দেবলীণা শুরু করেছিলেন যারা বলবেন "জ্ঞান দেবেন না" কমেন্ট লিখে। পুরোটা শোনার পর আমার খুব ইচ্ছে ব্যক্তিগতভাবে পারলে আমার কমেন্টটা ওনার কাছে পৌঁছে দেবেন - দেবলীনা, এরকম জ্ঞান আপনি আরো দিন... বারবার দিন। অনেক সাইকায়াট্রিস্টের পরামর্শের থেকেও মূল্যবান এইসব জ্যান্ত অভিজ্ঞতা আর অনুভূতি গুলো। নিজের সাথে অনেক কিছু রিলেট করতে পারছি, helped and blessed লাগছে। আরো শুনতে চাই...
আমি বাংলাদেশী। মানুষ যে এতো সুন্দর করে গুছিয়ে কথা বলতে তা আমি দেবলীনার কথা শুনে জানতে পারলাম। আমি অভিভূত, পুলকিত,বিমোহিত । আমি মন্রমুগ্ধ হয়ে ওঁর কথাগুলো শুনলাম এবং ওঁর প্রতি আমার ভক্তি...ভালবাসা এবং শ্রদ্ধা বেড়ে গেল। দেবলীনা তোমাকে স্যালূট। তুমি ভালো থেকো অনেক... অনেক... ভালো। শুভকামনা এবং ভালবাসা অবিরাম 💖💖💖
অধিকাংশ সাফল্যের পিছনেই কান্না লুকিয়ে থাকে, কিন্ত আপাত দৃষ্টিতে সফলতাটাই আমরা দেখতে পাই। আর সফলতম ব্যক্তিও কান্নার স্মৃতি আঁকড়ে বসে থাকেন বলেই সাফল্য লাভ করে, অবশ্যই পরিশ্রমের মাধ্যমে। দেবলীনা ম্যাডামের বক্তব্য খুবই inspiring.
পছন্দ অপছন্দের আগে আমি একজন নারী হিসেবে ওকে সমর্থন করছি। ঠিক ভুল জানিনা কিন্তু কেউ তার নিজের কথা এমন ভাবে সবার সামনে তুলে ধরার আগে অনেক টা ভাববে । আমার কাছে দেবলীনা একজন আজকের যুগের শিক্ষিতা ও সপ্রতিভ মেয়ে। ভাল থাকার সুভেচ্ছা রইল।
..৯০ -এর দশকে ডিডি বাংলার সময় থেকে এঁকে চিনি...সেই সময় কতিপয় কিছু মানুষজন, শিল্পি. .যাঁরা আধুনিক চিন্তাভাবনায়, উন্নত যুক্তিবোধ আর প্রাপ্তমনস্কতায় নিজেদের সময়ের থেকেও অনেকটা এগিয়ে ছিলেন. . .এই অভিনেত্রী তাঁদের মধ্যে অন্যতম...যদিও বয়সটা তাঁর তখন অনেকটাই কম.......আমার বয়স তখন তাঁর থেকেও কম....বাক্যের গভীরতার অত সমঝদারি ছিলো না...তা সত্ত্বেও এই মেয়েটির কথাবার্তার ধরন কেন জানি একটু অন্যরকম ঠেকতো...একটু যেন অন্যসবা'র থেকে আলাদা সেটা....দু'দুটো দশকেরও প্রায় বেশী সময় পেরিয়ে বহু নতুন মুখের ভীরে আজও কিচ্ছুটি বদলায়নি দেবলীনা দত্ত নামে চরিত্রটার...মাথা উঁচু. .সোজা শিরদাঁড়া. .স্পষ্ট বক্তব্য... স্যালিউট... . 🤘🏼
এভাবেও ভাবা যায়।জীবনের সমস্ত negative ঘটনাবলী কে এইভাবে positive thinking এর মধ্যে দিয়ে নিয়ে সফলতা পাওয়া,সত্যিই উদাহরণ আমাদের কাছে।অনেক ধন্যবাদ আমাদের এভাবে ভাবতে শেখানোর জন্য 🙏🙏🙏
Madam আপনি একদম অন্যরকম, অবশ্যই প্রতিটি দুর্ঘটনাকে কাটিয়ে উঠে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন একদম নিজের লড়াই দিয়ে নিজের ভাবনা দিয়ে, কিন্তু Madam যতই লুকোনোর চেষ্টা করুন কথাগুলো বলার সময় আপনার গলার মধ্যে একদলা কান্না উঠে আসছিল বলে আমার মনে হয়েছে, Madam আপনার লড়াই জীবনদর্শন কে কুর্নিশ জানাই
Every day physcl kosto suffering pain mental kosto suffrng pain soul heart bidhdhosto sob damagrd caged baddo korse sob nongra nosto pain suffering thuu. Sob sotti soho we, our fam ppl, lover/husband, we both halal husband wife love sx attachment holy love kids bongsho poribar uddam love sx fulfilling 17 18 theke we
এসেছি একা যাবো ও একা। মাঝে কেনো এই ঝামেলা রাখা।সবশেষে যতোই যতোই করোনা কেনো ঐ সব ফাঁকা। তাই পৃথিবীতে এসেছি আনন্দ করো চুটিয়ে নিজের সন্মান নিয়ে কেউ আঙ্গুল তুলে কিছু বলতে না পারে। তবে এখানে যতই ভালো থাকার চেষ্টা করো খুঁত তো বার করবেই। তাই সব বাধা ফেলে এগিয়ে চলো। দর্শক সবাই না হলে অনেক ফ্যান আছে তোমার তারা তোমাকে সাপোর্ট করবে ভালোবাসবে।❤️❤️❤️❤️👍👍👍👍👍👍💯💯💯
তুমি খুব শক্ত মনের একজন মানুষ. একই সাথে ভিতর থেকে তত টাই নরম. সবার সামনে এই কথা গুলো বললেও মনের মধ্যে কোথাও না কোথাও কষ্ট পাও সেটা একাকীত্বে সবার অজান্তে. ভালো থেকো তুমি ❤ভালো হোক তোমার
খুব ভাল লাগল। পুরানো স্মৃতি কে ধরে রেখে নিজেকে ডাস্টবিন বানিয়ে কষ্ট পেতে থাকলে আর curse করতে থাকলে সেইখানেই থেমে পচতে হবে। তার থেকে ভুলে( যদিও ভুলতে ব্যথা ও সময় দুটোই লাগে) গিয়ে এগিয়ে যাওয়া ও নিজেকে এক্সপ্লোর করার satisfaction ই আলাদা।
এতো সুন্দর পজিটিভ ভাবনা তোমার মধ্যে আছে জীবনে কোনোদিন তুমি হারবে না। এতো সুন্দর মেয়েকে কেউ ছেড়ে কীকরে যায়, তথাগত দাদা আপনার দুর্ভাগ্য আপনি আসল হিরে চিনতে পারলেন না । অনেক ভালোবাসা দিদি তোমার জন্য ❤❤❤
দারুন দারুন দেবলীনা,,,আমি একজন ডিভোর্সি মা,,,, আপনার জীবন কথা শুনে আমার মনে অনেক জোর পেলাম ,,,,yes ,,, কর্মা,,,,আমার কর্মফল আমার ই রেজাল্ট,,, ধ্যনবাদ আপনাকে
আমি বাংলাদেশি। দেবলিনাকে আগে অতোটা ভালোভাবে চিনতামনা শুধু সিরিয়াল করতে দেখতাম এইটুকুই কিন্তু আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ওকে অনেকটা ভালোভাবে জানতে পেরেছি। তোমার কথাগুলো খুব ভালো লেগেছে দেবলিনা। ভালো থেকো খুব ভালো থেকো।
Deblina Dutt mom is an amazing lady. I was her student in the art school and she encouraged me so much. The entire locality used to learn drawing in the Buddhist school. She was simply amazing.
