টেলিটক একমাত্র কোম্পানি যার কলরেট সবচেয়ে বেশি সাশ্রয়ী এবং অন্যান্য কোম্পানির মত কলরেটে কোন বাটপারি নেই। তাই শুরু থেকে এখন টেলিটক আমার প্রধান সিম। নেটওয়ার্কও আগের থেকে অনেক উন্নত হয়েছে।
কলরেটের ব্যাপার আপনার কথাটি সত্যিই, আমি নিজেও টেলিটক ইউজ করি, দুঃখের বিষয় হচ্ছে টেলিটকের নেটওয়ার্ক সমস্যা, জিলা শহরই থ্রিজি ঠিকমতো কাজ করে না গ্রাম তো বাদই দিলাম, এজন্য মাঝে মাঝে হিমশিম খেতে হয়, তাদের ডাটা প্যাকও অনেক সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়, আমি টেলিটকের কর্তৃপক্ষকে বলব অতি দ্রুত নেটওয়ার্ক নিয়ে কাজ করেন, ফাইভ-জি নেটওয়ার্ক বাদ দিয়ে থ্রিজিতে মনোযোগ দেন
I'm using Teletalk sim as my first choice for last 2 years. I think they should work more on the network issue. I don't even get proper network in my house in Dhaka. But the best thing about this operator is their call rate. I found this so reasonable even compared to the other major operators. I will highly recommend this to everyone to give it a try.
@@mrperfect3197 well, since the network is a bit weak that's why internet is also not top notch. Specially you may struggle with it outside of Dhaka. But still its usable. The best thing about their package is the competitive pricing. That's the reason I'm still using it.
রংপুরে আবার উল্টা....... GP নাই হয়ে যায় কারেন্ট গেলে, কল এ থাকলে কেটে যায়। টেলিটক ঠিক থাকে। কিন্তু মাঝে মাঝে পুরো এলাকায় নাই হয়ে যায় যখন তখন। এটাই সমস্যা,
টেলিটক ব্যবহার করি সেকেন্ড সিম হিসাবে। টেলিটক এর নেটওয়ার্ক ভালো করা উচিত। আমার বাসায় 4জি পাই সব ঠিক বাট সব জায়গায় অন্যদের মত নেট দিক আর সবারই কথা বলার জন্য হলেও নেওয়া উচিত টেলিটক।
Lol. Gp then Banglalink then Airtel then Teletalk in Network Speed. R price e Teletalk best then others. Teletalk bahire net thake. Ghore dukle r paina 2 g 3 g updown kore. Uttarar moto elakai
ভারতীয় দুই সরকারী কোম্পানি BSNL & MTNL একই অবস্থা হয়েছে। কারণ, রিলায়েন্স জিও কোম্পানি কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে। ভারতের B.S.N.L সরকারি টেলিকম অপারেটর পিছিয়ে আছে । কারণ প্রাইভেট কোম্পানি গুলোকে সুবিধা পাইয়ে দিতে।
Using Teletalk from 2013 after getting my Agami sim during my college life. It has awsome call rate from the beginning. And recharge offer. It's my first priority sim . Thanks to teletalk.
টেলিটক এর মূল সমস্যা হলো এর টাওয়ারে কোন জেনারেটর বা আইপিএস নেই যার কারণে কারেন্ট চলে গেলে সিম বন্ধ হয়ে যায়।আর একটু বেশি mb কোন কিছু ডাউনলোড করতে গেলে ৩জি চলে আসে।
ভাই আমার জীবনের প্রথম (দেশপ্রেমের অংশ হিসেবে) SIM টেলিটক, আমি অনেক অসুবিথাই আছি কারণ এই নম্বরটা আমার 2007 থেকে ব্যবহার করছি এখন পরিবর্তন করাটা অনেক মুশকিল, এর নেটওয়ার্ক এতটাই দুর্বল যে ঢাকায় মিরপুর এর মতো এলাকায়ও অনেক কম নেটওয়ার্ক পাওয়ায়, আমি ভাবি কিপরিমান দুর্নীতি হলে এই সাম্মান বিষয় এত অবহেলিত হয়।
আপনার ভিডিও গুলো খুবই চমৎকার,, বাংলাদেশের শেয়ার মার্কেটে ব্যাংক এবং মিউচুয়াল ফান্ডগুলোর দাম এতো পিছিয়ে আছে কেন,, এটা নিয়ে একটা ভিডিও তৈরি করলে খুব উপকৃত হতাম।
বাংলাদেশ সরকারের উচিত সরকারি সকল কর্মচারীদের কে টেলিটক সিমের আওতায় আনা। এই দেশের টাকা গুলো যখন অন্য সিম কোম্পানিগুলো বিদেশে নিয়ে যায় তখন একদম সহ্য করতে পারি না।
সব জায়গায় চুরির ধান্দা থাকলে উন্নতি কিভাবে হবে?ইচ্ছে করলেই সম্ভব,Government যদি মনে করে Teletalk কে দেশের ১ নাম্বার মোবাইল Operator করবে সেটা অবশ্যই সম্ভব,আবার Teletalk কে Upgrade করলে অন্য Company থেকে খাওয়ার রাস্তা কমে যাবে।এদের(Teletalk) Call center এ Call দিলে এরা বাজার থেকে Customer Service দেয়।আমি চাই দেশীয় Operator হিসেবে Teletalk সবার উপরে থাকুক।
টেলিটক সবথেকে সস্তা কিন্তু শুধুমাত্র কভারেজ কম তাই এই বাজে অবস্থা। ২০১৫ সাল থেকে টেলিটকের বর্ণমালা সীম ব্যবহার করি এক কথায় এটা দেশ সেরা সীম। কিন্তু আমার এলাকায় 4G হলেও গ্রামের দিকে নেটওয়ার্ক থাকে না।
তবে teletalk যদি ভালো নেটওয়ার্ক স্পিড দিতে পারে তাহলে Granmenphone পাত্তাও পাবেনা teletalk এর কাছে। আর সবাই চায় teletalk যেনো আরো ভালো সেবা দিতে পারে। Teletalk এগিয়ে যাক এটাই প্রত্যাশা।
যাদের এলাকায় টেলিটক সিম ভালো নেটওয়ার্ক পায় অবশ্যই তাদের উচিত অন্যান্য সিম বাদ দিয়ে টেলিটক সিম ব্যবহার করা। সকলের চেষ্টাতেই আমরা দেশ থেকে পাচার হওয়া হাজার হাজার কোটি টাকা রক্ষা করে দেশকে এগিয়ে নিতে পারব।
প্রথম 3g চালু হওয়ার পর ২টি সিমের পেকেজ ৯০০ টাকায় নিয়েছিলাম৷ মনে পরে, যখন প্রথম কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম, ওপাশ থেকে লোকটি হাই তুলছিলো, এবং ঘোমের জন্য কথা বলতে পারছিলো না৷
একমাস হলো টেলিটক ব্যাবহার করছি,,মোটামুটি ভালই,আর টাকা ও কম কাটে but একটা এসএমএস ও আসেনি এই সিম অফিস থেকে 🧐🧐আমি চাই টেলিটক কে ব্যাবহার বাধ্যতামূলক করা হোক
The only shortcut way to gain customers is, if teletalk acquires banglalink, and keeps only one brand as teletalk, then it will be a game changer and also people of bd can spend less using teletalk services. But the question is, do teletalk have sufficient money to buy banglalink?
