Chapainawabganj | ছোট সোনা মসজিদ | সুলতানি স্থাপত্যের রত্ন | খানিয়াদীঘি মসজিদ | মহানন্দা ব্রিজ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มี.ค. 2024
  • যেভাবে যাবেন
    ঢাকা থেকে কানসার্ট পর্যন্ত সরাসরি বাস যোগাযোগ রয়েছে। কানসার্ট বাজারে নেমে অটোয় চেপেই পৌঁছানো যাবো এখানে।
    তবে এখানে শুরুতে পরিদর্শন করবেন সোনা মসজিদ বর্ডার, এরপর বর্ডারের পাশে অবস্থিত খানিয়া দিঘি মসজিদ বা চামচিকা মসজিদ দেখবেন।
    এরপর ফিরে আসার সময় প্রধান সড়কের পাশে থাকা ঐতিহাসিক দারাসবাড়ি মসজিদ ও আদি ইসলামিক বিশ্ববিদ্যালয় বা দারাসবাড়ি মাদ্রাসার ধ্বংসাবশেষ দেখবেন।
    এরপর ফিরে আসার পথে দেখবেন রাস্তার পাশে ছোট সোনা মসজিদ, এরপর সেখান থেকে ৫০০ মিটার দূরে গিয়ে দেখবেন সম্রাট শাজাহান পুত্র শাহ সুজার তাহখানা, হযরত শাহ নেয়ামতউল্লাহ (রহ) এর মাজার ও মসজিদ।
    এই জায়গাগুলো দেখতে রাতে থাকার প্রয়োজন হবে না। তবে আপনি যদি চাঁপাইনবয়াবগঞ্জে একরাত থেকে আশেপাশের আরও কিছু দেখতে চান-তাহলে ''সোনা মসজিদ মোটেলে'' থাকতে পারেন। চাপাইনবয়াবগঞ্জ শহরেও হোটেল রয়েছে। অনলাইনে সার্চ করলে হোটেলসহ আরও তথ্য পাবেন।
    তবে ঢাকা থেকে কানসার্ট পর্যন্ত যেহেতু বাস যোগাযোগ রয়েছে-তাই উপরে উল্লেখিত জায়গাগুলো ঘুরে দেখতে রাতে থাকার প্রয়োজন হবে না। অর্থাৎ আপনি যদি সকালে এখানে পৌঁছান-তাহলে সারাদিনে এগুলো দেখে বিকেল বা রাতের বাসে পুনরায় ফিরতে পারবেন।

ความคิดเห็น • 2

  • @LGTV-kj9qh
    @LGTV-kj9qh 2 หลายเดือนก่อน

    Chapainawabganj jete hobe

    • @linkingtheroad
      @linkingtheroad  2 หลายเดือนก่อน

      Jete paren, sundor jayga