@@towardsthesecrets3221 ..Edit নয়, 'correct' হবে...অন্যের কমেন্ট আমি কিক'রে এডিট করবো বোকা?...আগে ঠিক করে লিখতে শেখো....আর তুমি কিভাবে জানলে যে আমি অমৃতা রয়ের কমেন্টের 'মেসেজ' [ 'মানে' হবে ] -টা বুঝিনি??...কারেক্ট করার আগেই 'লাইক' করেছি. .কারণ কমেন্টটা ভালো....তাছাড়া, যার উদ্দেশ্যে লিখেছিলাম তার যদি কোনো সমস্যা না হয় তা'হলে খামোখা তোমার পেছনে আগুন লাগার বা ঐ আলুভাতে মস্তিষ্ক নিয়ে স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করার আদৌও কোনো কারণ থাকতে পারে বলে মনে করি না ! 👎🏼
দেবলীনা,আমি তোমার শুরু থেকেই তোমার গুনাগ্রোহী ,এবং অন্ধভক্ত এবং ভীষণ ভাবে ভালো লাগে, আজ তোমার এই সাক্ষাৎকার দেখে ,তোমার প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল, এবং এটা বুঝলাম যে তুমি ভীষণ ভাবে বাস্তববাদী ....
খুব ভালো লাগলো আপনার কথা গুলো। ভীষণ inspiring.. মানুষকে কষ্টের মাঝেই বাঁচতে হয়, স্মৃতিরা তো সবসময়ই পীড়াদায়ক হয়, তাদের কিভাবে ভুলে আরো বেশি করে ভালো থাকা যায় তা আরো একবার সবাইকে শিখিয়ে গেলেন আপনি। আপনাকে চিনলাম অনেকটা। মা কে নিয়ে আরো ভালো থাকুন। 🙏🙏❤️
তোমার কথাগুলি খুব ভাল লাগল। সত্যিই মনের জোর থাকলে সব বাঁধাই তুচ্ছ। আমি নিজেকে অসম্মান না করলে,নিজেকে ছোট না ভাবলে কারো সাধ্য নেই তা করবার।অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য।
দেবলীনা (মাম) আমি তোমাদের পরিবারের একান্ত পরিচিত একজন প্রতিবেশী বন্ধু।। খুবই যাতায়াত আমার তোমাদের সেই যৌথ বাড়িতে। তোমার মা এক সময় আমার খুবই ঘনিষ্ঠ ছিল,কারণ তোমার মায়ের আমার মেয়ে আকা শিখত। । তখন তোমার বাবা গত হয়েছেন। একবারও তো তোমার সাদা কাপড়ে সাজগোজ না অবস্হায় দেখিনি। যথেষ্ঠ সক্রিয় ছিল নিজের কর্ম জগতে। বাড়ির সহযোগিতা না পেলে কি করে করতো তোমার মা? ছোট দের নিয়ে অনুষ্ঠান করিয়াছে টিভিতে।।কি সব যা তা বলে যাচ্ছো স্যোশাল মিডিয়ায় । । এই পরিবার তোমার উত্থানের মূল। । পিসির হাত ধরে প্রথম জন সমক্ষে এসেছিলে। । তোমার পরিবার এক মানী বর্ধিষ্ণু পরিবার, তাই হয়ত তারা চুপ আছে তোমার ঔদ্ধত্যে । সম্মান করতে শেখো তোমার নিজের পরিবারকে।।
কষ্ট চেপে রাখা মানুষরাই আসলে বোঝে সত্যি কারের কষ্টের মানে। তোমার হাসির পেছনে অনেক কষ্ট লুকিয়ে আছে। তুমি সব সময় খুব খুব খুব ভালো থেকো দেবলীনা দি। তোমার প্রতি আমার সীমাহীন শ্রদ্ধা রইল।
আমি তোমার খুব বড় অনুরাগী। একটা কথা সুখের দিনে পাশে অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু দুঃখের দিনে কাউকে পাশে পাওয়া যায় না। এটাই বাস্তব। নিজের জীবনেই ঘটেছে। তখন মানুষ চিনেছি। তার আগে চিনতে পারি নি। তবে তোমার বাস্তব জীবনের কথায় বলি সত্যি বলার সাহস সবার থাকে না। তাই Hats off to you, Debolina.
