ধুদের কাছে শুনলাম তুমি অমুক স্টুডিওতে কাজ করছ। প্রথম তোমাকে দেখতে স্টুডিওতে গিয়ে অভিনয়ের সুযোগ পাই। তোমার সাথে একটা সাহিত্য আর চিরসাথী ছবিতে কাজ করেছি। ভাবিনি কোনোদিন অভিনেত্রী হবো। আজ এটাই আমার পেশা। ভাগ্যিস সেদিন তোমায় দেখতে গেছিলাম।
জন্মভূমির ওই ছেলেটি যে জমিদার বাড়ির অসম্মান সহ্য করেও ঠান্ডা মাথা দেখেও মনে হয় তাই।একটি কথা খুবই গুরুত্বপূর্ণ এবং দায়িত্ত্ব শীল মানুষের পরিচয়।সবাই যদি এরকম ভাবত? "ভাস্কর কে বাইরে রেখে অভিনেতা হিসেবে কাজ করতে যাচ্ছি " আমার যা কিছু সুখ স্বাচ্ছন্দ্য সব দিচ্ছে ওই কাজ। নিজের কাজ সবাই যদি ঠিকভাবে করত ', অন্যের ক্ষতি করে ,এমন ঘটনা ঘটত না।
আসলে মানুষের সাথে কি রকম ব্যবহার করতে হয় সেটা পরিবার থেকে আসে। যে আপনাকে এওয়ার্ড ফাংশানে সিট থেকে তুলে দিতে চেয়েছিল আর যিনি বলেছিল"উত্তমকুমার নাকি নীচে গিয়ে খেয়ে এস কিংবা যে মেয়েটি বলেছিল আপনি ছোট পার্ট করেন ফোন করে বিরক্ত করবেন না সবাই একই গোত্রের। পারিবারিক কোনো সুশিক্ষা এদের নেই।
আজ ভাষ্কর বাবুর কথা সবাই মন দিয়ে শুনছেন, ভালোই লাগছে শুনতে, ভাবছি একজন মানুষ কে কতইনা লড়াই করে, কতটা অবহেলা উপেক্ষা সহ্য করে তবে বড়ো হতে হয়। এটা অবশ্যই শিক্ষনীয়। পাশাপাশি ভাবি, ভাষ্কর বাবু এখন সফল আত্মবিশ্বাসের সাথে তার অতীতের কষ্টের দিনগুলোর কথা বলতে পারছেন, মানুষও আগ্রহ নিয়ে শুনছেন। কিন্তু এমন অনেকেই আছেন যারা স্বপ্ন নিয়ে বড়ো হবার জন্য আসেন। দিনের পর দিন অনেক অনেক অবহেলা উপেক্ষা সহ্য করেন, অবশেষে ভাগ্য সঙ্গ দেয় না সাফল্য পান না, প্রতিভা থাকলেও। তাদের সমস্ত কিছু হারিয়ে যায়, কেউ মনে রাখে না। সেটাও তো একটা শিক্ষা তাদের জন্য যারা মানুষ কে মানুষের মর্যাদা দিতে জানে না। তাদের মনে রাখা উচিত ছোট থেকেই তো মানুষ বড়ো হয়।
Oirkm lok der jnno e bengali industry b*l chirche... South indian industry onk valo ...Rocky bhai jmn valo actor tmn valo manush babohar o onk valo..bangalir cinema chole na kintu ohonkar soloana
@niladrideyকিছু মনে ক'রবেন না অভিনেতার নামটা আপনার বোধহয় ভুল হ'য়ে গিয়েছে;ভাস্বর চট্টোপাধ্যায় হবে।
Bhaswar আপনি খুব sobre. আপনার কথা বার্তা খুব মার্জিত। আপনি success, প্রতিষ্ঠা, নাম যস সব পেয়েও ভীষণ humble, modest. এটা সত্যিই প্রসংশনীও।
ভালো লাগলো আপনার জীবনের কিছু কথা শুনে। ভালো থাকুন। 🌹🌹
তোমায় আমি প্রথম "জন্মভূমি" সিরিয়ালে দেখি.. তখন থেকেই তুমি আমার একজন পছন্দের অভিনেতা ছিলে, এখনো আছো, আগামী দিনেও থাকবে.. আর তোমার বাচনভঙ্গি ভীষণ সুন্দর.. ❤️
Amio tokon 5 yr chilam
@@habibiboyriyan2078 ami 12 ... Ki aache ? Tokhono tomar theke chotora jonmai ni...emon ki aajo Tara jonmai ni jara kal jonmabe....ki sikhle ?
