বদলে দেবেন না বদলে যাবেন? | মন্ত্রী সাহেব | EP 01
ฝัง
- เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025
- মন্ত্রী সাহেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। বিভিন্ন অনিয়মের কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন সমাধান-পরিকল্পনার কথা। কথা শুনেছেন ভুক্তভোগীদের। পাশাপাশি বলেছেন, জীবনের নানা অজানা গল্পও।
Enjoy and stay connected with us:
Subscribe to Jamuna Television on
TH-cam / jamunatvbd
Like Jamuna Television on
Facebook
Follow Jamuna Television on
Twitter / jamunatv
For More update visit www.jamuna.tv
#Montri_Saheb
#Jamuna_TV
#New_Episode
সত্যিই বাংলাদেশে এই প্রথম মন্ত্রীদের নিয়ে অনুষ্ঠান যা কিনা এক কথায় অসাধারণ
অনেক ভাল লাগল
মনটা ভরে গেলো
এমনি যেনো সব মন্ত্রী হয়
উপস্থাপনা অসাধারণ 👌
৪৮ মিনিট আমার কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম নাহ,, মনটা চাচ্ছিল মন্ত্রী সাহেবের কাছে থেকে আরো অনেক কিছুই শুনব, কিন্তু মনের অতৃপ্তিটা রয়েই গেল।
আর, উপস্থাপককেও অনেক ধন্যবাদ,, আপনার উপস্থাপনা আমার কাছে অনেক ভালো লেগেছে।
অনেক উপস্থাপক আছে যারা, মন্ত্রী সাহেব আসছে মানে আগে পাম দিয়ে মন্ত্রীকে নিজের আওতাধীন এনে কথা বলতে হবে, শেষে দেখা যায়, ভালো কোনো প্রশ্নই করতে পারে নাহ,,
অনুষ্ঠানটি খুবই ভাল লাগল, মন্ত্রী হলে এমন মন্ত্রী হওয়া চাই।
এক কথায় শ ম রেজাউল করিম মন্ত্রীকে অসাধারন লাগে। মন্ত্রী হলে এমন হ্ওয়া উচিত।
এবারের মন্ত্রী সভা দেখেই বুঝতে পারছি , এবার হয়তো কিছু হবে.... গুডলাক মন্ত্রী সাহেব.... দোয়া রইলো.... 😍
আমি রোকসানা আনজুম নিকোলের উপস্থাপনায় মুগ্ধ কারণ মোটামুটি রাজনৈতির উর্ধে নিরপেক্ষ কিছু শুনা যায় আর ধন্যবাদ জানাই আমার নিজ দলিয় মন্ত্রী সাহেব কে তার নিজ সচ্ছলতা জন্য তবে আমি নিজে আওয়ামীলীগের কর্মী হলেও মনে করি শ ম রেজাউল করিম মন থেকে কাজ করতে চাইলেও পারবেনা কেননা আমাদের দেশের নাম বাংলাদেশ ১৯৭১সাল থেকেই বিরুদ্ধে কেউ চিল এখনো অনেক আছে তাই একজন শ ম রেজাউল করিম মন্ত্রী দিয়ে রাজনৈতিক অনিয়ম দূর করা সম্ভব নয় সকল এমপি ও মন্ত্রীদের শেখ হাসিনা এড.আবদুল হামিদ মেয়র আনিসুল হকের মত হতে হবে তহলে দেশ কিছুটা পরিবর্তন আসবে,,
যমুনা টিভিকে ধন্যবাদ এমন চমৎকার একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আর বর্তমান মন্ত্রী সভার পছন্দের একজন মানুষ শ ম রেজাউল করিম।তার সফলতা কামনা করি।
স্যালুট মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিম স্যার ❤🌷🇧🇩
