Aikotan ( Partial)|ঐকতান ( সংক্ষিপ্ত) | রবীন্দ্রনাথ ঠাকুর | Brief Discussion | JSSC | By Indrajit

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2023
  • কবিতা - ঐকতান
    কবি - রবীন্দ্রনাথ ঠাকুর
    কাব্যগ্রন্থ - জন্মদিনে
    সঙ্কলন গ্রন্থ - সঞ্চয়িতা
    বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি।
    দেশে দেশে কত- না নগর রাজধানী-
    মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু,
    কত- না অজানা জীব, কত- না অপরিচিত তরু
    রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন;
    মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারি এক কোণ।
    সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণবৃত্তান্ত আছে যাহে
    অক্ষয় উৎসাহে-
    যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী
    কুড়াইয়া আনি।
    জ্ঞানের দীনতা এই আপনার মনে
    পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে।
    আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি
    আমার বাঁশির সুরে সাড়া তার জাগিবে তখনি,
    এই স্বরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক-
    রয়ে গেছে ফাঁক।
    কল্পনায় অনুমানে ধরিত্রীর মহা- একতান
    কত- না নিস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ।
    দু্‌র্গম তুষারগিরি অসীম নিঃশব্দ নীলিমায়
    অশ্রুত যে গান গায়
    আমার অন্তরে বারবার
    পাঠায়েছে নিমন্ত্রণ তার।
    দক্ষিণমেরুর ঊর্ধ্বে যে অজ্ঞাত তারা
    মহাজনশূন্যতায় রাত্রি তার করিতেছে সারা,
    সে আমার অর্ধরাত্রে অনিমেষ চোখে
    অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে।
    সুদূরের মহাপ্লাবী প্রচন্ড নির্ঝর
    মনের গহনে মোর পঠায়েছে স্বর।
    প্রকৃতির ঐকতানস্রোতে
    নানা কবি ঢালে গান নানা দিক হতে;
    তাদের সবার সাথে আছে মোর এইমাত্র যোগ-
    সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দের ভোগ,
    গীতভারতীর আমি পাই তো প্রসাদ
    নিখিলের সংগীতের স্বাদ।
    সব চেয়ে দুর্গম- যে মানুষ আপন অন্তরালে,
    তার কোনো পরিণাপ নাই বাহিরের দেশে কালে।
    সে অন্তরময়
    অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয়।
    পাই নে সর্বত্র তার প্রবেশের দ্বার,
    বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার।
    চাষি খেতে চালাইছে হাল,
    তাঁতি বসে তাঁত বোনে, জেলে ফেলে জাল-
    বহুদূরপ্রসারিত এদের বিচিত্র কর্মভার
    তারি 'পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার।
    অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে
    সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে।
    মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে,
    ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে।
    জীবনে জীবন যোগ করা
    না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা।
    তাই আমি মেনে নিই সে নিন্দার কথা
    আমার সুরের অপূর্ণতা।
    আমার কবিতা, জানি আমি,
    গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী।
    কৃষাণের জীবনের শরিক যে জন,
    কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন,
    যে আছে মাটির কাছাকাছি,
    সে কবির বাণী- লাগি কান পেতে আছি।
    সাহিত্যের আনন্দের ভোজে
    নিজে যা পারি না দিতে নিত্য আমি থাকি তারি খোঁজে।
    সেটা সত্য হোক,
    শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ।
    সত্য মূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি
    ভালো নয়, ভালো নয় নকল সে শৌখিন মজ্‌দুরি।
    এসো কবি, অখ্যাতজনের
    নির্বাক্‌ মনের।
    মর্মের বেদনা যত করিয়ো উদ্ধার-
    প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা চারি ধার,
    অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি
    রসে পূর্ণ করি দাও তুমি।
    অন্তরে যে উৎস তার আছে আপনারি
    তাই তুমি দাও তো উদ্‌বারি।
    সাহিত্যের ঐকতানসংগীতসভায়
    একতারা যাহাদের তারাও সম্মান যেন পায়-
    মূক যারা দুঃখে সুখে,
    নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে,
    ওগো গুণী,
    কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি।
    তুমি থাকো তাহাদের জ্ঞাতি,
    তোমার খ্যাতিতে তারা পায় যেন আপনারি খ্যাতি-
    আমি বারংবার
    তোমারে করিব নমস্কার।
    আমার সীমিত ভাবনার দ্বারা সাধারণ ভাবে এই বৃহৎ গভীর কবিতার ব্যাখ্যা করার চেষ্টা করেছি।
    তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং সারগ্রাহি ভাবে ভালোটা গ্রহণ করবেন।
    ধন্যবাান্তে
    ....~~ ইন্দ্রজিৎ
    Instagram : indrajeet_pandi...
    PDF Through Telegram
    t.me/indrajitpandit4u
    বলাকা: • Bolaka | কবিতা - বলাকা...
    এবার ফিরাও মোরে : • Ebar Firao More | এবার...
    পরশ পাথর : • Parosh Pathor| পরশ পাথ...

