ফ্রয়েড ও আধুনিকতা ।। সলিমুল্লাহ খান ।। বোধিচিত্ত

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • বোধিচিত্তের আয়োজনে "ফ্রয়েড ও আধুনিকতা'" প্রসঙ্গে আলাপ করেন ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ(ইউল্যাব)-এর অধ্যাপক সলিমুল্লাহ খান।
    ***'ফ্রয়েড ও আধুনিকতা'র এই আলাপটি অনিবার্য কারণে আর চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। এই আলাপের আর কোন পর্ব পরবর্তীতে অনুষ্ঠিত হয়নি।

ความคิดเห็น • 382

  • @lifeberg
    @lifeberg 3 ปีที่แล้ว +64

    খুব ইচ্ছে করে সলিমুল্লাহ খানের মস্তিষ্কটা পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখি। জ্ঞানের এত এত শাখায় একজন মানুষের পক্ষে এতটা গভীরে কিভাবে যাওয়া সম্ভব? সলিমুল্লাহ স্যারের কথা ১ ঘন্টা মনোযোগ দিয়ে শুনলে মনে হয়, যেন কমপক্ষে ১০০ টা বই পড়া হয়ে গেছে। জীবন্ত লাইব্রেরী !

    • @bikromshovo8542
      @bikromshovo8542 ปีที่แล้ว +1

      Sudhanshu Trivedi কে চিনেন দাদা?? তার জ্ঞানের সামনে ইনি কিছুই না।

    • @lifeberg
      @lifeberg ปีที่แล้ว

      @@bikromshovo8542 জ্বী। কিন্তু উনি তো বাংলাভাষী নন।

    • @asmabintekader9431
      @asmabintekader9431 ปีที่แล้ว

      ​@@bikromshovo8542একজনকে দিয়ে আরেকজনকে তুলনা করা কতোটা সমীচীন দাদা?
      এটা কি ঠিক?
      প্রত্যেকেরই একটা সীমাবদ্ধতা আছে। তাই নয় কি?

    • @asmabintekader9431
      @asmabintekader9431 ปีที่แล้ว

      দারুণ বললেন।

    • @haranosur556
      @haranosur556 9 หลายเดือนก่อน

      কিন্তু এমন জ্ঞানী গুণী ব্যক্তির মূল্যায়ন করা হচ্ছে না।

  • @souravmukherjee3256
    @souravmukherjee3256 4 ปีที่แล้ว +25

    মুগ্ধ হয়ে গেলাম। আমি ইংরেজি সাহিত্যের এক অতি সাধারণ ছাত্র। মনস্তত্ব নিয়েও আমার আগ্রহ বাড়িয়ে দিয়ে গেলেন স‍্যার। ভীষণ সমৃদ্ধ হলাম। অসংখ্য ধন্যবাদ।

    • @udoyhasan3928
      @udoyhasan3928 3 ปีที่แล้ว +3

      সাইকোলজির সাথে সলিমুল্লাহ খান, লাকাঁ কিংবা ফ্রয়েডের কোন তাল্লুক নাই। মনস্তত্ত্ব একটা সামাজিক শোষণের হাতিয়ার, কষ্টিগণনার মতন। ওখানে স্বাস্থ্যের বা সুখের আইডিয়ালকে ব্যবহার করে ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করা হয় সামাজিক স্তরে, যাকে বলা যায় ‘প্রথার খোয়ারে ঢোকানোর আগে সীল মারা’। এটা ফ্রয়েডবিরোধী, বাসনার অর্গল খুলে না দিয়ে আচরণ দমন করা।

  • @zingkubingku6202
    @zingkubingku6202 4 ปีที่แล้ว +16

    স্যারের বক্তব্য বরাবরই অনেক তথ্যবহুল। আজকে বলতে হচ্ছে, আমাদের সরকারের যেমন কোন শক্ত বিরোধী না থাকায় সরকার ততটা ভালো গণতান্ত্রিক কার্যকর নয় যতটা সরকারের হওয়া উচিত ঠিক তেমনি সলিমুল্লাহ খান স্যারের বক্তব্যকে সেভাবে গঠনমূলক ভাবে আলোচনা করার মানুষের অভাবের কারণে স্যারের বক্তব্য এখন যতটা তথ্যবহুল হচ্ছে ততটা বিষয় ভিত্তিক হয়ে থাকতে পারছেনা। তবুও তাঁর বক্তব্য প্রয়োজন, বোধিচিত্তের প্রতি কৃতজ্ঞতা।