অনেকদিক পর একটা ভালো প্রোগ্রাম দেখতে পেলাম। অন্য বড় বড় লোকদেরও জনগনের সামনে দেখতে চাই
চমৎকার অনুষ্ঠান।
আর সবচেয়ে যোগ্য তম মন্ত্রী
এতদিনে বাংলাদেশ একটা বেস্ট মন্ত্রী পেয়েছে গণপূর্ত মন্ত্রণালয় সেলুট স্যার
অসাধারণ একটি অনুষ্ঠান দেখে অনেক ভালো লাগলো।
মন্ত্রী রেজাউল করিম সাহেবকে অনেক ভাল লাগে। আশা করি উনি দুর্নীতিমুক্ত গনপুর্ত উপহার দিবেন। মন থেকে দোয়া থাকল। উনি সৎ থাকলে বাংলার মানুষ আজীবন উনাকে মনে রাখবেন।
হাই
০০৯৭৪৩০৯১৩২৩০
এই বেয়াদব উপস্থাপিকা যমুনা টেলিভিশনের জন্য অনেক দুঃখের বিষয় মন্ত্রী সাহেব তো উনার বয়সে ছোটনা ছি ছি ছি ওনাকে বহিষ্কার করা হোক আমাদের সাধরন মানুষের প্রিয় যমুনা টিভির রেপুটেশন এইভাবে নষ্ট হবে এইটা মানতে পারছিনা বেয়াদব বেয়াদব বেয়াদব
উনার জন্য দরকার ছিলো তারেক রহমান অথবা লুৎফর রহমান বাবর ও তারেকের নাইট র্গাল ফ্রেন্ডদের
বেয়াদব উপস্থাপিকা
মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় মন্ত্রী কে নিয়ে অাশাবাদী অামারা।অসংখ্য দোয়া রইল।
-receive
Obamas
🙏মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় মন্ত্রী আপনাদে তুলনা আপনারাই যথেষ্ট। আমাদের আশা থাকবে আগামী দিন গুলো হয়ে উঠুক আরো প্রাণবন্ত।
সোবহান আল্লাহ
শ ম রেজাউল করিম সাহেব, অনেক অনেক ভাল মানুষ, আমি উনাকে অনেক অনেক সম্মান করি, আশা করি উনি কথার সাথে কাজের মিল রাখিবেন,
বাঘের বাচ্চা, ঠিক এমনই দরকার। মাশাল্লাহ। দুয়া রইলো ভাইয়ের জন্য।
মাইন্ড ব্লোয়িং....শেখ হাসিনা হীরা চিনেন...উপস্থাপনা ভালো ছিলো তার থেকেও দারুণ ছিলো মাননীয় মন্ত্রীর জবাব....
কথা মানুষকে অর্ধেক মন তৃপ্তি দেয়,সেখানে মন্ত্রী সাহেব সফল।তার পারিবারিক শিক্ষা ও অতীত রাজনৈতিক চর্চা তাকে সামনে এগিয়ে নিবে বলে আমার বিশ্বাস।দোয়া করি মন্ত্রী সাহেবের জন্য সাথে প্রধান মন্ত্রীর সমর্থন চাই।
সত্যি মন্ত্রী সাহেব আপনার কথাগুলো খুবই যুক্তি সংগত। আপনি বিচক্ষণতার সাথে সকল প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। আপনার মতো সৎবান ও আদর্শিক নেতা আমাদের খুবই প্রয়োজন। তাছাড়া, আমাদের নিজেদের ও সৎ হতে হবে।
তাহলে, সুশীল সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে আমি আশা করি।
আপনার জন্য সর্বাত্মক দোয়া রইলো,,,, যেনো আপনি মন্ত্রী পরিষদে থাকা অবস্থায় জনগণের চরম ভোগান্তি হ্রাস করতে সক্ষম হয়।
স্যার আপনাকে অনেক কাছ থেকে দেখেছি আর তখন নিবাচনের আগে একদিন আপনাকে ফুল দিয়ে স্বাগতম জানাতে গিয়েছিলাম সেই দিনের আচরণ আর আজ মন্ত্রী হওয়ার পর ও এক এই আচরণ আপনার জন্য দোয়া রহিল । (Adv M O Hoque )
আমাদের পিরোজপুরের সূর্য সন্তান প্রিয় নেতা শ ম রেজাউল করিম স্যার।
