২০০৭-২০০৮ এর দিকে sony ericson ছিল সবার স্বপ্নের মোবাইল। দারুন দারুন সব ডিজাইনের মোবাইল ছিল। এখনো তাদের সেই মোবাইলগুলো মিস করি। তখন যদি তাদের পরিকল্পনাগুলো সঠিক থাকত তাহলে এখনো তাদের মোবাইল সবার চাহিদার প্রথমে থাকত।
হ্যাঁ ভাই একদম ঠিক! আমি SONY VAIO এর একটি laptop ক্রয় করি ২০১৫ তে,যার তখনকার মূল্য ৮০ হাজার টাকা! আজ ৫ বছর,একটা keyboard switch ছাড়া সব শক্তপক্তই আছে! বলা বাহুল্য আমি laptop টি যথেষ্ট rugh use করি
ও ভাই! আগের দিন বাঘে খাইছে। সনি আগে জাপান থেকে পন্য উৎপাদন করতো।সেগুলো মারাত্মক টেকসই হতো।কিন্তু এখন চায়না থেকে উৎপাদন করে।জাপানে ও করে কিন্তু সেগুলো ইউরোপ,আমেরিকা,কিছু মিডিল ইস্ট দেশের জন্য। আর আমাদের মত সস্থা দেশের জন্য চায়না থেকে উৎপাদন হয়। তাও আমাদের সাধ্যের বাহিরে হয়ে যায়।তাই এখন ভাইবেন না যে, সনি সেই আগের মত আছে।চায়না তে উৎপাদন পন্যে সস্হা চিপস্,বডি ইত্যাদি ব্যাবহার করা হয়।যা সনি জাপানি উৎপাদনের ধারের কছেও নাই।
শুধু সনি কেন জাপানের প্রত্যেকটি প্রোডাক্ট আমার কাছে সেরা এবং আজীবন সেরা থাকবে। আমি জাপানি প্রডাক্ট ভালোবাসি তাদের কোয়ালিটি পারফরম্যান্স এবং হেবি ডিউটি এর জন্য। I love Made in Japan.
আমি ভিডিওটা দেখলাম সনির এক্সপেরিয়া এক্স পারফর্মেন্স ফোন থেকে,আমি ছোট বেলা থেকে সনি ব্যান্ড খুব পছন্দ করি,তবে মাঝখানে কয়েক বছর সনির প্রায় সবগুলো ফোনই একই রকম ছিল।
বড় ভাইয়ের কথা বলার স্টাইল, চেহারাটা খুব মাসুম মাসুম লাগে।। খুব ভালো লাগে ভাই আপনারে।। আপনারা যেই ভিডিওই বানান তাই ভালো লাগে।। তাছাড়া SONY আমার খুব প্রিয় ব্র্যান্ড 💖💖💖
সনির এক্সপেরিয়া ছিলো আমার স্বপ্নের এন্ড্রয়েড ফোন। সেই আমলেই তাদের ফিক্সড ব্যাটারি ছিলো অন্যদিকে সব ফোন এ ছিলো ব্যাটারি খোলার সুবিধা। ব্যাকপার্ট অনেক গরম হতো আর চার্জ থাকতো না খুব একটা।কিন্তু অনেক ফার্স্ট ইন্টারনেট ব্রাউজিং হতো অপেরা মিনি দিয়ে। ২০১১-২০১২ সালের ঘটনা! সনির ফোন মানেই অসাধারণ ক্যামেরা। সাউন্ড কোয়ালিটি। বাংলাদেশিরা সস্তা খুজে বলেই এমন একটা ব্রান্ড এদেশ থেকে হারিয়ে গেলো।
In consumer electronics section till now the brand value of Sony is higher than Samsung and LG. If they bring their product in competitive price then definitely they will come back again...
