সলিমুল্লাহ খানের আলোচনা।। আন্তোনীয় গ্রামসির তত্ত্বচিন্তা।। প্রথম দিন।। বোধিচিত্ত

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 146

  • @mousumibiswas8173
    @mousumibiswas8173 5 ปีที่แล้ว +38

    বোধিচিত্ত-কে অসংখ্য ধন্যবাদ এমন অনন্যসাধারণ বক্তৃতা শুনার সুযোগ করে দেওয়ার জন্য। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছি, তাই সলিমুল্লাহ খাঁন-এর সরাসরি বক্তৃতা শুনার সুযোগ হয়নি। দুঃখ এই যে, যদি ওঁর ছাত্র হতে পারতাম তাহলে হয়ত চিন্তার জগৎটাই পাল্টে যেত। আবারো অসংখ্য ধন্যবাদ বোধিচিত্ত-কে। আপনাদের কাছে আমার অশেষ ঋণ।

  • @saalimahmed3762
    @saalimahmed3762 4 ปีที่แล้ว +20

    স্যার সলিমুল্লা খান এই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ...! স্যারের জন্য অশেষ শুভকামনা...! এই মহান মানুষের ছায়া আমাদের উপর প্রলম্বিত হোক...!

  • @sky38243
    @sky38243 7 ปีที่แล้ว +65

    অসাধারণ উদ্যোগ। আমি ঢাকার বাইরে থাকি। তাই সেমিনারগুলোতে অংশগ্রহণ করতে পারি না। কিন্তু আপনারা যে কষ্ট করে ইউটিউবে ছেড়েছেন, আপনাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞ। যদি আপনাদের আয়োজনে আমি কোন ধরনের সহযোগী হতে পারি, খুব ভালো লাগবে। আবারো কৃতজ্ঞতা

  • @Tareq-yp7eh
    @Tareq-yp7eh 6 ปีที่แล้ว +52

    কষ্ট লাগে তখনই যখন দেখি আরমান আলির (সম্মান রেখেই বলছি) গান দুই মাসে ১২কোটি ভিউ হয়, আর এমন জ্ঞ্যান গর্ভ আলোচনার ভিডিও ৪ মাসেও ১৩ হাজার(১২,৯৯৮ ভিউ যখন কমেন্ট লিখছি) ভিউ হয় না তখন। আমাদের মুক্তি তাই অনন্ত কালের হাতেই রয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ 'বোধিচিত্ত' কে এমন সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য।

    • @foysalsheikh6237
      @foysalsheikh6237 5 ปีที่แล้ว +1

      Vai amra gan_bimukh ! You are right

    • @rubayetfaisal1
      @rubayetfaisal1 4 ปีที่แล้ว +5

      দেখেন ভাই , এটা ভিউ হওয়ার বিষয় নয়। যার জানার দরকার, পিপাসা আছে এটা শুধুই তাদের জন্যে। এটাতো মমতাজের গান না , যে সবাইর ভালো লাগবে।

    • @moksedulislam2522
      @moksedulislam2522 4 ปีที่แล้ว

      absolutely

    • @hamimnbrothers7030
      @hamimnbrothers7030 4 ปีที่แล้ว

      আমার মত আম জনতার বুঝতেও কষ্ট হচ্ছে

    • @Sardaramithasan
      @Sardaramithasan 4 ปีที่แล้ว +1

      রতনে রতন চেনে শুয়ারে চেনে কচু, তেমনি বুদ্ধিজীবীরা বুদ্ধিজিবিকেই চিনবে সেটাই স্বাভাবিক । গ্রামসির তত্ত্ব অনুযায়ী আমরাও বুদ্ধিজীবী ।

  • @kazikamruzzaman8033
    @kazikamruzzaman8033 4 ปีที่แล้ว +29

    অধ্যাপক ড. সলিমুল্লাহ খানকে দেখলে মনে হয় আসলেই মহাবিশ্বের কোন শেষ নেই!