  • @copyrightissuefreevideomus9786
    @copyrightissuefreevideomus9786 3 ปีที่แล้ว +7

    সত্যিই অসাধারণ ।বাংলাদেশের মতো এরকম একটি দেশেও যে এরকম বোধিচিত্তের কথা শুনতে পাওয়া যায়, তা ভেবেই অবাক হচ্ছি। একদম।

    • @ismailabir3973
      @ismailabir3973 2 ปีที่แล้ว

      আপনি একটু অবাক হচ্ছেন মনে হয়..!
      এইসব চলে আসছে ১৯৪৭ এর পর থেকে। হয়তো পরিস্থিতির নিরসনে স্থান পরিবর্তন হয়েছে।

  • @farihaazad4697
    @farihaazad4697 4 ปีที่แล้ว +27

    অল্পস্বল্প রবিন্দ্রগতীকার আমি এই গানটি অনেক গেয়েছি কিন্তু এত সুন্দর ভাবে কখনো ভাবিনি,স্যার টেক লাভ! 💙

  • @monirahmed9652
    @monirahmed9652 4 ปีที่แล้ว +27

    মন্ত্রমুগ্ধ হয়ে শুনি স্যারের কথা, অগাধ জ্ঞানের অধিকারী মানুষ

  • @pulakmondal4025
    @pulakmondal4025 4 ปีที่แล้ว +37

    আপনার পাণ্ডিত্যতে সত্যিই মুগ্ধ হলাম। বাংলাদেশের শিক্ষিত সমাজ সম্পর্কে কিছুটা আভাস পেলাম এই ভিডিওর মাধ্যমে।

    • @hypocritehippocampus5479
      @hypocritehippocampus5479 4 ปีที่แล้ว +8

      Salimullah khan boktitamala লিখে ইউটিউবে সার্চ দিন। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, না দেখলে মিস করবেন।

  • @RayhanulIslambd
    @RayhanulIslambd 4 ปีที่แล้ว +49

    স্যারের সবচেয়ে অসাধারন দিক হচ্ছে প্রতিবার ওনার কাছে থেকে নতুন বিষয় শিখি আর ভাবি একটা মানুষ এত জানে কিভাবে।

  • @jyotirmaydeb5642
    @jyotirmaydeb5642 4 ปีที่แล้ว +23

    অসাধারণ বক্তৃতা।এই মানুষ গুলো বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাবেন।

    • @Roton7222
      @Roton7222 3 ปีที่แล้ว +1

      কিন্তু নোংরা রাজনৈতিক নেতারা ওনাদেরকে কখনোই স্থান দিবেনা

    • @supriyachatterjee1202
      @supriyachatterjee1202 2 ปีที่แล้ว +1

      Must 👍❤️👍

  • @mdharunrashid2650
    @mdharunrashid2650 4 ปีที่แล้ว +11

    উনি সবর্জন শ্রদ্বেয় মহাপন্ডিত। উনার সব লেকচার মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি।

  • @goutamdas9172
    @goutamdas9172 3 ปีที่แล้ว +5

    চ্যানেল কর্তপক্ষ কে অশেষ ধন্যবাদ।সব সিলেবাস কে একত্র করে ।বিশ্ব জ্ঞানের সম্ভার কে এক করে দিলেন।ওনার বক্তৃতা কখনই মনে হয় নি যা,এটা অ্যাডভান্স কোর্স।জলের থেকেও সরল।আপনার দীর্ঘায়ু কামনা করি।আমার নস্কের নেবেন মহাশয়।

  • @chittamazumder1527
    @chittamazumder1527 ปีที่แล้ว +2

    ড. সলিমুল্লাহ খান একজন অত্যন্ত সম্মানীত ব্যক্তি। তার প্রতি সম্মান দেখানোর ভাষা অতি আবেগীয় হওয়া ঠিক নয়।