আমি একজন বাংলাদেশী ঘরের মহিলা অতি সাধারণ, কিন্তু আপনার এই কথাগুলো অনেক অনেক ভালো লাগলো। আমার একটি মেয়ে আছে সে CSE তে পরে আমি সবসময় তাকে বলি নিজের পায়ে দাঁড়াও নিজেকে প্রতিষ্ঠিত কর। বিয়ে জীবন এর সব কিছু নয় বিয়ে জীবনের একটা অংশ মাত্র।আমি তোমার এই ভিডিও ওকে দেখাব। জীবন এ অনেক দুর যাও এবং সবসময় ভালো থেকো।
কি সুন্দর করে বোঝালে তুমি !! খুব ভালো লাগলো। আগে তো তোমার fan ছিলাম ই আজ তোমার কথা শোনার পর আরো fan হয়ে গেলাম।। Unlike other interviews on the Josh Talk platform yours seem to be more psychological than simple life story... মানুষ যাই বলুক না কেন তুমি তোমার life এর choice টা বেছে নাও।। অনেক ভালোবাসা রইলো।।❤️❤️
5 years younger chele k biye kora kono kajer kaj noy.eta hotei hoto.meyra emni ee mature beshi hoy cheleder theke.sekhane eto chhoto cheleke biye korle ek na ekdin cheletar meyta k r bhalo lagte parena.setai holo
@@Shawroma in that case debleena is 8 years older than her husband and secondly she was a marriage broker too!!! Tathagata was married to someone else back then. So Karma bites you right from behind
দেবলীনা তোমাকে খুব ভালবাসলাম।ভগবান যেনো তোমার সব লুকানো কষ্ট কে একদিন খুব আনন্দ করে ফিরিয়েদেন। কি করুন তোমার কথাগুলো, মুখ কথা বললেও চোখগুলো যেনো বেদনাবিধুর হয়ে ফুটে উঠেছিলো। ভালো থেকো তুমি।অনেক ভালোবাসা জানালাম তোমায়।
তোমার অনুপ্রেরণায় আমরা জাগ্রত। যারা দু্্খ কষ্টের সম্মুখীন হয়েছ বা হচছ তারা সব বাধা-বিপত্তি পিছনে ফেলে, কারোর সমালোচনা না করে সামনের দিকে এগিয়ে যাও। ধন্যবাদ josh talk... God blessed u Debolina.. (Powerful woman)...স্যালুট জানাই তোমার বুদ্ধিমত্তা কে।
দেবলীনা দি,,, তোমার অভিনয়ের ভক্ত আমি কোনো দিন ই ছিলাম না,,, কেমন ভিলেন ভিলেন লাগতো তোমায়,, হয়তো তোমার করা কিছু negative চরিত্র গুলোর জন্য এমন ধারনা আমার জন্মেছে,,,,, but এই প্রথম বার তোমার জীবনের গল্প শুনলাম, তোমার ই মুখে । সত্যি বলছি, এমন ভাবেও বেঁচে থাকা যায়, এমন করেও ভাবা যায়! সত্যিই,,, ঘুরে দাড়ানোর লড়াই এতোটা সুন্দর ভাবে ব্যক্ত করা যায়! আমার ধারনাটাই পাল্টে দিলে। অনেক কিছু positive জিনিস শিখলাম তোমার থেকে। lots of love didi💗
ma'am apnar life ta na, buddha'r ei kotha tar ekdom perfect example, "pain is certain, but suffering is optional".....such a strong human u've become....u've made yourself !!
দেবলীনা ভীষণ ভালো লেগেছে তোমার সমস্ত কথা গুলি। তুমি ভয় পেয়ো না, ভীত হয়ে পিছিয়ে পডরে যাওয়ার মত মানুষ তুমি নাও। সামনের দিকে আরো উদ্দম গতি নিয়ে এগিয়ে যাও। এই প্রত্যাশা রইল তোমার প্রতি। বাংলাদেশ থেকে মহিউদ্দিন আহমেদ রনি।
আমি বলবো। তোমার যা ভালো লাগে তাইই করবে। জীবন টা তোমার। নিজেকে নিয়ে জানবে সব থেকে happy থাকা যায়,, আনন্দে থাকা যায়,, নিজের আত্মসম্মান বোধ কে এইভাবেই রাখবে ❤️
Ei kotha gulo ato sundar bhabhe bola easy noi.. Beautiful Debolina.. Hats off..Nijeke sotti bhalobasa ta important at this time. karon we cant exactly depend on anyone to love us unconditionally. Ending note ta darun..Thank you Debolina once again
তোমায় সাধুবাৎ জানাবার কোনো ভাষা নেই ,জীবনের আর এক নাম লড়াই তোমার প্রতিটি পদক্ষেপ বলে দিল খুব খুব ভালো থেকো এরকম করে প্রত্যেক মানুষের মনে শক্তি দাও নতুন করে বাঁচার স্বপ্ন দেখাও
@@surajitbiswas3100 ভাই আমি এখনো ২৬। শরীর কালের নিয়মে তার কাজ করছে। ৪৭ (সাতচল্লিশ) আবার নতুন শরীর পেলে হবে। দেখে কাউকেই কিছু বোঝা যায় না......মুখ খুললেই তার পরিচয় প্রকাশ পায়। ভালো থেকো বন্ধু।
@@saumyajitbiswas1543 আপনি দাদা ২৬, আমি সেই হিসেবে আপনার থেকে ছোট, তাই এই কথা বললাম বলে কিছু মনে করবেন না 🙏। আমি জানি দেবলীনা আমার ছোটবেলার crush আর এই পয়তিরিশ (35) এও আজও ওকে আমি চাই মনে মনে, যদিও বহুদিন বিয়ে সন্তান সব হয়ে গিয়েছে, কিন্তু ছোটবেলার crush কে কি ভোলা যায় ?
দারুন লাগলো দেবলীনা, আমি তোমার থেকে বয়সে বড় তাও অনেক কিছু শিখলাম তোমার এই শিক্ষা আমাকে অনেক আনন্দ দিল আমি চাই প্রতিটি মানুষ তোমার মত করে ভাবুক। এতদিন তোমার অভিনয় ভালো লাগত এখন তোমাকেও।
Khub asadharon !!!! We are truely fighters and we are very strong. Life is a battle, either win it or lose it.Very true our destiny is decided by our Karma. I believe in the action of karmas.
ভালো পড়াশোনার পাশাপাশি সঠিক Skills শিখুন Josh এর সাথে। আজই শুরু করুন English এ কথা বলা।
Download Now - joshskills.app.link/KrbHkJh6xtb
Congratulation to you
.
0
V
@@mitudutta1225 VALO MANUS
চিন্তা করোনা দেবলীনা দি.........তুমি নিজেকে ভালবাসছো তাই পুরো ইউনিভার্স তোমাকে ভালোবাসতে বাধ্য।
Love you ❤️
♥
দেবলীণা শুরু করেছিলেন যারা বলবেন "জ্ঞান দেবেন না" কমেন্ট লিখে। পুরোটা শোনার পর আমার খুব ইচ্ছে ব্যক্তিগতভাবে পারলে আমার কমেন্টটা ওনার কাছে পৌঁছে দেবেন - দেবলীনা, এরকম জ্ঞান আপনি আরো দিন... বারবার দিন। অনেক সাইকায়াট্রিস্টের পরামর্শের থেকেও মূল্যবান এইসব জ্যান্ত অভিজ্ঞতা আর অনুভূতি গুলো। নিজের সাথে অনেক কিছু রিলেট করতে পারছি, helped and blessed লাগছে। আরো শুনতে চাই...