  • @Jannat3202
    @Jannat3202 3 ปีที่แล้ว +23

    স্যারের বক্তব্য শুনলেই ঈমান বেড়ে যায়, কারণ আল্লাহ রব্বুল আলামীন বলেছেনঃ আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছি, মানুষের জ্ঞান যদি হয় সামান্য তাহলে আল্লাহর জ্ঞান কত অসীম।

  • @BillahaMdMasum
    @BillahaMdMasum 4 ปีที่แล้ว +32

    আমার কাছে ইদানীং ইউটিউব মানেই সলিমুল্লাহ্ খান স্যারের লেকচার। স্যার আরও আরও লেকচার দেবেন। আপনার ক্লাস লেকচার গুলিও শুনতে পেলে ধন্য হতাম।

    • @mdmahabubreza1137
      @mdmahabubreza1137 ปีที่แล้ว

      ী😊র😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😊

    • @gkmamun4820
      @gkmamun4820 ปีที่แล้ว +1

      same

  • @bmtv9250
    @bmtv9250 4 ปีที่แล้ว +4

    বাংলাদেশ মুক্তি পার্টি পক্ষ থেকে ধন্যবাদ। আমি বঞ্চিত হয়েছি আদর্শ শিক্ষা থেকে। কিন্তু এখন ধন্য এই মহান শিক্ষকের আলোচনা শুনতে পেয়ে। তবে যদি সরাসরি তার আর্শিবাদ পাইতাম তাহলে আমার জীবন মোবারক হইত।

  • @tanmoyabdullah9045
    @tanmoyabdullah9045 4 ปีที่แล้ว +3

    স্যার সলিমুল্লা খান এই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ...! স্যারের জন্য অশেষ শুভকামনা...! এই মহান মানুষের ছায়া আমাদের উপর প্রলম্বিত হোক...!
    অকুণ্ঠ মনে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি বোধিচিত্ত এর প্রতি।

  • @aminulhuque5920
    @aminulhuque5920 11 หลายเดือนก่อน

    আলহামদুলিল্লাহ। কিভাবে একজন মানুষ এত জ্ঞানী হয়, ভাবতে অবাক লাগে। স্যারের জন্য শুভকামনা রইল।

  • @moinulislamnishat9028
    @moinulislamnishat9028 3 ปีที่แล้ว +2

    বোধিচিত্ত ও সলিমুল্লাহ খাঁন স্যারের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা এবং শুভকামনা।

  • @azizhasan138
    @azizhasan138 4 ปีที่แล้ว +9

    সলিমুল্লাহ খানের সাথে যারা দ্বিমত তারা নিশ্চয়ই খুব জ্ঞানী মানুষ। ভিডিওতে তাদের দু-একটি লেকচার পেলে আমরা হয়তো অনেক কিছু শিখতে পারতাম।

  • @shihabhossainshifat1435
    @shihabhossainshifat1435 7 ปีที่แล้ว +49

    আল্লাহ এ কেমন মানুষ!একটা মানুষের পক্ষে এত কিছুও মনে রাখা সম্ভব?উনাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না।

    • @eyakubsheikh7611
      @eyakubsheikh7611 7 ปีที่แล้ว

      allhao

    • @kazikamruzzaman8033
      @kazikamruzzaman8033 4 ปีที่แล้ว +1

      Ei mohapurusher choron dhuli neyar sujog hoisilo vai ei odhomer!

    • @r.rahman12
      @r.rahman12 4 ปีที่แล้ว

      আল্লাহইতো দিবেন। আর কে দিবে! আবার আল্লাহই নিবেন। তাই ব্রডার অ্যাসপেক্টে সবার ভাবা উচিৎ। মনুষ্য সৃষ্ট নিয়ম-নীতি, দর্শন কোনদিনই নিখুঁত নয়। যুগে যুগে পরিবর্তিত হয়। এজন্য একটা স্ট্যান্ডার্ড থাকা কমন সেন্স। সেই স্ট্যান্ডার্ড সৃষ্টিকর্তা থেকেই শুধু আসতে পারে।।

    • @sarkersusanta6857
      @sarkersusanta6857 4 ปีที่แล้ว +1

      Jedin se jei bisoy niye alochona kore tar age sei bisoy niye balo vabe pore asen, total information niye alochona koren

    • @setukhan4161
      @setukhan4161 4 ปีที่แล้ว

      @@sarkersusanta6857 আপনি পারবেন এভাবে? এটা কি খুব সহজ কাজ?

