আপনার ভিডিও আমি দেখি আম গাছের পরিচর্যা কিভাবে করতে হয় শুনলাম। আমি NEW YORK এ থাকি। আমি অনেক চেষ্টা করে আমের বিচি থেকে চারা করেছি । আমের চারার বয়স পাঁচ মাস, এখন এখানে অনেক বেশি ঠান্ডা। সে জন্য আমের চারা ঘরের ভিতরে রেখেছি ।দিনের বেলায় লাইট জ্বালিয়ে রাখি। এখন আমাকে kindly বলবেন কি , কি করে চারা গাছের যত্ন নিতে পারি? তাহলে অনেক উপকৃত হোতাম। অনেক ধন্যবাদ আপনাকে ।
আমার আম্রপালি একটি আম গাছ আছে।সেটি মাটিতে এবং বেশ বড়-সড়, 8-10 বছরের একটি পরিণত ও পূর্ণ আম গাছ। আমের বোঁটায় কালচে গোলাকার ভাবে দাগ হচ্ছে গাছে থাকার সময় এবং আম পাকলে ঐ অংশ নষ্ট হয়ে যাচ্ছে, আম খাওয়া যাচ্ছে না। আর একটি সমস্যা আছে, গাছে লাল পিপড়ের বেশ উৎপাত আছে। সার দিয়ে গাছের ডাল-পালায় বেশ আনন্দের সাথে চরে বেড়ায়। উপরোক্ত দুটি সমস্যা থেকে কি ভাবে সমাধান পেতে পারি সে বিষয়ে আপনার উপদেশ/মতামত জানালে আমি কৃতজ্ঞ থাকব, ধন্যবাদ।
খুব ভালো হত ভিডিও দিতে পারলে কিন্তু সমস্যা হচ্ছে এই গাছগুলো আমার সংগ্রহে নেই । আর এদের পালন করার মত রুম সেটাপ আমার নেই । ভবিষ্যতে দেখব করা যায় কিনা । অনেক ধন্যবাদ আপনাকে ।খুব ভালো থাকুন ।
দাদা আমি একজনের থেকে আম গাছ এনেছি রিসেন্ট কারণ উনি বাড়িতে না থাকায় দেখভাল করতে পারেন না বলে। অর্নামেন্টাল আম গাছ বলেছেন উনি। গাছটি আনার পর দেখছি খুব বেশি পরিমাণে মিলিবাগ ভরে গেছে,, আর আপনার কমেন্টে দেখলাম যে গাছ এই সময় কাটা যাবে না। তবে কি উপায় একটু যদি বলেন খুব উপহার পাবো🙏
Dada aam gaach bosabo kokhon tob e? Ar duto gaach kinbo, dwarf ar misti aam… chhad e lagabo, ki variety best hobe bolben…. Ami katimon ar arunika bhabchi bosabo
ভিডিওটা একটু শুনতে হয়তো ভুল করেছেন , আমি মিশ্র খাবার দিতে বারন করেছি । যাইহোক , কিনে তো সবাইই খাই কিন্তু নিজের গাছের থেকে পাকা মিষ্টি আম ছিঁড়ে খাওয়ার মজা আলাদা ।
আমি কিন্তু রাসায়নিক সার এবং কীচ নাশক ব্যবহারে উৎসাহি নই। আপনি তো পরিবেশ দূষণ করার মত কিছু খাদ্য এবং কিট নাশকের পরামর্শ দিলেন স্যার 🙏🏼। ছাইয়ের ব্যবহারে কি গাছের কোন উপকারিতা নেই?? বড় বড় মাপের বৃক্ষবিদগণ শুধু রাসায়নিক খাদ্য প্রয়োগের পরামর্শ দিয়ে থাকেন😢। তা ছাড়া এত এত মিলিঃ আর লিলিঃ মেপে মেপে গৃহিনীদের পক্ষে বাগান করা কঠিনই বটে😢🙏🏼🙏🏼🙏🏼🙏🏼।
যে কোন সিরাপ বা লিকুইড ওষুধের সঙ্গে দেখবেন মাপার একটা ছোট জিনিস থাকে - ওটা দিয়েই মাপবেন । আর একেবারে শুধু জৈব ভাবে টবে ছোট পাত্রে ফল গাছে বেশী ফল পাওয়া যাবে না , সামান্য হলেও রাসায়নিক ট্রিটমেন্ট দরকার পড়ে ।
এই মুহূর্তে ভুলেও কারো প্ররোচনায় পড়ে গাছ প্রুনিং করবেন না আর এখন কিন্তু কেউ আমগাছে "মিরাকুলান" দেবেন না !! সতর্ক থাকুন !
