ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী | Montri Shaheb | EP 19

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 181

  • @shahnewaz98
    @shahnewaz98 5 ปีที่แล้ว +14

    অত্যন্ত প্রিয় একজন মানুষ। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক।

  • @imranrafi4838
    @imranrafi4838 4 ปีที่แล้ว +17

    আমি স্বাগত জানাই এই নতুন ভূমিমন্ত্রীকে। তার সদিচ্ছা থাকলে অবশ্যই তিনি ভূমি মন্ত্রনালয়ের সমস্ত দুর্নীতি দূর করতে পারবেন ইনশাআল্লাহ।

    • @localman3713
      @localman3713 ปีที่แล้ว

      উনি নতুন মন্ত্রী না রে ভাই.....
      উনি এর আগে উপমন্ত্রীর দায়িত্বে ছিলেন,
      তারপর প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছে,
      সর্বশেষ প্রধানমন্ত্রী উনাকে পদোন্নতি দিয়ে পূর্নাঙ্গ মন্ত্রী হয়েছেন । এতো সহজে একজনকে মন্ত্রী বানায় না রে ভাই ।
      কিছু কিছু লোক মন্ত্রীত্ব পেলে অতীত ভুলে যায়, ইনসাফ ভূলে যায়, হকের কথা ভুলে যায়, কোনো একদিন মরতে হবে কিংবা ক্ষমতা চিরকাল থাকবে না সেটাও তারা ভুলে যায়, যেমন: প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান,, সাবেক পূর্ণ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী,, সাবেক গাজীপুরের সিটি মেয়র জাহাঙ্গীর আলম, মরহুম, সাবেক রেলমন্ত্রী শুরেনজিৎ শেন গুপ্ত,, ইত্যাদি ।
      এইরকম প্রত্যেক দলের কিছু লোক থাকে ।

  • @morshedabegumsalma6008
    @morshedabegumsalma6008 3 ปีที่แล้ว +15

    ১২ বছর দখল থাকলেই যে জমির মালিক হবে এই আইন যেন বাতিল করা হয়, পকৃত মালিক যেন জমি ফিরে পায়।

  • @mdaladin3129
    @mdaladin3129 5 ปีที่แล้ว +26

    আমার দেখা একজন সৎ নিষ্ঠাবান মন্রী।নিজ স্বার্থে নয় জনস্বার্থে নিজেকে উৎসর্গ করতে সদা কাজ করে।স্যালুট❤

    • @rockingmijbah1780
      @rockingmijbah1780 3 ปีที่แล้ว +1

      Chor anwarate cori korte korte sesh

    • @mdjamal-vq6kg
      @mdjamal-vq6kg 3 ปีที่แล้ว +1

      সার সি সিকোনকিছুইকরতেপাভেপারবেনা। আপনা মৈবাইলনামভারটাদরকার।

    • @abdussalim7658
      @abdussalim7658 ปีที่แล้ว

      মাননীয়, মন্ত্রী (ভূমি) আমাদের জিজ্ঞেসা,নামখারিজের আবেদন করিলে কোন ভূলক্রটি থাকলে আবেদন কারিকে কোন কিছু আত্নপক্ষসম'পনের সুযোগ বা জবাবদিহির সুযোগ না দিয়ে নামজারীর আবেদন এসি(ল্যান্ড)বাতিল করে দিচ্ছে।এতে আমরা পেরেশানি ও ক্ষতিগ্রস্ত হচ্ছি।

  • @siliconsoft
    @siliconsoft ปีที่แล้ว +4

    স্বাগত জানাই এই নতুন ভূমিমন্ত্রীকে।

  • @rfraset6434
    @rfraset6434 ปีที่แล้ว +3

    ভূমি মন্ত্রীকে ধন্যবাদ। ভূমি অধিকার আইন তারাতারী পাশ‌ করা‌ হোক‌

  • @lukmankhan4544
    @lukmankhan4544 5 ปีที่แล้ว +6

    এই রকম মন্ত্রী খুব কম আওয়ামীতে অনেক ধন্যবাদ ছার আপনাকে।

  • @nayemhayder882
    @nayemhayder882 2 ปีที่แล้ว +5

    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আপনি আমাদের আসল হিরো।

  • @sumonmiah398
    @sumonmiah398 5 ปีที่แล้ว +6

    ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহর রাস্তায় চললে মানুষ কখনও খারাপ পথে চলতেন না আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক আমীন

  • @rejaulkarim207
    @rejaulkarim207 5 ปีที่แล้ว +23

    চট্টগ্রামের আনোয়ারার গর্ব"সাফুজ্জামান চৌধুরী জাবেদ"খুব ভালো মনের মানুষ।ভূমি অফিসে কিছু দালানের কারণে যত বদনাম।
    চাটগাঁইয়া পুয়া😍

    • @orpa1974
      @orpa1974 4 ปีที่แล้ว

      Amar gramer bari anoara amar nam ananta apnar nam ki??