গেমিং কনসোল এর সনি এগিয়ে থাকবেই কারণ সনির এক্সক্লুসিভ গেম কালেকশন মুল কারণ আর মাইক্রোসফট এর এক্সবক্স এর এক্সক্লুসিভ গেম সংখা সনি চেয়ে কম মুলত এর কারণে গেমার দের প্রথম পছন্দের তালিকায় সনি প্লে-স্টেশন
আমাদের বাড়িতে প্রথম টিভি হল sony এখনো আছে ২৭ বছর এই টিভি টার বর্তমানে নষ্ট হয়ে গেছে কিন্তু আমাদের ঘরে sony Brand এর ইলেক্টিনিক প্রডাক্ট আছে আমার ছোট বেলা আমার বাবা বিদেশ থেকে সনি music Sestem এনে দিছে ছোট বেলা থেকেই সনির প্রতি ভালেবাসা। সনি মানে আমার কাছে ইলেক্ট্রনিক প্যন চক্ষ বুঝে বিশ্বাস করা
sir apnader content ta sundor apder 1st vedio jai din upload disilen 2nd day theke ami apnader follow kori apnader presention sundor but vedio ar modhhe aktu comedy niye asher chesta koren apnar audince ra ato boro vedio dekte dekte bor howe pore(dont take it personally .i am giving just suggestion as a audince or fan...thank you)
২০১২ সালে SONY XPERIA S মোবাইল ক্রয় করি। সাড়ে ৩ বছর ব্যবহার করার পর ফোনটি বিক্রয় করি। যার কাছে বিক্রয় করি তিনিও ফোনটি ৪ বছর ব্যবহার করেছে ও মধ্যে একবার ব্যাটারি পরিবর্তন করেছে (বর্তমানে ফোনটি হারিয়ে ফেলেছে)। তারপর ২০১৫ সালে Sony XPERIA Z3 Dual কিনি। এখন পর্যন্ত এটার বয়স সাড়ে পাঁচ বছর। শুধু একবার ব্যাটারি পরিবর্তন করেছি। কমেন্টটিও এই সনি ফোন থেকে করা। যারা সনি ব্যবহার করেছে তারা বলতে পারবে সনি কী! আমাদের বাসায় দুইটা সনি টিভি আছে। একটা প্রায় ২৫ বছর চলার পর নষ্ট হয়েছে, আরেকটা প্রায় ৩০ বছর হলো, এখনো টিভি চলছে।
বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য পরামর্শ রইল সনি পিকচারে সাথে কপোরেশন করে তাদেরকে বাংলাদেশের নিয়ে এসে তাদের প্রযুক্তির এবং কারিগরি নির্দেশনার সাহায্যে সিনেমা তৈরি করার জন্য । আশা করি তাদের কারিগরি এবং প্রযুক্তির সহযোগিতা পেলে বাংলাদেশের সিনেমা প্রসার ঘটবে
সনি প্রায় একই কনফিগারেশনের মোবাইল চায়না ব্র্যান্ডগুলোর প্রায় দ্বিগুণ দামে বিক্রি করছিল । যে কারণে মার্কেটে সনি মোবাইলের চাহিদা কমে যায়।সনি যদি স্যামসাং এর মত দামে মোবাইল নিয়ে আসে , তাহলে তারা অবশ্যই বাজারে আবার ফিরে আসতে পারবে। বাজারে প্রচলিত যে ব্র্যান্ডগুলো আছে তাদেরও কোয়ালিটি কোনভাবেই কম নয়।
স্যামসাং কোম্পানি সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেনঃ th-cam.com/video/Fv72YIcLnzk/w-d-xo.html
ভাই দয়া করে ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং রকেট নিয়ে একটা ভিডিও বানান শীঘ্রই প্লীজ।
brother please a video about MCU
ভাই আমরা যে Sony Live,Sony Max, Sony Entertainment এসব চ্যানেল দেখি, এগুলোও কি Sony Pictures এর অন্তর্ভুক্ত?