টেলিটক নেটওয়ার্ক নিয়ে কাজ করা উচিত উন্নত করা হউক দুরতম সময় মধ্যে চাই মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার ভালো মানুষ আশা করি আগামী দিন এইদিকে নজর দিবেন। ♥️♥️🇧🇩🇧🇩♥️♥️👌👌
I have been using Teletalk for last 3 years as my primary sim. I love it. The call rate and internet packages are very cheap and call quality is quite good. Internet quality is not the best, but still quite good. I get full network in my office and home. I think teletalk network is good in Dhaka and Chittagong and shylet. But out side city's, network is not good. Though, in most high way, network is better then GP and robi. So I can enjoy video streaming on the road. But, I don't how they did it, but it's true. Hope they do well.
আমার কাছে টেলিটক ই বেস্ট। কারণ ওদের ইন্টারনেটের দাম অন্য অপারেটর থেকে ২-৩ গুন কম। যেমন ৯৭ টাকায় ১০ জিবি ১০ দিন, ২৮৩ টাকায় ৩০ জিবি ৩০ দিন, ১৭ টাকায় ২ জিবি ১৫ দিন, ১৪৯ টাকায় ১০ জিবি ৩০ দিন। এমন রেট বাংলাদেশের অন্য কোন অপারেটর দিতে পারবে না। কলরেট ও কম, কোন শর্ত ছাড়াই ১ পয়সা সেকেন্ড।
দেশীয় কোম্পানি হিসেবে টেলিটককে আমাদের সাপোর্ট করা উচিত। আমি ২০১৪ সাল থেকে টেলিটক ব্যবহার করছি যেটা আগামী সিরিজের সিম। নেটওয়ার্ক দুর্বল হলেও সত্যি বলতে এর কলরেট এবং অন্যান্য সেবার খরচ অন্যান্যদের তুলনায় কম। তবে টেলিটকেরও উচিত তাদের সেবার মান উন্নত করা। না হলে দেশের মাটিতে বিদেশী কোম্পানিগুলোর আধিপত্য কমানো যাবে না।
আমি এবং আমার পুরো ফ্যামিলি আজকে ৬ বছর এই টেলিটক সিম ব্যবহার করি। ইভেন আগামী-বর্ণমালা সিম তুলে আমার আত্মীয় স্বজনদের দিয়েছি যেন তারাও এটা ব্যবহার করে। সবই করেছি যেন রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রেই থাকে। নেট কাভারেজ স্লো হলেও কথা বলতে তেমন সমস্যা হয় না আর কস্ট ও অন্যান্য কোম্পানি থেকে ৪০% কম
আমি প্রথম থেকে গ্রামীণ সিমের গ্রাহক ছিলাম। কিন্তু গ্রামীণ অতিরিক্ত টাকা কাটায় এখন টেলিটক ব্যবহার করা শুরু করছি। কিন্তু নেটওয়ার্ক সিস্টেম আমার এখানে এতোই বাজে যা বলার মত না। ঘরের মধ্যে থেকে কথা বলা তো দুরের কথা নেটওয়ার্ক ই পায়না! কথা বলার জন্য ঘরের বাইরে যেতে হয়। তবু আমি টেলিটক থেকেই এখন কথা বলি। গ্রামীণ ন্মাব্র টা সবার কাছে আছে বলে ওই সিম টা শুধুমাত্র চালু করে রাখছি
The Place I'm living at has the opposite situation, The more inside I go in the house, the more I lose network except teletalk at full bar and also at 4G
ভাই,কি বলে যে আপনারে ধন্যবাদ জানাবো? অনেক উপকৃত হইলাম। ভাই, আমি আপনার চেনেলের নিয়মিত দশর্ক।। বাংলাদেশের স্টক মার্কেটের বর্তমান অবস্থা ও স্টক মার্কেট নিয়ে একটা বিস্তারিত ভিডিও চাই প্লিজ 🙏🙏 ভাই,বাংলাদেশে থেকে অন্য কোনো দেশের স্টক মার্কেটে বা স্টার্টাপে ইনভেস্ট করা যাবে কি না এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও চাই প্লিজ প্লিজ প্লিজ 🙏🙏
সবচাইতে সেরা হবে টেলিটক যদি সরকার বলত যে আমাদের দেশে অন্য অপারেটর যদি ইউজ করতে হয় তাদের প্রত্যেকটা নেটওয়ার্ক এবার টাওয়ারে আমাদের টেলিটক সিমের সার্ভিস প্রোভাইড করতে হবে তাহলে মানুষ অন্য সিমের পাশাপাশি হয়তো টেলিটককেও ইউজ করত এখন তো 5 শতাংশ মানুষ টেলিটক ইউজ করে তখন 100 % ইউজ করত