মন্ত্রী হিসেবে উনি অনেক ভাল করবেন। শুভকামনা। অনুষ্ঠানটি ভাল হয়েছে।
Omg মন্ত্রী সাহেব অনেক বুদ্ধিমান, খুব জ্ঞানি , মনে হচ্ছে খুব সৎ ও। এসব মন্ত্রীর দ্বারাই উন্নয়ন সম্ভব👍
মন্এীর কথা গুলো শুনে মন ভরে গেলো,,,
শ.ম রেজাউল করিম স্যারের কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম।উনার তো কবি হওয়ার কথা। একটা মানুষ এত গুছিয়ে কথা বলে কী করে! কথা শুনে মনে হলো অসম্ভব ভাল মানুষ। আশা করি তিনি সফল হবেন।স্যালুট স্যার।
এই অনুষ্ঠান থেকে চোখ সরাতে ইচ্ছে করছে না।ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আল্লাহ আপনার সহায় হোক। আপনার মাধ্যেমে মাননীয় প্রধানমন্ত্রীর এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্ন পুরুন হবে ইনশাল্লাহ।
আপনার উপস্থাপনায় যে সৎ সক্রিয়তার প্রতিফলন ঘটেছে আমার কাছে তা সত্যের পথে নির্ভীক সত্তার ব্যক্তিত্ব এবং আসাকরি সাংবাদিকদের মধ্যে আপনি একজন আলোকবর্তিকা হয়ে থাকবেন বাংলাদেশকে আলোকিত করবেন এই প্রত্যাশায় অনেক শ্রদ্ধাভরা শুভেচ্ছা ও অভিন্দন জানাচ্ছি অনেক ভালো থাকবেন ধন্যবাদ মন্ত্রী মহোদয়কে
উপস্থাপনাকে অভিনন্দন এবং মন্ত্রী সাহেবকেও অভিনন্দন
খুব ভালো লাগলো স্যারের কথাগুলো শুনে। আশা করি তিনি তার সমস্ত দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালন করবেন এবং সকল অপরাধের বিরুদ্ধে রুখে দাড়াবেন। এবং সেই সাথে ধন্যবাদ জানাই যমুনা টেলিভিশন ও মন্ত্রী সাহেব অনুষ্ঠানের সকল কলাকুশলীদের। আশা করি এই রকম অনুষ্ঠান প্রতিনিয়ত সম্প্রচার করবেন।
স্যার মানুষ তার কর্মের মধ্যে বেঁচে থাকে ।
অসাধারণ।
এই রকম সৎ মন্ত্রী আমাদের দেশে আর যদি ৪জন থাকতো, নিশ্চয়ই আমাদের দেশে দূরনীতি ১০ভাগেরও নিচে চলে আসতো। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। আগামীতে আপনার এই পথচলা অব্যাহত থাকুক। শেষে এইটুকু না বললেই নয়, সৎ মানুষের জয় সব জায়গায়। আবারো ধন্যবাদ আপনাকে।
সাবাস , স্যালুট মাননীয় মনএী এগিয়ে যান, জয় বাংলা জয় বংগবনধু, অনুষঠানটি খুবই ভাল লাগল Absolutely nice with thanks & blessing go ahead.
*উনাকে আমি এই প্রথমবার দেখলাম*
*তবে উনি যে একজন সৎ ও নেক মানুষ*
*সেটা তার কথা শুনে বোঝা যায়*
*যা বলেছেন স্পষ্ট ভাবে ক্লিয়ারলি ফ্রি মাইন্ডে বলেছেন কোন লেখা লেখি নাই*
*আর অনুষ্ঠানের উপস্থাপিকা*
*সে খুবই স্মার্ট একটা মেয়ে*
*উপস্থাপিকা এরকম হওয়া উচিত*
আশাবাদী হলাম মন্ত্রী আপনাকে দেখে । আশাকরি আপনার কার্যক্রম চলতে থাকবে । উপস্হাপনা যথেষ্ট ভালো হয়েছে
অসাধারণ......... এমন রাজনীতিবিদ ই আমরা চাই..........
