মাটির মূর্তি কে চক্ষু দান করে, কুমার যে রূপ দেবী মূর্তি প্রতিষ্ঠিত করে,তেমনি "মীর" স্যার গল্পে তার কণ্ঠস্বর বিলীন করে নতুন গল্প প্রতিষ্ঠিত করে। আমার সর্ব কালের সেরা কারিগর Mir Afsar Ali।💛💫☺️
হেমেন্দ্রকুমার রায় মানেই হলো মুছে যাওয়া শৈশবকে আরও একবার ফিরে দেখা। লেখকের নামের সঙ্গে আমাদের বহু nostalgic স্মৃতি জড়িয়ে আছে।লেখকের নাম কখনো পুরোনো হবে না, হতে পারে না
আজ ইন্দ্রজালের মায়া শুনতে শুনতে, মনে হল স্বয়ং ইন্দ্রপুরিতে ঢুকে পড়েছি আর ভয়ে শিউরে শিউরে উঠছি.. ধন্যবাদ মীর আফসার আলী,, এরকম একটা ভূত গবেষণার রোমহর্ষক গল্প পরিবেশন করার জন্য... 🙏🤗🙏🤗🙏👍🎉👍🎉👍💚🌻
পুজোর আগে চেহারার refreshment এর জন্য beauty salon যাওয়া ,আর মনের refreshment এর জন্য মীর দার ঠেকের সঙ্গে 2 ঘন্টা কাটানো,দেবী পক্ষের সূচনা হতেই সব মঙ্গলময় হচ্ছে । 👌🏻👍🏻🌹
Eto sundar ar khubi bhoyer golpo,kintu raate sunte sunte kokhon je ghumiye porechi😂😂sesta sunlam ajke abar majher onshota sunbo👍👍khub bhalo pujo katan with family & ofcourse with us---the listners❤❤
আজকাল চারপাশে এত আলো যে সন্ধ্যেবেলার সেই অন্ধকার আমরা আর পাইনা। তবুও ঘরের আলো বন্ধ করে দিয়ে গা ছমছমে এই সব পুরনো দিনের ভূতের গল্প শোনার বিকল্প কিছু হয় না। এ এক অদ্ভুত ভালোলাগা। ধন্যবাদ মীর দা এবং তার গোটা টিমকে 🙏🙏
দাদা শরৎচন্দ্রের উপন্যাস গুলো খুব সুন্দর লাগে । তুলনার বাইরে ।দেবদাস, রামের সুমতি এই উপন্যাস গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছিলেন । বিশ্বাস করুন দাদা আমার বন্ধুদের মুখে শুনেছি আপনাদের এই উপস্থাপনা গুলো। বিশ্বাস করতে পারিনি। নিজে এসে যখন শুনি।😍 Maind blowing. বিশেষ করে শরৎচন্দ্রের উপন্যাস। শুনতে শুনতে চোখে জল চলে এসেছিল। আর আমি ও আমার সব বন্ধুরা বাংলা অর্নাসের ছাএ। এই উপন্যাসের প্রতি আমাদের একটা আলাদা ঝোঁক😇। সবশেষে এটাই বলব শরৎচন্দ্রের আরো কয়েকটি উপন্যাস আপনাদের এপিসোডে আনলে চিরকৃতজ্ঞ থাকব।🙏
হেমেন্দ্র কুমার রায় এর ভূতের গল্পঃ গুলো বড্ড গাঁজা খড়ি! আর ঝুল। এর থেকে সত্যজিৎ রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, রাজশেখর বসু প্রেমেন্দ্র মিত্রের, নায়ারান গঙ্গোপাধ্যায় এর গল্পঃ গুলো অনেক অনেক ভালো।। এনাদের লেখা গল্পঃ গুলো প্রেজেন্ট করার অনুরোধ জানাচ্ছি মীর দা।
মির দা আমি বাংলাদেশ থেকে শুনছি। আপনার প্রতিটি গল্প আমার শোনার কখন মিস হয় না। অনেক দিন পর হাড় হিম করা ভয়ের গল্প শুনে সত্যি ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর গল্প উপহার দেওয়া জন্য 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Onekdin por eto valo ekta golpo sune khub valo laglo. Thrill r horror er darun combination.❤❤❤ sottie Hemendra Kumar Roy osadharon.. Thank you Mir da. Tomar golay eisob golpo osadharon lage🙏🙏🙏
মীর স্যার অসাধারণ ❤❤. এই গল্পের একটি mistake আছে 1:50m-1:50:8, যেটা বলা হয়েছে নিবারণ কে "বাঘা যে মারা গেছে তা তো তুমি জানো" এখানে mistake এটাই বাঘা মারা যাওয়ার আগে নিবারণ পালিয়ে গিয়েছিল, আর সেই কারণে নিবারণের জানার কথা নয় যে বাঘা মারা গেছে, অপরাধ নেবেন না "মীর স্যার" love you all of ❤❤❤❤❤❤❤❤
