দেওয়ানী মোকদ্দমা দ্রুত শেষ করার উপায় কি? What is the fastest way to end civil litigation? সহজ আইন।।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • দেওয়ানী মামলার ধাপ সমূহ না জানার কারণে অনেকে বিভিন্ন প্রকার হয়রানির শিকার হয়। তাই দেওয়ানী মামলার ধাপ সমূহ জানা অত্যান্ত জরুরি।
    মামলা দায়ের
    দেওয়ানী মামলা মামলার প্রক্রিয়া শুরু হয় এখতিয়ার ভুক্ত আদালতের সেরেস্তাদারের নিকটে আরজি দাখিলের মাধ্যমে । আরজীর সাথে প্রয়োজনীয় সকল কাগজপত্র দাখিল করতে হবে। এর সাথে ডাক টিকেটযুক্ত সমন-নোটিশ ও প্রয়োজনীয় কোর্ট ফি দাখিল করতে হবে। যথাযথ ভাবে মামলা ফাইলিং হলে সেরেস্তাদার মামলার ফাইলিং রেজিষ্ট্রারে মামলার পক্ষগণের নাম, মামলার ধরন , মামলার নম্বর ইত্যাদি লিপিবদ্ধ করবে।
    সমন ইস্যু
    মামলা যথাযথ ভাবে দায়ের করা হলে আদালত সকল বিবাদীর উপর সমন জারী করবে। আদালত থেকে সকল বিবাদীর উপর সমন জারী করার উদেশ্য হলো তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে সে সম্পর্কে তাকে অবহিত করা, নিদিষ্ট তারিখে আদালতে হাজির হওয়া এবং তার স্বপক্ষে জবাব দাখিল করার জন্য নিদ্দেশ প্রদান করে থাকে । আদালত থেকে সমন জারীকারক নিজে সমনের একটি কপি বিবাদীকে প্রদান করবেন এবং একটি সমনের বিপরীত পৃষ্টায় যাহার উপর সমনজারী হয়েছে তাহার স্বাক্ষর সম্ভলিত একটি কপি আদালতে দাখিল করবেন । এছাড়াও আদালত বিভিন্ন ভাবে বিবাদীর উপর সমন জারী করতে পারে ।
    লিখিত জবাব দাখিল
    বিবাদীর উপর সমন যথাযথ ভাবে জারী করা হলে সমনে উল্লেখিত দিনে হাজির হয়ে বিবাদী তার স্বপক্ষে জবাব দাখিল দাখিল করবেন। ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধির, আদেশ -৮, বিধি-১ অনুযায়ী বিবাদীর প্রতি যথারীতি সমন জারী অথবা মামলার ১ম শুনানীর তারিখ থেকে দুই মাসের মধ্যে বিবাদীকে লিখিত জবাব দাখিল করতে হবে । তা না হলে মামলাটি একতরফা শুনানীর জন্য নির্ধারিত হবে। বিবাদী যদি যথা সময়ে লিখিত জবাব দাখিল করতে না পারেন তাহলে বিবাদী তার লিখিত জবাব দাখিল করার জন্য আদালতে সময়ের আবেদন করতে পারবে। বিবাদী যদি লিখিত জবাবে তার দাবীর সমর্থনে কোন দলিলাদির উপর নির্ভর করে, তবে তা ফিরিস্তি সহকারে ঐ দলিলাদি লিখিত জবাবের সাথে আদালতে দাখিল করবেন।
    একতরফা শুনানী
    কোন বিবাদী যদি নির্ধারিত সময়ের ভিতরে লিখিত জবাব দিতে না পারেন বা আদালতে উপস্থিত না হন তাহলে আদালত মামলা একতরফা শুনানী করবেন। পরবর্তীতে আদালত একতরফা সাক্ষ্য গ্রহন করে বিরোধীয় বিষয়ে বিবাদীগনের দাবী নেই মর্মে ধরে নিয়ে মোকদ্দমাটি একতরফাভাবে নিষ্পত্তি করবেন । ।যদি বিবাদী জবাব দাখিল করেন তবে আদালত মামলাটিকে নিম্নে বর্নিত ধাপে অগ্রসর হবেন।
    বিকল্পভাবে বিরোধ নিষ্পত্তি (ADR):
    বিবাদী তার লিখিত জবাব দাখিল এর পর যদি উভয় পক্ষ আদালতে উপস্থিত থাকে তাহলে আদালত মামালার শুনানী মুলতবী করে ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধির ৮৯ক বা ৮৯খ ধারা অনুযায়ী উভয় পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য আদালতের বাহিরে মধ্যস্থতার মাধ্যমে সমাধান করার চেষ্টা করবেন।
    ইস্যু বা বিচার্য বিষয় নির্ধারন
    উভয়পক্ষ যদি আদালতের বাহিরে মধ্যস্থতার মাধ্যমে তাদের বিরোধ নিষ্পত্তি করতে ব্যার্থ হন তাহলে আদালত মামলার পরবর্তী কার্যক্রম শুরু করবেন। ইস্যু গঠন বা বির্চার্য বিষয় হলো কোন বিষয়ের উপর মোকদ্দমাটি বিচার হবে তা নিধারর্ণ করা।
    ৩০ ধারায় পদক্ষেপ
    আদালত যে কোন সময় স্বতঃ প্রবৃত্ত হয়ে অথবা কোন এক পক্ষের আবেদনক্রমে- প্রশ্নাবলী সরবরাহ ও জবাব দান , দলিল ও তথ্য গ্রহন এবং সাক্ষ্য হিসেবে দাখিলযোগ্য দলিল বা অন্য কোন বস্তু আবিষ্কার, পরিদর্শন,দাখিল বা ফেরৎ সম্পর্কে প্রয়োজনীয় আদেশ দিতে পারেন ।
    চুড়ান্ত শুনানীর জন্য তারিখ নির্ধারণ ( এস ডি)
    ৩০ ধারার পদক্ষেপ এর পর আদালত মামলার চুড়ান্ত শুনানীর জন্য তারিখ নির্ধারণ করবেন। দেওয়ানী কার্যবিধি- ১৯০৮ এর আদেশ -১৪ বিধি ৮ অনুযায়ী ইস্যু গঠনের ১২০ দিনের মধ্যে মামলার চূড়ান্ত শুনানীর দিন ধার্য করতে হয়। পক্ষদ্বয়কে তাদের নিজ নিজ পক্ষে মামলা প্রমানের জন্য সাক্ষীর তালিকা না দিয়ে থাকলে তাহলে আদালত সাক্ষীদের তালিকা দিতে বলবেন ।
    চুড়ান্ত শুনানী (PH)
    এই পর্যায়ে আদালত উভয় পক্ষের সাক্ষীগনদের জবানবন্দী লিপিবদ্ধ করবেন। একপক্ষের সাক্ষীকে অপর পক্ষের নিযুক্ত আইনজীবী জেরা করবেন এবং আদালত তাহা লিপিবদ্ধ করবেন । কোন প্রকারের দালিলিক সাক্ষ্য থাকলে পক্ষগন তাহা আদালতে উপস্থাপন করবেন । প্রথম যেদিন চুড়ান্ত শুনানী শুরু হবে সেটি হচ্ছে Peremptory Hearing বা PH
    অধিকতর শুনানী বা (FPH)
    দেওয়ানী কার্যবিধি- ১৯০৮ এর আদেশ -১৮ বিধি ১৯ অনুযায়ী চূড়ান্ত শুনানীর তারিখ হতে ১২০ দিনের মধ্যে মামলার শুনানী শেষ করতে হয়। আদালত যদি প্রথম দিনে মামলার সকল সাক্ষীর জবানবন্দী -জেরা ও দালিলিক সাক্ষ্য লিপিবদ্ধ করতে না পারলে পরবর্তীতে আদালত অধিকতর শুনানীর জন্য তারিখদিবেন এটাকে FPH বলে হয়ে থাকে।
    যুক্তিতর্ক
    মামলার শুনানী,উভয় পক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহন, জেরা করার পর বাদী-বিবাদীর নিযুক্ত আইনজীবী তাদের পক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করবেন। মোকদ্দমার শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয় সংক্ষিপ্ত আকারে আদালতের সামনে উপস্থাপন করবেন । যুক্তিতর্ক অবশ্যাই স্পষ্ট,আইনসম্মত হতে হবে । যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারণ করবেন।
    রায় ঘোষণ
    সাধারণত যুক্তিতর্ক শুনানির পর আদালত একটি নিদিষ্ট তারিখে মামলার রায় ঘোষণা করবেন। দেওয়ানী কার্যবিধি- ১৯০৮ এর আদেশ -২০ বিধি ১ অনুযায়ী মামলা শুনানী সমাপ্ত হওয়ার পরে অনধিক ৭ দিনের মধ্যে আদালত রায় ঘোষণার কথা বলা হয়েছে ।
    Contact Information
    Phone- 01671-043256
    E-mail- lemon.law14@gmail.com
    Facebook Page- / advocateamirhamza.lemon
    Instagarm- / advocatelemon
    Twitter- / advocatelemon

