আহ! কী চমৎকার গান! সবচেয়ে বড় কথা এ বয়সে মানুষ এমন আগ্রহ ও রুচি ধরে রাখতে পারে ক’জন? সুন্দর মনের মানুষ তাতে কোন সন্দেহ নেই। এমনটাই তো হওয়ার কথা ছিল, অথচ .......... খুবই দুঃখজনক। অনেক অনেক শুভকামনা রইলো।
যারা গানের সাধনা করেন,গান ভালবাসেন তারা সাচ্চা মনের মানুষ হয়ে থাকেন।মান্না দে কিম্বদন্তি সঙ্গীত সাধক। ঠিক তার মত গাওয়া কারো পক্ষেই সম্ভব নয়। কিন্তু ইনি অনেক যত্ন করে গেয়েছেন এবং ভাল গেয়েছেন। সবচেয়ে বড় কথা এই বয়সেও উনি গান গেয়ে চলেছেন।যা দেখে গান ছেড়ে দেওয়া আমার মনেও ইচ্ছা হচ্ছে আবার গান গাইতে শুরু করি।
কালজয়ী গানটি অবিকল পুঙ্খানুপুঙ্খ রূপে গাওয়া না হ'লেও একটি বয়স্ক মানুষের সঙ্গীতপ্রীতি এবং অতি মন-প্রাণ ঢেলে দিয়ে গানটি গাওয়ার মধ্যে যে আন্তরিকতার ছোঁয়া রয়েছে,নিঃসন্দেহে সেটা প্রশংসাযোগ্য এবং মানুষটির জন্য সবার শুভকামনা করা উচিৎ।
ভাই,এত সুন্দর করে গানটা গেয়ে মনটা ভরিয়ে দিলেন। সঙ্গীতের চেয়ে বড় আর কোন সাধনা হয়না। নাই এতে হানাহানি,নাই এতে কাটাকাটি।নাই কোন হিংসা।নাই কোন বিদ্বেষ। সঠিকভাবে বাঁচতে সঙ্গীতকেই আসল পথ মনে করুন।
খুবই সুন্দর গেয়েছেন এই গায়ক। নিখুঁত বলতে হয়। কোথাও কোনো দ্বিধা নেই। এটা প্রমাণ করে মানুষের বয়স শুধু সংখ্যার ব্যাপার আর মনটা হচ্ছে আসল। অনেক অনেক ধন্যবাদ ও শুভাশিস রইল এই গায়কের জন্য।
নিশ্চয়ই আবার দেখা হবে, আমরা আপনার কণ্ঠে আরও অনেক গান শুনতে চাই। এই গানগুলো আমরা অনেকবার শুনেছি, তবুও আপনার কণ্ঠে অন্য মাত্রা এনে দেয়। দরদী কণ্ঠ ভালো থাকুক এই কামনা করি। 🙏🙏🙏
I am Piyal Banerjee son of lyricist of this song Pulak Bandyopadhyay. Thank you for uploading this song and beautiful presentation by Abdul Shohid sahib.
উনার কণ্ঠমাধুর্য্যে মন্ত্রমুগ্ধ হয়েছি। মনে হচ্ছে বাদ্যযন্ত্র হিসেবে শুধু একটি হারমোনিয়াম দিয়ে মুল শিল্পীরাই গেয়ে যাচ্ছেন।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য।
কতো সাধনা করে সংগীত শিক্ষা করতে হয়।কতজন ছেড়ে দেয় ।উনি এই বয়সেও এত সুন্দর গাইলেন মন ভরে গেল।
@@bananimukharjee2007 আমার গানঘরেও আপনাকে আমন্ত্রণ জানাই। 🙏
খুব সুন্দর হয়েছে
অসাধারণ
খুব ভালো থেকো, অনেক ভালো লাগলো। ****জয়ন্ত চ্যাটার্জী উদয়নারায়ণপুর হাওড়া।
চাচা অনেক সুন্দর গেয়েছেন
কতোটা ভালো গাইলেন, সেটা বলতে চায়না, তবে খুব হৃদয় দিয়ে গাইলেন। মানুষের জীবনে সংগীত, মিউজিক, এসব যে প্রয়োজন আছে, সেটা বুঝিয়ে দিলেন
Thik bolechen
খুব সুন্দর কমেন্ট করেছেন।সত্যিই হৃদয় দিয়ে গানটা গাইলেন উনি,এই বয়সেও।
আমার গানঘরেও আপনাকে আমন্ত্রণ জানিয়ে গেলাম। ❤
@@shrabastydasguptamusic9689 মেডাম আপনার ঠিকানা!
