Parosh Pathor| পরশ পাথর | রবীন্দ্রনাথ ঠাকুর| ব্যাখ্যামূলক আলোচনা| Explanation by Indrajit for JSSC

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ค. 2023
  • কবিতা - পরশ পাথর
    কবি - রবীন্দ্রনাথ ঠাকুর
    কাব্যগ্রন্থ - সোনার তরী
    কাব্য সংকলন - সঞ্চয়িতা
    খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশপাথর।
    মাথায় বৃহৎ জটা ধূলায় কাদায় কটা,
    মলিন ছায়ার মতো ক্ষীণ কলেবর।
    ওষ্ঠে অধরেতে চাপি অন্তরের দ্বার ঝাঁপি
    রাত্রিদিন তীব্র জ্বালা জ্বেলে রাখে চোখে।
    দুটো নেত্র সদা যেন নিশার খদ্যোত- হেন
    উড়ে উড়ে খোঁজে কারে নিজের আলোকে।
    নাহি যার চালচুলা গায়ে মাখে ছাইধুলা
    কটিতে জড়ানো শুধু ধূসর কৌপীন,
    ডেকে কথা কয় তারে কেহ নাই এ সংসারে
    পথের ভিখারি হতে আরো দীনহীন,
    তার এত অভিমান, সোনারুপা তুচ্ছজ্ঞান,
    রাজসম্পদের লাগি নহে সে কাতর,
    দশা দেখে হাসি পায় আর কিছু নাহি চায়
    একেবারে পেতে চায় পরশপাথর!
    সম্মুখে গরজে সিন্ধু অগাধ অপার।
    তরঙ্গে তরঙ্গ উঠি হেসে হল কুটিকুটি
    সৃষ্টিছাড়া পাগলের দেখিয়া ব্যাপার।
    আকাশ রয়েছে চাহি, নয়নে নিমেষ নাহি,
    হু হু করে সমীরণ ছুটেছে অবাধ।
    সূর্য ওঠে প্রাতঃকালে পূর্ব গগনের ভালে,
    সন্ধ্যাবেলা ধীরে ধীরে উঠে আসে চাঁদ।
    জলরাশি অবিরল করিতেছে কলকল,
    অতল রহস্য যেন চাহে বলিবারে।
    কাম্য ধন আছে কোথা জানে যেন সব কথা,
    সে- ভাষা যে বোঝে সেই খুঁজে নিতে পারে।
    কিছুতে ভ্রূক্ষেপ নাহি, মহা গাথা গান গাহি
    সমুদ্র আপনি শুনে আপনার স্বর।
    কেহ যায়, কেহ আসে, কেহ কাঁদে, কেহ হাসে,
    খ্যাপা তীরে খুঁজে ফিরে পরশ- পাথর।
    একদিন, বহুপূর্বে, আছে ইতিহাস-
    নিকষে সোনার রেখা সবে যেন দিল দেখা-
    আকাশে প্রথম সৃষ্টি পাইল প্রকাশ।
    মিলি যত সুরাসুর কৌতূহলে ভরপুর
    এসেছিল পা টিপিয়া এই সিন্ধুতীরে।
    অতলের পানে চাহি নয়নে নিমেষ নাহি
    নীরবে দাঁড়ায়ে ছিল স্থির নতশিরে।
    বহুকাল স্তব্ধ থাকি শুনেছিল মুদে আঁখি
    এই মহাসমুদ্রের গীতি চিরন্তন;
    তার পরে কৌতূহলে ঝাঁপায়ে অগাধ জলে
    করেছিল এ অনন্ত রহস্য মন্থন।
    বহুকাল দুঃখ সেবি নিরখিল, লক্ষ্মীদেবী
    উদিলা জগৎ- মাঝে অতুল সুন্দর।
    সেই সমুদ্রের তীরে শীর্ণ দেহে জীর্ণ চীরে
    খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশপাথর।