ความคิดเห็น • 47

  • @schooltime571
    @schooltime571 หลายเดือนก่อน +1

    খুব সুন্দর কবিতা

  • @urmiakier7386
    @urmiakier7386 7 หลายเดือนก่อน +1

    "Sir' অনেক কিছু জানতে পার লাম, রবি ঠাকুরের কবিতা৷ আপনি অসাধারণ ভাবে বুঝিয়ে দিলেন কবিতা৷

  • @NasimSheikh-wz3wx
    @NasimSheikh-wz3wx 11 หลายเดือนก่อน +1

    কবিতা আলোচনা থেকে অনেক কিছু শিখতে পারলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ sir।

  • @barunparamanik2213
    @barunparamanik2213 11 หลายเดือนก่อน

    Onk onk aapnake dhanobaad .

  • @prasantamahato5960
    @prasantamahato5960 11 หลายเดือนก่อน

    Thanku Sir ❤

  • @user-ol2pj3xz9s
    @user-ol2pj3xz9s 11 หลายเดือนก่อน

    খুব ভাল লাগল

  • @PranobOfficialMusics
    @PranobOfficialMusics 7 หลายเดือนก่อน

    🙏🙏

  • @priyonathdas8035
    @priyonathdas8035 10 หลายเดือนก่อน +1

    Missing some lines but overall great explanation 👍👍👍
    Love from barharwa (sahibganj)

    • @Xmlvideo9
      @Xmlvideo9 2 หลายเดือนก่อน

      Are bhai amio barharwa theke tomar bari kothay barharwa te

    • @Xmlvideo9
      @Xmlvideo9 2 หลายเดือนก่อน

      Amar title das

  • @aratistreasure2865
    @aratistreasure2865 7 หลายเดือนก่อน

    Thank you sir 🙏

  • @nadeemomar4751
    @nadeemomar4751 11 หลายเดือนก่อน

    Doing good keep moving on brother love you

  • @thandamondal7352
    @thandamondal7352 6 หลายเดือนก่อน

    Atrimunir ashrame sri ramchandra kabita ti niye video banan plz

  • @kiranmahato9983
    @kiranmahato9983 11 หลายเดือนก่อน +2

    Sir plz cgl er jonno mcq baniye din... Sob kobitar

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  11 หลายเดือนก่อน

      th-cam.com/video/bIXz-SUENl4/w-d-xo.html

  • @atanuchakraborty1153
    @atanuchakraborty1153 11 หลายเดือนก่อน

    আমার মাথা নত করে কবিতা বাকি আছে । যদি করিয়ে দেন তো উপকৃত হতাম

  • @subham1487
    @subham1487 11 หลายเดือนก่อน

    Explaination ta khubi sundor laglo
    Kintu sir puro kobita ta koran plz

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  11 หลายเดือนก่อน +1

      next time আবার এই কবিতার পুরোটা ভিডিও নিয়ে আসবো।

    • @subham1487
      @subham1487 11 หลายเดือนก่อน

      @@KavitayenByIndrajit thank u sir

  • @bikashchakulia
    @bikashchakulia 10 หลายเดือนก่อน +1

    Sir, কবিতাটির 24 টি লাইন বাদ দিয়ে দিয়েছেন কেন?