  • @ninihir7580
    @ninihir7580 3 ปีที่แล้ว +3

    স্যার কে অসংখ্য ধন্যবাদ জানাই ও অন্তরিক ভাবে গড়ীবের পক্ষ থেকে শুভেচ্ছা ও প্রানঢালা ভালোবাসা জ্ঞপন করছি

  • @shuzayethossain7413
    @shuzayethossain7413 2 ปีที่แล้ว +5

    মাননীয় মন্ত্রীর প্রতি সন্মান রেখেই বলছি আমাদের সহকারী কমিশনারা( ভূমি) এবং ভূমি সহকারী ও কনুনগো যত দিন সততা নিয়ে কাজ না করবেন তত দিন ভূমিতে মানুষের হয়রানী কমবে না।এবং সহকারী কমিশনার ((ভূমি)তে জুডিশিয়াল ম‍্যাজিষ্টেট নিয়োগ এর প্রস্তাব করলাম।

  • @mojnumia7331
    @mojnumia7331 ปีที่แล้ว +1

    সব মন্ত্রী মহোদয় যদি এমন হতো তাহলে দেশের কোন উশৃংখলা সৃষ্টি হইত না আমি শুনেছি গরিবের দোয়া কবুল হয় তাড়াতাড়ি আশা রাখবো যে প্রত্যেকটি গরিব মানুষ মনে হয় যে এই মন্ত্রীর জন্য দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামীন উনাকে নেকাইত দান করুক আমিন

  • @indiansuitinbarcelona2972
    @indiansuitinbarcelona2972 4 ปีที่แล้ว +7

    ভাই প্রথমে ভূমি অফিস কে দুর্নীতি মুক্ত করুন

  • @shahzadhshahzada5564
    @shahzadhshahzada5564 2 ปีที่แล้ว

    Alhamdulillah
    Kub kusi holam sir'rer
    Kota sune & thank you very much sir

  • @mdalaminislam1213
    @mdalaminislam1213 ปีที่แล้ว +1

    স্যার দোয়া ও শুভ কামনা রইলো

  • @mohammadmohosinhasan1677
    @mohammadmohosinhasan1677 5 ปีที่แล้ว +8

    আনোয়ারা বাসীদের লাইক চাই

  • @masumbillah139
    @masumbillah139 5 ปีที่แล้ว +6

    নিকোর ম্যাম এতদিন পরে কেন , মিস ইউ মন্এী সাহেব অনুষ্ঠান ।

  • @alaminsaguar7863
    @alaminsaguar7863 ปีที่แล้ว

    অসংখ্য ধন্যবাদ ভূমিমন্ত্রী আপনার দীর্ঘায়ু কামনা করি সালাম জানাই আপনার বাবা-মা কে আপনাকে সৎ এবং নিষ্ঠাবান হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে তার সাথে একটি অনুরোধ করি আজকে একজন প্রবাসী কে রাখলে খুব ভালো হতো এই অনুষ্ঠানে ।। প্রত্যেকটি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তারা জমি রেজিস্ট্রেশন এ ফিফটি পার্সেন্ট ছাড় এবং সরকারি প্রতিষ্ঠান ফিফটি পার্সেন্ট ছাড় দিলে অনেক উপকৃত হতো কারণ যেহেতু তারা রেমিটেন্স যোদ্ধা এবং তাদের স্বল্প আয়ের তাদের জীবনযাত্রা

  • @diderdider4173
    @diderdider4173 5 ปีที่แล้ว +2

    আপনি চট্রগ্রামের হাট হাজারী উপজেলার ইউ এন রুহুল আমিনের মত, সব ভূমি অফিসে এসিল্যাণ্ড নিয়োগ দিন,,ওনি আমাদের সীতাকুণ্ড ভূমি অফিসে যখন ছিল, তখন আমাদের সীতাকুণ্ডের ভূমি অফিস ও হাট বাজারে জিনিসের দাম মানুষের ক্রয় করার মত রেখেছেন।অনেক ভালো মানুষ ছিল,,বর্তমানে হাট হাজরী ও সুনামের সাথে কাজ করতেছেন।।