দেশভিত্তিক বড় বড় কোম্পানীর সম্পর্কে ভিডিও তৈরি করা যায় কী?
th-cam.com/video/qubNeAQxWVg/w-d-xo.html
যতই উন্থন আর পতন আসুক,,,, সনি একটি কোয়ালিটি ও ভালোবাসার নাম।
vai janen ae je vai ae video ta banaise onar ekata youtube channel ase
সনি র মতো কোন ব্র্যান্ড হবে না ৷
তাদের quality & primiumness next level এর হয় ৷
২০০৭-২০০৮ এর দিকে sony ericson ছিল সবার স্বপ্নের মোবাইল। দারুন দারুন সব ডিজাইনের মোবাইল ছিল। এখনো তাদের সেই মোবাইলগুলো মিস করি। তখন যদি তাদের পরিকল্পনাগুলো সঠিক থাকত তাহলে এখনো তাদের মোবাইল সবার চাহিদার প্রথমে থাকত।
You're right.
R8
Ggjggjgkhjkjgggkgkkgggjgghjgjjhjgkjjjgyt
আমি সনি Xperia R1 plus এখনও ব্যাবহার করছি ৷
তিন বছর হয়ে গেল ৷
দারুন চলছে
সনি এক টেকসই ব্র্যান্ড আস্থার নাম, চোখ বন্ধ করে সনি'র যেকোনো প্রোডাক্ট নেওয়া যায়। যদিও দাম একটু বেশি।
জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এই কথাটা ভাই আসলেই বাস্তব
হ্যাঁ ভাই একদম ঠিক!
আমি SONY VAIO এর একটি laptop ক্রয় করি ২০১৫ তে,যার তখনকার মূল্য ৮০ হাজার টাকা!
আজ ৫ বছর,একটা keyboard switch ছাড়া সব শক্তপক্তই আছে!
বলা বাহুল্য আমি laptop টি যথেষ্ট rugh use করি
Yes Sony r ekta TV amader ase amar chotobelay kinsilo ekhono ase
ও ভাই! আগের দিন বাঘে খাইছে। সনি আগে জাপান থেকে পন্য উৎপাদন করতো।সেগুলো মারাত্মক টেকসই হতো।কিন্তু এখন চায়না থেকে উৎপাদন করে।জাপানে ও করে কিন্তু সেগুলো ইউরোপ,আমেরিকা,কিছু মিডিল ইস্ট দেশের জন্য। আর আমাদের মত সস্থা দেশের জন্য চায়না থেকে উৎপাদন হয়। তাও আমাদের সাধ্যের বাহিরে হয়ে যায়।তাই এখন ভাইবেন না যে, সনি সেই আগের মত আছে।চায়না তে উৎপাদন পন্যে সস্হা চিপস্,বডি ইত্যাদি ব্যাবহার করা হয়।যা সনি জাপানি উৎপাদনের ধারের কছেও নাই।
@@imran_Dhaka I appreciate with you.
এই চ্যানেল এখন আমার পছন্দের শীর্ষে। একটা ভিডিও ও মিস করার কথা ভাবা যায় না। কতদিন যে অপেক্ষায় ছিলাম এমন একটা চ্যানেল এর।
শুধু সনি কেন জাপানের প্রত্যেকটি প্রোডাক্ট আমার কাছে সেরা এবং আজীবন সেরা থাকবে। আমি জাপানি প্রডাক্ট ভালোবাসি তাদের কোয়ালিটি পারফরম্যান্স এবং হেবি ডিউটি এর জন্য। I love Made in Japan.
সনির ফোন +ইয়ারফোন ব্যবহার করতেছি। সুন্দর পারফরম্যান্স
অসাধারন !!!! ...অনেক অনেক ধন্যবাদ এমন তথ্য বহুল ,পরিশ্রমী এবং উন্নত মানের একটি Video বানানোর জন্য। আশা করি ভবিষ্যতে একই মান বজায় থাকবে।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য
Sony in legenday company. Rich product rich price..
Still Sony Bravia best tv in durability and image quality. Old is Gold. Watched this in my Sony Bravia 4K 65 inch tv.