টেলিটক আমার মেইন সিম।কথা বলা থেকে শুরু করে ইন্টারনেট ব্রাউজিং সবই করি। রেট অনেক কম।তবে আমার এলাকায় ঠিকঠাক কভারেজ পেলেও এর নেটওয়ার্ক সব জায়গায় ভাল না।শুধুমাত্র নেটওয়ার্ক এর দিকে মনযোগ দিলেই টেলিটকের গ্রাহকসংখ্যা অনেক বেড়ে যেত।
ইতালিতে হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা কোর্স করতে চাই। এই নিয়ে তেমন একটি ভাল ভিদিও পাচ্ছিনা। যদি এই নিয়ে কিছু একটা করতেন খুব ভাল হতো। আর আমি আপাদের অনেক দিন থেকে ফলো করছি। :-)
এদের মত নিম্নমানের সার্ভিস আমি আর কোথাও পাইনি। আমার ব্যবহৃত একটি সিমের মালিকানা আমার নামে পরিবর্তন করতে গিয়েছিলাম। প্রথম গ্রাহক সেবার প্রতিনিধি আমাকে পাশের জনের সাথে কথা বলতে বললেন। পাশের জন তখন ফোনে কথা বলছিলেন। তিনি খুবই বিরক্ত ভরা চোখে আমাকে দেখে আমাকে আবার তার পাশের আগের গ্রাহক সেবা প্রতিনিধির কাছে কথা বলতে বললেন। তিনিও খুবই অনাগ্রহ ভরে এবার আমার কথা শুনতে লাগলেন। এখানে গেলে আপনার নিজেকে ভিন গ্রহবাসী প্রাণী মনে হতে পারে। সবাই খুবই ব্যস্ত কিন্তু নিজের কাজে মানে আপনাকে সাহায্য করতে না, এদিকে এদের কারো কোন আগ্রহই নাই। এদের এই সেবার নমুনা দেখে আমি এই মাস শেষে টেলিটক সিম ব্যাবহার বন্ধ করে দিব বলে সিদ্ধান্ত নিয়েছি। সরকারি সেবা এর চাইতে ভাল আশা করাও এই ২০২০ সালেও বাতুলতা বলে মনে হয়। এটা গুগল ম্যাপস এ টেলিটকের একটি গ্রাহক সেবা কেন্দ্র নিয়ে দেয়া আমার নিজের রিভিউ। ঐ দিন থেকে আমি টেলিটকের সিম ব্যবহার ছেড়ে দিয়েছি। টেলিটকের ইন্টারনেট সার্ভিস ভালো, এর স্পিড অন্যান্য অপারেটর এর তুলনায় সন্তোষ জনক। শুধুমাত্র বাজে গ্রাহক সেবার অভিজ্ঞতা আমাকের এটি থেকে দুরে সরে আসতে বাধ্য করেছে।
বাংলাদেশের ১০০% মানুষ টেলিটক ব্যাবহার করতে চায়। কারন, টেলিটকে সাশ্রয়ী মূল্যে অনেক অফার থাকে যেটা অন্য অপারেটরের নেই। কিন্তু দুর্বল নেটওয়ার্ক ও কভারেজ না থাকার কারনে কেউ টেলিটক ব্যাবহার করতে চায়না। এমনকি আমিও না।
বাংলালিংক কেনো পিছিয়ে পড়ছে | What Happened To Banglalink >>> th-cam.com/video/ZIo907WasUM/w-d-xo.html
ভাইয়া টেলিটক এর সাথে অন্যান্য সিমের একটি নেটওয়ার্ক স্পীড টেস্ট এর ভিডিও বানাবেন প্লিজ,,,,,,,
টেলিটক সিম এর জন্য অনলাইনে আবেদন করা যাচ্ছে না অনেকদিন থেকে
আজকে এখনো আবেদন করতে পারলাম না টেলিটক সিমের জন্য তাহলে টেলিটক সিম কিভাবে মানুষ ব্যবহার করবে
টেলিটক বর্ণমালা সিম এর জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে পারছিনা অনেক সমস্যা হচ্ছে সার্ভারে
বাংলালিংক কোথায় পিছিয়ে পড়েছে ভাই আপনাকে কে বলল
টেলিটক একমাত্র কোম্পানি যার কলরেট সবচেয়ে বেশি সাশ্রয়ী এবং অন্যান্য কোম্পানির মত কলরেটে কোন বাটপারি নেই। তাই শুরু থেকে এখন টেলিটক আমার প্রধান সিম। নেটওয়ার্কও আগের থেকে অনেক উন্নত হয়েছে।
গ্রামে নেটওয়ার্ক এর জায়গায় লেখা থাকে no service.
নেটওয়ার্ক এর অবস্থা খুবই বাজে।
Akon oder ip caller app oo ase.. Allap app
@@rafinoyon5204 গ্রামে আমিও ব্যাবহার করি। আমার গ্রামে ফুল কাভারেজ সো করে
কলরেটের ব্যাপার আপনার কথাটি সত্যিই, আমি নিজেও টেলিটক ইউজ করি, দুঃখের বিষয় হচ্ছে টেলিটকের নেটওয়ার্ক সমস্যা, জিলা শহরই থ্রিজি ঠিকমতো কাজ করে না গ্রাম তো বাদই দিলাম, এজন্য মাঝে মাঝে হিমশিম খেতে হয়, তাদের ডাটা প্যাকও অনেক সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়, আমি টেলিটকের কর্তৃপক্ষকে বলব অতি দ্রুত নেটওয়ার্ক নিয়ে কাজ করেন, ফাইভ-জি নেটওয়ার্ক বাদ দিয়ে থ্রিজিতে মনোযোগ দেন
@@SaimonHossain আপনার গ্রাম কোথায়?