  • @cornermirja4835
    @cornermirja4835 ปีที่แล้ว +3

    সব মন্ত্রী সাহেব রা যদি দেশের মানুষরে জন্য এমন কাজ করত

  • @shahidabegum9004
    @shahidabegum9004 ปีที่แล้ว

    মাননীয় ভূমিমন্ত্রী নিঃসন্দেহে একজন ভালো মানুষ। তবে রেজিস্ট্রি অফিসের দূর্নীতি সেটেলম্যান্ট অফিসের দূর্নীতি ও ভূমি অফিসের দূর্নীতি বন্ধ করতে পারবেননা আই ক্যান চ্যালেন্জ।

  • @mdsaim8281
    @mdsaim8281 5 ปีที่แล้ว +6

    বর্তমান জেনারেশনের বড় পাওয়া আপনার মতো একজন সংসদ সদস্য।

  • @smollwhite4449
    @smollwhite4449 ปีที่แล้ว

    ধন্যবাদ ভূমি মন্ত্রী কে

  • @dewanankon2280
    @dewanankon2280 ปีที่แล้ว

    ধন্যবাদ জানাই আপনাকে

  • @neepakhaled1459
    @neepakhaled1459 ปีที่แล้ว

    Salute vumi montri mohodoi ke. Edeshe amra biddut, electricity, Pani r khaddo montronaloi e erokom honest montri asha korchi. . Amader prodhan montrir kache erokom honest montri r asha Kori future e.

  • @moinuddin9729
    @moinuddin9729 4 ปีที่แล้ว +3

    আমাদের আনোয়ারার জনপ্রিয় সর্বজন প্রিয় জাবেদ ভাই।

  • @jalilvuya4964
    @jalilvuya4964 2 ปีที่แล้ว +1

    অসহায় মানুষের দেওয়ার মতো
    কিছু নেই অসংখ্য দোয়া থাকবে
    ভুমি মুনস্ত্রীকে দেশ সাধীন হযছে আজ
    অনেক দিন এমন কেহ নজর
    রাখেনি ভুমির প্রতি মনে হয মুক্তি
    পাবে সাধারণ মানুষ

  • @samiulmaruf5457
    @samiulmaruf5457 4 ปีที่แล้ว +2

    সাতকানিয়া থেকে জাভেদ ভাইকে শুভেচ্ছা

  • @এমদাদহোসেনপ্রধানীয়া

    যোগ্য মন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা ওনাকে অনুসরন করা উচিৎ।

  • @OmarFaruk-xp6jd
    @OmarFaruk-xp6jd 5 ปีที่แล้ว +2

    Onest montriy.👍

  • @dr.raihan_xaheer
    @dr.raihan_xaheer 3 ปีที่แล้ว

    উপস্থাপক ও প্রধান অতিথি উভয়ের বক্তব্য উপস্থাপন সুন্দর ও উপভোগ্য ছিল।
    আশা করি,কথার সাথে তার বাস্তব কাজেরও মিল থাকবে।
    শুভকামনা

  • @smaliashraf6377
    @smaliashraf6377 ปีที่แล้ว

    ধন্যবাদ জানাই মাননীয় ভুমি মন্ত্রীকে। ভুমি মন্ত্রনালয়ের নামজারী, খাজনা ডিজিটাল পদ্ধতিতে করার জন্যে দেশের নীরিহ জনগন উপকৃত হবে। তবে দেশের সকল সাব রেজিস্ট্রার অফিস সমূহ ভুমি মন্ত্রালয়ের অধীন করার জন্য বিনীত আহব্বান জানাই। সকল রেজিঃ দলিল সমূহ অনলাইনে হওয়াও আবশ্যক।

  • @mohammedyousufmohammedyous2430
    @mohammedyousufmohammedyous2430 5 ปีที่แล้ว +5

    অনেক ভালো মানুষ জাবেদ ভাই

  • @mojnumia7331
    @mojnumia7331 ปีที่แล้ว +1

    এই আইনটা পাস হইলে হয়তো অনেক দরিদ্র লোক একটু মাথা উঁচু করে বাঁচতে পারবে ইনশাল্লাহ

