কর অঞ্চল ২০, ঢাকা, উচ্চমান সহকারী, প্রশ্ন সমাধান Exam Date 12-7-2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • কর অঞ্চল ২০, ঢাকা, উচ্চমান সহকারী প্রশ্ন সমাধান Exam Date: 12 July 2024
    Question PDF: drive.google.c...
    সকল চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য: WhatsApp: 01735778503
    আমাদের Facebook Page: www.facebook.c...
    আমাদের Facebook Group : / 822928402412283
    আমাদের Facebook Page: www.facebook.c...
    ১. এক কথায় প্রকাশ করুন:
    ক. যে মেঘে প্রচুর বৃষ্টি হয়- সংবর্ত
    খ. ঈষৎ কম্পিত- আধত
    গ. সাপের খোলস- নির্মোক
    ঘ. কুকুরের ডাক- বুক্কন
    ঙ. যে ভূমিতে ফসল জন্মায় না- ঊষর
    ২. সন্ধি বিচ্ছেদ করুন :
    ক. বিমুগ্ধ = বিমুহ্+ত
    খ. কিন্নর = কিম্+নর
    গ. আকৃষ্ট = আকৃষ্+ত
    ঘ. শ্রবণ = √শ্রু+অন
    ঙ. চার্বাক = চারু+বাক্
    ৩. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
    ক. উদ্বাহু = উদগত বাহু যার = বহুব্রীহি সমাস
    খ. পরোক্ষ অক্ষির অগোচরে = অব্যয়ীভাব সমাস
    গ. একোন = এক দ্বারা ঊন = ৩য়া তৎপুরুষ সমাস
    ঘ. দ্বীপ = দু দিকে অপ যার = নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
    ঙ. পঁসুরি = পাঁচ সেরের সমাহার = দ্বিগু সমাস
    ৪. অর্থসহ বাক্য গঠন করুন:
    ক. কুয়োর ব্যাঙ (সংকীর্ণমনা লোক):
    খ. সপ্তমে চড়া (প্রচণ্ড উত্তেজনা):
    গ. কাছাঢিলা (অসাবধান):
    ঘ. আঁতে ঘা (মনে ব্যথা দেয়া):
    ঙ. খেজুরে আলাপ (অকাজের কথা):
    ৫. কারক ও বিভক্তি নির্ণয় করুন:
    ক. জিজ্ঞাসিব জনে জনে- কর্মকারকে ৭মী
    খ. আমাদের একটি গল্প বলুন- কর্মে ৬ষ্ঠী
    গ. সারারাত বৃষ্টি হয়েছে- অধিকরণে শূন্য
    ঘ. বাবাকে ভয় পাই- অপাদানে ২য়া
    ঙ. আত্মার সম্পর্কই আত্মীয়- করণে ৬ষ্ঠী
    ৬. অনুচ্ছেদ লিখুন: ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’
    ৭. Change the speech of the following sentences:
    ক. He said that he had done the work.
    উত্তর: He said, "He did the work."
    খ. He remarked, "Two and two makes four".
    উত্তর: He remarked that two and two makes four.
    গ. She said to him "I shall call you as soon as possible".
    উত্তর: She told him that she should call him as soon as possible.
    ঘ. He said, "I came home yesterday".
    উত্তর: He said that he had come home the previous day.
    ঙ. Afzal said, 'I must write a letter".
    উত্তর: Afzal said that he had to write a letter.
    ৮. Fill in the blanks with appropriate words:
    ক. I cannot help-----------this.
    উত্তর: doing
    খ. If I were rich, I --------- travel around the world.
    উত্তর: would
    গ. I wish I --------- a child again.
    উত্তর: were
    ঘ. She talks as if ----------
    উত্তর: she knew everything
    ঙ. The ship------- in the Meghna.
    উত্তর: sank
    ৯. Make necessary corrections in the following sentences:
    ক. Maria my student is, on leave today.
    উত্তর: Maria, my student, is on leave today.
    খ. Why you have done this?
    উত্তর: Why have you done this?
    গ. He is comparatively better today.
    উত্তর: He is better today.
    ঘ. He will come back by the by.
    উত্তর: He will come back by and by.
    ঙ. I saw his pulse.
    উত্তর: I felt his pulse.
    10. Write the meaning and make sentences with the following phrases:
    ক. A stone's throw ( খুব নিকটেই ):
    খ. Irony of fate ( ভাগ্যের পরিহাস ):
    গ. Pin money (হাত খরচের টাকা) :
    ঘ. Under the thumb (কারো কর্তৃত্বাধীন ): thumb.
    ঙ. Weed out (অবাঞ্চিত জিনিস দূর করা):
    11. Translate into English.
    ক. ফুলটি রক্তের মতো লাল ।
    উত্তর: The flower is as red as blood.
    খ. আমি যদি রাজা হতাম ।
    উত্তর: I wish I were a king.
    গ. সে কোন কাজের নয়।
    উত্তর: He is good for nothing.
    ঘ. আমরা রওনা হতে না হতেই বৃষ্টি শুরু হয়েছিল?
    উত্তর: No sooner had we set out than it started raining.
    ঙ. বাতিটি নিভাও।
    উত্তর: Put out the lamp.
    12. Write a short paragraph on 'Padma Bridge and its impact'.
    ১৩. একটি রেলগাড়ি ঘণ্টায় ৮০ কি.মি. বেগে চলে। একটি লোক ৩ মিনিটে ১ কিলোমিটার দৌড়ালে লোকটির গতিবেগ রেলগাড়ীর গতিবেগের শতকরা কত হবে? যদি লোক ও রেলগাড়ী উভয়ই তাদের গতিবেগ ৫% কমায় তবে বর্তমানে লোকটির গতিবেগ, রেলগাড়ীর নতুন গতিবেগের শতকরা হিসেবে প্রকাশ করুন।
    ১৪. একটি আয়তকারক্ষেত্রের দৈর্ঘ্য 24 মিটার এবং প্রস্থ 10 মিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ 6% করে বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে?
    ১৫. উৎপাদক বিশ্লেষণ করুন: ক) x^2-x-(a+1)(a+2)
    খ) a^3-1/a^3 +4
    ১৭. নিচের প্রশ্নগুলির উত্তর দিন।
    ক. বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের চতুর্থ সব্বোর্চ পর্বতশৃঙ্গ “লোৎসে” জয় করেন কে?
    খ. বাংলাদেশের কোন প্রতিষ্ঠান দেশী শিং মাছের জীবন রহস্য উন্মোচন করেছে?
    গ. দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান কে?
    ঘ. ‘OIC’র বর্তমান প্রেসিডেন্ট কে?
    ঙ. ৪৮তম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
    উত্তর: যুক্তরাষ্ট্র
    চ. ‘ক্রলিং পেগ’ কী?
    ছ. SDGs এর উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?
    জ. TRD এর পূর্ণরূপ কী?
    ঝ. মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিলেন?
    উত্তর: ৬ জন
    ঞ. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ভিডিও রেকর্ড করেন কে?
    ট. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ‘সমাবেশের স্বাধীনতা'র কথা বলা হয়েছে?
    ঠ. ‘সুনীল অর্থনীতি’ কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
    ড. ‘নয় কুড়ি কান্দা ছয় কুড়ি বিল' নামে পরিচিত কোন হাওড়?
    ঢ. বঙ্গাব্দ সন কোন খিষ্টাব্দে প্রবর্তিত হয়?
    ণ. ‘উত্তরা গণভবন' কোন জেলা অবস্থিত?
    ত. e-TIN চালু হয় কত সালে?
    থ. প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি?
    দ. মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব কোনটি?
    ধ. বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কী?
    ন. লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?