এখন কি মিরাকুলান দেওয়া যাবে?
@@subirdey9868পরিষ্কার লেখা আছে না ব্যবহার করতে
@@subirdey9868 না না দেবেন না ।
Buster 2 koto bar debo?@@ChannelPanchMishali
Dada ai somoy ki lebu gache am gach aro ono gache ki vitamin tel ki deya jabe ki
আমি ও একজন ছাদ বাগানী, খুব উপকারে লাগে আপনার ভিডিও গুলো
অনেক ধন্যবাদ আপনাকে। খুবই উপকারী একটি ভিডিও।❤❤
Bangladesh thaka dada ❤
খুব সুন্দর ভিডিও দাদা
খুবই সুন্দর একটি ভিডিও। আমি আশারুল হক, পশ্চিম বঙ্গের, নদীয়া জেলার পলাশী থেকে নিয়মিত আপনার ভিডিও দেখি
🙏দাদা। আশাকরি ভাল আছেন। সময়োপযোগী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। সকলের খুব কাজে আসবে।কোচবিহার থেকে অসিত।
আপনাদের কাজে লাগলেই আমার ভিডিও করা সার্থক হবে । অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো আমার।আমি বাংলাদেশ থেকে দেখছি
খুব ভালো লাগলো ধন্যবাদ
আপনাকেও অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।
খুব উপকারী পোস্ট
ডেনড্রোবিয়াম পিয়ারেড্ডি পটিংটা দেখাবেন। আপনার বাড়ি কোথায় ?
Darun......❤❤❤❤❤❤❤
অনেক ধন্যবাদ আপনাকে ।খুব ভালো থাকুন ।
Dhonnobad dada.
আপনাকেও অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।
আপনার ভিডিও আমি দেখি আম গাছের পরিচর্যা কিভাবে করতে হয় শুনলাম।
আমি NEW YORK এ থাকি। আমি অনেক চেষ্টা করে আমের বিচি থেকে চারা করেছি । আমের চারার বয়স পাঁচ মাস, এখন এখানে অনেক বেশি ঠান্ডা। সে জন্য আমের চারা ঘরের ভিতরে রেখেছি ।দিনের বেলায় লাইট জ্বালিয়ে রাখি। এখন আমাকে kindly বলবেন কি , কি করে চারা গাছের যত্ন নিতে পারি?
তাহলে অনেক উপকৃত হোতাম।
অনেক ধন্যবাদ আপনাকে ।
আমার আম্রপালি একটি আম গাছ আছে।সেটি মাটিতে এবং বেশ বড়-সড়, 8-10 বছরের একটি পরিণত ও পূর্ণ আম গাছ। আমের বোঁটায় কালচে গোলাকার ভাবে দাগ হচ্ছে গাছে থাকার সময় এবং আম পাকলে ঐ অংশ নষ্ট হয়ে যাচ্ছে, আম খাওয়া যাচ্ছে না।
আর একটি সমস্যা আছে, গাছে লাল পিপড়ের বেশ উৎপাত আছে। সার দিয়ে গাছের ডাল-পালায় বেশ আনন্দের সাথে চরে বেড়ায়।
উপরোক্ত দুটি সমস্যা থেকে কি ভাবে সমাধান পেতে পারি সে বিষয়ে আপনার উপদেশ/মতামত জানালে আমি কৃতজ্ঞ থাকব, ধন্যবাদ।
Kaku apnar rambutan gacher update
din.Ar avocado ar akta video banan
যে গাছে প্রথম ফুল আসবে, ফল ধরলে কি ফল ফেলে দিতে হবে?
মিরাকুলান কতটুকু দিতে হবে?
প্রাকৃতিক কিছু দেওয়া যাবে।
আমিতো সবগাছে মিরাকুলান আজকে দিয়ে দিলাম!! একন কি হবে!!😥
Godrej double কি এই সময় আম গাছে দেওয়া যাবে?