  • @ezajulchowdhury199
    @ezajulchowdhury199 4 ปีที่แล้ว +2

    আলোচনাগুলো খুবই আগ্রহ নিয়ে শুনছি। বোধিচিত্তকে ধন্যবাদ তাদের এ উদ্দোগের জন্য।

  • @afmfaruque9031
    @afmfaruque9031 ปีที่แล้ว +4

    বোধিচিত্তের কাছে অশেষ ঋণ,জ্ঞানতাপস সলিমুল্লাহ খানের বক্তৃতা শোনার সুযোগ করে দেয়ার জন‍্য। তিনি আমাদের সামনে জ্ঞানের এক নতুন দিক উন্মোচন করে দিয়েছেন।

  • @konokrahman7447
    @konokrahman7447 2 ปีที่แล้ว +2

    আপনাকে যতই শুনি অবাক হয়েই যাচ্ছি ক্রমাগত

  • @iqbalmahmudmoon3965
    @iqbalmahmudmoon3965 3 ปีที่แล้ว +3

    বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে সলিমুল্লাহ খান কে পৌছানোর ব্যবস্থা করা উচিত।

  • @aminulhuque5920
    @aminulhuque5920 11 หลายเดือนก่อน

    পৃথিবীর ইতিহাসে শ্রষ্ঠ জ্ঞানীদের একজন স্যার সলিমুল্লাহ খান।

  • @souravbiswas4654
    @souravbiswas4654 3 ปีที่แล้ว +2

    Thanks to IT revolution that we are easily getting such opportunity to gain knowledge....

  • @sukantaray
    @sukantaray 2 ปีที่แล้ว +5

    শুধু স্যারের কথা শোনার জন্যই আমি পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ যেতে চাই ।

  • @nekirahman3040
    @nekirahman3040 ปีที่แล้ว +1

    what a knowledge salimullah sir. i have never seen such a knowledgeable person in my life.

  • @islamsaiful4920
    @islamsaiful4920 ปีที่แล้ว +2

    যথার্থ বিশ্লেষণ ইতালিয়ান ভাষার। কারণ আমি ইতালিতে বসবাসরত এবং এ ভাষাতে অভ্যস্ত। ❤

  • @Dr_strange_2652
    @Dr_strange_2652 4 ปีที่แล้ว +1

    নিরন্তর যদি আপনাদের ধন্যবাদ দেই তাও কিছুই হবে না।অসাধারণ উদ্যোগ

  • @mehadihasan1928
    @mehadihasan1928 ปีที่แล้ว

    নাম গুলো কিভাবে মনে রাখা সম্ভব,,,,,,,,.!
    সত্যি অসাধারণ

  • @parthoprotimganguly2125
    @parthoprotimganguly2125 ปีที่แล้ว

    Osadhaaron, aro aro chayi.

  • @mdgolamsamdani4459
    @mdgolamsamdani4459 4 ปีที่แล้ว +2

    অত্যন্ত চমৎকার আলোচনা। il grido del popolo এর অর্থ জনগনের কান্না বোধ করি সঠিক নয়, এর অর্থ হবে জনগনের আওয়াজ।

  • @munshishajahan2737
    @munshishajahan2737 ปีที่แล้ว

    ভালো লাগে তাই শুনি।

  • @arifhussaein4451
    @arifhussaein4451 3 ปีที่แล้ว +1

    আল্লাহ তাঁকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য দান করুন...

  • @MobarakRabo
    @MobarakRabo 10 หลายเดือนก่อน

    'Great'

  • @dr.sultanashrafi322
    @dr.sultanashrafi322 3 ปีที่แล้ว +2

    বোধি চিত্তের এই প্রচেষ্টায় অনেক লোকের শিক্ষার যে পারি কাঠামো চমৎকার ভাবে বৃদ্ধি পাচ্ছে। ধন্যবাদ জানাই এমন গঠনমুলক উদ্যেককে। ড. সলিমুল্লাহ স্যারের লেকচার এমনি অনেক সুন্দর লাগে।

  • @habibajaved9794
    @habibajaved9794 5 ปีที่แล้ว +4

    আমি তাঁর এক জন মুগ্ধ শ্রোতা।

  • @md.ruhulaminmunshi4303
    @md.ruhulaminmunshi4303 3 ปีที่แล้ว +4

    এই লোকটার স্বরণ শক্তি অবিশ্বাস্য!