ความคิดเห็น • 16

  • @rejaahmed6726
    @rejaahmed6726 2 หลายเดือนก่อน +1

    অনেক সুন্দর হইছে

  • @infinitytrailer550
    @infinitytrailer550 2 หลายเดือนก่อน +1

    প্রাণিসম্পদ অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য কিছু সাজেশন চাই আপনার কাছ থেকে দয়া করে আমাকে বলবেন

  • @RabiulIslam-qc7sw
    @RabiulIslam-qc7sw 2 หลายเดือนก่อน

  • @HamidaAkter-m9q
    @HamidaAkter-m9q 2 หลายเดือนก่อน +1

    অফিস সহকারী কাম কম্পিউটার এর টা দেন স্যার

  • @RiazulIslam-x1z
    @RiazulIslam-x1z 2 หลายเดือนก่อน

    কর এর পরিক্ষার সাজেশন নিয়ে ভিডিও দিলে উপকৃত হতাম, স্যার।

  • @mahinmahin679
    @mahinmahin679 2 หลายเดือนก่อน

    প্রধান সহকারী প্রশ্নের টা দেন।

  • @kohinurkohinur6991
    @kohinurkohinur6991 2 หลายเดือนก่อน

    পরিক্ষার রেজাল্ট কবে দিবে জানাবেন প্লিজ

  • @GaneshMandal-f2x
    @GaneshMandal-f2x 2 หลายเดือนก่อน

    আপনার সময় থাকলে অফিস -সহাওকের ও একটি ভিডিও দিয়েন

  • @bijoychandraroy5614
    @bijoychandraroy5614 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @samiachowdhury8419
    @samiachowdhury8419 หลายเดือนก่อน

    কর অঞ্চল এর নিয়োগ বই থাকলে জানাবেন

  • @Ujjol_16
    @Ujjol_16 2 หลายเดือนก่อน +3

    প্রাণীসম্পদ এর পরীক্ষা কি mcq হবে?

  • @kohinurkohinur6991
    @kohinurkohinur6991 2 หลายเดือนก่อน

    অফিস সহায়ক প্রশ্নের উত্তর দেন

  • @RiazulIslam-x1z
    @RiazulIslam-x1z 2 หลายเดือนก่อน

    কর এর পরিক্ষার সাজেশন নিয়ে ভিডিও দিলে উপকৃত হতাম, স্যার।

  • @RiazulIslam-x1z
    @RiazulIslam-x1z 2 หลายเดือนก่อน

    কর এর পরিক্ষার সাজেশন নিয়ে ভিডিও দিলে উপকৃত হতাম, স্যার।