আজকের আলোচনা খুবই ভাল হয়েছে। দেশপ্রেমের অংশ হিসেবে আমি একটি টেলিটক সিম 3rd choice (optional) হিসাবে ব্যবহার করি। তবে তার উন্নতি কামনা করি।
আমার সেকেন্ডারী। 😍🇧🇩
Ami o🥰
I also use it, but as my primary sim.
আমার 1st
banglalink airtel r sate atao amar main sim......
অনেকদিন থেকেই টেলিটক নিয়ে আপনার কন্টেন্টের আশায় ছিলাম আজ পেলাম🙂🙂
শতবর্ষ প্যাকেজ নিয়ে কিছু বলা উচিৎ ছিল। এটি টেলিটক এর অনেক বড় একটা ইমপ্রুভমেন্ট
sotoborsho sim malikana poriborton kora jay na
Putki mairalche teletalk
টেলিটক যদি চোর বাটপার ছাড়া
ভালা মানুষ নিয়ন্ত্রণ করতো
তাহলে অবশ্যই উন্নত হতো
Yes
সঠিক বলেছেন ভাই
Thanks
I'm using Teletalk sim as my first choice for last 2 years. I think they should work more on the network issue. I don't even get proper network in my house in Dhaka. But the best thing about this operator is their call rate. I found this so reasonable even compared to the other major operators.
I will highly recommend this to everyone to give it a try.
What about the internet & packages of TT?
@@mrperfect3197 Package is also reasonable.
but the speed is not
@@mrperfect3197 well, since the network is a bit weak that's why internet is also not top notch. Specially you may struggle with it outside of Dhaka. But still its usable.
The best thing about their package is the competitive pricing. That's the reason I'm still using it.
Thanks
Thanks 😊cha
টেলিটক আমার মেইন সিম। কথা বলতে সব থেকে কম রেট। ইন্টারনেট এর দামও কম। এক্টাই ঝামেলা নেটওয়ার্ক কাভারেজ কম।
Thanks
কারেন্ট চলে গেলে অন্যান্য সিমে নেট সার্ভিস ঠিক থাকলেও টেলিটকে নেট সার্ভিস একদমই থাকে না আর নেট প্রচুর স্লো।
রংপুরে আবার উল্টা....... GP নাই হয়ে যায় কারেন্ট গেলে, কল এ থাকলে কেটে যায়। টেলিটক ঠিক থাকে। কিন্তু মাঝে মাঝে পুরো এলাকায় নাই হয়ে যায় যখন তখন। এটাই সমস্যা,
@@neelotpalsayan8621 প্রত্যেক সিম টাওয়ারে ব্যাকআপ পাওয়ার সাপ্লাই থাকে অনেকগুলোতে থাকে না দেখেই এই সমস্যা ফেস করতে হয়।😓
@@nuhash8794 রংপুরে GP আর Wi-Fi এক কথা হয়ে গেছে।কিন্তু টেলিটক কারেন্ট থাকুক বা না থাকুক একটা ঘরে পায় এটাই ঝামেলা
আমাদের এখানে বাটপার গ্রামিম তেল বাচাঁতে কারেন্ট গেলে নেট কমিয়ে দেয়।
R8
টেলিটক ব্যবহার করি সেকেন্ড সিম হিসাবে। টেলিটক এর নেটওয়ার্ক ভালো করা উচিত। আমার বাসায় 4জি পাই সব ঠিক বাট সব জায়গায় অন্যদের মত নেট দিক আর সবারই কথা বলার জন্য হলেও নেওয়া উচিত টেলিটক।
hmm
টেলিটকে কথা বলার চার্জ অনেক কম।
Amio use kori main sim hisebe
Network aro valo kora uchit
অনেক কম রেট।
ভাই আমি একটা টেলিটক প্রিপ্রাইড সিম কিনতে চাই। কিভাবে কিনব প্লিজ প্লিজ কেউ আমাকে একটু সাহায্য করেন 🙏🙏🙏
I have been using Teletalk sim since 2004. Lots of emotion with it. Best call rate. No batpari as like as Grameen, Banglalink.
এমন একটি ভিডিও অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম .
ধন্যবাদ
ঢাকা শহরের মধ্যে গ্রামীণের পরে টেলিটকের নেটওয়ার্ক এবং ইন্টারনেট স্পিড খুবই ভালো এবং তাদের ইন্টারনেট প্যাকেজ গুলো খুবই সাশ্রয়
Lol. Gp then Banglalink then Airtel then Teletalk in Network Speed. R price e Teletalk best then others. Teletalk bahire net thake. Ghore dukle r paina 2 g 3 g updown kore. Uttarar moto elakai
Teletalk far better than bl and robi
@@sajolbhadra hae sejonnnei. Rastai thakle 4g. Ghore dukle 2 g 🤣😅
@@sajolbhadra bolte paren Internet Dam e better
@@shadowvlogsbyarif3529 no.. both network connectivity and price
ভারতের BSNL এর ও এক অবস্থা, দয়া করে এর উপর ভিডিও বানান, ভালোবাসা নেবেন পশ্চিমবঙ্গ থেকে
মোদি হোগা মেরে দিছে
BSNL মানে কি???
