বান্দা আল্লাহ থেকে বঞ্চিত / হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসাইন সাহেব দাঃ বাঃ এর আজিমুশ্বান বয়ান

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • তরজুমানে আকাবির হযরত মাওলানা শাহ আবদুল মতীন বিন হুসাইন সাহেব এর- মঙ্গলবার বাদ আসর সাপ্তাহিক তরবিয়তী মজলিসে আযীমুশশান বয়ান।
    আমার শায়েখ শাহ হাকীম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহ্ বারবার বলতেন,
    যারা আরেফীনে কামেলীন তাঁদের এলমের মুযাহারা করার ফিকির থাকে না। যে সকল মানুষ আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্য ব্যাকুল থাকেন; তাঁদের এটা ইচ্ছা থাকে না যে, নিত্য নতুন এলেমের একটা বহস আমরা আলোচনা করবো। কেন? তাঁদের উদ্দেশ্যই থাকে, যে ভুলগুলো, যে ত্রুটিগুলো, দোষগুলো, প্রতিবন্ধকতাগুলোর কারণে বান্দা আল্লাহ থেকে বঞ্চিত সেগুলো সরায়ে দেওয়া যাতে এই বান্দা আল্লাহকে পেয়ে যায়। সেখানে এলমের বহস, এলমী তাহকীকাত উদ্দেশ্য থাকে না। তিনি সব সময় তাকওয়ার এবং মহব্বতের সবক পড়াতে থাকতেন।

ความคิดเห็น • 2

  • @MdEmamHasan-dr9to
    @MdEmamHasan-dr9to หลายเดือนก่อน +1

    আলহামদু লিল্লাহ্ আল্লাহ্ পাক কবুল করুন আমীন!

  • @user-om3kw6yu2g
    @user-om3kw6yu2g 3 หลายเดือนก่อน +1

    মাশা-আল্লাহ