  • @alokekumarsarkar7002
    @alokekumarsarkar7002 3 ปีที่แล้ว +2

    আপনার যত বক্তব্য ভিডিওতে দেখি, মোহিত হয়ে শুনি । কত রকমের বিষয়ে সলিমুল্লাহ সাহেবের পান্ডিত্য।ও অবাধ বিচরণ মুগ্ধ করার মতো। বাচনভঙ্গি ও চমৎকার। গলার আওয়াজ ও মিষ্টি

  • @sogirahmed941
    @sogirahmed941 2 ปีที่แล้ว +6

    স্যারকে আল্লাহ দির্ঘায়ু দান করুন। এমন পন্ডিত ব্যাক্তি দুই বাংলায় দ্বিতীয় আরেকজন নেই।

  • @chandanmondal5368
    @chandanmondal5368 3 ปีที่แล้ว +6

    নিঃসন্দেহে উনি অনেক জানেন।কিন্তু ওনার বক্তৃতা কচ্ছপের গতিতে এগোয়,যার জন্য মনঃসংযোগ ধরে রাখা কঠিন।এক বক্তৃতায় সব বিষয় জানানোর বা জানার দরকার নাই।সংক্ষিপ্ত, নির্ধারিত বিষয়বস্তু ভিত্তিক বক্তৃতা শেখার জন্য ভালো।

  • @jasimuddin8974
    @jasimuddin8974 4 หลายเดือนก่อน +1

    আল্লাহ আমার দেশে এত জ্ঞানী লোক যে রাখছেন ভাবতে ও অবাক লাগে।
    শ্রদ্ধা, সালাম নিরন্তর স্যার।

  • @upscreading339
    @upscreading339 3 ปีที่แล้ว +11

    আমার দেখা ইউটিউবের সেরা চ্যানেল "বোধিচিত্ত"

  • @ahyusuf6111
    @ahyusuf6111 4 ปีที่แล้ว +21

    অনেক দিন ধরেই স্যারের বক্তব্যের অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ বোধিচিত্ত কে। পরবর্তী পর্ব দ্রুতই পাব এই আশা ব্যক্ত করছি।

  • @anan.a.a
    @anan.a.a 4 ปีที่แล้ว +16

    I am a college student, just saw a video of this man! Truly amazing and indeed salimullah sir is a gem of Bangladesh

  • @Roton7222
    @Roton7222 3 ปีที่แล้ว +4

    সলিমুল্লাহ খান মানেই জীবন্ত লাইব্রেরি। অবাক লাগে, এত কিছু জানে কিভাবে মানুষ আর মনে রাখেই বা কিভাবে

  • @rafiqulrazu2502
    @rafiqulrazu2502 3 ปีที่แล้ว +8

    Respected Salimullah Sir,
    You are such a knowledgeable person to admire. You are a gem to us. May allah grant you with many many years to live among us & spread your knowledge, philosophy to us much more....
    Respect for you Sir...
    🙏🙏❤️❤️🙏🙏

  • @anikatabassum7249
    @anikatabassum7249 2 ปีที่แล้ว +3

    অনেক কিছু জানলাম, অন্য ভাবে ভাবতে শিখলাম। ভালোবাসা বোধিচিত্তের জন্য এবং সলিমুল্লাহ স্যারের জন্য❤️

  • @azizhasan138
    @azizhasan138 4 ปีที่แล้ว +25

    ঢাকা বিশ্ববিদ্যালয় এই অসাধারণ scholar কে miss করেছে। দুর্ভাগ্যজনক!

  • @surajitsen6546
    @surajitsen6546 2 ปีที่แล้ว +8

    আমার জানা ভারতে এই লেভেলের কোনো ইন্টেলেকচুয়াল নেই!

  • @absiddik3325
    @absiddik3325 4 ปีที่แล้ว +27

    বেচে থাকা বাংলাদেশের একজন জ্ঞানী মানুষ। গভীর জ্ঞান।

    • @rafiqueashu
      @rafiqueashu 4 ปีที่แล้ว +2

      অসাধারণ একজন পন্ডিত!