দাদা বাংলাদেশের থেকে দেখছি
অনেক ধন্যবাদ আপনাকে । এভাবেই পাশে থাকুন বাকি দিনগুলোতেও ।
দাদা, আপনি তো অনেকগুলোরই ভিডিও বানিয়েছেন। যেহেতু শীতকাল, শীতকালে টবে লাগানো টিউলিপ ও কাশ্মীরী জাফরান ফুলের পরিচর্যা কিভাবে করতে হয়, তার একটা ভিডিও বানালে উপকৃত হতাম।
খুব ভালো হত ভিডিও দিতে পারলে কিন্তু সমস্যা হচ্ছে এই গাছগুলো আমার সংগ্রহে নেই । আর এদের পালন করার মত রুম সেটাপ আমার নেই । ভবিষ্যতে দেখব করা যায় কিনা । অনেক ধন্যবাদ আপনাকে ।খুব ভালো থাকুন ।
Khoob Bhalo
অনেক ধন্যবাদ আপনাকে ।খুব ভালো থাকুন ।
দাদা আমার ছেলে আজ ২টা আম গাছ🌳 নিয়ে এসেছে , কী ভাবে টবে লাগানো বলবেন কি❓মালদা জেলা থেকে শুনছি।
দাদা আমি একজনের থেকে আম গাছ এনেছি রিসেন্ট কারণ উনি বাড়িতে না থাকায় দেখভাল করতে পারেন না বলে। অর্নামেন্টাল আম গাছ বলেছেন উনি। গাছটি আনার পর দেখছি খুব বেশি পরিমাণে মিলিবাগ ভরে গেছে,, আর আপনার কমেন্টে দেখলাম যে গাছ এই সময় কাটা যাবে না। তবে কি উপায় একটু যদি বলেন খুব উপহার পাবো🙏
দাদা আপনি একবার 5 লিটারের দেরি কেন যে পাম্পার সিস্টেমে স্প্রে তৈরি করেছিলেন সেই ফর্মুলাটা একবার বললে খুব ভালো হয়
অক্টোবরের শেষের দিকে গুটি কলম বাধা হয়েছিল এখন সেই কলম থেকে জোর ছেড়েছে এখন কি জানুয়ারি মাসে সেই ডাল কাটা যাবে
দাদা আমের ভিতর পোকা লাগে সেটা থেকে আমাকে কিভাবে রক্ষা করব একটু বলে দিলে উপকৃত হব
দাদার নিচু গাছের ডিসেম্বর মাসের জালি পাতা ছেড়েছে ফল ফুল আসবে এ বছরে
নমস্কার দাদা।
আচ্ছা এখন আমি কি গাছের গোড়াতে সুপার ফসফেট ও পটাশ সার ব্যবহার করতে পারব?
হ্যাঁ পারবেন কিন্তু তাহলে আর 0-52-34 দেবার দরকার নেই ।
Dada aam gaach bosabo kokhon tob e? Ar duto gaach kinbo, dwarf ar misti aam… chhad e lagabo, ki variety best hobe bolben…. Ami katimon ar arunika bhabchi bosabo
দাদাভাই, মাটির কাটিমন গাছ কী একই পরিচর্যা হবে
আমার আম গাছে কতকগুলো পাতা নিয়ে কোন বাসা বাঁধছে আর পাতাগুলো পোকায় খেয়ে শুকিয়ে যাচ্ছে কি করব জানালে উপকৃত হব।
Planofix এর dose কী হবে ???
Bumper r বদলে Booster 2 ব্যাবহার করতে পারি কি ???
দাদা আমার একটা মিষ্টি আংগুর গাছের চারা চাই কোথা থেকে পাবো
👍 kardiya
অনেক ধন্যবাদ আপনাকে ।খুব ভালো থাকুন ।
Dada Sob Bujechi.Tatee To Growth Hobe Ei Period Ee.Coming Year Ee Tobe Bhalo Flower Fruit Asbee.
Mango Plant Ee Nuton Pata Dec' Maser 1st week Eseche.Ei Nuton Pata Stem Theke Kete Debo.Please Clear Korun To.