আমি বাংলাদেশী। মানুষ যে এতো সুন্দর করে গুছিয়ে কথা বলতে তা আমি দেবলীনার কথা শুনে জানতে পারলাম। আমি অভিভূত, পুলকিত,বিমোহিত । আমি মন্রমুগ্ধ হয়ে ওঁর কথাগুলো শুনলাম এবং ওঁর প্রতি আমার ভক্তি...ভালবাসা এবং শ্রদ্ধা বেড়ে গেল। দেবলীনা তোমাকে স্যালূট। তুমি ভালো থেকো অনেক... অনেক... ভালো। শুভকামনা এবং ভালবাসা অবিরাম 💖💖💖
আমার পচছনেদর মানুষ
জ
Right
খুব সুন্দর
যে মানুষ টা এতো বড় ঠগ বিয়ের দিন এলোনা, আপনার উচিত তার পরিচয় টা সবার সামনে তুলে ধরা। যাতে জানতে পারে সবার চোখে উনি কতটা নিচু হয়ে থাকবে। ধন্যবাদ
Yes,Ami khub like kori oke
❤.❤❤❤❤❤
Sotti...sobar Jana uchit...eto boro protarok ke chine rakha uchit
অসাধারণ কথাগুলো।। নিজেকে নিয়ন্ত্রণ করার এই ক্ষমতা সত্যি অন্যকে উৎসাহিত করে।।
অধিকাংশ সাফল্যের পিছনেই কান্না লুকিয়ে থাকে, কিন্ত আপাত দৃষ্টিতে সফলতাটাই আমরা দেখতে পাই। আর সফলতম ব্যক্তিও কান্নার স্মৃতি আঁকড়ে বসে থাকেন বলেই সাফল্য লাভ করে, অবশ্যই পরিশ্রমের মাধ্যমে। দেবলীনা ম্যাডামের বক্তব্য খুবই inspiring.
আমি এখনো সফলতা পাইনি। কিন্তু আমার জীবনটা কান্নায় ভরা।
আমি অনেক পছন্দ করি অসাধারণ একটর বাংলাদেশ থেকে
কি দারুন কথা গুলো ... সত্যি অসাধারণ❤❤❤... খুব খুব ভালো থেকো তুমি
নিজের জীবনের বিভিন্ন দিকগুলোকে এত সুন্দর করে বর্ণনা দিলে তাতে একই সঙ্গে মুগ্ধ ও অনুপ্রাণিত হলাম।
পছন্দ অপছন্দের আগে আমি একজন নারী হিসেবে ওকে সমর্থন করছি।
ঠিক ভুল জানিনা
কিন্তু কেউ তার নিজের কথা এমন ভাবে সবার সামনে তুলে ধরার আগে অনেক টা ভাববে ।
আমার কাছে দেবলীনা একজন আজকের যুগের শিক্ষিতা ও সপ্রতিভ মেয়ে।
ভাল থাকার সুভেচ্ছা রইল।
দেবলীনার কথা শুনে খুব ই ভালো লাগলো। সুন্দর করে অন্তরের সত্য উপলব্ধি টা বললেন।
..৯০ -এর দশকে ডিডি বাংলার সময় থেকে এঁকে চিনি...সেই সময় কতিপয় কিছু মানুষজন, শিল্পি. .যাঁরা আধুনিক চিন্তাভাবনায়, উন্নত যুক্তিবোধ আর প্রাপ্তমনস্কতায় নিজেদের সময়ের থেকেও অনেকটা এগিয়ে ছিলেন. . .এই অভিনেত্রী তাঁদের মধ্যে অন্যতম...যদিও বয়সটা তাঁর তখন অনেকটাই কম.......আমার বয়স তখন তাঁর থেকেও কম....বাক্যের গভীরতার অত সমঝদারি ছিলো না...তা সত্ত্বেও এই মেয়েটির কথাবার্তার ধরন কেন জানি একটু অন্যরকম ঠেকতো...একটু যেন অন্যসবা'র থেকে আলাদা সেটা....দু'দুটো দশকেরও প্রায় বেশী সময় পেরিয়ে বহু নতুন মুখের ভীরে আজও কিচ্ছুটি বদলায়নি দেবলীনা দত্ত নামে চরিত্রটার...মাথা উঁচু. .সোজা শিরদাঁড়া. .স্পষ্ট বক্তব্য...
স্যালিউট... . 🤘🏼
Hm
.
এভাবেও ভাবা যায়।জীবনের সমস্ত negative ঘটনাবলী কে এইভাবে positive thinking এর মধ্যে দিয়ে নিয়ে সফলতা পাওয়া,সত্যিই উদাহরণ আমাদের কাছে।অনেক ধন্যবাদ আমাদের এভাবে ভাবতে শেখানোর জন্য 🙏🙏🙏
Positive thinking ta jibon a cholar potha khub projon didi bhai .... tomr kotha suna .. ami o aj dea cholam
খুব ভালো লাগে তোমাকে দেবলীনা❤️❤️❤️
গোড়ালি ঢাকার cape
দেবলীনা তোমাকে খুব ভালো লাগে,তোমার কথা শুনে খুব খারাপ লাগলো❤️❤️❤️
Madam আপনি একদম অন্যরকম, অবশ্যই প্রতিটি দুর্ঘটনাকে কাটিয়ে উঠে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন একদম নিজের লড়াই দিয়ে নিজের ভাবনা দিয়ে, কিন্তু Madam যতই লুকোনোর চেষ্টা করুন কথাগুলো বলার সময় আপনার গলার মধ্যে একদলা কান্না উঠে আসছিল বলে আমার মনে হয়েছে, Madam আপনার লড়াই জীবনদর্শন কে কুর্নিশ জানাই
Darun laglo
Asadharon bhalo bollen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌
এক আকাশের নীচে আমাদের খুব প্রিয় বাংলা নাটক ছিলো ❤️❤️❤️
তোমার জীবনের শেষ কথাটার মধ্যেই লুকিয়ে রয়েছে আমাদের প্রত্যেকের জীবনের সুখ-দুঃখ্য। আমরাই আমাদের জীবনের সুখ-দুঃখ আমার বা আমাদেরই কর্মের ফল। ইহাই সত্য।
দিদি আপনার কথা গুলো শুনে,,, আপনার প্রতি,,, শ্রদ্ধা,, ভক্তি,, ভালোবাসা,,,,, হাজার হাজার গুন বেড়ে গুলো,,,, ঈশ্বর সবসময় আপনার পাশে আছে,,, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
দেবলীনা ইশ্বরের কাছে প্রার্থনা করি আবার তোমার মনের মানুষের সাথে এক হয়ে যাও। আনন্দে পরিপূর্ণ হোক জীবন।
Every day physcl kosto suffering pain mental kosto suffrng pain soul heart bidhdhosto sob damagrd caged baddo korse sob nongra nosto pain suffering thuu. Sob sotti soho we, our fam ppl, lover/husband, we both halal husband wife love sx attachment holy love kids bongsho poribar uddam love sx fulfilling 17 18 theke we
শেষ উক্তি টা অসাধারন দেবলীনা !👍 সত্যি বলার ক্ষমতা সবার থাকে না । তোমার আছে, ভালো থেকো !💖