Bikram chhilo character tar naam 😅
আমি দেখেছি জন্মভূমি।
Ami o ana K jonmovumi tei dekhe chilam
আপনাদের মত মানুষ এখন খুব প্রয়োজন, যাঁদের কথা শুনলে মনে অনেক শক্তি পাই।
তুমি দেখতে খুবই সুন্দর। ও মানুষ টা ও ভালো। তোমাকে আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। ভালো থেকো।
একজন নম্র,ভদ্র,শান্ত, রুচীশীল,সুদর্শন,স্বাভাবিক, প্রতিভাবান অভিনেতা। আরও উচ্চাসনে দেখতে চাই।
অত্যন্ত সুন্দর কথা বলা, বাংলা ভাষায় প্রাঞ্জল এবং প্রশংসনীয়।
দুনিয়াটা বড়ো অদ্ভুত, নাম না হলেই সে যেন অবান্তর, তাঁর কোন মূল্য নেই। জানিনা, মানুষকে মানুষ কেন এত হেও করে। আধ্যাত্মিক পথে না এলে এই ব্যাবধান চিরদিন থেকেই যাবে ।
তুমি এত বিনয়ী আর শান্ত স্বভাবের তাই তোমকে ভালো লাগে
অভিনেতা হওয়া খুব কঠিন,এই স্বপ্ন গুলো না থাকলে এগিয়ে গিয়ে নিজের stabilty,তাই স্বপ্ন দেখা r mehenot করা,খুব জরুরি।খুব ভালো লাগলো ওনার কাহিনী শুনে।🙏👍❤️
দেখলেই অদ্ভুতভাবে সম্মানটা চলে আসে।
ভীষণ গুছিয়ে কথা বলতে পারেন।
যোগ্যতা অনুযায়ী আরো অনেক উপরে ওঠা উচিত ছিল। শুভকামনা রইল।
এক কথায় অপূর্ব লাগল ভিডিওটি দেখে যথেষ্ট অনুপ্ররেণা পেলাম। ভাস্বর বাবু আপনার বাচনভঙ্গী অসাধারণ।
আমার ভীষণ পছন্দের অভিনেতা।
অপূর্ব বাচনভঙ্গি।❤️❤️❤️,আপনি সম্মান আদায় করে নিতে জানেন 🙏🙏
সত্যি কথা বলার সাহস সবার থাকে না ভাস্কর এর আছে খুব ভালো লাগল
মা নাটকে প্রথম দেখি। আর, এতদিন মণীষ নামেই চিনতাম। ❤️❤️
ভীষণ বিনয়ী মানুষ। অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো ভাস্বর চট্টোপাধ্যায়।💚🙏
ভালো অভিজ্ঞতা, সামনে আরো অনেক বড় বড় কাজ আসবে ভাস্মরের। 👌
এটাই বাস্তবতা দাদা,,, এটা সব পেশাতেই একই সমস্যা,, সব জায়গাতেই হিউমিলিয়েশন,, ভালোবাসার নাম করে খোচা দেয়া।
তোমার মতো এতটা ভালো হয়তো অন্য কাওকে লাগে না এই টলিউডে। এতটাই মুগ্ধময় থাকুক তোমার কাজ।
ভাস্বরকে খুব ভালো লাগে। ওর ব্যক্তিত্ব মুগ্ধকর।এভাবেই এগিয়ে চলুন ।
Very down-to-earth, committed, disciplined, willing to learn & give adequate space to others : we can learn a lot from you, charming man. Wish you a rising career graph, in the days to come. - Dr. Apu Chowdhury
Very good delivery. Keep it up.