ความคิดเห็น • 205

  • @DilipSanfui-vz2rp
    @DilipSanfui-vz2rp 4 หลายเดือนก่อน

    ঃআপনার বকতবব পরিবেশন খুব ভাল হয়েছে

  • @mdsazalx5010
    @mdsazalx5010 7 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম ভাই খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন আপনার সাথে আমার ডিসি কোর্টে দেখা হয়েছিল 😊

    • @ShohozAin
      @ShohozAin  7 หลายเดือนก่อน

      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।

  • @paintmaking5202
    @paintmaking5202 ปีที่แล้ว +6

    এই ধরনের আদালত দেশে না থাকায় ভালো হতো , কারণ মামলা করলে অধিকারের চেয়ে বঞ্চনা বেশি

    • @ckkhan6617
      @ckkhan6617 ปีที่แล้ว +1

      ঠিক বলেছো ভাই ,, ভারত বর্ষের আইনও একই ,,, এই ধরনের বিচার ব্যবস্থা না থাকাই ভালো ,,, এখানে সোজা ব্যাপারটাকে বাঁকিয়ে নিয়ে যাওয়া হয় ,,

  • @user-ws1rr6hs9o
    @user-ws1rr6hs9o 11 หลายเดือนก่อน

    আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আপনার সাথে দেখা করার আমার খুব ইচ্ছে আপনার প্রতিটা ভিডিও আমি দেখি ইনশাআল্লাহ ।

  • @bhadreswarhalder5510
    @bhadreswarhalder5510 2 หลายเดือนก่อน

    Good educational vedeo

  • @MdsibbirAhmed-fo9jv
    @MdsibbirAhmed-fo9jv ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম ভাই ধন্যবাদ আপনাকে

  • @MdMominabsar
    @MdMominabsar หลายเดือนก่อน

    ধারুন আইডিয়া হলো

  • @computermobiletechnologoy5176
    @computermobiletechnologoy5176 2 หลายเดือนก่อน +1

    আইনি জটিলতার কারণে বিভিন্ন রকম মাডার হয়। দ্রুত না করলে সব আইনের পল্ট আছে। মানুষ আইন বিষয়ে পড়ালেখা করে সব বিষয়ের জটিল করছে

  • @mdmonirhossan9422
    @mdmonirhossan9422 ปีที่แล้ว +1

    ধন্যবাদ স্যার ভালো থাকবেন শুভ কামনা। ইনশাআল্লাহ দেখা করবো সারের সাথে আল্লাহ চাইলে

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว +1

      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।

    • @anamulmishuk8515
      @anamulmishuk8515 ปีที่แล้ว

      ​@@ShohozAin
      প্রতিটি স্টেজের কাজ গুলো কি আমি করবো নাকি উকিল করবে?
      চিটার বাটপার প্রতারক উকিল দিয়ে ভরে গেছে সমস্ত আদালত।।।
      মাদারীপুর জেলা জজ কোটে একটা ভালো উকিল পেলাম না আজ পরযন্ত - যার কাছেই এই পরযন্ত গেলাম সেই আমার কাছে থেকে টাকা খাইয়া উল্টো আমাকে ডুবাইয়া ছাড়ছে ইচ্ছে করেই যেন তার কাছে বান্দা থাকি...