ভিডিওর কথা গুলো ভালো করে শুনুন তাহলেই উত্তর পেয়ে যাবেন । এখন খাবার দিয়ে কচি পাতা যদি বের করান তাহলে তাতে 15-20 দিন পরেই মুকুল আসবে কি ?
Vai apni ki ghumm theke uthe gamla vorti vat khan
জাম এবং জামৰুলেৰ Video চাই৷ডিসেম্বৰে৷
আচ্ছা দেব , তবে আমের মতই পরিচর্যা করুন ।
Planofix dewar koto din por 00.52.34 spray karte hobe
৫-৭ দিন পর দিন
January mashe ki amm gacher shekor kata jabe
কাঠালগাছে ফল ধরারজন্য কি করতে হবে,
বারো মাসি আমের ক্ষেত্রে
কথা কম বলতে শিখেন ভিডিও আরো ভালো হবে।
লিচু গাছের ডিসেম্বর মাসে জালি পাতা ছেড়েছে এবার কি মুকুল আসবে তার জানতে চাই
Miraculan dia jabe achon ai time a aam gache a?? Amar 7 bochir purono matir himsagor gacha
দাদা ২৫ লিটার গ্রোব্যাগে আম গাছে কয় চামচ টিএসসি আর কয় চামচ পটাশ দেবো? বা কয় চামচ বোরন দেবো?
হাফ চামচ করে দিয়ে দিন ।
এখনো মুকুল আসার মতো বুঝা যাচ্ছে না, থেমে আছে। এখন পিজিআর স্প্রে করা যাবে? নাকি আর কিছু পরে পিজিআর স্প্রে করতে হবে?
Kukranu patay ki deba?
আপনার ভিডিও সব সময় সাময়ুপযোগি, বুস্টার 2 র ডোজ টা জানাবেন
১ ফোঁটা ১ লিটার জলে গুলে স্প্রে করুন ।
Ai somoy ki Gypsum (humic acid + boron combination er sathe) mati te dewa jai?
হ্যাঁ দিন , কোন অসুবিধা নেই ।
দাদা আমি এই দুই মাস গাছ লাগিয়েছি তাহলে আমি কি করব।।।।
জিপসাম কি এখন আম ও লেবু গাছে দেওয়া যাবে। দিলে কতোটুকু
হ্যাঁ দেওয়া যাবে , পরিমাণটা নির্ভর করছে আপনার গাছ এবং টবের সাইজের উপর । ১২-১৫ ইঞ্চিতে হাফ চামচ দিন ।
Dada akhon amm gach repot kora jaba
স্যার আমার আম গাছটি মাটিতে আছে তার জন্য কি করবো।
একই পরিচর্যা করুন ।
What is needed on the lemon plan.
একটু চ্যানেলে ঢুকুন দেখুন দুদিন আগেই ভিডিও করে দিয়েছি ওটা নিয়ে ।
দা দা গাছে sagorika দিলে কি খতি হবে
সাগরিকা অনুখাদ্যের কাজ করবে , গাছের চেহারা ঠিক ঠাক থাকলে এখন দেবার দরকার নেই । গাছ দুর্বল থাকলে দিতে পারেন ।
Sir booster 2 ki diya jbe gache
হ্যা যাবে , তবে যে কোন একটা দেবেন ।
Amer 50%parsen mogul jole ajse r fol o ajse....
Chader kathal gach niye bolle upokrito hobo
এই ভিডিওটার যাস্ট আগের ভিডিওটাই দেখুন ছাঁদের কাঁঠাল গাছ নিয়ে দিয়েছি ।
দাদা আমার এক দুইটা আম গাছ আছে সেগুলো পাতাগুলো ঝলসে গেছে কি করা যায়
কেমন ধরনের পুড়েছে ? পাতার কিনারা বরাবর যদি হয় তাহলে পটাশের অভাব আছে , অবশ্য আজকের ভিডিও অনুযায়ী পরিচর্যা করুন - নতুন পাতা আর পুড়বে না ।
দাদা ১৩ ০ ৪৫ দেওয়া যাবে দ য়া করে জানাবেন
আমার আমগাছ মাটিতে , বিরাট বড় ,আমি কি করব?
সম্ভব হলে এই ট্রিটমেন্ট করুন ! - সম্ভব না হলে আর কি করবেন ?