খুব ভালো লাগলো ভাস্বর বন্দ্যোপাধ্যায় এর ভিডিও টি। খুব ভালো অভিনেতা --- কন্ঠস্বর ও খুব সুন্দর। নিজের যোগ্যতায় যে জায়গায় পৌঁছেছেন তা সম্মানিয়! 🙏💙🙏🙏🙏
Such a well behaved polite personality is rare. Proud to be a Pointer
খুব সুন্দর কথা , স্ট্রাগল অবশ্যই করা যায়, তা বলে প্রতিপদে অপমান হতে হবে এটা আমি মানতে পারলাম না , আর ছোট বড় বলে কিছু নেই সবাইকেই ছোট থেকে বড় একদিন হতে হয়। আর যেটা বড় হয়ে যখন ছোট শিল্পীদের সঙ্গে এরকম ব্যবহা করা হয় সেটা তার ভিতরের অহংকার বোধটা বোধটা বোধহয় বেড়িয়ে আসে।
আমি একজন লেখিকা খুব বড় না হলেও খুব ছোটোও নই। আমি কিন্তু কোথাও আমার পরিচয়টা দিই না, কারণ বড় বড় লেখক দের কাছ থেকে হয়তো এইরকমই
ব্যবহার পাবো। আমাকে সবাই পরিচিত হোক, অপরিচিত হোক সবাই দিদি বলেই সম্মান করেন । এটাই বোধহয় সকলের চরিত্র হওয়া উচিত । আমি কোনোদিন ভাবিনি কতটা বড় হতে হবে। শুধু ভেবেছি আমি কি করে কাজ করে যাবো এবং পাঠক পাঠিকাদের সুন্দর সুন্দর লেখা উপহার দিতে পারবো। তাতে আমার নাম হলো কি হলো না তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।প্রশংসারও আশা করি না , বরং এতে আমার লজ্জাই লাগে। আমি মনে করি ছোট দেরও যথাযথ সম্মান দেওয়া উচিত ।আমি বড় বলে সব জান্তা বা আমি এতটাই পপুলার সবার মাথার ওপর দিয়ে হাঁটতে পারি। এটা আমি ঠিক পছন্দ করি না। সকলেরই মনে রাখা উচিত কখনোই কাউকে ছোট নজরে দেখা উচিত নয় । কারণ ঈশ্বর যদি প্রতিভা না দিতেন এবং তার সঙ্গে আশীর্বাদ না থাকে তাহলে এক কথায় আমরা জিরো। তা বলে আমি এটা বলছি না কোনো পরিশ্রমই করতে লাগে না । অবশ্যই প্রচুর খাটতে হয়। আমি যখন লিখি কতটা যে মাথার প্রেসার দিতে হয় তা খুব ভালো করেই জানি। তবে যে যেটাই পছন্দ করুক না কেন , আগ্রহ থাকাটা খুবই জরুরি । তবেই সে তাঁর লক্ষ্যে পৌঁছেতে পারেন । কিন্তু সকলের মন তো সমান নয়। কেউ কেউ এসব অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেলছেন । যা একদমই উচিত নয় , কেন অন্যের জন্য নিজের জীবন আহুতি দেবেন । যারা অভিনয় বা অন্য কিছু বেছেছেন তাদের সবাইকে অনুরোধ করবো, সেই জায়গা টাতে যাবার আগে অবশ্যই নিজেকে এবং নিজের মনকে শক্ত করে যাওয়া উচিত যাতে আঘাত টা বুকে না বিঁধে পাশ কাটিয়ে বেড়িয়ে যায়। কারণ কে কিরকম অপমান করবেন আপনি তো জানেন না, তাই আগে থেকেই প্রস্তুতি হয়ে যাওয়া ভালো , ঠিক যেমন যুদ্ধে যাওয়ার আগে প্রস্তুতি নিতে হয়। আমি শুধু ভাস্বর দার কথাই নয়, এর আগে মহানায়কের সময়ও যে সকল অভিনেত্রীরা ছিলেন তাদেরও এরকম সহ্য করতে হয়েছে ।
তাই এটাকে বলবো এক ধরনের মহামারি ।
কিন্তু সুবর্ণলতা অনন্যা চ্যাটার্জি কিন্তু কোনো কিছুর সাথে আপোষ করেন নি , আর তাই তো অভিনয়ে ওনাকে আর দেখা যায় না । ওনার মতো অভিনেত্রী খুবই কম।
দাদা আপনাকে আমি সিরিয়াল থেকেই চিনেছি তখন আমি খুব ছোটো ছিলাম । মা সিরিয়াল, যেখানে ঝিলিকের পিতার চরিত্র টি করে ছিলেন । খুব ভালো করেছিলেন ।