মলিনা দেবীর চরিত্রে বিশাখা ম্যাডাম এর গলা সেটা হালিশহর রামপ্রসাদ স্কুলের কারোর চিনতে অসুবিধে হবে না। ম্যাডাম স্কুল থেকে বেরোনোর পর আর আপনার সঙ্গে দেখা হয়নি। অনেক দিন বাদে আম্পার গলা শুনে ভীষণ ভালো লাগলো। আপনার করানো ক্লাস গুলো মনে পরে গেলো। আপনার সাথে কথা সমস্ত ক্লাস এর স্মৃতি এত ভীষণ জীবন্ত। আপনি সুস্থ থাকবে। আর মীর দা অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর সুন্দর গল্পের জন্য।
Vienna to Salzburg train a jawar path a sunchi…jerokom sundor bairer view serokom sundor golpo ta..khub bhalo lagche..Hemendrakumar Roy er golpo ageo sunechi…Thank you Mir da…arokom oshadharon golpo aro sunte chai…❤❤
অনেক দিন বাদে, ভালো লাগলো মীর সাহেব। ইন্দ্রজালের মায়া, পরিবেশনা সম্পর্কে নতুন করে কি আর বলার অপেক্ষা রাখে। লেখক নির্বাচনে এবং উপস্থাপনায় মীর সাহেব অনবদ্য, এ কথা বলার অপেক্ষা রাখেনা। নমস্কার নেবেন আপনারা সবাই, গপ্পো Mir এর ঠেক ।
Khub valo legeche golpo ta.... Majhkhane khub birokto lagchilo mone hocchilo jor kore bhoy dekhacche just ekta meaningless story.... Last er dik ta khub valo laglo complete story ekta ar khub exiting lagchilo sunte 👍🏻
Mir da kal shunlam। Notun korey ki bolbo bolo। Ek kothai just oshadharon laglo। Abar shei haar heem Kora onubhuti ter pelam go 😘😘😘😘😱😱😱😱darun।darun darun ❤️❤️❤️। Nd you know na love you soooooo much 😘😘😘😘😘❤️❤️❤️
শরৎচন্দ্র চট্টোাধ্যায়ের "চন্দ্রনাথ " উপন্যাস টা দয়া করে নিয়ে আসুন মীর দা।অসম্ভব সুন্দর একটা উপন্যাস,যতবার পড়েছি ততবার চোখের জল আটকে রাখতে পারিনি😭।💖💖💖আপনারাই এটিকে সুন্দর ভাবে উপস্থাপন করতে পারবেন।
গল্পটি ভালোই লাগলো, thumbnail এর graphic তার সাথে মিলে halloween এর আগেই বেশ একটা halloween এর স্বাদ এনে দিল। শুধু মাঝে মাঝেই ওই ভূতের চোঁয়া ঢেকুর তোলার মতো আওয়াজটা একটু বিসদৃশ ঠেকলো। সমাপন মিশ্রর থেকে আরো অনেক গল্প শুনতে চাই।
This is how story selection must be done,this is how a story should be presented. I think this a great learning for others...fantastic presentation...kudos to the team
Super story selection!! 👍Love Hemendra Kumar Ray stories!! 👌They are unique, & little bit different! 👌And as always fantastic presentation! 👍Thank you for entertaining us with different kinds of stories & of different genre!! Would love to hear more stories of Hemendra Kumar ray and Sarodindu Bandhopadhay too! 🙏
অনেক ধন্যবাদ ও অভিনন্দন গপ্প মীরের ঠেককে গল্পটাকে এত ভালো করে পরিবেশন করার জন্য. তবে বলতেই হবে গল্পে বেশ কিছু ফাঁক আছে.. যেমন নিবারণ যখন পালিয়ে গেছিল, বাঘা তখনও বেঁচে ছিল, তাই ফিরে আসার পরে তরফদার যখন বললেন ওকে যে বাঘা মারা গিয়েছে সেটা তার জানার কথা, সেটা কিন্তু সঠিক নয়. তাই এটা হয়তো গল্পের প্লটের একটা loophole?
আমরা জন্মের আগে আর মৃত্যুর পরে কি হয় তা আমরা জানি না তবে দেহ ধারণ করলে তার লজ্জা ঘৃণা ভয় এই তিনটি কে জয় করতে হবে আমরা সবাই আত্মা একথা অত সহজে বলা যায়না তার জন্য আত্মার অনুসন্ধান করতে হবে সেটার নাম পরমাত্মা ধন্যবাদ ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
🎉 সাহিত্য কে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে ? আর তা যদি হয় বিখ্যাত কোনো লেখকের লেখা? তবে কে না ভালবাসবে? এবং যদি তাতে খুজে পাওয়া যায় শৈশব থেকে কৈশোর যৌবন বৃদ্ম অবধি জিবনের স্বাদ আর কি লাগে?