    • @M.VShahAlam
      @M.VShahAlam 6 หลายเดือนก่อน

      চস😊

    • @M.VShahAlam
      @M.VShahAlam 6 หลายเดือนก่อน

      ​@@ShohozAin
      দশ ট্রাক অস্ত্র মামলার রায় আজ এ পর্যন্তই সবাই ভাল আছেন ঊ

  • @md.tushar1057
    @md.tushar1057 5 หลายเดือนก่อน

    অনেক অনেক ধন্যবাদ স্যার

  • @mdnayeem3947
    @mdnayeem3947 ปีที่แล้ว +5

    1956 সালে জমি বিক্রি করার পরে সি এস, এস,এ,,,খতিয়ানে তাদের বাবার নাম থেকে যাওয়ায়,,, এখন ২০২১ সালে ওয়ারিশ সূত্রে দাবি করে,,, সন্ত্রাসীদের দিয়ে আমাদের জায়গা দখল করে ফেলছে,,, আর এস এ ক্রয় করেছি আমরা, পর্যায়ক্রমে বিএস খতিয়ান চূড়ান্ত আমাদের নামে,, জায়গার দলিল আছে ১৯৫৬ সালের আমাদের, এবং নকলও তুলে ফেলছি আমরা দলিলের,,,, এবং আমাদের দখলে ৭৬ বছর ছিল,,,, এলাকার সিন্ডিকেট, ভূমিদস্যুদের দের কে নিয়ে ,,, দেওয়ানিয়া মোকাদ্দামা মামলা উল্টো আমাদের নামে করে দিছে,,, আমরাও ১৪৫ দ্বারা মামলা করে, ইনজেকশন জারি করে রাখছি,,, দলিল যার, জায়গা তার , এই আইনটি পাস হলে,, আমাদের গরিবদের অনেক উপকৃত হবে,,,,, এ ব্যাপার নিয়ে একটা ভিডিও বানাবেন দয়া করে,,,, আপনার প্রতিটা ভিডিও আমি দেখি প্রবাস থেকে,,,, ধন্যবাদ লিমন ভাই

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว

      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।

  • @ferdousakon9774
    @ferdousakon9774 ปีที่แล้ว +1

    সুন্দর টপিক

  • @alltips2631
    @alltips2631 ปีที่แล้ว +1

    পাওয়ার অফ এটর্নি বাতিল করার পদ্ধতি নিয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ

  • @AbdurRahmanRefrigeration
    @AbdurRahmanRefrigeration ปีที่แล้ว +2

    আসসালামু আলাইকুম।
    স্যার আমরা ক্রয় সুত্রে তিন দাগে জমি কিনেছি কিন্তু ভোগ করতেছি এক দাগে।কিন্তু তিন দাগে আর নামজারি হচ্চেনা,এসিল্যান্ড স্যার বলেছে এক দাগে করে নিতে। যার কাছে জমি নিয়েছি তেনারা কয়েক ভাই,জমি কুলায়নি তাই তিন দাগে নিছিলাম,এখন প্রশ্ন হচ্চে একদাগে কিভাবে দলিল করে নিব, কোথায় কিভাবে সংশোধনের মামলা দিব।প্লিজ স্যার পরামর্শ দিয়ে হেল্প করুন।

  • @jasmin8796
    @jasmin8796 ปีที่แล้ว +1

    ধন্যবাদ স্যার আপনাকে

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว

      ধন্যবাদ

  • @md.shafiqulislam1964
    @md.shafiqulislam1964 ปีที่แล้ว +1

    ভায়োলেশন মিস মামলা কি নতুন করে করতে হবে? নাকি চলমান দেওয়ানি মামলা‌ থেকে হবে? ভায়োলেশন‌ মিহ মামলার খরচ কত ? Sir reply please

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว

      চলমান মামলায় করতে হবে

  • @the_flash001
    @the_flash001 ปีที่แล้ว

    Sir ajkei jodi kindly ei video ta baniye dite paren tahole onek upokar hobe amr ki kora uchit. 🥺🙏🙏🙏

  • @mdalamgirmondol8926
    @mdalamgirmondol8926 10 หลายเดือนก่อน +3

    স্যার বর্তমানে দেওয়ানী মামলায় কয়বার টাইম পিটিশন নেওয়া যায়

  • @user-og4fm8pc7t
    @user-og4fm8pc7t ปีที่แล้ว +1

    স্যার, আমার দাদার জমি, অন্য কেউ রেকর্ড করেন এবং আমি মামলা করি, ভিবিন্ন প্রসেস এর মাধ্যমে মামলা একতরফার জন্য উকিল আবেদন করে, তার পরে কিছু দিন পরে উকিল বলছে, জবাব দাখিল করছে বা জবাব দিয়েছে, অপর পক্ষ, এখন আমার করনিয় কি, দয়া করে বলবেন

  • @md.shafiqulislam1964
    @md.shafiqulislam1964 ปีที่แล้ว +1

    ১ম রেজিস্ট্রি কৃত আম মোক্তার দলিলে যদি দাগ নাম্বার ভুল হয় । তবে ১ম দলিল বাতিল না করে , ২য় আম মোক্তার দলিল রেজিস্ট্রি করলে তা বৈধ হবে? ‌sir please reply.

  • @md.shafiqulislam1964
    @md.shafiqulislam1964 ปีที่แล้ว +1

    রেজিস্ট্রিকৃত দুটি আমমোক্তার দলিলের মাঝে যদি ১ম আমমোক্তার দলিল থেকে জমি ক্রয় না করে ২য় আমমোক্তার দলিল থেকে জমি ক্রয় করে তবে কি তা বৈধ হবে? Please reply sir

  • @shahadatmollah2435
    @shahadatmollah2435 7 หลายเดือนก่อน

    ধন্যবাদ স্যার

  • @JaneAlam-rj6ii
    @JaneAlam-rj6ii 8 หลายเดือนก่อน

    Thank you.

  • @user-fp6pj1hy2n
    @user-fp6pj1hy2n ปีที่แล้ว +2

    বাদী ‍যদি হয়রানীর জন্য মামলা করে তাহলে বিবাদী কী ভাবে দুরুত শেষ করা যায় কারন আমার আইনজীবি বলে বাদীরা যদি দুরুত না চায় তাহলে দুরুত শেষ হবে না
    আপনার মতামত কী

  • @md.shafiqulislam1964
    @md.shafiqulislam1964 ปีที่แล้ว +1

    দেওয়ানি আদালতে মামলা চলাকালে জমি হস্তান্তর হলে সেই দলিল কি বৈধ হবে? নাকি অবৈধ হবে । Sir please replay.