@@chowdhurymomtiazuddin1791 আমার গানের চ্যানেলটাই আমার গানঘর।
@@chowdhurymomtiazuddin1791 আমার গানঘর আমার ঠিকানা।অর্থাৎ আমার music channel.
যারা গান বাজনা নিয়ে থাকে তারা মনের দিক দিয়ে সৎ হয় ও ভালো মানুষ হয়।
খুশি হলাম। ভাল থাকবেন। শুভকামনা রইল।
অসাধারণ কলকাতা থেকে বলছি আমি আপনার গান শুনি দীর্ঘজীবী হন
আপনাকে আন্তরিক অভিনন্দন।ভাল থাকবেন।
এই বয়সে মান্না দের মত শিল্পীর গান গাওয়া মুখের কথা নয় । শিল্পীকে ধন্যবাদ জানাই ওনার এই প্রয়াস এর জন্য ।
গ্রামে মুসলমানদের সংগীত চর্চা নেই বললেই চলে। এটি একটি ব্যতিক্রম।
Nice example
বয়স ও সুর সব কিছু মিলিয়ে আমার মনে হয় শিল্পী যেন তার সবকিছু দিলেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
খুব ভালো লাগলো, ভদ্রলোকের প্রতি নমস্কার।
আপনাকে স্বাগতম।ভাল থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য।
বোধ করি, আপনাদের সৃষ্টি হয় সংগীতের জন্য কিন্তু বৈরী পরিবেশ তা হতে দেয় না। ❤❤
@@SongeetAnurag আমার গানঘরেও আপনাকে আমন্ত্রণ জানাই। 🙏💐
আহা, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, কজন আর হৃদয় দিয়ে গাইতে জানে...❤❤
আপনার কথা শুনে খুব ভাল লাগল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ গাইলেন । ভগবান আপনার মঙ্গল করুক ।ভালো থাকুন এবং সুস্থ থাকুন । বারুইপুর কলকাতা ।
স্বাগতম আপনাকে। আপনার জন্যে শুভকামনা রইল। আপনাকে অসংখ্য।
শদীদ সাহেব অনেক অনেক ধন্যবাদ। কি সুন্দর আপনার গলার সুর। গলার স্বর মুগ্ধ করার মতো।
এক কথায় অসাধারণ, এবং শুভকামনা রইল।
ভাল থাকবেন। ভালবাসা রইল আপনার জন্য
কাকা নিঃসন্দেহে প্রশংসনীয় একজন কন্ঠ শিল্পী!
আপনাকে আন্তরিক অভিনন্দন।
আহ! কী চমৎকার গান! সবচেয়ে বড় কথা এ বয়সে মানুষ এমন আগ্রহ ও রুচি ধরে রাখতে পারে ক’জন? সুন্দর মনের মানুষ তাতে কোন সন্দেহ নেই। এমনটাই তো হওয়ার কথা ছিল, অথচ .......... খুবই দুঃখজনক। অনেক অনেক শুভকামনা রইলো।
আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।
যারা গানের সাধনা করেন,গান ভালবাসেন তারা সাচ্চা মনের মানুষ হয়ে থাকেন।মান্না দে কিম্বদন্তি সঙ্গীত সাধক। ঠিক তার মত গাওয়া কারো পক্ষেই সম্ভব নয়। কিন্তু ইনি অনেক যত্ন করে গেয়েছেন এবং ভাল গেয়েছেন। সবচেয়ে বড় কথা এই বয়সেও উনি গান গেয়ে চলেছেন।যা দেখে গান ছেড়ে দেওয়া আমার মনেও ইচ্ছা হচ্ছে আবার গান গাইতে শুরু করি।
আপনার কথা শুনে ভাল লাগলো।
ভাল থাকবেন। সুস্থ থাকবেন।
শুভেচ্ছার অজোস্রতায় - আব্দুল শহীদ।
মন জুড়িয়ে গেলো।
শিল্প জিনিস টাই হলো মুসলিমদের
আমি ভারতের হুগলি জেলার মানিক পুর থেকে দেখছি, হৃদয় -মন ছুঁয়ে যাওয়া এটি একটি অসাধারণ গান। শিল্পীর গায়কী আন্তরিকতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ।।
আপনার কথা শুনে খুশি হলাম।আপনাকে অভিনন্দন। ভাল থাকবেন।
অসাধরন গাইলেন ভাই, ভালো থাকবেন। ভগবানের কাছে এই আমার একান্ত প্রার্থনা রইলো আপনার মত ভালো মানুষের জন্য।