    • @Aktarul-Islam_Official
      @Aktarul-Islam_Official 3 ปีที่แล้ว

      @@rafiqueashu undoubtedly

  • @sabbirhasan7902
    @sabbirhasan7902 3 ปีที่แล้ว +7

    After listening to this lecture what I think is that what I learned was wrong. Thanks to this great soul Proff. Dr. Salimullah Khan...

    • @petromyzontida.
      @petromyzontida. 10 หลายเดือนก่อน

      sir can i talk with you? i want to understand freud

  • @tanmaysarkar8134
    @tanmaysarkar8134 3 ปีที่แล้ว +4

    দারুন বাংলাতে এতো সুন্দর বক্তৃতা সত্যি অসাধারণ.... মুগ্ধ হলাম....ভারত থেকে ।।

  • @raisa_cherry33
    @raisa_cherry33 4 ปีที่แล้ว +31

    I feel honoured to have been under his tutorship.A genius and kind-hearted man 💞👏

  • @mozammelhoque7435
    @mozammelhoque7435 4 ปีที่แล้ว +16

    Analysis by professor salimullah is always a very deep interpretation.
    Thanks
    Toronto.

  • @Roton7222
    @Roton7222 3 ปีที่แล้ว

    পুরো লেকচার শুনে এটা মনে হয়েছে সলিমুল্লাহ খানের কথা পুরোপুরি বুঝতে হলে উচ্চ শিক্ষিতের চাইতেও বেশি কিছু হতে হবে।
    তবে তাকে ভাল লাগে আমার, ভালোলাগা থেকেই পুরোটা শুনেছি। মাস্টার্স পাস করা আমি পুরোপুরি না বুঝতে পারলেও অনেক কিছু বুঝেছি, শিখেছি।আরো শেখার, জানার আগ্রহ তৈরি হয়েছে।

  • @mdabdussalam9943
    @mdabdussalam9943 4 ปีที่แล้ว +14

    Very Nice! Congratulation my favorite Learned/wise person, Dr. Solimulla Sir. Normal brain of people/Student can't catch/realize this Lecture. This Topics indicates philosophical nature of human ethics as I understand (Very little).

  • @lawpractiseprofession5271
    @lawpractiseprofession5271 6 หลายเดือนก่อน +2

    অধ্যাপক সলিমুল্লাহ খান স্যারের অসাধারণ উপস্থাপনা।

  • @priyasankarghoshhajra7508
    @priyasankarghoshhajra7508 3 ปีที่แล้ว +6

    Highly Knowledgeable Person in so many Subjects! 🙏

  • @azizulrasel1672
    @azizulrasel1672 4 ปีที่แล้ว +26

    Excellent!! Erudite and incisive lecture. A rare intellectual in South Asia as well as contemporary world. They should upload this earlier.

  • @nursammy2077
    @nursammy2077 2 ปีที่แล้ว

    রবি বাবুর প্রতি আপনার সংবেদন ভালোই লাগে। রবীন্দ্রনাথকে এখনো আমরা অতিক্রম করতে পারি নি!!

  • @asmabintekader9431
    @asmabintekader9431 ปีที่แล้ว +1

    ভীষণ জ্ঞান সমৃদ্ধ উপস্থাপন স্যারের।শ্রদ্ধা রইলো স্যারের জন্য।

  • @bikashsingha6398
    @bikashsingha6398 11 หลายเดือนก่อน +1

    If it werebe possible to scale the depth and volume of Khan sir,swisdome. it would be like 😢 to measure the volume of the water of our Bay of Bengal😊He is the Socrates of contemporary era,His memory poweris second to no any computer,Saluteyou sir,Allah aponer hayat daraz Karen,Ameen,

  • @muhammadrentuali4895
    @muhammadrentuali4895 8 หลายเดือนก่อน +1

    আমাদের জন্য খুব দুঃখজনক!!! কারণ
    এ জাতিকে তার অনেক কিছু দেবার ছিলো কিন্তু আবহাওয়া অনুকূলে নেই !!!

  • @gopalmandal5455
    @gopalmandal5455 4 ปีที่แล้ว +8

    Thanks for your valuable lecture which ignites new life movement. Sculptor Gopal Prasad Mandal.