@@abdullahalrifat1238 Bsnl indiar state controlled sim operator
মনে মনে এমন একটি ভিডিও খুজছিলাম। ধন্যবাদ
ভারতীয় দুই সরকারী কোম্পানি BSNL & MTNL একই অবস্থা হয়েছে। কারণ, রিলায়েন্স জিও কোম্পানি কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে। ভারতের B.S.N.L সরকারি টেলিকম অপারেটর পিছিয়ে আছে । কারণ প্রাইভেট কোম্পানি গুলোকে সুবিধা পাইয়ে দিতে।
Hmmm thik amio indian bsnl khub kharap amar ache jio sei fast 100mbps speed
টেলিটক যদি ভালো নেটওয়ার্ক সাভিস দেয় ইনশাআল্লাহ 😍 বাংলাদেশের অন্যতম সেরা সিম হবে টেলিটক
Using Teletalk from 2013 after getting my Agami sim during my college life.
It has awsome call rate from the beginning. And recharge offer. It's my first priority sim . Thanks to teletalk.
টেলিটক এর মূল সমস্যা হলো এর টাওয়ারে কোন জেনারেটর বা আইপিএস নেই যার কারণে কারেন্ট চলে গেলে সিম বন্ধ হয়ে যায়।আর একটু বেশি mb কোন কিছু ডাউনলোড করতে গেলে ৩জি চলে আসে।
ভাই আমার জীবনের প্রথম (দেশপ্রেমের অংশ হিসেবে) SIM টেলিটক, আমি অনেক অসুবিথাই আছি কারণ এই নম্বরটা আমার 2007 থেকে ব্যবহার করছি এখন পরিবর্তন করাটা অনেক মুশকিল, এর নেটওয়ার্ক এতটাই দুর্বল যে ঢাকায় মিরপুর এর মতো এলাকায়ও অনেক কম নেটওয়ার্ক পাওয়ায়, আমি ভাবি কিপরিমান দুর্নীতি হলে এই সাম্মান বিষয় এত অবহেলিত হয়।
আপনার ভিডিও গুলো খুবই চমৎকার,,
বাংলাদেশের শেয়ার মার্কেটে ব্যাংক এবং মিউচুয়াল ফান্ডগুলোর দাম এতো পিছিয়ে আছে কেন,, এটা নিয়ে একটা ভিডিও তৈরি করলে খুব উপকৃত হতাম।
টেলিটক কে বিদ্যুৎ বিভাগের(ওজপাডিকো, পিজিসিবি, নেসকো) মত স্বায়ত্তশাসিত লিমিটেড কোম্পানি তে পরিণত করলেই , সকল সমস্যার সমাধান হয়ে যাবে।
Right ....most of the public sector need to be turned into privatization.
বাংলাদেশ সরকারের উচিত সরকারি সকল কর্মচারীদের কে টেলিটক সিমের আওতায় আনা। এই দেশের টাকা গুলো যখন অন্য সিম কোম্পানিগুলো বিদেশে নিয়ে যায় তখন একদম সহ্য করতে পারি না।
দেশের টাকা চুরি করে বিদেশে নেওয়ার চেয়ে কষ্ট করে যারা নিচ্ছে তাদের সাপোর্ট করা দরকার
একদম সঠিক বলেছেন ভাই
সব জায়গায় চুরির ধান্দা থাকলে উন্নতি কিভাবে হবে?ইচ্ছে করলেই সম্ভব,Government যদি মনে করে Teletalk কে দেশের ১ নাম্বার মোবাইল Operator করবে সেটা অবশ্যই সম্ভব,আবার Teletalk কে Upgrade করলে অন্য Company থেকে খাওয়ার রাস্তা কমে যাবে।এদের(Teletalk) Call center এ Call দিলে এরা বাজার থেকে Customer Service দেয়।আমি চাই দেশীয় Operator হিসেবে Teletalk সবার উপরে থাকুক।
Right khotha boloco
টেলিটক সবথেকে সস্তা কিন্তু শুধুমাত্র কভারেজ কম তাই এই বাজে অবস্থা। ২০১৫ সাল থেকে টেলিটকের বর্ণমালা সীম ব্যবহার করি এক কথায় এটা দেশ সেরা সীম। কিন্তু আমার এলাকায় 4G হলেও গ্রামের দিকে নেটওয়ার্ক থাকে না।
Pls correct the title. It would be 'Why is Teletalk.......?' not Why Teletalk is......
Great presentation...
টেলিটক সিম অনেক আগথেকেই ব্যাবহার করি তবে 3d সিম হিসেবে,
কারন সিম নেটওয়ার্ক,ডাটা স্পিড অনেক স্লো। love you Bangladesh ❤️❤️❤️
পরবর্তী ভিডিওতে "DELL" কোম্পানি সম্পর্কে কিছু জানার অপেক্ষায় থাকলাম।।
টেলিটক পিছিয়ে পড়ার কারণ:
(১). অদক্ষতা,
(২). নিম্ন মানের সেবা,
(৩). প্রয়োজনীয় চ্যালেন্জ গ্রহনে সক্ষমতার অভাব এবং
(৪). নিষ্ঠা ও প্রযুক্তি সম্পর্কিত জ্ঞানের অভাব।
ঠিক বলছেন
আবাল
তবে teletalk যদি ভালো নেটওয়ার্ক স্পিড দিতে পারে তাহলে Granmenphone পাত্তাও পাবেনা teletalk এর কাছে।
আর সবাই চায় teletalk যেনো আরো ভালো সেবা দিতে পারে।
Teletalk এগিয়ে যাক এটাই প্রত্যাশা।
Finally....thankyou bhai for making this video
আমাদের এলাকাতে টেলিটকের নেটওয়ার্ক খুব ভালো না হলেও 2nd সিম হিসেবে চালু রাখি।
যাদের এলাকায় টেলিটক সিম ভালো নেটওয়ার্ক পায় অবশ্যই তাদের উচিত অন্যান্য সিম বাদ দিয়ে টেলিটক সিম ব্যবহার করা। সকলের চেষ্টাতেই আমরা দেশ থেকে পাচার হওয়া হাজার হাজার কোটি টাকা রক্ষা করে দেশকে এগিয়ে নিতে পারব।
আমার এলাকায় আছে ভাই
লাভ নাই ভাই...এখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী পাচারের টাকা খাচ্ছে...পরে সরকার টাকা পাচার করে খাবে......