আপনার কথা শুনে ভাল লাগলো।আপনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ভাল থাকবেন।
অপূর্ব গাইলেন। হৃদয় দিয়ে গাইলেন। মন ছু্ঁয়ে গেল ❣️
আপনাকে আন্তরিক অভিনন্দন।
সব মুসলিম যদি এমন হতো তাহলে সত্যের জয় হতো। দেশের উন্নতি হতো। খুব ভালো লাগলো🙏🙏🙏🙏
এর মধ্যে আবার হিন্দু মুসলিম এলো কেন ? এত সুন্দর গান টি উনি গাইলেন এটাই বড কথা
আমি উত্তর দেবার ভাষা খুজে পাচ্ছিলাম না।আপনি উত্তর দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Apnar kathata khub valo laglo
শিল্প ভাষা ধর্ম অনেকেই গুলিয়ে ফেলে কিন্তু এইগুলো সব নিজের পথেই চলে এবং দেশ কাল ছাড়িয়ে যায় l
❤❤
অসাধারণ। আবার পুরনো দিনের গান নিয়ে অবহেলিত শিল্পীদের জনসমক্ষে তুলে ধরা উচিত।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভাল থাকুন।
খুব সুন্দর অথচ সহজেই গানটি আপনি গাইলেন। তাই ধন্যবাদ।কলকাতা থেকে শুনলাম
কালজয়ী গানটি অবিকল পুঙ্খানুপুঙ্খ রূপে গাওয়া না হ'লেও একটি বয়স্ক মানুষের সঙ্গীতপ্রীতি এবং অতি মন-প্রাণ ঢেলে দিয়ে গানটি গাওয়ার মধ্যে যে আন্তরিকতার ছোঁয়া রয়েছে,নিঃসন্দেহে সেটা প্রশংসাযোগ্য এবং মানুষটির জন্য সবার শুভকামনা করা উচিৎ।
আপনার কথা শুনে খুব খুশি হলাম। আপনাকে ধন্যবাদ দেবার ভাষা খুজে পাচ্ছি না। ভাল থাকুন। আপনার জন্য শুভকামনা রইল।
ভীষণ ভালো লাগলো। বড়ই হৃদয়গ্রাহী।
আমার আন্তরিক নমস্কার গ্ৰহন করুন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভাল থাকবেন।
অসাধারণ, দারুণ গেয়েছেন। যার হৃদয়ে ভালোবাসার ছোঁয়া আছে সেই পারে এই রকম গান গাইতে পারেন।
আপনার কথা শুনে ভাল লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ গানের গলা।আমার প্রিয় গানের মধ্যে একটি।
ঈশ্বর উনাকে গানের জগতে দীর্ঘজীবী করুন ও সহায় হোন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভাল থাকবেন।
ভাই,এত সুন্দর করে গানটা গেয়ে মনটা ভরিয়ে দিলেন। সঙ্গীতের চেয়ে বড় আর কোন সাধনা হয়না। নাই এতে হানাহানি,নাই এতে কাটাকাটি।নাই কোন হিংসা।নাই কোন বিদ্বেষ। সঠিকভাবে বাঁচতে সঙ্গীতকেই আসল পথ মনে করুন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনার কথা শুনে খুব খুশি হলাম।ভাল থাকেন, পাশে থাকেন।আপনার সুস্বাস্থ্য ও শুভকামনা করছি।
Hridoy theke gawa ai gaan ti...Songit manusher mon chhuye jaay ,..
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ সুন্দর গেয়েছেন।
ধন্যবাদ আপনাকে।দোয়া করবেন
দারুন গেয়েছেন চাচা। ঈশ্বর আপনাকে ভালো রাখুন ❤
আব্দুল বাবুর গলায় শ্যমা সংগীত
অপুর্ব লাগলো, আল্লা ভগবান ওনাকে
সুস্থ রাখুন, ওনার কন্ঠে গান আবারও
শুনতে চাই। (প:ব: বর্ধমান থেকে)
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য।
তুমি কেমন করে গান করো হে গুণি
আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি!