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว

      হস্তান্তর করা যাবেনা

    • @md.shafiqulislam1964
      @md.shafiqulislam1964 ปีที่แล้ว +1

      @@ShohozAin হস্তান্তর করলে বৈধতা পাবে?

  • @jannatarbi4531
    @jannatarbi4531 ปีที่แล้ว

    Assalamualaikum sir..
    Amr aktu dolil a kotian nbr vul aca but dag nbr tik aca...
    Kotian nbr vul takle ki amader dolil ti batil hoia jaba plz bolben ...???
    Mane dolil a koitan nbr vul aca but dag nbr tik aca...akn dolil batil a mamla kora tahole ki dolil ti batil hoia jaba..????

  • @shaikhanwarhossain8926
    @shaikhanwarhossain8926 ปีที่แล้ว

    ধন্যবাদ।

  • @the_flash001
    @the_flash001 ปีที่แล้ว

    Sir amr babar jaiga amr bai amar name a tule dei nai dolil a amr ki kora uchit ? Sir please reply

  • @luthfurrahman3312
    @luthfurrahman3312 3 หลายเดือนก่อน

    আসসালামুয়ালাইকুম স্যার আমি একটা বিষয় জানতে চেয়েছিলাম বিষয় টা হচ্ছে ট্রাইবুনালের একটা মামলায় আমি রায় পেয়েছি কিন্তু কোট কোন কারণে ভুল করে অন্যজনের জায়গা আমায় দিয়ে দিয়েছে এখন তারা আপিল করেছে এখন সবাইকেই কোর্ট থেকে নোটিশ দিয়েছে এখন মামলার রায় টা পাল্টাবে কি

  • @mdhapij2735
    @mdhapij2735 9 หลายเดือนก่อน +2

    স্যার আমার একটা আর্জি হচ্ছে আমার বিপক্ষ পার্টি একটা রায় পেয়েছে রায়ের উপরে ঢাকা হাই কোর্টে কেস করেছি ইনজেকশন জারি কেস করেছি পারমিশন দিয়েছেন এই পারমিশন নকল তুলতে কত টাকা লাগে

    • @rajibmiah9396
      @rajibmiah9396 3 หลายเดือนก่อน

      আপনি আপনার আইনজীবী সাথে কথা বলেন ২০০০ হাজার টাকার মত লাগতে পারে

  • @hassinfuhad4575
    @hassinfuhad4575 ปีที่แล้ว +1

    স্যার আমার একটা কথা ছিল যে আমাদের জমির মামলার বাদি পক্ষের নথি আদালত থেকে বি বাদিরা সরে ফেলেসে এখন আমরা কি করতে পারি। নথি কি ভাবে ফিরে পেতে পারি জানাবেন স্যার❤❤❤

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว

      সংশ্লিষ্ট আদালতে অভিনীত করুন

  • @rifathasan4553
    @rifathasan4553 ปีที่แล้ว

    ধন্যবাদ

  • @mdmahatab7588
    @mdmahatab7588 11 หลายเดือนก่อน +1

    এই দেশে আইন হবে, কিন্তু প‌্যচথাকে হাজার, হাজার যেকারনে মামলা আর শেষ হয় না।।।

  • @tapaspal4620
    @tapaspal4620 ปีที่แล้ว

    Amader court degree ache
    R.s amader
    R onno karor name ache tahole ki Kora jai bolben

  • @unlimitedvlogvideo546
    @unlimitedvlogvideo546 4 หลายเดือนก่อน

    ভাই জান আমার জায়গায় অন্য জন দখল করছে আবার আমাদের নামে মামলা করছে এইটা কি ভাবে নিস্পতি করমু

  • @user-rz5om7jp1c
    @user-rz5om7jp1c 6 หลายเดือนก่อน

    সার আপনার কাছে আমার একটা আর্জি জমি চক্রান্ত বিষয় ।যেমন আমাদের পর্ব পুরুষ আমাদের কিছু সংখ্যক জমি সরকার এর নামে দিয়েছিলেন এবং সরকার এই জায়গায় একটি প্রাইমারি স্কুল বানান আর সেই স্কুলে অনেকেই পড়া সোনা করে অনেক বড় হয়েছে। একণ ওই প্রাইমারি স্কুল টা এই জায়গা থেকে অন্য একটা জায়গায় স্থাপন করেছে সরকার ।আমাদের পর্ব পুরুষ যে সময় ওই স্কুলের জায়গা দেন আর জির মধ্যে বলেছিলেন যে যতদিন পর্যন্য স্কুল থাকবে ততদিন পর্যন্ত জায়গা সরকারের থাকবে আর যদি কোনো কারণ বসত স্কুল বন্ধ বা অন্য জায়গায় নিয়ে যায় দাতার জায়গা দাতার থাকবে।আবার এই জায়গার জন্য আমাদের সকারের নামে একটা মামলা করেছি প্রায় অনেক বছর দরে যেমন 20বছর দরে মামলা চালাইতাসি। একণ পর্যন্ত মামলা চলে।সার আপনার কাছে বিনীত অনুরোধ যে আমাদের এই বিষয় টা নিয়ে কি করা যায় একটু বোজিয়ে বলবেন ।

  • @Mdoppporajkhan
    @Mdoppporajkhan 2 หลายเดือนก่อน

    Hello sar

  • @AbulKalam-ie1np
    @AbulKalam-ie1np ปีที่แล้ว +1

    প্রিয় আমির হামজা সাহেব আসলামুআলাইকুম, আমি দেওয়ানি মামলার জন্য আলাপ আলোচনা চাই আপনার ঠিকানা ও মোবাইল ফোন দেওয়ার জন্য অনুরোধ রইল।

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว

      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।

  • @undjdjdjuhdh9600
    @undjdjdjuhdh9600 ปีที่แล้ว

    আমরা একটি জমি কাগজ অনুসারে বিক্রি করে ছিলাম এক ব্যক্তির কাছে ওই ব্যক্তি এবার অন্য বক্তির কাছে কাগজ অনুসারে বিক্রি করে দিয়েছে।এখন জমি নাকি ওনার কম হইছে তাই আমাদের নামে মামলা করে দিয়েছে। এখন কি করবো ভাই বলবেন plz