অামি সুপার ৪জি পাই বাট ইউজ করিনা
সেকেন্ড সিম হিসেবে টেলিটক ব্যবহার করি।
বাসায় টেলিটক এর নেট অনেক ভালো।
Found this video so informayive.Thank You
বর্তমানে অন্যান্য অপারেটররাও টেলিটকের পথ ধরা শুরু করছে। ফালতু নেট স্পীডের কারণে পাবজি খেলতে পারি না।
Wifi use koran
@@docilelikewintercatfish 54MBPS WiFi use kori bro🥰🤗🤗
@@NewDayYT that's 6MBps dude.
প্রথম 3g চালু হওয়ার পর ২টি সিমের পেকেজ ৯০০ টাকায় নিয়েছিলাম৷ মনে পরে, যখন প্রথম কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম, ওপাশ থেকে লোকটি হাই তুলছিলো, এবং ঘোমের জন্য কথা বলতে পারছিলো না৷
টেলিটক এর নেটওয়ার্ক এত ভালো যে মনে হয় আমরা ২০০১ এ আছি
টেলিটক নিয়ে একটা ভিডিও চাচ্ছিলাম। যাকগে অবশেষে পেলাম।
ওয়ারিদ টেলিকম কেন বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। এটা নিয়ে একটা ভিডিও চাই।
I love taletalk in my city there has a strong connection of it and also its very cheap and has a long valid data pack.
Bangladesh🇧🇩 A Kon Company Network ভালো Aktu Bolben Telitalk Naki Robi Naki Airtel Naki Graminohone নাকি Banglalink একটু জনবেন্
Apnar video gula onk informative.
One of the most informative channel in Bangladesh!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Telitalk user love from Khagrachhari খাগড়াছড়ির সবাই টেলিটক ব্যবহারকারী
দারুণ হয়েছে 👍👍
টেলিটকের আরো উন্নতি চাই আমরা যেন দেশের ১নাম্বার সিম হয় টেলিটক
আমি যদি teletalk এর CEO হই, তাহলে ৫ বছরে ৩০% উন্নতি করাতে পারবো বলে আশা করি।
এখন বুজ কেন তুই হস নাই আবাল
বাংলাদেশের নাগরিক হিসেবে সকল নাগরিকের টেলিটক ব্যবহার করা উচিৎ।।
আপনি করেন।
ইন্ডিয়াতে Jio যেভাবে ফ্রি কল, সারা মাসব্যাপী কমদামে ইন্টারনেট প্যাক প্রোভাইড করে যাচ্ছে বাংলাদেশে এমনটা করা কোনদিন সম্ভব না।
মাত্র ২% ফার্স্ট চয়েস টেলিটকের মধ্যে আমি একজন।
টেলিটক ইন্টারনেট সার্ভিসে মাত্রাতিরিক্ত মেজাজ গরম করলেও কলরেট কমের জন্য এটা আমার ফার্স্ট চয়েস।
Same .
একমাস হলো টেলিটক ব্যাবহার করছি,,মোটামুটি ভালই,আর টাকা ও কম কাটে but একটা এসএমএস ও আসেনি এই সিম অফিস থেকে 🧐🧐আমি চাই টেলিটক কে ব্যাবহার বাধ্যতামূলক করা হোক
This program should be seen by teletalk high officials.
The only shortcut way to gain customers is, if teletalk acquires banglalink, and keeps only one brand as teletalk, then it will be a game changer and also people of bd can spend less using teletalk services. But the question is, do teletalk have sufficient money to buy banglalink?
টেলিটক নেটওয়ার্ক নিয়ে কাজ করা উচিত উন্নত করা হউক দুরতম সময় মধ্যে চাই মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার ভালো মানুষ আশা করি আগামী দিন এইদিকে নজর দিবেন। ♥️♥️🇧🇩🇧🇩♥️♥️👌👌
vaiya, Biman Bangladesh Airlines niay akta video banan. plz,plz,plz
Nice video bro 😍😍😍
Valo lagse vai❤️❤️🥰🥰
টেলিটক আমার কাছে ভালো লাগে,এতে সবকিছুই সর্বনিম্ন দামে পাওয়া যায়।আমার ঘরেই ৮ টি টেলিটক সিম আর দুটি গ্রামীণ সিম,তবে ব্যবহারের জন্য ঢাকাতে থাকাই ভালো।
শহরে আরকি।
আমি টেলিটক সিম আপনার এই ভিডিও টা দেখছি। কোন সমস্যা নেই আমার এখানে ....
বেস্ট সার্ভিস...
সবচেয়ে কম কল রেট,
আর ১৭ টাকায় ২জিবি(১৫ দিন) এর নিয়মিত ইউজার ❤️❤️❤️
Kmne? Ki type kora lage?
I have been using Teletalk for last 3 years as my primary sim. I love it. The call rate and internet packages are very cheap and call quality is quite good. Internet quality is not the best, but still quite good. I get full network in my office and home. I think teletalk network is good in Dhaka and Chittagong and shylet. But out side city's, network is not good. Though, in most high way, network is better then GP and robi. So I can enjoy video streaming on the road. But, I don't how they did it, but it's true. Hope they do well.