আপনাকে অসংখ্য ধন্যবাদ।খুব সুন্দর লিখতে পারেন দেখছি।
অসাধারণ কণ্ঠ! খুবই ভালো লাগলো চাচার কন্ঠে এই গানটা শুনে ঠিক যেন মান্না দের মত। ধন্যবাদ
আপনাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন।ভাল থাকবেন। শুভকামনা রইল।
একেই বলে অসম্ভবকে সম্ভব করা।
অসাধারণ।
শিল্পী ও তবলা সঙ্গত দুজনকেই জানাই শশ্ৰদ্ধ প্ৰনাম ।আপনাৱা স্বচ্ছ মনেৱ মানুষ আল্লা আপনাদেৱ মঙ্গল কৱুক।❤❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
@@GrameenFDC7479 Thank you.
ভারত থেকে শুনছি। আপনার অনেক ভক্ত হয়ে গেলাম । আপনাকে অনেক অনেক শ্রদ্ধা ও প্রণাম 🙏🙏🙏🙏🙏🙏
আপনাকে আন্তরিক অভিনন্দন। ভাল থাকবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ।
গানের সুরটা সহজ নয়,আপনি খুবই আন্তরিক ভাবে পরিবেশন করেছেন,আমি মান্না দের কন্ঠে প্রায় ৬০ বছরের বেশি সময় ধরে শুনছি। খুব ভালো আনন্দে থাকবেন।কলকাতা থেকে
কি ভাষায় আপনার প্রশংসা করবো ঠিক বুঝতে পারছি না। শুধু বলবো অসাধারণ। অনেক ধন্যবাদ রইল আপনার জন্য।
আপনার কথা শুনে খুব ভাল লাগলো। ভাল থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাঃ- বাঃ- বাঃ। সুন্দর ।
খুবই সুন্দর গেয়েছেন এই গায়ক। নিখুঁত বলতে হয়। কোথাও কোনো দ্বিধা নেই। এটা প্রমাণ করে মানুষের বয়স শুধু সংখ্যার ব্যাপার আর মনটা হচ্ছে আসল। অনেক অনেক ধন্যবাদ ও শুভাশিস রইল এই গায়কের জন্য।
আপনাকে আন্তরিক ধন্যবাদ।ভাল থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ ওনাকে ।। উনি স্বর্ণ যুগের এক অসাধারণ সংগীত পরিবেশন করলেন ।।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।ভাল থাকবেন
এই বয়সে এতো সুন্দর শুর ভালো গলা খুব ভালো লাগলো ধন্যবাদ
আপনাকে আন্তরিক ধন্যবাদ
অপূর্ব
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@@GrameenFDC7479 সত্যিই হৃদয়ে ছুয়ে গেল । গায়কির মধ্যে একটা নিজস্বতা রয়েছে। আরো বেশি বেশি করে গান আপলোড হোক। তবলায় যিনি আছেন তিনি দক্ষ শিল্পী ।
Excellent darun khub valo laglo
ধন্যবাদ।
❤দারুন! অভাবনীয় সুন্দর গেয়েছেন! সেল্যুট!❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই কি গান শোনালেন , কি মধুর কণ্ঠ । প্রমান হলো আবার শিল্পীর কোনো জাত কোনো ধর্ম নেই শিল্পীর একটাই ধর্ম সেটা হলো মানব ধর্ম । আপনি খুব ভালো থাকুন ।
খুউব ভালো লাগলো। গলাটা অনেকতা দেবব্রত বিশ্বাস এর মত লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।দোয়া করবেন।আপনার সুস্বাস্থ্য ও শুভকামনা করছি।ভাল থাকুন পাশে থাকুন।
বাঃ খুব সুন্দর গানের গলা আপনার।👌👌
খুব ভাল গেয়েছেন। প্রনাম জানাই।
ধন্যবাদ আপনাকে।শুভকামনা রইলো আপনার জন্য।পাশে থাকবেন।