  • @manoarhossin8213
    @manoarhossin8213 ปีที่แล้ว

    Onnnoke jomi akhe diya see a ami gori manush amer koronio ki bolben

  • @alltips2631
    @alltips2631 ปีที่แล้ว

    অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব এটর্নি দলিল কিভাবে বাতিলকরে এটা নিয়ে একটা ভিডিও বানান

  • @rakibulhasan3038
    @rakibulhasan3038 ปีที่แล้ว

    বাংলাদেশের আইন জানার জন্য কোনো অ্যাপ বা ওয়েবসাইট আছে..? অথবা কোনো ব‌ই যেইটা বাজারে কিনতে পাওয়া যায়।।।

  • @jowelmia4704
    @jowelmia4704 ปีที่แล้ว

    স্যার আমার জমি ২জনের নামে রেকর্ড হইছে অনলাইনে নামজারি আবেদন করলে ২জনের নামে কি নোটিশ যাবে

  • @zannatulmuntaha1091
    @zannatulmuntaha1091 ปีที่แล้ว +3

    বাটোয়ারা মামলা দ্রুত কিভাবে নিস্পত্তি করা যায়??

    • @MdRakib-pk7tj
      @MdRakib-pk7tj ปีที่แล้ว

      বাটোয়ারা মামলা নিম্নে ২০-১৫০ বছর লাগবে পারলে নিজেদের মধ্যে মীমাংসা হয়ে যান না হয় বাদ দিন কারণ বাংলাদেশের কোন আইনজীবিই বলতে পারবে না বাটোয়ারা মামলা কত বছর লাগবে শেষ হতে এমনকি ধারনাও দিতে পারবে না

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว +1

      পদ্ধতি তো আমি পর্বতে বলেছি এছাড়া আর কোনো পদ্ধতি নেই

  • @ashrafunnahar4188
    @ashrafunnahar4188 ปีที่แล้ว

    পৈত্রিক সম্পদ ভাগ করার সময় কাউকে যদি কম সম্পদ দিয়ে বন্টন নামা দলিল করা হয় এবং যাকে কম দেওয়া হয়েছে সে যদি বিষয়টি না বুঝে দলিলে সই করে ফেলে, সে ক্ষেত্রে করণিয় কি? দয়াকরে জানালে উপকৃত হবো।

  • @MdFaruk-xc5og
    @MdFaruk-xc5og ปีที่แล้ว +1

    স্যার আমি আমার গ্রামে এক জনের কাছ থেকে জায়গা কিনেছি দানদলিল করছি কিন্তু মালিকের বাতিজা বলে আমার নামে মামলা করবে জায়গা নিয়ে যাবে কিন্তু মালিকের বাবা মালিক কে দিয়েছে তিনি আমার কাছে বেছেছে। আমার কোনো সমস্যা হবে কিনা আমার দলিল আছে খারিজ আছে দখল আছে আধা আধা।

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว +1

      সম্ভব হলে চেম্বারে আসুন ডকুমেন্ট দেখে তারপরে সিদ্ধান্ত নিতে হবে
      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।

  • @user-py9we2vf7o
    @user-py9we2vf7o 6 หลายเดือนก่อน

    স্যার আমি একটা কথা বলতে চাই। আমার একটা প্রিয়েমশন মামলা আছে বগুড়া জজ কোর্টে আমরা বিবাদী পক্ষ। ১৮ বছর পর আমরা রায় পাই।বাদী পক্ষ আবার আপিল করেছে।বাদী পক্ষ সময় বেশি লাগায়তেছে বিভিন্ন কারন দেখিয়ে।আমি চাইতেছি মামলা ঢাকায় নিয়ে যাবো।মামলা কি ঢাকা হাইকোর্ট নিয়ে যেতে পারবো।সেটা কিভাবে করবো।আপনার মোবাইল নাম্বার দেওয়া যাবে কি

  • @cpmusic4205
    @cpmusic4205 ปีที่แล้ว

    স্যার,
    আমার একটি ওয়ার্কিং খতিয়ান তুলতে হবে।
    কিভাবে তুলবো একটু বলুন স্যার. 😭 জেলা - ঢাকা,,, থানা - ডেমরা,,,, মৌজা- ডগাইর।

  • @rahimmiah3718
    @rahimmiah3718 4 หลายเดือนก่อน

    ভাই দেওয়ানিমামলা ইনজেকশন খারিজ করে দিয়েছেন। এখন এই মামলা কি চলমান আছে কিনা জানাবেন।

  • @zihathossain1997
    @zihathossain1997 ปีที่แล้ว

    স্যার, আমার বাবা জমি ক্রয় করেছে ২০ শতাংশ। মৌজা দুইটি হবে কিন্তু একটি লেখা হয়েছে আর একটা লেখা হয় নাই দাগ খতিয়ান সব ঠিক আছে। যে মৌজা লেখা হয় নাই দলিলে ওই মৌজার জমির দাতা আরেক জনের কাছে বিক্রি করে দিয়েছে এবং তার নামে নামজারি করিয়ে এসেছে। আমার বাবা এখনো নাম জারি করাইতে পারে নাই। আমার দলিল ১৯৯৮ সনে আর অন্য লোকের দলিল ২০১৩ সনে।দাতা জীবিত নাই। আমার এখন করনীয় কি। সঠিক পরামর্শ চাই।

  • @mdbillalpaida2204
    @mdbillalpaida2204 3 หลายเดือนก่อน

    আমিতো 2010 সালে মামলা দায়াল করেছিলাম এখনো চলমান

  • @mdnayon4545
    @mdnayon4545 4 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম, আমাকে একটু উপকার করবেন দয়া করে? আমার ফুফু আমাকে নাবালক থাকা কালে জমি লিখে দিছে, সেই জমি আমার বাবা অবিভাবক হয়ে বিক্রি করে দিছে, যা আমি জানতাম ই না, হঠাৎ করে আমি জানতে পেরেছি কিছু দিন হলো, এবং আমাকে তার জন্য কোথাও কোন সম্পত্তিও দেয়নি এখন আমি কি সেই সম্পত্তি ফিরে পাবো কিনা একটু বলবেন 🙏