What is primary sim
Which teletalk sim are you used
আশা করছি এই ভিডিও দেখার পরে টেলিটক এর অপারেটর এবং ব্যাবহারকারীর সংখ্যা আরো বেড়ে যাবে।
আমার কাছে টেলিটক ই বেস্ট। কারণ ওদের ইন্টারনেটের দাম অন্য অপারেটর থেকে ২-৩ গুন কম। যেমন ৯৭ টাকায় ১০ জিবি ১০ দিন, ২৮৩ টাকায় ৩০ জিবি ৩০ দিন, ১৭ টাকায় ২ জিবি ১৫ দিন, ১৪৯ টাকায় ১০ জিবি ৩০ দিন। এমন রেট বাংলাদেশের অন্য কোন অপারেটর দিতে পারবে না। কলরেট ও কম, কোন শর্ত ছাড়াই ১ পয়সা সেকেন্ড।
Vai offer thik ache.bt oder network Khub e kharap
@Xiaomi Club House EnTeRtaINmenT আনলিমিটেড প্যাকেজ বাংলাদেশের কোন অপারেটর দেয় প্রিপেইড সংযোগে? আর আমার এলাকায় টেলিটকের এভারেজ স্প্রীড ২০-২৩ এম্বিপিএস।
Very informative. Good initiative.
2 GB MB কিন ছিলাম রাস্তায় থাকলে একটু একটু চলে আর ঘরে গেলে শুধু ঘুরে আর ঘুরে আমার ১৭ টাকায় লস সস্তার তিন অবস্থা
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
শেয়ারবাজার নিয়ে ডিটেইলস একটা সিরিজ চাই ❤
আমি এয়ারটেল দিয়ে কোনো ঝামেলা ছাড়াই ভিডিও টা দেখলাম 😎😎
🤔 oo aca ti nake
আমি টেলিটক সিম ব্যবহার করছি কল রেট অনেক ভালো, কিন্তু ইন্টারনেট সার্ভিস আরো উন্নত করা দরকার।
দেশীয় কোম্পানি হিসেবে টেলিটককে আমাদের সাপোর্ট করা উচিত। আমি ২০১৪ সাল থেকে টেলিটক ব্যবহার করছি যেটা আগামী সিরিজের সিম। নেটওয়ার্ক দুর্বল হলেও সত্যি বলতে এর কলরেট এবং অন্যান্য সেবার খরচ অন্যান্যদের তুলনায় কম। তবে টেলিটকেরও উচিত তাদের সেবার মান উন্নত করা। না হলে দেশের মাটিতে বিদেশী কোম্পানিগুলোর আধিপত্য কমানো যাবে না।
আমি এবং আমার পুরো ফ্যামিলি আজকে ৬ বছর এই টেলিটক সিম ব্যবহার করি। ইভেন আগামী-বর্ণমালা সিম তুলে আমার আত্মীয় স্বজনদের দিয়েছি যেন তারাও এটা ব্যবহার করে। সবই করেছি যেন রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রেই থাকে। নেট কাভারেজ স্লো হলেও কথা বলতে তেমন সমস্যা হয় না আর কস্ট ও অন্যান্য কোম্পানি থেকে ৪০% কম
ভালো ইন্টারনেট আর ভালো কাস্টমার সার্ভিস দিলে টেলিটক সবাই ইউজ করবে
নেটওর্য়াক উন্নতি না করাই, টেলিটকের অবনতির প্রধান কারণ
100 % right...
আমি টেলিটক সিম মেইন সিম হিসেবে ব্যবহার করি।
amio
jibonkal sesh hoye jabe tao vhalo service pabenna
Very good. I appreciated you.
Amio amr gp sim mnp kora teletalj asc
এয়ারটেল কেন রবির কাছে বিক্রি হয়ে গেছে ?
এইটার উপর একটা ভিডিও চাই।
Love from tangail 💕💕
Amio ekjon teletalk user.. network weak hoileo phone e kotha bolar jonno teletalk bhaloi ekti sim..karon call rate motamuti kom.. network bhalo kora uchit aro
আমি টেলিটক ব্যবহার করছ বর্তমানে। টেলিটকের ইন্টারনেট consistent performance আছে। খুব সুন্দর সার্ভিস টেলিটকের।
লক্ষ কোটি টাকা বিদেশি কোম্পানিগুলো নিয়ে যাচ্ছে আর আমাদের দেশীয় কোম্পানির এই হাল😱
সরকারি টয়লেটের দিকে তাকালেই পাওয়া যাবে টেলিটকের এই অবস্থার কারন😡
সিটিসেল কেন ব্যর্থ | Why Citycell Failed? >>> th-cam.com/video/3koFSAw6s-4/w-d-xo.html
First comment to your fan Sumon.
আমি প্রথম থেকে গ্রামীণ সিমের গ্রাহক ছিলাম। কিন্তু গ্রামীণ অতিরিক্ত টাকা কাটায় এখন টেলিটক ব্যবহার করা শুরু করছি। কিন্তু নেটওয়ার্ক সিস্টেম আমার এখানে এতোই বাজে যা বলার মত না। ঘরের মধ্যে থেকে কথা বলা তো দুরের কথা নেটওয়ার্ক ই পায়না! কথা বলার জন্য ঘরের বাইরে যেতে হয়। তবু আমি টেলিটক থেকেই এখন কথা বলি। গ্রামীণ ন্মাব্র টা সবার কাছে আছে বলে ওই সিম টা শুধুমাত্র চালু করে রাখছি
টেলিটক এর উন্নতি কামনা করছি।
The Place I'm living at has the opposite situation, The more inside I go in the house, the more I lose network except teletalk at full bar and also at 4G
আমি প্রধান সিম হিসেবে টেলিটক ব্যবহার করি।
আমিও🙂
আমিও একটি টেলিটক ইউজ করি বিশ্বাস করুন ভাই একটুও নেট পাইনা
Ami teletak er net use kori...