দরদ আর ভালোবাসা দিয়ে গান করলে সত্যিই অপূর্ব লাগে। চমৎকার লেগেছে, পুরো গানটাই তৃপ্তির সাথে উপভোগ করলাম❤️🙏
আপনাকে অভিনন্দন। ভাল থাকবেন। শুভকামনা রইলো আপনার জন্য।
নিশ্চয়ই আবার দেখা হবে, আমরা আপনার কণ্ঠে আরও অনেক গান শুনতে চাই। এই গানগুলো আমরা অনেকবার শুনেছি, তবুও আপনার কণ্ঠে অন্য মাত্রা এনে দেয়। দরদী কণ্ঠ ভালো থাকুক এই কামনা করি। 🙏🙏🙏
আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য।
সেই পুরনো দিনে কিছু সময় নিজেকে ফিরিয়ে নিলাম❤
হে শিল্পী আপনার কণ্ঠে গাওয়া এই গান শুনে আমি অতিশয় মুগ্ধ হয়ে গেছি। আপনার প্রশংশা করার মত কোন ভাষা আমার জানা নেই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য।
❤❤❤অপূর্ব সুন্দর গাইলেন মন ছুঁয়ে গেল❤❤❤❤
ভারত থেকে বলছি খুব ভালো লাগলো কাকা, ইশ্বরের কাছে কামনা করি আপনি দির্ঘ জিবি হন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও আপনার সুস্বাস্থ্য ও শুভকামনা করছি।ভাল থাকবেন।পাশে থেকে সহযোগিতা করবেন।
দারুন বলার ভাষা নেই♥️♥️♥️
অভিনন্দন আপনাকে।
খুব ভালো লাগলো
আপনাকে অনেক ধন্যবাদ।দোয়া করবেন।
নিজেকে উজাড় করে সবটুকু তুলে ধরার চেষ্টা করেছেন ।
অসাধারন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মুগ্ধ হয়ে শুনলাম👌👌🙏
আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভাল থাকুন।
মান্নাদার এই গান টি এত বয়সে ও যে গাওয়া যায়, বিরাট ব্যাপার ।
এক কথায় দারুন গেয়েছেন।এই বয়সেও অসাধারণ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
গানটা শুনে আপনার নাম দিলাম আবদুল মান্না। অপূর্ব।
ধন্যবাদ।ভালবাসা ও শুভকামনা রইল।ভাল থাকুন
@@DibakarBhattacharya-rw7oy খুব সুন্দর I
Great voice!
A very nice old song!!
Old is gold!!
A very nice voice of this senior uncle!!
Many many thanks.
এই বয়সে! কোন কথা হবে না। অমিত প্রতিভা। স্যালুট জানাচ্ছি।
আপনার কথা শুনে খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভাল থাকুন।
অসাধারণ গেয়েছেন, সাধুবাদ জ্ঞাপন করছি🙏
আপনাকে আন্তরিক ধন্যবাদ।
প্রশংসা করার ভাষা খুঁজে পাচ্ছিনা, চোখে জল এসে যাচ্ছে
আপনাকে স্বাগতম। ভাল থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
❤❤❤বাহ কতোসুন্দর গাইলেন এই বয়সেও।
ধন্যবাদ আপনাকে
অসাধারণ ....কলকাতার তথাকথিত টিভি আর্টিস্ট দের এনার গান শোনা উচিত
আপনাকে আন্তরিক ধন্যবাদ
❤❤❤❤ খুব সুন্দর।এবয়সেও এতোটা হৃদয়ে আবেগ দিয়ে গেয়েছেন।
ওঃ । কি আবেগ ও দরদ দিয়ে গাইলেন। মন ছুঁয়ে গেল । ভালো থাকবেন ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ
Khub sundor Thankyou
Many many thanks
অসাধারণ গেয়েছেন। লা জবাব ওস্তাদ!
