❤❤❤❤❤ আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার, যেমন হিরোশিমা পর আর কিছুই আগের মত নেই উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত.....। শিমুল মোস্তফার কন্ঠে কবিতাটি ভীষণ ভালো লাগলো। ভাইয়ের মিষ্টি মধুর জাদু ভরা আবেগী কন্ঠে কবিতাটি হয়ে উঠেছে অনবদ্য অনন্য সাধারণ কবিতা। প্রায় প্রতিদিনই ভাইয়ের কবিতা শুনি। 👍👍👍🙏🙏
priyo manus tar mukhe kobita ta fast suncilm,,,🥰 pry suntm tr konthe🥰 jmn kobita tmn abbriti🥰 ah!!!! But aj theke r tar konthe suna hobe na😭😭tare valobasar pore sotti ager moto kisui chilo na r nei,,😔
LYRICS আমাকে ভালবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার, যেমন হিরোশিমার পর আর কিছুই আগের মতো নেই উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত। যে কলিংবেল বাজে নি তাকেই মুর্হুমুহুর শুনবে বজ্রের মত বেজে উঠতে এবং থরথর ক’রে উঠবে দরোজাজানালা আর তোমার হৃৎপিন্ড। পরমুহূর্তেই তোমার ঝনঝন-ক’রে ওঠা এলোমেলো রক্ত ঠান্ডা হ’য়ে যাবে যেমন একাত্তরে দরোজায় বুটের অদ্ভুদ শব্দে নিথর স্তব্ধ হ’য়ে যেত ঢাকা শহরের জনগণ। আমাকে ভালবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার। রাস্তায় নেমেই দেখবে বিপরীত দিক থেকে আসা প্রতিটি রিকশায় ছুটে আসছি আমি আর তোমাকে পেরিয়ে চ’লে যাচ্ছি এদিকে-সেদিকে। তখন তোমার রক্তে আর কালো চশমায় এত অন্ধকার যেনো তুমি ওই চোখে কোন দিন কিছুই দ্যাখো নি। আমাকে ভালবাসার পর তুমি ভুলে যাবে বাস্তব আর অবাস্তব, বস্তু আর স্বপ্নের পার্থক্য। সিঁড়ি ভেবে পা রাখবে স্বপ্নের চূড়োতে, ঘাস ভেবে দু-পা ছড়িয়ে বসবে অবাস্তবে, লাল টুকটুকে ফুল ভেবে খোঁপায় গুঁজবে গুচ্ছ গুচ্ছ স্বপ্ন। না-খোলা শাওয়ারের নিচে বারোই ডিসেম্বর থেকে তুমি অনন্তকাল দাঁড়িয়ে থাকবে এই ভেবে যে তোমার চুলে ত্বকে ওষ্ঠে গ্রীবায় অজস্র ধারায় ঝরছে বোদলেয়ারের আশ্চর্য মেঘদল। তোমার যে ঠোঁটে চুমো খেয়েছিলো উদ্যমপরায়ণ এক প্রাক্তন প্রেমিক, আমাকে ভালবাসার পর সেই নষ্ট ঠোঁট খঁসে প’ড়ে সেখানে ফুটবে এক অনিন্দ্য গোলাপ। আমাকে ভালবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার। নিজেকে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মনে হবে যেনো তুমি শতাব্দীর পর শতাব্দী শুয়ে আছো হাসপাতালে। পরমুহূর্তেই মনে হবে মানুষের ইতিহাসে একমাত্র তুমিই সুস্থ, অন্যরা ভীষণ অসুস্থ। শহর আর সভ্যতার ময়লা স্রোত ভেঙে তুমি যখন চৌরাস্তায় এসে ধরবে আমার হাত, তখন তোমার মনে হবে এ-শহর আর বিংশ শতাব্দীর জীবন ও সভ্যতার নোংরা পানিতে একটি নীলিমা-ছোঁয়া মৃণালের শীর্ষে তুমি ফুটে আছো এক নিষ্পাপ বিশুদ্ধ পদ্ম- পবিত্র অজর।
আহ্ কি মজার এক মহা তত্ব্য গুচ্ছ প্রেম মায়ায় ঢাকা এক অফুরন্ত ভালবাসা,এক মহা শক্তি নিয়ে যায় টেনে টেনে তাহার পদতলে আমি চলে যাই সারাক্ষণ, খোঁজে বেড়াই ঐ চরন আমি মরি বারে বার দেখে তাহার রুপের কিরন আমার কাঁদে আকুল প্রান দেখে তাহার গুনের বাহাদুর,আহ্ কতইনা মধুর লাগে শুনে ঐ ভালবাসার শ্লোগান।অসাধারণ খুবি ভালো লাগে আমার ঐ কবিতার নয়কের লেখা যার হয়না কোনু তুলনা।।
Hats off to you Sir 😍 you too much #Shimul Mustafa. Your voice and recitation is just out of this world. #You are my favorite and best choice recite man. #Humayun Azad Sir is just awesome and outstanding in every sectors of literature and Bengali Language, Grammar and Composition. #HumayunAzad Sir is one of my top favorite poet.