  • @samim8356
    @samim8356 19 วันที่ผ่านมา

    Sir 13 jily ki ki aase che akta video banan

  • @barunparamanik2213
    @barunparamanik2213 11 หลายเดือนก่อน

    Jssc cgl er sob syllabus complete kore diben plezzz Ami aapnar er TH-cam theke class kori........ + Onk help hoyechee h aapnar class kore....

  • @JagdishSingh-cf5zx
    @JagdishSingh-cf5zx 9 หลายเดือนก่อน

    Missing some line sir

  • @almanac6551
    @almanac6551 11 หลายเดือนก่อน +1

    পরীক্ষা কেন্দ্র কি শুধুমাত্র রাঁচি তে থাকবে, নাকি অন্য জেলাতেও থাকবে?

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  11 หลายเดือนก่อน

      অন্যান্য জেলাতেও থাকবে।

    • @almanac6551
      @almanac6551 11 หลายเดือนก่อน

      @@KavitayenByIndrajit কোন কোন জেলাতে থাকতে পারে?

  • @mithundas139
    @mithundas139 11 หลายเดือนก่อน

    Sir khub sundar apnar bekkha..
    But sompurno kobita bekkha korun..
    Majhe majhe kichu line Chara hoye ache..

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  11 หลายเดือนก่อน

      sampurno kobita abar niye asbo

    • @mithundas139
      @mithundas139 11 หลายเดือนก่อน

      @@KavitayenByIndrajit thank u sir🙏🙏

  • @amitkumardey3009
    @amitkumardey3009 6 หลายเดือนก่อน +1

    Sir, কবিতার 28 টি লাইন বাদ দিয়ে আপনি পড়িয়েছেন কেনো?

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  6 หลายเดือนก่อน

      কারণ ইন্টারনেটে আমি ততোটাই পেয়েছিলাম ,পরে জানতে পেরেছি

  • @alonboy638
    @alonboy638 11 หลายเดือนก่อน

    Sir kobitar kichu line chute gaiche

  • @flickering8576
    @flickering8576 11 หลายเดือนก่อน +1

    Sir Ai Kobitar Onek Line Skip Hoye Gaiche...Majer Kichu Line Gulo

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  11 หลายเดือนก่อน +1

      You are right... তাই, পুরো কবিতা নিয়ে আবার আলোচনা করতে হবে। এই কবিতার

    • @flickering8576
      @flickering8576 11 หลายเดือนก่อน

      Ha Sir Puro Ta Koriye Den...plzz

  • @goutamgop2412
    @goutamgop2412 10 หลายเดือนก่อน

    স্যার সাজানো বাগান নাটকের pdf টা টেলিগ্রামে আপলোড করে দিন পড়বো

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  10 หลายเดือนก่อน

      Already upload করা রয়েছে।

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  10 หลายเดือนก่อน

      Already upload করা রয়েছে।

    • @goutamgop2412
      @goutamgop2412 10 หลายเดือนก่อน

      @@KavitayenByIndrajit thank you sir

  • @enhanceyourknowledgebybm2907
    @enhanceyourknowledgebybm2907 11 หลายเดือนก่อน +2

    sir kobita ta puro nahi

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  11 หลายเดือนก่อน

      Yes You are right, Puro kobita niye abar elta video banano hobe.

  • @Learnplaning
    @Learnplaning 11 หลายเดือนก่อน

    আমার মাথা নাত করে (রবীন্দ্রনাথ ঠাকুর),
    • হাট (কালিদাস রায়)
    এই কবিতা গুলোর ও যদি Video আনেন তো ভালো হয় sir

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  11 หลายเดือนก่อน

      হাট : th-cam.com/video/6sxTJ_lQ7Fc/w-d-xo.htmlsi=NWL0IJeX6tFwCbZh

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  11 หลายเดือนก่อน

      আমার মাথা নত করে : th-cam.com/video/eZFIfYkabh0/w-d-xo.htmlsi=JfZCC0TVLnKhJ72f