  • @russelkhan1368
    @russelkhan1368 4 ปีที่แล้ว +2

    আল্লাহ্‌ স্যার কে আপনি আর ১০০ বচর সুস্থ্য ভাবে হায়াত দিন...❣️❣️❣️❣️💝💝💝💝💝💝💝💝💖💖💖💖💞💞💞💞

  • @mrmethodofenglish1720
    @mrmethodofenglish1720 4 ปีที่แล้ว +2

    I can't but be impressed to hear this speech.

  • @sanjoyb.chowdhury7715
    @sanjoyb.chowdhury7715 3 ปีที่แล้ว +1

    বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ ড. সলিমুল্লাহ খানকে ঢাকা ভার্সিটির ভিসি হিসেবে দেখতে চাই, আর যদি ভিসি পদে না দেন তাহলে স্যারকে শিক্ষামন্ত্রী হিসেবে যেন অলংকৃত করেন। জ্ঞানতাপস ড. সলিমুল্লাহ খানের মত মানুষদের হাত ধরেই বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনা সম্ভব৷

    • @masudrana49
      @masudrana49 3 ปีที่แล้ว

      Chamchamu chara bdte kono pod nai.ganider time nai.

  • @MUHAMMADSOHELRANA1990
    @MUHAMMADSOHELRANA1990 3 ปีที่แล้ว +6

    স্যারের মতো যদি সব সেক্টরে সবার পড়াশোনা থাকতো

  • @rahmanshaifur3655
    @rahmanshaifur3655 ปีที่แล้ว

    আমার অসম্ভব প্রিয় স্যার

  • @JiamBabar-kc1nf
    @JiamBabar-kc1nf 11 หลายเดือนก่อน

    তার জ্ঞান আশ্চর্যজনক

  • @RSD-30
    @RSD-30 2 ปีที่แล้ว

    কি দারুণ কথা বলা...

  • @shahniazhabib8959
    @shahniazhabib8959 6 ปีที่แล้ว +4

    outstanding speech.

  • @JobayerJisan
    @JobayerJisan 4 ปีที่แล้ว +5

    কি মেধা!! ❤❤❤❤

  • @RE12345rainbow
    @RE12345rainbow ปีที่แล้ว

    Great lecture

  • @Lovebangladesh45
    @Lovebangladesh45 4 ปีที่แล้ว +24

    এই লোক ভাতের পরিবর্তে বই খায়।
    অামার কাছে রহস্য হলো এতো বই কিভাবে কালেক্ট করে।

  • @niazMahmud-fe5pd
    @niazMahmud-fe5pd หลายเดือนก่อน

    Sir Salimullah ❤❤

  • @shimantosarker5662
    @shimantosarker5662 3 ปีที่แล้ว +1

    oshadharon

  • @mhmithu2844
    @mhmithu2844 7 ปีที่แล้ว +1

    দারুন। অনেক ধন্যবাদ।

  • @Observer2012FYI
    @Observer2012FYI 6 ปีที่แล้ว +3

    Excellent Lecture !

  • @AhsanHabib-ig2wn
    @AhsanHabib-ig2wn หลายเดือนก่อน

    Just salute him

  • @alimmahmud9794
    @alimmahmud9794 6 หลายเดือนก่อน

    Brilliant

  • @m.n.haiderchowdhury9913
    @m.n.haiderchowdhury9913 5 ปีที่แล้ว +1

    Sir r apnader Allah dirgojibi koron.. amin

  • @jajneshwarsarma355
    @jajneshwarsarma355 2 ปีที่แล้ว

    অসাধাৰণ লোক৷ অলৌকিক মেধা৷ আমি আসাম থেকে বলেছি৷

  • @mdraihanali2521
    @mdraihanali2521 4 ปีที่แล้ว

    ধন্যবাদ বোধিচিত্ত....