এই কবিতাটি শুনতে চাই কবিতা - দুর্বলের বেঁচে থাকার কোন অধিকার নেই কাব্যগ্রন্থ - সে ঘাসফুল নয় কবি - হাবিবুর রহমান ---------------------------------------- যদি প্রতিটি গুলির শব্দে পুরুষ হয়ে উঠতো নিখাদ প্রেমিক। পুরুষের বুক ছিঁড়ে, মস্তিষ্ক ছিঁড়ে, জন্ম নিতো নতুন প্রেম-উপাখ্যান। ক্ষত বিক্ষত হয়ে মরে যেতো যত অ-প্রেমিক সত্তা। যদি প্রতিটি গ্রেনেড, প্রতিটি বোমার শব্দে নারী জানান দিতো তার হৃদয় গহীনের অ-ব্যক্ত প্রেম, না বলা কথা। তবে শুনতে পেতাম তোমার মস্তিষ্ক থেকে হৃদয়ে যে-কথা শত সহস্র বার উঁকি দিয়ে গেছে, আজও হয়নি শোনা। যদি প্রতিটি রকেট-লাঞ্চার উড়ে যেত প্রেমিকের চিঠি নিয়ে। প্রেমিকা তার উত্তর পাঠাতো অতল প্রেমাক্ষরে। যদি মানুষ খুঁজে পেতো নির্মল সুখ অমৃত প্রেম নিউক্লিয়ার অথবা এটম-বোমে। থাকতো-না কোনো যুদ্ধ, থাকতো না কোন ভয়। ঐতিহাসিক শুধু লিখে যেতো প্রেমের ইতিহাস, কার প্রেমের ব্যাপ্তি কত আনন্দময়। অথচ ইতিহাস শুধু যুদ্ধের কথা বলে। নিসংসতা ছাড়িয়ে যায় অতীত। মারনাস্ত্র চিৎকার করে বলে, দুর্বলের বেঁচে থাকার কোন অধিকার নেই।
❤❤❤❤❤ আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার, যেমন হিরোশিমা পর আর কিছুই আগের মত নেই উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত.....। শিমুল মোস্তফার কন্ঠে কবিতাটি ভীষণ ভালো লাগলো। ভাইয়ের মিষ্টি মধুর জাদু ভরা আবেগী কন্ঠে কবিতাটি হয়ে উঠেছে অনবদ্য অনন্য সাধারণ কবিতা। প্রায় প্রতিদিনই ভাইয়ের কবিতা শুনি। 👍👍👍🙏🙏
সেল্যুট ডঃ হুমায়ুন আজাদ স্যার🌷🌷🌷🌷🌷
আবৃত্তির ধরণটা অন্য রকম। একদম মনের গহীন থেকে উচ্চারিত হয় প্রতিটা শব্দ।ভীষণ ভালো লাগে। অনেক অনেক শুভকামনা রইল।
অসাধারণ কবিতার দুর্দান্ত আবৃত্তি, খুবই ভালো লেগেছে ভাই।
কবিতাটি অনেকদিন পর শুনলাম এবং ভালো লাগলো
কী শব্দ চারণ মনে হলো রোলার কোস্টার,অনেক উপর আবার অনেক নিচে ব্যাধি হাসপাতাল আবার একদম সুস্থ ওহফ ভেসে গেলাম ভালোবাসায় হুমায়ুন স্যার love u love u
প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন৷
th-cam.com/video/-4qoxOlgUyM/w-d-xo.html
খুব খুব খুব সুন্দর,, খুব খুব সুন্দর,, অসাধারণ সীমাহীন,, সুবহান আল্লাহ,
খুবই ভালো লেগেছে।প্রিয় মানুষের কণ্ঠে প্রিয় কবিতা।
হুমায়ুন আজাদ অসাধারণ তার ভাষা প্রকাশ৷
হুমম।
@@shamsularefin9592 প্লিজ অামার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
কবিতাটা কেমন জীবনের সাথে মিলে যায়,কিন্তু সেই তুমি তো নিচ্চুপ ভীত ্
আপনার মতো আবৃত্তি আর কেহু মনে হয় পারবে না ।
এতো সুন্দর আবৃত্তি, আমি বরাবরই মুগ্ধ ।
আমার প্রিয় কবি আর তাঁর কবিতা....