    এতদিনে বুঝি তার ঘুচে গেছে আশ।
    খুঁজে খুঁজে ফিরে তবু বিশ্রাম না জানে কভু,
    আশা গেছে, যায় নাই খোঁজার অভ্যাস।
    বিরহী বিহঙ্গ ডাকে সারা নিশি তরুশাখে,
    যারে ডাকে তার দেখা পায় না অভাগা।
    তবু ডাকে সারাদিন আশাহীন শ্রান্তিহীন,
    একমাত্র কাজ তার ডেকে ডেকে জাগা।
    আর- সব কাজ ভুলি আকাশে তরঙ্গ তুলি
    সমুদ্র না জানি কারে চাহে অবিরত।
    যত করে হায় হায় কোনোকালে নাহি পায়,
    তবু শূন্যে তোলে বাহু, ওই তার ব্রত।
    কারে চাহি ব্যোমতলে গ্রহতারা লয়ে চলে,
    অনন্ত সাধনা করে বিশ্বচরাচর।
    সেইমতো সিন্ধুতটে ধূলিমাথা দীর্ঘজটে
    খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশপাথর।
    একদা শুধাল তারে গ্রামবাসী ছেলে,
    "সন্ন্যাসীঠাকুর, এ কী, কাঁকালে ও কী ও দেখি,
    সোনার শিকল তুমি কোথা হতে পেলে।'
    সন্ন্যাসী চমকি ওঠে শিকল সোনার বটে,
    লোহা সে হয়েছে সোনা জানে না কখন।
    একি কাণ্ড চমৎকার, তুলে দেখে বার বার,
    আঁখি কচালিয়া দেখে এ নহে স্বপন।
    কপালে হানিয়া কর বসে পড়ে ভূমি- 'পর,
    নিজেরে করিতে চাহে নির্দয় লাঞ্ছনা;
    পাগলের মতো চায়- কোথা গেল, হায় হায়,
    ধরা দিয়ে পলাইল সফল বাঞ্ছনা।
    কেবল অভ্যাসমত নুড়ি কুড়াইত কত,
    ঠন্‌ ক'রে ঠেকাইত শিকলের 'পর,
    চেয়ে দেখিত না, নুড়ি দূরে ফেলে দিত ছুঁড়ি,
    কখন ফেলেছে ছুঁড়ে পরশ- পাথর।
    তখন যেতেছে অস্তে মলিন তপন।
    আকাশ সোনার বর্ণ, সমুদ্র গলিত স্বর্ণ,
    পশ্চিম দিগ্বধূ দেখে সোনার স্বপন।
    সন্ন্যাসী আবার ধীরে পূর্বপথে যায় ফিরে
    খুঁজিতে নূতন ক'রে হারানো রতন।
    সে শকতি নাহি আর নুয়ে পড়ে দেহভার
    অন্তর লুটায় ছিন্ন তরুর মতন।
    পুরাতন দীর্ঘ পথ পড়ে আছে মৃতবৎ
    হেথা হতে কত দূর নাহি তার শেষ।
    দিক হতে দিগন্তরে মরুবালি ধূ ধূ করে,
    আসন্ন রজনী- ছায়ে ম্লান সর্বদেশ।
    অর্ধেক জীবন খুঁজি কোন্‌ ক্ষণে চক্ষু বুজি
    স্পর্শ লভেছিল যার এক পল ভর,
    বাকি অর্ধ ভগ্ন প্রাণ আবার করিছে দান
    ফিরিয়া খুঁজিতে সেই পরশ- পাথর।
    আমার সীমিত ভাবনার মত সাধারণ ভাবে এই বৃহৎ গভীর কবিতার ব্যাখ্যা করার চেষ্টা করেছি।
    তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং সারগ্রাহি ভাবে ভালোটা গ্রহণ করবেন।
    ধন্যবাান্তে
    ....~~ ইন্দ্রজিৎ