আপনার প্রশংসা করার বাকি আর কিছু নেই। অনেকের মতো আমিও অপেক্ষা করে থাকি প্রতি সপ্তাহে এই গল্পের ঠেক এর জন্য। যদি আপনাদের যথাযথ মনে হয় তাহলে শ্রী শারদিন্দু বন্দ্যোপাধ্যায় এর সদাশিব গল্প গুলি শুনতে ভালো লাগবে।
হেমেন বাবু এই কাঁচা কাজটি কেনো করলেন? বাঘা যখন মারা যায় তার অনেক আগেই তো নিবারণ পালিয়েছে (Around 1:16:00) তাহলে ফিরে আসার পর তরফদার ওকে কেনো বললেন যে "তুমি তো জানো যে বাঘা মারা গেছে?"। অথচ নিবারণ তো ওপরের ঘরে যেখানে বাঘার মৃতদেহ ছিল সেই ঘর অব্দি তো পৌঁছোতেও পারেনি। আবার প্রায় বেশ কয়েকদিন পরে তরফদার ফিরে এসে নিবারণ কে বলছেন যে "এরপর বাঘার মৃতদেহ থেকে দুর্গন্ধ বেরোবে", এতদিনেও বেরোয়নি? এসব ডিটেইলস মিস হতে দেখে তো অবাক লাগছে। অথবা আমার কোনো ভুল হচ্ছে।
জানিনা কাঁচা কাজটা সত্যিই হেমেন বাবুর কিনা। কয়েকদিন আগে 'বুকফার্ম' থেকে প্রকাশিত হেমেন্দ্রকুমার রায়ের 'ভয় সমগ্র'টা পড়েছিলাম। সেখানে 'ঐন্দ্রজালিক' নামক একটি গল্পের সঙ্গে এই গল্পের প্রায় ৯৯% মিল রয়েছে। অবশ্য এই অপ্রাসঙ্গিক বিষয়গুলো ওই গল্পে ছিল না।
Another fantastic presentation - flawless & very interesting with twists narrated in voices with supporting background music creating mystic effects and as usual very pleasant & enchanting. Kudos to Sri Mir& his co-artists. Pray that God bless them all .
not expecting story like this You are legend as radio jockey in recent times. Expectation is really high from this team . Feeling bad to write a comment like these.
হরিনারায়ন চট্টোপাধ্যায় এর লেখা "ভয়ের মুখোশ" গল্পটা শোনাবার অনুরোধ রইলো। আলিম এর চরিত্র টা অবশ্যই মীর-দা করবেন। কিছুক্ষণ এর জন্যে হলেও সেই শৈশব ফিরে পাওয়া যাবে। ধন্যবাদ।
@mir_da tomar golpo sunday suspense alternative, just wow! keep it going! we will try to support as much we can. tobe purono writer der golpo o kintu besh jome.
মাটির মূর্তি কে চক্ষু দান করে, কুমার যে রূপ দেবী মূর্তি প্রতিষ্ঠিত করে,তেমনি "মীর" স্যার গল্পে তার কণ্ঠস্বর বিলীন করে নতুন গল্প প্রতিষ্ঠিত করে। আমার সর্ব কালের সেরা কারিগর Mir Afsar Ali।💛💫☺️
❤
🧡💛
গল্পের সময় সীমা - 02:01:53
হেমেন্দ্র কুমার রায় , সৈয়দ মুস্তাফা সিরাজ , গজেন্দ্রকুমার মিত্র , মানবেন্দ্র পাল, মনোজ সেন এইসমস্ত লেখকের গল্প শুনেই তো বড়ো হয়েছি 😊
অসংখ্য ধন্যবাদ দাদা আবারও সেই স্মৃতিটাকে ফিরিয়ে দেওয়ার জন্য 😊❤
হেমেন্দ্রকুমার রায় মানেই হলো মুছে যাওয়া শৈশবকে আরও একবার ফিরে দেখা। লেখকের নামের সঙ্গে আমাদের বহু nostalgic স্মৃতি জড়িয়ে আছে।লেখকের নাম কখনো পুরোনো হবে না, হতে পারে না
Khub sundar likhechen
সত্যিই সেই ফেলে আসা ছোটবেলা।
Ekdom thik
সেন্ট % correct....
@@parthachakraborty5437😊
ভোরবেলা রেডিওতে মহালয়া, ভারত পাকিস্তান ম্যাচে ভারতের জয়, আর এখন গপ্পো মীর এর ঠেকে হেমেন্দ্রকুমার রায় - সব মিলিয়ে আজ দিনটা সোনায় সোহাগা।। ❤❤☺😊
সত্যি ই তাই🤩
R to kono kaj nei tomar tai
Good story good story good story good story❤❤❤❤❤❤❤
Ooo😊o😊oo😊o😊oo😊 ok o😊😊😊ooooooo😊o😊o😊😊o😊@@medhabarman1134
😊o😊😊😊😊o😊o😊o😊ooo😊ooo😊o😊o😊oooooo😊o😊o😊? oo 😊o😊😊😊😊😊😊😊😊😊😊
আজ ইন্দ্রজালের মায়া শুনতে শুনতে, মনে হল স্বয়ং ইন্দ্রপুরিতে ঢুকে পড়েছি আর ভয়ে শিউরে শিউরে উঠছি.. ধন্যবাদ মীর আফসার আলী,, এরকম একটা ভূত গবেষণার রোমহর্ষক গল্প পরিবেশন করার জন্য... 🙏🤗🙏🤗🙏👍🎉👍🎉👍💚🌻
পুজোর আগে চেহারার refreshment এর জন্য beauty salon যাওয়া ,আর মনের refreshment এর জন্য মীর দার ঠেকের সঙ্গে 2 ঘন্টা কাটানো,দেবী পক্ষের সূচনা হতেই সব মঙ্গলময় হচ্ছে । 👌🏻👍🏻🌹
শুভো শারদীয় 👏
❤️❤️
খুব ভালো লাগলো শুনে যে আপনার আমাদের ঠেক এর গপ্পো শুনতে ভালো লাগে। শুনতে থাকবেন।
@@realmir আমার এবছর পুজোর সেরা উপহার মীর দা আপনার এই বার্তা।অবশ্যই গল্প শুনতে থাকব।ধন্যবাদ
Mir Da TaraNath arr Golpo Bolben plzzzz.