কবিতা টি কি রুদ্রের লেখা?
না হুমায়ুন আজাদ এর@@subhenduchakraborty3862
Asadharon kobita...abrtittio bhalo
অাপনার অাবৃত্তি প্রতিদিনই শুনি
স্যার আপনার কবিতা আবৃত্তি আমাকে মুগ্ধ করে....
priyo manus tar mukhe kobita ta fast suncilm,,,🥰 pry suntm tr konthe🥰 jmn kobita tmn abbriti🥰 ah!!!! But aj theke r tar konthe suna hobe na😭😭tare valobasar pore sotti ager moto kisui chilo na r nei,,😔
❤❤❤❤❤❤❤❤❤❤❤ পছন্দের একটি কবিতা
LYRICS
আমাকে ভালবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার,
যেমন হিরোশিমার পর আর কিছুই আগের মতো নেই
উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত।
যে কলিংবেল বাজে নি তাকেই মুর্হুমুহুর শুনবে বজ্রের মত বেজে উঠতে
এবং থরথর ক’রে উঠবে দরোজাজানালা আর তোমার হৃৎপিন্ড।
পরমুহূর্তেই তোমার ঝনঝন-ক’রে ওঠা এলোমেলো রক্ত
ঠান্ডা হ’য়ে যাবে যেমন একাত্তরে দরোজায় বুটের অদ্ভুদ শব্দে
নিথর স্তব্ধ হ’য়ে যেত ঢাকা শহরের জনগণ।
আমাকে ভালবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার।
রাস্তায় নেমেই দেখবে বিপরীত দিক থেকে আসা প্রতিটি রিকশায়
ছুটে আসছি আমি আর তোমাকে পেরিয়ে চ’লে যাচ্ছি
এদিকে-সেদিকে। তখন তোমার রক্তে আর কালো চশমায় এত অন্ধকার
যেনো তুমি ওই চোখে কোন দিন কিছুই দ্যাখো নি।
আমাকে ভালবাসার পর তুমি ভুলে যাবে বাস্তব আর অবাস্তব,
বস্তু আর স্বপ্নের পার্থক্য। সিঁড়ি ভেবে পা রাখবে স্বপ্নের চূড়োতে,
ঘাস ভেবে দু-পা ছড়িয়ে বসবে অবাস্তবে,
লাল টুকটুকে ফুল ভেবে খোঁপায় গুঁজবে গুচ্ছ গুচ্ছ স্বপ্ন।
না-খোলা শাওয়ারের নিচে বারোই ডিসেম্বর থেকে তুমি অনন্তকাল দাঁড়িয়ে
থাকবে এই ভেবে যে তোমার চুলে ত্বকে ওষ্ঠে গ্রীবায় অজস্র ধারায়
ঝরছে বোদলেয়ারের আশ্চর্য মেঘদল।
তোমার যে ঠোঁটে চুমো খেয়েছিলো উদ্যমপরায়ণ এক প্রাক্তন প্রেমিক,
আমাকে ভালবাসার পর সেই নষ্ট ঠোঁট খঁসে প’ড়ে
সেখানে ফুটবে এক অনিন্দ্য গোলাপ।
আমাকে ভালবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার।
নিজেকে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মনে হবে যেনো তুমি শতাব্দীর পর শতাব্দী
শুয়ে আছো হাসপাতালে। পরমুহূর্তেই মনে হবে
মানুষের ইতিহাসে একমাত্র তুমিই সুস্থ, অন্যরা ভীষণ অসুস্থ।
শহর আর সভ্যতার ময়লা স্রোত ভেঙে তুমি যখন চৌরাস্তায় এসে
ধরবে আমার হাত, তখন তোমার মনে হবে এ-শহর আর বিংশ শতাব্দীর
জীবন ও সভ্যতার নোংরা পানিতে একটি নীলিমা-ছোঁয়া মৃণালের শীর্ষে
তুমি ফুটে আছো এক নিষ্পাপ বিশুদ্ধ পদ্ম-
পবিত্র অজর।
th-cam.com/channels/pQTAhClbNSyXh0FMB6rWRQ.html
Your recitation always forced to keep silent. All the time I found myself so emotional. What a recitation! ♥
কি অপূর্ব !