ความคิดเห็น • 79

  • @schooltime571
    @schooltime571 21 วันที่ผ่านมา

    খুব সুন্দর লাগল কবিতাটি

  • @chandansaha94711
    @chandansaha94711 5 หลายเดือนก่อน

    খুবই সুন্দর ভাবে আপনি ব্যাখ্যা করেছেন❤❤

  • @VillagersExpertgroup
    @VillagersExpertgroup 27 วันที่ผ่านมา

    খুব সুন্দর ❤

  • @indranihaldar7525
    @indranihaldar7525 10 หลายเดือนก่อน

    Khub valo vabe sohoj kore bujhiyechen...

  • @prakashsingha9191
    @prakashsingha9191 11 หลายเดือนก่อน

    Darun explanation dada❤👍 aibhabe sab samoy amader pase thakun R class gulo continue korun jate kore jssc syllabus ta puro complete korte pari. Karon jssc-r exam date:- 14th & 15 October,2023.

  • @shibukunai379
    @shibukunai379 6 หลายเดือนก่อน

    Khub sundor laglo ❤❤
    Thank you

  • @piyalisamanta4951
    @piyalisamanta4951 11 หลายเดือนก่อน

    Very helpful 👍 keep up the good work Sir.

  • @kpatra45
    @kpatra45 11 หลายเดือนก่อน

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏🏻

  • @PranobOfficialMusics
    @PranobOfficialMusics 6 หลายเดือนก่อน

    Onk onk dhonnobad 🙏

  • @arupsadhu5661
    @arupsadhu5661 11 หลายเดือนก่อน

    Khub sundar sir❤❤❤❤❤

  • @PrasenjitSarangi-vl1tb
    @PrasenjitSarangi-vl1tb 11 หลายเดือนก่อน

    Nice sir, very helpful.

  • @babligupta4069
    @babligupta4069 6 หลายเดือนก่อน

    Khubb Sundar Dada, dhanyabad

  • @Bgsdtyhddftg
    @Bgsdtyhddftg 11 หลายเดือนก่อน

    Kobita er analysis nice

  • @SumanSingh-li8qf
    @SumanSingh-li8qf 8 หลายเดือนก่อน

    Thank you sir.. khub valo laglo class ta❤❤

  • @dineshrajak5458
    @dineshrajak5458 5 หลายเดือนก่อน

    Khub Sundar sir👍

  • @dolikar8892
    @dolikar8892 10 หลายเดือนก่อน

    Amake Bangla kobita khub bhalo lage...apni khub bhalo bojhalen .... thank you dada bhai

  • @shekharkumardas3018
    @shekharkumardas3018 11 หลายเดือนก่อน

    Khub bhalo laglo sir

  • @asishsaw9914
    @asishsaw9914 หลายเดือนก่อน

    Nice sir......

  • @triptiroy1331
    @triptiroy1331 4 หลายเดือนก่อน

    খুব ভালো লেগেছে ।

  • @tinumandal567
    @tinumandal567 5 หลายเดือนก่อน

    ধন্যবাদ স্যার।

  • @pravatdutta8803
    @pravatdutta8803 11 หลายเดือนก่อน

    Darun laglo sir..please puro syllabus tai koraben sir.thank you

  • @bikashchakulia
    @bikashchakulia 11 หลายเดือนก่อน

    Thank you sir

  • @jinasarangi4579
    @jinasarangi4579 11 หลายเดือนก่อน

    Khub sundar sir

  • @shyamcharanmandal6347
    @shyamcharanmandal6347 11 หลายเดือนก่อน

    Thank u sir

  • @shailendrakumarbhakat8394
    @shailendrakumarbhakat8394 10 หลายเดือนก่อน

    Khub sundar dada

  • @sandykr1677
    @sandykr1677 11 หลายเดือนก่อน

    Sir apni khub bhalo.. Tai test series start korun.. 🙏🙏🙏🙏🙏

  • @ssumankumarmahto7994
    @ssumankumarmahto7994 7 หลายเดือนก่อน

    Good job

  • @sirjan9841
    @sirjan9841 11 หลายเดือนก่อน

    thank you sir...sthe kichu question answer o alochana kore dile valo hoi

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  11 หลายเดือนก่อน

      কিছুদিন পর প্রশ্নোত্তর এর সেশন নিয়ে আসবো।

  • @MDALAUDDIN-gf1ye
    @MDALAUDDIN-gf1ye 7 หลายเดือนก่อน

    ❤❤ खुब भालो दादा

  • @indianpoliceservice1679
    @indianpoliceservice1679 11 หลายเดือนก่อน

    Good evening sir 🌅

  • @nvfggy8637
    @nvfggy8637 8 หลายเดือนก่อน

    রবিন্দ্রনাথ, রবিন্দ্রনাথ কিহ ভাই। সন্মান টা তো দিন

  • @user-fh4ih2hv1j
    @user-fh4ih2hv1j 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ go on sir

  • @pravatdutta8803
    @pravatdutta8803 11 หลายเดือนก่อน

    Ebar firao more kobati erpor please korie den sir oi tao onek boro jate amra bojhar besi kore somoi pai....