Eto sundar ar khubi bhoyer golpo,kintu raate sunte sunte kokhon je ghumiye porechi😂😂sesta sunlam ajke abar majher onshota sunbo👍👍khub bhalo pujo katan with family & ofcourse with us---the listners❤❤
আজকাল চারপাশে এত আলো যে সন্ধ্যেবেলার সেই অন্ধকার আমরা আর পাইনা। তবুও ঘরের আলো বন্ধ করে দিয়ে গা ছমছমে এই সব পুরনো দিনের ভূতের গল্প শোনার বিকল্প কিছু হয় না। এ এক অদ্ভুত ভালোলাগা। ধন্যবাদ মীর দা এবং তার গোটা টিমকে 🙏🙏
মীরদার মুখে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেল কে কে শুনতে চাও 😊
❤❤
আদর্শ হিন্দু হোটেল চাই
তাড়াতাড়ি নিয়ে আসো ❤❤❤
Aranyak chai
Sab shunte raji. Roj diner khoborer kagoj porle setao shunbo.
ছোটোবেলার সেই ভাড়াবাড়ির স্মৃতি তাজা হয়ে গেল! অনেক ধন্যবাদ Captain!❤️☺️
Ai বছর পূজো তে আর বাড়ি ফেরা হোলো না তবে মির দার এই নিবেদন গুলি খুব মনে করে দেয় দেশের কথা। 🥹 লাভ ইউ ❤
দাদা শরৎচন্দ্রের উপন্যাস গুলো খুব সুন্দর লাগে । তুলনার বাইরে ।দেবদাস, রামের সুমতি এই উপন্যাস গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছিলেন । বিশ্বাস করুন দাদা আমার বন্ধুদের মুখে শুনেছি আপনাদের এই উপস্থাপনা গুলো। বিশ্বাস করতে পারিনি। নিজে এসে যখন শুনি।😍 Maind blowing. বিশেষ করে শরৎচন্দ্রের উপন্যাস। শুনতে শুনতে চোখে জল চলে এসেছিল। আর আমি ও আমার সব বন্ধুরা বাংলা অর্নাসের ছাএ। এই উপন্যাসের প্রতি আমাদের একটা আলাদা ঝোঁক😇। সবশেষে এটাই বলব শরৎচন্দ্রের আরো কয়েকটি উপন্যাস আপনাদের এপিসোডে আনলে চিরকৃতজ্ঞ থাকব।🙏
খুব সুন্দর ভাবে গল্পটি তৈরি করেছেন প্রতিটি চরিত্র মনে হচ্ছে জীবন্ত old is gold.মীরদা প্রতিটি গল্প যেন এরকম সুন্দর ভাবে তৈরি হয়
🙏🙏❤️❤️😘😘 Khub sundar golpoti many many thanks .😘😘😘😘🙏🙏🙏🙏
🦊🦊 গল্প মিরের ঠেকে একদিনও বমকেশ কে পেলাম না 😢😢
Bomkesh এর একটা গল্প চাই চাই 👺✊✊✊✊✊✊
অপূর্ব গল্প,আর 'মীর ' তো বলার কিছু ই রাখেনা।সব সময়ই দারুন। অনেক ধন্যবাদ এই রকম একটা গল্প খুঁজে আমাদের উপহার দেবার জন্য ❤
হেমেন্দ্র কুমার রায় এর ভূতের গল্পঃ গুলো বড্ড গাঁজা খড়ি! আর ঝুল। এর থেকে সত্যজিৎ রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, রাজশেখর বসু প্রেমেন্দ্র মিত্রের, নায়ারান গঙ্গোপাধ্যায় এর গল্পঃ গুলো অনেক অনেক ভালো।। এনাদের লেখা গল্পঃ গুলো প্রেজেন্ট করার অনুরোধ জানাচ্ছি মীর দা।
সত্যিই তাই , আবার এনার অ্যাডভেঞ্চার গল্পের মোটামুটি প্লট সবার এক রকম। সে মিশর এর জয়ন্ত হোক , বা জকের ধন !