Thik 🙏
Salute debolina .Tomar theke onek kichu sikhlam.Abaro hats off
Didi tumi amr khub khub pochonder. Jamon tumi sundari tamon tomar sundar kotha gulo. Tumi bhalo theko r bhagoban jano tomar sob ichhe puron koren
খুব ভালো লাগলো দেবলীনা। বয়েসে ছোটো হলেও অনেক পরিণত তুমি। কতো কিছু শিখলাম।❤
Sob sotti sara kokno love na legal bia na. Life na
এসেছি একা যাবো ও একা। মাঝে কেনো এই ঝামেলা রাখা।সবশেষে যতোই যতোই করোনা কেনো ঐ সব ফাঁকা। তাই পৃথিবীতে এসেছি আনন্দ করো চুটিয়ে নিজের সন্মান নিয়ে কেউ আঙ্গুল তুলে কিছু বলতে না পারে। তবে এখানে যতই ভালো থাকার চেষ্টা করো খুঁত তো বার করবেই। তাই সব বাধা ফেলে এগিয়ে চলো। দর্শক সবাই না হলে অনেক ফ্যান আছে তোমার তারা তোমাকে সাপোর্ট করবে ভালোবাসবে।❤️❤️❤️❤️👍👍👍👍👍👍💯💯💯
তুমি খুব শক্ত মনের একজন মানুষ. একই সাথে ভিতর থেকে তত টাই নরম. সবার সামনে এই কথা গুলো বললেও মনের মধ্যে কোথাও না কোথাও কষ্ট পাও সেটা একাকীত্বে সবার অজান্তে. ভালো থেকো তুমি ❤ভালো হোক তোমার
কে কে দেবলিনাকে পছন্দ করেন
Ami 😊
Ami
Ami
Ami
Deblina ke pochondo করার থেকে অনেক বেশি ওর মনোবল কে স্যালুট করা উচিত। এতো কিছু পরে কিভাবে চয়েজ মানুষের জীবন পাল্টে দেয় সেটা দেবলীনা বুঝিয়ে দিলো 🥰❤️
দেবলীনা অনেক ভালবাসা তোমার জন্য ।তোমার থেকে বড় হয়েও শিখলাম, জীবন যন্ত্রণাকে ভোলার পদ্ধতি।ভাল থেক।
Jabab habena . Akei bole prokito jibon key valobasha. Khub sukhey theko ma go.
খুব ভাল লাগল।
পুরানো স্মৃতি কে ধরে রেখে নিজেকে ডাস্টবিন বানিয়ে কষ্ট পেতে থাকলে আর curse করতে থাকলে সেইখানেই থেমে পচতে হবে। তার থেকে ভুলে( যদিও ভুলতে ব্যথা ও সময় দুটোই লাগে) গিয়ে এগিয়ে যাওয়া ও নিজেকে এক্সপ্লোর করার satisfaction ই আলাদা।
অসাধারণ একটি মানুষ দেবোলীনা দি।।।।
অনেক শক্ত মনের মানুষ।।
একটা মানুষ কি ভাবে এতো শক্তিশালী হয়েছে ❤
এতো মনের কথা অনেকের, বিশেষ করে যারা অল্পতেই ভেঙে পরে, আমার বিশেষ পছন্দের নায়িকাকে অনেক ভালোবাসা এতো সুন্দর করে বলা 🌹🌹👍👍❤️❤️
এতো সুন্দর পজিটিভ ভাবনা তোমার মধ্যে আছে জীবনে কোনোদিন তুমি হারবে না। এতো সুন্দর মেয়েকে কেউ ছেড়ে কীকরে যায়, তথাগত দাদা আপনার দুর্ভাগ্য আপনি আসল হিরে চিনতে পারলেন না । অনেক ভালোবাসা দিদি তোমার জন্য ❤❤❤
দারুন দারুন দেবলীনা,,,আমি একজন ডিভোর্সি মা,,,, আপনার জীবন কথা শুনে আমার মনে অনেক জোর পেলাম ,,,,yes ,,, কর্মা,,,,আমার কর্মফল আমার ই রেজাল্ট,,, ধ্যনবাদ আপনাকে
এটা শুধু কোন গল্প না এটা জীবনের প্রত্যেকটা সত্যিকথা অনেক সুন্দর করে বুঝিয়েছেন ধন্যবাদ কিছু অনুধাবন করানোর জন্য
She is such a positive and Independent woman ❤️ Hats of you Deblina di 💖
আমি বাংলাদেশি। দেবলিনাকে আগে অতোটা ভালোভাবে চিনতামনা শুধু সিরিয়াল করতে দেখতাম এইটুকুই কিন্তু আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ওকে অনেকটা ভালোভাবে জানতে পেরেছি। তোমার কথাগুলো খুব ভালো লেগেছে দেবলিনা। ভালো থেকো খুব ভালো থেকো।
শেষের কথাগুলো মন ছুঁয়ে গেল। খুব ভালো থেকো তুমি দিদি। জীবনে এই স্বচ্ছ মানসিকতাটা খুব দরকার।
Mantromughdhher moto sunchilum end ta kakhon holo bughlam e na. Amar priyo manusher moddhe annotoma. Bhalo theko... Love you so much❤❤❤
Deblina Dutt mom is an amazing lady. I was her student in the art school and she encouraged me so much. The entire locality used to learn drawing in the Buddhist school. She was simply amazing.
খুব ভালো লাগলো
*Debleena Dutt's mom ✅
🥰🥰🥰😊😊baah
@@A.Netizen.Since.2010 English ta edit Na kore try to understand the MESSAGE ..
@@towardsthesecrets3221
..Edit নয়, 'correct' হবে...অন্যের কমেন্ট আমি কিক'রে এডিট করবো বোকা?...আগে ঠিক করে লিখতে শেখো....আর তুমি কিভাবে জানলে যে আমি অমৃতা রয়ের কমেন্টের 'মেসেজ' [ 'মানে' হবে ] -টা বুঝিনি??...কারেক্ট করার আগেই 'লাইক' করেছি. .কারণ কমেন্টটা ভালো....তাছাড়া, যার উদ্দেশ্যে লিখেছিলাম তার যদি কোনো সমস্যা না হয় তা'হলে খামোখা তোমার পেছনে আগুন লাগার বা ঐ আলুভাতে মস্তিষ্ক নিয়ে স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করার আদৌও কোনো কারণ থাকতে পারে বলে মনে করি না ! 👎🏼
দেবলীনা,আমি তোমার শুরু থেকেই তোমার গুনাগ্রোহী ,এবং অন্ধভক্ত এবং ভীষণ ভাবে ভালো লাগে, আজ তোমার এই সাক্ষাৎকার দেখে ,তোমার প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল, এবং এটা বুঝলাম যে তুমি ভীষণ ভাবে বাস্তববাদী ....