আমি ভিডিওটা দেখলাম সনির এক্সপেরিয়া এক্স পারফর্মেন্স ফোন থেকে,আমি ছোট বেলা থেকে সনি ব্যান্ড খুব পছন্দ করি,তবে মাঝখানে কয়েক বছর সনির প্রায় সবগুলো ফোনই একই রকম ছিল।
Sony Legend ❤️
World no 1 camera Sony
ক্যামেরা সংক্রান্ত যত আপডেট ফিউচার আসে তা সনি নিয়ে আসে 😎
যেমন eye AF
SONY is my favourite brand. Sony র প্রত্যেক জিনিস খুব strong হয়, সহজে নষ্ট হয় না।
SONY is known for making Premium products
Ps5 new producy
Sony নিয়ে জানার ইচ্ছা ছিল। ধন্যবাদ এই ভিডিও টার জন্য 😁
This channel should be no#1 channel in bangladesh
Apnader video gulo khub e attractive & informative. Best wishes for you.👍
উপকার হলো ব্রাদার। গ্রেট ওয়ার্ক। আমি আপনাদের সব ভিডিও দেখেছি
বিজনেস ডাটা নিয়ে ভাবতে ভালোবাসেন? বিশ্বের সবচেয়ে দামি চাকরি যখন ডাটা সায়েন্স এ, ঘরে বসে শিখতে চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে।
th-cam.com/channels/kha_Ny838ZSDMHYcZI_QRg.htmlvideos
vai chinar tencent company niye akta video banan
Video ta khoob zosss 🤙🤙🤙
onk valo laglo... onk ojana information jante parlam... thanks all bro
বড় ভাইয়ের কথা বলার স্টাইল, চেহারাটা খুব মাসুম মাসুম লাগে।। খুব ভালো লাগে ভাই আপনারে।।
আপনারা যেই ভিডিওই বানান তাই ভালো লাগে।। তাছাড়া SONY আমার খুব প্রিয় ব্র্যান্ড 💖💖💖
এই ভিডিও টা ভালো 😊😊😊
সবচেয়ে কোয়ালিটি ও আস্থার ব্রান্ডের নাম হল = সনি। Best value for money and best service. I love SONY.
Video ta dekhun. Click this link
th-cam.com/video/L2O0TBsO8ck/w-d-xo.html
একদম ঠিক কথা বলছেন
Business inspection Bd❤🖤
Sony best❤️❤️❤️ 3 বছর মোবাইল ইউজ করি prb নাই ক্যামেরা এখন ও সেই ✌️ pubg pes coc খেলি তারপর ও মোবাইল 🔥🔥🔥🔥🔥
সনির এক্সপেরিয়া ছিলো আমার স্বপ্নের এন্ড্রয়েড ফোন। সেই আমলেই তাদের ফিক্সড ব্যাটারি ছিলো অন্যদিকে সব ফোন এ ছিলো ব্যাটারি খোলার সুবিধা। ব্যাকপার্ট অনেক গরম হতো আর চার্জ থাকতো না খুব একটা।কিন্তু অনেক ফার্স্ট ইন্টারনেট ব্রাউজিং হতো অপেরা মিনি দিয়ে। ২০১১-২০১২ সালের ঘটনা!
সনির ফোন মানেই অসাধারণ ক্যামেরা। সাউন্ড কোয়ালিটি।
বাংলাদেশিরা সস্তা খুজে বলেই এমন একটা ব্রান্ড এদেশ থেকে হারিয়ে গেলো।
SONY অটোমোবাইল সেক্টরের দিকে ঝুকছে| অলরেডি তাদের একটি ইলেক্ট্রিক কার তারা শো করেছে
ওটা তাদের visions concept car ছিল
Aami ekjon Sony lover
আপনার এসব ভিডিওর ইন্ট্রো সাউন্ড টা খুব সুন্দর
nice vai..onek kichu jante parlam.
Sony Ericsson কে খুব মিস করি। ওয়াকম্যান সিরিজের ফোন গুলো বেস্ট ছিলো। Sony মোবাইলের আধিপত্য হারিয়েছে কিন্তু টিভের জগতে এখনো sony বাদশা।
Very informative video
❤❤❤❤ from Bangladesh
Amdr 1st TV cilo Sony 22 bocor dry use korci 8 month holo amra new TV kinci . ato bocor use krci tao jinista vlo acy miss u Sony TV 😢😢😢😢😢😢
Ur content is so unique!!!