মির দা আমি বাংলাদেশ থেকে শুনছি। আপনার প্রতিটি গল্প আমার শোনার কখন মিস হয় না। অনেক দিন পর হাড় হিম করা ভয়ের গল্প শুনে সত্যি ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর গল্প উপহার দেওয়া জন্য 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
অসংখ্য ধন্যবাদ।আবদার টা রাখার জন্য ❤️😘...দীর্ঘ অপেক্ষার অবসান।বাইরে ঠান্ডা আমেজ,আর সাথে মীর দার গলায় 2 ঘণ্টার ভূতের গল্প। উফফ্ ভাবা যায়না।
Onekdin por eto valo ekta golpo sune khub valo laglo. Thrill r horror er darun combination.❤❤❤ sottie Hemendra Kumar Roy osadharon.. Thank you Mir da. Tomar golay eisob golpo osadharon lage🙏🙏🙏
পুরনো দিনের ভূতের গল্পগুলি শুনতে কে কে ভালোবাসো ??? 😊❤
গল্পের সময়সীমা : 2 ঘণ্টা 1 মিনিট 53 সেকেন্ড 😊❤
@@gouravkayal4650tomake keu jigges koreni😅
Toke bal keu jiges koreche??
@@gouravkayal465051:26
আমি ভালো বাসিনা
অনেকদিন পর এরকম একটা হাড় কাঁপানো ভূতের গল্প শুনলাম শুনে খুব মজা পেলাম 😊
তোমার মজা লেগেছে শুনে খুব ভালো লাগলো। শুনতে থেকো।
@@realmir ha mir dada 😇
দারুন দারুন সুন্দর গল্প শুনলাম অনেকদিন পরে। মীর সাহেবের তো তুলনা নেই আর সবাই সুন্দর specially নিবারণ।
বাজে গল্প
@@SigmaSid98bandar Keya Jane adrak ka swad
মীর স্যার অসাধারণ ❤❤.
এই গল্পের একটি mistake আছে 1:50m-1:50:8, যেটা বলা হয়েছে নিবারণ কে "বাঘা যে মারা গেছে তা তো তুমি জানো" এখানে mistake এটাই বাঘা মারা যাওয়ার আগে নিবারণ পালিয়ে গিয়েছিল, আর সেই কারণে নিবারণের জানার কথা নয় যে বাঘা মারা গেছে, অপরাধ নেবেন না "মীর স্যার" love you all of ❤❤❤❤❤❤❤❤
Ekdam thik dhorechhen ... Amio kheyal korlam
শেষটা কিরকম যেন হয়ে গেল... মনে হলো কিছু একটা missing আছে । বাকি পুরো গল্পটা অসাধারন ।👌
শেষ টা পুরো আধখেচড়া মাথা মুন্ডু কিছুই বোঝাগেলোনা
মলিনা দেবীর চরিত্রে বিশাখা ম্যাডাম এর গলা সেটা হালিশহর রামপ্রসাদ স্কুলের কারোর চিনতে অসুবিধে হবে না। ম্যাডাম স্কুল থেকে বেরোনোর পর আর আপনার সঙ্গে দেখা হয়নি। অনেক দিন বাদে আম্পার গলা শুনে ভীষণ ভালো লাগলো। আপনার করানো ক্লাস গুলো মনে পরে গেলো। আপনার সাথে কথা সমস্ত ক্লাস এর স্মৃতি এত ভীষণ জীবন্ত। আপনি সুস্থ থাকবে। আর মীর দা অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর সুন্দর গল্পের জন্য।
Super story. Darun puro voy peye gachilam. Mir da thank you..
হেমেন্দ্রকুমার রায় 🙏 এর,, ভূত দিয়ে সাজানো গল্পটা সত্যি বেশ ভূত রোমাঞ্চ... 👍🥰👍 আর সবচেয়ে মজার ভীতি সঞ্চয় হল, ওই অশারীরি ভূতের চলাচল.. 😱😱🙌🙏🙏
Vienna to Salzburg train a jawar path a sunchi…jerokom sundor bairer view serokom sundor golpo ta..khub bhalo lagche..Hemendrakumar Roy er golpo ageo sunechi…Thank you Mir da…arokom oshadharon golpo aro sunte chai…❤❤
অনেক দিন বাদে, ভালো লাগলো মীর সাহেব। ইন্দ্রজালের মায়া, পরিবেশনা সম্পর্কে নতুন করে কি আর বলার অপেক্ষা রাখে। লেখক নির্বাচনে এবং উপস্থাপনায় মীর সাহেব অনবদ্য, এ কথা বলার অপেক্ষা রাখেনা। নমস্কার নেবেন আপনারা সবাই, গপ্পো Mir এর ঠেক ।
Splendid!!!!! দুদ্ধর্ষ!!!! দারুণ গল্প শোনালে মীরদা।।।।। গা ছমছম করছে রিতিমতো!!!! আজ আর ঘুম হবেনা রাতে বোধহয়।।।।। এইরকম আরো গল্প শোনার অনুরোধ রইলো তোমার কাছে।।।। পিলে চমকে গেছে আজকের গল্পখানা শুনে!!!!!!!!! Great story!! Heart occupying story!!!!!! JAI MAHAKAAL SHAMBHU!!!!! HAR HAR MAHADEV!!!!! আজকের দিনটা ভালোই কাটলো।।।।। 😳😳😳😳😳😳😳😳🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
❤ এই রকম পুরোনো দিনের গ্রাম বাংলার ভূতের গল্পই চাই। তোমার গলায় sunday suspense এর পুরোনো ভূতের গল্প গুলো কালজয়ী ❤❤। হরির হোটেল। ভুতুড়ে কান্ড। মেজো মামার ব্যাপার টা। রক্ত খদ্দত। ঘাট বাবু। মহেশের শেষ যাত্রা। লোড শেডিং। অলৌকিক। সবুজ চশমা। বড়দা। তারিণী খুরো ❤️❤️❤️ ছুটি কাটালো অনুপম। খগম। অলৌকিক অ্যাডভেঞ্চার ❤