শেষের দিকের রতন টাটার গল্পটা আর দেবলীনা দির কথা গুলো মন ছুয়ে গেল!ভালো থেকো দিদি
খুব ভালো লাগলো আপনার কথা গুলো। ভীষণ inspiring.. মানুষকে কষ্টের মাঝেই বাঁচতে হয়, স্মৃতিরা তো সবসময়ই পীড়াদায়ক হয়, তাদের কিভাবে ভুলে আরো বেশি করে ভালো থাকা যায় তা আরো একবার সবাইকে শিখিয়ে গেলেন আপনি। আপনাকে চিনলাম অনেকটা। মা কে নিয়ে আরো ভালো থাকুন। 🙏🙏❤️
Khub valo laglo ei rakam manosik jor dekhe .eta amiyo pochhondo kori .
Ultimately দেখা গেল, "পুরোনো স্মৃতি আঁকড়ে থাকতে নেই" ...... একথা বলতে বলতে "স্মৃতিকেই" আঁকড়ে
মানুষ চেষ্টা করে স্মৃতিকে ভুলে থাকার জন্য। কিন্তু ভুলে থাকা এতো সহজ না। যতোই বলি স্মৃতি আঁকড়ে থাকবোনা। কিন্তু বাস্তবতা তার উল্টো।
দেবলীনা তুমি ভীষণ ভালো কথা বলতে পার। নিজেকে ভালো রাখার রেসিপি তুমি জেনে গেছো তাই অবশ্যই ঠিক থাকবে জীবনটাকে নানা ভাবে এগিয়ে নেওয়া যায়।
Khub Bhalo laglo Debolinar Kotha ,akdam thik kotha korma holo ashol Tai karma thik rakho sob Kichu Bhalo hobe jibone
সত্যি খুব ভালো লাগলো ৷ কোনো জ্ঞান দেওয়ার মত কিছু বলোনি। কিছু জিনিস শিখেছি ৷ ভালো থেকো ৷
তোমার কথাগুলি খুব ভাল লাগল। সত্যিই মনের জোর থাকলে সব বাঁধাই তুচ্ছ। আমি নিজেকে অসম্মান না করলে,নিজেকে ছোট না ভাবলে কারো সাধ্য নেই তা করবার।অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য।
Strong girl,very high personality and the most attractive part of this speech is she respect that person who isn’t around
দেবলীনা (মাম) আমি তোমাদের পরিবারের একান্ত পরিচিত একজন প্রতিবেশী বন্ধু।। খুবই যাতায়াত আমার তোমাদের সেই যৌথ বাড়িতে।
তোমার মা এক সময় আমার খুবই ঘনিষ্ঠ ছিল,কারণ তোমার মায়ের আমার মেয়ে আকা শিখত। । তখন তোমার বাবা গত হয়েছেন। একবারও তো তোমার সাদা কাপড়ে সাজগোজ না অবস্হায় দেখিনি। যথেষ্ঠ সক্রিয় ছিল নিজের কর্ম জগতে। বাড়ির সহযোগিতা না পেলে কি করে করতো তোমার মা? ছোট দের নিয়ে অনুষ্ঠান করিয়াছে টিভিতে।।কি সব যা তা বলে যাচ্ছো স্যোশাল মিডিয়ায় । । এই পরিবার তোমার উত্থানের মূল। । পিসির হাত ধরে প্রথম জন সমক্ষে এসেছিলে। । তোমার পরিবার এক মানী বর্ধিষ্ণু পরিবার, তাই হয়ত তারা চুপ আছে তোমার ঔদ্ধত্যে । সম্মান করতে শেখো তোমার নিজের পরিবারকে।।
দেবলিনা আপনাকে যেদিন থেকে চিনি, তখন থেকেই ভালো লাগে।
@@sangitabhattacharya5490manush ke samne theke na chinle kichui bojha jaina...kotha toh ajkal onekei guchie sundar kore bole😊
She is so practical and strong. We all in her situation have lots to learn from her.
Khub valo laglo kathagulo... Apner abhinay khub valo lage... Valo thakben madam
Vison motivational speech..khub bhalo laglo..
কষ্ট চেপে রাখা মানুষরাই আসলে বোঝে সত্যি কারের কষ্টের মানে। তোমার হাসির পেছনে অনেক কষ্ট লুকিয়ে আছে। তুমি সব সময় খুব খুব খুব ভালো থেকো দেবলীনা দি। তোমার প্রতি আমার সীমাহীন শ্রদ্ধা রইল।
Amio vabtechi kno bujhlona amk , Tobe ami mene nibo Jodi amk cay .ei koshte onk kichu shikhe niyechi je ❤️sei jonnoi hoyto dur korechilo.
Yes হাসির পিছনে কষ্ট টা আমিও দেখতে পায়
আমি তোমার খুব বড় অনুরাগী। একটা কথা সুখের দিনে পাশে অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু দুঃখের দিনে কাউকে পাশে পাওয়া যায় না। এটাই বাস্তব। নিজের জীবনেই ঘটেছে। তখন মানুষ চিনেছি। তার আগে চিনতে পারি নি। তবে তোমার বাস্তব জীবনের কথায় বলি সত্যি বলার সাহস সবার থাকে না। তাই Hats off to you, Debolina.
কথাগুলো এতসুন্দর বললেন মুগ্ধ হয়ে শুনলাম। কিছু কথা নিজের কাজেও লাগবে। খুব খুব ভালো থেকো দি👍👍❤️❤️🙃🙃
Khub spostobadi ekjon avinetri...amr khub pochonder manus Deboleena di
Darun darun chilo, debolinadir josh talk a
এইরকম স্ট্রং মানুষকেই ভিষণ দরকার ❤️❤️
আমি একজন বাংলাদেশী ঘরের মহিলা অতি সাধারণ, কিন্তু আপনার এই কথাগুলো অনেক অনেক ভালো লাগলো। আমার একটি মেয়ে আছে সে CSE তে পরে আমি সবসময় তাকে বলি নিজের পায়ে দাঁড়াও নিজেকে প্রতিষ্ঠিত কর। বিয়ে জীবন এর সব কিছু নয় বিয়ে জীবনের একটা অংশ মাত্র।আমি তোমার এই ভিডিও ওকে দেখাব। জীবন এ অনেক দুর যাও এবং সবসময় ভালো থেকো।
👍
Tomaka Dannabad
Amar ma bolen je Meyeder jibone focused hote hoy studies e ,chelera na focus korleo cholbe but meyeder focused hotei hobe.