  • @mdmizanurrahman3318
    @mdmizanurrahman3318 3 ปีที่แล้ว +3

    খুবই জ্ঞানী লোক। উনার বক্তৃতা খুবই ভালো লাগে আমার।

  • @bridgingthegaps.mbh.values7164
    @bridgingthegaps.mbh.values7164 3 ปีที่แล้ว +2

    আল্লাহ তাআলা তাঁকে সুস্থ থাকুন। তাঁর শতায়ু কামনা করি। অসাধারণ একটা মানুষ

  • @jyotirmaydeb5642
    @jyotirmaydeb5642 4 ปีที่แล้ว +14

    এতো বলিষ্ঠ বাংলা ভাষায় বক্তৃতা খুব কম শুনি অসাধারণ....

  • @asifamibangladesh
    @asifamibangladesh 4 ปีที่แล้ว +8

    অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটা আজকে এসেছে দেখে। আগ্রহ নিয়ে শুনছি।

  • @fmrsak9185
    @fmrsak9185 4 ปีที่แล้ว +9

    A slippery man submerged in cyclical dialog of the western intellectuals. No answer to any problem but master of playing with words.

    • @taasinbinhossainalvi9173
      @taasinbinhossainalvi9173 4 ปีที่แล้ว

      Wdym

    • @sajzadhasan7537
      @sajzadhasan7537 3 ปีที่แล้ว +4

      Incapable of digesting salimullah khan doesn’t mean any intellectuality of ones rather i may request to read and watch him over and over again. Thanks 😉

    • @shopnilkhan8276
      @shopnilkhan8276 3 ปีที่แล้ว

      he is discussion on ideas here not giving solution

  • @azimonnessa2659
    @azimonnessa2659 5 หลายเดือนก่อน

    অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক জানলাম বুঝলাম শুনলাম । ইচ্ছা করছে আবার ছাএ হয়ে তাই। এত সুন্দর করে সাজিয়ে কথা বলতে আগে দেখিনি ❤

  • @tiyassarkar4077
    @tiyassarkar4077 4 ปีที่แล้ว +63

    অসাধারণ লাগছে, তবে এর পরবর্তী অংশ গুলি আপলোড করা হলে উপকৃত হবো। আপনাদের চ্যানেলের এক নিয়মিত দর্শক ভারত থেকে।। 👌👌🙏😊😊

    • @protheplayz
      @protheplayz 3 ปีที่แล้ว

      00

    • @hasenmia5590
      @hasenmia5590 3 ปีที่แล้ว

      @@protheplayz I

    • @hasenmia5590
      @hasenmia5590 3 ปีที่แล้ว

      @@protheplayz I think 🤔🤔🤔🤔🤔

    • @mojiburrahmantv-ghayanerme5734
      @mojiburrahmantv-ghayanerme5734 3 ปีที่แล้ว

      গোপন কথা ও নিষিদ্ধ কথাগুলি খোলাখোলি বলাতে আপনি মজা পান?এমন অসৎ লোকের প্রশংসায় জ্ঞান নয় আপনার নোংরামিই দেখাইলেন

    • @santokun5835
      @santokun5835 3 ปีที่แล้ว

      @@mojiburrahmantv-ghayanerme5734 What?

  • @pramirez7266
    @pramirez7266 ปีที่แล้ว +1

    Why Dr salimullah Khan is
    Not selected as
    National professor??
    Most honest and courageous
    Intellectual alive in b desh .

  • @khaliqurrahman9760
    @khaliqurrahman9760 3 ปีที่แล้ว +2

    এতো উচু স্তরের কথাবার্তা বুঝতে ১০০ + বুদ্বাঙ্ক প্রয়োজন।

  • @azbaroj
    @azbaroj ปีที่แล้ว +1

    স্যারের সবগুলা ভিডিও লেকচার , সাক্ষাৎকার, টকশো সবগুলোই সংরক্ষণ করা হোক ।

  • @hasansarwar4332
    @hasansarwar4332 4 ปีที่แล้ว +15

    অসাধারণ মেধাবী সলিমুল্লাহ খান।

  • @nothingspecific4894
    @nothingspecific4894 4 ปีที่แล้ว +24

    অসাধারণ।ধন্যবাদ বোধিচিত্ত কে এই আয়োজন এর জন্য।বাংলায় এই আলোচনা গুলোর গুরুত্ব ভাষায় প্রকাশ করা যাবেনা।

  • @moshiurchowdhury2627
    @moshiurchowdhury2627 4 ปีที่แล้ว +6

    I am an attentive student of this great teacher. Vast information which is enjoyable but he decentered from the real topic as well as lack of completeness. He has to work on it to.