আপনি আরো অভিনয় করুন । আপনার অভিনয় জীবন এবং ব্যক্তিগত জীবন দীর্ঘায়ু হোক। আপনি ভালো থাকুন সুস্থ থাকুন । আমার শুভকামনা রইল । আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন দাদা ।
নমস্কারানতে
ভ্রমর কুমারী
26 . 10 . 2022
অপেক্ষা করেছিলাম আপনি কবে আসবেন। খুব ভালো লাগলো ।খুব সুন্দর গুছিয়ে কথা বলেন।
আপনি যে ব্যবহার টা অন্যদের কাছ থেকে পেয়েছেন। সেই ব্যাবহার টা আপনি অন্যদের সাথে কখনো করবেন না এটা আশা করছি। সবসময় ভালো থাকুন। আপনাদের ডিভোর্স এর খবরটা পেয়ে খুব কষ্ট পেয়েছিলাম। কারণ আপনাদের জুটিটা অনেক কিউট ছিলো।
ধন্যবাদ।
ভাস্কর বাবু, আপনার কথা বার্তা ভীষণ ভালো লাগলো , আজকের শুভ দিনে শ্যামা মায়ের অনন্ত আশীর্বাদ আপনার ও আপনার পরিবারের সকলের শিরে সহস্র ধারায় বর্ষিত হোক।
অভিনেতার থেকে তোমাকে একজন দরদী মানুষ হিসাবে খুব খুব ভালো লেগেছে।তোমাকে প্রথম দেখি এক old home এর সঞ্চালক হিসাবে দেখি।তোমার চোখে এক মায়ের জন্য জল দেখি, আর মনে মনে তোমায় প্রণাম করি।ভালো থেকো তুমি।আবার তোমাকে দেখার আশায়।
কি দারুন কথা বলার স্টাইল, সরল মার্জিত
সত্যি ভালো লাগলো
খুব সুন্দর লাগল আপনার বক্তব্য, আপনার অভিনয় দক্ষতা আছে , আমার অন্তত ভালো লাগে।আর এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারি, ধন্যবাদ ।
ইনি অনেকটা বাস্তব কথাই বললেন চলচিএ জগতের মানুষদের ব্যবহার টা
Ki shundor kore kotha bolen apni Sir🥰💕
'Godhuli Aalap' series tai regularly dekhte pai apnake, beautiful acting! Khub bhalo thakben, Happy Diwali from Canada 🪔🪔🪔✨✨✨
খুব inspiring.. আপনার অভিনয় আমার ভিষন প্রিয় ।খুব ভালো থাকবেন ও আরও অনেক কাজ দেখতে চাই। 🙏
আমার ভীষন ভীষণ প্রিয় অভিনেতা। ওনাকে দেখে মনে হয় খুব ভালো একজন মানুষ
শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যে
ভরে উঠুক আপনার জীবন।
নাম ও কর্মের সমন্বয়ে স্বার্থক ভাস্বর চট্টোপাধ্যায়!
বাংলাদেশ থেকে বলছি আপনি বরাবরই একজন ভালো মানুষ।
ভীষন ভালো লাগলো আপনার আজকের কথাগুলো ।
May he get more success ❤️❤️best wishes
অসম্ভব সুন্দর লেগেছে আপনার কথাগুলো।
Khub bhalo laglo. Bhaswar must be a Great Motivation for the young stars.
কী অপূর্ব বাচনভঙ্গি।
Exactly
@@replaytubechannel seen
Right
Good
Thik
আমার দেশ এবং দেশের বাইরে প্রিয় অভিনেতাদের মধ্যে একজন।
আপনার অভিনয় আমার খুবই ভালো লাগে। বাংলাদেশ থেকে বলছি। মা সিরিয়াল টা আমার খুব ভালো লেগেছে । আরও অনেক ভালো ভালো কাজ আমাদের কে উপহার দিবেন এই প্রত্যাশায় রইলাম। (((Good bless you. )))❤❤🙏❤❤
Hearty thanks for sharing some of the incidents of your life...I like you🙏🙏🙏
Really u r an inspiration to the new generation....
আমার খুব প্রিয় অভিনেতা
Struggling ta toh nijer jaygaye thakchei but manusher sathe manusher baboher ta toh valo hote pare ontotoh!