  • @BachelorCreation0.2
    @BachelorCreation0.2 5 ปีที่แล้ว +3

    আমি মুগ্ধ❤❤

  • @mdrashedchowdhury6960
    @mdrashedchowdhury6960 5 ปีที่แล้ว +1

    Priyo netha ke amra gorbo korte pari dowa o shuvo kamona roylo amader priyo nethar jonno..💜💜

  • @mohammednurussafa4747
    @mohammednurussafa4747 2 ปีที่แล้ว

    God bless you sir we are ensure attampt is the best and highly but pls sir kindly follow the anticurrpt and hope take series action against staff finally pray to Allah for ur long life.

  • @uniquebanking3151
    @uniquebanking3151 2 ปีที่แล้ว

    A ujir of great soul as of his family members we wish every success in future also

  • @tunetouch7199
    @tunetouch7199 ปีที่แล้ว

    আমি আওয়ামী লীগকে অপছন্দ করলেও ভূমি মন্ত্রীকে অনেক পছন্দ করি।নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ।

  • @subodhdas5015
    @subodhdas5015 ปีที่แล้ว

    A Real Gentleman

  • @badrulmahmud3173
    @badrulmahmud3173 5 ปีที่แล้ว +6

    যোগ্য মন্ত্রী

  • @omanibra1871
    @omanibra1871 5 ปีที่แล้ว +1

    Tnx sir

  • @ishaquekhan6067
    @ishaquekhan6067 ปีที่แล้ว

    Ami 1971 er pore till now , er cheye balo minister Dekhi nai , ami Dua Kori Allah onak balo rakhuk , susthu rakhuk

  • @batensarkar3368
    @batensarkar3368 ปีที่แล้ว

    ভূমি মউন্তঈর মোবাইল নাম্বার টি দয়া করে জানাবেন।তাহলে সাধারন । জনগন উপকারিতা হত।

  • @নাহিদাখানমছুমকি
    @নাহিদাখানমছুমকি 2 ปีที่แล้ว +1

    মেডাম মন্ত্রী মহোদয় যা বলেন ভুমি অফিস কমকতা গন অনলাইন থাকার পর ও জনগন কে হয়রানী স্বিকার হতে হয় ঘুষ খায়না ঘুষ না দিলে ও কাজ হয় না কেন কাজ ঘুরািবে প্রত্যক অফিসে অভিযোগ বক্স দেন প্রতি সাপ্তাহে নিবাহী কমকতা খুলবেন এই ব্যাবস্হা করা যাবে কি এবং অভিযোগ ফোন নাম্বার দিন

  • @abunaime8634
    @abunaime8634 2 ปีที่แล้ว +1

    অনলাইনে দলিল পাব কবে?

  • @MDMonir-f1k2b
    @MDMonir-f1k2b 10 หลายเดือนก่อน

    আমি কি মন্ত্রী সারের। সাথে সরাসরি কথা বলতে পারবো। আমার মনে অনেক আশা সারের। সাথে কথা বলার জন্য আমি। আপনার পায়ে পড়ি একটু। কথা বলতে দেন

  • @anamulmishuk8515
    @anamulmishuk8515 5 ปีที่แล้ว +2

    I salute to you sir...!!!

  • @hilariroy3796
    @hilariroy3796 2 ปีที่แล้ว +1

    ভালো মানুষ।

  • @MdForhad-xs7tb
    @MdForhad-xs7tb 5 ปีที่แล้ว +2

    Good

  • @omanibra1871
    @omanibra1871 5 ปีที่แล้ว +1

    Sir amar prio montri

  • @unlimitedmasti6850
    @unlimitedmasti6850 2 ปีที่แล้ว

    ভালবাসা অভিরাম।

  • @jahirmahmood8369
    @jahirmahmood8369 4 ปีที่แล้ว

    I still remember Jupiter house.
    When I was grade five your khalato Bhai labu was my best friend.
    He used to live in 10 Jupiter house.
    I don't know where he is now.