Amar mango plants e mukul ase gache.ki korbo akhon
মুকুল না ফুটে থাকলে ফাঙগিসাইড স্প্রে করুন।
জল ঠিকমত দিন , ফাঙ্গিসাইট স্প্রে করে রাখুন । আর চ্যানেলে গিয়ে দেখুন মুকুল আসার পরের পরিচর্যার ভিডিও দেওয়া আছে - একটু দেখে নিন ।
দাদা বাংলাদেশের ঔষধ নিয়ে কথা বলবেন ।
প্লানোফিক্স বা বাম্পারের পরিবর্তে Alpha Napthyl Acetic Acid আছে এমন কোন হরমোন স্প্রে করুন তাহলেই হবে । কাজ একই হবে ।
খাবার দেবেন না খাবার দেবেন না বলে, এতো কিছু দিতে বলে দিলেন | তাহলে, বাকিই আর কী থাকল ?
এর থেকে, আম কিনেই খাব |
ভিডিওটা একটু শুনতে হয়তো ভুল করেছেন , আমি মিশ্র খাবার দিতে বারন করেছি । যাইহোক , কিনে তো সবাইই খাই কিন্তু নিজের গাছের থেকে পাকা মিষ্টি আম ছিঁড়ে খাওয়ার মজা আলাদা ।
Amar am set hoyeo pore jore gel.
শুনে খারাপ লাগছে ! কি আমের জাত ছিল আর বয়স কত গাছের ?
আমার বড় গাছ হাফ ড্রামে আছে। ব্যানানা আম ওটা গতবছর ঝরে গেলো সব। এবার ঠিক মত খাবার দিয়েছি কিন্তু আম কেন ঝরে সেটা জানিনা। আম ঝরা রোধ করতে কি করতে পারি?
খাবার কবে দিয়েছেন ? যাইহোক ,চ্যানেলে গিয়ে দেখুন এর উপরে ভিডিও দেওয়া আছে !
সব সময় ছেলে তা কে কেনো নিয়ে বসেন ওকে ভালো ভাবে পড়াশুনা করান, আপনার মতো কেমন কেমন তৈরি করবেন না
বাবা হিসেবে সে দিকটা খেয়াল রাখি - পাশাপাশি সবুজের সঙ্গেও ওর এখন থেকেই নিবিড় সম্পর্ক তৈরির চেষ্টায় আছি । আর আমি ওকে আমার মতই তৈরি করব ।
এটাও শিখ্যামুলক বিষয়। এটা নিয়েও পরাশোনা করা, গবেষনা করা যায়।
বনসাই দেখাও না আছে না মরে গেছে
প্রচুর আছে , কিন্তু ওগুলো নিয়ে বাগানিদের উৎসাহ নেই তাই আর দেখাই না ... একদিন সব গাছ গুলো একসঙ্গে দেখাব । তবে এই শীতটা যাক ।
আমি কিন্তু রাসায়নিক সার এবং কীচ নাশক ব্যবহারে উৎসাহি নই। আপনি তো পরিবেশ দূষণ করার মত কিছু খাদ্য এবং কিট নাশকের পরামর্শ দিলেন স্যার 🙏🏼।
ছাইয়ের ব্যবহারে কি গাছের কোন উপকারিতা নেই??
বড় বড় মাপের বৃক্ষবিদগণ শুধু রাসায়নিক খাদ্য প্রয়োগের পরামর্শ দিয়ে থাকেন😢।
তা ছাড়া এত এত মিলিঃ আর লিলিঃ মেপে মেপে গৃহিনীদের পক্ষে বাগান করা কঠিনই বটে😢🙏🏼🙏🏼🙏🏼🙏🏼।
যে কোন সিরাপ বা লিকুইড ওষুধের সঙ্গে দেখবেন মাপার একটা ছোট জিনিস থাকে - ওটা দিয়েই মাপবেন । আর একেবারে শুধু জৈব ভাবে টবে ছোট পাত্রে ফল গাছে বেশী ফল পাওয়া যাবে না , সামান্য হলেও রাসায়নিক ট্রিটমেন্ট দরকার পড়ে ।
অশেষ ধন্যবাদ স্যার 🙏🏼❤️👍
Dada 12 mesi aam gache ki dormenci hoi please bolben