অসাধারণ মানুষ, অসাধারণ কথাবার্তা, ভালো লাগলো।
বলে শেষ করা যাবে না অনেক ভাল
ধন্যবাদ যমুনা টিভি।
মন্ত্রী সাহেবের জন্য অনেক অনেক দোয়া রইলো,,, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক...Thanks to Jamuna tv & best wishes for this Show ❤মন্ত্রী সহেব❤
অাশাবাদি এমন মন্ত্রী নিয়ে।
জয় বাংলা
স্যার আপনার কথা যত শুনি ততই নতুন করে আবার আশায় বুক বাদি ।
খুব ভাল লাগছে অনুষ্ঠান টি
যতদিন আমরা এবং আমি হবোনা সচেতন, ততদিন দেশের হবেনা উন্নয়ন।
অনেক গোছানো সুন্দর পরিকল্পনা, আমাদের পিরোজপুরের মন্ত্রী।
মন্ত্রী সাহেব এবং উপস্থাপিকার সুন্দর কথাবার্তা শুনে মনে হচ্ছিলো। বিদেশি কোন চ্যানেলের অনুষ্ঠান দেখছি। আমার কাছে মনে হচ্ছে এরকম আরো অনুষ্ঠান হওয়া দরকার। আমাদের প্রধানমন্ত্রীকে এই অনুষ্ঠানে এনে সাক্ষাৎকার নেয়া উচিত। সর্বোপরি বলতে চাই যেকোন অনুষ্ঠানের কথাবার্তা মার্জিত হওয়া উচিত। একাত্তর টিভির কিছু অনুষ্ঠান দেখলে খুব খারাপ লাগে। আর মনে মনে ভাবি বিদেশের টিভি চ্যানেলের অনুষ্ঠান কি সুন্দর । আর আমার দেশ কোথায় পড়ে আছে। আর একটা প্রোগ্রাম যে কোন একটা এজেন্ডার উপর হওয়া উচিত। জগাখিচুড়ি মার্কা প্রোগ্রাম আমরা চাই না।
আমি এই মন্ত্রী কে শ্রদ্ধা করি কারণ ওনার বিনম্র আচার আচরণ এবং সততা শিক্ষিত মার্জিত এক কথায় অসাধারণ
শেখ হাসিনার শ্রেষ্ঠ এক আবিষ্কার। শ ম রেজাউল করিম। এমন এক মন্ত্রী পাওয়ায় গনফূর্ত মন্ত্রালয়ের ভোগান্তি অনেক কমে গেছে আরো স্বচ্ছ হবে ইনশা আল্লাহ।
মন্ত্রী মহাদয় অনেক গুছিয়ে কথা বলতে পারেন, ভাল খুব ভাল
একজন অসাধারণ মন্ত্রীর অসাধারণ বক্তব্য আমাকে মুগ্ধ করেছে। আমি দোয়া করি উনি বেচে থাকুক কষ্ট থাকা মানুষের জন্য।
মন্ত্রী সাহেব আপনার জন্য অনেক অনেক ভালবাসা ও শুভ কামনা রইল।।আল্লাহ আপনার দীর্ঘ আয়ু দান করুক।।
আমার জীবনে দেখা সেরা মন্ত্রী
দেখা যাক কেমন কি হয়,টকশোতে ত অনেক কথাই বলে কিন্তু পরে সব বদলে যায়,কিন্তু আপনাকে ভালোই লাগে স্যার এবং কথাগুলো থেকে ও অনুপ্রেরণা পেলাম
মনটা শান্তিতে ভরে গেল । এমন মন্ত্রী তো আমি চাই । এমন মন্ত্রী যদি বাংলাদেশের সব দপ্তরে থাকতো তাহলে বাংলাদেশে তাড়াতাড়ি শান্তিতে ভরে যেত ।
মাননীয় মন্ত্রীর কথা অনেক আশাব্যঞ্জক!
মামা অনেক ধন্যবাদ।
মন্ত্রণালয় বা অধিদপ্তর সম্বন্ধে অভিজ্ঞতাগুলো খুব ভালোভাবে তুলে ধরার জন্য উপস্থাপক কে ধন্যবাদ ।
খুবই ভালো লাগলো
Absolutely brilliant speech Minister S M Rezaul Karim Sir, I hope you will change the mentality of all ministry in Bangladesh because stay with you & all member of parliament breve lady Priminister Sheak Hasina.
