আসসালামুলাইকুম স্যার আমার একটা প্রশ্ন দয়া করে জানাবেন প্রশ্ন হল আমার দাদার একটা দাগে২৯ শতাংশ জমি তার ওয়ারীশ হল দাদার ৪র্থ স্ত্রী ৫ ছেলে ৩মেয়ে রেখে মারা যান ৪র্থ স্ত্রীর ২ ছেলে মধ্যে একজন ঐ দাগে ১১ শতাংশ বিক্রি করেন ১৯৮৬ সালে অন্য জন বিক্রি করে ৩.৫ শতাংশ। আমার যে চাচা ১১ শতাংশ বিক্রি করছে সে চাচা তার স্ত্রীকে ২০১১ সালে ১০ শতাংশ হেবা দলিল করে দেন এবং ২০১৬ সালে আবার আমাদের বিএস খতিয়ানের বিরুদ্ধে ১০ শতাংশ দাবি করে মামলা দায়ের করে এবং পুনরায় আবার আর্জি সংশোধন করে ১২.৫০ শতাংশ জমি দাবি করেন এখন উভয় পক্ষের জেরা করে বাদীর মামলা খারিজ হবে উল্লেখ করে গত ১১/০২/২০২৪ তারিখে জজ সাহেব এখন আবার সময় চাইতেছে এখন কি করব।
স্যার অনেক টেনশনে আছি আমি মামলার বাদী, মামলার ধারা ৪০৬,৪২০,৫০০, কালকে মামলার চার্জ গঠন ছিল কিন্তু ম্যাজিস্ট্রেট চার্জ গঠন না করে আদেশ দিয়েছে। কি আদেশ দিয়েছে এখনও জানি না। এমন কি কোন আদেশ দিতে পারে যে মামলা টা শেষ হয়ে যাবে। স্যার দয়া করে এমারজেন্সি উত্তরটা দিয়েন
জানিনা উত্তর পাবো কি না,পেলে খুবই উপকৃত হবো !প্রশ্নঃ-আমার আব্বার জমি আজ থেকে ১৮ বছর আগে বৈধ ওয়রিশ গন সবাই মিলে B L& R O অপিস হতে মুসলিম আইন অনুযায়ী ভাগ বাটয়ারা করে রেকর্ডে নামপত্তন করে সেই সম্পত্তির সত্ব ভোগ করছেন , মোট ৮ জন অংশীদারগণ সবাই, কেউ কেউ জমি কিছু কিছু জমি বিক্রি ও করে রেজিষ্টারী করে দিয়েছে এমত অবস্থায় হিন্দু আইনে বোনেরা বেশি পাবার (ভাই বোন সমান অংশ ) আশায় পুনরায় অভিন্ন দেওয়ানি বিধিতে সমান অংশ দাবি করে মামলা করেছে, আমার এ কথার সমস্ত প্রমান রয়েছে । ভিন্ন দেওয়ানি বিধিতে ভাগ হওয়ার এত বছর পরে ও মামলায় সমান সমান অংশ পেতে পারে? উত্তরের অপেক্ষায় চেয়ে রইলাম।
ভাই আমার একটা বাটোয়ারা মামলার দুটি ডিগরী আমার পেয়েছি কিন্তু সেখানে এস এ দাগ নাম্বার রয়েছে। নতুন হালদাগ নেই নুতুন হাল দাগ বিবাদির নামে আর এস রেকর্ড হয়েছে।এখন আমরা খারিজ করতে পারছিনা।ডিগরিতে হালদাগ নেই বলে ভুমি অফিস এলিয়ে য়ায।করেনিয়ো কি একটু পরামর্শ দেন প্লিজ
লেকজান একটা জমি ক্রয় করেন, তার ছিল ২ পুত্র ১ কন্যা লেকজান মারা যাবার সমায় সেউ জিমি টা নিয়ে মামলা চলে, লেকজান মারা যাবার পরে যখন ড্রিগ তে রায় পায়, তখন তার ২ পুএ নামে ডিগ্রির রায় দেয় আদালত, তার## কন্যা নাম বাদ পরে ছে,,, তাহলে কি আর কন্যা জমি পাবে??❤❤❤
ভাই, ১৯৭৯ সালে একটা দেওয়ানি মামলার রায়,ডিগ্রি বা আদেশ ১৯৮৬ সালে আব্বু পায়, ঐ ডিগ্রির বিপক্ষে বিবাদীরা আজ পর্যন্ত আপীল করেনি। এখন কী আমি ঐ জমি নামজারী করতে পারবো? আর এক মাসের মধ্যে আপীল না করলে, যে সার্জিংটা নিতে হয় সেটা পাওয়ার প্রক্রিয়া কী?