  • @goutamgop2412
    @goutamgop2412 10 หลายเดือนก่อน

    এতো সুন্দর করে আমি কখনও কোনো কবিতা বুঝিনি

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  10 หลายเดือนก่อน

      সব গুলোই আমার এই চ্যানেলে আছে।

    • @goutamgop2412
      @goutamgop2412 10 หลายเดือนก่อน

      @@KavitayenByIndrajit Ok sir

  • @NasimSheikh-wz3wx
    @NasimSheikh-wz3wx 11 หลายเดือนก่อน

    এই কবিতা টা পড়ে jssc অস্পরান্টস এর অনেক উপকার হবে ❤❤❤❤

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  11 หลายเดือนก่อน

      ধন্যবাদ , আর যারা ঘুমিয়ে পরে থেকে জীবনে পরশ পাথর পেতে চাই তাদেরও কাজ দিবে।

  • @bewithraju7878
    @bewithraju7878 11 หลายเดือนก่อน

    MCQ koraben please

  • @mukul.623
    @mukul.623 6 หลายเดือนก่อน

    Dada jharkhand TET(Mains) 1- 5 A J syllabus royeche setar sob kobita gulor video banao please 🙏

  • @ruralvlogs5516
    @ruralvlogs5516 8 หลายเดือนก่อน

    প্রশ্ন উত্তর নিয়ে আসুন প্লীজ।

  • @atanuchakraborty1153
    @atanuchakraborty1153 11 หลายเดือนก่อน

    please complete the syllabus of JSSC CGL. Thank you

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  11 หลายเดือนก่อน

      অবশ্যই চেষ্টা করছি!!

  • @titly9993
    @titly9993 9 หลายเดือนก่อน

    Sir municipal e Bengali ta পড়িয়ে din

  • @chandansaha94711
    @chandansaha94711 5 หลายเดือนก่อน

    নিরখিল শব্দের অর্থ কি??

  • @mrprodiproy4232
    @mrprodiproy4232 11 หลายเดือนก่อน

    Jssc syllabus ta cover kore din 🙏

  • @parameshwarmondal4018
    @parameshwarmondal4018 11 หลายเดือนก่อน

    1. বলাকা
    2. ঐকতান
    3.পুরানা কাগজের ফেরিওয়ালা~প্রেমেন্দ্র মিত্র
    4. হাট~যতীন্দ্র নাথ সেনগুপ্ত
    দাদা এগুলো একটু try করবেন

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  11 หลายเดือนก่อน

      পুরানো কাগজের ফেরিওয়ালা : th-cam.com/video/F4OTLHhDlr0/w-d-xo.html
      হাট : th-cam.com/video/6sxTJ_lQ7Fc/w-d-xo.html

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  11 หลายเดือนก่อน

      বলাকা কবিতা নেক্সট ভিডিও যথাশীঘ্র ই আসবে ।

  • @bewithraju7878
    @bewithraju7878 11 หลายเดือนก่อน

    dada questions answered koriye deben please...noile exam e best performance kora jabena

  • @Iamdharani
    @Iamdharani 11 หลายเดือนก่อน

    দাদা একটু তাড়াতাড়ি বাকি কবিতা গুলোর ভিডিও করুন।। Jssc cgl exam চলে এলো ।।

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  11 หลายเดือนก่อน

      কবে exam..?