  • @mehadihasan1928
    @mehadihasan1928 ปีที่แล้ว

    💐💐💐

  • @safayetjamil1504
    @safayetjamil1504 4 ปีที่แล้ว +3

    অসাধরন মেধার অধিকারী একজন শিক্ষক।

  • @riajahmed8892
    @riajahmed8892 5 ปีที่แล้ว +1

    আমার দেখা শ্রেষ্ঠদের একজন।

  • @SKNoor-g7m
    @SKNoor-g7m 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @masudrana49
    @masudrana49 3 ปีที่แล้ว

    Osadaron person

  • @Asrafmd117
    @Asrafmd117 12 วันที่ผ่านมา

  • @Protip712
    @Protip712 4 หลายเดือนก่อน

    সাধারণত বক্তৃতা শুনতে বিরক্ত লাগে।কিন্তু
    একটা সেকেন্ডের জন্যও সলিমুল্লাহ স্যারের বক্তৃতা বিরক্ত লাগেনি।

  • @Chupkotha21
    @Chupkotha21 5 ปีที่แล้ว +8

    স্যার , আপনি না বললে ম্যাকিয়াভেলির পজিটিভ দিক আছে , জানতেই পারতাম না। ম্যাকিয়াভেলিকে ফ্যাসিজম এর প্রচারক বলেই জানতাম। ধন্যবাদ স্যার। দ্যা প্রিন্স পড়ে দেখবো ।

  • @mdsayem1444
    @mdsayem1444 4 ปีที่แล้ว

    সুন্দর আলোচনা

  • @aniksamiurrahman6365
    @aniksamiurrahman6365 4 ปีที่แล้ว +2

    স্যার যে ব্যক্তি ও বইগুলির কথা লেকচারে উল্লেখ করেন সেগুলোর নাম video description এ থাকলে খুব ভালো হত। ইন্টারনেটে ব্যাপারগুলো খুঁজে নিজে পড়াশুনা করাটা অনেক সহজ হত। আমি Piere Srafa ব্যাপারে নেটে খুঁজতে গিয়ে নাকানি চুবানি খাচ্ছি।

    • @izotzharreman2460
      @izotzharreman2460 3 ปีที่แล้ว +2

      Anik Saimur Rahman: You have wrongly spelled his name. His name is PIERO SRAFFA.

    • @aniksamiurrahman6365
      @aniksamiurrahman6365 3 ปีที่แล้ว

      @@izotzharreman2460 নামের সঠিক বানানটা জানানোর জন্যে ধন্যবাদ। তবে ভিডিও ডেসক্রিপশনে Further reading টাইপ একটা সেকশন রাখার দাবি রাখছি তারপরও।

  • @MahbubHossain-u5y
    @MahbubHossain-u5y 2 หลายเดือนก่อน

    গ্রামসীর ওপর আমি পিএইচডি করছি।
    উনার বক্তব্য শুনে মুগ্ধ হয়ে গেলাম,কারণ আমরা পিএইচডি করে যা জানছি তিনি নিজে পড়েই এতো জানে,অভাবনীয়

  • @azharuzzamanrupon5327
    @azharuzzamanrupon5327 2 ปีที่แล้ว +1

    স্যারের লেকচারের আশায় থাকি

  • @prasantasengupta6838
    @prasantasengupta6838 3 ปีที่แล้ว +2

    Erokom teacher pele jiban dhonyo hoto.

  • @md.reyadhasan1585
    @md.reyadhasan1585 หลายเดือนก่อน

    বোধিচিত্ত কি বন্ধ হয়ে গেছে?

  • @azizhasan138
    @azizhasan138 4 ปีที่แล้ว +2

    No matter Dhaka University didn't make a room for this scholar, he has been brilliantly doing his business.

    • @aminprl
      @aminprl 4 ปีที่แล้ว

      Professor balun

    • @azizhasan138
      @azizhasan138 4 ปีที่แล้ว

      @@aminprl S.Khan was one year senior to me at DU and an important member of our leftist faction.
      Okay brother, I must not forget that this is social media and he is a teacher now. Henceforth I will prefix 'prof.' with his name as you suggested.

    • @sudipghosh14
      @sudipghosh14 4 ปีที่แล้ว

      @@azizhasan138 is scholar a derogatory word, in comparison to "prof."?

    • @azizhasan138
      @azizhasan138 4 ปีที่แล้ว

      @@sudipghosh14 I'm confused now as you raised the point. Could you please explain the comparison for my learning?