কি বলবো! জাস্ট ওয়াও, খুব ভালো লেগেছে
শুকরিয়া যমুনা টিভি কে, এই অনুষ্ঠানের জন্য
এ রকম ভালো মানুষকে মন্ত্রী করায় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। আর প্রধানমন্ত্রীকে অনুরোধ, এ রকম মন্ত্রীকে স্বাধীন ভাবে কাজ করার সুযোগ দেবেন।
আমার জেলার নাম পিরোজপুর ,মন্ত্রী হচ্ছেন আমাদের পিরোজপুর এর ,আশা রাখি পিরোজপুর এর নাম স উজ্জ্বল থাকবে ধন্যবাদ যমুনা টেলিভিশন এবং আমাদের মন্ত্রী শ ম রেজাউল করিম সাহেব,
উপস্থাপনা এবং মন্ত্রীর আলাপ দুটোই দুর্দান্ত হয়েছে।
মনএীর কথা শুনে খুব ভাল লাগলো
মাননীয় মন্ত্রী মহদয়ের কথা গুলা শুনে খুব ভাল লাগলো । আশা করি তিনি আমাদের দেশের উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করবেন।
Very good initiative .. Hope will continue
অনেক ভাল লাগলে,,,god bless you minister
এক কথায় অসাধারণ একটা প্রোগ্রাম। মন্ত্রী মহোদয় এর কথাগুলো অসাধারন লাগল
শুভ কামনা মন্ত্রী সাহেব এর জন্য,আর নিকোল কে ধন্নবাদ আবারও আমাদের মাজে আসার জন্য
Lots of thanks mis nicol to make a nice interview with minister s.m. rezaul Karim.
এমন মন্ত্রীই দরকার বাংলাদেশে।এগিয়ে যান।
Thanks montri saheb
স্যালুট স্যার ❤💓💕💖💗💙💚💛💜💟💞
আশাবাদী হচ্ছি।
Hats off to the Minister. Well said , we will wait for the phrase "well done"
অসাধারণ ✌✌✌✌
khub valo laglo montri shaheb er sotota dekhe....
খুব ভাল লাগলো ওনার কথা গুলি
বাংলাদেশের রাস্তায় এখন তেমন আর ভিক্ষুক দেখা যায় না। এখন 90% ভিক্ষুক চাকরি করে রাজউকের মধ্যে।
পুলিশে ও ।
মন্ত্রী সাহেবের জন্য দোয়া রইলো যেন কথা ও কাজে মিল রাখতে পারে.
মাসাআল্লাহ্ দারুন ষ্পস্ট ভাষী মন্ত্রী সাহেব👌
মাশাল্লা অনেক ভাল একজন মানুষ।রাজনিতীতে ভাল মানুষের দরকার।
Thanks to Mr. honorable Minister.
ধন্যবাদ যমুনা টিভি কে
সেলুট এমন মানুষকে অনেক অনেক দোয়া রইল।।
স্যার কে আমি স্যালুট ।
মন্ত্রীর কথা শুনে মনটা ভরে গেলো।
মাননীয় মন্ত্রী ধন্যবাদ
মন্ত্রী সাহেব এখন আপনার কথা শুনেই মন ভরে গেল,যা কিছু করতে পারবেন সেটা ভবিষ্যৎ।
massallha....valo laglo sunia
I love it jamuna onustan
সবার সুন্দর কমেন্ট দেখে খুব ভালো লাগলো। আশাবাদী আমরা!
মন্ত্রী সাহেবের কথাগুলো অনেক ভালো লাগল
খুব ভালো লাগে কথা গুলো
Uposthapona oshadharon.
অসাধারন বক্তব্য দিয়েছেন মাননীয় মন্ত্রী
মন্ত্রী সাহেবের দীর্ঘায়ু কামনা করছি!
এক কথায় অসাধারণ অনুষ্ঠান, স্যারকে ধন্যবাদ।