অসাধারণ গেয়েছেন উনি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
মনে ছাপ রেখে যায় আপনার গাওয়া গান। সামান্য আয়োজনে কত অসমান্য গান গাওয়া আপনার। প্রনাম নেবেন।
ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
এই বয়সে এসে এতো সুন্দর তা বলার ভাষা নেই
ধন্যবাদ আপনাকে
এই বয়সে এসেও এতো ভালো গান করেছেন উনি, খুব ভালো লাগলো আমার প্রিয় একটি গান
আপনাকে অসংখ্য ধন্যবাদ
খুব সুন্দর গেয়েছেন, খুব ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আহা! প্রাণটা জুড়িয়ে গেল। বেঁচে থাকুন দাদা। আর এই রকম গান শোনাতে থাকুন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
অসাধারণ,ভাবতে পারছিনা।
আমার বয়স ৫৯.এই দৃশ্য প্রথম।ভাবা যায়
না।শতায়ূ হন। কন্ঠ আপন বেগে পাগলপারা হয়ে উঠুক।
আপনাকে আন্তরিক অভিনন্দন।
অসাধারণ চাচা মন ভরে গেল ❤❤❤❤❤❤❤❤❤❤❤
ধন্যবাদ আপনাকে
Very nice❤❤❤❤❤❤❤❤❤
বর্তমানে এই গানটা বাংলাদেশে Viral করা উচিত
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ গান জীবন কে চিনয়ে দেয় মানুষ টা কেমন,,, এটাই থাকবে 🙏🏻
অনেক সুন্দর কথা বলেছেন।শুনে ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে।
বাহ্ অনেক সাধনা দিয়ে গানটা করেছেন, অসাধারণ
ধন্যবাদ আপনাকে।
দারুন দারুন গেয়েছেন চমৎকার
আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভাল থাকুন
বাহ খুব ভালো লাগলো গানটা
আপনাকে অসংখ্য ধন্যবাদ
আহা আহা সুন্দর, হৃদয় দিয়ে গাইলেন।
ধন্যবাদ আপনাকে।
অজস্র অজস্র ধন্যবাদ ও শুভেচ্ছা! এত কষ্টের গান কেন ?? এই অসময়!❤😊
হাজার হাজার কুর্নিশ দাদা। আরও শতবর্ষ বাঁচুন।
খুব সুন্দর। খুব ভালবেসে গেয়েছেন।অতি চমৎকার।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন। সুস্থ থাকুন।
খুব খুব সুন্দর লাগলো❤❤❤🎉🎉 লাইক দিয়ে পুরো গানটা শুনলাম
আপনাকে অভিনন্দন।ভাল থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য।
কোথায় ছিলে চাচা এতদিন। তোমাকে নিয়ে মান্নাদে এর একটা পূর্ণ প্রগ্রাম চাই।❤
Darun laglo gunta
আপনার কণ্ঠে মান্নাদের গাওয়া গানটি শুনে মনটা ভরে গেলো। এইভাবে গাইতে থাকুন। আল্যা আপনাকে সুস্থ রাখুন। এই প্রার্থনা করে আপনাকে সালাম জানিয়ে শেষ করছি।
বিমল দাস। হলদিয়া। পূর্ব মেদিনীপুর।
আপনার কথা শুনে ভাল লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
আমি খুব কম মন্তব্য করি গানটা আমাকে কমেন্ট করতে বাধ্য করলো.... অসাধারন
আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন। শুভকামনা রইল।
এ চিত্র দেখে অভ্যস্ত নই, দেখে খুবই ভালো লাগলো.আরো দেখতে চাই...❤️
নিশ্চয়ই দেখাবো। ধন্যবাদ আপনাকে
I am Piyal Banerjee son of lyricist of this song Pulak Bandyopadhyay. Thank you for uploading this song and beautiful presentation by Abdul Shohid sahib.
Many many thanks.
@@GrameenFDC7479 🙏🙏🙏
উনি একজন খুব ভালো মানুষ।শ্রদ্ধা ও প্রণাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অপূর্ব , এতো দরদ দিয়ে গেয়েছেন । এতো সুমধুর কন্ঠ ... ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়।
আপনাকে আন্তরিক অভিনন্দন। ভাল থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য।
রুচিশীল ,মননশীল , উদার ও মুক্ত মনের সংগীত প্রিয় মানুষ ,-- এটা বলা যায় । সম্নানীয় মননশীল মানুষটিকে আমি অন্তর থেকে সালাম ও শুভেচ্ছা জানাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভালবাসা রইল আপনার জন্য।ভাল থাকুন, সুখে থাকুন।শুভকামনা করছি।
আপনার পা ছুঁয়ে প্রণাম জানাই। ভালো থাকবেন। ভারত থেকে।
আপনাকে স্বাগতম। ভাল থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য।