  • @misbhauddin6944
    @misbhauddin6944 4 ปีที่แล้ว +1

    আনোয়ারা বাসির অভিবাক জাবেদ ভাই

  • @shahezmollah3077
    @shahezmollah3077 ปีที่แล้ว +1

    উকিলেরা মামলা দীঘায়ী করে।এদের জন্য একটা ব্যবস্থা নিবেন স্যার

  • @mdalauddin-jh4nb
    @mdalauddin-jh4nb ปีที่แล้ว

    দলিল এবং খারিজ আমার কিন্তু জমি ভুমি দস্যু র

  • @shahinalam1123
    @shahinalam1123 ปีที่แล้ว

    এই আইন বাস্তবে কার্যকর হলে দেশটির অনেক মানুষের দুআ পাবে ভুমি মন্তী । কঠিন থেকে কঠিনতর আইন করতে হবে। যে জমি নিয়ে মিথ্যা মামলা করলে দূত বিচার আইনের আওতায় এনে বিচার কার্যকর করতে হবে।নব্বই দিনের মধ্যে।যাবৎ জীবন জেলের অন্ধকারে পচতে হবে। না হয় পাশি দিতে হবে।কেউ যেন জীবনে কারো জমির প্রতি লোভ না আসে।।।

  • @m.ruhulamin6717
    @m.ruhulamin6717 ปีที่แล้ว

    When expected land law 2023 will approved by the sangsad can honorable Law Minister ensured & confirm?

  • @seeemeee8467
    @seeemeee8467 5 ปีที่แล้ว +4

    আপনি পারবেন দূর্নীতি মুক্ত করতে।।

  • @Ahmedrukon1987
    @Ahmedrukon1987 ปีที่แล้ว

    অনেক ভালো এক জন মানুষ,,, 🌹🌹🌹

  • @hasanctg4777
    @hasanctg4777 5 ปีที่แล้ว +3

    আমার প্রিয় নেতা

  • @uniquebanking3151
    @uniquebanking3151 2 ปีที่แล้ว

    Yes minister has enough knowledge on land management and matter

  • @mdnazimuddin2024
    @mdnazimuddin2024 2 ปีที่แล้ว

    খতিয়ানের জন্য অনলাইনে আবেদন করলে সহজে পাওয়া যায় না

  • @sekandarali9815
    @sekandarali9815 2 ปีที่แล้ว

    সার আপনার৷ নিকটে আকুল আবেদন যত লোক খাসের যায়গা বা৷ জমি রেকট করে বিক্রিয় করেছে ঐ৷ দলীল গুলি বাতিল৷ বা৷ ঐ৷ লোককে নামজারি৷ বা খারিজ৷ দওয়া৷ বাতিল করিলে সার৷ ভাল৷ হইবে৷ ধন্যবাদ৷ আপনাকে

  • @mohammednurussafa4747
    @mohammednurussafa4747 2 ปีที่แล้ว

    Sir currently we are have been following any tea boy staff of ac land owner of 3 or 4 story building.

  • @lukmankhan4544
    @lukmankhan4544 5 ปีที่แล้ว +1

    কিন্তু ছার খুব দুঃখজনক এখন জমি কিনলে অনেক টাকা ফি দিতে হয়। বাংলাদেশের এখন যে কোনো জিনিসসে সরকারি টেক্স অনেক অনেক বেশি হয়েছে। আর যারা দল করে তারা জমি না কিনেয় দখল করে নিয়ে যায়।

  • @mdjamal-vq6kg
    @mdjamal-vq6kg 3 ปีที่แล้ว +2

    স্যার তিন বছরের মধ্যে মামলা শেষ হলে ভালো হয়

    • @mdjamal-vq6kg
      @mdjamal-vq6kg 2 ปีที่แล้ว +1

      সার হাইকটে একটা লেনটাইভিলনগটনদরকার সারএইটাকবেহবে।

  • @localman3713
    @localman3713 ปีที่แล้ว

    ভুমি মন্ত্রী নিঃসন্দেহে একজন বেটার পার্সন, তবে মানুষ ভুলের উর্ধ্বে না ।

  • @নাহিদাখানমছুমকি
    @নাহিদাখানমছুমকি 2 ปีที่แล้ว

    স্যার সিসি ক্যামেরা দিলে টাকা নিবেনা কিন্তু গ্রাহকের কাজ করবেনা নানা অজুহাত সার নাই সারভেয়ার নাই অনেক দুর দারান্ত জাগা থেকে লোক গেলে ১০০/২০০ টাকা খরচ হয়ক কতবার ভুমি অফিস যাবে মন্ত্রী মহোদয় এসিলেন্ড কে ও কডা আদেশ দেন

  • @AyubKhan-gk2lw
    @AyubKhan-gk2lw 2 ปีที่แล้ว

    Sir chattogram ar protarona miulk b s record ki hobe

  • @mdshadhin1828
    @mdshadhin1828 3 ปีที่แล้ว

    Congratulations

  • @uniquebanking3151
    @uniquebanking3151 2 ปีที่แล้ว

    High rise building may be built in village in a plan way so that agriculture land may not be destroyed

  • @masudulhasan6509
    @masudulhasan6509 ปีที่แล้ว

    সাবাশ, চিটাইংগে ফোয়া নই না!