  • @plato1699
    @plato1699 3 ปีที่แล้ว +5

    সলিমুল্লাহ খান স্যার আমাদের ফ্রয়েড 😍

  • @misbahchowdury4609
    @misbahchowdury4609 5 หลายเดือนก่อน

    Awesome, Amazing, Beautiful, Charming, Dashing, Elegant, Fantastic, Fabulous, Marvelous, Magnificent, Mindblowing😮😦😮😦👌👌👌👌👌👌

  • @Bodh_Shakti
    @Bodh_Shakti 3 ปีที่แล้ว +1

    বহুদিন পর সুধী আলোচনা শুনলাম। you are an inspiration air.

  • @azimdewan4843
    @azimdewan4843 4 หลายเดือนก่อน

    প্রিয় স্যার ডা সলিমুল্লা খান, ভালো বাসা রইলো

  • @lubnaahmed1299
    @lubnaahmed1299 3 ปีที่แล้ว +2

    Hats off to you Sir 🙏 Speechless... Have no words to thank you 🙏. Best Regards.

  • @mohammadkhan4444
    @mohammadkhan4444 4 ปีที่แล้ว +5

    স্যার আমার দেখা শ্রেষ্ঠ চিন্তাবিদ।

  • @BillahaMdMasum
    @BillahaMdMasum 4 ปีที่แล้ว +14

    স্যার পিপিটি স্লািইড গুলো শেয়ার করলে ভালো হত, আপনার লেকচারের সাথে মিলিয়ে একসময় পড়তাম।

  • @mohammadmoniruzzamanmiah9647
    @mohammadmoniruzzamanmiah9647 4 ปีที่แล้ว +22

    Currently I am reading Freud's essays in order to apply his psychoanalytic theories of trauma and sexuality to a set of novels written in English. It would be of immense benefit for me if his next lectures on this topic are uploaded.

    • @mdnahidulislamtowa9044
      @mdnahidulislamtowa9044 3 ปีที่แล้ว +1

      Last

    • @SaifulIslam-fn3oq
      @SaifulIslam-fn3oq ปีที่แล้ว

      Can you please suggest me some books in this topic you studying.

    • @sabbirhasan7902
      @sabbirhasan7902 ปีที่แล้ว

      Strongly supporting this request to upload the later parts of the lecture. Regards_

  • @lubnaahmed1299
    @lubnaahmed1299 3 ปีที่แล้ว +1

    Excellent, Thank you very much. Have no words to thank.... Speechless... Best regards.

  • @Adv.Rahman
    @Adv.Rahman 4 ปีที่แล้ว +11

    ১.গিরিন্দ্রশেখর বসু
    অগ্রন্থিত গিরিন্দ্রশেখর
    ২.স্যাভেইজ ফ্রয়েড

  • @saadbintowhid8226
    @saadbintowhid8226 4 ปีที่แล้ว +67

    সলিমুল্লাহ খান একজন মাস্টারপিস

  • @debpriyabose7343
    @debpriyabose7343 3 ปีที่แล้ว +2

    অনেক ধন্যবাদ vedio টা Upload করার জন্য🙏এর পরবর্তী vedio গুলোও Upload করার অনুরোধ রইলো

  • @debabratachakrabarty1939
    @debabratachakrabarty1939 ปีที่แล้ว

    Sir I am really amazed to hear your wonderful presentation of such a complex topic 🎉🎉🎉🎉🎉

  • @ganeshpal1863
    @ganeshpal1863 4 ปีที่แล้ว +6

    ধারণ করলাম মনের ভান্ডারে।

  • @huzans17
    @huzans17 4 ปีที่แล้ว +2

    এই রকম একটা চ্যানেল বাংলায় প্রথম দেখলাম

  • @adanaislam19
    @adanaislam19 3 ปีที่แล้ว

    Wealth, power can not walk with wisedom and knowledge. Very nice, salute.