চমৎকার আলোচনা ধন্যবাদ ভাই কুয়েত থেকে
আদালত ডিগ্রি দেওয়ার পর কিভাবে জমি দখলে যাওয়া যাবে
আসসালামুলাইকুম স্যার আমার একটা প্রশ্ন দয়া করে জানাবেন প্রশ্ন হল আমার দাদার একটা দাগে২৯ শতাংশ জমি তার ওয়ারীশ হল দাদার ৪র্থ স্ত্রী ৫ ছেলে ৩মেয়ে রেখে মারা যান ৪র্থ স্ত্রীর ২ ছেলে মধ্যে একজন ঐ দাগে ১১ শতাংশ বিক্রি করেন ১৯৮৬ সালে অন্য জন বিক্রি করে ৩.৫ শতাংশ। আমার যে চাচা ১১ শতাংশ বিক্রি করছে সে চাচা তার স্ত্রীকে ২০১১ সালে ১০ শতাংশ হেবা দলিল করে দেন এবং ২০১৬ সালে আবার আমাদের বিএস খতিয়ানের বিরুদ্ধে ১০ শতাংশ দাবি করে মামলা দায়ের করে এবং পুনরায় আবার আর্জি সংশোধন করে ১২.৫০ শতাংশ জমি দাবি করেন এখন উভয় পক্ষের জেরা করে বাদীর মামলা খারিজ হবে উল্লেখ করে গত ১১/০২/২০২৪ তারিখে জজ সাহেব এখন আবার সময় চাইতেছে এখন কি করব।
স্যার অনেক টেনশনে আছি আমি মামলার বাদী, মামলার ধারা ৪০৬,৪২০,৫০০, কালকে মামলার চার্জ গঠন ছিল কিন্তু ম্যাজিস্ট্রেট চার্জ গঠন না করে আদেশ দিয়েছে। কি আদেশ দিয়েছে এখনও জানি না। এমন কি কোন আদেশ দিতে পারে যে মামলা টা শেষ হয়ে যাবে।
স্যার দয়া করে এমারজেন্সি উত্তরটা দিয়েন
ভাইয়া আমার একটি মামলা যুক্তি তর্ক সেস, এখন রায় প্রচার জন্য তারিখ পড়ছে। তাহলে রায় প্রচার কি বুঝায়।
আসসালামু আলাইকুম। আপনার নোটস কিভাবে কালেক্ট করতে পারি? রিটেন কোনো বই আছে কি?
আমরা ১-২ মাসের মধ্যে আমাদের নোটস বই আকারে পাবলিশ করব ইনশল্লাহ্, আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
আমি আপনার সাথে৷ জোগা জোগ করতে চাই
হিন্দু আইনে স্থাবর অস্থাবর উইল মুলে সম্পত্তি এবং প্রবেট করা কিন্তু নামজারি করতে পারছি না বলছে মুল উইলে জমির তপশীল নেই ।এখন করনীয় কি একটু বলবেন স্যার
জানিনা উত্তর পাবো কি না,পেলে খুবই উপকৃত হবো !প্রশ্নঃ-আমার আব্বার জমি আজ থেকে ১৮ বছর আগে বৈধ ওয়রিশ গন সবাই মিলে B L& R O অপিস হতে মুসলিম আইন অনুযায়ী ভাগ বাটয়ারা করে রেকর্ডে নামপত্তন করে সেই সম্পত্তির সত্ব ভোগ করছেন , মোট ৮ জন অংশীদারগণ সবাই, কেউ কেউ জমি কিছু কিছু জমি বিক্রি ও করে রেজিষ্টারী করে দিয়েছে এমত অবস্থায় হিন্দু আইনে বোনেরা বেশি পাবার (ভাই বোন সমান অংশ ) আশায় পুনরায় অভিন্ন দেওয়ানি বিধিতে সমান অংশ দাবি করে মামলা করেছে, আমার এ কথার সমস্ত প্রমান রয়েছে । ভিন্ন দেওয়ানি বিধিতে ভাগ হওয়ার এত বছর পরে ও মামলায় সমান সমান অংশ পেতে পারে? উত্তরের অপেক্ষায় চেয়ে রইলাম।
ভাই আমার একটা বাটোয়ারা মামলার দুটি ডিগরী আমার পেয়েছি কিন্তু সেখানে এস এ দাগ নাম্বার রয়েছে। নতুন হালদাগ নেই নুতুন হাল দাগ বিবাদির নামে আর এস রেকর্ড হয়েছে।এখন আমরা খারিজ করতে পারছিনা।ডিগরিতে হালদাগ নেই বলে ভুমি অফিস এলিয়ে য়ায।করেনিয়ো কি একটু পরামর্শ দেন প্লিজ
বিবাদী পক্ষ কে দওয়ানী আদালতে খিতিয়ান সংসদ ব্যাপারে সব কিছু অবগত করার পরে এক তরফা আদেশ পেলে বা ডিক্রি পেলে তার পরে কি কি করতে হবে জানাবেন?
একতরফা ডিক্রি বাতিলের আবেদন করা যায়। সঠিক পরমর্শের জন্য আপনার আইনজীবীর সাহায্য নিন। ধন্যবাদ।
বাদীর অনুপস্থিতির কারণে মামলা খারিজ হলে জমির মালিকানা কে পাবে?
লেকজান একটা জমি ক্রয় করেন, তার ছিল ২ পুত্র ১ কন্যা
লেকজান মারা যাবার সমায় সেউ জিমি টা নিয়ে মামলা চলে,
লেকজান মারা যাবার পরে যখন ড্রিগ তে রায় পায়, তখন তার ২ পুএ নামে ডিগ্রির রায় দেয় আদালত, তার## কন্যা নাম বাদ পরে ছে,,, তাহলে কি আর কন্যা জমি পাবে??❤❤❤
ভাই, ১৯৭৯ সালে একটা দেওয়ানি মামলার রায়,ডিগ্রি বা আদেশ ১৯৮৬ সালে আব্বু পায়, ঐ ডিগ্রির বিপক্ষে বিবাদীরা আজ পর্যন্ত আপীল করেনি।
এখন কী আমি ঐ জমি নামজারী করতে পারবো?
আর এক মাসের মধ্যে আপীল না করলে, যে সার্জিংটা নিতে হয় সেটা পাওয়ার প্রক্রিয়া কী?
মামলা চলাকালীন উকিল মারা গেছেন এখন কি করতে পারি।
উকিল পরিবর্তন করুন।