ভাস্বর আমার ও খুব পছন্দের অভিনেতা এক কথায় খুব ভালো অভিনয় করে।
তুমি অনেক সুন্দর।তোমার কথাও অনেক সুন্দর অভিনয় কর সুন্দর। আসলে তুমি মানুষ টা ভালো। আশির্বাদ করি ভালো থাকো।বাংলাদেশ থেকে।
Khub valo laglo tomar katha sune emniteo tomar obhinoy vison valo lage,, valo theko bhaswar
Apnar voice khub bhalo.Anek age thekei apnar অভিনয় আমি দেখছি।খুব বড় মাপের অভিনেতা আপনি।ভালো থাকুন।
খুব ভাল লাগল।আপনি অনেক উন্নতি করুন এই প্রার্থনা করি।
Very formal, straight and sobre
এই মঞ্চে গ্রন্থন সেনগুপ্ত এলে খুব ভালো হয়।
শুভেচ্ছা ও অভিনন্দন।
আগামীর জন্য শুভ কামনা।
Apni apnariy tulona .... apnake khub valo lage... ❤️ 😍 💖
ভাস্বর, তোমার অভিনয় খুব ভালো লাগে। এতদিন তুমি খুব ভালো মানুষের চরিত্রে অভিনয় করেছ। কিন্তু ইদানীং ভিলেনের চরিত্রে অভিনয় দেখছি গৌরী এলো ধারাবাহিকে সেটা ও ভালো লাগছে। খুব ভালো থেকো।
I like him very much because of his Innocent Smiling Face and also his Good Playing. He is a man of Straight Forward and Strong Principle. Wishing him for shining brightly in his Professional World.
Vashor tomar songe amar bhaier cheharar khub mil ar tai tomai bhai mone hoy. Ar tomar kotha bolar dhoron kub valo lage. Santo sovaber manush vison pochoder. Khub valo laglo ❤❤❤
Aj ato bochhor poreo apni ato humble, ato down to earth, etai hoi to apnar safoller onnotomo karon gulor akta.
সবসময় পছন্দের মানুষ।❤️❤️❤️❤️
খুব ভালো লাগলো শুনে ।। anek motivated
Khub shundor kore Jiboner kothaguli bollen dada,, onk valo thakben,, stay Blessed ❤
Kal theke wait korchilam...vison positive manush ini
❤❤❤
Agulo korechilo bolei aj apni...a successful actor 💕god bless
অসাধারণ, মন্ত্রমুগ্ধের মতোন শুনলাম
মন ছুঁয়ে গেল আপনার কথায়।
দারুন presentation ভাস্কর ☝👍, god bless you🌹👌
একজন মানুষের সাথে আপনার মুখের প্রচুর মিল পাই। যদি কোনোদিন, কেউ ওনাকে নিয়ে আত্মজীবনীমূলক সিনেমা করে, নিশ্চয়ই আপনাকে ই ডাকা উচিত। আমি হলে তাই করতাম।
Khub marjito bhadro o katha o khub sundar , Bhaswarbabu apni ea nea mon kharap korben na amader moton darshakder suvechcha roilo...👍👍🙏🙏
আপনি খুব ভালো অভিনেতা। 🙏😊
Bhaswar tomar kotha bhison bhalo laglo khub sundor kotha bolo tomar marjito byabohar khubi valo Lage Asirbad roilo onek boro hoy God Bless You ❤️
sir i like your acting very sover and soft spoken.
Thanks Sir !!
Apnar interview ba ovighota ta khub Kaj a lagba.
Khub bhalo laglo,very dignified, keep it up
আমার ভীষণ পছন্দের অভিনেতা ভাস্বর চ্যাটার্জী ।
খুব ভালো লাগলো অনেক কষ্টে আপনার
মূল্য নিশ্চিত
খুব সুন্দর হয়েছে ভিডিওটা দাদা ❤️📸
এটাই বাস্তব.....💖💖💖💖💖
Darun Sundar lage aaponar acting.Log live ,God bless you.
Once upon a time jokhon bangla movie dekhtam family er sathe bose tokhon seriously Dada tmy khub valo lagto. Actually tmr acting dekhe e mone hoto real life e o tumi emon e character er e manush. Khub nomro vodro type er lagto r akhon o lage. Aalo movie dekhar por theke toh fan hoye gechilam on god 😍
আপনার বাচন ভঙ্গী থেকেই বোঝা গেল যে আপনি কি আপাদমস্তক একজন ভাল মনের মানুষ, তাই আপনার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি ভাল থাকুন ।
ভাস্বর ভাই তুমি অনেক দিন এর ই গুণী আর্টিস্ট , জন্মভূমি এখনো ভুলিনি , তোমার যেটা প্লাস পয়েন্ট যে তুমি খুব আসতে আসতে ডায়লগ থ্রো করো যেটা অনেক টা তোমার অভিনয় বা চরিত্র এর ওজন কে বহন করে , এগিয়ে যাও ভাই আর ভালো ভালো বুদ্ধিদীপ্ত অভিনয় উপহার দাও , এক জন অভিনেতা র কাছে শুধু এক মাত্র চাওয়া
You r amazing sir😌😌😌😌..... After deblina ma'am u r a grt actor.. ❤️❤️❤️❤️
Brilliant! One of the finest ..presentation!