  • @earmohammad4721
    @earmohammad4721 5 ปีที่แล้ว +1

    Saifojamn Chowdhury Sir ke amie antorik babe like kore, but nerbacon a ja babe komotai aslen oi tah amar procondho hoini, onake sobai amnitah bot detho, ceartakar government bet deyea komotai aslen, atah amader jonno kov doko jonok, asole sir onek valo akjon manush, allah jeno onake dirgoden bacetar jonno haitah dek ashole amie BNP ke Support kore, but, amader asoner jonno Sir a beast i love you Sir...

  • @uniquebanking3151
    @uniquebanking3151 2 ปีที่แล้ว

    Illegal possessors r criminals***thanks for your courageous decision***salute from our hearts of hearts Mr minister

  • @riazraha8790
    @riazraha8790 ปีที่แล้ว

    আহারে ভাইয়া এই শীতকালে ও দিনে রাতে ১৪ ঘন্টা কারেন্ট পায় না মানুষ,সেই খানে সি সি কেমেরা কি কাজে আসবে বলেন দাদোরা?

  • @d.m.kalamdewan1115
    @d.m.kalamdewan1115 ปีที่แล้ว

    আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেক মানুষ আছে প্রত্যেক ভিটা বাটি ছাড়া সব বসে সম্বলটুকু হারিয়ে ফেলেছে তারা

  • @mdmosarrf671
    @mdmosarrf671 ปีที่แล้ว

    মানণীও মন।মে আপনার কাছে অনুরোধ আমি আমার কেনা জমি বাবার বি এস লেখাটি করছি এর পরে বাবা ঢাশাবাদ করতে এখন গেরামের শিলিশিতে রায়েতে পাইছি জমি দখলে ছিলো কিন্তু আমার ভাইরা ভিবিন।ন সমায়ে ভাইরা বাদাদেয় এর থামায়ে কবি জোগ দিয়াথাকি তারা কিছূ মাণে না এরপরে দিবেন নাশের হুমকি দে এখন আমি কি করতে পারি দয়া করে আমাকে পরামশো দিবেন

  • @belalahmadsharif3472
    @belalahmadsharif3472 3 ปีที่แล้ว

    Bhumi montri mohadoyke salute janai, asha kori amar dokhol howa jomi fire pabo eybar.

  • @uniquebanking3151
    @uniquebanking3151 2 ปีที่แล้ว

    One honest man is powerful in Lac durnitibajs

  • @mdshofiulalam4496
    @mdshofiulalam4496 5 ปีที่แล้ว +1

    Amader montre real hero

  • @AkbarAli-xx9ld
    @AkbarAli-xx9ld ปีที่แล้ว

    Please make peace full Life it's a really good but some government ac land officer shows as a King maybe this area so we are giving complain against him need one department we are Chittagong potanga area people thanks honorable land minister long live with peace full Life make Allah blessings this government awami League Joy bangla from Chittagong Akbar potanga

  • @shaistashaistakhan2819
    @shaistashaistakhan2819 ปีที่แล้ว

    হবে,,হচছে,এইতো হচ্ছে,,ভাবছি।
    উনি চেয়ারে কতো দিন আছেন?

  • @MasudRana-kv3sk
    @MasudRana-kv3sk 2 ปีที่แล้ว

    We want this type of persons. all of ministry.