আরও একবার আরও একবার বাহ্
অসাধারণ স্যার।। হৃদয় প্রসন্ন হলো।।
প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
🖤জয় হোক ভালোবাসার
Oshadharon
আহ্ কি মজার এক মহা তত্ব্য গুচ্ছ প্রেম মায়ায় ঢাকা এক অফুরন্ত ভালবাসা,এক মহা শক্তি নিয়ে যায় টেনে টেনে তাহার পদতলে আমি চলে যাই সারাক্ষণ, খোঁজে বেড়াই ঐ চরন আমি মরি বারে বার দেখে তাহার রুপের কিরন আমার কাঁদে আকুল প্রান দেখে তাহার গুনের বাহাদুর,আহ্ কতইনা মধুর লাগে শুনে ঐ ভালবাসার শ্লোগান।অসাধারণ খুবি ভালো লাগে আমার ঐ কবিতার নয়কের লেখা যার হয়না কোনু তুলনা।।
"ধন্যবাদ"
আমার খুব প্রিয় কবিতা🙃
কবিতাগুলো অনেক সুন্দর
অসাধারণ!
সত্যিই তোমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো নেই আমার। এবং তা আমি তোমাকে ভালোবাসার আগেই জানতাম।
Best poem of humayan azad.
অসাধারণ আবৃতি
অসাধারণ 👍👍👍👍
অসাধারণ ❤️❤️
অসাধারণ দাদা
এইটা ভীষণ সুন্দর। কোনো ওভার এক্টিং নাই। ভালোবাসা নেবেন দাদা।
সত্যি অসাধারণ
খুব সুন্দর কবিতা
ভালো লাগলো
খুব ভালো লাগলো শুনে
কি আপনার কন্ঠ,কি সাবলীল!এ কি আবৃত্তি?না কি বুকচেরা এক কষ্ট!!
তাই না
Super nice 👍 morning ❤️
অসম্ভব সুন্দর 💟💟
আহ্ গুরু দারুন
How beautiful
BTS/টিকটক / লাইকির যুগে যারা এসব কবিতা শুনে তাদের রুচির প্রশংসা করি। 🥰🖤🌺
এখনো তুমি কবিতা টি মুছে ফেলেছেন কেন???
কষ্ট পেলুম!!!
অবিরত কষ্ট পেয়ে যাচ্ছি...
খুবই মিষ্টি কণ্ঠ টা
সুন্দর
আপনার আবৃত্তিগুলোর ভেতর এটাই আমার সবচেয়ে প্রিয়।
ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোন গানের তা জানালে খুশি হবো।
fabulous
I love Humayun ajad ❤
অনেক সুন্দর
মারাত্মক লাগল দাদা...
Shimul Mustafa💞
humaun ajad sir
Hats off to you Sir 😍 you too much #Shimul Mustafa. Your voice and recitation is just out of this world.
#You are my favorite and best choice recite man.
#Humayun Azad Sir is just awesome and outstanding in every sectors of literature and Bengali Language, Grammar and Composition.
#HumayunAzad Sir is one of my top favorite poet.
্আমাকে ভালবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার,,,
th-cam.com/video/LuGs6f3kBW8/w-d-xo.html
অসাধারন স্যার
অসাধারন
আমাকে ভালোবাসার পর .... আর কিছুই অসুন্দর থাকবেনা
khubi sundor
অসাধারণ
অনিন্দ্য সুন্দর
ইতিহাস এর সেরা শিক্ষক।
ভালোবাসি কবিতা
th-cam.com/video/PV64PqtNHJo/w-d-xo.html
আজাদে র আরো কবিতা চাই
Speechless ❤
ভালবাসা.........