  • @JasimUddin-bg5gr
    @JasimUddin-bg5gr ปีที่แล้ว

    সালাম.. ভাই আপনি কোন কোর্টে বসেন

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว

      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।

  • @manoarhossin8213
    @manoarhossin8213 ปีที่แล้ว

    Sir
    ami 1994 sale 10 satak jomi koray kiri kintu oi malik jomi registarey kore day nai oi maliker owarish ra amake jomi lakhe dicse na kintu ami ekno bhog dakhel kore aci tara naki jomi jo jo

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว +2

      প্রশ্নটি বাংলা অথবা ইংলিশে লিখুন

    • @manoarhossin8213
      @manoarhossin8213 ปีที่แล้ว

      আমি1994জমি কিনেছি।ঐমালিক হঠাৎ মারা যায় ।তার ছেলে মেয়েরা আমাকে জমি রেজি করে দিবে না আমি 29 বছর বাড়ী করে আছি।তার বাবা টাকা নিয়েছে এমকি তার ছেলে/মেয়েরা টাকা নেয় কৌশলে তবু আমর হক জমি দিলনা বা দিবেনা আমি ভাবে সহযোগীতা পাব।

  • @user-vb7su8jv8h
    @user-vb7su8jv8h 3 หลายเดือนก่อน

    Apnar shate kotha bolb kemon koria

  • @user-yn5kb3wj3b
    @user-yn5kb3wj3b 4 หลายเดือนก่อน

    সার আপনি বলছেন ঠিক কথা আইনজিবির কি মামলা একটা যে আপনার একজনের নিয়ে তারাতারি করবে আইনজিবির লাভ কি 10:05

    • @ShohozAin
      @ShohozAin  4 หลายเดือนก่อน

      ধন্যবাদ

  • @nurulhussain2934
    @nurulhussain2934 6 หลายเดือนก่อน

    বিবাদীর সাঙখি কিভাবে দূত শেষ করা যাবে

  • @raishaislamvlog1305
    @raishaislamvlog1305 6 หลายเดือนก่อน

    সার ঘরের কাজ চলাকালিনি জদি ১৪৪ ধারায় কেস করে ঘরের কাজ বন্ধ করে দেয় তাহলে আমরা কি করবো আর কি ভাবে ঘরের কাজ করবো

  • @mostafizurrahaman-gh5mw
    @mostafizurrahaman-gh5mw 9 หลายเดือนก่อน

    ২০১২সালের দেওনী মামলা রাইয়ের জন্য ২টা তাং পরছে কিন্তু রায় না হয়ে আবার তাং পরছে এ মামলার রায় হতে এতদেরি হইতেছে কেন বুঝতেছি না একটা পরামর্শ আশাকরি স্যার

    • @ShohozAin
      @ShohozAin  9 หลายเดือนก่อน

      আপনার আইনজীবী সঙ্গে কথা বলুন

  • @user-lg8sj3kl7w
    @user-lg8sj3kl7w ปีที่แล้ว +1

    আমি একটি জমি কিনেছি কাগজ করার আগে অন্যজনে মামলা করে দিয়েছে তাই আমার নামে এক কাগজ হয় নাই আমি অন্য জনের নামে কাগজ করেছি এবং সে মারা গেছে তার ছেলেরা কাগজ আমাকে ফিরিয়ে দেয় নাই কাগজ ফিরিয়ে দেয় নাই এখন আমি কি করব

    • @user-lg8sj3kl7w
      @user-lg8sj3kl7w ปีที่แล้ว

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว

      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।

  • @zimislam4902
    @zimislam4902 ปีที่แล้ว

    ভাই মিস কেস করলে কত দিন সময় লাগবো শেষ হতে।

  • @shuvoafsar6845
    @shuvoafsar6845 ปีที่แล้ว

    স্যার বাটোয়ারা মামলার ধলিল বাতিলের আরজিতে ঘোষণামূলক আর্জি দেওয়া হয় নি।এখন কি আরজিতে ঘোষণামূলক পতিকার চাওয়া যাবে

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว

      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।

  • @joychandradas5034
    @joychandradas5034 ปีที่แล้ว

    রের্কড ও নাল জমির সরকারি খালে ভাঙ্গে যায় এখন বি আর এস রেকর্ড সম্পওি কম এসেছে খালে নকশা সম্পিও বেশি দেখায় করনীয় কি।

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว

      মালিকানা ডকুমেন্টস দেখে তারপরে সিদ্ধান্ত নিতে হবে যদি খালে সম্পত্তি বেশি গিয়ে থাকে তাহলে রেকর্ড সংশোধনের মামলা করতে হবে

  • @user-tx1zq9gy4g
    @user-tx1zq9gy4g ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার,,আমার একটি প্রশ্ন ছিল,,স্যার আমার চাচা কোন ধরনের বণ্টন নামা দলিল ছাড়া,আমার বাবার অংশ থেকে প্রায় ১৮ শতক জমি বেশি নেয়,এখন ওই জমি ফিরিয়ে আনতে কি করতে হবে যদি একটু বলতেন?দয়া করে স্যার রিপ্লে দিবেন...

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว

      বন্টন মামলা করতে হবে

  • @anindajunaed1731
    @anindajunaed1731 ปีที่แล้ว

    ভাইয়া দলিলে আমার নাম (অনিন্দ)
    আমি যখন সিগনেচার করেছি তখন নাম লিখেছি ( অনিন্দ্য )এইভাবে.
    কারন আমার নাম দুইভাবেই শুদ্ধ
    এর কারণে আমার কি কখনো কোনো সমস্যা হতে পারে?

  • @whitecat1100
    @whitecat1100 5 หลายเดือนก่อน

    স্যার,আমাদের মামলাটা নিম্ন আদালতে আছে,এখন আমি এই দেওয়ানি মামলাটা কীভাবে উচ্চ আদালত(সুপ্রিম কোর্টে) নিতে পারবো?

    • @ShohozAin
      @ShohozAin  5 หลายเดือนก่อน

      উচ্চ আদালতে নিবেন কেন

    • @whitecat1100
      @whitecat1100 5 หลายเดือนก่อน

      কারন,আমাদের নিম্ন আদালতে মামলাটা পরিচালনা করতে সমস্যা হয়...যেহেতু আমরা কেউ-ই এখানে থাকি না...সবাই ঢাকা থাকে...তাই উচ্চ আদালতে মামলাটা নিতে পারলে সুবিধা হতো।

  • @provashmondal7327
    @provashmondal7327 2 หลายเดือนก่อน

    যতো বেশি দিন চলবে ততো বেশি উকিলের কামাই দ্রুত হয়?