অনেক চেষ্টা করেও কষ্ট টা লুকোতে পারেনি, এতটাই ইমোশনাল হয়ে পড়েছিলো শেষের দিকের কথাগুলো বলার সময়।
খুব গুছিয়ে কথা বলে, ভালো লাগলো।
Satti
One of the best 'Josh Talks' I have heard. It's really inspiring but only for those who have understood and embraced pains!
Khub khub khub valo laglo inspiring kotha gulo
দেবলীনার মনের জোর অসাধারন। এইরকম মনের জোড় ই দরকার যেকোনো রকম সামাজিক অন্যায়কে দুমড়ে মুচড়ে দিতে। সামাজিক কুসংস্কার ও অন্যায় গুলিকে পায়ের তলায় পিষে এই ভাবেই এগিয়ে যেতে হয় সামনের দিকে। অভিনন্দন দেবলীনা। আপনাকে অভিনন্দন।
অসাধারণ উদাহরণ ❤️ জীবনের লড়াই তে এরকম চিন্তা ধারা নিয়ে এগোনো উচিত,, সত্যি অসাধারণ ❤️❤️👍
খুব সুন্দর
স্মৃতির জন্যই কষ্ট..... এটা একটা ভালো জিনিস শিখলাম। ধন্যবাদ দেবলীনা এবং Josh Talks.
Khub bhalo laglo tomar kotha gulo sune. Asadharan. Khub bhalo thako.
কি সুন্দর করে বোঝালে তুমি !! খুব ভালো লাগলো। আগে তো তোমার fan ছিলাম ই আজ তোমার কথা শোনার পর আরো fan হয়ে গেলাম।। Unlike other interviews on the Josh Talk platform yours seem to be more psychological than simple life story... মানুষ যাই বলুক না কেন তুমি তোমার life এর choice টা বেছে নাও।। অনেক ভালোবাসা রইলো।।❤️❤️
দেবলীনা কে আমার ভীষণ ভালো লাগে।।আজকের কথাগুলোও মন ছুঁয়ে গেলো।।তথাগতও কর্মফল ভোগ করবে।।
5 years younger chele k biye kora kono kajer kaj noy.eta hotei hoto.meyra emni ee mature beshi hoy cheleder theke.sekhane eto chhoto cheleke biye korle ek na ekdin cheletar meyta k r bhalo lagte parena.setai holo
@@dewdrops645 what about Sachin and Anjali Tendulkar? Sourav and Dona Ganguli? Abhishek and Aishwarya Rai Bachchan?
@@Shawroma in that case debleena is 8 years older than her husband and secondly she was a marriage broker too!!! Tathagata was married to someone else back then. So Karma bites you right from behind
@@night_rose923 If Devoleena was a home breaker then she should have not talked about karma.
@@Shawroma that's the irony 🤣 Sinners judging sinners for sinning differently... Thats all
মেয়েটা কি সুন্দর ভাবে কষ্টটা চেপে রেখে কথা বলছে! বাহ ! 🥰🥰
Goru kheko
@@SanuBultiLifestyle your gotro
@@SanuBultiLifestyle মানে? 🤔🤔🙄
@@rumeladasaich8017 udbastu tai
@@rumeladasaich8017 khabarer o dhormo aache santi er dut k jhatka diye dekhun khay kina hindu hoye goru khawa k support korina
ম্যাডাম. আপনি অত্যন্ত শক্ত মনের
মানুষ. আপনার প্রতি শ্রদ্ধা রইলো. আশা রাখবো আপনি এগিয়ে যাবেন.
Personal vabe debolina di k khub valo lage❤️😌kotha gulo shune valo laga r o bere gelo😇🥰
দেবোলীনাকে আমার খুব পছন্দ। সকল বাঁধা পেরিয়ে ভালো থাকো
আপনার বাচনভঙ্গি সবসময় ই খুব ভালো লাগে, আজও লাগলো। এভাবে ই এগিয়ে যান। একটা মেয়ে নিজেই self-sufficient নিজের জীবনের সুন্দর স্মৃতি তৈরি করার জন্যে।
দেবলীনা তোমাকে খুব ভালবাসলাম।ভগবান যেনো তোমার সব লুকানো কষ্ট কে একদিন খুব আনন্দ করে ফিরিয়েদেন। কি করুন তোমার কথাগুলো, মুখ কথা বললেও চোখগুলো যেনো বেদনাবিধুর হয়ে ফুটে উঠেছিলো। ভালো থেকো তুমি।অনেক ভালোবাসা জানালাম তোমায়।
তোমার অনুপ্রেরণায় আমরা জাগ্রত। যারা দু্্খ কষ্টের সম্মুখীন হয়েছ বা হচছ তারা সব বাধা-বিপত্তি পিছনে ফেলে, কারোর সমালোচনা না করে সামনের দিকে এগিয়ে যাও।
ধন্যবাদ josh talk...
God blessed u Debolina.. (Powerful woman)...স্যালুট জানাই তোমার বুদ্ধিমত্তা কে।
Shotti oshadharon laglo onar boktobbo 👏👏❤
দেবলীনা দি,,, তোমার অভিনয়ের ভক্ত আমি কোনো দিন ই ছিলাম না,,, কেমন ভিলেন ভিলেন লাগতো তোমায়,, হয়তো তোমার করা কিছু negative চরিত্র গুলোর জন্য এমন ধারনা আমার জন্মেছে,,,,, but এই প্রথম বার তোমার জীবনের গল্প শুনলাম, তোমার ই মুখে ।
সত্যি বলছি, এমন ভাবেও বেঁচে থাকা যায়, এমন করেও ভাবা যায়! সত্যিই,,, ঘুরে দাড়ানোর লড়াই এতোটা সুন্দর ভাবে ব্যক্ত করা যায়! আমার ধারনাটাই পাল্টে দিলে। অনেক কিছু positive জিনিস শিখলাম তোমার থেকে।
lots of love didi💗
অসাধারণ, এতো দৃঢ় মানসিকতা
উদাহরণ ছেড়ে গেলো... ✌️
প্রতিটি সফল ব্যক্তির পিছনে দেবলীনা ম্যাডামের মতো অনেক কষ্ট হানা দিয়েছে ৷ তারা সেটা স্বীকার করেছে এবং তা জয় করেছে বলেই তারা আজ সফল ৷
Hmm
Akdom satti
Asadharan bolecho Deblina
Suyor khele hoto
@@minakshiroysarkar8435 aaaaaaaaaaaaaa
ma'am apnar life ta na, buddha'r ei kotha tar ekdom perfect example, "pain is certain, but suffering is optional".....such a strong human u've become....u've made yourself !!