  • @koushiksinghroy5087
    @koushiksinghroy5087 4 ปีที่แล้ว +6

    Thanks for this amazing talk show...

  • @md.ferojmahmud3531
    @md.ferojmahmud3531 4 ปีที่แล้ว +5

    Man. what a lecture. awating to see more of it.

  • @mdtaseen5283
    @mdtaseen5283 2 ปีที่แล้ว +1

    The video was 2hours and 30minutes long. But trust me it didn't bore me for a single moment

  • @ShafikulIslam-jw1bj
    @ShafikulIslam-jw1bj 4 ปีที่แล้ว +4

    An intellectual man of Bangladesh...

  • @SajuMiah36
    @SajuMiah36 2 ปีที่แล้ว +1

    শুনতে আসলাম ফ্রয়েড ও আধুনিকতা, কিন্তু সারাক্ষণ লাকা নিয়ে হলো ঝাকানাকা।
    কোথায় শুরু কোথায় শেষ?

  • @randomyoutube3461
    @randomyoutube3461 2 ปีที่แล้ว +1

    যেখানে বোধি চিত্তের অন্য লেকচারাররা চেষ্টা করেন কঠিন জিনিস সহজ করে বলতে, সলিমুল্লা খান সহজ জিনিস প্যাচাতে প্যাচাতে কঠিন করে ফেলেন।

  • @rohmotulislam9472
    @rohmotulislam9472 4 ปีที่แล้ว +7

    Thanks for uploading the video.

  • @shuvashisbiswas1558
    @shuvashisbiswas1558 4 ปีที่แล้ว +7

    মানুষ যখন বেশি কথা বলে, তখন সে মূল বিষয় থেকে সরে যায়।

    • @TanvirKhan-hn2nx
      @TanvirKhan-hn2nx 4 ปีที่แล้ว +1

      বুঝিনি।

    • @asmomair
      @asmomair 3 ปีที่แล้ว +1

      বুঝেছি, মাথায় ঢুকেনি! সেই জন্য মূল বিষয়টি মনে হয় ধরেছেন Threesome, Gangbang ইত্যাদি!

    • @nilnirjhor8081
      @nilnirjhor8081 3 ปีที่แล้ว

      Tanvir khan bro apni ekhane!!😳

  • @mdmunir4814
    @mdmunir4814 4 ปีที่แล้ว +5

    স্যার অসাধারণ আলোচনা।আসলেই আমি এই আলোচনা এনজয় করিতেছি।

  • @mdmasudmondal8269
    @mdmasudmondal8269 ปีที่แล้ว

    Love this lecture ❤️ . Admiration from Kolkata, India.

  • @imranhusain563
    @imranhusain563 4 ปีที่แล้ว +3

    "একসাথে আর কত কথা বলব? you can tell one thing at a time. I always speak the truth but not all."

    • @udoyhasan3928
      @udoyhasan3928 3 ปีที่แล้ว

      ‘I always speak the truth, but not all.’ (Jacques Lacan, Television: A Challenge to the Psychoanalytic Establishment, Paris, Seuil, 1973)

  • @ahsanhridoy839
    @ahsanhridoy839 3 ปีที่แล้ว +2

    ধন্যবাদ স্যারকে। জ্ঞান দীর্ঘজীবি হোক।

  • @sayedalsalmany1100
    @sayedalsalmany1100 ปีที่แล้ว +2

    অ্যানালাইসিস ভালো করেছেন কিন্তু ব্যাখ্যা পুর্ববর্তী তথ্য যাচাইয়ে খানিক ঘাটতি আছে,,বিশেষ করে"বৈজ্ঞানিক কুসংস্কার " এর ক্ষেত্রে,,,সাইকোঅ্যাানালাইসিসে ন্যাচারাল সায়েন্স এর উদাহরনে নিখুত হওয়া উচিত।।

  • @almamun-bm8vw
    @almamun-bm8vw 4 ปีที่แล้ว +5

    extraordinary speech, really I love it

  • @bappa2449
    @bappa2449 4 ปีที่แล้ว +3

    খুব প্রিয় বিষয়। ধন্যবাদ আপনাকে।

  • @subratapatra6432
    @subratapatra6432 4 ปีที่แล้ว +5

    Really excellent lecture.