    • @sudipghosh14
      @sudipghosh14 4 ปีที่แล้ว

      @@azizhasan138 in my humble understanding, scholar, which you, fir sure, are aware that scholar is a word respectable enough to address any # professor, which you duly address for salimulla khan, aka prof .why did Ruhul Amin found it objectionable, I didn't get that.
      And you took pain to explain him as to why did you address him as an scholar and not a professor. Hope this ends this discussion. By the way I do listen to his lectures and hold him in high esteem. And scholar is a respectable word Ruhul

  • @shireenfatemaliza3294
    @shireenfatemaliza3294 3 ปีที่แล้ว

    Genius

  • @abdulbarisk8608
    @abdulbarisk8608 5 ปีที่แล้ว

    অসাধারণ

  • @mdyasinahmadmoon2923
    @mdyasinahmadmoon2923 2 ปีที่แล้ว

    woow 22:06

  • @sumaiyasuma3868
    @sumaiyasuma3868 7 ปีที่แล้ว +2

    dr.salimullah tini ke abon tar jibonita jante chachhi,,,,keo sahajjo korte parben?

    • @bodhichittaju
      @bodhichittaju  7 ปีที่แล้ว +9

      সলিমুল্লাহ খান। জন্মেছেন চট্টগ্রামের মহেশখালিতে(১৮ অগাস্ট ১৯৫৮)। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। বর্তমানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস-ইউল্যাবে পড়ান। গুরুত্বপূর্ণ বই : ‘আদমবোমা’ (২০০৯), ‘আহমদ ছফা সঞ্জীবনী’ (২০১০), ‘স্বাধীনতা ব্যবসায়’ (২০১১), ‘আল্লাহর বাদশাহি’, ২য় সংস্করণ, (২০১২)।

    • @sumaiyasuma3868
      @sumaiyasuma3868 7 ปีที่แล้ว

      tnx

    • @mdmilonhossain2826
      @mdmilonhossain2826 7 ปีที่แล้ว

      you can know from google.com

    • @kamrulhassan1527
      @kamrulhassan1527 5 ปีที่แล้ว

      উইকিপিডিয়া তে দেখুন। আমাদের মহেশখালীর।

  • @shakibsakil3121
    @shakibsakil3121 5 ปีที่แล้ว +1

    শোনার মতো

  • @sadi-bn9259
    @sadi-bn9259 3 ปีที่แล้ว

    First Day - April-10 - 1st Lecture Done.

  • @sheaikhrazib5418
    @sheaikhrazib5418 7 ปีที่แล้ว +1

    বোধিচিত্ত আমি এসব সেমিনারে আংশগ্রহন করেতে চাই ? সেটা কিভাবে ববেন কি ?

    • @bodhichittaju
      @bodhichittaju  7 ปีที่แล้ว

      বোধিচিত্তের ফেসবুক পেইজে আয়োজন সম্পর্কিত তথ্য দেয়া হয়। facebook.com/bodhichittaju (বোধিচিত্তের ফেসবুক পেইজ লিংক)

  • @ArifulIslam-dy2ju
    @ArifulIslam-dy2ju 5 ปีที่แล้ว

    😍😍😍

  • @sudiptasom6041
    @sudiptasom6041 3 หลายเดือนก่อน

    17:10

  • @hmcyrus
    @hmcyrus 4 ปีที่แล้ว +1

    8:40

  • @tanzirrony1381
    @tanzirrony1381 2 ปีที่แล้ว

    03/08/2022

  • @braindamage9083
    @braindamage9083 6 ปีที่แล้ว +6

    সলিমুল্লাহ খানের সবই ভালো লাগে , শুধু তথ্যের ভার ছাড়া। বুদ্ধিবৃত্তিক আলোচনার গভীরতার বদলে এত মেমোরাইজড তথ্যের ব্যবহার জাকির নায়েক স্টাইল হয়ে যায়।

    • @Chupkotha21
      @Chupkotha21 5 ปีที่แล้ว +15

      Brain Damage আমার মনে হয় তথ্যসমৃদ্ধতাই উনার বক্তব্যের মুল সৌন্দর্য এবং প্রয়োজনীয় উপাদান। তথ্যই রেফারেন্স , রেফারেন্স এর পর আসে এনালাইসিস এবং বুদ্ধিবৃত্তিক যুক্তি খন্ডন। যেকোন একটির অভাব বক্তব্যকে পংগু করে । বিশ্বাসযোগ্যতা হারায়। বাস্তবভিত্তিক পর্যালোচনা ও জ্ঞানের বিকাশ ব্য র্থ হয়। সলিমুল্লাহ খানের সাথে অন্য যা কারো ডিস্কোর্সের মুল পার্থক্য হলো , সলিমুল্লাহ খানের বক্তব্য শুনলে শুধু পলিটিক্স বা হিস্টরি না , জিওগ্রাফি , থিওলজি অনেক কিছু জানার এবং আরো জানার আগ্রহ সৃষ্টি হয়। একেই বলে উদ্ভাবনী বক্তব্য।

