গ্রুপিং করে, দল বানিয়ে ইসলাম শিখলে ইসলাম বুঝবে না/হযরত শাহ আব্দুল মতিন বিন হোসাইন সাহেব দাঃ বাঃ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • 21-6-2024 After Juma, Baitul Haq Jame Masjid, Dhalkanagar,
    বড় বড় আরফীনকে আল্লাহ তা'আলা এই দৌলত দেন যে, আল্লাহর মহব্বতের রাস্তায়, এমন এমন কথা দান করেন যেটা অতুলনীয়। যা মানুষের অন্তরাত্মা এবং জীবনকে ভীষণভাবে প্রভাবিত এবং আলোড়িত করে। এটাকে কোরআন-সুন্নাহর ভাষায় হেকমত বলে। হিকমত মানে আল্লামা শাব্বীর আহমদ ওসমানী র. বলেছেন যে, আল্লাহর পছন্দের সুন্দর সুন্দর কথা এবং আল্লাহর দ্বীনের জন্য উপকারী কথা। হযরত লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর কথা দিয়েছেন।
    গ্রুপিং করে, দল বানিয়ে ইসলাম শিখলে ইসলাম বুঝবে না। গ্রুপিং এর ঊর্ধ্বে উঠে ইসলাম শিখতে হবে। গ্রুপ ভিত্তিক ইসলাম হলে সেই ইসলাম ঝামেলা ওয়ালা। আর গ্রুপের ঊর্ধ্বে যে ইসলাম সেটা অরিজিনাল ইসলাম। সেই ইসলামেই ফায়দা হবে নির্ভেজাল জান্নাতের পথ দিবে। নইলে ঝামেলা ওয়ালা ইসলাম হবে। সব বিষয়ের সমাধান ইসলাম থেকে নেওয়া চাই।
    আলেম-ওলামাদের বিশাল অংশই এরকম যে, এদের এই তরবিয়ত নেই যে, আসলাফে উম্মত এবং আকাবিরে-দ্বীনের দ্বীনি ব্যাখ্যার সামনে মাথা নত করতে হবে। ওলামায়ে কেরামের সকল তবকা যদি এই কথা মানতেন তাহলে আজকে পেরেশানিতে পড়তে হতো না।

ความคิดเห็น • 4

  • @sddsag2133
    @sddsag2133 2 หลายเดือนก่อน

    জাযাকাল্লাহ, বারাকাল্লাহ

  • @MdSaiful-rc6gf
    @MdSaiful-rc6gf 2 หลายเดือนก่อน

    মাশা-আল্লাহ

  • @RatnaIslam-nl8qo
    @RatnaIslam-nl8qo 2 หลายเดือนก่อน

    হজরত ওয়ালা অবশ্য বলেন জে নেক আমল একমাত্র আল্লাহর জন্য হলেই কবুল,আর এমন ধ্যানে দুনিয়ায় থাকো হয় আল্লাহ আমাকে দেখতেছেন নয় আল্লাহকে আমি দেখতেছি মনে রাখবে এই দুনিয়ায় শুধু আলেম আর আলেম কিন্তু এরূপ জিকির ও ফিকির ওয়ালা আলোকিত আলেম আজকে কোথায় গেল এজন্যই হে আমার আলেম ভাইয়েরা আলেম হয়ে ও এরূপ নূর ওয়ালা আলেম থেকে নিজের জাহেরি ও বাতেনি চিকিৎসা নিও বরং অহংকার করিওনা আর নিজেকে মিটাই