Wxt😂 😂
এটা গ্রাম বাংলার গল্প নয়, গল্পের প্রেক্ষাপট পুরোনো কলকাতা শহরের কোনও অঞ্চল।
Ekdam
Horir hotel faltu golpo
Khub valo legeche golpo ta.... Majhkhane khub birokto lagchilo mone hocchilo jor kore bhoy dekhacche just ekta meaningless story.... Last er dik ta khub valo laglo complete story ekta ar khub exiting lagchilo sunte 👍🏻
Osadharon♥️♥️♥️♥️ ebr Aveek sarkar er glpo chay
একটা কমেন্ট রেখে গেলাম। যদি বেঁচে থাকি তাহলে ২০৫০ সালে আবার এসে শুনবো ❤😊
এই রকম পুরোনো দিনের গ্রাম বাংলার ভূতের গল্পই চাই।😍😍😍😍😍😍😍
Eta gram bangla noy Kolkata r golpo chilo 😅
@@happyparrots979 হ্যা পরে বুঝেছি। ঘুম ঘুম অবস্থা ছিলো আমার 😂🤣😂
@@happyparrots979Na shune comment korle ei hoye 😂😂
sostar nesha 😂
@@tonyreads হ্যা ভাই গরুর মাংস গরম ভাত সাথে ডাল আর পুই শাক । খাওয়ার পর একটু ঘুম ঘুম ভাব আসে মানে নেশা নেশা ভাব
Mir da kal shunlam। Notun korey ki bolbo bolo। Ek kothai just oshadharon laglo। Abar shei haar heem Kora onubhuti ter pelam go 😘😘😘😘😱😱😱😱darun।darun darun ❤️❤️❤️। Nd you know na love you soooooo much 😘😘😘😘😘❤️❤️❤️
🤭 সামনে টেস্ট পরিক্ষা তবু গল্প শোনা বন্ধ করতে পারছি না .. হাড় কাঁপানো ভয় আর রোমাঞ্চ গল্প 😊
Hello .. amr o
সত্যিই... অনেক দিন পর একটা দারুণ ভূতের গল্প শুনলাম❤ মন ভরে গেল❤
শরৎচন্দ্র চট্টোাধ্যায়ের "চন্দ্রনাথ " উপন্যাস টা দয়া করে নিয়ে আসুন মীর দা।অসম্ভব সুন্দর একটা উপন্যাস,যতবার পড়েছি ততবার চোখের জল আটকে রাখতে পারিনি😭।💖💖💖আপনারাই এটিকে সুন্দর ভাবে উপস্থাপন করতে পারবেন।
Raatey purotaa shunte parini bhoy er jonnyo , eii shesh korlum, r ridhhya holum abr, thanks again Mir Da❤❤❤❤❤❤
Italy theke shunchi from Bangladesh 🇧🇩 love you mir da ❤️🔥
Sotti e osadharon. Ritimoto shihoron jage. Captain er golar awaz e ekhane Indrajal er maya. ❤❤❤
ভয় ও ভালোলাগায় ভরে গেলো মন টা ... অনেকদিন পর ছেলেবেলার সেই রোমাঞ্চ অনুভব করলাম...❤❤❤❤❤❤
Ami jibone prothom bar horror story sune bhoy pelam hats off Mir da ❤ You're literally legend 😊
True Sunday Suspense vibes...
সেই পুরনো সানডে সাসপেন্স -র স্বাদ পেলাম।
ধন্যবাদ মীর দা। 🙏
Akdom e tai
গল্পটি ভালোই লাগলো, thumbnail এর graphic তার সাথে মিলে halloween এর আগেই বেশ একটা halloween এর স্বাদ এনে দিল।
শুধু মাঝে মাঝেই ওই ভূতের চোঁয়া ঢেকুর তোলার মতো আওয়াজটা একটু বিসদৃশ ঠেকলো। সমাপন মিশ্রর থেকে আরো অনেক গল্প শুনতে চাই।
অনবদ্য সৃষ্টি করেছেন গল্পটা, ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা রইল।
শুরুর দিকে একঘেয়েমি লাগছিলো
but শেষের দিকে এসে joss ❤❤
হেমেন্দ্রকুমারের লেখা"গপ্পো পাঠে মীর"সাথে মহালয়া, ufffff😮
Sotti 😊
বাপ রে বাপ কী ভয়ঙ্কর রোমাঞ্চকর এই গল্পটি, দারুন লাগলো।
Adaptation korechen godhuli sharma❤️❤️🇧🇩
Next episode a godhuli didir voice shunte chaii❤️❤️
Darun laglo ...songe aboho music osadharon ..voe jagano
খুব ভালো লাগলো, ছোটোবেলার দিনগুলোকে ফিরে পেলাম ।❤❤
খুব খুব খুব ভালো লাগলো। ভয়, আতঙ্ক মিলে মিশে একাকার। ❤❤❤
This is how story selection must be done,this is how a story should be presented. I think this a great learning for others...fantastic presentation...kudos to the team
Ahad
Not really. The story is unnecessary long and confusing. There's too many extra characters without any special presence. Not at a good story
@@Soutrikfriendsabsolutely right.