অামাদের প্রথম টিভি ছিলো সনি। এটা অামরা অনেক দিন ব্যাবহার করেছিলাম।
পছন্দের একটি channel
আপনার উপস্থাপন উন্নত লেবেলের তাই সাবস্ক্রাইব করলাম
অনেক ভালো লাগলো thanks
I am using Sony xperia now😍
Model ki vai..
Xzs
As always Excellent. Thanks again.
Glad you enjoyed it
Price , availablity r kichu feature add/improve korlei asa kora jai sony market pabe.
খুব ভাল লাগলো
Video ta kub valo selo vaiya and vaiya nokia company niya akta video chai
Excellent 👌 video!!! Vero informative!!!
I think so .thanks for the video.
In consumer electronics section till now the brand value of Sony is higher than Samsung and LG. If they bring their product in competitive price then definitely they will come back again...
Good luck...innovative content
অসাধারণ...
Amazing!
You guys are awesome
Informative content & excellent presentation, we expect about sony electric car info in next edition.
Good luck for this innovative channel.
Thank you for your appreciative words and your suggestion as well. We will try to explore that topic in one of our future videos.
ভালো লাগছে
Aro onk tech company er video chai...💥💥
Wow video
Sony একটি ভালো ব্রান্ড।
বিশেষ করে রেডিও, টিভি, ওয়াকম্যান, ক্যামেরা, গেমিং ডিভাইস, কিছু মডেলের 2.1/5.1 etc এম্লিফায়ার👌
OLLO SIM BANGLADESH নিয়ে দয়া করে একটা বিস্তারিত ভিডিও তৈরি করুন প্লিজ৷ অনেক অনেক রিকুয়েষ্ট রইল আপনাদের প্রতি৷ ❤️❤️❤️❤️
Gonna promote this channel. Students at least graduate and above level should watch it. However, how reliable the info is?
Mostly secondary data is used from trusted sites
Very Informative
Bajaj motors ba tvs niye video chai
অনেক তথ্য বহুল একটি ভিডিও
Very informative.
Thanks
সনি সবসময় সনি। ৮ বছর ধরে সনি নিয়েই আছি। ডিজাইন যাইহোক টেকসই 👍
গেমিং কনসোল এর সনি এগিয়ে থাকবেই কারণ
সনির এক্সক্লুসিভ গেম কালেকশন মুল কারণ
আর মাইক্রোসফট এর এক্সবক্স এর এক্সক্লুসিভ গেম সংখা সনি চেয়ে কম
মুলত এর কারণে গেমার দের প্রথম পছন্দের তালিকায় সনি প্লে-স্টেশন
আমাদের বাড়িতে প্রথম টিভি হল sony এখনো আছে ২৭ বছর এই টিভি টার বর্তমানে নষ্ট হয়ে গেছে কিন্তু আমাদের ঘরে sony Brand এর ইলেক্টিনিক প্রডাক্ট আছে আমার ছোট বেলা আমার বাবা বিদেশ থেকে সনি music Sestem এনে দিছে ছোট বেলা থেকেই সনির প্রতি ভালেবাসা। সনি মানে আমার কাছে ইলেক্ট্রনিক প্যন চক্ষ বুঝে বিশ্বাস করা
Sony means TOP NOTCH PERFECTION!
"Anis Mahmud" vai is the best Narrator in Business Inspection
Apnder protity video dakhi onek kesu junta pari apnader video er maddho.
Your voice is awesome.
For the mic quality voice is so crisp✌️🔥
Nice video
সনি এখনো ফোনের বাজার দরতে পারবে।সনির কেমেরা দারুন কেমেরা আর ফোনের মডের এবং দাম সেমসন কে ফলো করুক বাজার সেরা৩.৪.৫ এ থাকবে
সব সময় সনির মোবাইল ব্যবহার করি, যদি ও দাম বেশি একটা হেডফোন কিনতে গেলে ভাবতে হয় 😑
তবে জাপানি জিনিস দামে বেশি মানে তার থেকে ও বেশি 😅
TnQ dear
impressive one
হ্যা,,আমাদের একটা ডিভিডি প্লেয়ার ছিল সনির,,,যাইহোক ভিডিওটা ভাল লেগেছে,,তবে কিছু কিছু জায়গায় ভিডিওটা আরও ভাল করতে পারত।
Sony er Mobil e design khub miss kori
Thanks
অনেক ভালো ইনফো পেলাম
Glad we could help.