    • @JyotirmoyBiswas
      @JyotirmoyBiswas 5 ปีที่แล้ว +13

      @barin, একসময় আমারও তাই মনে হইতো, পরে আরেকটু ভেবে দেখলাম, এই লোকটা আসলে ছাত্রদের পড়াশোনার আগ্রহ বাড়িয়ে দেন। পথটা ধরিয়ে দেন।

    • @riashatazim3473
      @riashatazim3473 5 ปีที่แล้ว +3

      আফরিন, আমি আপনার সাথে সহমত

    • @asmomair
      @asmomair 3 ปีที่แล้ว

      এলার্জি থাকলে চিকিৎসা করাতে পারেন।

  • @tahidurrahmanaoyon7518
    @tahidurrahmanaoyon7518 3 ปีที่แล้ว

    ভাই উনি কি মানুষ না উইকিপিডিয়া ?

  • @mahdiajoba1370
    @mahdiajoba1370 4 ปีที่แล้ว

    স্যার কী কম্যুনিজম এ বিশ্বাসী? কেউ জানলে বলবেন প্লিজ।

    • @shoponsarker2931
      @shoponsarker2931 4 ปีที่แล้ว

      না

    • @brewedmeditation2886
      @brewedmeditation2886 4 ปีที่แล้ว

      হ্যাঁ

    • @azizhasan138
      @azizhasan138 4 ปีที่แล้ว +1

      ছাত্রজীবন থেকে তিনি বামপন্থী তবে সমাজতন্ত্র নিয়ে তার বিশ্লেষণমূলক সমালোচনা আছে।

  • @sg6091
    @sg6091 3 ปีที่แล้ว

    44:14

  • @latifulsayed6811
    @latifulsayed6811 ปีที่แล้ว

    News livec

  • @arnabpanda8087
    @arnabpanda8087 4 ปีที่แล้ว +1

    Baddo besi historical hoye galo.... Theory te to pray dhuklen e na... Eta superficial roye galoo

  • @mdmilonhossain2826
    @mdmilonhossain2826 7 ปีที่แล้ว +4

    it's okk that you provide more information but I think you have to be more analytical,, this is easy to get information in google.com, and you have to keep in mind that analytical lecture is better than provide information

    • @muzahidulhaq6047
      @muzahidulhaq6047 6 ปีที่แล้ว +2

      Do you have that level of education to relate information and theory?

  • @hmcyrus
    @hmcyrus 5 ปีที่แล้ว

    57:20
    1:05:42
    1:06:46

  • @soumensarkar4321
    @soumensarkar4321 ปีที่แล้ว

    আর সকলেবোকা

  • @suchitrapaul6469
    @suchitrapaul6469 4 ปีที่แล้ว +1

    Was Robindranath going there for seeking job?Mr.learned your spece shouldn't similar to Roddur Roy.

    • @aminprl
      @aminprl 4 ปีที่แล้ว +3

      The problem is that Bengali can't take criticism on R.n. Tagore.

    • @Oldhaggard-he5rf
      @Oldhaggard-he5rf 19 วันที่ผ่านมา

      He said not to work for making friendship.

  • @diptoquazi319
    @diptoquazi319 ปีที่แล้ว

    বোকা 🤣😍

  • @mtanzimulislamkhan8391
    @mtanzimulislamkhan8391 4 ปีที่แล้ว

    উনি উইকিপিডিয়া তেলাওয়াত করেন তবে রাজনৈতিক চুলকানি আছে।

  • @mohammadsazzadhossainmasud9683
    @mohammadsazzadhossainmasud9683 ปีที่แล้ว +1

    স্যার সলিমুল্লা খান এই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ...! স্যারের জন্য অশেষ শুভকামনা...! এই মহান মানুষের ছায়া আমাদের উপর প্রলম্বিত হোক...!

  • @moksedulislam2522
    @moksedulislam2522 4 ปีที่แล้ว

    অসাধারণ