Khub bhalo laglo kothaguli shune.Khub inspiring. Sobar shona uchit.
Darun debolina di tomar kotha gulo amay vison vabe strong kore dilo... Nijer jibon niye vison vabe venge porechilam ami.... ❤❤❤❤you
দেবলীনা ভীষণ ভালো লেগেছে তোমার সমস্ত কথা গুলি। তুমি ভয় পেয়ো না, ভীত হয়ে পিছিয়ে পডরে যাওয়ার মত মানুষ তুমি নাও। সামনের দিকে আরো উদ্দম গতি নিয়ে এগিয়ে যাও। এই প্রত্যাশা রইল তোমার প্রতি। বাংলাদেশ থেকে মহিউদ্দিন আহমেদ রনি।
তোমার কথা বলার ভঙ্গী চমৎকার।জীবনের সত্য নিয়ে এগিয়ে যাও ।তবে আমি এই বিয়েটাকে খুব ভালবাসতাম
An excellent motivational speech by Deblina Madam. This will definitely help the new Generation. Kolkata, Newtown, Chiner park. Thanks.
আমি বলবো। তোমার যা ভালো লাগে তাইই করবে। জীবন টা তোমার। নিজেকে নিয়ে জানবে সব থেকে happy থাকা যায়,, আনন্দে থাকা যায়,, নিজের আত্মসম্মান বোধ কে এইভাবেই রাখবে ❤️
Ei kotha gulo ato sundar bhabhe bola easy noi.. Beautiful Debolina.. Hats off..Nijeke sotti bhalobasa ta important at this time. karon we cant exactly depend on anyone to love us unconditionally. Ending note ta darun..Thank you Debolina once again
Debolina YOU are Bold and Strong Minded. KEEP IT UP 👍
আহা..... পিঠ হাত আর চোখ.... চোখে দেখা ফল। আহা..... কত সহজ করে মারাত্মক কঠিন জিনিস টা বাচ্চা মেয়ে টা বুঝিয়ে দিলো। কুর্ণিশ জানাই দেবলিনা কে।
তোমায় সাধুবাৎ জানাবার কোনো ভাষা নেই ,জীবনের আর এক নাম লড়াই তোমার প্রতিটি পদক্ষেপ বলে দিল খুব খুব ভালো থেকো এরকম করে প্রত্যেক মানুষের মনে শক্তি দাও নতুন করে বাঁচার স্বপ্ন দেখাও
বাচ্চা মেয়ে ? আপনার বয়স কত দাদা ? দেখে তো মনে হয় না ৪৭ (47 or forty seven) পার করেছেন।
@@surajitbiswas3100 ভাই আমি এখনো ২৬। শরীর কালের নিয়মে তার কাজ করছে। ৪৭ (সাতচল্লিশ) আবার নতুন শরীর পেলে হবে। দেখে কাউকেই কিছু বোঝা যায় না......মুখ খুললেই তার পরিচয় প্রকাশ পায়।
ভালো থেকো বন্ধু।
@@saumyajitbiswas1543 আপনি দাদা ২৬, আমি সেই হিসেবে আপনার থেকে ছোট, তাই এই কথা বললাম বলে কিছু মনে করবেন না 🙏। আমি জানি দেবলীনা আমার ছোটবেলার crush আর এই পয়তিরিশ (35) এও আজও ওকে আমি চাই মনে মনে, যদিও বহুদিন বিয়ে সন্তান সব হয়ে গিয়েছে, কিন্তু ছোটবেলার crush কে কি ভোলা যায় ?
@@saumyajitbiswas1543 আপনিও অনেক অনেক ভালো থাকুন, আর আপনার প্রিয় এবং ভালোবাসার লোকেরাও যেনো ভালো থাকেন, সেই প্রার্থণা করি। 🙏
খুব প্রেরণাদায়ক বক্তব্য!
আপনি এতদিন আমার অন্যতম প্রিয় অভিনেত্রী ছিলেন আপনার সাবলীল অভিনয়ের জন্য,আজ বুঝতে পারলাম,এই মানসিক স্বচ্ছতারই ছায়া পড়ে আপনার অভিনয়ে...তাই সেটি কখনই আরোপিত লাগে না!
ভালো থাকবেন !!
দেবলিনা দি তুমি একজন আলোকিত শিল্পী তোমাকে সাধুবাদ ❤
Inspired holam, protita voice tan tan hoye sunechi,mone hochhe nijer e jiboner kacha kachi sob ghotona,go ahead Debolina,
সবটাই শুনলাম, কিন্তু কিছু হাসির পেছনে কান্না লুকিয়ে থাকে, কথাগুলোর পেছনে সেটা লুকিয়ে আছে ,একটু মন নিয়ে যারা ভাবে , তারা বুঝতে পারবে।
Ekdam ami dekci unake
Chokh gulo dekhle bojha jache
একদম ই তাই . eyes never lies .
Asadharon laglo
Amar moto manusra onek jor pelam
@@subarnamukherjee1991 mnmm
এতদিনে খুব একটা পছন্দের মানুষ ছিলেন না আপনি আমার কাছে কিন্তু আজ আপনার জন্য সম্মানটা হাজার গুন বেড়ে গেল
দেবলীনা আপনি আমার পছন্দের একজন অভিনেত্রী।তবে আজ আপনি যা বললেন তাতে আপনাকে শুধু পছন্দ নয় শ্রদ্ধা ও করছি।
Goru khawar jonno
Debleena ,Tumi clearly nd truely sob bolecho. Khub bhalo.
দারুন লাগলো দেবলীনা, আমি তোমার থেকে বয়সে বড় তাও অনেক কিছু শিখলাম তোমার এই শিক্ষা আমাকে অনেক আনন্দ দিল আমি চাই প্রতিটি মানুষ তোমার মত করে ভাবুক। এতদিন তোমার অভিনয় ভালো লাগত এখন তোমাকেও।
This is called inspiration ❤️
Hats off you, mam 👍
কথা গুলো দারুণ লাগলো। নতুন করে বাঁচতে শেখায়।
Karma is the most important thing in life...every person should focus on good karma...
Khub asadharon !!!! We are truely fighters and we are very strong. Life is a battle, either win it or lose it.Very true our destiny is decided by our Karma. I believe in the action of karmas.
Khub vlo kore bojhale...khub vlo laglo..khub motivating
খুব সুন্দর কথা বলেছে,, তবে ভিতরে কষ্টের পাহাড়,, স্মৃতি তথাগত কে খুব ভালোবাসতো,, আমাদের বাংলাদেশের সুপার কুইন অপু বিশ্বাস মত❤️❤️
মন ছুয়ে গেল 😊
অপূর্ব! চরম বাস্তব কথা।
অসাধারণ । Inspired