Jaghanyo galpo.... Very poor story selection.... Ek i jinish repeatedly bole geche whole galpe.... Eto baje galpo Mir er thek e expected noye
He is the most beautiful stories horror thriller and suspense
Thank you mir sir ❤❤❤❤❤❤❤❤
রাত্রি বেলা শুনতেই পারিনি, দিনের বেলায় শুনে শেষ করলাম, একেবারে হাড় কাঁপানো ভয়ের আমেজ!!
দুর্দান্ত পরিবেশনা ❤❤❤❤❤❤
Darun darun excellent 👌
হেমেন্দ্র কুমারের ভূতের গল্পগুলো হাড় হিম করে দেওয়ার মতো ভয়ংকর।
আজ আর দেরি করিনি মীরদা ❤❤😊
Onek din por Classic Bhuter Golpo tar upor 2 ghontar Duration. Uff R ki chai🥰🥰🤩🤩
গল্পটা খুব ভালো ❤
ব্যাকগ্রাউন্ড মিউজিক ও দারুন
Khub icche apnar sathe jukto hoye kaaj korar Mir da❤ Ashakori ekdin apnar sathe kaaj korar Soubhaggo hobe😊
মহালয়া সূর্যগ্রহণ গপ্পো মীরের ঠেকে ❤
অপূর্ব খুব সুন্দর গল্প আরো এই রকম গল্প আরো শুনতে চাই। ।
সবাইকে জানাই দুর্গা পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
শুভ শারদীয়া দুর্গোৎসব ❤
প্রফেসর শঙ্কু হবে নাকি একটা প্লিজ ❤❤ দাদা❤❤। love from south 24 pargonas joynagor mojilpur মোয়া খাওয়াবো মির দা
উপস্থাপনা খুব ভালো লাগলো। কিন্তু গল্পের শেষে অনেক প্রশ্ন রয়ে গেল...
Poster design ta o sumdor hoyeche oneek! Best wishes for you Mir DA from Bangladesh
সময় সীমা 02:01:53
পরের সপ্তাহে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নয়তো সত্যজিৎ রায় চাই ।
Eta ki horror story?!
@@dipanpudas0537 "ইন্দ্রজাল" যখন আছে, কিছুটা জাদু কিছুটা ভয় তো থাকবেই ।
Ki kore jante paro please bolo 🙏🏻
@@singleboyraj9225 গল্প প্রিমিয়ার হওয়ার কিছু মুহূর্তে গুগলে গিয়ে হুবহু গল্পের নাম ও চ্যানেলের নাম লিখে সার্চ করবেন।
খুব সুন্দর 🙏👍♥️
হাড় হিম করা ভূতের গল্প চাই
Bomkesh & Feluda chai... ✊✊✊
Very excited to listen Stories of Hemendra Kumar Roy... hope to hear Stories of Jayanta-Manik or Bimal-Kumar in Future tooooo!!❤❤❤
one of my favorite....would love to hear from MIR DA...
এ যাবৎ আপনাদের প্রকাশিত গল্পের শেষটা আজ শুনতে বসলাম এবং প্রথমবার ভয় পেলাম
Super story selection!! 👍Love Hemendra Kumar Ray stories!! 👌They are unique, & little bit different! 👌And as always fantastic presentation! 👍Thank you for entertaining us with different kinds of stories & of different genre!! Would love to hear more stories of Hemendra Kumar ray and Sarodindu Bandhopadhay too! 🙏
❤❤
গপ্পো মীর এর ঠেক যুগ যুগ জিও ❤️❤️
অনেক ধন্যবাদ ও অভিনন্দন গপ্প মীরের ঠেককে গল্পটাকে এত ভালো করে পরিবেশন করার জন্য. তবে বলতেই হবে গল্পে বেশ কিছু ফাঁক আছে.. যেমন নিবারণ যখন পালিয়ে গেছিল, বাঘা তখনও বেঁচে ছিল, তাই ফিরে আসার পরে তরফদার যখন বললেন ওকে যে বাঘা মারা গিয়েছে সেটা তার জানার কথা, সেটা কিন্তু সঠিক নয়. তাই এটা হয়তো গল্পের প্লটের একটা loophole?