  • @masumsardar2729
    @masumsardar2729 ปีที่แล้ว

    এক জনের সমস্যা দুই তিন টা কিন্তু মামলা করা যাবে একটা এই আইন পরিবর্তন করা হলে খুব উপকার হতো মানুষের
    যেমন ঃ দলিল সংশোধন মামলা৷ রেকর্ড সংশোধন মামলা৷ বাটোয়ারা মামলা৷

  • @mdoilullah2031
    @mdoilullah2031 ปีที่แล้ว

    মাননীয় ভূমি মন্ত্রিসভার আসসালামু আলাইকুম ভোলা জেলা লালমন থানা একুশের বেশি আখড়া যে কোন জায়গা আমাদের এমপি ছাড়া এগুলা দেখেও দেখেনা দয়া করে আমাদের ভূমি অফিস গুলা আওতায়েনের এক ভিজিট করুন ঘনঘন অফিস চলাকালীন সময় ভিজিট করেন স্যার দিতে হবে গরিব মানুষ আপনার জন্য দোয়া করবে আমারে অনেক টাকা খরচ হয়েছে স্যার আমি ১৬ লাখ টাকার জমি রেজিস্ট্রি করি ভান্ডারে ১০ লাখ টাকা বয়মূল্য লেখে ২ লক্ষ টাকার উপরে খেয়ে ফেলছে ভেন্ডার কিছু করতে পারিনি এলাকায় বসবাস করবো তার সাথে আমি পারবো না চুক্তিতে আওয়ামী লীগ করে এইজন্য উনাদের সাথে কিছু বলা যাবে না

  • @MdBellal-dl1zn
    @MdBellal-dl1zn 6 หลายเดือนก่อน

    ভূমি অফিস ভালো হলে তো ভালো

  • @humayunahmad2514
    @humayunahmad2514 ปีที่แล้ว

    ইউনিয়ন ভুমি অফিসের ঘুস নেয়ার ব্যাপারে কি আইন হচ্চে। ভুমি সংক্রান্ত ব্যাপার মানে টাকা যেটা চায়ের বিল হিসাবে নেয়। তার কোন প্রতিকার আছে কি।

  • @tohidcrosstd
    @tohidcrosstd 5 ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤

  • @জীবনএকনতেসপাথা
    @জীবনএকনতেসপাথা 2 ปีที่แล้ว

    ভাই আমার মা নানুর বাড়ির সম্পত্তির কথা বলেছে মামার ছেলেকে আমার মা এক জন্য মেয়ে ভাই নেই বোন নেই কি কি খাগজ লাগবে

  • @md.mostafakhan4529
    @md.mostafakhan4529 5 ปีที่แล้ว +1

    মন্ত্রীর বসার স্টাইলটা সেই। কারন মন্ত্রীর সোফার এঙ্গেলটা খুবই বাজে। ইচ্ছা করেই কি তাকে এই কষ্টটা দেয়া হয়েছে? জাতির কাছে প্রশ্ন।

  • @bigfan3322
    @bigfan3322 2 ปีที่แล้ว

    জাল দলিলের বিরোদদে কেইস করেছিলাম, দেশে গেলে নাকি কেটে টুকরো করে ফেলবে। আমি ব্রিটিশ নাগরিক। এই অবস্তা হলে কেইস গাইব কি করে জানাবেন। বিক্রি করে চলে আসা ছাড়া কোন উপায় দেখছিনা। কিন্তু জাল দলিল কেনসেল না করতে পারলে বিক্রিও করতে পারবনা বলে। কি উপায় জানাবেন।

  • @mdliakothossen19
    @mdliakothossen19 2 ปีที่แล้ว

    ইউনিয়ন ভূমি অফিসে খাজনার চেক কাটার কাজে গিয়েছিলাম হয়রানির সিকার হয়েছি

  • @halimmolla6467
    @halimmolla6467 ปีที่แล้ว

    অফিস কর্ম চারিরা বলে অফিস আমরা চালাই নিয়মে টাকা লাগবে। গরিব মানুষের জন্য কি হবে?

  • @uniquebanking3151
    @uniquebanking3151 2 ปีที่แล้ว

    Khajna niye thake but ledger e posting dey na

  • @AlaminAlamin-fe6ol
    @AlaminAlamin-fe6ol 2 ปีที่แล้ว

    আমার বড় আশা ভুমি,ম্নির সাতে কড

  • @halimkhan8146
    @halimkhan8146 2 ปีที่แล้ว

    আমরা সরকারী ফি দিয়ে দলিল,নামজারি করতে পারছি।

  • @uniquebanking3151
    @uniquebanking3151 2 ปีที่แล้ว

    Thanks vumi minister for your kind consideration of weaker classes

  • @uttamkumarbarua9304
    @uttamkumarbarua9304 ปีที่แล้ว

    চট্টগ্রামের অহংকার।