দারুণ
all best dada..
Khub shundor
ভালোবাসার আগে আমি বুঝতাম না ধোকা কি জিনিস কিন্তু এখন বুঝি
জানি আর কেউ ভালোবাসবেনা
কথা গুলু খুব গুচালো বেরি নাইচ
এই এই সোনা তুমি একটু চিন্তা করবে না চলো দুজনে এক সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি জাপটে ধরে ঘুমিয়ে পড়ি
আমি জানি আমি তোমাকে আর কোনো দিন তোমাম
প্লিজ অামার চ্যানেলটিকে সাবস্তক্রাইব করবেন৷
বাহ্!
th-cam.com/video/PV64PqtNHJo/w-d-xo.html
অসাধারণ হয়েছে ভাই
এই কবিতাটি শুনতে চাই
কবিতা - দুর্বলের বেঁচে থাকার কোন অধিকার নেই
কাব্যগ্রন্থ - সে ঘাসফুল নয়
কবি - হাবিবুর রহমান
----------------------------------------
যদি প্রতিটি গুলির শব্দে
পুরুষ হয়ে উঠতো নিখাদ প্রেমিক।
পুরুষের বুক ছিঁড়ে, মস্তিষ্ক ছিঁড়ে,
জন্ম নিতো নতুন প্রেম-উপাখ্যান।
ক্ষত বিক্ষত হয়ে মরে যেতো যত অ-প্রেমিক সত্তা।
যদি প্রতিটি গ্রেনেড, প্রতিটি বোমার শব্দে
নারী জানান দিতো তার হৃদয় গহীনের
অ-ব্যক্ত প্রেম, না বলা কথা।
তবে শুনতে পেতাম তোমার মস্তিষ্ক থেকে হৃদয়ে
যে-কথা শত সহস্র বার উঁকি দিয়ে গেছে,
আজও হয়নি শোনা।
যদি প্রতিটি রকেট-লাঞ্চার
উড়ে যেত প্রেমিকের চিঠি নিয়ে।
প্রেমিকা তার উত্তর পাঠাতো অতল প্রেমাক্ষরে।
যদি মানুষ খুঁজে পেতো নির্মল সুখ অমৃত প্রেম
নিউক্লিয়ার অথবা এটম-বোমে।
থাকতো-না কোনো যুদ্ধ,
থাকতো না কোন ভয়।
ঐতিহাসিক শুধু লিখে যেতো প্রেমের ইতিহাস,
কার প্রেমের ব্যাপ্তি কত আনন্দময়।
অথচ ইতিহাস শুধু যুদ্ধের কথা বলে।
নিসংসতা ছাড়িয়ে যায় অতীত।
মারনাস্ত্র চিৎকার করে বলে,
দুর্বলের বেঁচে থাকার কোন অধিকার নেই।
অসাধারণ। আমার অনেক কবিতা আছে নিজের লিখা।কেউ আবৃতি করলে খুব ভালো হতো
th-cam.com/video/cqOk9SndMDM/w-d-xo.html
তাইনা কোথায় আপনার বাসা
Please, add English subtitles
background music tar name plz
Nice
so nice of you
❤️❤️
আমি চিনি মগো চিনি তোমাকে
❣❣❣❣
💕💕👌
Life i's life
❤❤❤❤
❤
Sir background music tar name ki ???? Janale valo hoto..........
আমি আপনার একজন ভক্ত।
চিঠি কবিতার লিংকটা দিবেন স্যার?
Background music tar nam ki?? Keo bolte parben plz??
imagine
th-cam.com/video/_pyh_SkbAYg/w-d-xo.html ভালো আছি বলি কিন্তু ভালো নেই -মহাদেব সাহা।
😍😍😍😍😍
অজর এর অর্থ?
যার মৃত্যু নেই, স্রষ্টা!
আপনার কন্ঠের তুলনা হয়না
*অজর* শব্দের অর্থ কি?
স্রষ্টা!
@@zsolution7673 ধন্যবাদ জনাব