আমরা জন্মের আগে আর মৃত্যুর পরে কি হয় তা আমরা জানি না তবে দেহ ধারণ করলে তার লজ্জা ঘৃণা ভয় এই তিনটি কে জয় করতে হবে আমরা সবাই আত্মা একথা অত সহজে বলা যায়না তার জন্য আত্মার অনুসন্ধান করতে হবে সেটার নাম পরমাত্মা ধন্যবাদ ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
আজকে যে নতুন গল্প পাবো মনে ছিলো না ❤ ঢাকা বাংলাদেশ থেকে শুনেছি 🇧🇩❤
Congratulations🎉 (1M) ❤
🎉 সাহিত্য কে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে ? আর তা যদি হয় বিখ্যাত কোনো লেখকের লেখা? তবে কে না ভালবাসবে? এবং যদি তাতে খুজে পাওয়া যায় শৈশব থেকে কৈশোর যৌবন বৃদ্ম অবধি জিবনের স্বাদ আর কি লাগে?
সত্যিই তাই😊
খুব ভালো লাগলো এরকম গল্প আরও শুনতে চাই❤❤❤❤
Hemendra Kumar Roy Amar horror icon 🔥🔥🔥
অনেকদিন পর সানডে সাস্পন্সের সেই পুরোনো ভূতের গল্প গুলোর মত ফিল পেলাম।।😊😊
মহাশ্বেতা দেবীর "ভাত" গল্প টা চাই🚧🚧🚧🚧
Darun lagche protek ta episode ❤❤❤❤❤❤
Ami o sunte Chai. "ADORSHO HINDU HOTEL"....
আপনার প্রশংসা করার বাকি আর কিছু নেই। অনেকের মতো আমিও অপেক্ষা করে থাকি প্রতি সপ্তাহে এই গল্পের ঠেক এর জন্য। যদি আপনাদের যথাযথ মনে হয় তাহলে শ্রী শারদিন্দু বন্দ্যোপাধ্যায় এর সদাশিব গল্প গুলি শুনতে ভালো লাগবে।
হেমেন বাবু এই কাঁচা কাজটি কেনো করলেন? বাঘা যখন মারা যায় তার অনেক আগেই তো নিবারণ পালিয়েছে (Around 1:16:00) তাহলে ফিরে আসার পর তরফদার ওকে কেনো বললেন যে "তুমি তো জানো যে বাঘা মারা গেছে?"। অথচ নিবারণ তো ওপরের ঘরে যেখানে বাঘার মৃতদেহ ছিল সেই ঘর অব্দি তো পৌঁছোতেও পারেনি। আবার প্রায় বেশ কয়েকদিন পরে তরফদার ফিরে এসে নিবারণ কে বলছেন যে "এরপর বাঘার মৃতদেহ থেকে দুর্গন্ধ বেরোবে", এতদিনেও বেরোয়নি?
এসব ডিটেইলস মিস হতে দেখে তো অবাক লাগছে। অথবা আমার কোনো ভুল হচ্ছে।
Amar o.erokom mone holo..
Hmm, ekdom thik bolechen
একদমই ঠিক মনে হয়েছে,
Na eta amro mone hoyeche.
জানিনা কাঁচা কাজটা সত্যিই হেমেন বাবুর কিনা। কয়েকদিন আগে 'বুকফার্ম' থেকে প্রকাশিত হেমেন্দ্রকুমার রায়ের 'ভয় সমগ্র'টা পড়েছিলাম। সেখানে 'ঐন্দ্রজালিক' নামক একটি গল্পের সঙ্গে এই গল্পের প্রায় ৯৯% মিল রয়েছে। অবশ্য এই অপ্রাসঙ্গিক বিষয়গুলো ওই গল্পে ছিল না।
Darun oshadharon golpo 🎉🎉🎉🎉🎉🎉
Another fantastic presentation - flawless & very interesting with twists narrated in voices with supporting background music creating mystic effects and as usual very pleasant & enchanting. Kudos to Sri Mir& his co-artists. Pray that God bless them all .
অবশ্যই মীরদার মুখে অত্যন্ত শ্রবনযোগ্য ও মনোগ্রাহী হবে নিঃসন্দেহে।🙏
not expecting story like this
You are legend as radio jockey in recent times.
Expectation is really high from this team .
Feeling bad to write a comment like these.
অসাধারণ একটি গল্প খুব ভালো হয়েছে ❤⚘
হরিনারায়ন চট্টোপাধ্যায় এর লেখা "ভয়ের মুখোশ" গল্পটা শোনাবার অনুরোধ রইলো। আলিম এর চরিত্র টা অবশ্যই মীর-দা করবেন। কিছুক্ষণ এর জন্যে হলেও সেই শৈশব ফিরে পাওয়া যাবে। ধন্যবাদ।
Agreed .. amio sunte chai..
@mir_da tomar golpo sunday suspense alternative, just wow! keep it going! we will try to support as much we can. tobe purono writer der golpo o kintu besh jome.
Mir da..... You are really a genius..... Your voice makes everyone happy❤❤❤
ছোটবেলায় এই বইটা আমার ছিলো। কভার দেখে ও পড়ে বেশ ভয় পেয়েছিলাম। এখন শুনতে পেরে ভালো লাগছে।
Boi ta ki naam chilo
Just outstanding feeling 🥰🥰😌😌