কর অঞ্চল ১৯, ঢাকা উচ্চমান সহকারী প্রশ্ন সমাধান, Exam Date 5 July 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • কর অঞ্চল ১৯, ঢাকা উচ্চমান সহকারী প্রশ্ন সমাধান, Exam Date 5 July 2024
    সকল চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য: WhatsApp: 01735778503
    আমাদের Facebook Page: www.facebook.c...
    আমাদের Facebook Group : / 822928402412283
    আমাদের Facebook Page: www.facebook.c...
    ১। এক কথায় প্রকাশ করুনঃ
    ক) সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা = প্রত্যুদগমন
    খ) কোন ভাবেই নিবারণ করা যায় না = অনিবার্য
    গ) হাতের তালু = করতল
    ঘ) যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে = অবিমৃষ্যকারী
    ঙ) উপকারীর অপকার করেন যিনি। = কৃতঘ্ন
    ২। অর্থসহ বাক্য রচনা করুনঃ
    ক) রাশভারি (গম্ভীর প্রকৃতির)
    খ) কুল কাঠের আগুন (তীব্র জ্বালা)
    গ) কান পাতলা (বিশ্বাসপ্রবণ)
    ঘ) গোঁফখেজুড়ে (নিতান্ত অলস)
    ঙ) ষোলকলা (সম্পূর্ণ)
    ৩। কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
    ক) রেখো মা দাসেরে মনে। = কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি
    খ) ফুলে শহিদ মিনার ভরে গেছে। = করণ কারকে সপ্তমী বিভক্তি
    গ) মানুষ ভাবে এক হয় আর এক। = কর্তৃ কারকে শূণ্য বিভক্তি
    ঘ) সুখের চেয়ে শান্তি ভালো। = অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
    ঙ) ঝমঝম করে বৃষ্টি পড়ছে।
    ৪. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
    ক) বিষাদ সিন্ধু = বিষাদ রূপ সিন্ধু = রূপক কর্মধারয় সমাস
    খ) ফুলকুমারী = কুমারী ফুলের ন্যায় = উপমিত কর্মধারয় সমাস
    গ) শ্রমলব্ধ = শ্রম দ্বারা লব্দ = তৃতীয় তৎপুরুষ সমাস
    ঘ) মৌমাছি = মৌ (মধু) সংগ্রহকারী মাছি = মধ্যপদলোপী কর্মধারয় সমাস
    ঙ) রক্তনেত্র = রক্ত বর্ণের নেত্র = উপমান কর্মধারয় সমাস
    ৫. সন্ধি বিচ্ছেদ করুনঃ
    ক) সংরক্ষণ = সম্+রক্ষণ
    খ) বৃহস্পতি = বৃহৎ+পতি
    গ) পবন = পো+অন
    ঘ) পরস্পর = পর+পর
    ঙ) প্রত্যুষ = প্রতি+ঊষ
    ৬. অনুচ্ছেদ লিখুনঃ “রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র”
    ৭. Rewrite the following sentences using the right form or verbs.
    a) A stitch in time (save) nine.
    Answer: A stitch in time saves nine.
    b) He came here with a view to (help) me.
    Answer: He came here with a view to helping me.
    c) She said that she (do) the work the previous day.
    Answer: She said that she did the work the previous day.
    d) There is no mother but (love) her child.
    Answer: There is no mother but loves her child.
    e) The girl (play) since afternoon.
    Answer: The girl has been playing since afternoon.
    ৮. Fill in the gaps with articles or prepositions.
    a) It was----------unanimous decision.
    Answer: a
    b) He is ---------- F.R.C.S.
    Answer: an
    c) She is blind----------her son's fault.
    Answer: to
    d) The man was accused-------- theft.
    Answer: of
    e) We should not hanker------- money.
    Answer: after
    ৯. Transform the following sentences as directed.
    a) As soon as she heard the news, she left the house. (Negative)
    Answer: No sooner had she heard the news than she left the house.
    b) He is poor but happy. (Complex)
    Answer: Though he is poor, he is happy.
    c) He made me do the work. (Passive)
    Answer: I was made to do the work by him.
    d) There is no rose but has a thorn. (Affirmative)
    Answer: Every rose has a thorn.
    e) He has bought a car which is expensive. (Simple)
    Answer: He has bought a expensive car.
    ১০। নিচের phrases / idioms এর বাংলা অর্থসহ ইংরেজিতে বাক্য শুনা করুন।
    a) At stake (সংকটাপন্ন) Human being are at stake now.
    b) Bad blood (শত্রুতা) There is no bad blood among the brothers.
    c) Gala day (আনন্দের দিন) Eid is the gala day for Bangladesh.
    d) Null and void (বাতিল) The supreme court declared caretaker government as null and void.
    e) Slow coach (মন্থর/ অলস) Mr. Hakim is a slow coach officer.
    ১১. Translate the following sentences into English.
    a) নাচতে না জানলে উঠান বাঁকা।
    Answer: A bad workman quarrels with his tools.
    b) আমি জানি না লোকটি কোথায় বাস করেন।
    Answer: I don’t know where the man lives.
    c) ছেলেটি কী খেয়েছিলো?
    Answer: What did the boy eat?
    d) তুমি আসার পর আমি বাইরে গিয়েছিলাম।
    Answer: I went out after you had come.
    e) আমি বাচ্চাদের মাঝে আমগুলো বিতরণ করেছিলাম।
    Answer: I distributed the mangoes among the children.
    গণিত-২০
    ১২। একটি কাজ ক ২০ দিনে, খ ৩০ দিনে এবং গ ৬০ দিনে করতে পারে। প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে এবং প্রতি চতুর্থ দিনে গ ক-কে সাহায্য করলে ঐ কাজটি কত দিনে সম্পন্ন হবে?
    উত্তর: 15 1/2 দিন
    ১৩। একজন দোকানদার তালিকাবদ্ধ মূল্যের উপর ৫% কমিশন দেয়। যে দ্রব্যের ক্রয়মূল্য ৭১২.৫০ টাকা, তালিকাতে তার মূল্য কত লিখিত হলে দোকানদার ৩৩১/৩% % লাভ করবে?
    উত্তর: 1000 টাকা
    ১৪। ৪৮ মিটার দীর্ঘ একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। ঐ আয়তক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে নির্ণয় করুন?
    উত্তর: 1024 বর্গমিটার
    ১৫। যদি a^3-b^3=513 এবং a-b = 3 হয় তবে ab এর মান কত?
    উত্তর: 54
    সাধারণ জ্ঞান-২০
    ১৬। উত্তর লিখুনঃ
    ক) একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার করমুক্ত আয়সীমা কত?
    উত্তর: ৫ লক্ষ টাকা
    খ) স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কতটি?
    উত্তর: ৪ টি
    গ) পদ্মা সেতু প্রজেক্ট সমাপনী অনুষ্ঠান হয় কত তারিখ?
    উত্তর: ৫ জুলাই
    ঘ) বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের নাম কী?
    উত্তর: চন্ডিকা হাথুরেসিংহ
    ঙ) ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের সময়কাল কত মিনিট?
    উত্তর: ১৮ মিনিট
    চ) বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কী?
    উত্তর: স্বাধীনতা পুরস্কার
    ছ) বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত হয়েছে?
    উত্তর: দুইট
    জ) Optical fiber Cable -এ তথ্য আদান প্রদানের মাধ্যম কী?
    উত্তর: আলো
    ঝ) মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে কত সালে?

ความคิดเห็น • 10