Bhaskar babu apner commitment khub valo laglo, meny meny thanks..aro baro haun.
Asadharon kotha gulo tomar.khub mistti
Kothar modhey marjito
Good advice
খুব ভালো লাগলো 💖
Your style of expression is decently fine.
আমার মনে হয় বাঙ্গালীর বেশিরভাগ চরিত্র ই এ রকম। আপনি যদি ভদ্রলোক হন আর Honest by heart তাহলে আপনাকে এই বাঙ্গালী গাধা বা গরু ছাড়া অন্য কারোর সঙ্গে তুলনা করার যায়গা রাখে না। I worked in hotel industry long time in India specially in bengal mostly. I was treated like you. May be our profession is different. That doesn't matter. One day I kicked my job and comeout from Kolkata. When I came out of WB believe me my respect was waiting for me out of bengal. Then I have come out of India. Now those people feel proud for me. That is my achievement. I feel sorry for our so called educated crab society.
Modesty onek khetre Kal Hoye daray,,, respect na diye weekness vebe pishe diye jay....
Thank you dada
Inspired korar jonno
Love u valo theko.
Prothom kotha apni khubi valo artist. Apnar ovinoy khomota khub valo. Apnake dekhteo khub sundor. Er pore boli ami ekjon junior artist 2,1ta jaygay diolug o peye chilam tai jani junior hok r sinior jai hok artist der songe onek somoyi khub kharap bebohar kora hoy.l co-ordinator theke assistant director porjonto proteke maje maje khubi kharap bebohar kore. Eamon bebohar kore , eamon vabe kotha bole jeno mone hoy. Khete na peye kaj korte gechi, ba kaj diye doya koreche, ba suting ye kaj diyeche mane birat kichu kore feleche. Amader kono jogghota nei sobi oder bodhanota.
ভালো লাগলো ভাস্বরের সাবলীল ও স্বচ্ছ আলাপচারিতা 💐
Bhison bhalo manush, khub bhalo kotha bolte paren, thanks a lot.
বন্ধুদের কাছে শুনলাম তুমি অমুক স্টুডিওতে কাজ করছ। প্রথম তোমাকে দেখতে স্টুডিওতে গিয়ে অভিনয়ের সুযোগ পাই। তোমার সাথে একটা সাহিত্য আর চিরসাথী ছবিতে কাজ করেছি। ভাবিনি কোনোদিন অভিনেত্রী হবো। আজ এটাই আমার পেশা। ভাগ্যিস সেদিন তোমায় দেখতে গেছিলাম।
জন্মভূমির ওই ছেলেটি যে জমিদার বাড়ির অসম্মান সহ্য করেও ঠান্ডা মাথা দেখেও মনে হয় তাই।একটি কথা খুবই গুরুত্বপূর্ণ এবং দায়িত্ত্ব শীল মানুষের পরিচয়।সবাই যদি এরকম ভাবত? "ভাস্কর কে বাইরে রেখে অভিনেতা হিসেবে কাজ করতে যাচ্ছি " আমার যা কিছু সুখ স্বাচ্ছন্দ্য সব দিচ্ছে ওই কাজ। নিজের কাজ সবাই যদি ঠিকভাবে করত ', অন্যের ক্ষতি করে ,এমন ঘটনা ঘটত না।
Khub valo laglo.. Gentleman
Apni khub vodro manush..... Joggo jamai apni uttam babur
তুমি খুবই সুন্দর তার সাতে কথা বলা এবং সুন্দর অভিনয়ে সব ভালো
আমার খুব ভাল laglo
Very nice indeed 👍🏾👍🏾
God bless u
আসলে মানুষের সাথে কি রকম ব্যবহার করতে হয় সেটা পরিবার থেকে আসে। যে আপনাকে এওয়ার্ড ফাংশানে সিট থেকে তুলে দিতে চেয়েছিল আর যিনি বলেছিল"উত্তমকুমার নাকি নীচে গিয়ে খেয়ে এস কিংবা যে মেয়েটি বলেছিল আপনি ছোট পার্ট করেন ফোন করে বিরক্ত করবেন না সবাই একই গোত্রের। পারিবারিক কোনো সুশিক্ষা এদের নেই।
100% Correct
ঠিক