  • @mdkhaleduzzamankhaled7522
    @mdkhaleduzzamankhaled7522 ปีที่แล้ว

    দাগ/খতিয়ানে ভুল থাকলে মামলা করলে কত টাকা ও কতদিন লাগবে নিষ্পত্তি করা যাবে?

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว

      এটি সুনির্দিষ্ট ভাবে বলা যাবে না ভাই

  • @ikonworld2921
    @ikonworld2921 ปีที่แล้ว

    আমার মামারা তাদের নানীর থেকে পাওয়া জমি আমার কোনো খালা ও মাকে না দিয়ে ৪ ভাইয়ের নামে লিখিয়ে নিয়ে আবার বিক্রিও করে দিয়েছে
    এখন আমার মায়েরা ৪ বোন মিলে ওই জমির ভাগ পেতে চায়
    এখন করণীয় কি

  • @user-so9ib7du8b
    @user-so9ib7du8b ปีที่แล้ว +1

    আস্সালামলাইকুম স্যার কেমন আছেন?
    আপনার অফিস কোথায়?
    আপনার ফোন নাম্বার টা দিলে ভালো হত যে কোনো সময় প্রয়োজন হতে পারে আপনাকে?

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว +2

      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।

  • @CROWNTRADERS-yb7eu
    @CROWNTRADERS-yb7eu ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @MyTravelingfoodothers
    @MyTravelingfoodothers ปีที่แล้ว

    স‍্যার আমার একটা প্রশ্ন তা হলো. একটি জমি একাধিক মানুষ কিনতে চাইলে বায়না করার সময় একই কাগজে বায়না করে দলিলের সময় আলাদা কাগজে করতে পারবে কি না????

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว

      আপনার প্রশ্নটি স্পষ্ট করে লিখুন আমি বুঝতে পারি নাই

    • @MyTravelingfoodothers
      @MyTravelingfoodothers ปีที่แล้ว

      @@ShohozAin প্রশ্নটি হলো একটি জমি আমি এবং আমার দুই চাচা মানে তিনজন মিলে কিনবো. এখন বায়না করার সময়. একই কাগজে তিনজনের নাম উল্লেখ করে. দলিল করার সময় আলাদা কাগজে করতে পারবো কি না???

  • @tuhinmdtuhin9561
    @tuhinmdtuhin9561 ปีที่แล้ว

    👍

  • @abutaleb-wz3dy
    @abutaleb-wz3dy 9 หลายเดือนก่อน

    স্যার আপনার সাথে কথা বলা যাবে কি
    একটু মেহেরবানি করে আপনার সাথে যোগাযোগের ব্যাবস্থা করলে উপকৃত হবো

    • @ShohozAin
      @ShohozAin  9 หลายเดือนก่อน

      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।

  • @MdAkbar-ui5hc
    @MdAkbar-ui5hc 6 หลายเดือนก่อน

    আমার দেওয়ানী মামলাটির গত অক্টোবর ২০২৩ এ সবকটি ধাপ শেষ করে আদেশের অপেক্ষায় আছে। এখন আমার করনীয় কি? দয়া করে একটু বলবেন।

    • @ShohozAin
      @ShohozAin  6 หลายเดือนก่อน

      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।

  • @Most.kakoly.sarkerMost.k-dy5qt
    @Most.kakoly.sarkerMost.k-dy5qt 11 หลายเดือนก่อน

    স্যার আসসালামু আলাইকুম । স্যার আপনার সাথে যোগাযোগ এর জন্য ফোন নম্বর দিলে উপকৃত হতাম ।

  • @mdshohidulmridhamc4259
    @mdshohidulmridhamc4259 ปีที่แล้ว

    স্যার আমি ব্যাংক লোন নেওয়ার জন্য একটা টিন সার্টিফিকেট করেছিলাম কিন্তু এখন সেটা লাগবেনা এখন আমার টিন সার্টিফিকেট কোন প্রয়োজন হচ্ছে না আমি এটাকে বাতিল করতে চাই এখন তার জন্য কি করতে হবে স্যার আপনাকে একটু করে দিতে পারবেন

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว

      এই বিষয়ে আমার একটু পর্ব আছে সেটি দেখুন

  • @charajalhoque1868
    @charajalhoque1868 4 หลายเดือนก่อน

    নাল জমি বিটি উল্লেখ করা এখন নাল জমি করতে হলে করনিও কি

    • @ShohozAin
      @ShohozAin  4 หลายเดือนก่อน

      জমির শ্রেণী পরিবর্তন করতে হবে

  • @farhatarannum564
    @farhatarannum564 5 หลายเดือนก่อน

    I have a case sir

  • @mdsohag3754
    @mdsohag3754 ปีที่แล้ว +1

    স্যার, তাহলে না শুনলাম ভূমি মন্ত্রী বলছে তিন মাসের মধ্যে মামলা শেষ করা হবে

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว

      কিভাবে করবে

    • @mdsohag3754
      @mdsohag3754 ปีที่แล้ว

      @@ShohozAin সেটাই তো

  • @user-nm4ty2xd6j
    @user-nm4ty2xd6j ปีที่แล้ว

    ভাই জজ সাহেবেরা কি ইউটিবিন করতে পারবে

  • @MDBELALMDBELALMDBELALMDBELAL
    @MDBELALMDBELALMDBELALMDBELAL 4 หลายเดือนก่อน

    আমি জমি নিয়ে আদালত মামলা করতে চাই

    • @ShohozAin
      @ShohozAin  4 หลายเดือนก่อน

      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।

  • @anowarhossain8899
    @anowarhossain8899 4 หลายเดือนก่อน

    স্বামীর কাছ থেকে স্ত্রী জমি রেজিস্টি করিয়া নিলো। পনরায় ভাবির কাছ থেকে দেবর দাখিলা মুলে ক্রয় করলে জমি টিকবে কিনা।