  • @mdnazimul4980
    @mdnazimul4980 3 ปีที่แล้ว +1

    আপনার জন্যে ও আমি গর্বিত বাঙ্গালী।

  • @firefoxasad
    @firefoxasad 3 ปีที่แล้ว +1

    জাতীয় স্কলার হবার সকল মেধা ও যোগ্যতা স্যার এর আছে। পলিটিকাল চামচা না হবার কারণে কখনোই হবেন না বোধয়।

    • @Unique_Focus
      @Unique_Focus 8 หลายเดือนก่อน

      I think he is international teacher

  • @sayedbaki7822
    @sayedbaki7822 3 ปีที่แล้ว +2

    মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছি❤️❤️

  • @BiswajitDas-ji4jx
    @BiswajitDas-ji4jx 2 ปีที่แล้ว +1

    Asadharon

  • @tanvirhossain9285
    @tanvirhossain9285 4 ปีที่แล้ว +4

    অসাধারণ সলিমুল্লাহ স্যার।

  • @kalipadhadebnath367
    @kalipadhadebnath367 4 ปีที่แล้ว +1

    Nice presentation sir khub valo laglo

  • @md.inzamam-ul-haqueshawon7506
    @md.inzamam-ul-haqueshawon7506 4 ปีที่แล้ว +5

    10/05/2020
    Listened

  • @swadeshbhattacharya5134
    @swadeshbhattacharya5134 11 หลายเดือนก่อน

    অনেক অনেক প্রণাম রইল স্যারের প্রতি।

  • @zubayerkokil
    @zubayerkokil 4 ปีที่แล้ว +20

    I need the second part of this lecture. It is on of the best discussion about Sigmund Freud in Bangla. How can I get it?

  • @jobairmahmud4931
    @jobairmahmud4931 3 ปีที่แล้ว +8

    এরকম ভিডিও তে এতো কম ভিউ,হায়রে দূর্ভাগা জাতি

  • @prosenjitmandal5354
    @prosenjitmandal5354 4 ปีที่แล้ว +3

    Big thanks..thank u Sir

  • @muhammadsolaiman278
    @muhammadsolaiman278 3 ปีที่แล้ว +3

    সলিমুল্লাহ খান স্যার স্ল্যাভয় জিজেক সম্পর্কে যা বলেছেন তার সাথে আমি অনেকটা একমত যদিও আমি জিজেকের ভক্ত!
    এই জায়গায় আর কেউ আছেন যিনি স্ল্যাভয় জিজেক এর লেকচার শুনেন?

    • @Med4Rapid
      @Med4Rapid 3 ปีที่แล้ว

      জিজেক শুনতে ভালবাসি আমিও।

  • @AminulIslam-ob8il
    @AminulIslam-ob8il 4 ปีที่แล้ว +3

    প্রিয় ব্যাক্তির কথা প্রিয়ব্যাক্তির মুখে

  • @lobabarua9079
    @lobabarua9079 2 ปีที่แล้ว +1

    বোধিচিত্ত নামটি সুন্দর হয়েছে

  • @Bishalhimself
    @Bishalhimself 4 ปีที่แล้ว +9

    "মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে আমাদের কোন ধারণা নাই। আমরা শুধু ফার্স্ট থ্রি মিনিটস....এগুলা বৈজ্ঞানিক কুসংস্কার!"
    এ কী শুনলাম আমি!!!!

    • @fahimhossain165
      @fahimhossain165 4 ปีที่แล้ว +2

      He's not a scientific scholar, don't expect it from him!

    • @udoyhasan3928
      @udoyhasan3928 3 ปีที่แล้ว +2

      উনার আক্রমণটা ছিল সায়েন্টিজমের বিরুদ্ধে।

  • @Adv.Rahman
    @Adv.Rahman 4 ปีที่แล้ว +6

    Thankyou !