sir apnader content ta sundor apder 1st vedio jai din upload disilen 2nd day theke ami apnader follow kori apnader presention sundor but vedio ar modhhe aktu comedy niye asher chesta koren apnar audince ra ato boro vedio dekte dekte bor howe pore(dont take it personally .i am giving just suggestion as a audince or fan...thank you)
২০১২ সালে SONY XPERIA S মোবাইল ক্রয় করি। সাড়ে ৩ বছর ব্যবহার করার পর ফোনটি বিক্রয় করি। যার কাছে বিক্রয় করি তিনিও ফোনটি ৪ বছর ব্যবহার করেছে ও মধ্যে একবার ব্যাটারি পরিবর্তন করেছে (বর্তমানে ফোনটি হারিয়ে ফেলেছে)। তারপর ২০১৫ সালে Sony XPERIA Z3 Dual কিনি। এখন পর্যন্ত এটার বয়স সাড়ে পাঁচ বছর। শুধু একবার ব্যাটারি পরিবর্তন করেছি। কমেন্টটিও এই সনি ফোন থেকে করা। যারা সনি ব্যবহার করেছে তারা বলতে পারবে সনি কী! আমাদের বাসায় দুইটা সনি টিভি আছে। একটা প্রায় ২৫ বছর চলার পর নষ্ট হয়েছে, আরেকটা প্রায় ৩০ বছর হলো, এখনো টিভি চলছে।
ভাই, E-Commence marketing নিয়ে ভিডিও চাই... plz
LG ব্র্যান্ড এর উপর আগামী ভিডিও চাই।
আমার প্রথম টিভি, ক্যামেরা সনি এর ছিল
ASUS এর সম্পর্কে জানতে চাই প্লিজ
Thanks for this video.make a video of walton
ভাই দীর্ঘদিন ধরে একটা অনুরোধ করে আসতেছি আপনার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জাপানের মিৎসুবিশি কোম্পানি সম্পর্কে সম্পূর্ণ একটি ভিডিও দিবেন
We've cordially noted your request. This topic will be featured in our future video. Have patience and continue supporting us like this.
Thank you bro
No:1 Walkman
সনি এরিকসন, আমার আমার একটি ভালোবাসার ফোন ছিলো
এগিয়া যান ভাইয়ারা
বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য পরামর্শ রইল সনি পিকচারে সাথে কপোরেশন করে তাদেরকে বাংলাদেশের নিয়ে এসে তাদের প্রযুক্তির এবং কারিগরি নির্দেশনার সাহায্যে সিনেমা তৈরি করার জন্য । আশা করি তাদের কারিগরি এবং প্রযুক্তির সহযোগিতা পেলে বাংলাদেশের সিনেমা প্রসার ঘটবে
Walton niye video chai
vai BBK ELECTRONICS(OPPO,VIVO,ONEPLUS,REALME) ER UPOR VIDEO CHAI
Best one
Thanks Bro....
সনি প্রায় একই কনফিগারেশনের মোবাইল চায়না ব্র্যান্ডগুলোর প্রায় দ্বিগুণ দামে বিক্রি করছিল । যে কারণে মার্কেটে সনি মোবাইলের চাহিদা কমে যায়।সনি যদি স্যামসাং এর মত দামে মোবাইল নিয়ে আসে , তাহলে তারা অবশ্যই বাজারে আবার ফিরে আসতে পারবে। বাজারে প্রচলিত যে ব্র্যান্ডগুলো আছে তাদেরও কোয়ালিটি কোনভাবেই কম নয়।
যদি বাংলাদেশে কোনো কন্টেন্টের ভিউ কম হয় তাহলে ধরে নিও এটা ভালো কন্টেন্ট ছিলো।কারণ দেশে ভালো মানের কন্টেন্টের কদর নাই!
ঠিক বলছেন ভাই। আমাদের তরুণরা ফালতু, আজাইড়া আবেগ মার্কা নাটক নিয়া পইরা আছে।