& I actually enjoy it...it has good speed
☹️
ভাই বাংলাদেশের ছাত্র দের জন্য ইনভেস্ট এবং ব্যবসায়িক পরিকল্পনা সম্পর্কিত একটা ভিডিও চাই।
আপনাদের সার্ভিস সেন্টার কোথায়
ভাই,কি বলে যে আপনারে ধন্যবাদ জানাবো? অনেক উপকৃত হইলাম।
ভাই, আমি আপনার চেনেলের নিয়মিত দশর্ক।।
বাংলাদেশের স্টক মার্কেটের বর্তমান অবস্থা ও স্টক মার্কেট নিয়ে একটা বিস্তারিত ভিডিও চাই প্লিজ 🙏🙏
ভাই,বাংলাদেশে থেকে অন্য কোনো দেশের স্টক মার্কেটে বা স্টার্টাপে ইনভেস্ট করা যাবে কি না এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও চাই প্লিজ প্লিজ প্লিজ 🙏🙏
2018 thaka permanent teletalk use kori !
Nice service 👌
Ring i'd নিয়ে একটা ভিডিও করেন!
পুঁজিবাজার নিয়ে ভিডিয়ো চাই
Right, need a good research in Capital market, also need market dark side preview, good side also!!! Rate of return in Invesent
কারেন্ট ছলে গেলে নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় কি করে ব্যাবহার করব এই সমস্যা সমাধান করেন ব্যাবহার করব, বাহ্মণবাড়ীয়া পূর্বাণচল তেকে
সবচাইতে সেরা হবে টেলিটক যদি সরকার বলত যে আমাদের দেশে অন্য অপারেটর যদি ইউজ করতে হয় তাদের প্রত্যেকটা নেটওয়ার্ক এবার টাওয়ারে আমাদের টেলিটক সিমের সার্ভিস প্রোভাইড করতে হবে তাহলে মানুষ অন্য সিমের পাশাপাশি হয়তো টেলিটককেও ইউজ করত এখন তো 5 শতাংশ মানুষ টেলিটক ইউজ করে তখন 100 % ইউজ করত
😂😂😂😀🤔কোথায় ছিলেন আপনি এতদিন আপনাকেই খুজতেছিলাম আমরা। আপনার এই মূল্যবান লেখা পড়ার জন্য 🤣🤣😎
টেলিটক আমার মেইন সিম।কথা বলা থেকে শুরু করে ইন্টারনেট ব্রাউজিং সবই করি। রেট অনেক কম।তবে আমার এলাকায় ঠিকঠাক কভারেজ পেলেও এর নেটওয়ার্ক সব জায়গায় ভাল না।শুধুমাত্র নেটওয়ার্ক এর দিকে মনযোগ দিলেই টেলিটকের গ্রাহকসংখ্যা অনেক বেড়ে যেত।
ইতালিতে হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা কোর্স করতে চাই। এই নিয়ে তেমন একটি ভাল ভিদিও পাচ্ছিনা। যদি এই নিয়ে কিছু একটা করতেন খুব ভাল হতো। আর আমি আপাদের অনেক দিন থেকে ফলো করছি। :-)
ভাই Ring Id নিয়ে ভিডিও বানান...
সিম কেনার ইচ্চা ছিল। কিন্তু নেটওয়ার্ক একটুও পায় না। এজন্য কেনা হয় নাই
এদের মত নিম্নমানের সার্ভিস আমি আর কোথাও পাইনি। আমার ব্যবহৃত একটি সিমের মালিকানা আমার নামে পরিবর্তন করতে গিয়েছিলাম। প্রথম গ্রাহক সেবার প্রতিনিধি আমাকে পাশের জনের সাথে কথা বলতে বললেন। পাশের জন তখন ফোনে কথা বলছিলেন। তিনি খুবই বিরক্ত ভরা চোখে আমাকে দেখে আমাকে আবার তার পাশের আগের গ্রাহক সেবা প্রতিনিধির কাছে কথা বলতে বললেন। তিনিও খুবই অনাগ্রহ ভরে এবার আমার কথা শুনতে লাগলেন। এখানে গেলে আপনার নিজেকে ভিন গ্রহবাসী প্রাণী মনে হতে পারে। সবাই খুবই ব্যস্ত কিন্তু নিজের কাজে মানে আপনাকে সাহায্য করতে না, এদিকে এদের কারো কোন আগ্রহই নাই।
এদের এই সেবার নমুনা দেখে আমি এই মাস শেষে টেলিটক সিম ব্যাবহার বন্ধ করে দিব বলে সিদ্ধান্ত নিয়েছি। সরকারি সেবা এর চাইতে ভাল আশা করাও এই ২০২০ সালেও বাতুলতা বলে মনে হয়।
এটা গুগল ম্যাপস এ টেলিটকের একটি গ্রাহক সেবা কেন্দ্র নিয়ে দেয়া আমার নিজের রিভিউ। ঐ দিন থেকে আমি টেলিটকের সিম ব্যবহার ছেড়ে দিয়েছি। টেলিটকের ইন্টারনেট সার্ভিস ভালো, এর স্পিড অন্যান্য অপারেটর এর তুলনায় সন্তোষ জনক। শুধুমাত্র বাজে গ্রাহক সেবার অভিজ্ঞতা আমাকের এটি থেকে দুরে সরে আসতে বাধ্য করেছে।
সিটিসেল কেনো হারিয়ে গেলো
এ নিয়ে একটা ভিডিও চাই।
বাংলাদেশের ১০০% মানুষ টেলিটক ব্যাবহার করতে চায়। কারন, টেলিটকে সাশ্রয়ী মূল্যে অনেক অফার থাকে যেটা অন্য অপারেটরের নেই। কিন্তু দুর্বল নেটওয়ার্ক ও কভারেজ না থাকার কারনে কেউ টেলিটক ব্যাবহার করতে চায়না। এমনকি আমিও না।