    • @Iamdharani
      @Iamdharani 11 หลายเดือนก่อน

      @@KavitayenByIndrajit September last week

    • @DhirajKumar-vf1ef
      @DhirajKumar-vf1ef 11 หลายเดือนก่อน

      @@Iamdharani 14-15 Oct

  • @bikashchakulia
    @bikashchakulia 11 หลายเดือนก่อน

    Sir
    "ভ্রুক্ষেপ"
    শব্দটির অর্থ বুঝতে পারলাম না।

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  11 หลายเดือนก่อน

      ভ্রুক্ষেপ অর্থ --- গুরুত্ব দেওয়া
      কিছুতে ভ্রুক্ষেপ নাহি , মহাগাথা গান গাহি
      সমুদ্র আপনি শুনে আপনার স্বর।
      অর্থাৎ সমুদ্র প্রকৃতির মাঝে থেকে নিজে নিজেই মহাগুন গান করতে মগ্ন তার আর বাইরের কোন কিছুতে গুরুত্ব নেই , ।

    • @bikashchakulia
      @bikashchakulia 11 หลายเดือนก่อน

      ধন্যবাদ sir

    • @abhijeetgoswami2459
      @abhijeetgoswami2459 11 หลายเดือนก่อน

      khub sundar explain korchhen .Yadi possible hai tahle mcq debar chesta korben

  • @physicsmotive9264
    @physicsmotive9264 11 หลายเดือนก่อน

    sir jharkhand teacher 6-8 teacherer syllabus cover kore din 🙏🙏🙏

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  11 หลายเดือนก่อน

      আমার চ্যানেলে Playlist এ graduation level Competition এ সবগুলো ভিডিওর মধ্যে পেয়ে যাবেন।

  • @mrinalmahato5908
    @mrinalmahato5908 11 หลายเดือนก่อน

    Guruji JSSC CGL yer Sob kota Syllabus complete Karun 🙏

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  11 หลายเดือนก่อน

      সব গুলো শেষ করার চেষ্টায় আছি।

  • @krkrishna90
    @krkrishna90 11 หลายเดือนก่อน +1

    Ebar firao more kavita tao vyakhya korun sir

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  11 หลายเดือนก่อน +2

      next কবিতা সেটাই নিয়ে আসবো।

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  11 หลายเดือนก่อน

      এবার ফিরাও মোরে
      th-cam.com/video/KVKiLcY2KZ4/w-d-xo.html

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  11 หลายเดือนก่อน

      th-cam.com/video/KVKiLcY2KZ4/w-d-xo.html

  • @s.ituitorial2187
    @s.ituitorial2187 11 หลายเดือนก่อน

    Sir আপনি প্রাইমারি লেভেল এর বাংলা পড়িয়ে দেন।

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  11 หลายเดือนก่อน

      আগে 6-8 এর বাংলা শেষ করবো।
      তারপর দেখবো সময় থাকলে পড়াবো।

  • @rambanerjaa887
    @rambanerjaa887 10 หลายเดือนก่อน

    Sir apnar number din plz

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  10 หลายเดือนก่อน

      You can contact me through Instagram
      instagram.com/indrajeet_pandit_4u?igshid=ZDc4ODBmNjlmNQ==

  • @goutamgop2412
    @goutamgop2412 10 หลายเดือนก่อน

    স্যার
    এবার ফিরাও মরে
    আমার মাথা নথ করে
    বলকা
    ঐক্যটান
    এগুলো একটু করিয়ে দেন

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  10 หลายเดือนก่อน

      এগুলো সব গুলো কবিতা আছে।
      আমার মাথা নত করে আজকে আপলোড করা হবে।

    • @goutamgop2412
      @goutamgop2412 10 หลายเดือนก่อน

      @@KavitayenByIndrajit thank you sir
      স্যার আপনি jssc CGL যেগুলো আছে একটু পরিয়ে দিন নতুবা আপনি jssc CGL Bengali course launche korun আমি পড়তে চাই আপনার কাছে

  • @bubundey7489
    @bubundey7489 11 หลายเดือนก่อน

    Abar firao more kobitati poran

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  11 หลายเดือนก่อน

      দয়া করে অপেক্ষা করুন।

  • @HabiburRahman-dx7rl
    @HabiburRahman-dx7rl 11 หลายเดือนก่อน

    Thank you sir

  • @bubundey7489
    @bubundey7489 11 หลายเดือนก่อน

    Thank u sir