  • @user-uz1ir2ym7f
    @user-uz1ir2ym7f ปีที่แล้ว

    এখন কি দেওয়ানি মামলা করা জায়

  • @shehjadsa3029
    @shehjadsa3029 ปีที่แล้ว

    ভাই আমরা নোটিশ জারি করলাম প্রথমত sR complete করলাম এখন Ad এর নোটিশ ৩য় নম্বর নোটিশ যাবে বিবাদীর কাছে বিবাদি একটাও নোটিশ received করে না।জাল দলিল করছে সেটা তে মামলা করলাম একটাও নোটিশ রিসিভ করে না এখন একতরফা তে নি যাবো যেহেতু নোটিশ জারি করা আছে Ad ৩য় নম্বর নোটিশ ও রিসিভ করতে সে না কি করলে ভালো হবে

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว

      লটকাইয়া জারি করতে বলেন

    • @shehjadsa3029
      @shehjadsa3029 ปีที่แล้ว

      @@ShohozAin এটার পর কি করতে হবে ws এ যাইতে হবে ওটা তে কই টা নোটিশ দিয়ে ফাইনাল একতরফা ডিগ্রি নিতে পারবো কি। কি করলে ভালো হয়

  • @shadhinshuvo1374
    @shadhinshuvo1374 2 หลายเดือนก่อน

    Sir contact korbo ki vabe apnar sate..plz

    • @ShohozAin
      @ShohozAin  2 หลายเดือนก่อน

      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।

    • @shadhinshuvo1374
      @shadhinshuvo1374 2 หลายเดือนก่อน

      @@ShohozAin apnar contact number ta dile vlo hoito

  • @robinho9953
    @robinho9953 ปีที่แล้ว +1

    18 বছর ধরে মামলা টানে,,,শুধু টাকা খেয়ে date দেয়

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว

      আইনজীবীর সঙ্গে কথা বলুন

  • @mdmahatab7588
    @mdmahatab7588 11 หลายเดือนก่อน

    নুটিশ জারী করতে, ১০ বৎসর।।।।

  • @samrat2018
    @samrat2018 ปีที่แล้ว

    স্যার আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করতে চাচ্ছি।

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว

      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।

    • @NusratJahan-kl6lu
      @NusratJahan-kl6lu ปีที่แล้ว

      নম্বর টা দেয়া যায় না??

  • @MNtv-ss7gb
    @MNtv-ss7gb 5 หลายเดือนก่อน

    ভাইলেট মামলার রায় পেতে কি করনিয়

    • @ShohozAin
      @ShohozAin  5 หลายเดือนก่อน

      ?

  • @asaduzzaman5564
    @asaduzzaman5564 7 หลายเดือนก่อน

    স্যার আমার দাদা আমার বাবা চাচাদের নামে জমি লিখে দিয়েছে! কিন্তু আমার এক ফুফু কে দইনি, কিন্তু জমির রেকর্ড রয়েছে আমার দাদির নামে এখন কি করতে পারি

    • @ShohozAin
      @ShohozAin  7 หลายเดือนก่อน

      জমির প্রকৃত মালিক কে আপনার দাদা না আপনার দাদির

  • @mdalim885
    @mdalim885 10 หลายเดือนก่อน

    আমার একটি দেওয়ানী মামলা আছে কিন্তু ৩ তারিখে ও সাক্ষী আসে নাই এখন কি করব

    • @ShohozAin
      @ShohozAin  10 หลายเดือนก่อน

      জজ সাহেবকে বলুন

  • @siamhoque6932
    @siamhoque6932 ปีที่แล้ว

    Cs এ নাম আছে sa rs এ নাম নেই cs দেখে ২০১০ এ দিলিল হয় দলিল কি টিকবে

  • @md-afzalhossain7717
    @md-afzalhossain7717 ปีที่แล้ว

    আমাদের একটা জমি নিয়া আজ ৩০ বছর দরে মামালা চলতে আছে

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว

      বলেন কি

  • @rakibhamja7864
    @rakibhamja7864 ปีที่แล้ว

    বর্তমানে কত বছর খাজনা না দিলে জমি খাস হয়ে যাবে?

  • @NusratJahan-kl6lu
    @NusratJahan-kl6lu ปีที่แล้ว

    কোন কিছু জানতে চাইলে উত্তর পাওয়া যাবে

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว

      অবশ্যই পাবেন আপনার প্রশ্নটি লিখুন কমেন্টে

  • @mdyousufali8826
    @mdyousufali8826 ปีที่แล้ว

    বাদীপক্ষের আইন জিবি আসামি পক্ষ থেকে টাকা খেয়ে কোটে আসামি পক্ষে বক্তব্য দেন এক্ষেত্রে করনীয় কি দয়া করে জানালে উপকৃত হব ধন্যবাদ

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว

      আইনজীবী চেঞ্জ করে ফেলেন

    • @mdyousufali8826
      @mdyousufali8826 ปีที่แล้ว

      @@ShohozAin এই পর্যন্ত দুইবার আনজিবি চেঞ্জ করা হয়েছে একই সমস্যা

  • @BadolDas-zj2mt
    @BadolDas-zj2mt 10 หลายเดือนก่อน

    স্যার আপনার নাম্বার টা দেন আপনার সাতে কতা বলব

  • @hmriad425
    @hmriad425 ปีที่แล้ว

    ভাই এস এ আমাদের নামে বিএস রেকর্ড ভুল বসোতো হইছে অন্নের নামে

    • @mdmonirhossan9422
      @mdmonirhossan9422 ปีที่แล้ว

      তাতে কনো সমাস্যা নাই যদি বি আর এস এর মালিকের কাছে সঠিক কনো বনিয়াদ না থাকে তাহলে বি আর এস সংশোধন করার জন্য সময় দেবে গেজেট পাব লিস্ট হলে ল্যান্ড সাভে্ মামলা করে বি আর এস সংশোধন করতে পারবেন। ভালো থাকবেন।

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว

      সংশোধনের ব্যবস্থা করুন

  • @baharchcp3455
    @baharchcp3455 9 หลายเดือนก่อน

    স্যার, কেউ যদি জাল দলিল দিয়ে দেওয়ানী মামলা করে, সেক্ষেত্রে বিবাদীর ভূমিকা কি থাকতে পারে।

    • @ShohozAin
      @ShohozAin  9 หลายเดือนก่อน

      অবশ্যই জবাব দিয়ে কনটেস্ট করতে হবে

    • @khadizaakternishu2485
      @khadizaakternishu2485 9 หลายเดือนก่อน

      Assalamulaikum. Sir apnr sate ki call kotha bola jabe..